West Bengal News Live: পুণের GB সিনড্রোমের আতঙ্ক এবার কলকাতায়, একদিনে রাজ্যে GB সিনড্রোমে ২জনের মৃত্যু, মৃত বেড়ে ৩
WB News Live: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন এক ক্লিকে।
সীমান্তে ফের বাংলাদেশের উস্কানি, BSF-কে বাধা। ফের কোচবিহার সীমান্তে কাঁটাতার দিতে বাধা বাংলাদেশের। মেখলিগঞ্জে BGB-র বাধার মুখে BSF।কাঁটাতার লাগাতে BSF ও গ্রামবাসীদের বাধা BGB-র।
নোংরা জলকে শোধন করে পরিশ্রুত জল, আর সেই জলকে দৈনন্দিন কাজে ব্যবহার। আইআইটি খড়গপুরের সঙ্গে যৌথ উদ্যোগে পাইলট প্রজেক্ট আনতে চলেছে কলকাতা পুরসভা। পুরসভার দাবি এর ফলে তাদের দৈনন্দিন কাজে পানীয় জলের ব্যবহার যেমন কমবে তেমনই কমবে জল দূষণ। পাশাপাশি এই প্রজেক্টকে পেটেন্ট করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা, ফলে দেশের কোথাও এই প্রজেক্ট ব্যবহৃত হলে তার থেকে আর্থিকভাবে লাভবান হবে কলকাতা পুরসভা।
হাওড়ায় হোমিওপ্যাথি কলেজে ছাত্র বিক্ষোভ। 'কলেজের শিক্ষক-শিক্ষিকাদের কাছে টিউশন নিতে হবে। বই কিনতে হবে নির্দিষ্ট পাবলিশারের থেকেই। না হলে পরীক্ষা ফেল করিয়ে দেওয়া হবে', অভিযোগ তুলে বিক্ষোভে ছাত্রছাত্রীরা। মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক কলেজে উত্তেজনা। তদন্তের আশ্বাস কলেজ অধ্যক্ষের।
তৃণমূলের পঞ্চায়েত প্রধানের জাল OBC সার্টিফিকেট। মালদার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের জাল সার্টিফিকেট। পঞ্চায়েত ভোটে কংগ্রেসের টিকিটে জিতে তৃণমূলে যোগ। OBC-র জন্য সংরক্ষিত আসনে গ্রাম পঞ্চায়েত প্রধান। এর পরেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পরাজিত তৃণমূল প্রার্থীর মামলা। হাইকোর্টে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনের বিরুদ্ধে মামলা। অন্যকে নিজের বাবা সাজিয়ে জাল সার্টিফিকেট বের করার অভিযোগ। ভারতীয় নাগরিক নন বলেও প্রধানের বিরুদ্ধে পরাজিত প্রার্থীর মামলা। হাইকোর্টের নির্দেশে তদন্তে চাঁচলের SDO, তদন্তে জালিয়াতি প্রমাণ। তদন্তে জালিয়াতি প্রমাণের পরেই পঞ্চায়েত প্রধানের OBC সার্টিফিকেট বাতিল।
মহাকুম্ভে বিপর্যয় নিয়ে মমতার পাল্টা পোস্ট শুভেন্দুর। 'দুর্ঘটনার পর আপনার শোকবার্তা দেখে মনে হয়েছিল, আপনি সত্যিই দুঃখিত। কিন্তু গঙ্গাসাগরের সঙ্গে কুম্ভমেলার তুলানায় আপনার ভণ্ডামি প্রকাশ্যে চলে এসেছে', মুখ্যমন্ত্রীর পাল্টা পোস্ট বিরোধী দলনেতার।
সীমান্তে ফের বাংলাদেশের উস্কানি। এবার কোচবিহারে কাঁটাতার লাগাতে বাধা BGB-র। মেখলিগঞ্জে BGB-র বাধার মুখে BSF। কাঁটাতার লাগাতে BSF ও গ্রামবাসীদের বাধা BGB-র।
শহরে দিকে দিকে বিপজ্জনক বহুতল। বাঘাযতীন ও ট্যাংরার হেলে পড়া বহুতল পরিদর্শনে হরিয়ানার বিশেষজ্ঞ সংস্থার প্রতিনিধিরা। মেয়র ও পুরসভার ডিজি বিল্ডিংয়ের সঙ্গে বৈঠক বিশেষজ্ঞ সংস্থার প্রতিনিধিদের। 'বাঘাযতীনে বহুতল সোজা করতে নিম্নমানের জগ ব্যবহার'। ট্যাংরায় হেলে পড়া সবুজ রঙের বহুতল সোজা করা সম্ভব, মত হরিয়ানার বিশেষজ্ঞ সংস্থার প্রতিনিধিদের। কাল থেকে ট্যাংরায় হেলে পড়া নির্মীয়মাণ বহুতল ভাঙার কাজ শুরু।
মানিকচকের পর এবার বারুইপুর, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে গুলি। পতাকা উত্তোলনের সময় শূন্যে গুলি বিজেপি যুবমোর্চা নেতার। নিজেই ছবি পোস্ট বিজেপি যুবমোর্চা নেতা মলয় ভট্টাচার্যের। 'আজ আকাশের দিকেই থাক, ভবিষ্যতে সুযোগ এলে সামনাসামনি', সোশাল সাইট ছবি পোস্ট করে লেখেন যাদবপুরের বিজেপি যুবমোর্চার সভাপতি। আগ্নেয়াস্ত্র নয়, এয়ার গান, দাবি বিজেপি যুবমোর্চা নেতা মলয় ভট্টাচার্যের।
সন্দেশখালি 'গণধর্ষণ', SIT গঠনের নির্দেশ হাইকোর্টের। তদন্তে SIT গঠনের নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। লালবাজারের ACP বীরেশ্বর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে SIT। হোমিসাইড শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে SIT। SIT-তে থাকবেন বাদুড়িয়ার SDPO রাহুল মিশ্র, জানিয়েছে হাইকোর্ট। বাকি সদস্যদের নিয়োগ করতে পারবেন SIT-এর প্রধান। এক মাস অন্তর দিতে হবে তদন্তের অগ্রগতির রিপোর্ট। হাইকোর্টের নির্দেশে সম্মতি জানাল রাজ্য সরকারও। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের।
হরিণঘাটার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমেই 'বিয়ে'। বিয়ে নয়, ফ্রেশার্স পার্টিতে নাটকের অংশ বলে দাবি অধ্যাপিকার। ম্যাকাউটের অ্যাপ্লায়েড সাইকোলজির বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, এভাবে একটা গোটা অনুষ্ঠানের কিছুটা অংশের ভিডিও যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হতে পারে তা তাঁর ধারণাতেও ছিল না। আইনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন অধ্যাপিকা। জানিয়েছেন ইতিমধ্যেই নিজের আইনজীবীর সঙ্গেও কথা বলেছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যেই বসল 'বিয়ের আসর'। বিভাগীয় প্রধানকে সিঁদুর পরালেন প্রথম বর্ষের ছাত্র। হল মালাবদল, সাতপাকে ঘোরা থেকে শুরু করে শুভদৃষ্টিও। যদিও এটিকে একটি প্রজেক্টের অংশ বলে দাবি করেছেন ওই অধ্যাপিকা। আপাতত তাঁকে ছুটিতে পাঠানো হয়েছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।
সন্তানহারা পরিবারকেই আক্রমণ, ফের তাপস-পত্নীর নিশানায় কুণাল। অসংবেদনশীল, লজ্জা লাগছে বলে ফের কুণালকে আক্রমণে নন্দিনী।
পুলিশের উপর হামলা, যুব তৃণমূল নেতা গ্রেফতার। সিউড়িতে IC-র উপর চড়াও, জাতীয় সড়কে গ্রেফতার। সিউড়ি থেকে পালানোর সময় গ্রেফতার বাবু আনসারি। যুব তৃণমূল অঞ্চল সভাপতি বাবু আনসারি-সহ ২০জন গ্রেফতার। পালানোর সময় গ্রেফতার বাবু আনসারি, বাজেয়াপ্ত ৩টি আগ্নেয়াস্ত্র।
২ বছর পার, সংঘাতকে দূরে সরিয়ে আরও কাছে রাজ্য-রাজ্যপাল? রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হচ্ছে বাজেট অধিবেশন, খবর সূত্রের। ১০ ফেব্রুয়ারি, দুপুর ২টোয় বিধানসভায় বাজেট অধিবেশন শুরু। ১২ ফেব্রুয়ারি বিধানসভায় বাংলার বাজেট পেশ। রাজ্যপালকে আমন্ত্রণ জানাচ্ছেন বিধানসভার অধ্যক্ষ। গতবার রাজ্যপালের ভাষণ ছাড়াই বাজেট অধিবেশন শুরু হয়েছিল।
'নতুন করে আবেদন দাখিল করুন', আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার মা-বাবাকে নির্দেশ সুপ্রিম কোর্টের। এই আবেদনপত্রে যা যা বক্তব্য আছে সেগুলো বিতর্ক যোগ্য, জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আপনাদের পক্ষে নতুন করে আবেদন পত্র দাখিল করলে ভাল হবে, নির্যাতিতার পরিবারকে জানালেন প্রধান বিচারপতি। সব প্রশ্নের উত্তর আছে তাঁদের কাছে, আদালতে জানালেন CBI-এর আইনজীবী তুষার মেহতা। কিন্তু এই সময়ে অনেক উত্তর অভিযুক্তর পক্ষে যেতে পারে, জানালেন CBI-এর আইনজীবী। 'কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন আছে, আমরা কি এই মামলা এখানে বন্ধ করে দেব?' এখনই উত্তর চাইনা, পরে জানান, নিহত চিকিৎসকের পরিবারকে জানালেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে এই আবেদন শাস্তি ঘোষণার আগে করা হয়েছিল, জানালেন পরিবারের আইনজীবী।
NRS-এ ভর্তি কিশোরের গুলেন বেরি সিনড্রোমে মৃত্যুর পর নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর। রাজ্যে GB সিনড্রোমে কতজন আক্রান্ত, খোঁজ নিতে বৈঠক। চিকিৎসা পরিকাঠামো কী আছে, কী করণীয়, জানতে স্বাস্থ্যভবনে বৈঠক। বি সি রায় ও কলকাতা মেডিক্যালে চিকিৎসাধীন GB সিনড্রোমে আক্রান্ত ২ শিশু। পার্ক সার্কাস ICH-এ ভর্তি ভেন্টিলেশনে রয়েছে ৮ ও ৯ বছরের দুই বালক।
গুলেন বেরি সিনড্রোমে NRS হাসপাতালে মৃত্যু হয়েছে আমডাঙার ১৭ বছরের কিশোরের। পরিবারের অভিযোগ, NRS মেডিক্যাল কলেজে আনার পরে শারীরিক দুর্বলতার কথা বলে ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছিল রোগীকে। জোর করেই হাসপাতালে ভর্তি করা হয়। GB সিনড্রোম শনাক্ত হওয়ার পর দেখা যায়, হাসপাতালে প্রয়োজনীয় ইঞ্জেকশন নেই, রোগীর পরিবারকে বাইরে থেকে কিনতেও দেওয়া হয়নি। পরে প্লাজমা থেরাপি শুরু হলেও, কিশোরকে বাঁচানো যায়নি বলে পরিবারের অভিযোগ। আমডাঙার বাসিন্দা অরিত্র মণ্ডলকে স্থানীয় হাসপাতাল থেকে ২১ জানুয়ারি NRS হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার মৃত্যু হয় বারাসাত গভর্নমেন্ট স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রের। ডেথ সার্টিফিকেটে সেপটিক শক, GB সিনড্রোমের উল্লেখ রয়েছে।
জেলায় জেলায় ট্যাবের টাকা গায়েব, মাস্টারমাইন্ড গ্রেফতার। মাজিয়ালি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেফতার। গ্রেফতার মহম্মদ মুফতাজুল ইসলাম জুয়েল। উত্তর দিনাজপুরের চোপড়ার কোর্টগাছ থেকে গ্রেফতার। 'স্কুলের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়ে ট্যাবের টাকা গায়েব', মাস্টারমাইন্ড হিসেবে জুয়েলের নাম উঠে আসে CID-র তদন্তে খবর সূত্রের। ট্যাবের টাকা উধাওয়ের পরে নেপালে পলাতক, ফিরতেই গ্রেফতার। ইসলামপুর সাইবার থানায় অভিযোগ দায়ের, চক্রী গ্রেফতার।
ফের মালদায় শ্যুটআউট, একজনের মৃত্যু, আহত ১। বৈষ্ণবনগরে মদের আসরে গুলি, ২জন গ্রেফতার। বৈষ্ণবনগরে শ্যুটআউট, ২জন গ্রেফতার, বাজেয়াপ্ত অস্ত্র। কোথা থেকে আসছে এত অস্ত্র? প্রশ্ন বিরোধীদের।
মালদার পর চাপড়া, 'গুলি-বোমা', একজনের মৃত্যু। চাপড়ায় জমি নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে 'বোমা-গুলি'। জমি বিবাদে চাপড়ায় সংঘর্ষ, একজনের মৃত্যু, আহত ৩। চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে গ্রামবাসীর মৃ্ত্যু।
আমডাঙার পর এবার জগদ্দল। রাজ্যে GB সিনড্রোমে আক্রান্ত হয়ে আরও এক কিশোরের মৃত্যুর খবর। গত ২৬ জানুয়ারি ওই কিশোরের মৃত্যু হয়েছে BC রায় শিশু হাসপাতালে। কিশোরের নাম দেব কুমার সাউ। ওই কিশোরের বাড়ি উত্তর ২৪ পরগনার জগদ্দলে। এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই কিশোর, খবর স্বাস্থ্যভবন সূত্রে। বিসি রায় হাসপাতালে আরও দুই শিশু চিকিৎসাধীন। দুই শিশুর মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এর আগে আমডাঙা নিবাসী কিশোরের মৃত্যু হয় NRS মেডিক্যাল কলেজে। ডেথ সার্টিফিকেটে সেপটিক শক, GB সিনড্রোমের উল্লেখ রয়েছে।
বঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে GB সিনড্রোম। ধনেখালিতেও GB সিনড্রোমের উপসর্গ থাকা ব্যক্তির মৃত্যু। কলকাতা মেডিক্যালে আনার পথে মৃত্যু। ৪৮ বছরের ব্যক্তির উপসর্গ দেখে সন্দেহ হয় চিকিৎসকদের। কয়েকদিন ধরে ডায়েরিয়ার মতো উপসর্গ ছিল। শরীরের নিম্নাংশ অবশ হয়ে যাচ্ছিল, শ্বাসকষ্টও ছিল।
এবার MR বাঙুর হাসপাতালে চিকিৎসককে হেনস্থার অভিযোগ। ২ জনকে গ্রেফতার করেছে গলফ গ্রিন থানার পুলিশ। গতরাতে চারু মার্কেট থানা এলাকার এক ব্যক্তি হাত কাটা অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। অভিযোগ, কীভাবে চিকিৎসা করতে হবে, তা নিয়ে তিনি কর্তব্যরত চিকিৎসককে পরামর্শ দিচ্ছিলেন। প্রতিবাদ করায় চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। অভিযোগ, ওই ব্যক্তির ফোন পেয়ে হাসপাতালে ঢুকে চিকিৎসককে হেনস্থা করে বহিরাগতরা। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে গলফ গ্রিন থানার পুলিশ।
রাজ্যে মেডিক্যাল কাউন্সিলের সামনে চিকিৎসকদের জমায়েত। হেনস্থা ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে চিকিৎসকদের অবস্থান। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের ডাকে অবস্থান-বিক্ষোভ।
প্রেক্ষাপট
মহাকুম্ভের মর্মান্তিক দুর্ঘটনার পর নাম না করে ব্যবস্থাপনার দিকে আঙুল মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সুরে সমালোচনায় রাহুল। গঙ্গাসাগর মেলা আয়োজন করে শিখেছি পরিকল্পনার গুরুত্ব, পোস্ট মুখ্যমন্ত্রীর।
আমডাঙার পর জগদ্দল। গুলেন বেরি সিনড্রোমে এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন কিশোরের পর BC রায় হাসপাতালে কিশোরের মৃ্ত্যু।
এবার MR বাঙুর হাসপাতালে চিকিৎসককে হেনস্থার অভিযোগ। ভিডিও ভাইরাল। ২ জন গ্রেফতার।
অস্ত্র আইনে গ্রেফতার D বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার ও তৃণমূল নেতা।গুদাম মালিককে মারধর, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে। ২ দিনের জেল হেফাজত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -