West Bengal News Live: ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে সামনে আনা উচিত মমতাকে, বার্তা কল্যাণের
West Bengal All News Updates Live: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
উপনির্বাচনে ছয় আসনেই জয়। পিছোচ্ছে কংগ্রেস, ব্যর্থতা স্বীকার করে, ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে সামনে আনা উচিত মমতাকে। বার্তা কল্যাণের। গুরুত্বে নারাজ কংগ্রেস।
আজ থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। শুরুতেই আদানি ইস্যুতে সংসদ তোলপাড় হওয়ার সম্ভাবনা। অধিবেশনের আগের দিন সর্বদলীয় বৈঠকের পর এটা স্পষ্ট যে, মার্কিন আদালতে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দিয়ে বরাত পাওয়ার অভিযোগ নিয়ে ঝড় তুলবে বিরোধীরা। সর্বদলীয় বৈঠকে ঘুষকাণ্ডে সংসদে আলোচনা চেয়ে সরব হয় কংগ্রেস। এছাড়াও, মণিপুরে অশান্তি, বেকারত্ব, ওয়াকফ বিল-সহ একাধিক ইস্যু নিয়ে সংসদে ঝড় ওঠার সম্ভাবনা। এবারের অধিবেশনে একদিকে যেমন বিধানসভা ভোটে মহারাষ্ট্রে জয় বিজেপির নেতৃত্বাধীন NDA-কে বাড়তি অক্সিজেন জোগাবে, তেমনই ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের ফল সামনে রেখে সুর চড়াবে বিরোধী জোট INDIA-ও। অন্যদিকে, এই প্রথম সংসদে পা রাখতে চলেছেন কেরলের ওয়েনাডের নবনির্বাচিত সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী। লোকসভা উপনির্বাচনে ৪ লক্ষেরও বেশি ভোটে জিতে শীতকালীন অধিবেশন থেকেই সাংসদ-জীবন শুরু হচ্ছে রাজীব-কন্যার। সংসদের এই শীতকালীন অধিবেশন চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।
দেখতে দেখতে পেরিয়ে আসা ১০০টি বছর। সেই শতবর্ষের মাইলস্টোন ছুঁতে চলেছে শ্যামবাজারের দ্য পার্ক ইনস্টিটিউশন। সেই উপলক্ষ্যে ২০২৫-এর জানুয়ারি থেকে ২০২৬-এর জানুয়ারি পর্যন্ত চলবে এক বছরব্যাপী নানা অনুষ্ঠান।
শীতের মুখে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। রাজ্য়ে শেষ ২ সপ্তাহে নতুন করে আক্রান্ত প্রায় ৪ হাজার। সবচেয়ে বেশি মুর্শিদাবাদে। দ্বিতীয় মালদা।
আজ শীতকালীন অধিবেশনের শুরুতেই সংসদে 'আদানি-ঝড়ের' ইঙ্গিত। ঘুষকাণ্ডে আলোচনা চেয়ে সর্বদল বৈঠকে সরব কংগ্রেস। আদানি থেকে মণিপুর, সোচ্চার হতে পারে বিরোধীরা।
ঘাটালে শিশু মেলা নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দেবের সামনেই সংঘর্ষে জড়ালেন তৃণমূল সাংসদ ও প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের অনুগামীরা। লাঠি, বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল দেবের এক অনুগামীর। এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে শীর্ষ নেতৃত্ব। চাওয়া হয়েছে রিপোর্ট। এবার কি শাস্তির মুখে শঙ্কর দলুই?
প্রেক্ষাপট
আজ শীতকালীন অধিবেশনের শুরুতেই সংসদে 'আদানি-ঝড়ের' ইঙ্গিত। ঘুষকাণ্ডে আলোচনা চেয়ে সর্বদল বৈঠকে সরব কংগ্রেস। আদানি থেকে মণিপুর, সোচ্চার হতে পারে বিরোধীরা।
আজ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। আদানি নিয়ে দলীয় অবস্থান স্পষ্ট করতে পারেন মমতা। রদবদল নিয়ে আলোচনার সম্ভাবনা। থাকবেন অনুব্রত, আমন্ত্রণ পেলেন না সুখেন্দুশেখর।
শিন্দে না ফড়নবীশ? মহারাষ্ট্রের মসনদে কে? ৩০ নভেম্বর সরকার গঠন। অজিত পাওয়ারের নাম নিয়েও জল্পনা। কারা থাকবেন মন্ত্রিসভায়? তৈরি হচ্ছে তালিকা।
ঝাড়খন্ডে ক্ষমতায় ইন্ডিয়া জোট। রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি পেশ হেমন্ত সোরেনের। ২৮ নভেম্বর শপথগ্রহণ।
উপনির্বাচনে ছয় আসনেই জয়। পিছোচ্ছে কংগ্রেস, ব্যর্থতা স্বীকার করে, ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে সামনে আনা উচিত মমতাকে। বার্তা কল্যাণের। গুরুত্বে নারাজ কংগ্রেস।
শিশুমেলার দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ঘাটালে তুলকালাম। বৈঠক চলাকালীন দেবের সামনেই দু-পক্ষের সংঘর্ষ, ঝরল রক্ত!
হাতাহাতি থেকে লাঠি, বাঁশ নিয়ে মারপিঠ। শাসক-কোন্দলে তপ্ত ঘাটাল। বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন দেব। পরিকল্পনামাফিক সব করা হল, দাবি প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের।
কড়া অবস্থান দলের শীর্ষ নেতৃত্বর। মানস ভুঁইয়া, সাংগঠনিক জেলা সভাপতির কাছে রিপোর্ট তলব।রিপোর্ট খতিয়ে দেখে ব্যবস্থা। শাস্তির মুখে শঙ্কর দলুই? শুরু জল্পনা।
পকসো মামলায় গ্রেফতার কয়লাকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র। ১দিনের জেল হেফাজত। আজই আসানসোল কোর্টে কয়লা পাচার মামলায় চার্জ গঠন।
জামা মসজিদের সমীক্ষার কাজ চলাকালীন উত্তরপ্রদেশের সম্ভলে রক্তক্ষয়ী সংঘর্ষ। মৃত তিন। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর। আহত বেশ কয়েকজন পুলিশকর্মীও।
শীতের মুখে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। রাজ্য়ে শেষ ২ সপ্তাহে নতুন করে আক্রান্ত প্রায় ৪ হাজার। সবচেয়ে বেশি মুর্শিদাবাদে। দ্বিতীয় মালদা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -