West Bengal News Live Updates: শিলিগুড়ি, মালদার পর এবার বীরভূমেও রাহুলের ন্যায় যাত্রায় 'বাধা'

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 01 Feb 2024 10:21 PM
West Bengal News LIVE Updates: শিলিগুড়ি, মালদার পর এবার বীরভূমেও রাহুলের ন্যায় যাত্রায় 'বাধা'

শিলিগুড়ি, মালদার পর এবার বীরভূমেও রাহুলের ন্যায় যাত্রায় 'বাধা'। শুক্রবার রাহুলের ‍র‍্যালিতে অনুমতি নয়, জানিয়ে দিল পুলিশ। 'কাল থেকে মাধ্যমিক, তাই রাহুলের ‍র‍্যালিতে অনুমতি নয়'। রাহুলের 'ন্যায় যাত্রা' নিয়ে জানিয়ে দিলেন বীরভূমের পুলিশ সুপার। 

WB News LIVE Updates: সুপার কাপ ট্রফি নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে গেলেন ইস্টবেঙ্গলের ক্লাব কর্তারা

একযুগ পর জাতীয় ট্রফি জয়। সুপার কাপ ট্রফি নিয়ে এবার মুখ্যমন্ত্রীর বাসভবনে গেলেন ইস্টবেঙ্গলের ক্লাব কর্তারা। দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।

West Bengal News LIVE Updates: আপাতত স্থিতিশীল রয়েছেন কবীর সুমন

অসুস্থ কবীর সুমন। নদিয়া থেকে ফিরেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী। 

WB News LIVE Updates: বাজেটের দিন রেল নিয়ে রাজ্যকে নিশানা রেলমন্ত্রীর

'ইউপিএ আমলে বাংলার রেলমন্ত্রী থাকলেও কম বরাদ্দ পেত রাজ্য। এ বছর রেলে বাংলার জন্য বরাদ্দ বেড়ে হয়েছে ১৩ হাজার ৮১০ কোটি টাকা। রাজ্য সরকার রেল প্রকল্প নিয়ে আগ্রহী নয়। উন্নয়নের ক্ষেত্রে রাজনীতির ঊর্ধ্বে উঠতে না পারলে কাজ করা মুশকিল', রাজ্য সরকারকে নিশানা রেলমন্ত্রীর। 

West Bengal News LIVE Updates: বাজেটের দিন রেল নিয়ে রাজ্যকে নিশানা রেলমন্ত্রীর

বাজেটের দিন রেল নিয়ে রাজ্যকে নিশানা রেলমন্ত্রীর। 'আমরা বাংলায় কোনও জমি পাই না। নন্দীগ্রাম ও বালুরঘাটের প্রকল্প নিয়ে রাজ্যকে বারবার চিঠি দেওয়া হয়েছে। রাজ্য চাইছে না রেল প্রকল্প হোক', দাবি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। 

WB News LIVE Updates: নরেন্দ্রপুরকাণ্ডে ৬ দিন পার, কাজ হল না হাইকোর্টের নির্দেশেও

নরেন্দ্রপুরকাণ্ডে ৬ দিন পার, কাজ হল না হাইকোর্টের নির্দেশেও। এখনও এফআইআরে নাম থাকা অভিযুক্তরা অধরা! স্কুলে ঢুকে শিক্ষকদের মার, প্রধান শিক্ষক, তৃণমূল নেতা-সহ ৫০ অভিযুক্তই অধরা! 

West Bengal News LIVE Updates: সুপ্রিম কোর্টের নির্দেশে প্যানেল ঘোষণার পরদিনই ২০২২-এর প্রাথমিক নিয়োগ নিয়ে হাইকোর্টে নতুন মামলা

সুপ্রিম কোর্টের নির্দেশে প্যানেল ঘোষণার পরদিনই ২০২২-এর প্রাথমিক নিয়োগ নিয়ে হাইকোর্টে নতুন মামলা। নিয়োগে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিএড ও ডিএলএড ডিগ্রিধারী ১০ চাকরিপ্রার্থী। মামলার অনুমতি বিচারপতি রাজাশেখর মান্থার। 

WB News LIVE Updates: মুর্শিদাবাদের লালগোলায় রাহুল গাঁধী

মুর্শিদাবাদের লালগোলায় রাহুল গাঁধী। তৃণমূল কংগ্রেস রাহুল গাঁধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ না দিলেও সামিল সিপিএম। মুর্শিদাবাদে ন্যায় যাত্রায় সামিল মহম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী।

West Bengal News LIVE Updates: গ্রেফতার ঝাড়খণ্ডের পদত্যাগী মুখ্যমন্ত্রী, দুর্নীতি নিয়ে তোলপাড় বাংলাতেও, আক্রমণে মমতা

গ্রেফতার ঝাড়খণ্ডের পদত্যাগী মুখ্যমন্ত্রী, দুর্নীতি নিয়ে তোলপাড় বাংলাতেও, আক্রমণে মমতা। 'নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে ঢোকাচ্ছেন। আমাদের সবাই চোর, আর আপনারা সাধু! আমাকেও যদি জেলে ভরেন, তাহলে জেল ফুটো করে বেরিয়ে আসব। চোরের মায়ের বড় গলা। আজকে ক্ষমতায় আছেন, তাই সঙ্গে এজেন্সি নিয়ে ঘুরছেন। কাল ক্ষমতায় থাকবে না, সব উধাও হয়ে যাবে', হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

WB News LIVE Updates: মার্কিন দূতাবাসের দ্বারস্থ আক্রান্ত প্রবাসী বাঙালি, অবশেষে গ্রেফতার ১

মার্কিন দূতাবাসের দ্বারস্থ আক্রান্ত প্রবাসী বাঙালি, অবশেষে গ্রেফতার ১। গ্রেফতার প্রোমোটারের সহযোগী। এখনও অধরা মূল অভিযুক্ত প্রোমোটার ও তাঁর ভাই। কাঁকুলিয়া রোডে তোলা না দেওয়ায় প্রবাসী বাঙালিকে মারধরের অভিযোগ ওঠে। 

West Bengal News LIVE Updates: থিয়েটার রোডে হোটেলে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

থিয়েটার রোডে হোটেলে আগুন। কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। হোটেল থেকে বাইরে নিয়ে আসা হল আবাসিক ও কর্মীদের। ঘটনাস্থলে দমকল, শেক্সপিয়র সরণি থানার পুলিশ। 

WB News LIVE Updates: লোকসভা নির্বাচনে ভূমিপুত্রদের প্রার্থী করার দাবি

লোকসভা নির্বাচনে ভূমিপুত্রদের প্রার্থী করার দাবি। রায়গঞ্জের ঘড়ি মোড়ে দন্ডি কাটল নাগরিক মঞ্চ, সামিল বিজেপির প্রাক্তন জেলা সভাপতি। 

West Bengal News LIVE Updates: মালদার ইংরেজবাজারে ব্যবসায়ী-কন্যার মুণ্ডহীন দেহ উদ্ধার ঘিরে তুলকালাম

আজ সকালে অভিযুক্তর বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেন স্থানীয়রা। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কী কারণে নাবালিকাকে খুন, খতিয়ে দেখছে পুলিশ।

WB News LIVE Updates: মালদার ইংরেজবাজারে ব্যবসায়ী-কন্যার মুণ্ডহীন দেহ উদ্ধার ঘিরে তুলকালাম

সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গতকাল সোনু কেশরী নামে প্রতিবেশী যুবককে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে বাড়ি থেকে ৬ কিলোমিটার দূরে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় বালিকার মুণ্ডহীন দেহ। 

West Bengal News LIVE Updates: মালদার ইংরেজবাজারে ব্যবসায়ী-কন্যার মুণ্ডহীন দেহ উদ্ধার ঘিরে তুলকালাম

মালদার ইংরেজবাজারে ব্যবসায়ী-কন্যার মুণ্ডহীন দেহ উদ্ধার ঘিরে তুলকালাম। খুনে অভিযুক্তর বাড়ি ভাঙচুর করে আগুন লাগাল উত্তেজিত জনতার। সোমবার থেকে নিখোঁজ ছিল পঞ্চম শ্রেণির ছাত্রী। ওই দিনই ইংরেজবাজার থানায় নিখোঁজ-ডায়েরি করে নাবালিকার পরিবার। 

WB News LIVE Updates: 'আমাকেও যদি জেলে পোরে আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব', মন্তব্য মমতার

'ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পোরে আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব', নদিয়ার সভা থেকে মন্তব্য মমতার 

West Bengal News LIVE Updates: কাল থেকে প্রথমে ৪৮ ঘণ্টার ধর্নার ডাক মমতার

১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে কাল থেকে ধর্নায় মমতা । কাল থেকে প্রথমে ৪৮ ঘণ্টার ধর্নার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee News: জোটে জল, কংগ্রেস-সিপিএমকেই দায়ী করে ফের একলা চলোর ডাক মমতার

জোটে জল, কংগ্রেস-সিপিএমকেই দায়ী করে ফের একলা চলোর ডাক মমতার। মুর্শিদাবাদে রাহুল গাঁধীর ন্যায় যাত্রা, পাল্টা শান্তিপুরে আক্রমণে তৃণমূলনেত্রী । 'বাংলায় আমরা একাই লড়ব। আমি কংগ্রেসের সঙ্গে জোট চেয়েছিলাম। কংগ্রেস জোট করেনি, সিপিএম-কংগ্রেস জোট করেছে। আমি সিপিএম করি না, আমি মা-মাটি-মানুষ করি', শান্তিপুরের সভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের

West Bengal News LIVE Updates: 'আমি সিপিএম করি না, আমি মা-মাটি-মানুষ করি'

'বাংলায় আমরা একাই লড়ব। আমি কংগ্রেসের সঙ্গে জোট চেয়েছিলাম। কংগ্রেস জোট করেনি, সিপিএম-কংগ্রেস জোট করেছে। আমি সিপিএম করি না, আমি মা-মাটি-মানুষ করি', শান্তিপুর থেকে হুঙ্কার মমতার

Mamata Banerjee News: 'নবদ্বীপকে হেরিটেজ টাউন তৈরি করা হচ্ছে', শান্তিপুর সভা থেকে ঘোষণা মমতার

'নবদ্বীপকে হেরিটেজ টাউন তৈরি করা হচ্ছে। মায়াপুরে ইস্কনের তীর্থ নগরী তৈরি হচ্ছে', শান্তিপুর সভা থেকে ঘোষণা মমতার 

WB News LIVE Updates: কাঁথি পুরসভার নতুন চেয়ারম্যান হলেন সুপ্রকাশ গিরি

কাঁথি পুরসভার নতুন চেয়ারম্যান হলেন সুপ্রকাশ গিরি। কারামন্ত্রী অখিল গিরির ছেলে যুব তৃণমূলের জেলা সভাপতি পদেও রয়েছেন। সম্প্রতি কাঁথির সাংসদ শিশির অধিকারীকে প্রকাশ্যে প্রণাম ও রাজনৈতিক গুরু বলে সম্বোধন করে বিতর্কে জড়ান তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার অপসারিত চেয়ারম্যান সুবল মান্না। এরপরই তাঁকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় দল। তার প্রেক্ষিতে আজ অনাস্থা প্রস্তাব আনা হয়। নতুন চেয়ারম্যান হন মন্ত্রী-পুত্র সুপ্রকাশ গিরি। কাঁথি পুরসভায় মোট ওয়ার্ড ২১। এর মধ্যে তৃণমূলের ১৭, বিজেপি ৩ এবং নির্দলের দখলে রয়েছে একটি ওয়ার্ড।

West Bengal News LIVE Updates: মুর্শিদাবাদে ন্যায় যাত্রায় বিড়ি শ্রমিকের বাড়িতে গেলেন রাহুল গান্ধী

মুর্শিদাবাদে ন্যায় যাত্রায় বিড়ি শ্রমিকের বাড়িতে গেলেন রাহুল গান্ধী। সরকারি কী কী সুবিধা তাঁরা পান, কী ধরনের সমস্যা রয়েছে, বিড়ি শ্রমিকদের কাছে জানতে চান তিনি। এদিন সুতির মধুপুর গ্রামে বিড়ি শ্রমিক আকবর আলির বাড়ির দাওয়ায় বসেই শ্রমিকদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। 

Gas Price Hike Updates: এক্স-রে হল না মন্ত্রীর!

সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে এক্স রে পরিষেবা পেলেন না খোদ মন্ত্রী! মেমারি গ্রামীণ হাসপাতালে পায়ের চোট দেখাতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এই ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিজেপি। আমল দিতে নারাজ তৃণমূল। পর্যাপ্ত কর্মীর অভাবের কথা স্বীকার করে নিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। 

West Bengal News LIVE Updates: পাততাড়ি গোটাচ্ছে শীত

গুটি গুটি পায়ে পাততাড়ি গোটাচ্ছে শীত। ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩। স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মাঘের মাঝপথেই বিদায়ের পথে শীত। উল্টে আজ বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা। কালও বৃষ্টি হবে। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হলেও, জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা আর নেই।

Gas Price Hike Updates: সংসদে অন্তর্বর্তী বাজেট পেশের আগেই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

সংসদে অন্তর্বর্তী বাজেট পেশের আগেই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়ল। হোটেল, রেস্তোরাঁয় ব্যবহারের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ১ হাজার ৮৮৭ টাকা। গতকাল মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। এর আগে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৬৯ টাকা। অপরিবর্তিত রয়েছে রান্নার গ্য়াসের দাম।

WB News LIVE Updates: লোকসভা নির্বাচনের আগে পাঁচ দিনে সাতটি জেলায় ঝটিকা-সফর মুখ্যমন্ত্রীর

লোকসভা নির্বাচনের আগে পাঁচ দিনে সাতটি জেলায় ঝটিকা-সফর মুখ্যমন্ত্রীর। মুর্শিদাবাদ থেকে গতকাল নদিয়ার কৃষ্ণনগরে এসে রাত্রিবাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে সার্কিট হাউস থেকে বেরিয়ে এক কিলোমিটার পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। এরপর কৃষ্ণনগর থেকে সড়কপথে পৌঁছবেন শান্তিপুরে। সেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। পাঁচ দিনের সফর শুরু হয়েছিল কোচবিহার থেকে। 

West Bengal News LIVE Updates: দুর্নীতি ইস্যুতে ফের রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ সুকান্তর

দুর্নীতি ইস্যুতে ফের রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ সুকান্তর। '৩ হাজার ৪০০ কোটি টাকা খরচের বিল জমা দেয়নি পশ্চিমবঙ্গ সরকার', ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরকারকে আক্রমণে বিজেপির রাজ্য সভাপতি। 'পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে। শিক্ষা থেকে গ্রামোন্নয়ন, পশ্চিমবঙ্গের সব জায়গায় দুর্নীতি। ক্যাগ রিপোর্টেই স্পষ্ট, জনগণের টাকা লুঠ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার', কেন্দ্রীয় প্রকল্পের টাকা কোথায়, কীভাবে খরচ, হিসেব দেয়নি তৃণমূল সরকার, আক্রমণে সুকান্ত। 

WB News LIVE Updates: মালদার ইংরেজবাজারে ব্যবসায়ী-কন্যার মুণ্ডহীন দেহ উদ্ধার ঘিরে তুলকালাম

মালদার ইংরেজবাজারে ব্যবসায়ী-কন্যার মুণ্ডহীন দেহ উদ্ধার ঘিরে তুলকালাম। খুনে অভিযুক্তর বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার। সোমবার থেকে নিখোঁজ ছিল পঞ্চম শ্রেণির ছাত্রী। ওই দিনই ইংরেজবাজার থানায় নিখোঁজ-ডায়েরি করে নাবালিকার পরিবার। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গতকাল সোনু কেশরী নামে প্রতিবেশী যুবককে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে বাড়ি থেকে ৬ কিলোমিটার দূরে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় বালিকার মুণ্ডহীন দেহ। আজ সকালে অভিযুক্তর বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেন স্থানীয়রা। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কী কারণে নাবালিকাকে খুন, খতিয়ে দেখছে পুলিশ

West Bengal News LIVE Updates: এক নাবালিকা স্কুল ছাত্রীর গলা কাটা মৃতদেহ উদ্ধার

এক নাবালিকা স্কুল ছাত্রীর গলা কাটা মৃতদেহ উদ্ধার। মালদার ইংলিশ বাজারের আম বাজারে এলাকা থেকে উদ্ধার দেহ। উল্লেখ্য সোমবার ইংলিশবাজারের উত্তর বালুচর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছিল পুলিশ। বুধবার গভীর রাত্রে নিখোঁজ হওয়া ছাত্রির গলা কাটা দেহ উদ্ধার হয় মালদা শহর থেকে ঢিল ছড়া দূরত্বে আম বাজার থেকে। তবে দেহ উদ্ধার হল এখনো মুণ্ডু পাওয়া যায়নি ছাত্রীর। পাশাপাশি নিখোঁজ হওয়া এই দেহ ওই ছাত্রীর কিনা সেটি ও শনাক্তকরণ শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করে একজনকে গ্রেফতার করা হয়েছে। 

WB News LIVE Updates: ফের দলুয়াখাকির আক্রান্তদের পাশে দাঁড়াল সিপিএম নেতৃত্ব

ফের দলুয়াখাকির আক্রান্তদের পাশে দাঁড়াল সিপিএম নেতৃত্ব। গ্রামে গিয়ে ৩৫টি পরিবারের সদস্যদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন সুজন চক্রবর্তী, শমীক লাহিড়িরা। আক্রান্তদের আর্থিক স্বাবলম্বনের জন্যই সিপিএম নেতৃত্বের এই উদ্যোগ। গত ১৩ নভেম্বর ভোরে জয়নগরের বামনগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি ও পঞ্চায়েত সদস্য সইফুদ্দিন লস্করকে গুলি করে খুন করে দুষকৃতীরা। আততায়ী সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় সাহবুদ্দিন শেখ নামে আরও একজনের। আর সেই হিংসার আগুন গিয়ে লাগে ৫ কিলোমিটার দূরের দলুয়াখাকি গ্রামে। সেদিন বেছে বেছে জ্বালিয়ে দেওয়া হয়েছিল সিপিএমের কর্মী ও সমর্থকদের ঘরবাড়ি। দুর্বৃত্তদের আগুনে পুড়েছিল ঘর-সংসার, ভস্ম হয়ে গিয়েছিল বইখাতা আর স্বপ্ন। তারপর থেকে সিপিএম নেতারাই দফায় দফায় গ্রামে গিয়ে আক্রান্তদের কখনও খাদ্যসামগ্রী দিয়ে এসেছেন, কখনও আবার টিন, বাঁশ দিয়ে বাড়ি মেরামত করিয়ে দিয়েছেন। এবার সেলাই মেশিন তুলে দেওয়া হল তাঁদের তরফে। 

West Bengal News LIVE Updates: সীমান্ত এলাকায় আলাদা পরিচয়পত্র দিতে চাইছে BSF

সীমান্ত এলাকায় আলাদা পরিচয়পত্র দিতে চাইছে BSF। সেই কার্ড নিলেন NRC-র আওতায় চলে যেতে হবে। উত্তরবঙ্গ সফরে গিয়ে বারবার এই অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীর এই অভিযোগ নস্যাৎ করল BSF. সীমান্তরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, তাদের তরফে আলাদা করে কোনও পরিচয়পত্র দেওয়া হয় না। তাদের NRC-র সঙ্গে কোনও সম্পর্ক নেই। 

WB News LIVE Updates: সুপ্রিম কোর্টে জট কাটার পরই প্রাথমিকে বড় নিয়োগের ঘোষণা

সুপ্রিম কোর্টে জট কাটার পরই প্রাথমিকে বড় নিয়োগের ঘোষণা। ৯ হাজার ৫৩৩ জন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ পর্ষদের । প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে আপলোড করা হল ২০২২-এর মেধাতালিকা। ঠেলায় পড়ে এবার চাকরিপ্রার্থীর নামের সঙ্গেই নম্বরের ব্রেকআপ প্রকাশ পর্ষদের। প্রাথমিকে ১১ হাজার ৭৫৮টি শূন্যপদের মধ্যে ৯ হাজার ৫৩৩ জনকে দেওয়া হবে নিয়োগের সুপারিশপত্র। কয়েকদিনের মধ্যেই জেলা থেকে নিয়োগপত্র হাতে পাবেন চাকরিপ্রার্থীরা

West Bengal News LIVE Updates: জলপাইগুড়ির মালবাজারে যাদবপুরের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। জলপাইগুড়ির মালবাজারে যাদবপুরের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। ২ সিনিয়রের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলল পরিবার। মালবাজার থানায় দায়ের হয়েছে অভিযোগ। যাদবপুুর বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, বিষয়টি খতিয়ে দেখছে কমপ্লেন কমিটি। তদন্ত শেষ না হওয়া অভিযুক্তদের ক্যাম্পাসে আসতে নিষেধ করা হয়েছে।

প্রেক্ষাপট

কলকাতা: দুর্নীতি ইস্যুতে ফের রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ সুকান্তর। '৩ হাজার ৪০০ কোটি টাকা খরচের বিল জমা দেয়নি পশ্চিমবঙ্গ সরকার', ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণে বিজেপির রাজ্য সভাপতি। 'পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে। শিক্ষা থেকে গ্রামোন্নয়ন, পশ্চিমবঙ্গের সব জায়গায় দুর্নীতি। ক্যাগ রিপোর্টেই স্পষ্ট, জনগণের টাকা লুঠ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার', কেন্দ্রীয় প্রকল্পের টাকা কোথায়, কীভাবে খরচ, হিসেব দেয়নি তৃণমূল সরকার, আক্রমণে সুকান্ত  । 


রাজ্যের অন্যান্য খবরগুলি দেখতে থাকুন- 


এনআরসি করতে সীমান্ত এলাকায় কার্ড বিলি বিএসএফের। ফের অভিযোগ মুখ্যমন্ত্রীর। কোনও পরিচয়পত্র দেওয়া হয় না। সীমান্ত সুরক্ষাই একমাত্র দায়িত্ব। মমতার অভিযোগ নস্যাৎ বিএসএফের।                                                                       


মালদা-মুর্শিদাবাদ থেকে নদিয়া, একদিনে ৩ জেলায় মুখ্যমন্ত্রীর জনসংযোগ। বিহার থেকে ফের বাংলায় রাহুলের ন্যায় যাত্রা। মালদায় কংগ্রেসের সঙ্গে পতাকা নিয়ে হাঁটলেন বাম কর্মীরা। 


সুপ্রিম কোর্টে জট কাটার পরই প্রাথমিকে বড় নিয়োগের ঘোষণা। ৯ হাজার ৫৩৩ জনের প্যানেল প্রকাশ পর্ষদের। ঠেলায় পড়ে এবার চাকরিপ্রার্থীর নামের সঙ্গেই নম্বরের ব্রেকআপ প্রকাশ। 


৬ দিনেও অধরা শেখ শাহজাহান! অন্তরালে থেকেই আরেক কোর্টে আগাম জামিনের আবেদন। বিঘার পর বিঘা ভেড়ি দখলের অভিযোগ, মুখ খুললেন স্থানীয়রা। 


ভারত জোড়ো ন্যায় যাত্রার মধ্যেই ভাঙল ভাঙল রাহুলের গাড়ির কাচ। ঢিল মারার অভিযোগ অধীরের। বাংলায় নয়, বিহারের ঘটনা, নাটক বলে পাল্টা মমতা।  


সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে এক্স রে পরিষেবা পেলেন না খোদ মন্ত্রী! মেমারি গ্রামীণ হাসপাতালে পায়ের চোট দেখাতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এই ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিজেপি। আমল দিতে নারাজ তৃণমূল। পর্যাপ্ত কর্মীর অভাবের কথা স্বীকার করে নিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.