WB News Live Updates: পুরুলিয়ায় প্রার্থীতালিকায় জায়গা না পেয়ে তৃণমূলে ‘বিদ্রোহ’, কংগ্রেসে যোগ দিলেন বিদায়ী কাউন্সিলর

West Bengal News Live Updates: ‘তোমাকে গভর্নর ফোন-টোন করে? এটা করবে না, ওটা করবে না, সেটা করবে না? করলেও তুমি এখন বলবে না। তুমি ভয় পাচ্ছো?’ পূর্ব মেদিনীপুরের এসপি-কে বললেন মুখ্যমন্ত্রী।

abp ananda Last Updated: 04 Feb 2022 11:42 PM

প্রেক্ষাপট

আশাবুল হোসেন, ঝিলম করঞ্জাই ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: এটা করবেন না, ওটা করবেন না বলে আপনাকে ফোন করেন রাজ্যপাল (GovernorJagdeep Dhankhar)? প্রশাসনিক সভায় (Administrative Meeting) পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) পুলিশ...More

WB News Live Updates: পুরুলিয়া প্রার্থীতালিকায় জায়গা না পেয়ে তৃণমূলে ‘বিদ্রোহ’, কংগ্রেসে যোগ দিলেন বিদায়ী কাউন্সিলর

প্রার্থীতালিকায় জায়গা না পেয়ে তৃণমূলে ‘বিদ্রোহ’। দল ছাড়লেন পুরুলিয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর। কংগ্রেসে যোগ দিলেন তৃণমূলের বিদায়ী কাউন্সিলর ও তাঁর স্বামী। দল ছাড়লেন তৃণমূলের প্রভাবশালী নেতা সহ তৃণমূলের একঝাঁক কর্মী