West Bengal News Live Updates: শেষমুহূর্তে বিজেপির ২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার,ভয় দেখিয়ে বাধ্য করা হয়েছে, অভিযোগ দলের
WB News Live Updates: স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই জওয়াদের। রবিবার দুপুরে পুরীর কাছে পৌঁছেই শক্তিক্ষয় হবে। বাংলায় ঢোকার আগেই ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে।
শেষমুহূর্তে বিজেপির ২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার।১৩৩, ১৩৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার।‘ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হয়েছে’,পুরভোটে ২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে অভিযোগ বিজেপির।এব্যাপারে এখনও পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি
দেশজুড়ে ওমিক্রন আতঙ্কের মধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২ জন করোনা রোগীর মৃত্যুতে বাড়ছে আতঙ্ক। হাসপাতালে ভর্তি ১৩ জন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক উড়ানে সফর করেছেন, এমন যাত্রীদের নিয়ে বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করেছেন দার্জিলিঙের জেলাশাসক। কঠোরভাবে করোনাবিধি পালনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
মিলের কর্মীদের গণ্ডগোলেই ভাটপাড়ায় অর্জুনের বাড়িতে বোমাবাজি। চার্জশিটে জানাল এনআইএ। চার্জশিটে নাবালক-সহ ৩জনের নাম।
পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ শিল্পাঞ্চলে জমি জটে আটকে বেসরকারি হাসপাতাল তৈরির কাজ। সংস্থার অভিযোগ, জমি অধিগ্রহণ করেও এলাকার আদিবাসীদের বাধায় কাজ করতে পারছেন না তাঁরা। আদিবাসীদের অভিযোগ, তাঁদের যাতায়াতের রাস্তা দখল করছে বেসরকারি সংস্থা। জমির মালিকানার নিষ্পত্তি করে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে প্রশাসন।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের সর্বস্তরে প্রস্তুতি তুঙ্গে। নবান্ন ও লালবাজারের কন্ট্রোল রুম থেকে চলছে নজরদারি। মানুষজনকে সতর্ক করতে চলছে মাইকে প্রচার। সমুদ্রে নজরদারি চালাচ্ছে উপকূল রক্ষী বাহিনীও। দুর্যোগের কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে বহু ট্রেন
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬২১, ১১জনের মৃত্যু। উদ্বেগ বহাল কলকাতা, উঃ ২৪ পরগনায়। দার্জিলিঙে প্রশাসনের নজরে বিদেশি পর্যটকরা।
জওয়াদের প্রভাব সরাসরি না পড়লেও, দুর্যোগ মোকাবিলায় তৈরি প্রশাসন। বিশেষ নজর দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। দিঘা, বকখালির মতো পর্যটনকেন্দ্রে ঘেঁষতে দেওয়া হচ্ছে না পর্যটকদের। সতর্কতায় বাতিল করা হয়েছে ৭৫টি ট্রেন।
বাড়ছে ওমিক্রন-উদ্বেগ, সতর্ক রাজ্য সরকার।‘বিদেশি পর্যটকদের উপর বাড়তি নজর।ঝুঁকিপ্রবণ দেশগুলি থেকে আসা যাত্রীদের উপর নজর।সরকারের গাইডলাইন মেনে ব্যবস্থা, জানালেন দার্জিলিঙের জেলাশাসক
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ট্রমা কেয়ার সেন্টার তৈরির সিদ্ধান্ত নিয়েছে রোগী কল্যাণ সমিতি। মেডিক্যাল কলেজ সূত্রে খবর, রাজ্যের চক্ষু চিকিত্সার একমাত্র সরকারি হাসপাতাল রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজির ৮৮ বছরের পুরনো ভবন ভেঙে তৈরি হবে ট্রমা কেয়ার সেন্টার। এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
নামী সংস্থার মোবাইল ফোনের টাওয়ার বসানোর নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। কেষ্টপুর থেকে গ্রেফতার ৩ জন। KYC আপডেট করার নামে অ্যাপ ইনস্টল করিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ লেকটাউনে। বিহারের গয়া থেকে গ্রেফতার এক অভিযুক্ত।
ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে করোনার নতুন প্রজাতি ‘ওমিক্রন’।করোনার নতুন প্রজাতি ‘ওমিক্রন’ নিয়ে সতর্ক রাজ্য সরকার।রাজ্যে বিভিন্ন প্রবেশপথ, বিমান বন্দর নজরদারি বাড়াচ্ছে সরকার।‘করোনা পজিটিভ চিহ্নিত হলেই বেলেঘাটা আইডিতে ভর্তি’।‘বেলেঘাটা আইডি ছাড়া বেসরকারি হাসপাতালেও ভর্তির ভাবনা’।ওমিক্রন নিয়ে জানিয়ে দিলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা
ঘূর্ণিঝড় জওয়াদের প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি। আর এতেই দুশ্চিন্তায় পূর্ব মেদিনীপুরের এগরার ধানচাষিরা। মাঠেই পড়ে রয়েছে ধান। ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন। ধান নষ্টের ক্ষতির আশঙ্কা করছেন পশ্চিম বর্ধমানের কাঁকসার কৃষকরাও।
শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াই হাটে মাস্ক অভিযান পুলিশের , ব্যবসায়ী সহ পর্যটক ৩০ জনকে আটক । অন্যদিকে মাস্ক পরেই গান ধরেন বাউল শিল্পীরা ।
তৃণমূলের কড়া বার্তার পরেও মনোনয়ন প্রত্যাহার করলেন না ২ বিক্ষুব্ধ।
তৃণমূলের টিকিট না পেলেও, ৬৮ নম্বর ওয়ার্ডে জোড়া পাতা প্রতীকেই লড়বেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। ৭২ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবেই ভোটে লড়াই করবেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। দলের বিরুদ্ধে নই, প্রার্থীর বিরুদ্ধে, দাবি ২ নির্দল প্রার্থীর।
ঘূর্ণিঝড় জওয়াদ-এর আতঙ্কে কাঁপছে অন্ধ্র-ওড়িশা, বহু ট্রেন বাতিল।হাওড়া, পুরী, বিশাখাপত্তনম থেকে ৭৫টি ট্রেন বাতিল।আজ ৩৬টি ট্রেন বাতিল, কাল-পরশু বাতিল আরও ৩৮টি ট্রেন।ঘুরপথে চলবে নিউ তিনসুকিয়া-বেঙ্গালুরু এক্সপ্রেস।ভুবনেশ্বর-বিশাখাপত্তনমের বদলে খড়গপুর দিয়ে যাবে নিউ তিনসুকিয়া এক্সপ্রেস।খড়গপুর-ঝাড়সুগুদা-বালেশ্বর দিয়ে চলবে নিউ তিনসুকিয়া এক্সপ্রেস
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত সরকার, জানালেন পার্থ চট্টোপাধ্যায়
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার।মঙ্গলবার পর্যন্ত সেচ, বিদ্যুত্ দফতরের কর্মীদের ছুটি বাতিল।মঙ্গলবার পর্যন্ত বিপর্যয় মোকাবিলা দফতরের ছুটি বাতিল।বিশেষ নজর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।দক্ষিণ ২৪ পরগনায় ৪২টি ত্রাণ শিবির, ১১৫টি সাইক্লোন সেন্টার
পুরীর দিকে ক্রমশ এগোচ্ছে ঘূর্ণিঝড় জওয়াদ।পুরীতে ঢোকার আগেই শক্তি হারাবে জওয়াদ।শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়।বাংলায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা না থাকলেও ভারী বৃষ্টির সতর্কতা।আজ রাত থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা।কলকাতা, হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা।দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা।হুগলি, ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সতর্কতা।উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার সতর্কতা
যাঁরা টিকিট না পেয়ে নির্দল হয়েছেন, তাঁরা অন্যায় করেছেন। মনে রাখতে হবে, সবার উপরে দল। ভোটদানে বাধা দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই, দলের বৈঠকের পর জানালেন ফিরহাদ
ভারবহন ক্ষমতা পরীক্ষার জন্য গতকাল রাত থেকে বন্ধ পার্ক স্ট্রিট উড়ালপুল। সোমবার পর্যন্ত সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। সম্প্রতি হুগলি রিভার ব্রিজ কমিশন ও কলকাতা পুলিশের বৈঠকে কলকাতার ৫টি উড়ালপুল বন্ধ রেখে ভারবহন ক্ষমতা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। পার্ক স্ট্রিট উড়ালপুল দিয়ে শুরু হল সেই কাজ। এরপর পর্যায়ক্রমে ভারবহন ক্ষমতা পরীক্ষা করা হবে গড়িয়াহাট, এজেসি বোস, চিত্পুর লকগেট ও দমদম-নাগেরবাজার উড়ালপুলের। এর মধ্যে অতিরিক্ত ব্যস্ততার কারণে এজেসি বোস উড়ালপুলের ক্ষেত্রে ৮ ঘণ্টায় কাজ শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সিবিআইয়ের পর এবার লালা ঘনিষ্ঠ ৪ কয়লা ব্যবসায়ীকে তলব ইডির। জয়দেব মণ্ডল, নারায়ণ নন্দা, নীরদ মণ্ডল ও গুরুপদ মাঝিকে তলব।৪ জনকেই দিল্লির ইডি দফতরে তলব করা হয়েছে।৪ জনকেই সিবিআই আগে কয়লাকাণ্ডে গ্রেফতার করে।সম্প্রতি এই ৪ জন জামিন পান।জামিন পাওয়ার পরই ইডির সদর দফতরে ৪ জনকে তলব
দলের কড়া বার্তা সত্ত্বেও ৭২ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়তে অনড় সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন প্রত্যাহার করলে সবাই বেইমান বলবে আমাকে, মন্তব্য সচ্চিদানন্দের।
জওয়াদের প্রভাবে বাংলার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। আজ থেকে রবিবার পর্যন্ত হুগলি জেলার সমস্ত ফেরিঘাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এর ফলে উত্তর ২৪ পরগনা ও নদিয়ার একাংশের সঙ্গে হুগলির জলপথে যোগাযোগ বন্ধ থাকবে। পাশাপাশি, হুগলির গ্রামীণ এলাকাগুলিতে শুরু হয়েছে মাইকে প্রচার।
পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। আগামীকাল দুপুরে পুরীর কাছ দিয়ে যাবে ঘূর্ণিঝড় জওয়াদ। বাংলায় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা না থাকলেও ভোর থেকে উপকূলবর্তী এলাকায় ৪৫ থেকে ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। বাংলায় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা না থাকলেও আজ থেকে ৬ তারিখ পর্যন্ত বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
পুরভোটের আগে দলীয় কর্মীদের কড়া বার্তা তৃণমূলের।‘জোর করে ভোটদানে বাধা দিলে দল থেকে বহিষ্কার’,হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।পুরভোটের আগে স্ট্র্যাটেজি বৈঠকে বসে তৃণমূল কংগ্রেস।দলের ১৪৪ জন প্রার্থী ছাড়াও বৈঠকে ছিলেন টিকিট না পাওয়া নেতারা।পুরসভা ও সরকারের উন্নয়নমূলক কাজকে সামনে রেখে প্রচারে জোর দেওয়া হবে বলে সূত্রের খবর। দুর্যোগ পরিস্থিতিতে দলগতভাবে তৈরি থাকার নির্দেশ নেতৃত্বের, এমনই খবর সূত্রের।
সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি। তার মধ্যেই প্রচার করলেন কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সজল ঘোষ। এদিন শিয়ালদার কাছে লেবুতলা পার্কে প্রচার করেন তিনি।
দমদমে পানশালায় যুবকের রহস্যমৃত্যু। ৫ বন্ধুর সঙ্গে গতকাল পানশালায় যান পূর্ব সিঁথির বাসিন্দা এক যুবক। রাতে ওই যুবকের খোঁজে বন্ধুরা বাড়িতে যান। বাড়িতে না মেলায় বন্ধুরা ফের পানশালায় যান। পানশালার মধ্যেই উদ্ধার হয় রক্তাক্ত দেয়। পড়ে গিয়ে মৃত্যু নাকি অন্য কারণ, খতিয়ে দেখছে পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বেসরকারি সংস্থার ট্রেনি নিয়োগের ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে বহরমপুর স্টেডিয়ামে ধুন্ধুমার। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। বেসরকারি সংস্থার ট্রেনি নিয়োগের ফর্ম জমা দেওয়ার জন্য রাত থেকে লাইন দেন আবেদনকারীরা। সকাল হতেই লাইনে ঠেলাঠেলি শুরু হয়।
‘জাতীয় রাজনীতিতে কংগ্রেসকে দূরে রাখলে ফ্যাসিস্ত শাসক শক্তিশালী হবে।’ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বই থেকে ফেরার পরেই উল্লেখ শিবসেনা মুখপত্র সামনায়। ‘কাউকে বাদ দিয়ে জোটের কথা বলেননি মমতা।’ সামনা-র প্রতিবেদন প্রসঙ্গে মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। ‘ঠিক বলেছে শিবসেনা’, মমতার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে খোঁচা কংগ্রেসের।
পুরভোটের আগে স্ট্র্যাটেজি বৈঠকে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে টিকিট না পাওয়া নেতারাও। উন্নয়নমূলক কাজকে সামনে রেখে প্রচারে জোর।
কাল দুপুরে পুরী থেকে বাংলার দিকে ঘুরবে জওয়াদ। নিম্নচাপ হয়ে সুন্দরবনের দিক থেকে ঢুকবে বাংলাদেশে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া-হুগলিতে আজ থেকে বৃষ্টি।
ঘূর্ণিঝড় জওয়াদের দোসর অমাবস্যার ভরা কটাল। দুইয়ের জেরে পশ্চিমবঙ্গের উপকূলে প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা। বাঁধ উপচে প্লাবনের আশঙ্কা।
সিঙ্গুরে একই পরিবারের চারজনকে খুনের অভিযোগে তাঁদেরই এক আত্মীয়কে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার নিজের বাড়িতে খুন হন এক ব্যবসায়ী, তাঁর স্ত্রী, বাবা ও ছেলে। যদিও মূল অভিযুক্ত এখনও পলাতক।
সিবিআইয়ের পর এবার লালা ঘনিষ্ঠ চার কয়লা ব্যবসায়ীকে তলব ইডি-র। জয়দেব মণ্ডল, নারায়ণ নন্দা, নীরদ মণ্ডল ও গুরুপদ মাঝিকে তলব। চারজনকেই দিল্লির ইডি দফতরে তলব করা হয়েছে। চারজনকেই সিবিআই এর আগে কয়লাকাণ্ডে গ্রেফতার করে। সম্প্রতি তাঁরা জামিন পান। এরপরেই তাঁদের ইডি-র সদর দফতরে তলব করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুরে। ফসলের ক্ষয়ক্ষতি এড়াতে গ্রামে গ্রামে মাইকে প্রচার চালাচ্ছে কৃষি দফতর। পশ্চিম মেদিনীপুরের কৃষিপ্রধান এলাকা ঘাটাল, চন্দ্রকোণা, দাসপুরে কৃষকদের সচেতন করা হচ্ছে। জমিতে থাকা পাকা ধান দ্রুত কেটে নিয়ে গুদামে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আলু ও সবজি চাষিদেরও নিকাশি পরিষ্কার রাখার জন্য সতর্ক করা হচ্ছে।
ভারবহন ক্ষমতা পরীক্ষার জন্য গতকাল রাত থেকে বন্ধ পার্ক স্ট্রিট উড়ালপুল। সোমবার পর্যন্ত সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। সম্প্রতি হুগলি রিভার ব্রিজ কমিশন ও কলকাতা পুলিশের বৈঠকে কলকাতার ৫টি উড়ালপুল বন্ধ রেখে ভারবহন ক্ষমতা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। পার্ক স্ট্রিট উড়ালপুল দিয়ে শুরু হল সেই কাজ। এরপর পর্যায়ক্রমে ভারবহন ক্ষমতা পরীক্ষা করা হবে গড়িয়াহাট, এজেসি বোস, চিত্পুর লকগেট ও দমদম-নাগেরবাজার উড়ালপুলের। এর মধ্যে অতিরিক্ত ব্যস্ততার কারণে এজেসি বোস উড়ালপুলের ক্ষেত্রে ৮ ঘণ্টায় কাজ শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় জওয়াদের আশঙ্কায় গতকাল রাত থেকেই লালবাজারে খোলা হয়েছে কন্ট্রোল রুম। যার নাম ইউনিফায়েড কম্যান্ড সেন্টার। কন্ট্রোল রুমে থাকছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল, সিইএসসি ও কলকাতা পুরসভার প্রতিনিধিরা। এর পাশাপাশি, গঙ্গাবক্ষেও চলছে নজরদারি। আপত্কালীন পরিস্থিতির জন্য বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় জওয়াদের আশঙ্কায় একগুচ্ছ ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। বাতিল করা হয়েছে হাওড়া-হায়দরাবাদ এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই মেল, হাওড়া-এর্নাকুলাম এক্সপ্রেস, হাওড়া-পুরী এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস, হাওড়া-ভাস্কো দা গামা এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন।
ঘূর্ণিঝড় জওয়াদের সঙ্গী অমাবস্যার ভরা কটাল। দুইয়ের জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা। বাঁধ উপচে ঢুকতে পারে জল।
রাজারহাটে ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীন অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার ও অভিনেতা অর্জুন চক্রবর্তীকে বাইকের ধাক্কা। গুরুতর আহত অভিনেত্রী। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে ওয়েব সিরিজ মহাভারত মার্ডারের অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলছিল রাজারহাটের আউল মোড়ে। অভিযোগ, আউটডোর শ্যুটিং চলাকালীন মত্ত বাইক চালক অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকারকে ধাক্কা মারেন। পায়ে গুরুতর চোট পান অভিনেত্রী। তাঁকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজই অস্ত্রোপচার হবে। চোট পান সহ অভিনেতা অর্জুন চক্রবর্তীও। অভিযুক্ত বাইক চালককে আটক করেছে নিউটাউন থানার পুলিশ।
ঘূর্ণিঝড় ‘জওয়াদ’ মোকাবিলায় কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ না করলে ফের লেজেগোবরে হবে রাজ্য সরকার। এই ধরনের বিপর্যয় মোকাবিলায় রাজ্য কতটা প্রস্তুত, তা জানা নেই। কেন্দ্রের তরফে ওড়িশা ও বাংলার জন্য অনেকগুলি হেলিকপ্টার ও এয়ারক্র্যাফট প্রস্তুত রাখা হয়েছে। তৈরি আছে এনডিআরএফ-ও। অতীতে যেভাবে ত্রাণ লুঠ হয়েছে, এবার সেই বিষয়টি মাথায় রেখে রাজ্য সরকারের কাজ করা উচিত। ‘জওয়াদ’ মোকাবিলায় রাজ্য সরকারের প্রস্তুতি নিয়ে খোঁচা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
ঘূর্ণিঝড় জওয়াদের আশঙ্কায় ক্ষয়ক্ষতি এড়াতে আজ থেকে রবিবার পর্যন্ত হুগলি জেলার সমস্ত ফেরিঘাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এর ফলে উত্তর ২৪ পরগনা ও নদিয়ার একাংশের সঙ্গে হুগলির জলপথে যোগাযোগ বন্ধ থাকবে। পাশাপাশি হুগলির গ্রামীণ এলাকাগুলিতে শুরু হয়েছে মাইকে প্রচার।
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ধান কাটা। বৃষ্টির মধ্যেই মাঠ থেকে ফসল কেটে নিচ্ছেন কৃষকরা। কেউ ধান কাটার যন্ত্র ছাড়াই হাতে কেটে তুলে নিচ্ছেন ফসল।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুরে। ফসলের ক্ষয়ক্ষতি এড়াতে গ্রামে গ্রামে মাইকে প্রচার চালাচ্ছে কৃষি দফতর। পশ্চিম মেদিনীপুরের কৃষিপ্রধান এলাকা ঘাটাল, চন্দ্রকোণা, দাসপুরে কৃষকদের সচেতন করা হচ্ছে। জমিতে থাকা পাকা ধান দ্রুত কেটে নিয়ে গুদামে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আলু ও সবজি চাষিদেরও নিকাশি পরিষ্কার রাখার জন্য সতর্ক করা হচ্ছে।
সকাল থেকে দিঘায় শুরু হয়েছে হালকা বৃষ্টি। সমুদ্র কিছুটা উত্তাল হলেও জল এখনও গার্ডওয়াল টপকে যায়নি। আগেভাগেই পর্যটকদের সমুদ্রে নামায় জারি হয়েছে নিষেধাজ্ঞা। নজরদারি চালাচ্ছে প্রশাসন। হুইসল বাজিয়ে সতর্ক করছে পুলিশ।
শিক্ষক দম্পতি করোনা আক্রান্ত। তার জেরে বন্ধ হয়ে গেল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর দু’টি স্কুল। প্রধান শিক্ষক সংক্রমিত হওয়ায় মঙ্গলবার থেকে পূর্বস্থলীর একটি স্কুলে তালা পড়ে। তাঁর স্ত্রী সংক্রমিত হয়েছেন। প্রধান শিক্ষিকার কোভিড হওয়ায় বন্ধ হয়ে গেল আরও একটি স্কুল।
জন্মদিনে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম প্রকাশ করলেন মদন মিত্র। অ্যালবামে তাঁর একটিই গান। রবিঠাকুরের স্মৃতিবিজড়িত বাড়ির প্রাঙ্গনে দাঁড়িয়েই রবীন্দ্রসঙ্গীত গাইলেন কামারহাটির তৃণমূল বিধায়ক।
মা উড়ালপুলে চিনা মাঞ্জায় দুর্ঘটনা রুখতে বিশেষ পদক্ষেপ কলকাতা পুলিশের। কেএমডিএ ফেন্সিং বসানো সত্ত্বেও কেন দুর্ঘটনা ঘটছে, তা সরেজমিনে দেখতে উড়ালপুলে যান পুলিশ কর্তারা। ওড়ানো হয় ড্রোন। পুলিশ সূত্রে খবর, পরিকল্পনা মতো আরও কিছু অংশে দ্রুত ফেন্সিং বসানোর ব্যবস্থা হবে।
ফের পূর্ব মেদিনীপুরের তমলুকে বিজেপিতে ভাঙন। তৃণমূলের দাবি, তমলুক নগরমণ্ডলের সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্তী সহ একাধিক নেতা যোগ দিয়েছেন তাদের দলে। বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়েই তৃণমূলে, দাবি করেছেন সেচমন্ত্রী। দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব।
বকেয়া পুরভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগে অশোকনগর-কল্যাণগড় পুরসভায় গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসায় অস্বস্তিতে তৃণমূল। পুরসভায় বিধায়কের ডাকা বৈঠকে ছিলেন না প্রশাসক। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ঘূর্ণিঝড়ের সতর্কতায় উপকূলবর্তী জেলাগুলিতে চলছে সচেতনতামূলক প্রচার। আজ ও আগামীকাল নদী-সমুদ্রে যাতে কোনও জলযান না যায় তার জন্য বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। দিঘা, মন্দারমণিতে খালি করে দেওয়া হচ্ছে হোটেল। ফসল রক্ষা করতে ধান, আলু ঘরে তোলা শুরু করেছেন কৃষকরা।
শীতের মুখেই নতুন ভাবে সেজে উঠছে উলুবেড়িয়ার পর্যটন কেন্দ্র। বোটানিক্যাল পার্ক থেকে চিলড্রেনস পার্ক তৈরি হচ্ছে নতুন করে। আসতে চলেছে বাঘ, জেব্রা, হরিণ। নতুন বছরের আগেই খুলে দেওয়া যাবে নতুন চিড়িয়াখানা, জানাচ্ছে প্রশাসন।
কলকাতা মেট্রোয় এবার চালু হচ্ছে কিউআর কোড পরিষেবা। শুক্রবার অ্যাপ লঞ্চ করল কলকাতা মেট্রো। নাম রাখা হয়েছে ‘মেট্রো রাইড কলকাতা’।
জলাভূমি ভরাট রুখতে বহরমপুর শহর জুড়ে অভিযান চালালেন প্রশাসনিক আধিকারিকরা। বিরোধীদের দাবি, আগামী সপ্তাহে বহরমপুরে মুখ্যমন্ত্রী আসছেন বলে প্রশাসনের এই তৎপরতা। যদিও শাসক দল পাল্টা বিরোধীদের দিকেই তোপ দেগেছে।
বাংলায় বড় বিনিয়োগের জল্পনা উসকে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। যা নিয়ে শুরু হয়েছে রাজনীতি। কংগ্রেস ভাঙতে টাকার দরকার, তাই প্রধানমন্ত্রীই হয়তো আদানিকে পাঠিয়েছেন, কটাক্ষ কংগ্রেসের। তৃণমূলকে নিশানা করেছে বামেরাও। শিল্পায়ন-কর্মসংস্থানের লক্ষ্যেই বৈঠক, জবাব দিয়েছে তৃণমূল।
করোনার নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে বাড়ছে উদ্বেগ। সংক্রমণ রুখতে রেলওয়ে বোর্ড একাধিক নির্দেশ জারি করেছে। রেলের সমস্ত চিকিৎসা কেন্দ্রে ওমিক্রন আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। মজুত রাখতে বলা হয়েছে পর্যাপ্ত ওষুধ।
প্রেক্ষাপট
সঞ্চয়ন মিত্র, রুমা পাল, অনির্বাণ বিশ্বাস, কলকাতা: পুরীর কাছে পৌঁছেই শক্তি হারাবে ঘূর্ণিঝড় জাওয়াদ, হবে না ল্যান্ডফল। উপকূল ধরে বাংলায় ঢুকবে গভীর নিম্নচাপ হয়ে। গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিমি। জানাল আলিপুর আবহাওয়া দফতর। জাওয়াদের প্রভাবে আজ থেকেই দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
ক্রমাগত অবস্থান বদলাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে উত্তর পশ্চিমের দিকে সরছে ঘূর্ণিঝড়। ওড়িশা পেরিয়ে জাওয়াদ কি আছড়ে পড়তে পারে বাংলায়? আরও শক্তি সঞ্চয় করে কি রুদ্ররূপ ধারণ করবে? না কি দুর্বল হয়ে পরিণত হবে নিম্নচাপে? দিনভর এই সব প্রশ্ন আর আশঙ্কার মধ্যে কিছুটা হলেও স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই জাওয়াদের। রবিবার দুপুরে পুরীর কাছে পৌঁছেই শক্তিক্ষয় হবে তার। বাংলায় ঢোকার আগেই শক্তি হারিয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে এবং গভীর নিম্নচাপ হয়েই সুন্দরবনের উপর দিয়ে ঢুকবে বাংলাদেশে। সেই সময় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিমি। পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপের জেরে আজ থেকে সোমবার অবধি বৃষ্টি হবে বাংলায়।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘রবিবার দুপুরে পুরীর কাছে পৌঁছে যাবে ঘূর্ণিঝড়। ক্রমশ উত্তর ও উত্তর পূর্বে দিকে এগোবে। এর বেশি নয়।’
আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা পূর্ব মেদিনীপুরে। দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়াতেও ভারী বৃষ্টি হতে পারে। রবিবার দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যে কলকাতা-সহ ৭ জেলায় মোতায়েন করা হয়েছে এনডিআরএফ। নজরদারি শুরু করে দিয়েছে উপকূলবর্তী বাহিনী।
আমফানের ধাক্কায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিদ্যুৎ পরিষেবা লন্ডভন্ড হয়ে গেছিল। খাস কলকাতার একাধিক জায়গায় বেশ কিছুদিন ছিল না বিদ্যুৎ। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই, সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিদ্যুৎ দফতর। আজ সকাল ৮টা থেকে মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমে খোলা হচ্ছে। ছুটি বাতিল করা হয়েছে বিদ্যুৎ দফতরের কর্মীদের।
জাওয়াদ মোকাবিলায় বৃহস্পতিবার মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, সিইএসসি, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা। বৈঠকে ঠিক হয়েছে, কলকাতার সবকটি বাতিস্তম্ভের হাল খতিয়ে দেখা হবে। কোথাও কোনও বিদ্যুতের তার বা ফিডার বক্স খোলা আছে কি না পরীক্ষা করা হবে। কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে ২৪ ঘণ্টা থাকবেন কর্মীরা।
জাওয়াদের ল্যান্ডফল না হলেও গভীর নিম্নচাপের মোকাবিলায় তৎপর প্রশাসন। আজ আবার অমাবস্যা। ভরা কটালের জেরে জলস্তর বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -