West Bengal News LIVE Updates: কাল বেলা ১২টার মধ্যে দিঘার সব হোটেল খালির নির্দেশ, ঘনাচ্ছে দুর্যোগের আশঙ্কা,

West Bengal LIVE News Updates: রাজ্যের সব খবর দেখতে ক্লিক করুন...

ABP Ananda Last Updated: 22 Oct 2024 11:42 PM

প্রেক্ষাপট

বঙ্গের আকাশে ফের দুর্যোগ-শঙ্কা। বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৩৫ কিলোমিটার। বঙ্গোপসাগরে নিম্নচাপ আজই পরিণত হবে গভীর নিম্নচাপে। বৃহস্পতিবারই হানা দিতে পারে...More

West Bengal News LIVE Updates: উপনির্বাচনে জোট হল না সিপিএম-কংগ্রেসের, আলাদা প্রার্থী ঘোষণা সিপিএম-কংগ্রেসের

উপনির্বাচনে জোট হল না সিপিএম-কংগ্রেসের, আলাদা প্রার্থী ঘোষণা সিপিএম-কংগ্রেসের। ৬টি বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের। সিতাই বিধানসভা : কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ। মাদারিহাট বিধানসভা : কংগ্রেস প্রার্থী বিকাশ চম্প্রমারি। নৈহাটি বিধানসভা : কংগ্রেস প্রার্থী পরেশ নাথ সরকার। হাড়োয়া বিধানসভা : কংগ্রেস প্রার্থী হাবিব রেজা চৌধুরী। মেদিনীপুর বিধানসভা : কংগ্রেস প্রার্থী শ্যামল কুমার ঘোষ। তালডাংরা বিধানসভা : কংগ্রেস প্রার্থী তুষারকান্তি ষন্নিগ্রহী। ১৩ নভেম্বর রাজ্যে ৬টি বিধানসভা কেন্দ্রে ভোট, ২৩ নভেম্বর ফল ঘোষণা