West Bengal News Live: চাকরিহারা শিক্ষকদের আন্দোলনকে 'নাটক' বললেন মন্ত্রী ফিরহাদ হাকিম

WB News Live: রাজ্যের ও জেলার এবং দেশের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

ABP Ananda Last Updated: 17 May 2025 02:56 PM

প্রেক্ষাপট

বিকাশ ভবনে লাঠিচার্জ, সরকারি কর্মীদের বের করতে ন্যূনতম বলপ্রয়োগের সাফাইপুলিশের! ২। চাকরি বাঁচাতে গিয়ে পুলিশের হাতেই আক্রান্ত। কারও ফাটল মাথা, কারও ভাঙল পা, কারও চোখে গুরুতর আঘাত!৩। নিরস্ত্র শিক্ষকদের লাঠিপেটা নিয়ে...More

News Live Update: বীরভূম কোর কমিটির বৈঠক ডাকলেন আশিস বন্দ্য়োপাধ্যায়

বীরভূম কোর কমিটির বৈঠক ডাকলেন আশিস বন্দ্য়োপাধ্যায়। ফের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েই বৈঠক ডাকলেন আশিস। কাল সকাল ১১.৩০-য় জেলা পার্টি অফিসে বৈঠকের ডাক। গতকালই জেলা তৃণমূলের চেয়ারম্যান করা হয় আশিসকে। তবে জেলা সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডলের নাম ছিল না। কোর কমিটির সদস্য করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। কোর কমিটিতে যুক্ত হয়েছেন বোলপুর ও বীরভূমের ২ সাংসদকে। এর ফলে কোর কমিটির সদস্য এখন ৯। আগে কোর কমিটির বৈঠক ডাকতেন আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। এখন থেকে কোর কমিটির বৈঠক ডাকবেন চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়।