West Bengal News Live Updates:গঙ্গাসাগরের ৪ নম্বর স্নানঘাটের কাছে বিধ্বংসী আগুন
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
অবশেষে এসএসকেএমে ভর্তি হলেন চাকদার বিজেপি নেতা মিলন বিশ্বাস। এসএসকেএমের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হল চাকদার বিজেপি নেতাকে
বেলডাঙা বিস্ফোরণকাণ্ডে এনআইএ-র প্রথম চার্জশিট। তৃণমূল নেতা-সহ ৭ জনের বিরুদ্ধে ৩৩ পাতার চার্জশিট এনআইএ-র।
গ্রামের রাস্তা বেহাল। ঢোকে না অ্য়ামবুল্য়ান্স বা গাড়ি। মুর্শিদাবাদের কান্দিতে ৭০ বছর বয়সী ব্রেন স্ট্রোকের রোগীকে স্ট্রেচারে করে কাঁধে চাপিয়ে নিয়ে যেতে হল ৩ কিলোমিটার রাস্তা। ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে জেলায়। রাস্তা ঠিক করার আশ্বাস দিয়েছেন কান্দির মহকুমা শাসক।
গ্রামের রাস্তা বেহাল। ঢোকে না অ্য়ামবুল্য়ান্স বা গাড়ি। মুর্শিদাবাদের কান্দিতে ৭০ বছর বয়সী ব্রেন স্ট্রোকের রোগীকে স্ট্রেচারে করে কাঁধে চাপিয়ে নিয়ে যেতে হল ৩ কিলোমিটার রাস্তা। ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে জেলায়। রাস্তা ঠিক করার আশ্বাস দিয়েছেন কান্দির মহকুমা শাসক।
উত্তরবঙ্গে দুই যুযুধানের টক্কর। আজ শিলিগুড়িতে মুখ্য়মন্ত্রী বলেন, হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমরো। এর পাল্টা, শিলিগুড়িতে দাঁড়িয়েই বিরোধী দলনেতা বললেন, হোয়াট নর্থবেঙ্গল থিঙ্কস ইয়েসটারডে, হোল বেঙ্গল থিঙ্কস টুমরো।
'এসএসসি দুর্নীতি যদি নদী হয়, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি তাহলে মহাসাগর', প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে বিস্ফোরক দাবি সিবিআইয়ের
১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সিবিএসই পরীক্ষা, ১৫ ফেব্রুয়ারি সিবিএসই-র দশম-দ্বাদশের পরীক্ষা শুরু।
বীরভূমে গরুপাচারের এপিসেন্টার কি এবার রামপুরহাট? সোমবার রাতে রামপুরহাটের তিনটি থানা এলাকা থেকে ৪২০টি গরু উদ্ধার করল পুলিশ। সঙ্গে দুজন পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে। ঝাড়খণ্ডের দিক থেকে আসা এই গরুগুলিকে রামপুরহাট, মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে পাচারের ছক ছিল বলে পুলিশের অনুমান। আর এ নিয়েই সরব হয়েছে বিরোধীরা। জবাব দিয়েছে শাসকদল।
রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ, কাজই বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। ৩০ বছর পরে রাস্তার মেরামতি, তাও মূল অংশের চেয়ে কম অংশে? দুর্নীতির অভিযোগে দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েতে গ্রামবাসীদের বিক্ষোভ। ১২ ফুটেরও বেশি রাস্তা ৬ ফুটের করা হচ্ছে বলে গ্রামবাসীদের অভিযোগ। কেউ কোনও কাটমানি খায়নি, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দাবি পঞ্চায়েতের
গঙ্গাসাগরের ৪ নম্বর স্নানঘাটের কাছে বিধ্বংসী আগুন। সরকারি লজের পাশে বেশকিছু কাঁচাবাড়ি-দোকানে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন
আলমারি ভর্তি বান্ডিল বান্ডিল নোট, পাতাললোকেও আরও কিছু? বাংলোর মাটির তলায় কি যকের ধন, সারভিলেন্স সিস্টেম আনল আয়কর দফতর। ৮দিনে তল্লাশি, ঝাড়খণ্ডে কংগ্রেস সাংসদের আস্তানায় আরও কত টাকা?
'এসএসসি দুর্নীতি যদি নদী হয়, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি তাহলে মহাসাগর', প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে বিস্ফোরক দাবি সিবিআইয়ের
উত্তরকন্যা যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে আটকাল পুলিশ। বিজেপি বিধায়কদের নিয়ে শুভেন্দুর উত্তরকন্যা অভিযান আটকাল পুলিশ।
'একটিও জাল জাতিগত শংসাপত্র দেওয়া হলে তার দায় সংশ্লিষ্ট মহকুমাশাসকের ওপর বর্তাবে। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ এবং ফৌজদারি অপরাধের ধারা প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে', রাজ্যকে এই মর্মে হুঁশিয়ারি দিয়ে বিজ্ঞপ্তি জারির নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির।
মহুয়ার পাশে দল, দূরে ঠেলে দেওয়ার অভিযোগে এবিপি আনন্দে বিস্ফোরক তাপস পালের পরিবার। ফিরহাদ, অরূপ, মলয় ঘটকদের নাম করে একের পর এক অভিযোগ। এব্যাপারে ফিরহাদের প্রতিক্রিয়া মিললেও, কোনও মন্তব্য করতে চাননি অরূপ বিশ্বাস, মলয় ঘটক।
বিজেপি কর্মীকে মারধরে অভিযুক্ত তৃণমূল নেতাকে গাছে পিঠ মোড়া দিয়ে বাঁধার 'হুমকি' দিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি। অভিযুক্ত বিজেপি নেতার নাম দেবদাস মণ্ডল। অভিযোগ, বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য়া সীমা পাণ্ডে শর্মার স্বামী অভিজিৎ শর্মাকে গাছে পিঠ মোড়া দিয়ে বাঁধার হুমকি দিয়েছেন।রবিবার রাতে এই অভিজিতের বিরুদ্ধে ২ বিজেপি কর্মীর উপর হামলা চালানোর উপর অভিযোগ ওঠে। তার পর এই ঘটনা।
রাজ্যে কাজ না পেয়ে ভিন রাজ্যে পাড়ি। বঙ্গেই কাজের দাবিতে বাগডোগরা বিমানবন্দরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে অভিযোগ জানালেন মুম্বই ফেরত পরিযায়ী শ্রমিক মহম্মদ নাজিমুল।
বিজেপি বিধায়কদের নিয়ে উত্তরকন্যা অভিযান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পুলিশের সঙ্গে বচসা, 'বাধা' পেয়ে স্লোগান বিরোধী দলনেতার। বললেন, 'এখানকার মানুষ তাঁর শঠতা ধরে ফেলায় রুষ্ট মুখ্যমন্ত্রী। তাই উত্তরবঙ্গকে বঞ্চিত করেছেন তিনি।' ১৪৪ ধারা থাকায় বাধা, দাবি পুলিশের।
রেশন বণ্টন দুর্নীতির অঙ্ক ইতিমধ্য়েই কয়েকশো কোটি টাকা ছাড়িয়েছে, চার্জশিটে দাবি ইডি-র। 'বাকিবুর রহমান ২টি সংস্থার মাধ্য়মে ভুয়ো কৃষকদের কাছে ধান দুর্নীতির টাকা পৌঁছে দেওয়ায় রাজ্যের ৪০০ কোটি টাকা ক্ষতি', খাদ্য়মন্ত্রীর পদ থেকে জ্য়োতিপ্রিয় মল্লিক সরে যাওয়ার পরেও দুর্নীতি চলেছে', খবর সূত্রের। চলতি বছরে ইডির তল্লাশির সময় পর্যন্ত চলেছে দুর্নীতি, প্রথম চার্জশিটে বিস্ফোরক দাবি করল ইডি।
আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। সকাল ১১টায় হবে মোদি-মমতা বৈঠক। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য সময় চেয়েছেন। ১৮ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে বৈঠকের জন্য সময় চেয়েছিলেন বলে জানিয়েছিলেন মমতা
প্রেক্ষাপট
রেশন বণ্টন (Ration Scam) দুর্নীতির অঙ্ক ইতিমধ্য়েই ১০০ কোটি টাকা ছাড়িয়েছে, দুর্নীতিতে রাজ্যের ৪০০ কোটি টাকা ক্ষতি। সরাসরি আর্থিক লাভবান জ্যোতিপ্রিয় (Jyotipriya Mallick), পেয়েছেন ৩৬ কোটি টাকা, চার্জশিটে উল্লেখ ইডি-র (ED On Ration Scam)।
জ্যোতিপ্রিয় খাদ্যমন্ত্রী না থাকার সময়েও হয়েছে দুর্নীতি। বালুর স্ত্রী ও মেয়ের অ্যাকাউন্টে থাকা ২ কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত। ১৬৮ পাতার চার্জশিটে বালু-বাকিবুর ও তাঁদের ১০টি সংস্থার উল্লেখ।
রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সঙ্গে বৈঠকের জন্য সময় পেলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। আগামী ২০ ডিসেম্বর নতুন সংসদ ভবনে বৈঠক মোদি-মমতার। ১৭ তারিখ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
বোমার স্তূপে ভাঙড়। কাশীপুরে বাজার সংলগ্ন এলাকা থেকে উদ্ধার বস্তাভর্তি বোমা। কারা বোমা জড়ো করেছিল? এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে পুলিশ।
৭ দিন পেরিয়ে ৮ দিন। ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদের বাড়িতে চলছে আয়কর তল্লাশি। উদ্ধার ৩৫৪ কোটি টাকা। ৪০ ঘরের বাংলোর ভিতরে বিলাসবহুল ২১টি গাড়ি দেখে অবাক তদন্তকারীরা।
সুজয়কৃষ্ণ ভদ্রর শারীরিক অবস্থা স্থিতিশীল। পরিস্থিতি বুঝে তাঁকে ছাড়া হবে আইসিসিইউ থেকে, জানানো হল এসএসকেএমের তরফে। পরিস্থিতির উপর নজর রাখছে ইডি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -