West Bengal News Live Updates: ফেসবুক পোস্ট ঘিরে রণক্ষেত্র বেলডাঙা, ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ
West Bengal Live News: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...
ফেসবুক পোস্ট ঘিরে রণক্ষেত্র বেলডাঙা। ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ। পরে থানার সামনে বিক্ষোভ। থানা লক্ষ্য করে ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ার গ্যাস। বেশ কিছুক্ষণ এলাকায় তৈরি হয় যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে কেন্দ্রের সাহায্য নিন, রাজ্য সরকারের উদ্দেশ্যে খোঁচা শুভেন্দু অধিকারীর ।
রণক্ষেত্র হাওড়া, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল প্রশাসন। সোমবার সকাল ৬টা পর্যন্ত হাওড়া জেলায় ইন্টারনেট বন্ধ
‘পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক’। ‘আধা সেনা মোতায়েন করা দরকার’। বিরোধী দলনেতার চিঠি পোস্ট করে ট্যুইট রাজ্যপালের। ‘রাত ১০টায় মুখ্যসচিবের সঙ্গে এবিষয়ে আলোচনা করব’। বিরোধী দলনেতার চিঠি পোস্ট করে ট্যুইট রাজ্যপালের
অবরোধ-বিক্ষোভে অগ্নিগর্ভ হাওড়া, বিঘ্নিত রেল পরিষেবা। হাওড়া-খড়গপুর শাখায় রেল পরিষেবায় বিঘ্ন, চরমে যাত্রী দুর্ভোগ । বাতিল হাওড়া-ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেস, হাওড়া-আদ্রা শিরোমণি এক্সপ্রেস, বাতিল হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস, হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস, বাতিল হাওড়া-দিঘা স্পেশাল, শালিমার-পুরী এক্সপ্রেস,
আপ-ডাউন মিলিয়ে ৩০টি লোকাল ট্রেন বাতিল। কাল বাতিল টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস, আদ্রা-হাওড়া শিরোমণি এক্সপ্রেস। কাল বাতিল পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, ভদ্রক-হাওড়া এক্সপ্রেস। রুট পরিবর্তন: হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস। রুট পরিবর্তন: হাওড়া-মুম্বই সাপ্তাহিক এক্সপ্রেস।
রণক্ষেত্র হাওড়া, গ্রামীণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ। সোমবার সকাল ৬টা পর্যন্ত হাওড়া গ্রামীণে ইন্টারনেট বন্ধ। হাওড়া গ্রামীণে ইন্টারনেট পরিষেবা বন্ধ করল সরকারের।
পার্ক সার্কাসে এলোপাথাড়ি গুলি, মৃত্যু ২ জনের। গুলিবিদ্ধ হয়ে মহিলার মৃত্যুর পর আত্মঘাতী পুলিশকর্মী। আত্মঘাতী পুলিশকর্মী চোডুপ লেপচার বাড়ি কালিম্পঙের ললাইয়ে। বাবার মৃত্যুর পর তাঁর চাকরি পান ছেলে চোডুপ লেপচা।
মুখ্যসচিবকে রাতের মধ্যেই তলব করে ট্যুইট রাজভবনের। পার্ক সার্কাসের গুলির প্রসঙ্গ উল্লেখ করে উদ্বেগপ্রকাশ রাজ্যপালের। আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যসচিবের কাছে তথ্য চেয়ে তলব রাজ্যপালের।
বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের জেরে, রোষ গিয়ে পড়ল দলের পার্টি অফিসের উপরেও। পাঁচলা ও উলুবেড়িয়ায় আগুন ধরিয়ে দেওয়া হয় বিজেপির অফিসে।
‘গতকাল থেকে রাজ্যে যা ঘটনা ঘটছে, তা উদ্বেগের। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিন মুখ্যমন্ত্রী।’ মুখ্যসচিবকে রাতের মধ্যেই তলব করে ট্যুইট রাজভবনের।
রাত ১০টার মধ্যে মুখ্যসচিবকে রাজভবনে তলব। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল।
একাধিক জায়গায় বিক্ষোভ, পথ অবরোধ। তীব্র গরমের মধ্যে অবরোধে আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হতে হল বহু মানুষকে।
সলপে কোনা এক্সপ্রেসওয়েতে ৮ কিমি লম্বা গাড়ির সারি। রণক্ষেত্র উলুবেড়িয়া, ধূলাগড়। পুলিশের গাড়ি, কিয়স্কে আগুন।
দিল্লির বিজেপি নেত্রীর পয়গম্বর সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরোধিতায় আজও হাওড়ার বিভিন্ন জায়গায় প্রতিবাদ-অবরোধ ঘিরে উত্তেজনা। রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার ধূলাগড়। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।
আহত মহম্মদ বসির আলম, বাড়ি কলিন স্ট্রিটে। বাইকে করে যাওয়ার সময় ব্যবসায়ী বসির আলমের ডান হাতে গুলি। চিত্তরঞ্জন হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএমে।
পার্ক সার্কাসে গুলিবিদ্ধ হয়ে মৃত হাওড়ার দাসনগরের রিমা সিংহ। সার্কাস অ্যাভিনিউ থেকে লোয়ার রেঞ্জ রোডে যাওয়ার সময় গুলিবিদ্ধ। আহত ছাত্র মহম্মদ সরফরাজ, বাড়ি আলিমুদ্দিন স্ট্রিটে। রাস্তা দিয়ে যাওয়ার সময় মহম্মদ সরফরাজের বাঁ হাতে গুলি।
পার্ক সার্কাসে এলোপাথাড়ি গুলি, ২ জনের মৃত্যু। গুলিবিদ্ধ হয়ে মহিলার মৃত্যুর পর আত্মঘাতী পুলিশকর্মী। পার্ক সার্কাসে গুলিবিদ্ধ হয়ে মৃত হাওড়ার দাসনগরের রিমা সিংহ।
আহত ২ জন কলকাতার বাসিন্দা।
ভরদুপুরে এসএলআর থেকে এলোপাথাড়ি গুলি পুলিশকর্মীর। অ্যাপ নির্ভর বাইকে যাওয়ার সময় হঠাৎ গুলি, মহিলার মৃত্যু। নিহত পুলিশকর্মী কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর কনস্টেবল। ডিপ্রেশনে ছিলেন আত্মঘাতী পুলিশকর্মী, খবর সূত্রের।
বাংলাদেশ ডেপুটি হাই কমিশন থেকে ৫০ মিটার দূরত্বে এলোপাথাড়ি গুলি। সদ্য ছুটি থেকে ফিরে কাজে যোগ দিয়েছিলেন ওই পুলিশকর্মী, দাবি সহকর্মীদের।
পার্ক সার্কাসে বাংলাদেশ হাই কমিশনের কাছে এলোপাথাড়ি গুলি, ২জনের মৃত্যু। পার্ক সার্কাসে মহিলাকে গুলি চালিয়ে খুনের পরে আত্মঘাতী পুলিশকর্মী। পুলিশকর্মীর এলোপাথাড়ি গুলিতে আহত আরও ১, দাবি প্রত্যক্ষদর্শীদের।
পার্ক সার্কাসে এলোপাথাড়ি গুলিতে ২ জনের মৃত্যু। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে পুলিশের গুলিতে ১ মহিলার মৃত্যু। পরে গুলি চালিয়ে আত্মঘাতী ওই পুলিশকর্মী
১০ থেকে ১৫টি গুলি চলেছে, দাবি প্রত্যক্ষদর্শীদের। ডেপুটি হাইকমিশন থেকে ৫০ মিটার দূরত্বে গুলি। আহত হয়ে থাকতে পারেন আরও ১ জন, দাবি প্রত্যক্ষদর্শীদের
পূর্ব মেদিনীপুরের এগরায় আগুনে পুড়ল বিপুল পরিমাণ চিনে বাদাম। কারা আগুন লাগাল তা নিয়ে সন্দিহান বাদামচাষিরা।এবার থেকে তাঁরাই রাত পাহারা দেবেন বলে জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
উচ্চ মাধ্যমিক ২০২২ সালের ফল প্রকাশ্যে (HS 2022 Results)। মেধাতালিকায় (Merit List) জায়গা করে নিয়েছেন ২৭২ জন পরীক্ষার্থী। তৃতীয় স্থানে জায়গা করে অভীক দাস (Abhik Das)। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশনের ছাত্র তিনি। পরীক্ষার ফল নিয়ে কী প্রতিক্রিয়া তাঁর? মাধ্যমিকে দ্বিতীয় স্থানে ছিলেন অভীক। এরপর উচ্চ মাধ্যমিকে তৃতীয় তিনি। অভীকের কথায়, 'মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে আবারও স্থান করতে পেরেছি তাতে ভীষণ আনন্দ হচ্ছে। মাধ্যমিকে স্ট্যান্ড করার পর উচ্চ মাধ্যমিকে আরও বেশি পরিশ্রম করেছি। ফলে মনে করি যা সিলেবাস সেই অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করলে নিশ্চয়ই ভাল রেজাল্ট হবে।টেক্সট বইগুলোতে খুঁটিয়ে পড়তাম।'
সেনায় যোগ দিতে চান উচ্চমাধ্যমিকে অষ্টম স্থানাধিকারী সৌভিক
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবছর প্রথম দশে রয়েছেন ২৭২ জন। ৪৯৮ নম্বর পেয়ে প্রথম স্থান পেয়েছেন কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের অদিশা দেবশর্মা। দ্বিতীয় স্থানাধিকারী সায়নদীপ সামন্ত পেয়েছেন ৪৯৭ নম্বর। তিনি পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের ছাত্র। ৪৯৬ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন চার জন। তাঁদের মধ্যে রয়েছেন পাঠভবনের রহিন সেন। হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র সোহম দাস। কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশনের অভীক দাস। পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের ছাত্র পরিচয় পারি।
এ বছর উচ্চ মাধ্যমিকে যুগ্মভাবে চতুর্থ হয়েছেন আরামবাগ গার্লস হাইস্কুলের ছাত্রী তিতলি বন্দ্যোপাধ্যায়। তিনি পেয়েছেন ৪৯৫ নম্বর।
৪৯৮ পেয়ে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় প্রথম কোচবিহারের অদিশা দেবশর্মা। দ্বিতীয় পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত পেয়েছে ৪৯৭। ৪৯৬ নম্বর পেয়ে তৃতীয় স্থানে আছে তিনজন পড়ুয়া।
এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৮৮.৪৪ শতাংশ। ছাত্রদের পাসের হার ৯০.১৯ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৮৬. ৯৮ শতাংশ।
৪৯৬ পেয়ে উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছে ৪ জন। উচ্চ মাধ্যমিকে যুগ্ম তৃতীয় রহিন সেন। উচ্চ মাধ্যমিকে তৃতীয় হুগলি কলেজিয়েট স্কুলের সোহম দাস। উচ্চ মাধ্যমিকে যুগ্ম তৃতীয় কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউটের অভীক দাস। উচ্চ মাধ্যমিকে তৃতীয় পশ্চিম মেদিনীপুরের পরিচয় পারি। প্রথম দশে ১৪৪ জন ছাত্র, ১২৮ জন ছাত্রী। ৪৯৫ পেয়ে চতুর্থ হয়েছে ৮ জন। চতুর্থ স্থানাধিকারীদের মধ্যে তিনজন পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী বিদ্যায়তনের।
সকাল থেকে অনলাইন রেজাল্ট দেখুন wb12.abplive.com-এ
উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখুন - https://wb12.abplive.com
উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছে ৪ জন
উচ্চ মাধ্যমিকে যুগ্ম তৃতীয় রহিন সেন
উচ্চ মাধ্যমিকে তৃতীয় হুগলি কলেজিয়েট স্কুলের সোহন দাস
উচ্চ মাধ্যমিকে যুগ্ম তৃতীয় কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউটের অভীক দাস,
উচ্চ মাধ্যমিকে তৃতীয় পশ্চিম মেদিনীপুরের পরিচয় পারি
‘প্রথম দশে ১৪৪ জন ছাত্র, ১২৮ জন ছাত্রী’>>
উচ্চ মাধ্যমিকে প্রথম অদিশা দেবশর্মা
দিনহাটা শনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী অদিশা
পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত উচ্চ মাধ্যমিকে দ্বিতীয়
উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছে ৪ জন
উচ্ মাসোহন দাস, হুগলি কলেজিটে স্কুল
অভীক
কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন
পিরিচয় পারি
উচ্চমাধ্যমিকে প্রথম অদিশা দেবশর্মা, দ্বিতায় সায়নদীপ সামন্ত
এ বছর মোট পরীক্ষা দিয়েছেন ৭,২০, ৮৬২ জন, এ বছর পাশ করেছেন ৬,৩৬,৮৭৫ জন,
পাসের হার ৮৮.৪৪ শতাংশ ২ মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা-সহ ৭টি জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি
অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের নিউটাউনে তিনটি ফ্ল্যাটের হদিশ পেয়েছে সিবিআই। তিনটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গয়না, প্রচুর জমির দলিল উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নিউটাউনের তিনটি ফ্ল্যাটের মধ্যে ২টি রয়েছে সায়গলের স্ত্রীর নামে, আর একটি পরিচারিকার নামে। সায়গলের স্ত্রী প্রাথমিক স্কুলের শিক্ষিকা। সিবিআই সূত্রে দাবি, সায়গলের যে সব সম্পত্তির হদিশ মিলেছে, তার বেশিরভাগই মা ও স্ত্রীর নামে। তাছাড়াও বেনামে আত্মীয় ও পরিচারিকার নামেও সম্পত্তির হদিশ মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি।
নদিয়ার রানাঘাট গেদে শাখায় তারকনগর হল্ট স্টেশনে মতুয়াদের অবরোধের জেরে আটকে পড়ে বাংলাদেশগামী মৈত্রী এক্সপ্রেস। রেলগেটের দাবিতে আজ সকাল সাড়ে ৭টা নাগাদ অবরোধ শুরু হয়। ওই লাইনে বেশ কয়েকটি ট্রেন অবরোধের জেরে দাঁড়িয়ে পড়ে। মৈত্রী এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ে কল্যাণীতে। পরে ৯টা ৪০ নাগাদ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
গভীররাতে বহরমপুরে শ্যুটআউটের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। গতকাল গভীর রাতে খাগড়া শ্মশানঘাটে একটি পুজোকে কেন্দ্র করে একদল যুবকের নিজেদের মধ্যে বিবাদে গুলি চলে। গুলিতে চন্দন ডোম নামে এক যুবক আহত হয়েছেন। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
উত্তরবঙ্গে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গে এবার বিলম্বে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত তিন-চারদিন দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ নেই। সাধারণত কলকাতায় বর্ষা আসে ১১ই জুন। আবহবিদদের অনুমান সত্যি হলে, এবছর নির্ধারিত সময়ের পরেই দক্ষিণবঙ্গে বর্ষা আসবে। তবে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের ৩ জেলা, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
নার্সের চাকরি পাওয়ায় অন্যতম চক্র চাঁদ মহম্মদ শেখকে গ্রেফতার করল কেতুগ্রাম থানা পুলিশ । মুর্শিদাবাদের সালার স্টেশন থকে গিরেফতার করা হয়। দাবি, এই চাঁদ মহম্মদ শেখই দু’জন দুষ্কৃতীকে টাকার বিনিময়ে যুক্ত করেছিল। ঘটনার পরিকল্পনাও করেছিব চাঁদ মহম্মদ শেখ। অভিযুক্ত যুক্ত স্বামী শের মহম্মদ শেখের মাসতুতো ভাই এই চাঁদ মহম্মদ শেখ। চাঁদ মহম্মদ শেখ WBCS এর কোচিং নিচ্ছিলেন।
আজ আসানসোলে সিবিআই আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। সকালেই নিজাম প্যালেসের দফতর থেকে বেরিয়ে সায়গলকে নিয়ে আসানসোলের উদ্দেশে রওনা দিয়েছে সিবিআইয়ের টিম। গতকাল গরু পাচার মামলায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করে সিবিআই।
আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। বেলা ১২টা থেকে মিলবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। রোল নম্বর দিলেই জানা যাবে রেজাল্ট।
নার্সিংয়ের চাকরির স্বপ্নপূরণে রেণুর পাশে মুখ্যমন্ত্রী। নিজের জেলাতেই পেলেন চাকরি। সরকারি চাকরি পাওয়ায়, রেণুর ডান হাতের কব্জি থেকে কেটে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর স্বামীর বিরুদ্ধে। ধৃতকে জেরা করে আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তোলা দিতে অস্বীকার করায়, উত্তর ২৪ পরগনার খড়দায়, রেশন ডিলারের পরিবারে হামলার অভিযোগ। হামলাকারী নিজেকে তৃণমূল নেতা পরিচয় দেন বলে দাবি। মারধরে আহত পরিবারের একাধিক সদস্য। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রেশন ডিলার।
ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনের কিনারা। গ্রেফতার ৩। পুলিশ সূত্রে দাবি, খুনের মাস্টারমাইন্ড নিহত গুজরাতি দম্পতির মেজ জামাইয়ের দূর সম্পর্কের এক আত্মীয়। সে ভিনরাজ্যে পালিয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ
প্রেক্ষাপট
কলকাতা: গরুপাচারকাণ্ডে (Cow Smuggling) সিবিআইয়ের (CBI) জালে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী সায়গল হোসেন। ম্যারাথন জেরার পরে গ্রেফতার। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ।
দেহরক্ষী ধরা পড়েছে, মাথাদের খুঁজে বের করুক সিবিআই (CBI)। অনুব্রতর (Anubrata Mondal রক্ষী গ্রেফতারে দাবি বিরোধীদের। চক্রান্তের অংশ কিনা দেখতে হবে, পাল্টা তৃণমূল।
এক দশক আগে বালির তৃণমূল নেতা তপন দত্ত (Tapan Dutta) খুনের তদন্তেও সিবিআই। বিশেষ আদালতে বিচার। জানিয়ে দিল হাইকোর্ট (Kolkata High court)।
তপন দত্ত (Tapan Dutta) খুনে অভিযুক্ত, মন্তব্যে নারাজ সমবায়মন্ত্রী । যার নামে অভিযোগ, তিনিই বলতে পারবেন, বললেন কুণাল (Kunal Ghosh)।
দিল্লির (Delhi) পয়গম্বর বিতর্কের আঁচ বাংলায় (West Bengal) । হাওড়ায় জাতীয় সড়কে ১১ ঘণ্টা ধরে অবরোধে অসহনীয় দুর্ভোগ। রেহাই নেই ক্যান্সার আক্রান্তেরও!
ডোমজুড় (Domjur) থেকে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly) । ১৫ কিমি জুড়ে ১১ ঘণ্টার অবরোধ! আন্দোলকারীদের সঙ্গে সংঘর্ষে সিপি-সহ বেশ কয়েকজন পুলিশ আহত ।
ডোমজুড়ে জাতীয় সড়ক অবরোধে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। বিজেপির (BJP) বিরুদ্ধে উস্কানির অভিযোগ। দুষ্কৃতীদের কাজ, নিয়ন্ত্রণ নেই পুলিশের, পাল্টা সুকান্ত।
বিধানসভা ভোটে হার, করোনাকেই (Corona) দায়ী করলেন নাড্ডা (JP Nadda)। ঠিক মতো প্রচার করতে পারিনি, না হলে জয় নিশ্চিত বলে দাবি। সংক্রমণ ছড়িয়েছে বিজেপিই, পাল্টা তৃণমূল।
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) উদ্দেশ্যে অশালীন আক্রমণ। গোয়া থেকে গ্রেফতার ইউটিউবার রোদ্দুর রায়ের (Roddur Roy) পুলিশ হেফাজত।
হাইকোর্টের (Calcutta High court) নির্দেশের পরই ‘রঞ্জন’-রহস্যভেদে তৎপর সিবিআই (CBI)। চন্দনের নামে এফআইআর। সল্টলেকে টেট (TET) ঊত্তীর্ণদের বিক্ষোভে ধুন্ধুমার।
কেতুগ্রামে হাত হারানো রেণুর পাশে মমতা (CM Mamata Banerjee)।
পরীক্ষা শেষের ৪৪ দিনের মাথায় আজ উচ্চমাধ্যমিকের (Uchcha Madhyamik Result) ফলপ্রকাশ। বেলা ১২টা থেকে মিলবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। রোল নম্বর দিলেই জানা যাবে রেজাল্ট (HS Result)।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -