West Bengal News Live Updates: আগের নিম্নচাপের রেশই কাটেনি, এদিকে আগামীকাল বৃহস্পতিবার নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 24 Sep 2025 03:13 PM

প্রেক্ষাপট

রাত গড়িয়ে আরেক রাত। তাও রেহাই নেই কলকাতার। জলে ডুবে-বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে ১১জনের মৃত্যু। পার্ক সার্কাস, সেন্ট্রাল অ্যাভিনিউয়ে নিভল স্ট্রিট লাইট। রাতভর প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। উত্তর থেকে দক্ষিণ, প্রায় সব...More

West Bengal News Live: বৃষ্টি থামার পরেও নাজেহাল অজয়নগরের উদিতা আবাসনের বাসিন্দারা, আবাসনের ভিতরে কোমরসমান জল

বৃষ্টি থামার পরেও নাজেহাল অজয়নগরের উদিতা আবাসনের বাসিন্দারা। আবাসনের ভিতরে কোমরসমান জল। গতকাল থেকে বন্ধ বিদ্যুৎ পরিষেবা
আবাসনের লিফট বন্ধ, পাম্প বন্ধ থাকায় উঠছে না জল। আবাসনের একাধিক ফ্ল্যাটে আছেন বহু অসুস্থ। আবাসনের ভিতরের জল বাইরে ফেলার জন্য বাসিন্দারাই ভাড়া করে এনেছেন পাম্প। পুরসভার পক্ষ থেকে কোনও সাহায্য যাচ্ছে না, অভিযোগ বাসিন্দাদের। বাধ্য হয়ে নিজেরা রিকশ ভাড়া করে আবাসন ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন বাসিন্দারা।