West Bengal News Live Updates: ফলের দোকান বসানো নিয়ে রণক্ষেত্র মহেশতলা, অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত পুলিশ

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 11 Jun 2025 11:33 PM

প্রেক্ষাপট

এখনও নাগালের বাইরে শ্বেতা। ডোমজুড়ে চাকরির টোপ দিয়ে ডেকে বাড়িতে বন্দি করে তরুণীকে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত আরিয়ান গলফ গ্রিন থেকে গ্রেফতার। মুখ্যমন্ত্রীকে নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যের জের। প্রিভিলেজ কমিটির কাছে যাবে...More

WB News Live: গুজরাতে কালনার নাবালককে অত্যাচার, মূল অভিযুক্ত গ্রেফতার

গুজরাতে কালনার নাবালককে অত্যাচার, মূল অভিযুক্ত গ্রেফতার। গুজরাতে নিয়ে গিয়ে অত্যাচার, পুলিশের জালে হাপান মোল্লা। কারখানায় কাজের জন্য শিশুদের নিয়ে গিয়ে অত্যাচার। কালনার নাবালকের উপর অত্যাচার, গুজরাতে গ্রেফতার হাপান মোল্লা। গুজরাত পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ, অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের অভিযান। গুজরাতে গ্রেফতার হাপান মোল্লাকে ট্রানজিট রিমান্ডে আনল কালনা থানার পুলিশ। রাজকোটের কারখানা থেকে উদ্ধার আরও ১৯জন নাবালক। কাজের জন্য নিয়ে গিয়ে মুখে রড ঢুকিয়ে, লাঠি দিয়ে মেরে নাবালকের উপর অত্যাচার ! কালনার নাবালককে গুজরাতে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগে গ্রেফতার।