West Bengal News Live: উদ্বেগ বাড়াচ্ছে করোনা, রাজ্যে দৈনিক সংক্রমণ ৩ হাজারের দোরগোড়ায়
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
টেলিফোনে SSKM-এর চিকিত্সকদের পরামর্শে নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে চিকিত্সা। প্রাণ বাঁচল ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়া এক রোগীর। স্বাস্থ্য দফতর জানাচ্ছে, ভবিষ্যতে হাসপাতালের পাশাপাশি, স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও এই পরিষেবা চালুর পরিকল্পা রয়েছে।
জেলা সভাপতির নির্দেশের পরেই তৃণমূল কর্মীদের নিয়ে পার্থেনিয়াম গাছ কেটে সাফ করার উদ্যোগ নিলেন বোলপুর পুরসভার ভাইস চেয়ারম্যান। ক্ষতিকর গাছের জন্য হচ্ছে হাঁপানি, দাবি অনুব্রত মণ্ডলের। সিবিআই ডাকছে বলে হাঁপানি, কটাক্ষ বিজেপির।
দুর্গাপুরের জল দফতরে জমা পড়া ২৭ লক্ষ টাকা ‘উধাও’! দেড় বছর ধরে জমা পড়া ২৭ লক্ষ টাকার হদিশ নেই অ্যাকাউন্টে! ‘অন্য দফতরের এক কর্মী জল দফতরে এসে দেখতে পারেন গরমিল’, অভিযোগ পেয়েই পুরসভার এক স্থায়ী ও অস্থায়ী কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ। তছরুপের অভিযোগে পুরসভার ১ অস্থায়ী কর্মী-সহ ২জন সাসপেন্ড । ২৭ লক্ষ টাকা তছরুপের অভিযোগ স্বীকার পুরসভার ডেপুটি মেয়রের।
এনআরএস হাসপাতালে বিরল অস্ত্রোপচার। জুড়ে থাকা লিভারের অংশ কেটে পৃথক করা হল যমজ শিশুকে। তিনঘণ্টা ধরে চলে জটিল অপারেশন। চিকিত্সকরা জানিয়েছেন, দুজনেই সুস্থ রয়েছে।
বাড়ির ফ্রিজে খাবারের সঙ্গে মজুত সরকারি ব্লাড ব্যাঙ্কের পাউচ পাউচ রক্ত আর প্লাজমা! মারাত্মক অভিযোগ পাতিপুকুরের ভাড়াবাড়িতে। ভুয়ো নথি দেখিয়ে ব্লাড ব্যাঙ্ক থেকে প্লাজমা ও রক্ত নিয়ে, মোটা টাকায় বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মানিকতলা থানার পুলিশ।
মূল্যবৃদ্ধির আগুনের মধ্যেই বাড়ছে হাসপাতালের খরচ, চড়া হারে স্বাস্থ্য বিমা, হাসপাতালে গুণতে হবে ১৮% জিএসটি! হাসপাতালে স্বাস্থ্য বিমার উপরে গুণতে হবে ১৮% জিএসটি! আইসিইউ বাদে ৫ হাজার টাকার বেশি বেডের উপরে ৫% জিএসটি!
এনআরএসে বিরল জটিল অস্ত্রোপচারে সাফল্য। হাসপাতাল সূত্রে খবর, উত্তর দিনাজপুর থেকে আসা দুই যমজের জন্ম থেকেই শরীর জুড়ে ছিল। আজ এনআরএসে ১৮ দিনের দুই শিশুর শরীরে অস্ত্রোপচার করা হয়। তিনঘণ্টার অস্ত্রোপচারের পর আলাদা হয় লিভার। দুই শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে এনআরএস হাসপাতাল সূত্রে খবর।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত এবার ৩ হাজার ছুঁইছুঁই! রাজ্যে একদিনে করোনায় ২ হাজার ৮৮৯জন সংক্রমিত। দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা, তারপরেই উঃ ২৪ পরগনা। কলকাতায় একদিনে করোনায় ৮৩৪জন আক্রান্ত। উঃ ২৪ পরগনায় একদিনে করোনায় ৮১৯জন আক্রান্ত
বাড়ি ফেরার পথে ট্রেনে তথ্যপ্রযুক্তি কর্মীর শ্লীলতাহানির অভিযোগ। নাইট শিফটের পর ভোরবেলা বাড়ি ফেরার পথে শ্লীলতাহানির অভিযোগ। সেক্টর ফাইভ থেকে উল্টোডাঙা থেকে ব্যারাকপুরগামী ট্রেনে ওঠেন তরুণী। উল্টোডাঙা ও দমদম স্টেশনের মাঝে ট্রেনটি দাঁড়ানোর সময় উঠে আসে অভিযুক্ত।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান অনুষ্ঠানেও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর। ‘১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, ৬ মাস ধরে টাকা দিচ্ছেন না কেন্দ্র’, বাংলাকে আর্থিক ভাবে অবরুদ্ধ করা হচ্ছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর। আগে কেন্দ্রকে হিসেব দিন, পাল্টা বিজেপি।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান অনুষ্ঠানেও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর। ‘১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, ৬ মাস ধরে টাকা দিচ্ছেন না কেন্দ্র’, বাংলাকে আর্থিক ভাবে অবরুদ্ধ করা হচ্ছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর। আগে কেন্দ্রকে হিসেব দিন, পাল্টা বিজেপি।
দত্তপুকুরের কালিয়ানই দক্ষিণপাড়া গ্রামে প্রচুর বোমা । বাঁশবাগানের ভিতর মাটি খুঁড়ে উদ্ধার ড্রামভর্তি বোমা। বোমার হদিশ পেয়ে পুলিশকে খবর গ্রামবাসীদের। এলাকা ঘিরে রেখে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর পুলিশের।
মুখ্যমন্ত্রী সম্পর্কে দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য, নালিশ জানাতে রাজ্যপালের দ্বারস্থ তৃণমূল। ব্রাত্য বসুর নেতৃত্বে রাজভবনে তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধিদল।
টেটে নিয়োগে দুর্নীতির তদন্তে একযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস এবং অপসারিত সভাপতির বাড়িতে সিবিআই। সকাল ১১টা থেকে সাড়ে ৪ ঘণ্টা ধরে তল্লাশি। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু নথি নিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা। চাবি তৈরি করে ৪তলার ২টি আলমারি খোলা হয় বলে দাবি চাবিওয়ালার।
নিয়োগ দুর্নীতি মামলায় বাগদার চন্দন মণ্ডলের বাড়িতে সিবিআই। বাগদার মামাভাগিনা এলাকায় চন্দন মণ্ডলের বাড়িতে সিবিআইয়ের প্রতিনিধি দল।রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের বর্ণিত ‘রঞ্জন’-এর বাড়িতে সিবিআই।
ক্যানিংয়ের জনবহুল এলাকায় ৩ তৃণমূল নেতাকে নৃশংস খুন, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। জনবহুল এলাকায় গুলি, এলোপাথাড়ি ভোজালির কোপ! ভোজালির কোপ গলায়, মাথা কেটে নিয়ে যাওয়ার চেষ্টা! ওই রাস্তা দিয়েই যাবেন ৩ জন, আগে থেকে খবর ছিল আততায়ীদের কাছে, সন্দেহ পুলিশের। রাস্তার ধারে সবজি খেতে চাষি সেজে অপেক্ষা করছিল আততায়ীরা, খবর পুলিশ সূত্রে।
কাঁথিতে শ্মশান কেলেঙ্কারির অভিযোগ, নাম জড়াল অধিকারী পরিবারের। চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী-সহ ৩ জনের নামে কাঁথি থানায় এফআইআর। কাঁথিতে বিদ্যুত্ চুল্লি বসানোর জমিতে দোকান বসিয়ে বহু টাকায় বিক্রির অভিযোগ।
প্রাথমিক টেট-মামলায় কলকাতাজুড়ে সিবিআইয়ের তল্লাশি অভিযান। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর যাদবপুরের দুটি বাড়িতে হানা দেন সিবিআই অফিসাররা। প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও তল্লাশি চালানো হয়। কলকাতার মোট ৬টি জায়গায় অভিযান চলছে। দলে রয়েছেন ৫০-৬০ জন সিবিআই অফিসার।
ক্যানিংয়ে ৩ নেতার খুনের ঘটনায় নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন খোদ শাসকদলের বিধায়ক পরেশরাম দাস। খুনের নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলেও দাবি করেছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক। বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। উদয়পুরকাণ্ডের প্রসঙ্গ টেনে দাবি কুণাল ঘোষের। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন, দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
এসএসসি-তে নিয়োগ দুর্নীতির অভিযোগে রামলীলা পার্কে বিক্ষোভ। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি।
এনআরএসে বিরল জটিল অস্ত্রোপচারে সাফল্য। হাসপাতাল সূত্রে খবর, উত্তর দিনাজপুর থেকে আসা দুই যমজের জন্ম থেকেই শরীর জুড়ে ছিল। আজ এনআরএসে ১৮ দিনের দুই শিশুর শরীরে অস্ত্রোপচার করা হয়। তিনঘণ্টার অস্ত্রোপচারের পর আলাদা হয় লিভার। দুই শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে এনআরএস হাসপাতাল সূত্রে খবর।
দত্তপুকুরের কালিয়ানই দক্ষিণপাড়া গ্রামে প্রচুর বোমা। বাঁশবাগানের ভিতর মাটি খুঁড়ে রাথা হয়েছে ড্রামভর্তি বোমা। বোমার হদিশ পেয়ে পুলিশকে খবর গ্রামবাসীদের। এলাকা ঘিরে রেখে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর পুলিশের।
চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ ঘিরে হুগলির গুড়াপে নার্সিংহোম ভাঙচুর। পরিবার সূত্রে খবর, গতকাল অস্ত্রোপচার করে কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর আজ সকালে প্রসূতির মৃত্যু হয়। এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমে তাণ্ডব চালায় মৃতের আত্মীয়রা।
প্রাথমিক টেট-দুর্নীতি মামলায় শহর জুড়ে সিবিআইয়ের তল্লাশি অভিযান। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর বাড়িতে সিবিআই। যাদবপুরে মানিক ভট্টাচার্যর দুটি বাড়িতে সিবিআই হানা।
হাওড়ার আবাদা স্টেশনে ট্রেনের কাপলার খুলে বিপত্তি। সকাল ৮টা ৪৮ মিনিটে এই ঘটনা ঘটে। হাওড়াগামী ডাউন উলুবেড়িয়া লোকাল আবাদা স্টেশন ছেড়ে বেরোনোর পর মাঝের দুটি বগির কাপলার খুলে যায়। যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করায় ট্রেন দাঁড়িয়ে পড়ে। পরে বাগনান লোকালে ওঠানো হয় ওই যাত্রীদের। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
‘পঞ্চায়েত ভোটে রক্তের বদলে ঝরবে রক্ত। একজন বিজেপি কর্মীর রক্ত ঝরলে, তৃণমূলেরও ঝরবে। আমাদের মাথা ফাটলে, ওদেরও ফাটবে।’ তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডলের।
ক্যানিং থানা এলাকার গোপালপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্যকে গুলি করে কুপিয়ে খুন। তৃণমূল পঞ্চায়েত সদস্যর নাম স্বপন মাঝি। পালাবার সময় ২ সঙ্গীকে গুলি করে খুন। বাজার থেকে ফেরার সময় জনবহুল এলাকায় হামলা।
করোনা আবহের মধ্যে যখন আতঙ্ক বাড়াচ্ছে নাইরোবি ফ্লাই, তখন শহরে ফের স্ক্রাব টাইপাসের হানা! পরিস্থিতি মোকাবিলায় তত্পর স্বাস্থ্য দফতর। রাজ্যের ৪৪টি ল্যাবে পাঠানো হচ্ছে বিশেষ কিট।
পাহাড় ছাড়িয়ে যে কোনও সময় সমতলেও প্রকোপ দেখা দিতে পারে নাইরোবি ফ্লাইয়ের। অনুমান পতঙ্গবিদদের। সতর্ক থাকার পাশাপাশি, রাতে মশারি টাঙানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
মা কালীকে নিয়ে, মহুয়া মৈত্রর মন্তব্য ঘিরে, রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর গ্রেফতারি দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মহুয়া মৈত্রর মন্তব্যকে ব্যক্তিগত বলে দায় এড়িয়েছে তৃণমূল। তবে, মহুয়া বুধবারও স্পষ্ট করে দিয়েছেন, তিনি নিজের অবস্থানে অনড়।
বনগাঁয় ট্রাক চালককে অপহরণ করে পিটিয়ে খুনের অভিযোগ। পরিবারের দাবি, বছর বাহান্নর গৌর দত্ত সোনা পাচারে যুক্ত ছিলেন। সম্প্রতি পেট্রোপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে যান। সেখান থেকে সোনার বিস্কুট নিয়ে ফেরার সময়, বাংলাদেশ বর্ডার গার্ডের কাছে ধরা পড়ে গেলেও বাড়ি ফিরে আসেন। পরিবারের অভিযোগ, গতকাল কয়েকজন বাড়িতে এসে ওই ট্রাক চালককে তুলে নিয়ে যায়। রাতে গোপালনগরের সিমলে ফাঁড়ি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। পাচারের সঙ্গে খুনের কোনও যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
আলিপুরদুয়ারের কালচিনিতে বক্সার জঙ্গলের মধ্যে দুটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ। দুটি ট্রেলারেই আগুন ধরে যায়। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল রাত ৮টা নাগাদ পোড়ো বনবস্তি এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে প্রায় ৬ ঘণ্টা অবরুদ্ধ ছিল ৩১ নম্বর জাতীয় সড়ক। রাত পৌনে ২টো নাগাদ একদিকের লেন দিয়ে যান চলাচল শুরু হয়। পুলিশ সূত্রে খবর, ভুটান থেকে বাংলাদেশগামী পাথরবোঝাই ট্রেলারের চাকা ফেটে যাওয়ার পর, নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টোদিকের লেনে চলে আসায় গুয়াহাটিগামী আলুবোঝাই ট্রেলারের ধাক্কা লাগে। একটি ট্রেলারের চালক আহত হন।
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বাগদার চন্দনের পর এবার বনগাঁর চন্দনের বিরুদ্ধে এফআইআর। অভিযুক্ত সুকান্ত ওরফে গোপাল মাহাতো বনগাঁ হাইস্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ও ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী। তাঁর বিরুদ্ধে শিক্ষকের চাকরি দেওয়ার নামে ৬ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। চাকরি না হওয়ায়, টাকা ফেরত চাইলে, অভিযুক্ত প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ চাকরিপ্রার্থীর বাবার। যদিও এ নিয়ে অভিযুক্তের প্রতিক্রিয়া মেলেনি।
রাজ্যে ফের করোনার দৈনিক সংক্রমণ ২ হাজার পার! একদিনে মৃত্যু হল ৩ জনের! পরিস্থিতি নিয়ে জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন স্বাস্থ্যসচিব। কোভিড সংক্রমণ ও মৃত্যু বেড়েছে দেশেও। দ্বিতীয় ডোজ এবং বুস্টারের ব্যবধান কমিয়ে ৬ মাস করল কেন্দ্র।
শিক্ষক সঙ্কট মেটাতে বাঘমুণ্ডির একাধিক স্কুলে যোগ দিলেন নতুন নিয়োগপ্রাপ্তরা। কিন্তু প্রশ্ন উঠছে, প্রাইমারির শিক্ষক হয়ে, হাইস্কুলে পড়াতে অসুবিধা হবে না তো? অন্যদিকে শিক্ষকের সংকট মেটাতে মুর্শিদাবাদের স্কুলে বিক্ষোভ দেখাল SFI।
GTA নির্বাচনে জয়ের পর নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন অনীত থাপা। GTA-র শপথগ্রহণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে থাকার জন্য জানালেন আমন্ত্রণ। পাশাপাশি উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার বিজেপির দাবির কড়া সমালোচনা শোনা গেল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতির গলায়।
প্রেক্ষাপট
কালীঘাট (Kalighat) ছেড়ে হঠাৎ হাওড়ার ভোটার মুখ্যমন্ত্রীর (Chief Minister) ভাই বাবুন। প্রার্থী হবেন পুরভোটে? বাড়ছে জল্পনা।
নজর এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশ। বিবেক সহায়কে সরিয়ে নিরাপত্তার দায়িত্বে আইপিএস পীযূষ পাণ্ডে, সহযোগিতায় মনোজ বর্মা।
শিক্ষার পরে স্বাস্থ্যে নিয়োগেও দুর্নীতি? ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট চাইল হাইকোর্ট (High Court)। তদন্তে সহযোগিতা করব, জানাল কমিশন।
এবার বিধানসভার কর্মী নিয়োগেও দুর্নীতির অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikary)। ভিত্তিহীন, রাজভবনে নিয়োগ-দুর্নীতির খোঁজ নিন, পাল্টা তোপ স্পিকারের।
কালী নিয়ে এবার মহুয়ার মন্তব্যে তোলপাড়। দেশ জুড়ে একের পর এক বিজেপির এফআইআর। বউবাজার থানায় ডেপুটেশন। নিউমার্কেটে বিক্ষোভ।
মহুয়াকে গ্রেফতার, না হলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। যত পারুন এফআইআর করুন, দেখা হবে কোর্টে, চ্যালেঞ্জ তৃণমূল সাংসদের।
মা কালী নিয়ে মহুয়ার মন্তব্যে বিতর্ক। ব্যক্তিগত মত, অনুমোদন নেই দলের, জানিয়ে দিল তৃণমূল।
মমতা সম্পর্কে কুরুচিকর মন্তব্য, কাঁথি থানায় দিলীপের বিরুদ্ধে মামলা। তীব্র আক্রমণ অভিষেকের। বিভ্রান্তির জন্য শাসকদলই দায়ী, পাল্টা সুকান্ত।
বাংলায় ধ্বংস হচ্ছে গণতন্ত্র। কেন নীরব বিদ্বজ্জনেরা? শ্যামাপ্রসাদের জন্মদিনে তোপ ধনকড়ের। রাজ্যপালের পদই তুলে দেওয়া উচিত, পাল্টা সৌগত।
পিএসির প্রথম বৈঠকেই গরহাজির কৃষ্ণ কল্যাণী। ভাঙছে পরম্পরা, কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। অন্য দলে যোগের প্রমাণ নেই, পাল্টা অধ্যক্ষ।
রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ২ হাজার পার, ৩ জনের মৃত্যু! ফাইনাল ডোজ থেকে বুস্টারের ব্যবধান কমিয়ে ৬ মাস করল কেন্দ্র।
করোনার মধ্যেই এবার উদ্বেগ বাড়াচ্ছে নাইরোবি ফ্লাই। দার্জিলিঙের পর শিলিগুড়িতেও সংক্রমণ। কলকাতায় আতঙ্ক বাড়াচ্ছে স্ক্রাব টাইফাস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -