West Bengal News LIVE Updates: গোঘাটে জগদ্ধাত্রী পুজোর ভাসান উপলক্ষে খাওয়াদাওয়ার পর বন্ধুর হাতে খুন বন্ধু!
West Bengal LIVE News: জেলা থেকে রাজ্য সব খবরের আপডেটস দেখুন...
প্রেক্ষাপট
গোঘাটে জগদ্ধাত্রী পুজোর ভাসান উপলক্ষে খাওয়াদাওয়ার পর বন্ধুর হাতে খুন বন্ধু! অন্যের ডিম খেয়ে ফেলা নিয়ে বচসার জেরে লাঠিপেটা। লাঠিপেটার জেরে অচৈতন্য হয়ে পড়া যুবককে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে...More
SIR আবহে রাজ্যজুড়ে BLO-দের ট্রেনিং চলাকালীন বিশৃঙ্খলা। নজরুল মঞ্চে প্রশিক্ষণ চলাকালীন তুমুল বিক্ষোভ BLO-দের। স্কুলের পাশাপাশি দায়িত্ব সামলানো অসম্ভব, দাবি BLO-দের। 'স্কুলের পর সন্ধেবেলায় বাড়ি ফিরে কীভাবে যাব ফর্ম বিলি করতে? ' কোথায় নিরাপত্তা? প্রশ্ন চূড়ান্ত প্রশিক্ষণে আসা মহিলা BLO-দের। মঞ্চে উঠে বিক্ষোভ, দাবিপূরণ না হওয়া পর্যন্ত অবস্থানের হুঁশিয়ারি।
শুভেন্দু অধিকারীর BLO-মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের। মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি তৃণমূলের। বিরোধী দলনেতার বিরুদ্ধে FIR-এর আর্জি। 'বিহারের প্রসঙ্গ উল্লেখ করে কেন BLO-দের হুমকি?' প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে চিঠি তৃণমূল কংগ্রেসের
বিধানসভা ভোটের আগে ভাঙড়ে তৃণমূলে আরও তীব্র গোষ্ঠীকোন্দল। ভাঙড়ে পাশাপাশি ২ প্রতিদ্বন্দ্বী আরাবুল ইসলাম ও কাইজার আহমেদ। যৌথ সাংবাদিক বৈঠকে এলাকা থেকে সওকত মোল্লাকে হঠানোর ডাক। 'এলাকায় খুন, রাহাজানি, তোলাবাজির রাজনীতি চালাচ্ছেন সওকত মোল্লা। সওকতই ভাঙড়কে অশান্ত করে রেখেছে', দাবি আরাবুল ও কাইজারের। তাঁর অফিসে হামলার নতুন ভিডিও সামনে এনে সওকতকে নিশানা কাইজারের সওকত মোল্লার প্রতিক্রিয়া এখনও মেলেনি।
SIR আবহে রাজ্যজুড়ে BLO-দের ট্রেনিং চলাকালীন বিশৃঙ্খলা। নজরুল মঞ্চে চূড়ান্ত পর্বের প্রশিক্ষণে নিরাপত্তার দাবিতে সরব BLO-রা। SIR আবহে আজ থেকে রাজ্যজুড়ে শুরু BLO-দের চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ। আগামী মঙ্গলবার থেকে শুরু হবে এনুমারেশন ফর্ম প্রক্রিয়া। ওই দিন থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন BLO-রা।
মাদারিহাটের বিডিও-কে হুমকি দিয়ে বিতর্কে বিজেপি সাংসদ। ত্রাণ বিলি নিয়ে বিডিওকে শাসানি বিজেপি সাংসদের। মাদারিহাটের বিডিও-র সঙ্গে বাগবিতণ্ডায় মনোজ টিগ্গা। টেবিল চাপড়ে বিডিও-কে হুমকি বিজেপি সাংসদের। ত্রিপল দিচ্ছে না রাজ্য সরকার, বিডিওকে হুমকি বিজেপি সাংসদের! মাদারিহাটের বিডিও অমিত চৌরাসিয়ার সঙ্গে বচসা মনোজ টিগ্গার। দীর্ঘদিন ধরে উন্নয়নের কাজ থমকে, অভিযোগ বিজেপি সাংসদের। বিডিও-র বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে সরব বিজেপি সাংসদ। বিডিওগিরি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরুন, বিডিও-কে হুমকি বিজেপি সাংসদের। চা বাগানের শ্রমিকদের সাহায্যে ত্রিপলের দাবি সাংসদ মনোজ টিগ্গার। বিডিও বিমাতৃসুলভ আচরণ করছেন, অভিযোগ বিজেপি সাংসদের। ১০০-১৫০ জনকে নিয়ে অফিসে এসেছিলেন বিজেপি সাংসদ। আমার কোনও কথাই শোনেনি, চিৎকার করে চলে গেলেন, দাবি বিডিও-র।
সিঁথিতে গানপয়েন্টে রেখে প্রায় ৩ কেজি সোনা লুঠের অভিযোগ। অভিযোগকারী স্বর্ণ ব্যবসায়ীর স্কুটার উদ্ধার করল পুলিশ। স্কুটারের সূত্র ধরেই এখন দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্বর্ণ ব্যবসায়ীর স্কুটারের ডিকিতে রাখা ছিল প্রায় ৩ কেজি সোনার গয়না, খবর পুলিশসূত্রে। ওয়ার্কশপের সামনেই দুই দুষ্কৃতী ওই স্কুটার সহ গয়না হাতিয়ে নেয় বলে অভিযোগ। 'ওয়ার্কশপের সামনে হামলার পর দু'জন দু'দিকে চলে যায়। এক দুষ্কৃতী স্কুটার নিয়ে পালিয়ে যায়', অন্যদিকে দৌড়ে পালায় অপর দুষ্কৃতী,খবর পুলিশসূত্রে।
সাইকেল নিতে গিয়ে রাস্তার বাতিস্তম্ভে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু হল অষ্টম শ্রেণির এক ছাত্রের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ধুলিয়ানে। ফরাক্কার মহাদেবনগর এলাকার বাসিন্দা আবুল হাসান। ধুলিয়ান হাই মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ত ১৩ বছরের আবুল। পরিবারে আর্থিক সঙ্গতি জোগাতে পড়াশোনার পাশাপাশি একটা সাইকেলের দোকানে কাজ করত সে। শুক্রবার রাতেও কাজ শেষে প্রতিদিনের মতো বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল সে। বিদ্যুৎ দফতরের বাতিস্তম্ভের গায়ে হেলান দিয়ে রাখা ছিল তার সাইকেল। বৃষ্টি থামতেই সাইকেল নিতে যায় আবুল হাসান। সাইকেলে হাত দিতেই নিমেষের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। স্থানীয়রা উদ্ধার করে ধুলিয়ান হাসপাতালে নিয়ে গেলে, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সামশেরগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
গোঘাটে জগদ্ধাত্রী পুজোর ভাসান উপলক্ষে খাওয়াদাওয়ার পর বন্ধুর হাতে খুন বন্ধু! অন্যের ডিম খেয়ে ফেলা নিয়ে বচসার জেরে লাঠিপেটা। লাঠিপেটার জেরে অচৈতন্য হয়ে পড়া যুবককে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। বচসা যেখানে হয় তার ১০০ মিটারের মধ্যে পুলিশ ফাঁড়ি। এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন
মেরামতি ও রক্ষণাবেক্ষণের কারণে কাল ফের ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। কেবল এবং বিয়ারিংয়ের রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকবে। কাল সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। কোলাঘাট অথবা ডানকুনির দিক থেকে কলকাতাগামী গাড়ি নিবেদিতা সেতু দিয়ে যাবে। কলকাতা থেকে হাওড়ামুখী গাড়ি যাবে হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু হয়ে। কলকাতার দিক থেকে আসা বেশ কিছু গাড়িকে ১৬ নম্বর জাতীয় সড়কে পাঠানো হবে। বেশ কিছু গাড়িকে হাওড়া-আমতা রোড দিয়ে জাতীয় সড়কে নিয়ে যাওয়া হবে।
বর্ষার পরেও রাজ্যে আতঙ্ক কমেনি ডেঙ্গির। বুধবারই মৃত্য়ু হয়েছে কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের ওয়ার্ডের বাসিন্দা, ডেঙ্গি আক্রান্ত ৫ বছরের শিশুকন্য়ার। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, রাজ্যে ২ সপ্তাহেরও কম সময়ে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬০০ জন। প্রতিবাদে এদিন পথে নামে বিজেপি। পাল্টা জবাব দিয়েছেন মেয়র।
অন্ধ্রপ্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে এখনও ভুগছে উত্তরবঙ্গ। তার জেরে রাজ্যের উত্তরে একাধিক জেলায় এখনও চলছে বৃষ্টি। পুজোর মুখেই ভারী বৃষ্টি আর ধসের জেরে বড়সড় বিপর্যয়ের মুখে পড়ে উত্তরবঙ্গ। সেই ক্ষত এখনও টাটকা। তার মধ্যেই আবার বৃষ্টি আর খারাপ আবহাওয়া উদ্বেগ বাড়াচ্ছে উত্তরবঙ্গের মানুষদের।
কেশবচন্দ্র সেন স্ট্রিট সংলগ্ন রাস্তায় ম্য়ানহোল থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মৃতের পেটে কাদার উপস্থিতি লক্ষ্য করা গেছে। ম্যানহোলে পড়ে গিয়েই কি মৃত্যু? নাকি নেপথ্য়ে রয়েছে অন্য় রহস্য়? তৈরি হয়েছে ধোঁয়াশা।
ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘিরে যখন তোলপাড় এই আবহেই ভবানীপুর থেকে ৩ আফগান নাগরিককে গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে, পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ভুয়ো পরিচয় দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড ও প্য়ান কার্ড তৈরি করে ভবানীপুুরে বসবাস করছিলেন তাঁরা। সিকিউরিটি কন্ট্রোল থেকে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার তিনজনকে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ।
SIR আবহে আজ থেকেই রাজ্যজুড়ে শুরু হচ্ছে BLO-দের ট্রেনিং। যদিও সুরক্ষা নিয়ে এখনও আশঙ্কায় BLO-দের সংগঠন। সংবেদনশীল বুথে BLO-দের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে BLO- ঐক্যমঞ্চ। নিরাপত্তা দেবে রাজ্য সরকার, সেই আশ্বাস দিয়েছেন নোডাল অফিসার। নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর।
SIR আবহে ফের আত্মহত্যা! পানিহাটিরর এবার টিটাগড়! মৃত্যুর পর ফের একবার উঠল NRC-র প্রসঙ্গ! NRC নিয়ে খুব ভয় পেত। বলত- বাড়ি-ঘর ছেড়ে যেতে হবে। দাবি মৃতার শাশুড়ির। যদিও, মৃতার মেয়ের দাবি, ওরকম কিছু নিয়ে ভয় পায়নি মা। দাবি পাল্টা দাবি ঘিরে মৃত্য়ুর কারণ নিয়ে তৈরি হল ধোঁয়াশা। টিটাগড় থানার তরফে জানানো হয়েছে- মহিলার বাবা-মা বাংলাদেশে থাকেন। দীর্ঘদিন তাঁদের সঙ্গে দেখা করতে যেতে না পারার যন্ত্রণায় ছিলেন। তার জেরেই এই ঘটনা।
২০০২ সালে ভোটার তালিকায় নাম থাকলেও নির্বাচন কমিশনের আপলোড করা তথ্যে নাম না থাকার অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। উত্তর ২৪ পরগনা থেকে কোচবিহার, দিকে দিকে উঠছে একই অভিযোগ। দুই জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। অন্যদিকে নির্বাচন কমিশনের পুরনো ওয়েবসাইটে ২০০২-এর ভোটার তালিকা দেখতে সমস্যা হওয়ায় চালু করা হয়েছে নতুন ওয়েবসাইট।
দিকে দিকে BLO-দের হুমকি-হুঁশিয়ারির আবহে বৈঠক কমিশনের। BLO-দের নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক। BLO-দের নিরাপত্তা দেবে রাজ্য, আশ্বাস দিয়েছেন নোডাল অফিসার, দাবি কমিশন সূত্রে।