West Bengal News Live : রাজারহাটের নারায়ণপুরে ভর সন্ধেয় খুন
West Bengal News Live: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
জল জমা নিয়ে এবার মেয়রের সঙ্গে মেয়র পারিষদের সংঘাত। ফিরহাদ হাকিমের সঙ্গে তারক সিংহর সংঘাত তুঙ্গে। 'সরকারি সিস্টেমই খারাপ, ফুটবলের মতো শুধু একে অপরকে পাস করে',শহরে জল জমা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ খোদ মেয়রের। প্রশ্ন তুললেন মেয়র পারিষদ তারক সিংহের ভূমিকা নিয়েও। আগামীকালই পদত্যাগ করব, প্রতিক্রিয়া তারকের।
যাদবপুরে রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রারকে খুনের হুমকি চিঠি। নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ ২ আধিকারিকের। ছাত্রমৃত্যুতে ধৃত সৌরভ চৌধুরীর হয়ে চিঠি। সৌরভের কোনও ক্ষতি হলে প্রাণনাশের হুমকি। ৫০৬ ধারায় মামলা রুজু করছে পুলিশ।
ভয়াবহ বিস্ফোরণে ৫ জনের মৃত্য়ুর পরও ফেরেনি হুঁশ? নৈহাটির দেবকে এখনও চলছে বাজি কারবার? এমনই অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা ও ব্য়ারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এখন আর সেখানে কোনও বাজির করবার হয় না। তৃণমূলের এই দ্বিমত নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে অবশেষে প্রচারে নামলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালী রায় (Mitali Roy)। ধুপগুড়ি উপনির্বাচনে প্রচারে এসে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে গোপন বৈঠক মিতালী রায়ের। গোসা করে থাকা তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালী রায়কে নিয়েই প্রচারে নামল মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)।
রাজারহাটের নারায়ণপুরে ভর সন্ধেয় খুন। দোষীদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ স্থানীয়দের। জলাশয় ভরাটের বিরুদ্ধে প্রতিবাদ করায় খুন, অভিযোগ মৃতের আত্মীয়ের। 'খুনের হুমকি দেওয়া হয়েছিল', অভিযোগ মৃতের পরিবারের।
দত্তপুকুরে বিস্ফোরণকাণ্ডে অর্জুন সিংহের সুরেই পুলিশের একাংশকে দায়ী করলেন সৌগত রায়। পুলিশের নীচুস্তরে অবহেলা ছিল, মন্তব্য় দমদমের তৃণমূল সাংসদের। যা নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
ধূপগুড়িতে প্রচারে গিয়ে ফের মোদি-মমতা সেটিং-তত্ত্ব নিয়ে নিশানা মহম্মদ সেলিমের (Md. Salim)। তিনি আরও বলেন, 'অনেক সাংসদ আছে, তাঁরা বিজেপির না তৃণমূলের কেউ জানে না । দুর্নীতি হলে ইডি-সিবিআই ডাকবে, আদালত বলবে কেন তদন্ত এগোচ্ছে না। রায়গঞ্জের এইমস মোদি-দিদি সেটিংয়ের কারণে কল্যাণীতে চলে গেছে। তৃণমূলে যারা পচে গেছে, তারাই দিল্লিতে গিয়ে বিজেপি হয়েছে। লুঠের টাকা বিজেপি ও তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে ঢুকেছে', ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূল-বিজেপিকে একযোগে আক্রমণ মহম্মদ সেলিমের।
তফশিলি সম্প্রদায়ভুক্ত আধিকারিককে হেনস্থার অভিযোগ। বিশ্বভারতীর উপাচার্য সহ ৪ আধিকারিকের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দিল বীরভূম থানার পুলিশ। আধিকারিক প্রশান্ত ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্যও আদালতে আবেদন পুলিশের। আগামী শনিবার সিউড়ি জেলা আদালতে এই মামলার শুনানি।
দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাট, রানাঘাট-কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ। অবরোধ করলেন সাধারণ মানুষ ও পাওয়ার লুমের শ্রমিকরা। দিনের অধিকাংশ সময় থাকছে না বিদ্যুৎ পরিষেবা থাকছে না বলে অভিযোগ। ব্যাহত হচ্ছে পাওয়ার লুমের কাজকর্ম, অভিযোগ তাঁতকলের শ্রমিকদের। রাস্তা অবরোধের কারণে তৈরি হয়েছে তীব্র যানজট।
নিউ ব্যারাকপুরে গেঞ্জির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নেভানোর চেষ্টায় দমকলের ৫টি ইঞ্জিন। আগুন লাগার কারণ ঘিরে ধোঁয়াশা
'অধীর চৌধুরী, মহম্মদ সেলিম বিজেপির দালালি করছেন, বাংলায় বিজেপির দুই ভাই, সিপিএম ও কংগ্রেস', ধূপগুড়িতে অধীর-সেলিমের সভার পর পাল্টা আক্রমণে কুণাল ঘোষ।
সামাজিক ভাতা প্রকল্পের ৭ লক্ষ টাকা গায়েব মালদা কালিয়াচক ১ নম্বর ব্লক দপ্তরের তহবিল থেকে টাকা তুলতে ৩২৯ জন মহিলাকে চিঠি কালিয়াচকের বিডিও-র। বিধবা ভাতা, বার্ধক্যভাতা দেওয়ার তিন বছর পর সেই টাকা ৭ দিনের মধ্যে ফেরত চাইলেন বিডিও শোরগোল মালদা প্রশাসনিক মহলে। নথি-বয়স যাচাই না করে লক ডাউনের সময় ঢালাও নাম পাঠানোয় বিপত্তি, খবর প্রশাসনিক সূত্রে।
সামাজিক ভাতা প্রকল্পের ৭ লক্ষ টাকা গায়েব মালদা কালিয়াচক ১ নম্বর ব্লক দপ্তরের তহবিল থেকে টাকা তুলতে ৩২৯ জন মহিলাকে চিঠি কালিয়াচকের বিডিও-র। বিধবা ভাতা, বার্ধক্যভাতা দেওয়ার তিন বছর পর সেই টাকা ৭ দিনের মধ্যে ফেরত চাইলেন বিডিও শোরগোল মালদা প্রশাসনিক মহলে। নথি-বয়স যাচাই না করে লক ডাউনের সময় ঢালাও নাম পাঠানোয় বিপত্তি, খবর প্রশাসনিক সূত্রে।
পঞ্চায়েত সমিতির উপ সমিতি গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদার গাজোল। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ব্লক অফিসে ধুন্ধুমার। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ পুলিশের।
বাঁকুড়ায় 'দুয়ারে সরকার' নিয়েও রাজনীতি? বিজেপির জেতা বুথে হচ্ছে না 'দুয়ারে সরকারে'র শিবির, অভিযোগ বিজেপির। বিডিও-র কাছে অভিযোগ দায়ের গেরুয়া শিবিরের। বিজেপির অভিযোগে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। বাঁকুড়ার জগদল্লা ২ নম্বর পঞ্চায়েতে ১৩টির মধ্যে ৪টি আসন পেয়েছে বিজেপি।
মুম্বইয়ে একমঞ্চে মমতা-রাহুল-ইয়েচুরি। ধূপগুড়িতে তৃণমূলের বিরুদ্ধে একজোট অধীর-সেলিম। ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে অধীর চৌধুরী, মহম্মদ সেলিম। বাম প্রার্থীর সমর্থনে প্রচারে প্রদেশ কংগ্রেস সভাপতি।
পঞ্চায়েত সমিতির উপ সমিতি গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদার গাজোল। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ব্লক অফিসে ধুন্ধুমার। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ পুলিশের।
রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও তীব্র। রাজ্যপাল আচার্য এবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজভবনের সিদ্ধান্তে শুরু বিতর্ক
আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। আচার্য কীভাবে উপাচার্যর ভূমিকায়, প্রশ্ন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।
স্থায়ী সরকারি অনুমোদন ছাড়াই কলকাতার উপকন্ঠেই ৩২ বছর ধরে চলছে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ! বিস্মিত বিচারপতি বিশ্বজিৎ বসু। ৩২ বছর ধরে চলছে বিবেকানন্দ পল্লী কিশোর ভারতী উচ্চ বিদ্যালয় ? কীভাবে সম্ভব? প্রশ্ন বিচারপতির
নিয়োগের দাবিতে এবার ধর্নায় বসলেন দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিক শিক্ষক চাকরিপ্রার্থী ম়ঞ্চের সদস্যরা। মেয়ো রোডে গান্ধীমূর্তির নীচে ৩দিনের ধর্না শুরু করলেন তাঁরা। অবিলম্বে প্রাথমিকে নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীদের এই ধর্না।
আজ প্রকাশ হচ্ছে না বিরোধী জোট 'ইন্ডিয়া'র লোগো । লোগোর ক্যাচলাইন 'দিল মাঙ্গে' নিয়ে আপত্তি একাধিক বিরোধী দলের, খবর সূত্রের। একটি বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনের সঙ্গে জড়িত শব্দবন্ধ 'দিল মাঙ্গে'য। সেই কারণেই আপত্তি একাধিক বিরোধী দলের।
আজ প্রকাশ হচ্ছে না বিরোধী জোট 'ইন্ডিয়া'র লোগো । লোগোর ক্যাচলাইন 'দিল মাঙ্গে' নিয়ে আপত্তি একাধিক বিরোধী দলের, খবর সূত্রের। একটি বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনের সঙ্গে জড়িত শব্দবন্ধ 'দিল মাঙ্গে'য। সেই কারণেই আপত্তি একাধিক বিরোধী দলের।
আজ প্রকাশ হচ্ছে না বিরোধী জোট 'ইন্ডিয়া'র লোগো । লোগোর ক্যাচলাইন 'দিল মাঙ্গে' নিয়ে আপত্তি একাধিক বিরোধী দলের, খবর সূত্রের। একটি বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনের সঙ্গে জড়িত শব্দবন্ধ 'দিল মাঙ্গে'য। সেই কারণেই আপত্তি একাধিক বিরোধী দলের।
মুম্বইয়ে একমঞ্চে মমতা-রাহুল-ইয়েচুরি। ধূপগুড়িতে তৃণমূলের বিরুদ্ধে একজোট অধীর-সেলিম। ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে অধীর চৌধুরী, মহম্মদ সেলিম। বাম প্রার্থীর সমর্থনে প্রচারে প্রদেশ কংগ্রেস সভাপতি।
বৈঠক ডেকেও সন্দিহান যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে সবপক্ষকে নিয়ে বৈঠকে উপাচার্য। ছাত্র-শিক্ষক-গবেষক-শিক্ষাকর্মীদের নিয়ে বৈঠক। কিন্তু বৈঠকের ফলাফল নিয়ে সন্দিহান উপাচার্য।
রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ভাবনা শিক্ষা দফতরের। আচার্য কীভাবে উপাচার্যর ভূমিকায়, প্রশ্ন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর
আজ থেকে শুরু হতে চলেছে দুয়ারে সরকারের আরও একটি শিবির। লক্ষ্য ৩৫টি সরকারি প্রকল্পের সুবিধা রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়া। ১ থেকে ১৬ সেপ্টেম্বর ও ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর, মোট দু'টি পর্যায়ে চলবে এই শিবির। সপ্তম দুয়ারে সরকার শিবিরে বার্ধক্যভাতার আবেদন করতে পারবেন রাজ্যের যেকোনও প্রবীণ। মুখ্যসচিব জানিয়েছেন, এবার চারটি নতুন পরিষেবা দুয়ারে সরকার শিবির থেকে পাওয়া যাবে।
আজ মুম্বইয়ে ইন্ডিয়া জোটের চূড়ান্ত বৈঠক। পর্যালোচনা বৈঠকে জোর আসন সমঝোতায়। নষ্ট করার সময় নেই, বার্তা মমতার। আজ লোগো প্রকাশ, দোসরা অক্টোবর অভিন্ন ন্যূনতম কর্মসূচি।
উপাচার্যহীন রাজ্যের বিশ্ববিদ্যালয়ে আপাতত রাজ্যপালই উপাচার্য। সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা সমাধানের কথা জানিয়ে বিবৃতি রাজভবনের। পড়ুয়ারা অভিযোগ জানাতে পারবেন রাজভবনের ইমেল, পিস রুমে। প্রয়োজনে রাজ্যপালের সঙ্গেও দেখা করা যেতে পারে, জানাল রাজভবন । ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির দায়িত্বে আপাতত রাজ কুমার কোঠারিয
পাথরপ্রতিমায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রীকে মারধর, শ্লীলতাহানি ও বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখার অভিযোগ। গতকালই ভাইরাল হয় মারধরের ভিডিও। ঘটনায় এক দম্পতিকে গ্রেফতার করল পুলিশ।
দুষ্কৃতীরা মাথায় বন্দুক ঠেকানোয় অ্য়ালার্ম বাজাতে পারেননি কর্মীরা। দাবি, পুরুলিয়ায় ডাকাতি হওয়া সোনার দোকানের
ম্যানেজারের। ডাকাতির তদন্তে জেলার পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত হল বিশেষ তদন্ত দল। দুষকৃতীদের চিহ্নিত করতে জেলার ঝাড়খণ্ড সীমানার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
অর্জুন সিংয়ের 'সুর' এবার শোনা গেল সৌগত রায়ের গলায়। দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনার পিছনে পুলিশের একাংশের দিকেই আঙুল তুললেন তৃণমূল সাংসদ। 'পুলিশের নিচু তলার অবহেলা ছিল'। 'আমরা আশা করি আর হবে না'। এমনটাই মন্তব্য করেছেন সৌগত রায়।
শুরু হয়ে গেল ২০২৪ এর সাগর মেলার প্রস্তুতি। কাকদ্বীপ মহকুমা প্রশাসনিক ভবনে বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও।
শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবে তাপমাত্রা। উত্তরবঙ্গে ক্রমশ কমবে বৃষ্টি।
পূর্ব মেদিনীপুরের তমলুকে সমবায় ব্যাঙ্কে চাকরির টোপ দিয়ে দলেরই নেতার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। চাকরি না হওয়ায় টাকা ফেরতের আশায় থানায় ছুটেছেন অভিযোগকারী শাসক-নেতা। এর মধ্য়ে বিজেপির ষড়যন্ত্র দেখছেন অভিযুক্ত। পাল্টা তোপ দেগেছে গেরুয়া শিবির।
দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্য়ুৎসহ হতে পারে বৃষ্টি। অন্যদিকে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বুধবার ভোরে দিল্লিতে সনিয়া গান্ধীর বাসভবন ১০ জনপথে প্রায় এক ঘণ্টা একান্তে বৈঠক করেন রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আনন্দবাজার পত্রিকায় এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই রাজ্য রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। এদিকে রাহুল-অভিষেক জুটি চমক দেখাবে বলে দু'বছর আগেই মন্তব্য করেছিলেন তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। অক্ষরে অক্ষরে মিলে গেল, তাঁর সেই ভবিষ্য়দ্বাণী। প্রতিক্রিয়া এসেছে বিজেপির তরফে।
মুম্বইয়ে ঘাসফুলের সঙ্গে হাতে হাত। আর বাংলায় সেই তৃণমূলের বিরুদ্ধেই এককাট্টা লড়াই। ধূপগুড়িতে ভোটপ্রচারে শুক্রবার একমঞ্চে দেখা যাবে অধীর চৌধুরী ও মহম্মদ সেলিমকে। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
মুম্বইয়ে ঘাসফুলের সঙ্গে হাতে হাত। আর বাংলায় সেই তৃণমূলের বিরুদ্ধেই এককাট্টা লড়াই। ধূপগুড়িতে ভোটপ্রচারে শুক্রবার একমঞ্চে দেখা যাবে অধীর চৌধুরী ও মহম্মদ সেলিমকে। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
প্রেক্ষাপট
- আজকের শিরোনাম
- আজ মুম্বইয়ে ইন্ডিয়া (INDIA Alliance) জোটের চূড়ান্ত বৈঠক। জোট বার্তা কংগ্রেস-তৃণমূলের। কংগ্রেসের এক্স হ্যান্ডলে মমতার (Mamata Banerjee) ছবি, তৃণমূলের পোস্টে রাহুল। সময় নষ্ট না করে ঝাঁপিয়ে পড়ার বার্তা তৃণমূলনেত্রীর।
- বিজেপিকে রুখতে কীভাবে আসন সমঝোতা? ৩০ তারিখের মধ্যে চূড়ান্ত করায় জোর কেজরিওয়ালের। যত সম্ভব বেশি আসনে একের বিরুদ্ধে এক প্রার্থীর পক্ষে মত সকলের।
- বিজেপিকে (BJP) চাপে রাখতে বিরোধীরা একজোট। মুম্বইয়ে নৈশভোজে পাশাপাশি মমতা-রাহুল-ইয়েচুরি। প্রকাশ হবে জোটের লোগো। পাল্টা বিজেপির বিক্ষোভ।
- মুম্বইয়ে জোটের বৈঠকের আগে মোদি-আদানি যোগ নিয়ে ফের আক্রমণে রাহুল। বিদেশে টাকা পাচারের বিস্ফোরক অভিযোগ।
- ক্লিনচিট দেওয়া সেবির অফিসারই এখন আদানি সংস্থার ডিরেক্টর। মুম্বইয়ে জোটের বৈঠকের আগে বিস্ফোরক রাহুল। আদানি গোষ্ঠীর চিনা বিজনেস পার্টনার নিয়েও সন্দেহ।
- ঘুরপথে শেয়ার কেনার অভিযোগ খারিজ আদানি গোষ্ঠীর। আস্থা আছে আইনে, কর্পোরেট পরিচালনায় স্বচ্ছতায় বিশ্বাসী। বিবৃতি দিয়ে দাবি।
- লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় হাইকোর্টে অভিষেক। ইডি-র তদন্ত ও তল্লাশি নজরে আনার দাবি। আর্জি গ্রহণের সম্ভাবনা খতিয়ে দেখা হবে, বললেন বিচারপতি।
- নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে আরও পুরসভা। কোন পদে, কীভাবে নিয়োগ?নিউ ব্যারাকপুর, পানিহাটি, কামারহাটি, ২ দমদম-সহ ১২টি পুরসভাকে একযোগে নোটিস।
- পুর দুর্নীতির তদন্তে সাঁড়াশি চাপ ইডির। ধৃত অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোনকেও নোটিস। নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা হিসাবরক্ষকের।
- যাদবপুরে অশান্তিতে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে চায় পুলিশ। কাজে বাধা দেওয়ার অভিযোগ। আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ যাদবপুর থানা।
- রানাঘাটে দুঃসাহসিক ডাকাতিতে এবার শক্তিগড় লিঙ্ক! কয়লা মাফিয়া খুনের পর বিহারের বৈশালীতে গা ঢাকা দিয়ে ফের রানাঘাটে ডাকাতি! চাঞ্চল্যকর দাবি পুলিশের।
- উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়ে আপাতত রাজ্যপালই উপাচার্য। পড়ুয়ারা অভিযোগ জানাতে পারবেন রাজভবনে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির দায়িত্বে আপাতত সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
- মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে পুজোর পরেই ছাত্র ভোট। হবে রাজনৈতিক প্রতীকে। তৃণমূল জমানার আইনেই সংশোধনী আনছে সরকার।
- শাসকের রোষ নিয়ে বিস্ফোরক রবীন্দ্রভারতীর অন্তর্বর্তী উপাচার্য, পাল্টা কটাক্ষ শিক্ষামন্ত্রীর।
- মহমেডান ম্যাচ দেখতে এসে গ্যালারিতেই হৃদরোগে সমর্থকের মৃত্যু। আর্মি ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে কলকাতা লিগে তুলকালাম। গ্যালারি থেকে ইটবৃষ্টি।
- রবিবার ডুরান্ড ফাইনালেও ডার্বির দামামা। ১ গোলে পিছিয়ে থেকেও এফসি গোয়াকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে মোহনবাগান। গোল দিলেন কামিংস-সাদিকু।
- আজ মুম্বইয়ে বিরোধীদের মেগা বৈঠক, এক মঞ্চে সনিয়া-মমতা। কংগ্রেসের পোস্টে মমতা, তৃণমূলের পোস্টে রাহুল! রাহুল-অভিষেক বৈঠকের পর আরও কাছাকাছি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -