কলকাতা: বছরের শুরুতেই বিপত্তি। দুই জেলায় পথ দুর্ঘটনায় শোকের ছায়া। উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হল ৫ জনের। দুটি ক্ষেত্রেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইক।
বছরের প্রথম দিনই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বাইক আরোহীর। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারলে মৃত্যু হয় তিন জনের। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে বকুলতলা থানার দক্ষিণ বারাসাত থেকে মহিষমারী যাওয়ার রাস্তায়। মৃত ওই তিন জনের নাম বিশ্ব নস্কর (২৩),রাজকুমার হালদার (২৭), গোপেশ্বর হালদার (২৬)। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে যায় বকুলতলা থানার পুলিশ। তিন জনের দেহ গুলি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ষ বরণের দিনে মদ্যপ অবস্থায় তিনজন বাইক চালিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে যায়। যদিও মৃত তিন জনের মাথায় হেলমেট ছিল না। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাড়োয়া থানার গোপালপুর এলাকায় গতকাল গভীর রাতে মৃত্যু হয় দুই ব্যক্তির। পিকনিক থেকে মোটরবাইক চালিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে। ঘটনায় মৃত্যু হয় দুই মোটরবাইক আরোহীর। মৃতের নাম বাপ্পা দাস (৩৫) এবং কুশল দাস (৪৫)। দুজনের বাড়ি গোপালপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর গতকাল রাতে নববর্ষের রাতে পিকনিক সেরে বাড়ি ফিরছিলেন দুজন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মেরে গুরুতর আহত হন দুজনেই। ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে। হাড়োয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
এর আগে ৩১ ডিসেম্বর বছর শেষের দিন তেলেঙ্গাবাগানে দুই বেসরকারি বাসের রেষারেষিতে দুর্ঘটনা ঘটে। বাসের চাকায় পিষ্ট হন পথচারী মহিলা। ভর্তি করা হয় আর জি কর হাসপাতালে। বাস ভাঙচুর করে উত্তেজিত জনতা। তাদের অভিযোগ, বেপরোয়াভাবে বাস চালানোয় প্রায়ই দুর্ঘটনা ঘটে। বারবার বলা সত্ত্বেও উদাসীন পুলিশ। স্থানীয়দের দাবি, বারাসাত-হাওড়া এল-২৩৮ রুটের বাসের সঙ্গে বাগবাজার-গড়িয়া স্টেশন রুটের বেসরকারি বাসের রেষারেষি চলছিল। রাস্তা পার হওয়ার সময় এল-২৩৮ রুটের বাসের চাকায় পিষ্ট হন মহিলা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।