= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live: গুজরাতে কালনার নাবালককে অত্যাচার, মূল অভিযুক্ত গ্রেফতার গুজরাতে কালনার নাবালককে অত্যাচার, মূল অভিযুক্ত গ্রেফতার। গুজরাতে নিয়ে গিয়ে অত্যাচার, পুলিশের জালে হাপান মোল্লা। কারখানায় কাজের জন্য শিশুদের নিয়ে গিয়ে অত্যাচার। কালনার নাবালকের উপর অত্যাচার, গুজরাতে গ্রেফতার হাপান মোল্লা। গুজরাত পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ, অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের অভিযান। গুজরাতে গ্রেফতার হাপান মোল্লাকে ট্রানজিট রিমান্ডে আনল কালনা থানার পুলিশ। রাজকোটের কারখানা থেকে উদ্ধার আরও ১৯জন নাবালক। কাজের জন্য নিয়ে গিয়ে মুখে রড ঢুকিয়ে, লাঠি দিয়ে মেরে নাবালকের উপর অত্যাচার ! কালনার নাবালককে গুজরাতে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগে গ্রেফতার।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live: সন্তোষজনক নয় পুলিশের রিপোর্ট, কেষ্টকাণ্ডে ফের রিভাইজড অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন সন্তোষজনক নয় পুলিশের রিপোর্ট, কেষ্টকাণ্ডে ফের ATR তলব, IC-কে কদর্যভাষায় হুমকি, রিভাইজড অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন। ৫ দিনে SP-র কাছে উপযুক্ত তথ্য-সহ রিভাইজড অ্যাকশন টেকেন রিপোর্ট তলব। পুলিশের রিপোর্টের সঙ্গে দেওয়া হয়নি কোনও FIR কপি: NCW সূত্র। রিপোর্টের সঙ্গে দেওয়া হয়নি অভিযুক্তর মেডিক্যাল রিপোর্টও, খবর সূত্রের, 'IC-র মোবাইল বাজেয়াপ্ত, অথচ অভিযুক্তর কোনও ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত হয়নি!' অবিলম্বে অভিযুক্তর মোবাইল বাজেয়াপ্ত করতে হবে, নির্দেশ জাতীয় মহিলা কমিশনের। 'একই অপরাধ কোনও সাধারণ নাগরিক করলে, তাকে থাকতে হত জেলে'। 'এক্ষেত্রে অভিযুক্ত খোলামেলা ঘুরে বেড়াচ্ছে, আইন প্রভাবশালীর ক্ষেত্রে বিপরীত হতে পারে না'। 'উর্দি পরা বাহিনী রাজনৈতিক ছত্রছায়ায় থাকা অপরাধীদের থেকে নিজের পরিবারকে রক্ষা করতে না পারলে, তাতে বিপজ্জনক বার্তা যায়', গোটা ঘটনায় স্বচ্ছতার অভাব রয়েছে বলে মনে করছে NCW, মামলায় BNS-এর ৭৯, ৩৫২ ও ৭৪ নম্বর ধারা যুক্ত করার নির্দেশ। এর মধ্যে BNS-এর ৭৪ নম্বর ধারা জামিনঅযোগ্য।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live: OBC সংক্রান্ত রাজ্যের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা OBC সংক্রান্ত রাজ্যের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলা। 'এত অল্প সময়ে কীভাবে সমীক্ষা সম্ভব?' 'মোট জনসংখ্যার প্রেক্ষিতে কি এই সমীক্ষা?' আদৌ নিয়ম মেনে সমীক্ষা? প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা। হাইকোর্টে OBC সংক্রান্ত মামলা, সোমবার শুনানির সম্ভাবনা।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live: বীরভূমের মাটিতে ফের তৃণমূল বনাম তৃণমূল, আহত ৩ বীরভূমের মাটিতে ফের তৃণমূল বনাম তৃণমূল, আহত ৩। এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্য়ে সংঘর্ষ। এক অপরের ওপরের উপর বাঁশ, লাঠি নিয়ে হামলা। ঘটনায় ১৫ জনকে পাকড়়াও করেছে ইলামবাজার থানা। স্থানীয় তৃণমূল নেতা শেখ সেন্টু ও শেখ আব্বাসের মধ্য়ে দীর্ঘদিনের ঝামেলা ঘিরেই সংঘর্ষ, খবর সূত্রের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live: রেলের জমি খালি করার নোটিসের প্রতিবাদ, খড়গপুরে ধুন্ধুমার রেলের জমি খালি করার নোটিসের প্রতিবাদ, খড়গপুরে ধুন্ধুমার। ডিআরএম-এর বাংলো থেকে গাড়ি বের হওয়ার সময় বিক্ষোভ। বিক্ষোভকারীরা গাড়ি আটকাতে গেলে আরপিএফের সঙ্গে ধস্তাধস্তি খড়গপুর বস্তি বাঁচাও সংগ্রাম কমিটির। আরপিএফ লাঠিচার্জ করেছে বলে কমিটির সদস্যদের অভিযোগ। লাঠি চার্জে অনেকেই আহত হয়েছেন বলে অভিযোগ।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live: 'অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে অনুমতি দিচ্ছে না পুলিশ', এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কাকদ্বীপের সংগঠন 'অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে অনুমতি দিচ্ছে না পুলিশ', এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কাকদ্বীপের সংগঠন। ১৫ জুন অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করতে চায় ওই সংগঠন। অভিযোগ, পুলিশের তরফ থেকে এখনও অনুমতি দেওয়া হয়নি। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live: অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ, অবস্থানে অনড় উদয়ন অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ, অবস্থানে অনড় উদয়ন। 'আমি বলেছি, উনি চা বিক্রি করতেন, এটা তো প্রধানমন্ত্রীই বলেছেন'। 'আগে প্রধানমন্ত্রী বলতেন তাঁর শিরায় বাণিজ্য বইছে'। 'এখন আবার প্রধানমন্ত্রী বলছেন শিরা দিয়ে গরম সিঁদুর বইছে'। 'রাজনৈতিক ব্যবসা করতে চাইছেন, তাই সিঁদুর বিক্রির কথা বলেছি'। 'আগেও যা বলেছি, এখনও তাই বলছি, আগামী দিনেও বলব', কেউ চোখ রাঙিয়ে আমাকে চুপ করাতে পারবে না, হুঙ্কার উদয়নের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live: 'রাজীব কুমার ঠান্ডা ঘরে বসে আছে, পুলিশদেরই নিরাপত্তা দিতে পারে না, ৩৫টা পুলিশ মার খেয়েছে, ১২টা পুলিশের গাড়ি ভেঙেছে', মন্তব্য শুভেন্দু অধিকারীর 'রাজীব কুমার ঠান্ডা ঘরে বসে আছে। পুলিশদেরই নিরাপত্তা দিতে পারে না। ৩৫টা পুলিশ মার খেয়েছে। ১২টা পুলিশের গাড়ি ভেঙেছে। মুসলমানদের সরকার। জঙ্গিদের সরকার। জেহাদিদের সরকার। আগামী বছর রাজীব কুমার চাকরি করতে হবে। পালাতে তোমাকে দেব না। মমতা মুখ্যমন্ত্রী থাকবে না।' মহেশতলার ঘটনার পর মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live: 'আগামীকাল বিধানসভা চলতে দেওয়া হবে না', মহেশতলার ঘটনার প্রতিবাদে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 'মহেশতলার মেটিয়াবুরুজ। পুলিশের গাড়িও ভেঙেছে। প্রচুর পুলিশ রক্তাক্ত। হিন্দুরা রক্তাক্ত। আমি এবং আমার ৫ কলিগ দেখা করতে এসেছিলাম মহামান্য ডিজি- র সঙ্গে। উনি থেকেও মিট করেননি। মিট করেননি মমতার নির্দেশে। কারণ আমরা জানি সবাই ল্যাম্পপোস্ট। একটা পোস্ট। হিন্দু বিরোধী সরকার। মুসলিম লিগের সরকার। অত্যাচারীর সরকার। ধূলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ির পরে কলকাতার কাছে ১০ কিলোমিটার দূরে অত্যাচার। আগামীকাল বিধানসভা চলতে দেওয়া হবে না। কোয়েশ্চেন-অ্যানসারের পরে বিধানসভা চলতে আমরা দেব না।' মহেশতলার ঘটনায় মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live: গুজরাতে কালনার নাবালককে অত্যাচার, মূল অভিযুক্ত গ্রেফতার গুজরাতে কালনার নাবালককে অত্যাচার, মূল অভিযুক্ত গ্রেফতার। গুজরাতে নিয়ে গিয়ে অত্যাচার, পুলিশের জালে হাপান মোল্লা। কারখানায় কাজের জন্য শিশুদের নিয়ে গিয়ে অত্যাচার। কালনার নাবালকের উপর অত্যাচার, গুজরাতে গ্রেফতার হাপান মোল্লা। গুজরাত পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ, অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের অভিযান। গুজরাতে গ্রেফতার হাপান মোল্লাকে ট্রানজিট রিমান্ডে আনল কালনা থানার পুলিশ। রাজকোটের কারখানা থেকে উদ্ধার আরও ১৯জন নাবালক। কাজের জন্য নিয়ে গিয়ে মুখে রড ঢুকিয়ে, লাঠি দিয়ে মেরে নাবালকের উপর অত্যাচার ! কালনার নাবালককে গুজরাতে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগে গ্রেফতার।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live: ছাব্বিশের ভোটে ভাঙড়ে নৌশাদকে হারানোর চ্যালেঞ্জ সওকত মোল্লার ছাব্বিশের ভোটে সওকতের চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ নৌশাদের। ছাব্বিশের ভোটে ভাঙড়ে নৌশাদকে হারানোর চ্যালেঞ্জ সওকত মোল্লার। 'ভাঙড়ের ISF বিধায়ককে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব', নৌশাদ সিদ্দিকিকে চ্যালেঞ্জ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকতের। 'ছাব্বিশের পরে এমনিতেই রাজনীতিতে থাকবে না, তিহাড়ে যেতে হবে'। 'আমার লড়াই মমতা-শুভেন্দুর বিরুদ্ধে, চুনোপুঁটি কী বলল, কিছু যায় আসে না', তৃণমূলের সওকত মোল্লাকে পাল্টা হুঁশিয়ারি ISF-এর নৌশাদ সিদ্দিকির।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live: ডোমজুড়কাণ্ডে গ্রেফতার আরিয়ান, এখনও বেপাত্তা শ্বেতা খান ! কোথায় কীর্তিমান শ্বেতা? ৫ জায়গায় হাওড়া সিটি পুলিশের তল্লাশি ডোমজুড়কাণ্ডে গ্রেফতার আরিয়ান, এখনও বেপাত্তা শ্বেতা খান! খড়দার নির্যাতিতার অবস্থা আরও সঙ্কটজনক, CCU-তে ভর্তি। সাগরদত্ত মেডিক্যালে CCU-তে ডোমজুড়কাণ্ডের নির্যাতিতা। কাজের নামে পর্নোগ্রাফি শ্যুটে চাপ, না করায় নারকীয় অত্যাচার। গলফ গ্রিন থেকে গ্রেফতার ছেলে আরিয়ান, খোঁজ নেই শ্বেতা খানের! কোথায় কীর্তিমান শ্বেতা? ৫ জায়গায় হাওড়া সিটি পুলিশের তল্লাশি। রাজ্য ছাড়াও ভিন রাজ্যেও শ্বেতার খোঁজে হাওড়া সিটি পুলিশের তল্লাশি। 'নির্যাতিতাকে আটকে রাখার সময় ২ বার গাড়িতে নিয়ে বের হয় অভিযুক্তরা'। দিঘায় নিয়ে যাওয়া হয়েছিল নির্যাতিতাকে, খবর পুলিশ সূত্রে। কিন্তু কেন দিঘায় নিয়ে যাওয়া হয়েছিল নির্যাতিতাকে? এখনও ধোঁয়াশা। বিচার চেয়ে মুখ্যমন্ত্রীকে নির্যাতিতার মায়ের চিঠি, শ্বেতা খানের গ্রেফতারির দাবি।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live: অগ্নিগর্ভ মহেশতলা, দফায় দফায় উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাকশনে পুলিশ অগ্নিগর্ভ মহেশতলা। দফায় দফায় উত্তেজনা। থানার সামনে বাইকে আগুন। আক্রান্ত পুলিশ। রণক্ষেত্র পরিস্থিত। নাগাড়ে পাথবৃষ্টি, ভাঙচুর। রাস্তার উপর দাউদাউ করে জ্বলছে বাইক। রবীন্দ্রনগর থানার সামনে পুলিশের বাইকে আগুন ধরিয়ে দিয়েছে উন্মত্ত জনতা। পাথর ছুড়ে ভাঙা হয়েছে পুলিশের গাড়ির কাচ। মহিলা কনস্টেবলের মাথায় ইটের আঘাত লেগেছে বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের শেল ফাটিয়েছে পুলিশ। ইটের আঘাতে রক্তাক্ত পুলিশকর্মী। পুলিশ বলছে, 'মরণবাঁচন অবস্থা। প্রচুর লোক। লড়াই করে পারছি না।' এলাকা ফাঁকা করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘণ্টাখানেক ধরে চলছে এই উত্তেজনা। অ্যাকশনে দেরি, মানলেন পুলিশকর্মী।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live: দোকান বসানো ঘিরে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ, রণক্ষেত্র মহেশতলা ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র মহেশতলা। গাড়ি ভাঙচুর, বাইকে আগুন, পুলিশও আক্রান্ত। দোকান বসানো ঘিরে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ। রণক্ষেত্র মহেশতলা, একে অপরের দিকে ইটবৃষ্টি। একের পর এক গাড়ি ভাঙচুর, বাড়িতেও হামলা ! রবীন্দ্রনগর থানার সামনেই পুলিশের গাড়িতে হামলা।