WB News Live Updates: নিয়োগ দুর্নীতি মামলায় এই নিয়ে চতুর্থবার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
নিয়োগ দুর্নীতি মামলায় এই নিয়ে চতুর্থবার হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ। প্রায় ৭ ঘণ্টা ধরে সিজিও কমপ্লেক্সে একের পর এক প্রশ্ন। ব্যাঙ্ক স্টেটমেন্ট ও সম্পত্তি সংক্রান্ত নথি নিয়ে আজ ফের তাঁকে হাজিরা দিতে বলা হয়।
চোলাই মদের বিরুদ্ধে আবগারি দফতরের অভিযান ঘিরে রণক্ষেত্র কুলটি। একজনকে আটক করাকে ঘিরে ধস্তাধস্তি।
ধর্মতলাকাণ্ডে নৌশাদের জামিনের আর্জি খারিজ, আরও গ্রেফতার। ধর্মতলাকাণ্ডে নৌশাদ-সহ আইএসএফ নেতা-কর্মীদের জামিনের আবেদন খারিজ। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে ভাঙড়ের আইএসএফ বিধায়ক।
জিয়াগঞ্জের পর সুতি, মুর্শিদাবাদে জোড়া অগ্নিকাণ্ড। সুতিতে বিধ্বংসী আগুন, পরপর পুড়ে ছাই বাড়ি। রান্না করার সময় ফুলকি ছিটকে বাড়িতে আগুন।
নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতির জোড়া পাসপোর্ট! নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের লন্ডনেও বাড়ি? মানিক ভট্টাচার্যের জোড়া বৈধ পাসপোর্ট, হাইকোর্টে দাবি সিবিআইয়ের। এটা কী করে সম্ভব? প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
জেলবন্দি কেষ্ট, এবার থেকে বীরভূমে সংগঠন দেখবেন তৃণমূলনেত্রীই। 'আমাকে ফিরহাদ সাহায্য করবে, কোর গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে', বোলপুরের সভা থেকে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ধর্মতলাকাণ্ডে নৌশাদ-সহ আইএসএফ নেতা-কর্মীদের জামিনের আবেদন খারিজ। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে ভাঙড়ের আইএসএফ বিধায়ক। ফের হেফাজতে নেওয়ার পুলিশের আর্জি খারিজ, জেল হেফাজতে নৌশাদ।
বোমা ফেটে রক্তাক্ত শৈশব, এবার রায়গঞ্জে ৩ শিশু আহত। বোমা ফেটে রায়গঞ্জের প্রাথমিক স্কুলের ৩ ছাত্র আহত। নির্মীয়মাণ বাড়িতে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৩ শিশু আহত।
নবগ্রামে শ্যুটআউট। আক্রান্ত তৃণমূলকর্মী। গুলি বুক ফুঁড়ে বেরিয়ে গিয়েছে, জানালেন চিকিৎসকরা। অবস্থা স্থিতিশীল হলেও অস্ত্রোপচার হবে কি না, সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। পিকনিকের সময় তৃণমূলকর্মীকে গুলি, দুষ্কৃতীদের খোঁজে পুলিশের তল্লাশি।
ফরাক্কা, খড়গ্রামের পর নবগ্রাম, মুর্শিদাবাদে ফের ঝরল রক্ত। মুর্শিদাবাদের নবগ্রামে তৃণমূল কর্মীকে গুলি। তৃণমূল কর্মীর বুকে গুলির ক্ষতচিহ্ন, ভর্তি সল্টলেক আমরিতে।
বকেয়া ডিএ-র দাবিতে সরব সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ২৮টি সংগঠনের যৌথ মঞ্চ। অন্যদিকে, ৩ ফেব্রুয়ারি শুক্রবার, কলকাতার সমস্ত ক্যাম্পাসে কর্মবিরতির ডাক দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠন।
বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের অবস্থান বিক্ষোভ ৬ দিনে পড়ল। এর পাশাপাশি, রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত ২ ঘণ্টার কর্মবিরতিতে রাজ্য সরকারি কর্মীরা।
রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ, 'সাধারণ মানুষ, দরিদ্র শ্রেণির মানুষ, গ্রামের মানুষ, তাঁদের কথা ভেবে এই বাজেট তৈরি হয়নি।'
"এই বাজেট শুধু এক শ্রেণির মানুষের লাভের জন্য। ১০০ দিনের কাজে বরাদ্দ কমেছে বাজেটে।" মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা মমতার। ' বাজেটে আশার আলো নেই, অমাবস্যার অন্ধকার'।
নতুন কর কাঠামোয় একাধিক ঘোষণা। এপ্রসঙ্গে অর্থনীতিবিদ অভিরূপ সরকারের বক্তব্য, এর জেরে ধনীদের যে সুবিধাটা হচ্ছে, সেই অনুযায়ী মধ্যবিত্তের লাভ হল না। এই ছাড় অনেকদিন পড় দেওয়া হল। কিন্তু, ইতিমধ্যে দাম অনেক বেড়ে গেছে। চার বছর আগে ৩৭ হাজার টাকার যে দাম ছিল তা আর এখন নেই।
২০২৩-২০২৪ সালের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী । দেশের অন্য প্রান্তের মতোই মুখিয়ে রাজ্যবাসী।
"আমি গৃহবধূ। সংসারের বাজেট আমার হাতে। আমাকে চিন্তা করতে হয় কীভাবে আমি সংসার চালাব। এখন জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, সেখানে সংসার চালানো মুশকিল। গ্যাসের দাম উত্তরোত্তর যেভাবে বৃদ্ধি পাচ্ছে, কীভাবে সংসার চলবে। আমরা সিনিয়র সিটিজেন, তাই অর্ধেক খাবার খাই, অর্ধেক ওষুধ। ওষুধের দাম সমানে বেড়ে যাচ্ছে। কোনও নিয়ন্ত্রণ নেই। এগুলি যদি কমানো না হয় তাহলে আমাদের মতো গৃহবধূদের পক্ষে একটু সমস্যার।" মন্তব্য কলকাতার লেক গার্ডেন্সের একটি পরিবারের প্রবীণ সদস্য মায়া চৌধুরীর।
অমর্ত্য-সাক্ষাতের পরে বিশ্বভারতীর পড়ুয়া-অধ্যাপকদের একাংশের সঙ্গে মমতার বৈঠক। শতাব্দীদের সংসদে সরব হওয়ার নির্দেশ।
আগামী বছর লোকসভা ভোট। নির্বাচনের কথা মাথায় রেখে এবারের বাজেট কি জনমোহিনী হবে? রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের দাম কি কমবে? কর ছাড়ের ঊর্ধ্বসীমা কি বাড়বে? চাকরিজীবী থেকে ব্যবসায়ী- বাজেট ঘিরে হাজারো প্রত্যাশা ৷
ফের রক্তাক্ত মুর্শিদাবাদ। ফরাক্কায় বোমাবাজি, তৃণমূল কর্মীর ভাই খুন। খড়গ্রামে শ্যুটআউট, তৃণমূলকর্মী আহত। প্রতিবেশী মহিলাকে ধারাল অস্ত্রের কোপ।
মুর্শিদাবাদে বোমা-গুলি !
প্রতিশ্রুতি মিলেছে রাজ্য সরকার ও শাসকদলের বিভিন্ন মহল থেকে। কিন্তু, প্রতিশ্রুতি কবে রক্ষা করবে সরকার? সেই প্রশ্ন তুলেই এবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরি প্রার্থীরা। নবান্নের ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে চিঠি পাঠালেন আন্দোলনকারীরা। এই ইস্যু নিয়ে রাজনৈতিক তরজাও চলছে পুরোদমে।
বাজেটের আগে আর্থিক সমীক্ষা রিপোর্টে ধাক্কা। কমল বৃদ্ধির হার। চলতি আর্থিক বছরে ৭ শতাংশ হওয়ার ইঙ্গিত। মুদ্রাস্ফীতির হার হতে পারে ৬.৮ শতাংশ।
আর্থিক বৃদ্ধিতে ধাক্কা।
প্রেক্ষাপট
কলকাতা : মূল্যবৃদ্ধি থেকে বেকারত্ব - ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে মিলবে সুরাহা? চাকুরিজীবীদের স্বস্তি দিয়ে বাড়ানো হবে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা? কৃষক সমস্যার সমাধান কতটা হবে? করোনা পরবর্তী পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা করতে দাওয়াই মিলবে এবারের বাজেটে? সেদিকেই নজর দেশবাসীর।
বাজেটের হালুয়ার মিষ্টত্বের ছোঁয়া কি লাগবে মধ্যবিত্তর জীবনে ? আম আদমির জন্য় থাকবে সুখবর ? আয়করে মিলবে আরও ছাড় ? দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশের আগে। এই প্রশ্নগুলোই উঁকি দিয়ে যাচ্ছে সবার মনে। ২০২৪-এ লোকসভা ভোট। আগামী বছর তার আগে ভোট অন অ্য়াকাউন্ট পেশ হবে। অর্থাৎ লোকসভা ভোটের আগে এটাই মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। যা নিয়ে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তর প্রত্যাশার পারদ ক্রমেই চড়ছে।
করোনার ধাক্কায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে কী দাওয়াই দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ? মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষের সুরাহার জন্য কী ফর্মুলা সামনে আনবেন তিনি? বেশ কয়েক বছর ধরে চাকুরিজীবীদের কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানোর দাবি পূরণ হয়নি। এবার কি সেই দাবি পূরণ হবে? করোনা পরবর্তী পরিস্থিতিতে ভয়ঙ্কর হয়েছে বেকারত্ব! সেই জ্বালায় মলম দিতে পারবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? গত কয়েক বছর দেশে আয়কর কাঠামোয় কোনও বদল আসেনি। তেমন কোনও পদক্ষেপ কি দেখা যাবে এবারের বাজেটে? গাড়ি, বাড়ির ঋণ কিংবা স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে আর্থিক সুযোগ-সুবিধা বাড়ানোর কি কোনও সম্ভাবনা আছে? কৃষি আইন রদ হওয়ার পরে, কৃষকদের মন জয়ে বাজেটে কি কোনও বিশেষ পদক্ষেপ নিতে দেখা যাবে মোদি সরকারকে?
কেন্দ্রীয় বাজেট পেশের আগে মঙ্গলবার অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট সংসদে পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাতে একাধিক সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। যেমন, আগামী অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার কিছুটা কমতে পারে। ৬ থেকে ৬ দশমিক ৮ শতাংশ আর্থিক বৃদ্ধির হার বজায় থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। যা চলতি আর্থিক বর্ষে ৭ শতাংশের ঘরে থাকবে বলে অনুমান করা হয়েছে। রিপোর্টে উল্লেখ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে জিনিসপত্রের দাম লাফিয়ে বেড়েছে। তা আগের অবস্থায় এখনও ফেরেনি। কেন্দ্রের আর্থিক সমীক্ষা রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২২ সালে উন্নয়নশীল দেশগুলিতে গত ৩-৪ দশকে সর্বাধিক মূল্যবৃদ্ধি দেখা গেছে। সেখানে ভারত মূল্যবৃদ্ধিতে রাশ টানতে সফল।
বিরোধীদের সমালোচনার মুখেও অবশ্য বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের ব্যাপারে আশাবাদী প্রধানমন্ত্রী। তিনি বলেন, (আমাদের দেশের অর্থমন্ত্রীও মহিলা, তিনি কাল সংসদে আরেকটি বাজেট পেশ করবেন দেশের সামনে। আজকে বিশ্বের যা পরিস্থিতি, ভারতের বাজেটের দিকে শুধু দেশের নয়, গোটা বিশ্বের নজর থাকবে। বিশ্বের যা আর্থিক পরিস্থিতি, ভারতের বাজেট ভারতের মানুষের আশা-আকঙ্খাকে পূরণ করার চেষ্টা যেমন করবে, তেমনই বিশ্ব যে আশার কিরণ দেখছে, তা আরও প্রস্ফুটিত হবে। আমার পূর্ণ ভরসা আছে, নির্মলা সীতারমণ এই আকাঙ্খা পূরণের চেষ্টা করবে।
শেষ অবধি সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূর্ণ হল, তা জানা যাবে সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট পেশের পরই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -