West Bengal News Live: মেট্রোপলিটনে হাড়হিম করা হামলা, NRS হাসপাতালে চিকিৎসাধীন তরুণী

West Bengal All News Updates Live: এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে, দেখে নিন এই নজরে

ABP Ananda Last Updated: 30 Jan 2025 11:25 PM
WB News Live Updates: আর জি করের নিহত চিকিৎসকের বাবা-মায়ের সঙ্গে ফের দেখা করলেন সুকান্ত মজুমদার

আজ আর জি করের নিহত চিকিৎসকের বাবা-মায়ের সঙ্গে ফের দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং তাদের তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করে, সিবিআইয়ের ডিরেক্টরকে লেখা চিঠি সুকান্ত মজুমদারের হাতে তুলে দেন তাঁরা। নিহত চিকিৎসকের বাবা-মায়ের বক্তব্য নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন সুকান্ত মজুমদার।

West Bengal News Live: মেট্রোপলিটনে হাড়হিম করা হামলা, NRS হাসপাতালে চিকিৎসাধীন তরুণী

মেট্রোপলিটনে হাড়হিম করা হামলা, এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন তরুণী

WB News Live Updates: ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন

দশই ফেব্রুয়ারি থেকে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। প্রথম দিনই বেলা সাড়ে ১২টায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বিধায়কদের কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে রাজনৈতিকমহল। 

West Bengal News Live: প্রসূতি মৃত্যুর ঘটনায় CID স্ক্যানারে ৭ জুনিয়র ডাক্তার

প্রসূতি মৃত্যুর ঘটনায় CID স্ক্যানারে ৭ জুনিয়র ডাক্তার। 
মেদিনীপুর মেডিক্যালে গিয়ে জিজ্ঞাসাবাদ CID-র। CCTV ফুটেজ ও রেজিস্টার বাজেয়াপ্ত। 

WB News Live Updates: উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হল ফার্মা ইমপেক্স ল্যাবরেটরি নামে রাজ্যের আরও একটি ফার্মা কোম্পানিকে

ওষুধ ও স্যালাইনের গুণমান নিয়ে প্রশ্ন ওঠায় এবার উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হল ফার্মা ইমপেক্স ল্যাবরেটরি নামে রাজ্যের আরও একটি ফার্মা কোম্পানিকে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উৎপাদনকারী সংস্থার বারুইপুরের কারখানায় ৩ দিন যৌথ অভিযান চালান সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। তারপরেই সংস্খার বিরুদ্ধে জারি করা হয় নোটিস। অন্যদিকে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ওষুধ-সহ চিকিৎসা-সামগ্রী সরবরাহের বরাত পেয়েও চুক্তিমতো সেসব না পৌঁছে দেওয়ায় কালো তালিকাভুক্ত করা হল মুম্বইয়ের জেন ফার্মা প্রাইভেট লিমিটেডকে।

West Bengal News Live: আর জি করকাণ্ড নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে রাজ্যপালকে চিঠি মৃতার পরিবারের

আর জি করকাণ্ড নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে রাজ্যপালকে চিঠি মৃতার পরিবারের

WB News Live Updates: মহাকুম্ভে মৃত্যুমিছিল, পুণ্যস্নানে গিয়ে প্রাণ গেল গল্ফ গ্রিনের বৃদ্ধার

মহাকুম্ভে মৃত্যুমিছিল, পুণ্যস্নানে গিয়ে প্রাণ গেল গল্ফ গ্রিনের বৃদ্ধার
এত পুণ্যার্থীর মৃত্যুর পরও চরম অব্যবস্থা
বৃদ্ধার ডেথ সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ
ডেথ সার্টিফিকেট ছাড়া কীভাবে মিলবে ক্ষতিপূরণ?
মহাকুম্ভে চরম অব্যবস্থা, যোগী সরকারকে নিশানা অরূপ বিশ্বাসের

West Bengal News Live: এবার কুম্ভমেলা চত্বর থেকে ৬ কিলোমিটার দূরে তাঁবুতে আগুন

মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, এবার কুম্ভমেলা চত্বর থেকে ৬ কিলোমিটার দূরে তাঁবুতে আগুন
১৯ জানুয়ারির পর এবার ৩০ জানুয়ারি, ফের কুম্ভমেলা চত্বরের কাছে তাঁবুতে আগুন
আজ দুপুর ২ : আগুন লাগে প্রাইভেট টেন্টে
দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনল দমকল, হতাহতের কোনও খবর নেই

WB News Live Updates: এবার আর জি কর মেডিক্যাল থেকে বদলি করা হল সন্দীপ ঘোষের স্ত্রীকে

এবার আর জি কর মেডিক্যাল থেকে বদলি করা হল সন্দীপ ঘোষের স্ত্রীকে
সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে বদলি করা হল বেলেঘাটা আইডি হাসপাতালে
মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন সঙ্গীতা ঘোষ
বদলি করা হল বেলেঘাটা আইডির মাইক্রোবায়োলজি বিভাগে
আর্থিক দুর্নীতি মামলায় জেলে আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ

West Bengal News Live: মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারকে স্বেচ্ছায় পদত্যাগের পরামর্শ হাইকোর্টের প্রধান বিচারপতির 

কাল বিকেল ৫টার মধ্যে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারকে স্বেচ্ছায় পদত্যাগের পরামর্শ হাইকোর্টের প্রধান বিচারপতির 

WB News Live Updates: ফার্মা ইমপেক্স ল্যাবরেটরির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ

পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের পর ফার্মা ইমপেক্স ল্যাবরেটরির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ
স্যালাইন সহ বিভিন্ন ওষুধ রাজ্য সরকারকে সরবরাহ করে ফার্মা ইমপেক্স ল্যাবরেটরি
বারুইপুরে সংস্থার কারখানায় সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরিদর্শনের পর সিদ্ধান্ত
২১, ২২, ২৩ জানুয়ারি পরপর ৩ দিন পরিদর্শন সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের
ওষুধে কিছু ত্রুটি পাওয়ায় উৎপাদন বন্ধের নোটিস
ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত
ফার্মা ইমপেক্স ল্যাবরেটরি ওষুধ উৎপাদন বন্ধ রাখবে, নোটিস সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের
পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের আর এল স্যালাইন ব্যবহার করে মেদিনীপুর মেডিক্যালে ১ প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠে

West Bengal News Live: এক বছর ধরে প্রস্তুতি। বিশ্বজুড়ে প্রচার। তারপরও কেন এত বড় বিপর্যয়?

এক বছর ধরে প্রস্তুতি। বিশ্বজুড়ে প্রচার। তারপরও কেন এত বড় বিপর্যয়?
ভিড় কমাতে বিকল্প পুল থাকলেও, বিপদের সময়ে কেন বন্ধ রইল? হয়েছিল ক্রাইড ম্যানেজমেন্টের মক ড্রিল? উঠছে প্রশ্ন।

WB News Live Updates: মহাকুম্ভে মৃত্যুমিছিল; ৩০ জনের মৃত্যু, আহত ৯০, দাবি উত্তরপ্রদেশ সরকারের

মহাকুম্ভে মৃত্যুমিছিল। ৩০ জনের মৃত্যু, আহত ৯০, দাবি উত্তরপ্রদেশ সরকারের। হতাহতের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগ বিরোধীদের। ২৪ ঘণ্টা পার, এখনও ঘটনাস্থলেই গেলেন না যোগী।

প্রেক্ষাপট

মহাকুম্ভে মৃত্যুমিছিল। ৩০ জনের মৃত্যু, আহত ৯০, দাবি উত্তরপ্রদেশ সরকারের। হতাহতের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগ বিরোধীদের। ২৪ ঘণ্টা পার, এখনও ঘটনাস্থলেই গেলেন না যোগী।

অমৃতকাল শুরু হয়ে গেছে। আচমকা ঘোষণা শুনেই হুড়োহুড়ি। ব্যারিকেড ভেঙে পুণ্যস্নানের জন্য দৌড়। তারপরই পড়ে গিয়ে পদপিষ্ট। দাবি প্রত্যক্ষদর্শীদের।


এক বছর ধরে প্রস্তুতি। বিশ্বজুড়ে প্রচার। তারপরও কেন এত বড় বিপর্যয়? ভিড় কমাতে বিকল্প পুল থাকলেও, বিপদের সময়ে কেন বন্ধ রইল? হয়েছিল ক্রাইড ম্যানেজমেন্টের মক ড্রিল? উঠছে প্রশ্ন।

মহাকুম্ভে বিপর্যয়ে প্রশ্নের মুখে যোগী সরকার। অবশেষে দুর্ঘটনার পর পদক্ষেপ। প্রবল চাপের মুখে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত কুম্ভে VIP-দের প্রবেশ নিষেধ। বাতিল সব পাস।

মহাকুম্ভে মহাবিপর্যয়, সুপ্রিম কোর্টে মামলা দায়ের। ঘটনার পর কী পদক্ষেপ যোগী সরকারের? স্টেটাস রিপোর্ট তলব করুক আদালত, আর্জি মামলাকারীর।

পুণ্যস্নানে গিয়ে প্রাণ গেল গল্ফ গ্রিনের বৃদ্ধার। এত পুণ্যার্থীর মৃত্যুর পরও চরম অব্যবস্থা। ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ হস্তান্তরের অভিযোগ।

মহাকুম্ভে বিপর্যয়। যোগী সরকারের ভূমিকায় প্রশ্ন বিরোধীদের। 

প্রয়াগরাজে পদপিষ্ট হয়ে মৃত্যু শালবনির বাসিন্দা ঊর্মিলা ভুঁইয়ার। গতকাল হুড়িহুড়ি সময় হারিয়ে যান বৃদ্ধা। পরে দেহ উদ্ধার।

মহাকুম্ভে পদপিষ্ট হয়ে জখম আলিপুরদুয়ারের বাসিন্দা। কারও সাহায্য না মেলার অভিযোগ। 

প্রয়াগরাজে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার এ রাজ্যে বহু বাসিন্দা। 

সন্দীপ ঘোষদের বিরুদ্ধে চার্জ গঠনে সরকারের অনুমোদন পাওয়ার পরও কেন কোর্টকে জানানো হল না? ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাইকোর্টে যাচ্ছেন? CBI-এর 

 ট্যাংরায় হেলে পড়া বহুতল ভাঙতে গিয়ে তুলকালাম। পুরকর্মী ও পুলিশকে বাধা বহুতলের বাসিন্দাদের।

তারকেশ্বরে দুয়ারে সরকার ক্যাম্পে শাসক দ্বন্দ্ব। আগ্নেয়াস্ত্র নিয়ে উপপ্রধানের দেহরক্ষীর দাপাদাপি।

ফের অস্ত্র উদ্ধার, এবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে। বাড়ি থেকে উদ্ধার ৭টি আগ্নেয়াস্ত্র-সহ ৪১ রাউন্ড গুলি। গ্রেফতার অস্ত্র কারবারি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.