West Bengal News Live: ভোটার স্লিপ বিলি নিয়ে তৃণমূল-সিপিএম সংঘর্ষ মুর্শিদাবাদে, ৮ জন আহত

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 07 Jul 2023 11:32 PM
West Bengal News Live: ভোটের আগের রাতেই ফের খুন!

ভোটের আগের রাতেই ফের খুন! বেলডাঙায় কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ, মৃত্যু শাসক দলের কর্মীর। মৃত্যু তৃণমূল কর্মী বাবর আলির। এলাকায় উত্তেজনা, পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে ৩০দিনে ১৯ জনের মৃত্যু। 

WB News Live Updates: ফের অশান্ত দিনহাটা, বিজেপি কর্মী-সহ ৩জন গুলিবিদ্ধ

ফের অশান্ত দিনহাটা, বিজেপি কর্মী-সহ ৩জন গুলিবিদ্ধ। দিনহাটার কালমাটিতে দফায় দফায় বোমা-গুলি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, জখম ৪ বিজেপি কর্মী। গুলিবিদ্ধ ৩জন, মাথা ফাটল ১ বিজেপি কর্মীর। 

West Bengal News Live: লেহ্ থেকে এয়ারলিফটে রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী

ভোটের আগের দিনও দিকে দিকে সন্ত্রাস। শেষলগ্নে উড়িয়ে আনা হল বাকি কেন্দ্রীয় বাহিনী। বুথে বুথে পৌঁছতে শুরু করেছেন ভোটকর্মীরা। লেহ্ থেকে এয়ারলিফট করে, পানাগড়ে আনা হল ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

WB News Live Updates: রাত পোহালেই ভোট, এখনও আসেনি ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!

ভোটের বাকি আর ঠিক ৯ ঘণ্টা, কিন্তু এখনও বহু বুথে নেই কেন্দ্রীয় বাহিনী! রাত পোহালেই ভোট, এখনও আসেনি ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!

West Bengal News Live: ভোটের আগে এলাকা দখল ঘিরে রণক্ষেত্র কেশপুর

ভোটের আগে এলাকা দখল ঘিরে রণক্ষেত্র কেশপুর। কেশপুরের বাঘরুইয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ৮ জন আহত। 

WB News Live Updates: ভোটের আগের রাতেও থামছে না সংঘর্ষ, উত্তপ্ত মুর্শিদাবাদ

ভোটের আগের রাতে সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের ইসলামপুর। ভোটার স্লিপ বিলি নিয়ে তৃণমূল-সিপিএম সংঘর্ষ, ৮জন আহত। আহত ৮জনের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক। 

West Bengal News Live: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় সিবিআইয়ের প্রথম গ্রেফতার, জালে ৩ রেলকর্মী

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় সিবিআইয়ের প্রথম গ্রেফতার। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় রেলেরই ৩জন গ্রেফতার! সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার-সহ রেলের ৩ কর্মী গ্রেফতার। রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অরুণ মোহান্ত গ্রেফতার। গ্রেফতার রেলের সেকশন ইঞ্জিনিয়ার মহম্মদ আমির খান। সিবিআইয়ের জালে টেকনিশিয়ান পাপ্পু কুমার। ২ জুন বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ২৮৮জনের মৃত্যু। খুনের চেষ্টা, তথ্য লোপাটের অভিযোগে গ্রেফতার করল সিবিআই। 

WB News Live Updates: তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে ফের বিস্ফোরক মনোরঞ্জন ব্য়াপারী

তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে ফের বিস্ফোরক মনোরঞ্জন ব্য়াপারী। ভোটের আগের দিন দলের অস্বস্তি বাড়িয়ে ফেসবুক পোস্ট বলাগড়ের বিধায়কের। 'এত চোর, এত ধান্দাবাজ যে একটা দলে থাকতে পারে, আমার জানা ছিল না'। 'ভোটের দিন জবাব দেবে মানুষ, ব্যালট বক্স খুললেই সব বোঝা যাবে'। 'আমার। মুখ বন্ধ করার মতো তালা এখনও তৈরি হয়নি'। 'সত্যের জন্য আমি সবকিছু ত্যাগ করতে রাজি'। 'কোনওকিছুর জন্য সত্য, ন্যায়ের আদর্শ থেকে বিচ্যুত হব না'। 

West Bengal News Live: পঞ্চায়েত ভোটের আগের দিন ফের বিস্ফোরক আব্দুল করিম চৌধুরী

পঞ্চায়েত ভোটের আগের দিন ফের বিস্ফোরক আব্দুল করিম চৌধুরী। তৃণমূল এখন বেইমান দলে পরিণত হয়েছে, মন্তব্য বিদ্রোহী আব্দুল করিম চৌধুরীর। ভোটে কেন্দ্রীয় বাহিনী না থাকলে অশান্তির আশঙ্কা প্রকাশ করে নিজের দলকেই নিশানা। তৃণমূলের সঙ্গে নির্দল সমর্থকদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করিম চৌধুরীর। 'তৃণমূলের লোকেদের হাতে বন্দুক আছে'। 'ইসলামপুরে নির্বিঘ্নে ভোট করতে পারবে না পুলিশ, কেন্দ্রীয় বাহিনী দরকার'। দাবি ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর। 

WB News Live Updates: ভোটের আগে বুথের বাইরেই বেলাগাম সন্ত্রাস!

ভোটের আগে বুথের বাইরেই বেলাগাম সন্ত্রাস! আউশগ্রামে বুথের বাইরে তৃণমূল-সিপিএম সংঘর্ষ। আউশগ্রামের ২ নম্বর ব্লকের বিষ্ণুপুর এফপি স্কুল। বিষ্ণুপুর এফসি স্কুলে ৩টি বুথ, গেটের বাইরে সংঘর্ষ। বুথের সুরক্ষায় শুধু ৩জন সশস্ত্র রাজ্য পুলিশ, এখনও নেই কেন্দ্রীয় বাহিনী! ভোটের আগেই সন্ত্রাস, ভয়ে কাঁপছেন ভোটকর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা না পেলে ভোটের কাজে যোগ না দেওয়ার হুঁশিয়ারি। 

West Bengal News Live: ভোটপূর্বে বিরোধী দলনেতার বিশেষ বার্তা

গ্রামীণ এলাকায় বহু জায়গায় কাল কিন্তু প্রতিরোধ হবে, হুঙ্কার শুভেন্দুর। 'এই প্রতিরোধই কিন্তু বাংলার গণতন্ত্র রক্ষার শেষ আশা-ভরসা', অতীতের মতোই কালকের ভোটে রুখে দাঁড়ানোর ডাক শুভেন্দুর। 'কে কোন দলের দেখার দরকার নেই, গণপ্রতিরোধ করতে হবে। তৃণমূল ছাড়া সবাই এক হয়ে ভোট লুঠ রুখতে হবে', বার্তা বিরোধী দলনেতার।

WB News Live Updates: ভোটের ডিউটিতে যেতে ভোটকর্মীদের আপত্তি

ভোটের বাকি আর কয়েক ঘণ্টা, এখনও বহু বুথে নেই কেন্দ্রীয় বাহিনী! কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোটের ডিউটিতে যেতে আপত্তি ভোটকর্মীদের
কেন্দ্রীয় বাহিনীর দাবিতে রানিনগরে ডিসিআরসি সেন্টারে বিক্ষোভ। নির্দেশ অনুযায়ী স্পর্শকাতর বুথে বাহিনী মোতায়েন, দাবি বিডিও-র।

West Bengal News Live: সন্ত্রাসমুক্ত ভোট করতে হবে, বার্তা রাজ্যপালের

ভোটাধিকার সুরক্ষিত করতে হবে, বার্তা রাজ্যপালের। 'গণতন্ত্রের স্বার্থে আমি কাজ করব, সেটাকে কেউ প্রচার বললে বলবেন'। 'আমি প্রচার পাওয়ার জন্য জায়গায় জায়গায় যাচ্ছি না'। 'রাজ্যের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক'। 'বুলেটের জবাব ব্যালটে দিতে হবে মানুষকে'। 'গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই'। সন্ত্রাসমুক্ত ভোট করতে হবে, বার্তা রাজ্যপালের

WB News Live Updates: ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতেই ধুন্ধুমার

ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতেই ধুন্ধুমার। আজ গঙ্গাজল ছিটিয়ে বিধানসভায় প্রবেশ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বিজেপি বিধায়কের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি, জানতে চেয়ে একজোট হয়ে বিক্ষোভ বিরোধীদের। টেবিলে উঠে বিক্ষোভ দেখায় তিপ্রামথা দলের ৩ বিধায়কের। বিক্ষোভের জেরে ৫ জন বিধায়ককে আজকের দিনের জন্য বহিষ্কারের নির্দেশ। বহিষ্কৃত বিধায়করা হলেন কংগ্রেসের সুদীপ রায় বর্মন, সিপিআইএমের নয়ন সরকার, তিপ্রামথার বৃষকেতু দেববর্মা, রঞ্জিত দেববর্মা ও নন্দিতা রিয়াং। বাজেট পেশের সময় ওয়াকআউট বিরোধীদের।

West Bengal News Live: বারাসাতে বামেদের ধরনা

উত্তর ২৪ পরগনার বারাসতে ১নং ব্লক অফিসের সামনে বামেদের ধর্না। তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে ধর্না। 

WB News Live Updates: পঞ্চায়েত ভোটের আগে জলপাইগুড়িতে ভস্মীভূত তৃণমূলের কার্যালয়

পঞ্চায়েত ভোটের আগে জলপাইগুড়ির রাজগঞ্জের মিলনপল্লীতে ভস্মীভূত তৃণমূলের কার্যালয়, পুড়ে গেছে নথি। কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভোটের প্রচারের সময় থেকে হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, পাল্টা দাবি বিজেপির।

West Bengal News Live: বিজেপি নেতা খুনে গ্রেফতার নিহতের বন্ধু

মহম্মদবাজারে বিজেপি নেতা খুনে গ্রেফতার ১। বিজেপি নেতা খুনে গ্রেফতার নিহতের বন্ধু। ১০দিনের পুলিশ হেফাজতের নির্দেশ সিউড়ি আদালতের। 

WB News Live Updates: ভোট হিংসায় ৩০ দিনে ১৮ জনের মৃত্যু

ভোট হিংসায় ৩০ দিনে ১৮ জনের মৃত্যু। মুর্শিদাবাদের রানিনগরের রায়পুর গ্রামে কংগ্রেস কর্মী খুন। নিহত কংগ্রেস কর্মী অরবিন্দ মণ্ডলের বাড়িতে অধীর চৌধুরী। পুলিশের সঙ্গে বচসা প্রদেশ কংগ্রেস সভাপতির। কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। 

West Bengal News Live: ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল ও পুনর্নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল ও পুনর্নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিল করে সেই জায়গায় নতুন নিয়োগের নির্দেশ দেন। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। 

WB News Live Updates: কাল পঞ্চায়েত ভোট, বাকি ৪৮৫ কোম্পানির মধ্যে রাজ্যে এল ১৫৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

কাল পঞ্চায়েত ভোট, বাকি ৪৮৫ কোম্পানির মধ্যে রাজ্যে এল ১৫৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

West Bengal News Live: আদালতে স্বস্তি পেলেন না শুভেন্দু অধিকারী, কমিশনের সিদ্ধান্ত বহাল রাখল হাইকোর্ট

আদালতে স্বস্তি পেলেন না শুভেন্দু অধিকারী.
 রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা
 পুলিশের নোটিস অনুযায়ী শুধুমাত্র  নিজের ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যেই শুভেন্দুর গতিবিধি সীমিত রাখার কথা বলা হয়
এই নোটিসকে চ্যালেঞ্জ করে আদালতে আসেন শুভেন্দু
নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কোন ভুল নেই, তাই আদালত হস্তক্ষেপ করবে না, মন্তব্য বিচারপতির

WB News Live Updates: কাল পঞ্চায়েত ভোট, যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যে আসছে বাকি কেন্দ্রীয় বাহিনী

কাল পঞ্চায়েত ভোট, যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যে আসছে বাকি কেন্দ্রীয় বাহিনী

West Bengal News Live: দেগঙ্গায় সিপিএম প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, মারধর, ভাঙচুর

দেগঙ্গায় সিপিএম প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, মারধর, ভাঙচুর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আইএসএফ-সিপিএমের মারে আহত তাঁদেরই ৫ জন কর্মী, পাল্টা অভিযোগ শাসকের। 

WB News Live Updates: নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত

৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল ও পুনর্নিয়োগ নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ
সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের 
নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত

West Bengal News Live: এবার মুর্শিদাবাদে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহারের পর এবার মুর্শিদাবাদে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।আজ সকালে কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে চেপে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন রাজ্যপাল। সকাল ১০.১৮ নাগাদ বহরমপুর কোর্ট স্টেশনে নামেন তিনি। এরপরে গত ১৫ জুন নবগ্রামে নিহত তৃণমূল নেতার বাড়ি যান সি ভি আনন্দ বোস। কথা বলেন নিহতর আত্মীয়দের সঙ্গে। এরপর খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখের বাড়ি পৌঁছেছেন রাজ্যপাল। এরপর বেলডাঙা, ডোমকল যাওয়ার কথা রয়েছে তাঁর। 

WB News Live Updates: বীরভূমের দুবরাজপুরে ২০০ টি তাজা বোমা উদ্ধার

বীরভূমের দুবরাজপুরে ২০০ টি তাজা বোমা উদ্ধার। পঞ্চায়েত ভোটের আগের দিন এক জায়গায় এত বোমা উদ্ধারে এলাকায় চাঞ্চল্য। খবর বম্ব ডিসপোজাল টিমকে।

West Bengal News Live:ঝাড়গ্রামে তৃণমূল কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ উঠল

ঝাড়গ্রামে তৃণমূল কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ উঠল। তাঁকে ছাড়াতে গেলে তৃণমূল প্রার্থী সহ বেশকয়েকজনকেও মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।অভিযোগ, গতকাল রাতে গোপীবল্লভপুর ১নম্বর ব্লকের বাঘসাই গ্রামে তৃণমূল কর্মী মণিশঙ্কর দে বাড়ি ফেরার পথে অপহরণ করা হয় । তাঁকে ছাড়াতে যান তৃণমূল প্রার্থী অক্ষয় গিরি। অভিযোগ, বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিদায়ী প্রধান ও পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থীর নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হন তৃণমূল প্রার্থী সহ ৬ জন। হামলার যোগ অস্বীকার করে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছে  বিজেপি। 

WB News Live Updates: ফের আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী

ফের আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। গতিবিধি নিয়ন্ত্রণ করেছে রাজ্য নির্বাচন কমিশন, অভিযোগ শুভেন্দু অধিকারীর। গতকাল রাতে নোটিশ দিয়েছে কাঁথি পুলিশ, দাবি শুভেন্দু অধিকারীর। নোটিশ চ্যালেঞ্জ করে আদালতে শুভেন্দু অধিকারী। দুপুর ১ টায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হবে শুনানি 

West Bengal News Live: ভোট হিংসায় ৩০ দিনে ১৮ জনের মৃত্যু

ভোট হিংসায় ৩০ দিনে ১৮ জনের মৃত্যু

WB News Live Updates:মুর্শিদাবাদের রানিনগরের রায়পুর গ্রামে কংগ্রেস কর্মী খুন

ভোট হিংসায় ৩০ দিনে ১৮ জনের মৃত্যু। মুর্শিদাবাদের রানিনগরের রায়পুর গ্রামে কংগ্রেস কর্মী খুন। নিহত কংগ্রেস কর্মীর নাম অরবিন্দ মণ্ডল। পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূসল কংগ্রেসের বিরুদ্ধে। এখনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল কংগ্রেসের

West Bengal News Live: কাল পঞ্চায়েত নির্বাচন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে এখনও টানাটানি

কাল পঞ্চায়েত নির্বাচন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে এখনও টানাটানি। ১জন জওয়ান নয়, প্রাণহানির অশান্তির আশঙ্কায় এক সেকশন চায় কেন্দ্রীয় বাহিনী। 

WB News Live Updates: রাত পোহালেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট, ২০০ টি তাজা বোমা উদ্ধার

রাত পোহালেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। ভোটের আগের দিন ২০০ টি তাজা বোমা উদ্ধার। বোমা উদ্ধার করল বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ। দুবরাজপুরের ধগ্রাম এলাকার মাঠ থেকে তাজা বোমা উদ্ধার। খবর দেওয়া হয়েছে সিআইডি বম্ব ডিসপোজাল টিমকে। 

West Bengal News Live: দিনহাটার ভেটাগুড়িতে বাইশগুড়ি অঞ্চলে রাতভর বোমাবাজি

দিনহাটার ভেটাগুড়িতে বাইশগুড়ি অঞ্চলে রাতভর বোমাবাজি। 'এলাকায় আতঙ্ক ছড়াতেই বোমাবাজি করছে তৃণমূল'। এমনটাই অভিযোগ তুলেছে বিজেপি। সকালেও বেশ কয়েকটি বোমা উদ্ধার হয় এলাকায়। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। 

WB News Live Updates: রাজ্যপালের মুর্শিদাবাদ সফরের আগে ফের বোমা উদ্ধার

রাজ্যপালের মুর্শিদাবাদ সফরের আগে ফের বোমা উদ্ধার। এবার লালগোলার আইয়ারমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় এক কন্টেইনার বোমা উদ্ধার হল। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাস স্কোয়াডকে। গতকালই মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক দুষকৃতীর।

West Bengal News Live: সিপিএম প্রার্থীর বাড়ির লক্ষ্য করে বোমাবাজি

সিপিএম প্রার্থীর বাড়ির লক্ষ্য করে বোমাবাজি। অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। 

WB News Live Updates:কুলপিতে ভোট-হিংসায় কংগ্রেসকর্মীর মৃত্য়ুর জেরে গ্রেফতার ৪

দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে ভোট-হিংসায় কংগ্রেসকর্মীর মৃত্য়ুর জেরে গ্রেফতার ৪। ধৃতদের মধ্যে ২ জন তৃণমূল প্রার্থীর ২ ছেলে। 

West Bengal News Live: জলের দাবিতে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়লেন খাদ্যমন্ত্রী

জলের দাবিতে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়লেন খাদ্যমন্ত্রী। মধ্যমগ্রাম পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের হুমাইপুরে গত কয়েকদিন ধরে জল না থাকায় গতকাল সন্ধেয় টায়ার জ্বালিয়ে প্রায় ঘণ্টাদুয়েক বাদু রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ অবরোধ তুলতে শুরু হয় বচসা। ঘটনাস্থলে ক্ষোভের মুখে পড়েন খাদ্যমন্ত্রী রথীন ঘোষও। পরে খাদ্যমন্ত্রীর আশ্বাসে ওঠে অবরোধ।  

WB News Live Updates: দিনহাটার ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতে ২ কংগ্রেস কর্মীকে মারধর, ধারাল অস্ত্রের কোপ

দিনহাটার ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতে ২ কংগ্রেস কর্মীকে মারধর, ধারাল অস্ত্রের কোপ
হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, ভোটের আগে এলাকায় উত্তেজনা
কংগ্রেস কর্মী-সমর্থকদের নিয়ে রাতের খাওয়া-দাওয়া চলাকালীন হামলা, অভিযোগ কংগ্রেস প্রার্থীর স্ত্রী-র
তৃণমূলের তরফ থেকে টিকিট না পাওয়ায় মুকুল রহমান এবার কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন
২ আহতর নাম আরশাদ রহমান, রুমন রানা
একদনের আঘাত মাথায়, অন্যজনের পায়ে অস্ত্রের কোপ
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ

West Bengal News Live: এসএসকেএমে মুখ্যমন্ত্রীর হাঁটুর চিকিৎসা করা হল

এসএসকেএমে মুখ্যমন্ত্রীর হাঁটুর চিকিৎসা করা হল।জয়েন্ট অ্যাসপিরেশনের মাধ্যমে বের করা হল হাঁটুতে জমা থাকা ফ্লুইড। এসএসকেএম থেকে 
বাড়ি ফিরলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্রামে থাকার পরামর্শ দিলেন চিকিৎসকরা।  

WB News Live Updates: আজ মুর্শিদাবাদে যাচ্ছেন রাজ্যপাল

দঃ ২৪ পরগনা, কোচবিহারের পর আজ মুর্শিদাবাদে যাচ্ছেন রাজ্যপাল। কথা বললেন কুলপির নিহত কংগ্রেস প্রার্থীর পরিবারের সঙ্গে।

West Bengal News Live: ফের অশান্ত দিনহাটা, বোমা-গুলি, ৩বিজেপি কর্মী-সহ আহত ৪

ফের অশান্ত দিনহাটা। বোমা-গুলি। ৩বিজেপি কর্মী-সহ আহত ৪। মাথা ফাটল একজনের। কুড়ুল দিয়ে হামলা, ঝাড়গ্রামে নির্দল প্রার্থী-সহ ২জন আক্রান্ত। 

প্রেক্ষাপট

ফের অশান্ত দিনহাটা (Dinhata)। বোমা-গুলি। ৩বিজেপি কর্মী-সহ আহত ৪। মাথা ফাটল একজনের। কুড়ুল দিয়ে হামলা, ঝাড়গ্রামে নির্দল প্রার্থী-সহ ২জন আক্রান্ত। 


কাল পঞ্চায়েত নির্বাচন। কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন নিয়ে এখনও টানাটানি। ১জন জওয়ান নয়, প্রাণহানির অশান্তির আশঙ্কায় এক সেকশন চায় কেন্দ্রীয় বাহিনী। 


ভোটের পরে হিংসার আশঙ্কা। গণনার ১০ দিন পরেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। অতীত উদাহরণ টেনে নির্দেশ হাইকোর্টের। ৪৮৫ কোম্পানি নিয়ে এখনও ধোঁয়াশা।


সন্ত্রাসের পরেও স্পর্শকাতর বুথে নয় বাড়তি বাহিনী। বুথে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের সঙ্গে রাজ্যের ১ সশস্ত্র পুলিশ। ভোটের লাইনের দায়িত্বে সিভিক।


২৯দিনে রাজ্যে প্রাণ গেল ১৭জনের! কুলপিতে আক্রান্ত কংগ্রেস নেতার মৃত্যু। বীরভূমে বিজেপি নেতাকে খুনের অভিযোগ। বেলডাঙায় ফের বিস্ফোরণে মৃত্যু।


ভোটের আগেই বেলাগাম হিংসা। মহাভারত থেকে রবীন্দ্রনাথ, শেক্সপিয়র। বাছা বাছা বিশেষণে কমিশনকে বোসের বাউন্সার। 


 


 কৃষ্ণের মতো শান্ত থেকে কংসের মতো আচরণ করবেন না। কমিশনকে আক্রমণে রাজ্যপাল। গঙ্গাজলেও হাতের রক্ত ধুতে পারবেন না বলে হুঁশিয়ারি। 


রাজধর্ম নিয়ে কমিশনকে রাজ্যপালের কড়া বার্তা। পাল্টা জবাব অভিষেকের। 


দঃ ২৪ পরগনা, কোচবিহারের পর আজ মুর্শিদাবাদে যাচ্ছেন রাজ্যপাল। কথা বললেন কুলপির নিহত কংগ্রেস প্রার্থীর পরিবারের সঙ্গে।


সংঘাত এবার সমমুখসমরে। নন্দীগ্রামে মুখোমুখি শুভেন্দু-কুণাল। চোর চোর স্লোগানের পাল্টা প্রায় চলন্ত গাড়ি থেকে নেমে হুঁশিয়ারি। 


ভোট লুঠ আটকাতে বিরোধী এজেন্টদের একজোট হওয়ার ডাক শুভেন্দুর। প্রার্থী দিতে না পারার ব্যর্থতা ঢাকতে অশুভ জোটের চক্রান্ত, পাল্টা অভিষেক। 


 


১১। কপ্টার বিভ্রাটে চোট। হাঁটু থেকে ফ্লুইড বের করার পরে এসএসকেএম থেকে ফিরলেন মমতা। বিশ্রাম নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.