WB News Live Updates: পুরুলিয়ায় প্রার্থীতালিকায় জায়গা না পেয়ে তৃণমূলে ‘বিদ্রোহ’, কংগ্রেসে যোগ দিলেন বিদায়ী কাউন্সিলর

West Bengal News Live Updates: ‘তোমাকে গভর্নর ফোন-টোন করে? এটা করবে না, ওটা করবে না, সেটা করবে না? করলেও তুমি এখন বলবে না। তুমি ভয় পাচ্ছো?’ পূর্ব মেদিনীপুরের এসপি-কে বললেন মুখ্যমন্ত্রী।

abp ananda Last Updated: 04 Feb 2022 11:42 PM
WB News Live Updates: পুরুলিয়া প্রার্থীতালিকায় জায়গা না পেয়ে তৃণমূলে ‘বিদ্রোহ’, কংগ্রেসে যোগ দিলেন বিদায়ী কাউন্সিলর

প্রার্থীতালিকায় জায়গা না পেয়ে তৃণমূলে ‘বিদ্রোহ’। দল ছাড়লেন পুরুলিয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর। কংগ্রেসে যোগ দিলেন তৃণমূলের বিদায়ী কাউন্সিলর ও তাঁর স্বামী। দল ছাড়লেন তৃণমূলের প্রভাবশালী নেতা সহ তৃণমূলের একঝাঁক কর্মী

West Bengal News Live: প্রার্থীতালিকা নিয়ে কাঁথিতে বিক্ষোভ, নির্বাচন কমিটির আহ্বায়কের পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ অখিল গিরির

প্রার্থীতালিকা নিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিক্ষোভ। মন্ত্রী অখিল গিরির বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলের একাংশের।কাঁথি ও এগরা পুরসভায় তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ। ‘আমরা যে প্রার্থীতালিকা পাঠিয়েছিলাম, তা দল অনুমোদন দেয়নি, সেই কারণেই দলের মধ্যে ক্ষোভ বেড়েছে।
প্রার্থীতালিকায় বিজেপির একজন-দুজন জায়গা পেয়েছেন। তাঁরা দাদার অনুগামী হিসেবে পরিচিত, এখনও বিজেপির সঙ্গে যোগাযোগ রাখে।’
নির্বাচন কমিটির আহ্বায়কের পদ থেকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ মৎস্যমন্ত্রী অখিল গিরির

WB News Live Updates: দুর্গাপুরে রেললাইন থেকে ফিস প্লেট চুরির চেষ্টার অভিযোগে ২ জন গ্রেফতার

দুর্গাপুরে রেললাইন থেকে ফিস প্লেট চুরির চেষ্টার অভিযোগে ২ জনকে গ্রেফতার করল আরপিএফ। নেপথ্যে কোনও চক্র রয়েছে কি না, খতিয়ে দেখছে রেল পুলিশ

West Bengal News Live: প্রার্থী অসন্তোষে খড়দা স্টেশনে রেল অবরোধ তৃণমূল কর্মীদের একাংশের

প্রার্থী পছন্দ না হওয়ায় এবং বহিরাগত প্রার্থীদের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের একাংশের খড়দা স্টেশনে রেল অবরোধ। কিছুক্ষণ পর অবরোধ উঠে যায়।

WB News Live Updates: আরামবাগের ১২ নং ওয়ার্ডের প্রার্থী নিয়ে বিক্ষোভ তৃণমূলের একাংশের, রাস্তা অবরোধ

আরামবাগের ১২ নং ওয়ার্ডের প্রার্থী নিয়ে বিক্ষোভ তৃণমূলের একাংশের। আরামবাগ মেদিনীপুর ও আরামবাগ বাঁকুড়ার রাজ্য সড়ক অবরোধ।টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের।

West Bengal News Live: কাঁথি পুরসভার প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ, মন্ত্রী অখিল গিরির বাড়ির সামনে বিক্ষোভ

কাঁথি পুরসভার প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মৎসমন্ত্রী অখিল গিরির বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলের একাংশের।

WB News Live Updates: প্রার্থীতালিকা নিয়ে মদন মিত্রর কাছে অসন্তোষ প্রকাশ তৃণমূলের একাংশের

প্রার্থীতালিকা প্রকাশ হতেই একাধিক জায়গায় বিক্ষোভ তৃণমূলের একাংশের। কামারহাটি পুরসভার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই অসন্তোষ।
কামারহাটি বিধায়ক মদন মিত্রর কাছে অসন্তোষ প্রকাশ তৃণমূলের একাংশের।বহরমপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ।প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভ তৃণমূলের একাংশের 

West Bengal News Live: প্রার্থীতালিকা প্রকাশ হতেই একাধিক জায়গায় বিক্ষোভ তৃণমূলের একাংশের

প্রার্থীতালিকা প্রকাশ হতেই একাধিক জায়গায় বিক্ষোভ তৃণমূলের একাংশের। মালবাজারে প্রার্থী-বিক্ষোভে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ।২ নম্বর ওয়ার্ডের প্রার্থী পুলিন গোলদারের বিরুদ্ধে স্লোগান।কোচবিহারেও ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ।উত্তর ২৪ পরগনার খড়দাতেও বিক্ষোভ দলেরই একাংশের।বিটি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ।বাঁকুড়ায় ১৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরকে নিয়ে বিক্ষোভ।পরোক্ষে দল ছাড়ারও হুমকি

WB News Live Updates: ১০৮টি পুরসভার তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বেনজির বিভ্রাট

তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভোটকুশলী সংস্থার বিরোধ ? ১০৮টি পুরসভার তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বেনজির বিভ্রাট। ‘ওয়েবসাইটে দেওয়া প্রার্থী তালিকা চূড়ান্ত নয়। পার্থ-সুব্রত বক্সীর সই করা প্রার্থী তালিকাই চূড়ান্ত। যে তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন রয়েছে’ূ,জানাল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
চূড়ান্ত তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে জেলা সভাপতিদের কাছে।‘চূড়ান্ত না হওয়া সত্ত্বেও কেন তালিকা প্রকাশ ? তা নিয়ে দলের অন্দরেই ক্ষোভ , খবর সূত্রের

West Bengal News Live: ইংরেজবাজার পুরসভার প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর

ইংরেজবাজার পুরসভার প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর। ‘ইংরেজবাজার পুরসভায় বেশ কয়েকটি ওয়ার্ডে বিজেপি কর্মীদের টিকিট।৮, ৯, ১২ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের টিকিট, কোনওদিন তৃণমূল করেননি তাঁরা।যে এজেন্সি এখানে সার্ভে করেছে, তারাই এই কাজ করেছে।পুরো বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হবে’,জানালেন ইংরেজবাজারের তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী

WB News Live Updates: টানা ২১ দিন রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু ৩০-এর উপরে

টানা ২১ দিন রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু ৩০-এর উপরে। আক্রান্তর সংখ্যা কমলেও ফের একদিনে ৩৫ জনের মৃত্যু।শুধুমাত্র কলকাতাতেই ১০ জনের মৃত্যু।২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১ হাজার ৫২৩ জন।সংক্রমণ-হার কমে ৩ দশমিক ১ শতাংশ

West Bengal News Live: বাগুইআটি থেকে গাড়িতে তুলে গৃহবধূকে অপহরণের অভিযোগ

বাগুইআটি থেকে গাড়িতে তুলে গৃহবধূকে অপহরণের অভিযোগ। অভিযোগ, বেহুঁশ করে নিয়ে যাওয়া হয় হুগলির বলাগড়ে। হুঁশ ফিরলে চিৎকার শুরু করেন অপহৃত মহিলা। মহিলাকে নামিয়ে গাড়ি নিয়ে পালায় দুষ্কৃতীরা। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের।এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

WB News Live Updates: 'উত্তরপ্রদেশে ভোটে প্রচারে যাচ্ছেন শান্তনু ঠাকুর', কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে বৈঠকে বরফ গলল?

কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে শান্তনু ঠাকুরের বৈঠকে বরফ গলল? ‘উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে প্রচারে যাচ্ছেন শান্তনু ঠাকুর। নির্বাচনী প্রচারে উত্তরপ্রদেশে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর’। ২দিন আগেই দিল্লিতে কৈলাস বিজয় বর্গীয়র সঙ্গে বৈঠক করেন শান্তনু। রাজ্য নেতৃত্বের উপরে ক্ষোভ থাকলেও ভোটপ্রচারে যাওয়ার সিদ্ধান্ত, খবর সূত্রের

West Bengal News Live: তৃণমূলের প্রকাশিত প্রার্থীতালিকায় ‘গরমিল’, কিছুক্ষণ পরেই চূড়ান্ত প্রার্থীতালিকা, খবর দলীয় সূত্রে

তৃণমূলের প্রকাশিত প্রার্থীতালিকায় ‘গরমিল’। প্রার্থীতালিকা প্রকাশের পরই একাধিক জায়গায় অসন্তোষ। সংশোধিত তালিকার বদলে প্রাথমিক তালিকা প্রকাশিত হয়েছে,  খবর তৃণমূল সূত্রের।কিছুক্ষণ পরেই চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশিত হবে,  খবর তৃণমূল সূত্রের।২৭ ফেব্রুয়ারি ১০৮ পুরসভার ভোট।
আজ প্রার্থীতালিকা প্রকাশ করে তৃণমূল।

WB News Live Updates: প্রার্থীতালিকা ঘোষণার পরেই অশোকনগরে তৃণমূলের একাংশের বিক্ষোভ

প্রার্থীতালিকা ঘোষণার পরেই অশোকনগরে তৃণমূলের একাংশের বিক্ষোভ।১৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী সুমন পালকে নিয়ে অসন্তোষ।রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের একাংশর।একাধিক দুর্নীতিতে অভিযুক্ত ঘোষিত প্রার্থী সুমন পাল, অভিযোগ বিক্ষোভকারীদের

West Bengal News Live: পুরভোটে টিকিট পেলেন না সুজিত বসু, অরিন্দম গুইন, অসিত মজুমদার

পুরভোটে তৃণমূলের  টিকিট পেলেন না সুজিত বসু, অরিন্দম গুইন, অসিত মজুমদার। টিকিট পেলেন না রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, খোকন দাস, অপূর্ব সরকার।টিকিট পেলেন না নীহার ঘোষ, রথীন ঘোষ।কোচবিহার পুরসভায় টিকিট পেলেন অভিজিৎ দে ভৌমিক।বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছিলেন অভিজিৎ দে ভৌমিক

WB News Live Updates: কামারহাটি পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য

উত্তরপাড়া-কোতরং পুরসভায় টিকিট পেলেন প্রাক্তন জেলা সভাপতি দিলীপ যাদব। চাকদা পুরসভায় টিকিট পেলেন শঙ্কর সিংহের ছেলে শুভঙ্কর সিংহ।
বিধানসভা ভোটে পরাজিত হয়েছিলেন শঙ্কর সিংহের ছেলে। কামারহাটি পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য

West Bengal News Live: বাংলায় কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করা যেতে পারে, সিপিএমের খসড়া প্রস্তাবনায় উল্লেখ

‘বিধানসভা ভোটে কংগ্রসের সঙ্গে জোটের সিদ্ধান্ত ভুল ছিল। কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক জোট নয়। বাংলায় কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করা যেতে পারে। ত্রিপুরায় কংগ্রেস নেই, আসন সমঝোতারও প্রশ্ন নেই। বিজেপিকে হারানোই মূল লক্ষ্য। বিজেপি বিরোধী ভোট এককাট্টা করতে হবে।
বাংলায় ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে কী সম্পর্ক, তার ভিত্তিতে সমঝোতা।’,কেরল পার্টি কংগ্রেসের আগে সিপিএমের খসড়া প্রস্তাবনায় উল্লেখ

WB News Live Updates: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভ্যালেন্টাইনস ডে পালনের ‘নোটিস’, বৈধ নয়, সই জাল, জানাল কর্তৃপক্ষ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভ্যালেন্টাইনস ডে পালনের ‘নোটিস’ ভাইরাল।  বৈধ নয় নোটিস, জানাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।যাদবপুর থানায় অভিযোগ কর্তৃপক্ষের। ‘রেজিস্ট্রারের সই জাল করে নোটিস’, অভিযোগ বিশ্ববিদ্যালয়ের। ‘সঙ্গী খুঁজে নথিভুক্ত করতে হবে নাম। একাকী পড়ুয়ার উৎসবে যোগদানে নিষেধাজ্ঞা’,ভুয়ো নোটিসে উল্লেখ, অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

West Bengal News Live: ঝাড়গ্রামে বিজেপি কর্মীকে খুনের মামলায় দুই মহিলা-সহ ৯ জনকে গ্রেফতার করল সিবিআই

রাজ্যের বকেয়া পুরভোটের আগে ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় ফের তত্পর সিবিআই। ঝাড়গ্রামে বিজেপি কর্মীকে খুনের মামলায় দুই মহিলা-সহ ৯ জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০২১-এর ২১ মার্চ, ঝাড়গ্রামের নেতুড়া বাস স্ট্যান্ড এলাকায় খুন হন বিজেপি কর্মী তারক সাউ। অভিযোগ, তৃণমূল কর্মীরা তাঁকে কুপিয়ে খুন করে। ওই ঘটনায় ১৪ জনের নামে এফআইআর দায়ের হয়। 

WB News Live Updates: মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পরের দিনই জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পরের দিনই জেলাশাসকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যসচিব। সূত্রের খবর, জেলা প্রশাসনের আধিকারিকদের বলা হয়েছে, সমস্ত দফতরের মধ্যে সমন্বয় সাধনে নির্দিষ্ট অ্যাপের ওপর নজরদারি বাড়াতে হবে। ১০০ দিনের প্রকল্পের টাকা খরচ করতে হবে প্রয়োজন বুঝে। স্কুল ইউনিফর্ম তৈরির জন্য স্বনির্ভর গোষ্ঠীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের সংখ্যা বাড়াতে হবে। সরকারি প্রকল্পের সমস্ত নির্মাণ কাজ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে হবে। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে নির্দেশ মুখ্যসচিবের। খবর সূত্রের।

West Bengal News Live: আরজি কর মেডিক্যাল কলেজের পড়ুয়াদের সরস্বতী পুজোর প্রস্তুতি

আরজি কর মেডিক্যাল কলেজের পড়ুয়াদের পক্ষ থেকে সরস্বতী পুজোর প্রস্তুতির অঙ্গ হিসেবে আলপনা আঁকা চলছে। যেখানে এক মাসের বেশি অনশন আন্দোলন চলেছিল, ঠিক সেখানেই এখন চলছে আলপনা আঁকার কাজ। অনশন মঞ্চের জায়গায় হচ্ছে মণ্ডপ।

WB News Live Updates: পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশের আগেই সোনারপুরে তৃণমূল বিধায়ক ও দলের নেতার সংঘাত প্রকাশ্যে

রাজপুর-সোনারপুর পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশের আগেই তৃণমূল বিধায়ক ও তৃণমূল নেতার সংঘাত প্রকাশ্যে। সোনারপুর শহর তৃণমূলের সভাপতি রঞ্জিত রায়ের ক্ষোভ, তাঁর সঙ্গে আলোচনা ছাড়াই প্রার্থী তালিকা তৈরি করে পাঠিয়েছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক। বিধায়ক লাভলি মৈত্রর দাবি, তালিকা প্রকাশের আগে সাংবাদিক বৈঠকে ক্ষোভপ্রকাশ দলবিরোধী কাজ। ওই তৃণমূল নেতা আগেও তাঁর বিরোধিতা করেছেন বলে দাবি বিধায়কের। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal News Live: পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের

পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের।   তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানালেন, দার্জিলিংয়ের প্রার্থীতালিকা পরে ঘোষিত হবে। ১০৮ পুরসভার প্রার্থীতালিকায় নেই কোনও বিধায়ক। কোনও বিধায়ক লড়বেন না বাকি পুরভোটে। একই পরিবারের একাধিক ব্যক্তিকে সুযোগ নয়।পুরভোটে নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে

WB News Live Updates: দক্ষিণবঙ্গে কাল সরস্বতী পুজোয় বৃষ্টির আশঙ্কা নেই, পূর্বাভাস আবহাওয়া দফতরের

আগামীকাল উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরের দিন থেকে শুষ্ক আবহাওয়া থাকবে।  দক্ষিণবঙ্গে  আজ বিভিন্ন জেলায় বৃষ্টি হলেও আগামীকাল থেকে আকাশ পরিষ্কার থাকতে পারে। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

West Bengal News Live: এবার রায়দিঘির দমকল গ্রামে বাঘের আতঙ্ক

এবার রায়দিঘির দমকল গ্রামে বাঘের আতঙ্ক। গ্রামবাসীদের দাবি, গতকাল ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। পরে বাঘ দেখতে পান এক গ্রামবাসী। স্থানীয়দের তাড়ায় বাঘটি নদী পেরিয়ে জঙ্গলে ঢুকে যায় বলে দাবি। ঘটনাস্থলে রায়দিঘি রেঞ্জের বন কর্মীরা। রয়েছে রায়দিঘি থানার পুলিশও

WB News Live Updates: হাবড়ায় বিডিও অফিসের বাগানে মুক্ত প্রকৃতির কোলে ক্লাসের আয়োজন

উত্তর ২৪ পরগনার হাবড়ায় বিডিও অফিসের বাগানে মুক্ত প্রকৃতির কোলে ক্লাসের আয়োজন। পড়া শেষে বাড়তি পাওনা বোটিংয়ের আনন্দ। পড়ুয়ারা খুশি। কিন্তু তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, স্কুলে শিক্ষাদানের পরিকাঠামো না থাকায় এসব করে চমক দিচ্ছে রাজ্য সরকার। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

West Bengal News Live: দুর্গাপুরে রেললাইন থেকে ফিস প্লেট চুরির অভিযোগ, গ্রেফতার ২

দুর্গাপুরে রেললাইন থেকে ফিস প্লেট চুরির অভিযোগে ২ জনকে গ্রেফতার করল আরপিএফ। স্থানীয়দের তত্পরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। নেপথ্যে কোনও চক্র রয়েছে কিনা, খতিয়ে দেখছে রেল পুলিশ।

WB News Live Updates: রাজ্য ও রাজ্যপাল সংঘাত প্রসঙ্গে রাজ্যসভা থেকে ওয়াক আউট তৃণমূলের

রাজ্যসভায় উঠল বাংলার রাজ্য ও রাজ্যপাল সংঘাত প্রসঙ্গ। তামিলনাড়ুর রাজ্যপালের বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগ । অভিযোগে সরব ডিএমকে, সমর্থন তৃণমূলের। ‘পশ্চিমবঙ্গের রাজ্যপালও অনেক বিল আটকে রেখেছেন’, এই অভিযোগে সরব হন তৃণমূল সাংসদরা। আলোচনার দাবি না মানায় ডিএমকে-র সঙ্গে ওয়াক আউট তৃণমূলের।

West Bengal News Live: জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ এনে পোস্টার

বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ এনে পোস্টার। পোস্টার ঘিরে চাঞ্চল্য আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে। আজ সকালে ঐ ওয়ার্ডের বেশ কয়েকটি জায়গায় হিন্দিতে লেখা পোস্টার দেখা যায়।
পোস্টারে লেখা, ‘প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি ২০০০ টাকা দিয়ে ভোট কিনেছেন। ২০০০ টাকা দিয়ে স্থানীয়  মহিলাদের ভোট কিনেছেন বলে অভিযোগ। ঘটনার পিছনে তৃণমূলের হাত আছে বলে অভিযোগ জিতেন্দ্র তিওয়ারির
‘বিজেপি-র টাকা ছড়ানোর অভিযোগ তাঁর কানে এসেছে। ‘এক্ষেত্রে প্রশাসন প্রশাসনের কাজ করবে’, প্রতিক্রিয়া তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশুর।


 

WB News Live Updates: সংবাদমাধ্যম ও ট্যুইটই কি সব কিছু সমাধান করবে? রাজ্যপালকে খোঁচা জয়প্রকাশ মজুমদারের

‘রাজ্যের সঙ্গে দ্বন্দ্বে আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ কি উপকৃত হচ্ছে? সংবাদমাধ্যম ও ট্যুইটই কি সব কিছু সমাধান করবে? আপনার অবস্থান কি শাসক দলকেই সহানুভূতি জোগাচ্ছে না? মানুষ আপনার থেকে প্রকৃত রাষ্ট্রনেতার মতো আচরণ প্রত্যাশা করে। ট্যুইটে রাজ্যপালকে খোঁচা বিজেপির বহিষ্কৃত নেতা জয়প্রকাশ মজুমদারের।

West Bengal News Live: নদীর চরে বাঘের পায়ের ছাপ, রায়দিঘির দমকল গ্রামে বাঘের আতঙ্ক

রায়দিঘির দমকল গ্রামে বাঘের আতঙ্ক। গ্রামবাসীদের দাবি, গতকাল ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। পরে বাঘ দেখতে পান এক গ্রামবাসী। স্থানীয়দের তাড়ায় বাঘটি নদী পেরিয়ে জঙ্গলে ঢুকে যায় বলে দাবি। ঘটনাস্থলে রায়দিঘি রেঞ্জের বন কর্মীরা। রয়েছে রায়দিঘি থানার পুলিশও। 

WB News Live Updates: কয়লাপাচার মামলায় আইমন্ত্রী মলয় ঘটককে নোটিস ইডি-র

কয়লাপাচার মামলায় আইমন্ত্রী মলয় ঘটককে নোটিস এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ। এর আগে কোভিডের কারণ দেখিয়ে হাজিরা দেননি মলয়। 

West Bengal News Live: শেখ সুফিয়ানের আগাম জামিনের মামলায় রায়দান স্থগিত

তৃণমূল কংগ্রেস নেতা শেখ সুফিয়ানের আগাম জামিনের মামলায় রায়দান স্থগিত। শুনানি শেষ হওয়ার পর রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। শেখ সুফিয়ানের আগাম জামিনের মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন শেখ সুফিয়ান। আজ সেই মামলাতেই রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান।

WB News Live Updates: মালদা মেডিক্যাল কলেজের রেলিং বেয়ে নামার সময় পড়ে গিয়ে মৃত্যু ৮ বছরের বালকের

মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুর্ঘটনা। হাসপাতালের ৬ তলার রেলিং বেয়ে নামার সময় পড়ে মৃত্যু হল ৮ বছরের বালকের। এ নিয়ে তুমুল উত্তেজনা হাসপাতাল চত্বরে। মৃত শিশুর বাবার হাসপাতাল চত্বরে দোকান রয়েছে। বাবার দাবি, আজ ছেলেকে নিয়ে দোকানে আসেন। নজর এড়িয়ে হাসপাতালের ছাদে উঠে যায় ওই বালক। রেলিং বেয়ে নামতে গিয়েই দুর্ঘটনা ঘটে। কীভাবে দুর্ঘটনা খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

West Bengal News Live: লোকাল ট্রেনের কামরা থেকে উদ্ধার ৮টি সোনার বিস্কুট, ডানকুনি প্লাজার কাছে শুল্ক দফতরের হাতে আটক ফেন্সিডিল বোঝাই ট্রাক

একইদিনে শুল্ক দফতরের জোড়া সাফল্য। বারাসাত স্টেশনে শিয়ালদাগামী লোকাল ট্রেনের কামরা থেকে উদ্ধার ৮টি সোনার বিস্কুট। যার বাজারমূল্য ৪৫ লক্ষ ৯০ হাজার টাকা। ২ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। 
অন্যদিকে, উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশে পাচারের সময়, ডানকুনি প্লাজার কাছে শুল্ক দফতরের হাতে আটক ফেন্সিডিল বোঝাই ট্রাক। সূত্রের খবর, উত্তরপ্রদেশের ফিরোজাবাদ থেকে বনগাঁর দিকে যাচ্ছিল ট্রাকটি। উদ্ধার হয়েছে প্রায় ১০ হাজার বোতল নিষিদ্ধ সিরাপ। ট্রাক চালক-সহ ২ জনকে আটক করেছে শুল্ক দফতর।

WB News Live Updates: রাজপুর-সোনারপুরে তৃণমূলের নেতা-বিধায়কের মধ্যএ সংঘাত, প্রার্থী তালিকা নিয়ে বিরোধ

রাজপুর-সোনারপুর পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশের আগেই তৃণমূল বিধায়ক ও তৃণমূল নেতার সংঘাত প্রকাশ্যে। সোনারপুর শহর তৃণমূলের সভাপতি রঞ্জিত রায়ের ক্ষোভ, তাঁর সঙ্গে আলোচনা ছাড়াই প্রার্থী তালিকা তৈরি করে পাঠিয়েছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক। বিধায়ক লাভলি মৈত্রর দাবি, তালিকা প্রকাশের আগে সাংবাদিক বৈঠকে ক্ষোভপ্রকাশ দলবিরোধী কাজ। ওই তৃণমূল নেতা আগেও তাঁর বিরোধিতা করেছেন বলে দাবি বিধায়কের। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal News Live: বর্ধমানে নিয়ন্ত্রণ হারিয়ে রোগী সমেত পুকুরে গিয়ে পড়ল অ্যাম্বুল্যান্স

সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সমেত পুকুরে পড়ে গেল গাড়ি। অল্পের জন্য রক্ষা পেল অ্যাম্বুল্যান্স। দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল। আজ সকালে বর্ধমান শহরের নবাবহাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, রোগী-সহ তিন যাত্রীকে নিয়ে ২ নম্বর জাতীয় সড়ক ধরে গুসকরা থেকে বর্ধমান যাওয়ার পথে, উল্টোদিক থেকে আসা ট্রাককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পাড়ে চলে যায় অ্যাম্বুল্যান্স। পিছনে আসা একটি গাড়ি চার সওয়ারিকে নিয়ে জলে পড়ে যায়। স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। আরেকটি গাড়িতে রোগীকে হাসপাতালে পাঠানো হয়। ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 


 

WB News Live Updates: হালিশহরে বিস্ফোরণের পিছনে কে, ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে প্রশ্ন মমতার

প্রথমে হালিশহরে বিস্ফোরণ। তারপর ইছাপুরে তৃণমূল নেতা খুন। উত্তর ২৪ পরগনায় পরপর এসব ঘটনার প্রেক্ষিতে এবার ব্যারাকপুরের পুলিশ কমিশনারের উদ্দেশে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ঘটনার পিছনে কে? তা তদন্ত করে দেখতে, বারবার নির্দেশ দেন তিনি। এনিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live: এসপি-কে ভর্ৎসনা কাণ্ডে মমতার বিরুদ্ধে সরব ধনকড়

'পুলিশের মেরুদণ্ডে আঘাত হেনেছেন মমতা,'  অভিযোগ ধনকড়ের

WB News Live Updates: মেদিনীপুরে গীতা বিলি করে পুরভোটের প্রচারে বিজেপি

আর একমাসও নেই পুরভোটের। তার আগে মেদিনীপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে গীতা বিলি করে জনসংযোগ সারল গেরুয়া শিবির। বিজেপি ধর্মের রাজনীতি করে, কটাক্ষ করেছে তৃণমূল। তারাই পুরভোটে এগিয়ে, পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

West Bengal News Live: ভোট পরবর্তী হিংসা মামলায় ৯ জনকে গ্রেফতার করল সিবিআই

রাজ্যের বকেয়া পুরভোটের আগে ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় ফের তত্পর সিবিআই। ঝাড়গ্রামে বিজেপি কর্মীকে খুনের মামলায় দুই মহিলা-সহ ৯ জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০২১-এর ২১ মার্চ, ঝাড়গ্রামের নেতুড়া বাস স্ট্যান্ড এলাকায় খুন হন বিজেপি কর্মী তারক সাউ। অভিযোগ, তৃণমূল কর্মীরা তাঁকে কুপিয়ে খুন করে। ওই ঘটনায় ১৪ জনের নামে এফআইআর দায়ের হয়। 
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার জগদ্দলে শোভারানি মণ্ডলকে খুনের মামলায় ২ জনের নামে হুলিয়া জারি করল সিবিআই। অভিযুক্ত ঝর্না মিস্ত্রি ওরফে মামনি ও প্রতিমা ঘোষ ওরফে মৌ জগদ্দলের বাসিন্দা এই দু’ জনের জন্য মাথাপিছু ৫০ হাজার পুরস্কার ঘোষণা করা হয়েছে। অভিযোগ, ২০২১-এর ২ মে, জগদ্দলে বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। ছেলেকে বাঁচাতে গিয়ে মাকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে হাসপাতালে মৃত্যু হয় বিজেপি কর্মীর মা শোভারানি মণ্ডলের। 

WB News Live Updates: আগামী কয়েক ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি

আগামী কয়েক ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও মুর্শিদাবাদে। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি, দার্জিলিঙের চটকপুর ও টাইগার হিলে বরফ পড়ছে। এদিকে, সরস্বতী পুজোর আগে উধাও শীত। ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কাল সরস্বতী পুজোর দিন আকাশ মেঘলা থাকবে। সকালের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে বেলা বাড়লে আবহাওয়ার উন্নতি।

West Bengal News Live: পুরভোটের আগে তড়িঘড়ি একাধিক প্রকল্প, বিতর্কের মুখে আলিপুরদুয়ার পুরসভা

পুরভোটের আগে তড়িঘড়ি একাধিক প্রকল্পের উদ্বোধন করে বিতর্কের মুখে আলিপুরদুয়ার পুরসভা। যা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। ভোটের আগে চমক, দাবি বিজেপির। উন্নয়নে গাফিলতি ধামাচাপা দেওয়ার চেষ্টা, সমালোচনা কংগ্রেসের। ভোটের লক্ষ্যে উন্নয়নের অভিযোগ ওড়াল তৃণমূল।

WB News Live Updates: হুগলির বলাগড়ের ডুমুরদহে ভেজাল দুধের কারখানার হদিশ

হুগলির বলাগড়ের ডুমুরদহে ভেজাল দুধের কারখানার হদিশ। দুই মহিলা ও খাটাল মালিক-সহ গ্রেফতার ৩। পুলিশ সূত্রে খবর, ধৃত খাটাল মালিক জেরায় স্বীকার করেছেন, পরিমাণ বাড়াতে গরুর দুধের সঙ্গে মেশানো হত পাম তেল ও মনোপটাশিয়ামের মতো রাসায়নিক।

West Bengal News Live: ইসলামপুরে ভিন্ন ভাবে সক্ষম মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ইসলামপুর: ইসলামপুরে বিশেষভাবে সক্ষম নাবালিকা ধর্ষণের অভিযোগ। গ্রেফতার তৃণমূলের প্রধানের ভাই। অভিযোগ, মঙ্গলবার অভিভাবক না থাকায়, বাড়িতে ঢুকে দশম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করে হুড়শি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভাই নাজু শেখ। দেখে ফেলায়, নাবালিকার বোনকে ধারাল অস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। গতকাল ইসলামপুর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

WB News Live Updates: ফাইল নিয়ে ধনকড়ের দাবিকে চ্যালেঞ্জ বিমানের, বললেন, আরটিআই-এ জবাব দিতে প্রস্তুত

ফাইল নিয়ে এবার রাজ্যপালকে কার্যত পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন বিধানসভার স্পিকার। বুধবার জগদীপ ধনকড় ফের দাবি করেন, তাঁর কাছে কোনও ফাইল আটকে নেই। বৃহস্পতিবার স্পিকার পাল্টা বলেন, তাঁদের কাছে সব তথ্য আছে। কেউ RTI করলে উত্তর দেওয়া হবে।

West Bengal News Live: অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী বাড়ি বাড়ি প্রচারে গিয়ে তুলে ধরছেন কাজের খতিয়ান

গত পুরভোটে বিধাননগরের সাত নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন যিনি, এবার পুরভোটে তিনিই তৃণমূল প্রার্থী। বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী বাড়ি বাড়ি প্রচারে গিয়ে তুলে ধরছেন কাজের খতিয়ান। 

WB News Live Updates: ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ পেলেন অনুব্রত মণ্ডল

ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ পেলেন অনুব্রত মণ্ডল।  আদালতের অনুমতি ছাড়া তাঁকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। তবে তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করতে হবে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। অনুব্রত মণ্ডলকে ফের নোটিস পাঠানো হবে বলে সিবিআই সূত্রের খবর।

West Bengal News Live: পশ্চিমী ঝঞ্ঝার জেরে এ রাজ্যে বৃষ্টি, উত্তরভারতে শুরু হয়েছে তুষারপাত

পশ্চিমী ঝঞ্ঝার জেরে এ রাজ্যে বৃষ্টির পাশাপাশি উত্তরভারতে শুরু হয়েছে তুষারপাত। বরফে ঢেকে গেছে সিমলার রাস্তা-ঘাট। তুষারপাত চলছে মুসৌরি এবং উত্তরকাশীতেও। এই মরসুমে এর আগেও বেশ কয়েকবার তুষারপাত হয়েছে উত্তর ভারতে। 

WB News Live Updates: সরস্বতী পুজোর আগে উধাও শীত, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শুরু হয়েছে বৃষ্টি

সরস্বতী পুজোর আগে উধাও শীত। ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। এর পাশাপাশি, সকাল থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শুরু হয়েছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের এই সাত জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। কাল সরস্বতী পুজোর দিন মেঘলা আকাশ। সকালের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে বেলা বাড়লে আবহাওয়ার উন্নতি। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।


 

West Bengal News Live: বাড়ি থেকে অনেক দূরে পাড়ায় শিক্ষালয় কর্মসূচি, চুঁচুড়ায় বিক্ষোভ

বাড়ি থেকে অনেক দূরে হচ্ছে পাড়ায় শিক্ষালয় কর্মসূচি। তাই অবিলম্বে চালু করা হোক প্রাথমিকের ক্লাস। এই দাবিতে চুঁচুড়ায় বিক্ষোভ অভিভাবকদের। একই দাবিতে বিক্ষোভ বাম শিক্ষক সংগঠনেরও। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

WB News Live Updates: প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত স্কুল খুলে দেওয়ার দাবি

কোভিড বিধি মেনে, ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভ অবধি পঠনপাঠন শুরু হল স্কুলে। তবে এখনও অপেক্ষায় ছোটরা। অভিভাবকদের অনেকেই চাইছেন, প্রথম থেকে সপ্তম শ্রেণি অবধি স্কুল খুলে দেওয়া হোক দ্রুত। একই দাবিতে, আজ কলেজ স্কোয়ারে বিক্ষোভ দেখায় অল বেঙ্গল স্টুডেন্ট স্ট্রাগল কমিটি।

West Bengal News Live: সীমান্তবর্তী এলাকার ট্রাক টার্মিনাসগুলিতে আর্থিক দুর্নীতি ও রাজস্ব ফাঁকি রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য

সীমান্তবর্তী এলাকার ট্রাক টার্মিনাসগুলিতে আর্থিক দুর্নীতি ও রাজস্ব ফাঁকি রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। এই প্রেক্ষাপটেই বনগাঁর কালীতলা পার্কিং ঘিরে উঠছে বিস্তর দুর্নীতির অভিযোগ। প্রকাশ্যে এসেছে বনগাঁর প্রাক্তন ও বর্তমান পুর-প্রশাসকের কাজিয়া। এবিপি আনন্দর এক্সক্লুসিভ প্রতিবেদন।

WB News Live Updates: বহিরাগত প্রার্থী চাই না, পুরভোটের আগে তৃণমূলের নামে পোস্টার বারাসতে

পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণার আগেই, এলাকার তৃণমূল কর্মীকে প্রার্থী হিসেবে তুলে ধরে ফেসবুকে প্রচার! উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। অন্যদিকে, বহিরাগত প্রার্থী চাইছি না জানিয়ে তৃণমূলের নামে পোস্টার পড়েছে বারাসাত পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। 

West Bengal News Live: মুর্শিদাবাদে জোট বেঁধে পুরভোটে নামতে পারে বাম-কংগ্রেস

রাজ্যের শতাধিক পুরসভায় ভোটের বিজ্ঞপ্তি জারির মধ্যেই বাম-কংগ্রেস জোট জল্পনা। মুর্শিদাবাদের বেলডাঙায় জোটবদ্ধ ভাবে লড়াইয়ের প্রস্তুতি দুই শিবিরে। অন্যদিকে, মালদার ইংরেজবাজারে, কংগ্রেসের জোটবার্তা ফিরিয়ে প্রায় সব আসনে প্রার্থী ঘোষণা করল বামেরা।

WB News Live Updates: ১০৮ পুরসভায় ভোট, শুরু হল মনোনয়নপর্ব

বকেয়া ১০৮টি পুরসভার ভোট হবে ২৭ ফেব্রুয়ারি। তবে ভোট গণনার দিন ঠিক হয়নি। গতকাল থেকেই শুরু হয়ে গেল মনোনয়ন পর্ব। বিরোধীরা ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানালেও, আমল দেয়নি রাজ্য নির্বাচন কমিশন।

প্রেক্ষাপট

আশাবুল হোসেন, ঝিলম করঞ্জাই ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: এটা করবেন না, ওটা করবেন না বলে আপনাকে ফোন করেন রাজ্যপাল (GovernorJagdeep Dhankhar)? প্রশাসনিক সভায় (Administrative Meeting) পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) পুলিশ সুপারকে (Superintendent of Police) প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। একই সঙ্গে তাঁর নির্দেশ, আপনি রাজ্য সরকারের (West Bengal Government) কাজ করছেন। নিজের মতো কাজ করবেন। রাজ্য-রাজভবন সংঘাতের আবহে এই বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


মুখ্যমন্ত্রী-রাজ্যপালের মধ্যে বেনজির বাগযুদ্ধের আবহে নতুন মোড়। প্রশাসনিক বৈঠকে প্রকাশ্যে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন করলেন, তাঁকে কি রাজ্যপাল ফোন করেন। 


পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে মুখ্যমন্ত্রী বলেন, ‘তোমার জেলা সম্পর্কে কিছু কিছু কমপ্লেন পাচ্ছি। কাউকে কাউকে সাজিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে এবং পরিকল্পিতভাবে। অনেকদিন তোমাদের বলেছি। তোমরা কিছু করনি, তারপর আমরা ইন্টারভিন করেছি। যারা দাঙ্গা করে, তারা না হিন্দু, না মুসলমান, না শিখ, না খিস্ট্রান। কোনও কোনও পলিটিক্যাল লিডার পিছন থেকে ইন্ধন দেয়। তোমাকে এটা স্ট্রংলি দেখতে হবে। তোমার কি কাজ করতে ভয় পাচ্ছে ওখানে? তোমাকে গভর্নর ফোন টোন করে? এটা করবে না, ওটা করবে না, সেটা করবে না? করলেও তুমি এখন বলবে না। তোমার ওসব দেখার দরকার নেই। তুমি কিন্তু রাজ্য সরকারের কাজ করছ। ঠিক আছে। তুমি তোমার মতো কাজ করবে।’


ভরা প্রশাসনিক সভায় সবার সামনে পুলিশ সুপারকে মুখ্যমন্ত্রীর এই প্রশ্ন করা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।


৩৪ বছরের অমরনাথ কে ২০১২ ব্যাচের আইপিএস অফিসার। রাজনৈতিকভাবে স্পর্শকাতর বলে পরিচিত ডোমকলের এসডিপিও ছিলেন তিনি। দার্জিলিং যখন উত্তপ্ত তখন প্রথমে সেখানকার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন তিনি। তারপর পুলিশ সুপার (অপারেশনস) নিযুক্ত হন। পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন অমরনাথ। এরপর রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যারাকপুরে ডিসি করে পাঠানো হয় তাঁকে। এসপি স্পেশাল টাস্ক ফোর্সের দায়িত্ব সামলানোর পর তাঁকে বিধানসভা ভোটের আগে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার করে পাঠানো হয়। গত ১৫ অগাস্ট স্বরাষ্ট্র দফতর থেকে ‘পুলিশ মেডেল’ পান অমরনাথ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.