কলকাতা: আর জি কর-কাণ্ডে প্রতিবাদী শিল্পীদের তৃণমূলের একাংশের বয়কটের ডাকের পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ে দিল সিপিএম। এর জবাব দিয়েছে তৃণমূল। অন্যদিকে, গতকাল প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে, বয়কট নিয়ে সমালোচনায় সরব হন শিল্পীদের একাংশ।
স্বতঃসফূর্ত নাগরিক আন্দোলনের নজিরবিহীন চেহারা দেখেছে গোটা দেশ। সাধারণ মানুষের সঙ্গে আন্দোলনে শরিক হয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রের শিল্পীরাও। যাঁরা প্রশাসনের ভূমিকা নিয়ে খোলাখুলি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। সম্প্রতি সেই প্রতিবাদীদের কার্যত বয়কটের ডাক দেয় তৃণমূল। যা নিয়ে এবার পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ে দিল সিপিএম। এপ্রসঙ্গে সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেন, "তৃণমূল চায় ওদের ভাতে মারতে। আমাদের এই চ্য়ালেঞ্জ গ্রহণ করতে হবে। যতদিন আমরা বেঁচে আছি, মানুষের জন্য় মুখ খোলা কোনও শিল্পীর থালায় ভাতের অভাব হবে না।''
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবং বিচারের দাবিতে সরব শিল্পীদের একাংশকে সম্প্রতি বয়কটের ডাক দেন কুণাল ঘোষ। এনিয়ে সোশাল মিডিয়ায় খোলাখুলি পোস্ট করেন তিনি। কুণাল ঘোষের এই বার্তার পরেই একাধিক তৃণমূল নেতার আয়োজিত অনুষ্ঠানে বদলে যায় শিল্পীর মুখ। কিন্তু, কুণাল ঘোষের এই মন্তব্যকে কার্যত পত্রপাঠ খারিজ করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, " পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি তো বলেছি ১৪ অগাস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাতদখলের ডাক দিয়েছিলেন কেউ সমর্থন করুক বা না করুক আমি তাদের সাধুবাদ জানিয়েছি। কারও ভাল লাগতে পারে, কারও না লাগতে পারে। এটাই বাংলার সঙ্গে উত্তরপ্রদেশের পার্থক্য।''
তাৎপর্যপূর্ণ বিষয় হল, খোদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের এই মন্তব্য়ের পরও, নিজের অবস্থানে অনড় থেকে কার্যত চ্য়ালেঞ্জ ছুড়ে দেন কুণাল ঘোষ। তিনি বলেন, " যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা ফেজটায় আর জি করের সময়টায়, যেহেতু সেই সময়টায় তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা-চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেব এর ডিফারেন্সটা কী।'' কুণালের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ও।
এই প্রেক্ষাপটে, এবার শিল্পীদের বয়কট ইস্য়ুতে, তৃণমূলকে পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ে দিল সিপিএম। শতরূপ ঘোষের কথায়, "আসুন আমরা সবাই মিলে ওদের এই চ্য়ালেঞ্জকে আমরা গ্রহণ করি। সবার কাছে আবেদন করছি, যে শিল্পীরা সমাজের জন্য় রাস্তায় নেমেছিলেন, তাঁদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্বও সমাজকে নিতে হবে।যে সংগঠনগুলোতে এই আন্দোলনের প্রতি সহানুভূতিশীল মানুষজন রয়েছেন, সবার কাছে আমরা এই বার্তা দিতে চাই, যে শিল্পীদের এরা বয়কট করবে বলছে, আরও বেশি করে সেই শিল্পীদের সেই মঞ্চে জায়গা করে দেওয়া হোক।''
আরও পড়ুন: Maipith Tiger Fear: কাটল না একটা দিন, ভয়ে কাঁটা বাসিন্দারা; ফের বাঘের আতঙ্ক মৈপীঠে