West Bengal News Live: রাজ্যে আচমকা ডেঙ্গির বাড়বাড়ন্ত, লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা

WB News Live: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 17 Aug 2025 11:50 PM

প্রেক্ষাপট

ভোট চুরির অভিযোগের জবাব কমিশনের। লিখিত না জানিয়ে অভিযোগ তোলা সংবিধানের অপমান। কমিশন কাউকে ভয় পায় না। বার্তা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। পশ্চিমবঙ্গে SIR কবে? আলোচনা করে সিদ্ধান্ত। জানাল কমিশন। ভোটার...More

West Bengal News Live: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম উল্লেখ করে এক্স হ্যান্ডলে কী লিখলেন মহুয়া মৈত্র?

দয়া করে ধরে নেবেন না যে, আমাদের বুদ্ধমত্তা বিজেপি ক্যাডারদের সমান। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম উল্লেখ করে এক্স হ্যান্ডলে লিখলেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের অভিযোগ, মুখ্যনির্বাচন কমিশনারের এদিনের সাংবাদিক বৈঠক - উদ্ভট ও হাস্যকর।