West Bengal News Live Updates: পুলিশের পর বাঁকুড়ায় শুভেন্দুর সভায় 'না' আদালতের
West Bengal News Live : জেলা থেকে জেলা, রাজ্যের গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুম্বইয়ের কোর্টে মামলা খারিজ । জাতীয় সঙ্গীত-অবমাননার অভিযোগে মামলা খারিজ মুম্বইয়ের কোর্টে। 'গান গাওয়া আর কবিতার মতো পাঠ করা এক জিনিস নয়'। 'জাতীয় সঙ্গীত চলাকালীন মাঝপথে চলে যাওয়ার অভিযোগেরও সত্যতা মেলেনি'। এক বিজেপি কর্মীর দায়ের করা মামলা খারিজ করে মন্তব্য বিচারকের । ২০২১-এ মুম্বইয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ। এক বিজেপি কর্মীর দায়ের করা সেই মামলাই খারিজ মুম্বইয়ের আদালতে।
পুলিশের পর বাঁকুড়ায় শুভেন্দুর সভায় 'না' আদালতের। কোতুলপুরের বিজয়া সম্মিলনীতে অনুমতি দিলেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশের পরেই সভায় না গিয়ে কোতুলপুরে মিছিল শুভেন্দুর...
'ভুল' চিকিৎসার শিকার খোদ মুখ্যমন্ত্রী! 'ভুল চিকিৎসার জন্য সেপটিকের মতো হয়ে গিয়েছিল'। এসএসকেএমের নাম না করে ভুল চিকিৎসার অভিযোগ খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ।
কাঁথিতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩। মেচেদা বাইপাসে বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ। দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ থাকে জাতীয় সড়ক।
দুর্নীতি ইস্যুতে নাম না করে শুভেন্দুকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'আজকে তুমি ক্ষমতায় আছো, কাল ক্ষমতায় থাকবে না'। 'তখন কিন্তু সব বেরোবে, অনেকেই ধরা পড়বে'। 'কত পেট্রোল পাম্প, কত কোটি কোটি টাকা আছে'। 'কত বেনামে বাড়ি আছে, ট্রলার আছে, তারা বড় বড় কথা বলে কী করে'। 'আমরাও কাগজপত্র বের করছি, এতদিন বলিনি'। 'মন্ত্রী থাকাকালীন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্বে থেকে কোন জমি কত টাকায় বিক্রি করেছেন?' 'কেঁচো খুড়লে কিন্তু সাপ বেরোবে, তদন্ত করার অধিকার আমাদেরও আছে'। নাম না করে শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের
ইডির তলবে ফের সিজিও কমপ্লেক্সে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ অমিত দে । 'বাকিবুরের সঙ্গে কী সম্পর্ক ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর?' 'বাকিবুরের বিপুল সম্পত্তির নেপথ্য়ে কি জ্যোতিপ্রিয় মল্লিকের হাত?' 'বাকিবুরের থেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কি কোনওভাবে লাভবান হয়েছেন?' মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ অমিত দে-র থেকে জানতে চায় ইডি: সূত্র।
রেশন দুর্নীতিকাণ্ডে বাকিবুর রহমানের আরও সম্পত্তির হদিশ। বাকিবুরের আরও ১৮টি সম্পত্তির হদিশ, ইডি সূত্রে দাবি। তালিকায় রয়েছে ৪টি রাইস মিল, কনস্ট্রাকশন কোম্পানি, ব্র্যান্ডেড পোশাক বিপণন সংস্থা। '২০০৪-২০২১, ১৭ বছরে রকেটের গতিতে সম্পত্তি বেড়েছে বাকিবুরের', সবথেকে বেশি সম্পত্তি কেনা হয়েছে ২০১১-র পরে, ইডি সূত্রে দাবি। বেশিরভাগ কোম্পানির ডিরেক্টর বাকিবুর বা তাঁর পরিবারের সদস্যরা, ইডি সূত্রে দাবি। রেশন কেলেঙ্কারির কালো টাকা সাদা করতে একাধিক কোম্পানি খোলা হয়েছিল, ইডি সূত্রে দাবি।
ফের শুভেন্দুর সভায় 'না' পুলিশের, ফের কোর্টে গেল বিজেপি। আজ বাঁকুড়ার কোতুলপুরে বিরোধী দলনেতার বিজয়া সম্মিলনী। শুভেন্দুর বিজয়া সম্মিলনীর অনুমতি দেয়নি পুলিশ। ২৭ অক্টোবর জানালেও পুলিশ অনুমতি দেয়নি, অভিযোগ বিজেপির।
রেশন দুর্নীতির অভিযোগে ফের পথে সিপিএম। বীরভূমের রামপুরহাট ও বোলপুরে বিক্ষোভ সিপিএমের। রেশন দুর্নীতিতে যুক্ত মাথাদের গ্রেফতারির দাবি বামেদের।
ইডির তলবে ফের সিজিও কমপ্লেক্সে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ অমিত দে। 'বাকিবুরের সঙ্গে কী সম্পর্ক ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর?' 'বাকিবুরের বিপুল সম্পত্তির নেপথ্য়ে কি জ্যোতিপ্রিয় মল্লিকের হাত?' 'বাকিবুরের থেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কি কোনওভাবে লাভবান হয়েছেন?' মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ অমিত দে-র থেকে জানতে চায় ইডি, খবর সূত্রের।
বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে ১৫ দিনের মধ্যে নিম্ন আদালতে হাজিরা দিয়ে জামিন নেওয়ার নির্দেশ হাইকোর্টের। বাঁকুড়ার পাত্রসায়র ও বিষ্ণুপুর থানা এলাকায় ২ মামলায় কোর্টে হাজিরা দিয়ে জামিন নেওয়ার নির্দেশ। হাজিরা দিলে জামিন দিতে হবে নিম্ন আদালতকে, নির্দেশ বিচারপতি কৌশিক চন্দর।২০১৯-এ অবৈধভাবে বালি তোলা ও অস্ত্র আইনে বিজেপি সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ২০১৯-এ জামিন মঞ্জুর করে একমাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্ট নির্দেশ দিলেও তখন নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি বিজেপি সাংসদ।
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি কাকলি ঘোষ দস্তিদারের। রাজ্যের বিরোধী দলনেতাকে আইনজীবী মারফত চিঠি পাঠালেন তৃণমূল সাংসদ। ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে মানহানির মামলার হুঁশিয়ারি কাকলি ঘোষ দস্তিদারের। বাকিবুরের সঙ্গে কাকলির পিএ-র যোগাযোগ আছে, অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী, এবার সরব কাকলি ঘোষ দস্তিদার। ক্ষমা না চাইলে মানহানির মামলার হুঁশিয়ারি।
ক্যাশ ফর কোয়েশ্চন কাণ্ডে মহুয়া মৈত্রকে ফের নিশানা দিলীপ ঘোষের। 'একটা অন্যায় ঢাকতে হাজারটা মিথ্যে বলছেন মহুয়া'। 'কী নিয়েছেন, কী নেননি সেটা তদন্তেই প্রমাণিত হবে'। 'অন্য়ায় যে করেছেন, সেটা উনিও মেনেছেন, যাঁরা সুযোগ নিয়েছেন তাঁরাও মেনেছেন'। 'একজন সংসদের এই ধরনের অনৈতিক কাজ করা অত্যন্ত লজ্জার'।
কাল হাজিরার আগে আজ এথিক্স কমিটিকে পাঠানো চিঠি প্রকাশ করলেন মহুয়া মৈত্র। 'সমনের কথা এথিক্স কমিটি সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করায় একইরকম পদক্ষেপ', চিঠির প্রতিলিপি সোশাল মিডিয়ায় পোস্ট করে দাবি তৃণমূল সাংসদের। চিঠিতে এথিক্স কমিটির বিরুদ্ধে দ্বিচারিতা সহ একাধিক অভিযোগ মহুয়া মৈত্রর।
শীতের পথে বাধা পশ্চিমী ঝঞ্ঝা। আরও কিছুটা বাড়ল তাপমাত্রা। জেলায় জেলায় কমছে শীতের আমেজ। কলকাতা ও সংলগ্ন জেলায় দুপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির সম্ভাবনা। পশ্চিমের ও উপকূলের ৬ জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বেড়েছে শীতের আমেজ, পাহাড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা।
রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে ইডি হেফাজতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে কমান্ড হাসপাতালে। জানা গিয়েছে, হেফাজতে পেয়েই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ম্যারাথন জেরা শুরু করে দিয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, রেশন দুর্নীতিতে কী ভূমিকা প্রাক্তন খাদ্যমন্ত্রীর, জানতে চান তদন্তকারীরা।
যাদবপুরের পর এবার আনন্দপুরে বেসরকারি কলেজে র্যাগিংয়ের অভিযোগ। মানসিক নির্যাতন, বশ্যতা স্বীকার না করলে মারধরের অভিযোগ। তৃতীয় বর্ষের ২ পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ দ্বিতীয় বর্ষের ছাত্রের। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের। বেসরকারি কলেজ কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।
রোপ পরিবর্তনের কাজের জন্য় আজ থেকেই দ্বিতীয় হুগলি সেতুতে যান নিয়ন্ত্রণ করা হবে। ৮ মাস ধরে চলবে এই কাজ। কলকাতা পুুলিশ জানিয়েছে, এই সময়ে দ্বিতীয় হুগলি সেতুর ৬ লেনের রাস্তার মধ্য়ে ২টি লেন দিয়ে চলতে পারবে ছোট গাড়ি। সেন্ট্রাল অ্য়াভিনিউ, VIP রোড, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ও বিটি রোড দিয়ে ঘোরানো হবে বড় গাড়ি। লরি ও ভারী গাড়ি চলবে সেন্ট্রাল অ্যাভিনিউ, VIP রোডের মতো বিকল্প রাস্তা দিয়ে। বিটি রোডের ডানলপমুখী রাস্তার কাজ চলায় সেখানে যানজটের সমস্যা রয়েছে। গাড়ির চাপ বেশি হলে, বিকল্প হিসেবে VIP রোড হয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে বড় গাড়িগুলিকে চলাচল করানো হবে।
ক্যাশ ফর কোয়েশ্চেন বিতর্কে ২ নভেম্বর এথিক্স কমিটিতে হাজিরা মহুয়া মৈত্রর। তার আগে বিজেপিকে তীব্র আক্রমণ করে হুঙ্কার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের। সরব ফোন হ্যাকের চেষ্টার অভিযোগেও।
জ্যোতিপ্রিয়র গ্রেফতার হওয়া তাঁর কাছে দুঃখজনক, বললেন শোভনদেব। যদি বালু দোষ করে থাকে, তাহলে তিনি পাশে দাঁড়াবেন না, বললেন শোভনদেব। দোষ প্রমাণিত হলে দলও পাশে থাকবে না, জানিয়ে দিলেন পরিষদীয় মন্ত্রী।
ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে কাল এথিক্স কমিটিতে হাজিরা মহুয়া মৈত্রর। কলকাতা ছাড়ার আগে বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল সাংসদের। 'যে কোনও ভাবে বিজেপি আমার মুখ বন্ধ করতে চায়', 'এক পয়সা নিয়েছি, প্রমাণ থাকলে বিজেপি এথিক্স কমিটিতে ডাকত না', 'এফআইআর করে সরাসরি জেলে ঢুকিয়ে দিত', '২ নভেম্বর এথিক্স কমিটিতে যাব, সব অভিযোগ খণ্ডন করব', 'এথিক্স কমিটির সাংসদ পদ খারিজ করার কোনও ক্ষমতা নেই', 'আড়াই বছর ধরে এথিক্স কমিটি কোনও বৈঠক করেনি', 'বিজেপি সাংসদ রমেশ বিদুরিকে আজ অবধি ডাকেনি এথিক্স কমিটি', 'খুব বেশি হলে সাংসদকে সাসপেন্ডের জন্য এথিক্স কমিটি সুপারিশ করতে পারে', 'ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিজেপি নোংরা রাজনীতি করছে', মন্তব্য তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর।
হেফাজতে পেয়েই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ম্যারাথন জেরা ইডির। সূত্রের খবর, রেশন দুর্নীতিতে কী ভূমিকা প্রাক্তন খাদ্যমন্ত্রীর, জানতে চান তদন্তকারীরা। বাকিবুরের থেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কি কোনওভাবে লাভবান হয়েছেন? দিনভর ম্যারাথন জেরায় জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে জানতে চায় ইডি, খবর সূত্রের। অন্যদিকে শোনা যাচ্ছে, আজ ফের তলব করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর বর্তমান আপ্ত সহায়ককে।
স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও হাওড়া-সহ চার জায়গায় হানা দিল ED। হাওড়ায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মনোজ মালহোটের বাড়িতে তল্লাশি চালাল কেন্দ্রীয় এজেন্সি। কোনও প্রভাবশালীর যোগ রয়েছে তাঁর সঙ্গে, তাও খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানোর ক্ষতিপূরণ, মমতা বন্দ্যোপাধ্যায় যেন তৃণমূলের ফান্ড থেকে দেন। এমনই দাবি করলেন সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সঙ্গী শুভেন্দু অধিকারী। তৃণমূল নেত্রীর অনশন মঞ্চে এসেছিলেন রাজনাথ সিং। বিরোধী দলনেতার দাবিকে কটাক্ষ সিপিএমের। বাম সরকারের দায় কেন নেব? বিরোধী দলনেতাকে জবাব তৃণমূলের।
রেশন ও পুর নিয়োগ দুর্নীতিতে ED-র ম্যারাথন জিজ্ঞাসাবাদ। জ্য়োতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাসকে মেরুন ডায়েরি নিয়ে প্রশ্ন করা হয় বলে ইডি সূত্রে খবর। পাশাপাশি, পুর নিয়োগ দুর্নীতিতে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়কেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ। আজ ফের জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়কে তলব করেছে ED.
রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, যদি বালু দোষ করে থাকে তাহলে আমি পাশে দাঁড়াবো না। দোষ প্রমাণিত হলে দলও পাশে দাঁড়াবে না।
ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ নিয়ে এবার বিজেপিকে পাল্টা আক্রমণ করলেন মহুয়া মৈত্র। তাঁর দাবি, সংসদের শীতকালীন অধিবেশনে, তাঁর মুখ বন্ধ করতেই, বিজেপির তরফে এই তৎপরতা। অন্য়দিকে, হুঁশিয়ারির সুরে বিজেপি সাংসদ দিলীপ ঘোষও বলেছেন, এথিক্স কমিটির শাস্তির জন্য় তৈরি থাকুন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।
প্রেক্ষাপট
সংসদে ক্যাশ ফর কোয়েশ্চেনকাণ্ডে তীব্র আক্রমণ মহুয়া মৈত্রের। (Mahua Moitra) এথিক্স কমিটি (Ethics Committee) সাংসদ পদ খারিজ করার ক্ষমতা নেই। সাসপেন্ডের সুপারিশ করতে পারে। বৃহস্পতিবার এথিক্স কমিটিতে হাজিরা দেব, অভিযোগ দুরমুশ করব। হুঙ্কার তৃণমূল সাংসদের।
লোকসভা ভোটের (Lok Sabha Poll) আগে বিরোধীদের ওপর কি নজরদারি মোদি সরকারের ? আড়ি পাতার অভিযোগ মোবাইল ও ইমেলে। অ্যাপলের সতর্কবার্তাকে হাতিয়ার করে বিস্ফোরক বিরোধীরা।
এবার কেন্দ্রের বিরুদ্ধে ফোন ও ইমেল হ্যাকের চেষ্টা করার অভিযোগ মহুয়া মৈত্রের। এখনকার পরিস্থিতি জরুরি অবস্থার থেকেও খারাপ বলে আক্রমণ।
বিরোধীদের কাছে অ্যাপলের নোটিস, এটা তোতার কাজ। রাষ্ট্রের মদতপুষ্ট আক্রমণকারীদের দিয়ে টার্গেট। আক্রমণ রাহুল গাঁধীর। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, জানালেন অশ্বিনী বৈষ্ণব।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুরকে কতদিন চেনেন ? এত সুবিধা পেলেন কী করে বাকিবুর ? হেফাজতে পাওয়ার পর জ্যোতিপ্রিয়র থেকে তথ্য পেতে জেরা ইডির।
অভিষেক বলেছিলেন নতুন তৃণমূল, আড়াই বছরে কেউ অভিযোগ আনতে পারেনি, প্রতিক্রিয়া পার্থ ভৌমিকের। ২০২১ সালের পর কী হয়েছে, অভিযোগ থাকলে দেখব। ইঙ্গিতপূর্ণ মন্তব্য রথীনের।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় আজ কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষা। মন্ত্রী ঘনিষ্ঠ অভিজিতকে জিজ্ঞাসাবাদ ইডির। আজ ফের তলব মন্ত্রীর আপ্ত সহায়ককে।
পুর নিয়োগ দুর্নীতির তদন্তেও তৎপরতা। ফের আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ ইডির। দক্ষিণ দমদমের প্রাক্তন পুরপ্রধান পাচু রায়কেও জিজ্ঞাসাবাদ।
আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব ইডির। গ্রেফতারির আশঙ্কায় মোদিকে নিশানা আপের। কেউ আইনের ঊর্ধ্বে নয়, পাল্টা বিজেপি।
সিংগুর থেকে টাটাকে তাড়ানোর ক্ষতিপূরণ তৃণমূলের ফান্ড থেকে দেওয়া হোক, মানুষের করের টাকা দিলে বৃহত্তর আন্দোলন, হুঁশিয়ারি শুভেনদুর। সিপিমের দায় তৃণমূল নেবে না, পাল্টা কুণাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -