West Bengal News Live Updates: সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: গ্র্যান্ড হোটেলের (Grand Hotel) সামনের ফুটপাথে (Footpath) হকার (Hawker) নিয়ন্ত্রণের প্রক্রিয়া শুরু হল। আজ টাউন ভেন্ডিং কমিটি, পুলিশ (Kolkata Police) ও কলকাতা পুরসভার কর্মীরা গিয়ে ১১৬টি দোকানের জন্য জায়গা নির্দিষ্ট করে দেয়। কিন্তু, ২৩টি দোকানকে সরানোর সিদ্ধান্তে বিশৃঙ্খলা দানা বাধে।
রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন এক নজরে-
সংসদকাণ্ডে বৃহস্পতিবার গ্রেফতার হওয়া ললিত ঝা-কে নিয়ে, কলকাতাতেও চড়ছে রাজনীতির পারদ। তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে এক যুবকের ছবি দিয়ে, সুকান্ত মজুমদার সোশাল মিডিয়ায় লিখেছেন, গণতন্ত্রের মন্দিরে হামলার মাস্টারমাইন্ডের সঙ্গে তাপস রায়ের দীর্ঘদিনের ঘনিষ্ঠতা। একসুরে সরব হয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়ও। এনিয়ে পাল্টা জবাব দিয়েছেন তাপস রায়।
বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের নিরাপত্তা প্রত্য়াহার করা হয়েছে, ঘনিষ্ঠ মহল সূত্রে এমনই খবর। আর তার পরই অনুপম হাজরার বিস্ফোরক ফেসবুক পোস্ট। যেখানে তিনি লিখেছেন, চোর মুক্ত বিজেপি চাই। কিন্তু কী কারণে অনুপম হাজরার নিরাপত্তা প্রত্য়াহার? এনিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর জল্পনা।
সংসদে স্মোক-ক্যান নিয়ে তাণ্ডবের ঘটনায় সামনে এল বাংলা-যোগ! বৃহস্পতিবার থানায় আত্মসমর্পণের পর গ্রেফতার করা হয় সংসদকাণ্ডের মাস্টারমাইন্ড ললিত ঝাকে। যিনি সংসদের বাইরের ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন কলকাতার কলেজ পড়ুয়াকে। সেই কলেজ ছাত্রের সন্ধান পেল এবিপি আনন্দ। ঠিক কী জানিয়েছিলেন ললিত, কীভাবে তাঁর সঙ্গে পরিচয়, সেসব নিয়েই এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাতকারে জানালেন নীলাক্ষ আইচ।
কলকাতায় শুরু হল ইন্ডিয়ান সোসাইটি অফ নেফ্রোলজি বার্ষিক জাতীয় সম্মেলন। চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। এই সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ২ হাজার নেফ্রোলজিস্ট যোগ দিয়েছেন। ভিনদেশ থেকেও এসেছেন বাছাই করা ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
West Bengal News LIVE Updates: সংসদে তাণ্ডবের মাস্টারমাইন্ডের আস্তানা বাগুইআটিতে?
সংসদে তাণ্ডবের মাস্টারমাইন্ডের আস্তানা বাগুইআটিতে! 'খবরেই ভাইয়ের বিষয়ে দেখছি। তার আগে পর্যন্ত কিছুই জানতাম না', এবিপি আনন্দে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া ধৃত ললিত ঝার দাদার। 'ভাইকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তাতে আমরা হয়রান', এবিপি আনন্দকে জানালেন ললিত ঝার দাদা। 'ছোট ছোট বাচ্চাদের পড়াত ভাই। বাগুইআটির জ্যাংড়ায় স্কুলে ছোটদের পড়াত ভাই। কখনও স্কুলে পড়িয়েছে, কখনও সবজি বিক্রি করেছে। কোনও রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে যুক্ত ছিল না ভাই', এবিপি আনন্দে দাবি ধৃত ললিত ঝার দাদা শম্ভু ঝার
WB News LIVE Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত
সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত। হাইকোর্টে বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি খারিজ। 'বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণের প্রেক্ষিতে সংবাদমাধ্যমের খবরে মানহানি হচ্ছে', এই ধরনের খবর প্রকাশে নিষেধাজ্ঞা জারির আবেদন অভিষেকের আইনজীবীর। আমরা এই ধরনের কোনও নির্দেশ দেব না, জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্না। কোনও আবেদন থাকলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান, মন্তব্য সুপ্রিম কোর্টের।
West Bengal News LIVE Updates: সুব্রত বক্সীর জামাই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ
সুব্রত বক্সীর জামাই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ। সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। দীপঙ্কর দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আনন্দপুর থানার পুলিশ। অভিযুক্তর কাছ থেকে দুটি নীলবাতির গাড়ি বাজেয়াপ্ত
WB News LIVE Updates: পুলিশি হেফাজতে মৃত্যু, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
পুলিশি হেফাজতে মৃত্যু, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। ২ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট পেশের নির্দেশ সিবিআইকে । এসপির নজরদারি থেকে তদন্তভার গেল এবার সিবিআইয়ের হাতে। অবিলম্বে সিবিআইকে নথি হস্তান্তর করতে পুলিশকে নির্দেশ হাইকোর্টের
West Bengal News LIVE Updates: রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি ইডির, খবর সূত্রের
রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি ইডির, খবর সূত্রের। রেশন দুর্নীতি মামলায় ভালভাবে তদন্ত করুক রাজ্য পুলিশ। কলকাতা থেকে জেলা, রেশন দুর্নীতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ।রেশন দুর্নীতি মামলায় বিস্তারিত তদন্ত প্রয়োজন। তদন্তের জন্য রাজ্য পুলিশকে সহযোগিতা করতেও প্রস্তুত ইডি। প্রয়োজনে রাজ্য পুলিশকে তথ্যপ্রমাণ দিয়েও সাহায্য করা হবে', রাজ্য পুলিশের ডিজিকে চিঠি ইডির, খবর সূত্রের।