West Bengal News Live Updates : অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে আপ বম্বে মেলের রক্ষা, বীরশিবপুর স্টেশনে ঢোকার মুখে খুলে গেল কাপলিং
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে আপ বম্বে মেলের রক্ষা । বীরশিবপুর স্টেশনে ঢোকার মুখে খুলে গেল কাপলিং। মেরামতির জন্য ফিরিয়ে আনা হল উলুবেড়িয়া স্টেশনে । রাত ৯: উলুবেড়িয়া ছাড়ার পরেই খুলে যায় ইঞ্জিন-সহ ২টি বগি। বিপত্তির জেরে হাওড়া-খড়গপুর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ। রাত ৯টা থেকে হাওড়া-খড়গপুর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ।
অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে আপ বম্বে মেলের রক্ষা । বীরশিবপুর স্টেশনে ঢোকার মুখে খুলে গেল কাপলিং। মেরামতির জন্য ফিরিয়ে আনা হল উলুবেড়িয়া স্টেশনে । রাত ৯: উলুবেড়িয়া ছাড়ার পরেই খুলে যায় ইঞ্জিন-সহ ২টি বগি। বিপত্তির জেরে হাওড়া-খড়গপুর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ। রাত ৯টা থেকে হাওড়া-খড়গপুর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ।
বীরভূমের মহম্মদবাজারে জিলেটিন স্টিক উদ্ধারকাণ্ডে তিহাড় জেলে বন্দি সায়গল হোসেনকে জেরা করল NIA। বিস্ফোরকের কারবারিদের সঙ্গেও কি সায়গল হোসেনের যোগাযোগ ছিল? প্রভাবশালী যোগ ছাড়া কি এই বিস্ফোরকের কারবার চলতে পারে? সায়গলকে জেরা করে এইসব প্রশ্নের উত্তর খুঁজছে NIA.
তৃণমূলের রাজ্য সভাপতির নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। আনন্দপুরের অভিজাত আবাসন থেকে দীপঙ্কর দাসকে গ্রেফতার করল আনন্দপুর থানার পুলিশ। আনন্দপুর থানায় এক ব্যক্তির দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
বাংলার বাজারে আসতে চলেছে বিহারের জনপ্রিয় ব্র্য়ান্ড সুধার দুধ ও দুগ্ধজাত খাবার। শুক্রবার হাওড়ার পাঁচলায় বিহার স্টেট মিল্ক কো-অপারেটিভ ফেডারেশন লিমিটেডের কারখানার উদ্বোধন হল। আগামী ১৫ জানুয়ারি শিলিগুড়িতে সংস্থার একটি নতুন ইউনিটের উদ্বোধন হবে।
রায়গঞ্জে সরকারি কর্মী খুনে গ্রেফতার ২ । ধৃতদের সঙ্গে আর কেউ জড়িত কি না ? তদন্তে পুলিশ
জগৎবল্লভপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার। 'তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে আত্মঘাতী', প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ মৃতের পরিবারের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে জগৎবল্লভপুর থানার পুলিশ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত
হাইকোর্টে বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি খারিজ
গাইঘাটায় স্কুলেরই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে মিড-ডে মিলের চাল চুরির অভিযোগ। চাল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা হাতেনাতে ধরে ফেলেন বলে দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই চুরির ঘটনার সঙ্গে প্রধান শিক্ষকেরও যোগ আছে। স্কুলে যে পরিমাণ মিড ডে মিলের চাল আসে তার হিসাব ঠিক আছে, অভিযোগ অস্বীকার করে দাবি প্রধান শিক্ষকের।
প্রয়াত সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল। দুপুর ১.৪৫-এ রাসবিহারী ফর্টিস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ। গত ৭ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন, রাখা হয়েছিল ভেন্টিলেশন
প্রয়াত গায়ক ও উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক অনুপ ঘোষাল। অনুপ ঘোষালের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'গুপী গায়েন বাঘা বাইন'-সহ সত্যজিৎ রায়ের একাধিক ছবির কণ্ঠশিল্পী ছিলেন। তপন সিন্হার 'সাগিনা মাহাতো' ছবির সঙ্গীত পরিচালক ছিলেন অনুপ ঘোষাল। ২০১১-র বিধানসভা ভোটে জিতে উত্তরপাড়ার তৃণমূল বিধায়কও হয়েছিলেন অনুপ ঘোষাল। ৭৭ বছর বয়সে প্রয়াত সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল।
সংসদে তাণ্ডব কাণ্ডে ধৃত ললিত ঝা-কে জেরায় বিস্ফোরক তথ্য । হয় 'প্ল্যান এ' নয় 'প্ল্যান বি', রীতিমতো প্রস্তুতি নিয়ে নেমেছিলেন স্মোক-ক্যান হামলাকারীরা। 'প্ল্যান এ: পাস থাকায় সংসদের ভিতরে তাণ্ডবের দায়িত্ব দেওয়া হয় সাগর ও মনোরঞ্জনকে', 'প্ল্যান বি: অমল ও নীলমের দায়িত্ব ছিল সংসদের বাইরে বিক্ষোভ দেখানোর, ব্যর্থ হলে ময়দানে নামতেন কৈলাস, মহেশ', সংসদ তাণ্ডব কাণ্ডে ধৃত ললিত ঝা-কে জেরায় বিস্ফোরক তথ্য।
সার্ভিস রিভলভার থেকে মাথায় গুলি করে আত্মঘাতী কনস্টেবল। বর্ধমানে চলন্ত ট্রেনে কর্তব্যরত অবস্থায় আত্মঘাতী জিআরপি কনস্টেবল। চলন্ত ট্রেনে মহিলা কামরায় নিজের মাথায় গুলি করে আত্মঘাতী। পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী, দাবি মৃতের মায়ের ।
সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত । হাইকোর্টে বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি খারিজ। 'বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণের প্রেক্ষিতে সংবাদমাধ্যমের খবরে মানহানি হচ্ছে', এই ধরনের খবর সম্প্রচারে নিষেধাজ্ঞা জারির আবেদন অভিষেকের আইনজীবীর । আমরা এই ধরনের কোনও নির্দেশ দেব না, জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্না । কোনও আবেদন থাকলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান, মন্তব্য সুপ্রিম কোর্টের ।
সায়গল হোসেনকে তিহাড় জেলে এনআইএ-র জিজ্ঞাসাবাদ। মহম্মদবাজারে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদ। কলকাতা থেকে দিল্লি গিয়ে সায়গলকে জিজ্ঞাসাবাদ এনআইএ-র টিমের। 'কী করে বিস্ফোরক দিনের পর দিন এক জায়গা থেকে আরেক জায়গায় সরবরাহ?' উত্তরের খোঁজে এনআইএ।
প্রেক্ষাপট
সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আবেদন খারিজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত । হাইকোর্টে বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি খারিজ। 'বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণের প্রেক্ষিতে সংবাদমাধ্যমের খবরে মানহানি হচ্ছে', এই ধরনের খবর সম্প্রচারে নিষেধাজ্ঞা জারির আবেদন অভিষেকের আইনজীবীর। আমরা এই ধরনের কোনও নির্দেশ দেব না, জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্না । কোনও আবেদন থাকলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান, মন্তব্য সুপ্রিম কোর্টের (Supreme Court of India)।
সংসদে তাণ্ডবে (Parliament Security Breach) বং-কানেকশন আরও জোরালো। বড়বাজারের পর বাগুইআটিতেও ললিতের আরেক আস্তানার হদিশ। হাতিয়ারার বাড়িতে ভাড়া থেকে রবীন্দ্র সরণিতে বাড়ি ভাড়া নিয়ে শিক্ষকতা। পরিবারকে নিয়ে বাগুইআটির বাড়িতে ৩ বছর ধরে ভাড়া ছিলেন ললিত। সংসদে তাণ্ডবের ৩ দিন আগে বাড়িতে তালা ঝুলিয়ে আচমকা উধাও।
সংসদে তাণ্ডবে ধৃত ললিত ঝাকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। স্মোক-ক্যান হামলার পর, রাজস্থানে গিয়ে প্রমাণ লোপাটে, পুড়িয়ে দেওয়া হয় সহযোগীদের মোবাইল। মহেশ নামে আরেক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ।
সংসদে নিরাপত্তায় গলদের কথা মানলেন অমিত শাহ (Amit Shah)। গাফিলতি হয়েছে বলেই এই ঘটনা। কিন্তু রাজনীতি করছে বিরোধীরা। বেসরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
বিরোধী সাংসদদের সাসপেনশনের প্রতিবাদ (Opposition MP Suspended)। গাঁধী মূর্তির সামনে ধর্না। মোদির সরকারের ওপর চাপ বাড়াতে রণকৌশল বৈঠক ইন্ডিয়া জোটের।
রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি ইডির। কলকাতা থেকে জেলা, ভুরি ভুরি অভিযোগ। বিস্তারিত তদন্ত প্রয়োজন। চিঠিতে আর্জি এজেন্সির। খবর সূত্রের।
নদিয়ায় পুলিশ হেফাজতে পিটিয়ে খুনের অভিযোগে এবার সিবিআই (CBI)। রিপোর্ট দিতে হবে ২ মাসের মধ্যে, পুলিশকে অবিলম্বে নথি হস্তান্তরের নির্দেশ দিল হাইকোর্ট।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে (Burdwan University) রাজ্যপালকে কালো পতাকা দেখাল টিএমসিপি। ক্যাম্পাসে আচার্যের গাড়ি ঢুকতেই দূর হঠো স্লোগান। স্থায়ী উপাচার্য নিয়োগ সহ একাধিক দাবিতে বিক্ষোভ।
আরও পড়ুন- সকাল থেকে শিরোনামে ছিল কোন খবরগুলো
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -