WB News Live Updates: যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ, এসএসসি চেয়ারম্যানকে অপসারণের সুপারিশ হাইকোর্টের

Get the latest West Bengal News and Live Updates:করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে বিজেপির রাজ্য সভাপতি। বেহালায় সৌরভের বাড়িতে বোর্ড সভাপতির আরোগ্য কামনায় শুভেচ্ছাবার্তা ও ফল পাঠালেন মুখ্যমন্ত্রী।

abp ananda Last Updated: 10 Jan 2022 10:43 PM
West Bengal News Live : বৃষ্টির হাত থেকে ফসল কী ভাবে বাঁচানো যায়, তা কৃষকদের বোঝাতে উদ্যোগী হল রাজ্য কৃষি দফতর

এক করোনায় (Covid-19) রক্ষে নেই। তার উপর বৃষ্টির (Rainfall) ভ্রূকূটি। তাতে ঘুম উড়েছে হুগলির কৃষকদের (Potato Farmers)। এমন পরিস্থিতিতে, বৃষ্টির হাত থেকে ফসল কী ভাবে বাঁচানো যায়, তা কৃষকদের বোঝাতে উদ্যোগী হল রাজ্য কৃষি দফতর (West Bengal Agriculture Department)। মাইকিং করে সতর্কতামূলক প্রচার চালানোর পাশাপাশি ফসল রক্ষায় কী কী করণীয়, তা ধরে ধরে কৃষকদের বোঝানো হচ্ছে। লিফলেট বিলি করেও পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় তথ্য।

WB News Live : পুরভোট জল্পনার আবহে মুর্শিদাবাদে বিজেপি শিবিরে ফের ভাঙন

পুরভোট জল্পনার আবহে মুর্শিদাবাদে বিজেপি শিবিরে ফের ভাঙন। তৃণমূলে যোগ দিলেন মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক। পদ্ম ছেড়ে ঘাসফুলের পতাকা হাতে তুলে নিয়েছেন ডোমকলের টাউন বিজেপি সভাপতিও। আর এই দলবদল নিয়ে তরজায় জড়িয়েছে দুই শিবির।

West Bengal News Live : এসএসসি চেয়ারম্যানকে অপসারণের সুপারিশ হাইকোর্টের

এসএসসি চেয়ারম্যানকে অপসারণের সুপারিশ হাইকোর্টের। শিক্ষা দফতরকে চেয়ারম্যান অপসারণের বিষয় খতিয়ে দেখার নির্দেশ। চেয়ারম্যানের যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ সিঙ্গল বেঞ্চের। ভুলের মাশুল হিসেবে অপসারণের সুপারিশ হাইকোর্টের। এসএলএসটি নবম-দশম শ্রেণির নিয়োগে ভুলের দায়ে নির্দেশ। ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের।

WB News Live : গঙ্গাসাগর মেলার জন্য বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল

গঙ্গাসাগর মেলার জন্য বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। ১২ থেকে ১৭ জানুয়ারির মধ্যে চলবে ১২টি গ্যালপিং স্পেশাল ট্রেন। মেলা স্পেশাল ট্রেন থামবে ৬ স্টেশনে। বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্দাপুর, কাকদ্বীপে থামবে ট্রেন

West Bengal News Live : রাজ্যে একদিনে করোনা আক্রান্ত কমে ১৯ হাজার ২৮৬

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত কমে ১৯ হাজার ২৮৬। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ১৬জনের মৃত্যু। কলকাতায় একদিনে ৫ হাজার ৫৫৬জন সংক্রমিত, ৪জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে ৪ হাজার ২৯৭জন সংক্রমিত, ২ জনের মৃত্যু। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ১ হাজার ২৫৫জন সংক্রমিত, ৩জনের মৃত্যু। পূর্ব বর্ধমানে একদিনে ৬১৬জন করোনা আক্রান্ত, ২জনের মৃত্যু। পূর্ব বর্ধমানে একদিনে ১ হাজার ৮জন সংক্রমিত, ২জনের মৃত্যু। রাজ্যে গতকালের তুলনায় কমল করোনা টেস্টের সংখ্যাও। 

WB News Live : ভোট পিছোনোর দাবিতে মামলায় হাইকোর্টে কাল ফের শুনানি

নির্ঘণ্ট মেনে ২২ জানুয়ারিই হবে ৪ পুরসভার ভোট। হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন। কোভিড পরিস্থিতিতে নতুন গাইডলাইন জারি করা হয়েছে। অনলাইনে প্রচার, জমায়েতে রাশ টানা-সহ একাধিক পদক্ষেপ। তাই ভোট পিছোনোর কোনও পরিকল্পনা নেই। 
হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন। ভোট পিছোনোর দাবিতে মামলায় হাইকোর্টে কাল ফের শুনানি

West Bengal News Live : যুবককে পিটিয়ে খুন করার ঘটনায় চাঞ্চল্য

যুবককে পিটিয়ে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুরুলিয়া জেলার কাশিপুর থানা অন্তর্গত ভাটিন গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর,  মৃত যুবকের নাম বৃহস্পতি মাহাতো। বাড়ি থেকে প্রায় দেড়শ মিটার দূরে বাগানবাড়িতে তার রক্তাক্ত দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।

WB News Live : তৃণমূলে যোগ দেওয়ার পরেই বিষপান করা শিক্ষিকাদের বদলি বাতিল

তৃণমূলে যোগ দেওয়ার পরেই বিষপান করা শিক্ষিকাদের বদলি বাতিল। দূরের জেলায় বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিষপান। বদলির প্রতিবাদে বিষ খান শিশু-মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ৫ শিক্ষিকা। পরে ৫ শিক্ষিকা-সহ আন্দোলনকারীরা যোগ দেন তৃণমূলে। আজই ৫ শিক্ষিকা-সহ ৭জনের বদলি বাতিলের নির্দেশ।আবেদনের ভিত্তিতে বদলি বাতিল, দাবি সরকারি সূত্রে

West Bengal News Live : উলুবেড়িয়ায় খোঁজ নেই ১৮জন করোনা আক্রান্তের

সম্প্রতি উলুবেড়িয়া পুর এলাকায় ৮৪জন করোনা আক্রান্ত। ‘৮৪জনের মধ্যে ৬০জন হোম আইসোলেশনে, ৬জন হাসপাতালে’। ‘নিখোঁজ ১৮জন করোনা আক্রান্তের ঠিকানা, ফোন নম্বর ভুল’। ‘ভুল তথ্য দেওয়াতেই খোঁজ নেই ১৮জন করোনা আক্রান্তের’। ‘ভয় পাওয়ার কিছু নেই, পরিচয় গোপন করা ঠিক নয়’, করোনা আক্রান্তদের খোঁজ না পাওয়া নিয়ে মন্তব্য প্রশাসনের। 

WB News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হচ্ছে ‘ডক্টর্স অন হুইল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হচ্ছে ‘ডক্টর্স অন হুইল। দক্ষিণ ২৪ পরগনায় কাল থেকেই চালু হচ্ছে ‘ডক্টর্স অন হুইল। স্বাস্থ্য দফতরের সহযোগিতায় চালু হচ্ছে ‘ডক্টর্স অন হুইল। দক্ষিণ ২৪ পরগনার ৫টি ব্লকে ঘুরবেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। বিজ্ঞপ্তি জারি করে জানালেন দক্ষিণ ২৪ পরগনার সিএমওএইচ। 

West Bengal News Live : গঙ্গাসাগর মেলায় সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় হাইকোর্টে মামলা

পুণ্যার্থীদের অনেকেই বিধি মানছেন না, সুপারস্প্রেডার হবে গঙ্গাসাগর’ গঙ্গাসাগর মেলায় সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় হাইকোর্টে মামলা

WB News Live : চিকিৎসক কুণাল সরকারকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট অভিষেকের

চিকিৎসক কুণাল সরকারকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কুণাল সরকারের ট্যুইট রিট্যুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আপনার অভিভাবকত্ব আমাদের সবার কাছে অনুপ্রেরণা। চলুন সকলে মিলে একসঙ্গে লড়াই করি। প্রত্যেকের সুস্থতা নিশ্চিত করি’

West Bengal News Live : সারা দেশের সঙ্গে কলকাতাতেও দেওয়া হচ্ছে বুস্টার ডোজ

সারা দেশের সঙ্গে কলকাতাতেও দেওয়া হচ্ছে বুস্টার ডোজ। হাতিবাগানের একটি টিকাকেন্দ্র ঘুরে দেখলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ।

WB News Live : ২০২১-এর প্রাথমিকের টেটের ফল ঘোষণা, পাশ ৯ হাজার ৮৯৬ জন

প্রাথমিকের টেটে পাশ করেছেন ৯ হাজার ৮৯৬ জন’
‘২০২১-এর প্রাথমিকের টেটের ফল ঘোষণা’
‘মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪’
‘পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ৮৯ হাজার ,

West Bengal News Live : করোনা বিধিভঙ্গ করে প্রচারের অভিযোগে দিলীপের মিছিল রুখল পুলিশ

আসানসোলে পুরভোটের প্রচারে দিলীপ ঘোষ। করোনা বিধিভঙ্গ করে প্রচারের অভিযোগে মিছিল রুখল পুলিশ। পুলিশের সঙ্গে বচসা বিজেপি কর্মীদের।

West Bengal News Live : ২০২২ গঙ্গাসাগর মেলা কোভিড বিধি মেনে করার জন্যে তৎপর দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন

২০২২ গঙ্গাসাগর মেলা কোভিড বিধি মেনে করার জন্যে তৎপর দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের জন্য কোভিডের পরিস্থিতির কথা মাথায় রেখে কাকদ্বীপ ও নামখানা এই দুটি পয়েন্টে সেফহোম ও কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলেছে প্রশাসন।

WB Corona News Live : কোভিড হাসপাতাল হচ্ছে বালটিকুরি ইএসআই হাসপাতাল

কোভিড হাসপাতাল হচ্ছে বালটিকুরি ইএসআই হাসপাতাল
করোনার সংক্রমণ বাড়ায় ফের কোভিড হাসপাতালে পরিণত
ওমিক্রনের উপশাখার ৩টি ভাগ করলেন বিজ্ঞানীরা
‘ভারতে মিলেছে করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রনের ৩টি উপশাখা’
‘বাংলা, বিহারে বিএ.২, মহারাষ্ট্রে বিএ.১-এর সংক্রমণ’
ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি নিয়ে মনে করছেন বিজ্ঞানীরা

WB News Live : ‘গঙ্গাসাগর মেলার কমিটিতে কেন শুভেন্দু অধিকারী?’ আপত্তি জানিয়ে হাইকোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন রাজ্যের

গঙ্গাসাগর মেলা নিয়ে শুনানি শেষ, রায় দান স্থগিত
‘গঙ্গাসাগর মেলার কমিটিতে কেন শুভেন্দু অধিকারী?’
আপত্তি জানিয়ে হাইকোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন রাজ্যের
‘বিরোধী দলনেতাকে কমিটিতে রাখায় রাজনৈতিক রং যুক্ত হয়েছে’
‘রাজ্য সরকার কোনও রাজনৈতিক বিতর্ক চায় না’
‘কেউ রাজনৈতিক স্বার্থে গঙ্গাসাগর যাবেন, সেটাও ঠিক নয়’ 
কমিটিতে শুভেন্দুকে রাখার বিরুদ্ধে সওয়াল রাজ্য সরকারের
কমিটিতে রাখতে চিকিৎসকদের নামের প্রস্তাব একাধিক মামলাকারীর
‘আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে মেলা বন্ধ করুক’
‘পুণ্যার্থীদের অনেকেই বিধি মানছেন না, সুপারস্প্রেডার হবে গঙ্গাসাগর’
গঙ্গাসাগর মেলায় সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় হাইকোর্টে মামলা 
‘প্রচুর ভিড় হচ্ছে বলে অভিযোগ, নিয়ন্ত্রণে আনা রাজ্যের দায়িত্ব নয়?’
‘রাজ্যের পদক্ষেপে ভরসা করে মেলা বন্ধে সায় দেওয়া হয়নি’
রায় দান স্থগিত রেখে গঙ্গাসাগর মেলা নিয়ে মন্তব্য হাইকোর্টের

West Bengal News Live: রায়গঞ্জ শহরে অসচেতনতার ছবি,সকাল থেকে তত্পর পুলিশ-প্রশাসন

করোনার বাড়বাড়ন্ত সত্ত্বেও রায়গঞ্জ শহরে অসচেতনতার ছবি। সকাল থেকে তত্পর পুলিশ-প্রশাসন। রায়গঞ্জ শহর ও বিভিন্ন বাজারে চলল ব্যাপক ধরপাকড়। মাস্ক না পরায় ৩২ জনকে আটক করেছে পুলিশ। যদিও রায়গঞ্জ শহরে প্রতিদিনই মাইকে প্রচার চালাচ্ছে পুরসভা, পুলিশ ও ব্যবসায়ী সমিতি। তবু ফিরছে না হুঁশ।

WB News Live Updates: পাণ্ডবেশ্বর বাজারে কোভিড বিধি শিকেয়, অনেকেরই মুখে নেই মাস্ক

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বাজারে কোভিড বিধি শিকেয়। ভিড়ে ঠাসা বাজারে অনেকেরই মুখে নেই মাস্ক। ক্যামেরা দেখে কেউ মুখ ঢাকলেন গামছায়, কেউ নাকের ওপর টুপি চাপা দিলেন। কেউ বললেন, গরম লাগায় খুলে রেখেছেন মাস্ক। পুলিশের নজরদারি চোখে পড়েনি। এদিকে, পশ্চিম বর্ধমান জেলাজুড়ে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

West Bengal News Live: কলেজের অধ্যক্ষ, একাধিক কর্মীকে মারধর, কোপানোর চেষ্টার অভিযোগ, আটক হিসাবরক্ষক

কলেজের অধ্যক্ষ সহ একাধিক কর্মীকে মারধর করে কোপানোর চেষ্টার অভিযোগ।মারধর করে কোপানোর চেষ্টার অভিযোগ কলেজের হিসাবরক্ষকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে নহাটার যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে।অভিযুক্ত হিসাবরক্ষককে আটক করেছে পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে কলেজে উত্তেজনা ছড়িয়েছে

WB News Live Updates: করোনা সংক্রমণ ঠেকাতে আজ ও কাল বন্ধ বারুইপুর ব্লকের ১৯ গ্রাম পঞ্চায়েতের দোকান, বাজার

করোনা সংক্রমণ ঠেকাতে আজ ও কাল বন্ধ বারুইপুর ব্লকের ১৯টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত দোকান, বাজার। সকাল থেকে সব দোকান বন্ধ। খোলেনি বাজার। 
করোনা মোকাবিলায় রাজপুর-সোনারপুর পুরসভায় চারদিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। বৃহস্পতি-শুক্র বন্ধ ছিল পুর-এলাকার সমস্ত বাজার, দোকান। আজ ও কালও বন্ধ থাকবে রাজপুর-সোনারপুর পুরসভার সমস্ত বাজার। এদিন পুরসভার তরফে বাজারগুলিকে স্যানিটাইজ করা হয়

West Bengal News Live: বুস্টার ডোজ দেওয়াকে কেন্দ্র করে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশৃঙ্খলা

বুস্টার ডোজ দেওয়াকে কেন্দ্র করে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে চরম বিশৃঙ্খলা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও বুস্টার ডোজ মেলেনি বলে অভিযোগ ষাটোর্ধ্বদের। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। হাসপাতালের সুপারের কাছে গিয়ে অভিযোগ জানান ষাটোর্ধ্বরা। অব্যবস্থার দায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ঘাড়ে দায় চাপিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

WB News Live Updates: ক্যানিং মহকুমা হাসপাতালে করোনার থাবা, আজ থেকে বন্ধ সমস্ত অস্ত্রোপচার

ক্যানিং মহকুমা হাসপাতালে করোনার থাবা। আজ থেকে বন্ধ সমস্ত অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রে খবর, ১৪ জন চিকিত্সক ও নার্স, স্বাস্থ্য কর্মী মিলিয়ে ৪১ জন করোনা আক্রান্ত। ৪ জন অ্যানাস্থেটিস্টই কোভিড পজিটিভ। এর প্রভাব পড়েছে হাসপাতালের চিকিত্সা পরিষেবায়। এমনকি অস্ত্রোপচার করে প্রসবও বন্ধ রাখা হয়েছে বলে ক্যানিং হাসপাতালের সুপার জানিয়েছেন

West Bengal News Live: রাজ্যে মাদক তৈরির কারখানার হদিশ,বর্ধমান শহরে উদ্ধার প্রায় ৬৫ কোটি টাকার হেরোইন, গ্রেফতার ৬

রাজ্যে এবার মাদক তৈরির কারখানার হদিশ। বর্ধমান শহরে উদ্ধার প্রায় ৬৫ কোটি টাকার হেরোইন। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। ধৃতদের মধ্যে ২ জন ওড়িশা ও ২ জন মণিপুরের বাসিন্দা।

WB News Live Updates: এবার বদলির সুযোগ পাবেন রামকৃষ্ণ মিশনের স্কুল শিক্ষকরাও

এবার বদলির সুযোগ পাবেন রামকৃষ্ণ মিশনের স্কুল শিক্ষকরাও।স্কুল সার্ভিস কমিশন মারফত নিযুক্ত শিক্ষক, শিক্ষাকর্মীরা এই বদলির আওতায় পড়বেন। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য স্কুল শিক্ষা দফতর।

West Bengal News Live: শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগ, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগ। রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। নেতাই, বাঁকুড়া, কাঁথিতে শুভেন্দুর নিরাপত্তা ‘বিঘ্নিত’.
‘জেড ক্যাটিগরির নিরাপত্তা সত্ত্বেও কেন সফরসূচি বাধাপ্রাপ্ত?’প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী

WB News Live Updates: গঙ্গাসাগর মেলার রায় পুনর্বিবেচনার একাধিক আর্জি হাইকোর্টে

গঙ্গাসাগর মেলার রায় পুনর্বিবেচনার একাধিক আর্জি। ‘৩ সদস্যের কমিটিতে শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তি’,রায় পুনর্বিবেচনার আবেদন রাজ্যের
গঙ্গাসাগর মেলার ৩ সদস্যের নজরদারি কমিটি নিয়ে আরও প্রশ্ন। বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের আর্জি,। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ, তিনটি মামলা দায়েরের অনুমতি চাইলেন ৩ আইনজীবী।দুপুর ২টোয় মামলার শুনানি

West Bengal News Live: করোনা মোকাবিলায় ক্যানিংয়ে আজ থেকে টানা চারদিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত

করোনা মোকাবিলায় ক্যানিংয়ে আজ থেকে টানা চারদিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্লক প্রশাসন ও ব্যবসায়ী সমিতি। এরপরেও খোলা ছিল বেশ কিছু দোকান। খবর পেয়ে পথে নামেন ক্যানিং পূর্বের বিধায়ক পরেশরাম দাস। বিধায়ক নিজেই সেই সমস্ত দোকানের শাটার নামিয়ে দেন।

WB News Live Updates: করোনা আক্রান্ত বিজেপি রাজ্য সভাপতিকে ফোন মুখ্যমন্ত্রীর

করোনা আক্রান্ত বিজেপি রাজ্য সভাপতিকে ফোন করে শারীরিক কুশল জানতে চাইলেন মুখ্যমন্ত্রী। তাঁদের মধ্যে কয়েক মিনিট কথা হয়। খবর সূত্রের। গতকাল সুকান্ত মজুমদারের RT-PCR টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতাব সূত্রে খবর, তাঁর হালকা সর্দি-কাশি রয়েছে। তবে জ্বর নেই। ঢাকুরিয়া আমরি হাসপাতালের কোভিড ওয়ার্ডে আইসোলেশনে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।

West Bengal News Live: কোলে মার্কেটে ব্যাপক ধরপাকড়, মাস্ক না পরলেই ঢুকিয়ে দেওয়া হচ্ছে গার্ডরেল দিয়ে তৈরি এনক্লোজারে

কলকাতায় ঝড়ের গতিতে বাড়ছে করোনা। তারপরেও ফিরছে না হুঁশ। কোলে মার্কেটে ব্যাপক ধরপাকড় শুরু করল পুলিশ। মাস্ক না পরলেই ঢুকিয়ে দেওয়া হচ্ছে গার্ডরেল দিয়ে তৈরি এনক্লোজারে।

WB News Live Updates:রায়গঞ্জ শহরে অসচেতনতার ছবি, সকাল থেকে তত্পর পুলিশ-প্রশাসন

করোনার বাড়বাড়ন্ত সত্ত্বেও রায়গঞ্জ শহরে অসচেতনতার ছবি। সকাল থেকে তত্পর পুলিশ-প্রশাসন। রায়গঞ্জ শহর ও বিভিন্ন বাজারে চলল ব্যাপক ধরপাকড়। মাস্ক না পরায় ৩২ জনকে আটক করেছে পুলিশ। যদিও রায়গঞ্জ শহরে প্রতিদিনই মাইকে প্রচার চালাচ্ছে পুরসভা, পুলিশ ও ব্যবসায়ী সমিতি। তবু ফিরছে না হুঁশ।

West Bengal News Live: করোনা ঠেকাতে ঝাড়গ্রাম শহরে একদিনের কড়া বিধিনিষেধ

করোনা ঠেকাতে ঝাড়গ্রাম শহরে একদিনের কড়া বিধিনিষেধ জারি। পুরসভা এলাকায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। আক্রান্ত ঝাড়গ্রামের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার-সহ স্বাস্থ্য দফতরের আধিকারিক, চিকিত্সক ও স্বাস্থ্য কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ঝাড়গ্রাম পুর-এলাকায় সমস্ত দোকান, বাজার, যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

WB News Live Updates: করোনা আক্রান্ত আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার

করোনা আক্রান্ত আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। ৬ জানুয়ারি তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। রিষড়ার বাড়িতেই আইসোলেশনে রয়েছেন আরামবাগের তৃণমূল সাংসদ।

West Bengal News Live: হোম আইসোলেশনের নিয়ম বদল করল রাজ্য স্বাস্থ্য দফতর

কেন্দ্রের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার হোম আইসোলেশনের নিয়ম বদল করল রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, হোম আইসোলেশন অথবা কোভিড কেয়ার সেন্টারে চিকিত্সাধীন মৃদু উপসর্গ থাকা করোনা রোগীদের ক্ষেত্রে পজিটিভ রিপোর্ট আসার পর ৭ দিন আইসোলেশনে থাকতে হবে। এর মধ্যে টানা তিন দিন জ্বর না এলে ৭ দিনেই আইসোলেশন শেষ হয়ে যাবে। ৭ দিন আইসোলেশনের পর উপসর্গহীনদের দ্বিতীয়বার পরীক্ষাও করাতে হবে না। মৃদু উপসর্গ ছাড়াও যাদের কোমর্বিডিটি রয়েছে, তাদের ক্ষেত্রে অক্সিজেনের সাহায্য ছাড়া পরপর ৩ দিন স্যাচুরেশনের মাত্রা ৯৩ শতাংশের বেশি হলে ৭ দিন পরই শেষ হয়ে যাবে আইসোলেশন। তবে যে সমস্ত করোনা রোগীদের অক্সিজেনের সাহায্য প্রয়োজন, তাদের ক্ষেত্রে আইসোলেশন কবে শেষ হবে, তা স্থির করবেন চিকিত্সকরা।

WB News Live Updates: লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ,কাঁথির সুপার মার্কেটে নিয়ম ভাঙার ছবি

লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। তা সত্ত্বেও হুঁশ ফেরেনি বহু মানুষেরই। পূর্ব মেদিনীপুরের কাঁথির সুপার মার্কেটে দেখা গেল নিয়ম ভাঙার ছবি। একই অবস্থা পুরুলিয়ার আদ্রা বাজারেও। সব জায়গাতেই নিয়ম ভাঙা মানুষদের হাতিয়ার অজুহাত

West Bengal News Live: বেলদায় ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা, আহত ৬ বাসযাত্রী

বেলদার বাখরাবাদে ৬০ নম্বর জাতীয় সড়কে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা। পিছনে আসা বাসের ধাক্কায় নয়ানজুলিতে পড়ে যায় পুরী থেকে ময়নাগামী বেসরকারি বাস। ভোর সাড়ে ৫টা নাগাদ দুর্ঘটনা ঘটে। ময়নাগামী বাসের ৬ জন যাত্রী আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

WB News Live Updates: শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা, আজ থেকে ফের রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি

শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। পৌষ সংক্রান্তির আগে আজ থেকে ফের রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি। চলবে শুক্রবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বুধ থেকে শুক্র, কলকাতায় বৃষ্টি হতে পারে।

West Bengal News Live: পুরুলিয়ার বরাবাজারে হুমকি পোস্টার উদ্ধার ঘিরে শুরু শোরগোল

পুরুলিয়ার বরাবাজারে হুমকি পোস্টার উদ্ধার ঘিরে শুরু হয়েছে শোরগোল। পোস্টারে কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশে দেওয়া হয়েছে হুমকি। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কারা পোস্টার দিল তার তদন্ত চলছে, জানিয়েছে পুলিশ।

WB News Live Updates: জামুরিয়ায় মাস্ক পরতে বলায় পুলিশের কলার ধরে ধস্তাধস্তি!

মাস্ক পরতে বলায় একেবারে দক্ষযজ্ঞ! পুলিশের কলার ধরে ধস্তাধস্তি এক ব্যক্তির। ভাইরাল ভিডিও। জামুরিয়া থানার শ্রীপুর বাজার এলাকার ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

West Bengal News Live: পটাশপুরে শুভেন্দু অধিকারীকে ঘিরে গো ব্যাক স্লোগান

পটাশপুরে শুভেন্দু অধিকারীকে ঘিরে গো ব্যাক স্লোগান। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সৌজন্যের রাজনীতি হারিয়েছে শাসক দল, আক্রমণ বিধানসভার বিরোধী দলনেতার। দলের কোনও সম্পর্ক নেই, পাল্টা জবাব তৃণমূলের।

প্রেক্ষাপট

কলকাতা:  বাংলায় (West Bengal) একদিনে করোনা (Coronavirus) আক্রান্ত ২৪ হাজার পার। ২৪ ঘণ্টায় ২৯ শতাংশ বাড়ল সংক্রমিতের সংখ্যা।  কলকাতায় (Kolkata) একদিনে সংক্রমণ ৯ হাজারের দরজায়।


দেশে এক লক্ষ ষাট হাজারের দরজায় দৈনিক সংক্রমণ। প্রায় ১৫ শতাংশ বাড়ল দৈনিক মৃত্যু। মিলেছে করোনার ভ্যারিয়েন্ট ডেল্টাক্রন, দাবি সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের।


 কোভিড প্রতিরোধে কড়া অভিষেক, সুফল ডায়মন্ড হারবারের। নেমেছে পজিটিভিটি রেট। প্রথম ডোজ পেয়েছেন ১০০ শতাংশ, দ্বিতীয় ডোজ ৮৩ শতাংশ। র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে জোর।


প্রচারে বিধিভঙ্গের অভিযোগ তৃণমূল-বিজেপির বিরুদ্ধে। চন্দননগরে ধৃত বিজেপির বিধায়ক, পরে জামিনে মুক্ত। বিধাননগরে মাস্ক ছাড়াই জনসংযোগে তৃণমূল প্রার্থী।


করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে বিজেপির রাজ্য সভাপতি। বেহালায় সৌরভের বাড়িতে বোর্ড সভাপতির আরোগ্য কামনায় শুভেচ্ছাবার্তা ও ফল পাঠালেন মুখ্যমন্ত্রী।


 শহরে বাড়ছে করোনা সংক্রমণ। থানায় না এসে মেসেজের ভিত্তিতেই হোয়াটসঅ্যাপে অভিযোগ দায়ের করা নিয়ে সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। নির্দেশ দিল লালবাজার।


শান্তনু ঠাকুরের বনগাঁর বাড়িতে জয়প্রকাশ, সায়ন্তনদের বৈঠক ঘিরে জল্পনা। দলে মতুয়া প্রতিনিধিত্ব নিয়ে আজ দিল্লি গিয়ে সরব হতে পারেন শান্তনু। বৈঠকের সম্ভাবনা মোদির সঙ্গেও।


মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। হামলা ৭-৮ জন বাইক আরোহী দুষ্কৃতীর। কারখানায় বিবাদের জেরে হামলা, অনুমান পুলিশের। 


 বকখালিতে সমুদ্রের পাড়ে জঙ্গলে গাছ থেকে ঝুলছে বাবা-মা ও ছেলের দেহ। আর্থিক তছরুপের অভিযোগ নিয়ে অশান্তির জেরে আত্মঘাতী তিনজন, অনুমান গোয়েন্দাদের।


 আনন্দপুরের নোনাডাঙায় অটোচালককে খুনের অভিযোগ। রাস্তার ধারে মিলল রক্তাক্ত মৃতদেহ। মৃতের পরিচিত এক ব্যক্তি খুনের অভিযোগে গ্রেফতার। এলাকায় উত্তেজনা।


কোচবিহারের পর মালদা। অশান্ত ভারত-বাংলাদেশ সীমান্ত।বিএসএফের গুলিতে গরু পাচারকারীর মৃত্যু। বাংলাদেশ থেকে আসা দুষ্কৃতীর হামলা ঠেকাতে গুলি, দাবি বিএসএফের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.