West Bengal News Live : সল্টলেকের গেস্টহাউসে যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ১

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 04 Nov 2022 11:23 PM
WB News Live : সল্টলেকের গেস্টহাউসে যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ১

সল্টলেকের গেস্টহাউসে যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ তরুণীর অন্য বয়ফ্রেন্ড অরিজিৎ পাত্রকে গ্রেফতার করল পুলিশ। ধৃত অরিজিৎ পাত্র কোন্নগরের বাসিন্দা। রাত ১২ সময় এসি ব্লকের গেস্ট হাউসে আসে অরিজিৎ: পুলিশ। 

WB Live Updates: গরুপাচার মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিআইডি

গরুপাচার মামলায় মুর্শিদাবাদের জঙ্গিপুর ACJM আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিআইডি। সূত্রের খবর, চার্জশিটে নাম রয়েছে গরুপাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হকের তিন ভাগ্নের নাম। পাচারের টাকা কীভাবে ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে, সেই প্রসঙ্গও রয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থার জমা দেওয়া চার্জশিটে।

WB Live Updates: রাজ্য বিজেপিতেই শারীরিক নির্যাতনের অভিযোগ, জে পি নাড্ডাকে চিঠি

এবার রাজ্য বিজেপিতেই শারীরিক নির্যাতনের অভিযোগ। বিজেপির লিগ্যাল সেলের ইনচার্জের বিরুদ্ধে অভিযোগ আইটি সেলের কর্মীর। বালিগঞ্জ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ। সিকিম ঘুরতে গিয়ে আইটি সেলের কর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগ। ‘কোনওক্রমে পালিয়ে নিজেকে রক্ষা’, অভিযোগ বিজেপির আইটি সেলের কর্মীর। পোস্তা থানায় অভিযোগ দায়ের বিজেপির আইটি সেলের কর্মীর। জে পি নাড্ডাকে ই-মেল করে অভিযোগ দায়ের। 

WB Live Updates: মৌলালিতে টাকা লুঠের অভিযোগে ফের গ্রেফতার কনস্টেবলকে

একবালপুরের পর, মৌলালি। টাকা লুঠের অভিযোগে ফের গ্রেফতার করা হল এক কনস্টেবলকে। তালতলায় ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় গ্রেফতার হলেন স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল।

WB Live Updates: কুণাল ঘোষের মানহানি মামলায় হাজিরা দিতে হবে না শুভেন্দুকে

কুণাল ঘোষের দায়ের করা মানহানির মামলায় আগামীকাল নিম্ন আদালতে হাজিরা দিতে হবে না শুভেন্দু অধিকারীকে। নিম্ন আদালতের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বিরোধী দলনেতার বিরুদ্ধে ১০০টি মামলা দায়ের হলে ১০০টি আদালতেই কি হাজিরা দিতে হবে?, প্রশ্ন বিচারপতির। 

WB News Live : জেলা প্রাইমারি কাউন্সিল থেকে সরানো হল তৃণমূল বিধায়ককে

জেলা প্রাইমারি কাউন্সিল থেকে সরানো হল তৃণমূল বিধায়ককে। নদিয়ার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ছিলেন করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। বিধায়ককে সরিয়ে জেলা শাসককে প্রাইমারি কাউন্সিলের দায়িত্ব দিল সরকার। 

WB Live Upodates: খাস কলকাতার আমর্হার্স্ট স্ট্রিট থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

এবার খাস কলকাতার আমর্হার্স্ট স্ট্রিট থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড সেভেন এম এম পিস্তলের কার্তুজ। অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ।

WB News Live : আসানসোলে বিজেপির অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার

আসানসোলে বিজেপির অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার। ওভারলোডেড ট্রাক চলাচল বন্ধের দাবিতে চিত্রা মোড়ের কাছে অবস্থান বিক্ষোভ অগ্নিমিত্রা পাল সহ বিজেপি নেতৃত্বের। পরে পুলিশ গিয়ে বিক্ষোভ তুলতে গেলে ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

WB Live Upodates: ডিএ মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

ডিএ মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য। ৩ মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। পুনর্বিবেচনার সেই আর্জিও খারিজ করে দেন বিচারপতি হরিশ ট্যান্ডন।
তারপরই আজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার।

WB News Live :  ‘উত্তরবঙ্গ আলাদা রাজ্য হওয়া সময়ের অপেক্ষা’, নিশীথের সঙ্গে বৈঠকের পর দাবি অনন্ত রায়ের

 ‘উত্তরবঙ্গ আলাদা রাজ্য হওয়া সময়ের অপেক্ষা’, কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে বৈঠকের পর দাবি অনন্ত রায়ের। দিনহাটার ভেটাগুড়িতে প্রায় ৪৫ মিনিট বৈঠক হয় দু’জনের। ‘সৌজন্য সাক্ষাৎ-এর পর মন্তব্য নিশীথ প্রমাণিকের। ভাইফোঁটার দিন গ্রেটার কোচবিহার নেতাকে উপহার পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

WB Live Upodates: লক্ষাধিক অনুত্তীর্ণ চাকরিপ্রার্থীকে ২০২২-এর নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের নির্দেশ

শুধুমাত্র ২১ জন মামলাকারী নয়, ২০১৪ এবং ২০১৭-র লক্ষাধিক অনুত্তীর্ণ চাকরিপ্রার্থীকে ২০২২ এর নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।

WB News Live : চাকরি বাতিল হওয়া ২৬২ জনের নাম আদালতে জমা দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

চাকরি বাতিল হওয়া ২৬৯ জনের মধ্যে ২৬২ জনের নামের তালিকা। ২৬২ জনের নামের তালিকা আদালতে জমা দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সন্দীপ মুখোপাধ্যায় আদালতের নির্দেশে আগেই চাকরি পেয়েছেন। ফলে চাকরি বাতিল হওয়া ব্যক্তির সংখ্যা বর্তমানে ২৬৮। 

WB Weather Update : গান্দী মূর্তির নীচে অবস্থান

SLST নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে মেয়ো রোডে গান্দী মূর্তির নীচে অবস্থান আন্দোলন চালাচ্ছেন। আজ তাঁদের অবস্থান ৬০০ দিনে পড়ল। চাকরিপ্রার্থীদের সঙ্গে একাধিকবার প্রশাসনের বৈঠক হলেও সমাধানসূত্র মেলেনি।  

WB Dengue Update : তালতলায় ডাকাতির ঘটনায় গ্রেফতার হলেন SB-র এক কনস্টেবল

তালতলায় ডাকাতির ঘটনায় গ্রেফতার হলেন SB-র এক কনস্টেবল। ধৃতের নাম রণবীর সিংহ। পুলিশ সূত্রে খবর, ওই ঘটনায় আগে যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের জেরা করে ও তদন্তে ওই পুলিশ কর্মীর নাম উঠে আসে। এরপরই গতকাল বেন্টিঙ্ক স্ট্রিট থেকে অভিযুক্ত পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি সল্টলেকে কর্মরত ছিলেন। 

WB Weather Update :আমর্হার্স্ট স্ট্রিট থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল

খাস কলকাতার আমর্হার্স্ট স্ট্রিট থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্র সহ নিউ আলিপুরের বাসিন্দা, অভিযুক্ত জয় চৌধুরীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রে খবর, আজ সকালে আমর্হার্স্ট স্ট্রিট থানা এলাকার এপিসি রোড থেকে আগ্নেয়াস্ত্র সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড সেভেন এম এম পিস্তলের কার্তুজ।   

WB Dengue Update : ডেঙ্গি সংক্রমিত হয়ে বেলেঘাটা আইডি-র প্রশাসনিক কর্তার মৃত্যু

 রাজ্যে উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি। ডেঙ্গি সংক্রমিত হয়ে বেলেঘাটা আইডি-র প্রশাসনিক কর্তার মৃত্যু।ভর্তি হয়েছিলেন গত পয়লা নভেম্বর। প্লেটলেট নেমে এসেছিল ১৬ হাজারে।

WB Weather Update : নভেম্বরের প্রথম সপ্তাহে ফের পারদ নামল কুড়ির ঘরে

নভেম্বরের প্রথম সপ্তাহে ফের পারদ নামল কুড়ির ঘরে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। জেলায় জেলায় শীতের আমেজ।  

WB News Live : জলপাইগুড়িতে চুরি করে গৃহস্থ্যের বাড়িতে চিঠি পাঠাল চোর

চুরি করে গৃহস্থ্যের বাড়িতে চিঠি পাঠাল চোর! চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরে। সম্প্রতি সেখানে ৩টি বাড়িতে চুরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, এক শিক্ষকের বাড়িতে চুরির পর চিঠি পাঠিয়ে বলা হয়, গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী ফেরত পেতে হলে, লক্ষাধিক টাকা দিতে হবে। পরে টাকার অঙ্ক কমিয়ে ফের চিঠি আসে। পুলিশ সূত্রে খবর, এইভাবে চিঠি দিতে এসে গ্রেফতার হয় এক টোটোচালক।

WB News Live : জলপাইগুড়িতে চুরি করে গৃহস্থ্যের বাড়িতে চিঠি পাঠাল চোর

চুরি করে গৃহস্থ্যের বাড়িতে চিঠি পাঠাল চোর! চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরে। সম্প্রতি সেখানে ৩টি বাড়িতে চুরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, এক শিক্ষকের বাড়িতে চুরির পর চিঠি পাঠিয়ে বলা হয়, গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী ফেরত পেতে হলে, লক্ষাধিক টাকা দিতে হবে। পরে টাকার অঙ্ক কমিয়ে ফের চিঠি আসে। পুলিশ সূত্রে খবর, এইভাবে চিঠি দিতে এসে গ্রেফতার হয় এক টোটোচালক।

TET ২০১৪ এবং ২০১৭-র লক্ষাধিক অনুত্তীর্ণ চাকরিপ্রার্থীকে ২০২২ এর নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার নির্দেশ

শুধুমাত্র ২১ জন মামলাকারী নয়, ২০১৪ এবং ২০১৭-র লক্ষাধিক অনুত্তীর্ণ চাকরিপ্রার্থীকে ২০২২ এর নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। সংরক্ষিত বিভাগের চাকরিপ্রার্থীদের জন্যই প্রযোজ্য হবে এই নির্দেশ। ২০১৪ এবং ২০১৭-র টেটের যে চাকরিপ্রার্থীরা পরীক্ষায় ৮২ পেয়েছেন, তাঁরা সবাই অংশগ্রহণ করতে পারবেন ২০২২-এর নিয়োগ প্রক্রিয়ায়। 

WB News Live : বারাসাত কলেজের এক প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে মারধরের অভিযোগ

বারাসাত কলেজের এক প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে মারধরের অভিযোগ উঠল টিএমসিপির একদল সদস্যের বিরুদ্ধে। ভাইফোঁটার দিন রাতে ওই ঘটনা ঘটেছে। অভিযোগ, ওই রাতে ইউনিয়ন রুমে মদ্যপানের আসর বসেছিল, তা দেখে ফেলায় প্রাক্তন ছাত্রনেতাকে মারধর করা হয়।

WB News Live : খড়গপুরে মহিলাকে গণধর্ষণের অভিযোগ তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূলের এক কাউন্সিলর ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। ঘটনা ঘটেছে গত জুলাইয়ে। সেপ্টেম্বরে আদালতে অভিযোগ জানানোর পর এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু ওই কাউন্সিলর সহ ২ অভিযুক্ত এখনও অধরা। 

WB News Live : দিল্লিতে ইডির সদর দফতরে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ

আজ ফের দিল্লিতে ইডির সদর দফতরে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ শুরু হল। এই নিয়ে তিনদিন ইডির দফতরে হাজিরা অনুব্রত কন্যার। প্রথমদিন তাঁকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। দ্বিতীয়দিন করা হয় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ।

WB News Live : SLST নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের আন্দোলন ৬০০ দিনে

SLST নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে মেয়ো রোডে গাঁধী মূর্তির নীচে অবস্থান আন্দোলন চালাচ্ছেন। আজ তাঁদের অবস্থান ৬০০ দিনে পড়ল।চাকরিপ্রার্থীদের সঙ্গে একাধিকবার প্রশাসনের বৈঠক হলেও সমাধানসূত্র মেলেনি।  

WB News Live : সল্টলেকের গেস্টহাউসে যুবকের রহস্যমৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ কাদের বিরুদ্ধে?

সল্টলেকের গেস্টহাউসে যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় মৃতের সঙ্গী তরুণী অনুশীলা চৌধুরী, তাঁর দাদা নির্ঝর চৌধুরী ও আরেক বয়ফ্রেন্ড অরিজিত্‍ পাত্রের  বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

WB News Live : মোবাইল ফোনের টাওয়ার বসানোর নামে প্রতারণা, দমদম ক্যান্টনমেন্ট থেকে ১৭ জন গ্রেফতার

ফের প্রতারণা চক্রের পর্দাফাঁস। ভুয়ো কল সেন্টার খুলে মোবাইল ফোনের টাওয়ার বসানোর নামে প্রতারণার অভিযোগে দমদম ক্যান্টনমেন্ট থেকে ১৭ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ৪ জন মহিলা। গতকাল একযোগে অভিযান চালায় ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও দমদম থানার পুলিশ।  

WB News Live : বোলপুরে লটারির দোকানে গেলেন সিবিআই অফিসাররা

অনুব্রত মণ্ডলের লটারি পাওয়ার তদন্তে আজ বীরভূমের বোলপুরে লটারির দোকানে গেলেন সিবিআই অফিসাররা। তাঁরা কিছুক্ষণ দোকানের কর্মীদের সঙ্গে কথা বলেন। সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের লটারির পুরস্কার সংক্রান্ত নথি চাওয়া হয়। দোকানের কর্মীরা জানান, দেখে বলতে হবে। এরপরই দোকানের কর্মীদের নথি নিয়ে আজ বোলপুরের ক্যাম্প অফিসে আসতে বলে সিবিআই। ২০২১ সালে অনুব্রত লটারি জিতে ১ কোটি টাকা পেয়েছিলেন।  

West Bengal Weather Update : প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে মারধরের অভিযোগ উঠল টিএমসিপির একদল সদস্যের বিরুদ্ধে

বারাসাত কলেজের এক প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে মারধরের অভিযোগ উঠল টিএমসিপির একদল সদস্যের বিরুদ্ধে। ভাইফোঁটার দিন রাতে ওই ঘটনা ঘটেছে। অভিযোগ, ওই রাতে ইউনিয়ন রুমে মদ্যপানের আসর বসেছিল, তা দেখে ফেলায় প্রাক্তন ছাত্রনেতাকে মারধর করা হয়। বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আক্রান্ত ছাত্রনেতা সোশাল মিডিয়ায় ঘটনার কথা জানানোর পর তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্তদের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। তবে বারাসাত টাউন যুব তৃণমূল সভাপতি জানিয়েছেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের সঙ্গে তিনি কথা বলবেন। তাঁদের পরামর্শ দেবেন। 

WB News Live : এসএলএসটি নবম থেকে দ্বাদশের নিয়োগের দাবিতে অবস্থান আন্দোলন ৬০০ দিনে

এসএলএসটি নবম থেকে দ্বাদশের নিয়োগের দাবিতে অবস্থান আন্দোলন ৬০০ দিনে পড়ল । মেয়ো রোডে গাঁধীমূর্তির নীচে অবস্থান আন্দোলন চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা । চাকরিপ্রার্থীদের সঙ্গে একাধিকবার প্রশাসনের বৈঠক হলেও সমাধানসূত্র মেলেনি। 

WB News Live : মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূলের এক কাউন্সিলর ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূলের এক কাউন্সিলর ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। ঘটনা ঘটেছে গত জুলাইয়ে। থানায় অভিযোগ দায়েরের পর এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু ওই কাউন্সিলর সহ ২ অভিযুক্ত এখনও অধরা। তাঁদের গ্রেফতারের দাবিতে ওই মহিলা, পুলিশ সুপার ও এসডিপিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। যদিও অভিযুক্ত কাউন্সিলর অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁকে মিথ্যে অভিযোগে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। খড়গপুর টাউন থানা সূত্রে দাবি, ধর্ষণের সত্যতা এখনও তদন্তে মেলেনি।  

ED : ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ মিলিয়ে ১২টি জায়গায় তল্লাশি ED র

সেনার জমি জবরদখলের অভিযোগে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ মিলিয়ে ১২টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, তল্লাশি চলছে কলকাতার এক ব্যবসায়ী অমিত আগরওয়ালের বাড়ি ও অফিসে।

WB ED Raid News Live : সেনার জমি জবরদখলের অভিযোগে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের ১২টি জায়গায় তল্লাশি ইডি-র

সেনার জমি জবরদখলের অভিযোগে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের ১২টি জায়গায় তল্লাশি ইডি-র। ভোর থেকে কলকাতায় ফের অভিযানে নামল ইডি। সল্টলেকের ২ জায়গায় তল্লাশি অভিযান। তল্লাশি চলছে সল্টলেকের ২ ব্যবসায়ীর বাড়িতে। কলকাতায় মোট ৪টি টিম তল্লাশি অভিযানে বেরিয়েছে, খবর ইডি সূত্রে। 

WB News Live : কলকাতায় ফের তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

সকাল থেকে কলকাতায় ফের তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেকের ২ জায়গায় ২ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চলছে।  ইডি সূত্রে খবর, তাদের ৪টি টিম শহরে তল্লাশি অভিযানে বেরিয়েছে। ২টি টিম গেছে সল্টলেকে। বাকি ২টি টিমের গন্তব্য কলকাতার ২টি জায়গা।  

WB কলকাতায় ফের তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

সকাল থেকে কলকাতায় ফের তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেকের ২ জায়গায় ২ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চলছে।  ইডি সূত্রে খবর, তাদের ৪টি টিম শহরে তল্লাশি অভিযানে বেরিয়েছে। ২টি টিম গেছে সল্টলেকে। বাকি ২টি টিমের গন্তব্য কলকাতার ২টি জায়গা।  

TET Recruitment News Live : ২০১৪ এবং ২০১৭-র লক্ষাধিক অনুত্তীর্ণ চাকরিপ্রার্থীকে ২০২২ এর নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার নির্দেশ

শুধুমাত্র ২১ জন মামলাকারী নয়, ২০১৪ এবং ২০১৭-র লক্ষাধিক অনুত্তীর্ণ চাকরিপ্রার্থীকে ২০২২ এর নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। সংরক্ষিত বিভাগের চাকরিপ্রার্থীদের জন্যই প্রযোজ্য হবে এই নির্দেশ। ২০১৪ এবং ২০১৭-র টেটের যে চাকরিপ্রার্থীরা পরীক্ষায় ৮২ পেয়েছেন, তাঁরা সবাই অংশগ্রহণ করতে পারবেন ২০২২-এর নিয়োগ প্রক্রিয়ায়। 

West Bengal Weather Update : শীতের প্রাক্কালে, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা! শীতের প্রাক্কালে, বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলোতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে, আগামী কয়েকদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমের উঁচু এলাকায়।

West Bengal News Live : জগদ্ধাত্রী পুজো শেষ, বিসর্জনে জমজমাট চন্দননগর, কৃষ্ণনগর

জগদ্ধাত্রী পুজো শেষ। বিসর্জনে জমজমাট চন্দননগর, কৃষ্ণনগর। আলোর রোশনাইয়ের সঙ্গে দেবী প্রতিমা নিয়ে শোভাযাত্রা।

প্রেক্ষাপট


  • আজকের শিরোনাম 

  • উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর উস্কানিতেই হামলার অভিযোগ বিজেপির। ইট ছুড়লে ফুল নয়, হুঁশিয়ারি নিশীথের। বিজেপির অন্তর্দ্বন্দ্ব, পাল্টা উদয়ন। 

  • আসল অপরাধী কে, সবাই জানে। জীবদ্দশায় ধরা পড়বে বলে মনে হয় না। শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত নিয়ে হতাশ খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়!

  • ছাত্র ভর্তির ২১ কোটি নিয়ে একদিনেই মানিক-ঘনিষ্ঠ তাপসের সুর বদল। মানিক নয়, বোর্ডকে টাকা দেওয়ার দাবি।

  • কর্মশিক্ষা, শারীরশিক্ষায় ওয়েটিং লিস্টে সবার চাকরি। উচ্চ প্রাথমিকে শূন্য পদের তালিকা প্রকাশ করল এসএসসি। ১৪০৪জনের নিয়োগের সিদ্ধান্ত।

  • কোন জাদুকাঠিতে এত সম্পত্তি? ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর দিল্লিতে আজ ফের কেষ্ট-কন্যাকে ইডির তলব। নোটিস ঘনিষ্ঠ ব্যবসায়ী-সিএকেও। 

  • গরুপাচার মামলায় ফের সিবিআই-নজরে কেষ্ট-ঘনিষ্ঠ কেরিম। অন্যদের সঙ্গে বয়ান মেলাতে বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ।

  •  কয়লাপাচারের তদন্তে তৎপর ইডি। তৃণমূলের পুরুলিয়া জেলা সভাধিপতিকে ১৪ নভেম্বর দিল্লিতে তলব। রাজনৈতিক ষড়যন্ত্র, দাবি তৃণমূল নেতার।

  • ডেঙ্গি-তথ্য গোপনের অভিযোগে বিজেপির পুরসভা অভিযানে ধুন্ধুমার। ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।

  • বিজেপির পুরসভা অভিযানে তুলকালাম। একাধিক নেতাকর্মী আটক। তথ্য গোপনের অভিযোগ খারিজ মেয়রের। মানুষকে সচেতন হওয়ার বার্তা।

  • শিক্ষার পর খাদ্য দফতর। নিয়োগে দুর্নীতির অভিযোগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। পিএসসির তালিকা পেলে নিয়োগ, দাবি মন্ত্রীর।

  • চাকরির নামে কুপ্রস্তাব। অডিও ভাইরাল হতেই অপসারিত তৃণমূলের পূর্ব বর্ধমানের দাঁইহাট পুরসভার চেয়ারম্যান। বিতর্কের মুখে চক্রান্তের সাফাই।

  • মৌলালির পরে এবার একবালপুর। ব্যবসায়ীর কর্মীকে অপহরণ করে ১৮ লক্ষ টাকা লুঠের চেষ্টার ছক বানচাল। ৩ পুলিশকর্মী-সহ ৬জন গ্রেফতার।

  • খড়গপুর আইআইটিতে অসমের ছাত্রের রহস্যমৃত্যু। সিআইডি কিংবা সিট চায় পরিবার। এসপির রিপোর্ট কেস ডায়েরি পেশের নির্দেশ হাইকোর্টের।

  • সল্টলেকের গেস্ট হাউসে যুবকের অস্বাভাবিক মৃত্যু। গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার। সংজ্ঞাহীন অবস্থায় মিলল বান্ধবী।

  • সেতু-বিপর্যয়ের ৫ দিনের মাথায় গুজরাতে ভোটের দিন ঘোষণা। ১ ও ৫ ডিসেম্বরে ২ দফায় ভোট। ৮ ডিসেম্বর হিমাচলের সঙ্গেই ফল ঘোষণা।

  • চেন্নাই সফরে মুখ্যমন্ত্রী। রাজ্যপালের দাদার ৮০ বছরের জন্মদিনে চাঁদের হাট। চান্ডা বাজালেন মমতা।

  •                                                                                  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.