West Bengal News Live Updates: বালির নিশ্চিন্দার দুর্গাপুরে পারিবারিক বিবাদ পরিণত হল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
প্রেক্ষাপট
কলকাতা: কামদুনিকাণ্ডে (Kamduni Case) কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt ) রায়ে এখনই স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার রাতেই জেল থেকে মুক্তি পেলেন কামদুনিকাণ্ডের ৪ অভিযুক্ত। সূত্রের খবর, কামদুনি...More
চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়ার অভিযোগে ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণদের বিক্ষোভ। করুণাময়ী থেকে এপিসি ভবনে যাওয়ার আগেই পুলিশের বাধা।
সকাল গড়িয়ে রাত, দশ ঘণ্টা পার, সল্টলেকে এখনও চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। এপিসি ভবনে যাওয়ার আগেই পুলিশের বাধা, চাকরিপ্রার্থীদের টানা বিক্ষোভ।
'মামলাকারী একজন ছাত্র, অধ্যক্ষের অপসারণ চেয়ে মামলা করার স্পর্ধা হয় কী করে? উচ্চমাধ্যমিকে কত পেয়েছেন মামলাকারী ছাত্র? প্রবেশিকা পরীক্ষায় কত নম্বর?' যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের মামলায় প্রশ্ন ক্ষুব্ধ তপব্রত চক্রবর্তীর বেঞ্চের।
হাইকোর্টের ৩ ডিভিশন বেঞ্চ ঘুরে অবশেষে চতুর্থ বেঞ্চে মামলা গ্রহণ। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অপসারিত অধ্যক্ষের মামলা গ্রহণ।
২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণদের বিক্ষোভ। চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় বিক্ষোভ। বিক্ষোভ দেখাতে করুণাময়ী থেকে এপিসি ভবন মিছিল। এপিসি ভবনে যাওয়ার আগেই বিক্ষোভকারীদের পথ আটকাল পুলিশ।
কোর্টের নির্দেশের পরেও এখনও পর্যন্ত নথির কোনও হার্ড কপি দেননি অভিষেক। ইমেল এসেছে কিনা পরীক্ষা করে দেখতে হবে, হাইকোর্টে জানাল ইডি।
ইজরায়েলের যুদ্ধে আটকে পড়েছেন হুগলির বাঙালি গবেষক। দুশ্চিন্তায় পরিবার। ইজরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে স্নায়ুবিজ্ঞান (নিউরো সায়েন্স) অ্যালজাইমার রোগ নিয়ে গবেষণা করছেন সৌরভ কুমার। গত দেড় বছর তিনি ইজরায়েলের বাণিজ্য নগরী তেল আভিভে আছেন। কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হয়নি।
হাইকোর্ট থেকে ১ অভিযুক্ত বেকসুর খালাস, ৩জনের সাজা কমিয়ে মুক্তি। সিআইডি তদন্তে গাফিলতির অভিযোগে ফের গর্জে উঠল কামদুনি। কলকাতা থেকে কামদুনিতে মিছিল। ভিক্টোরিয়া হাউস থেকে গাঁধী মূর্তি পর্যন্ত মিছিলে কামদুনির প্রতিবাদীদের সঙ্গে পা মেলালেন নামমাত্র বিশিষ্ট।
'যদি আর্থিক দুর্নীতি হয়, তাহলে কেন্দ্রীয় সরকার সিবিআই তদন্ত করাবে। ৫৪ হাজার কোটি দেওয়া হয়েছিল, যার কোনও অডিট নেই', ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে পাল্টা সওয়াল কেন্দ্রের আইনজীবীর। সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলার ফের শুনানি।
'যদি আর্থিক দুর্নীতি হয়, তাহলে কেন্দ্রীয় সরকার সিবিআই তদন্ত করাবে। ৫৪ হাজার কোটি দেওয়া হয়েছিল, যার কোনও অডিট নেই', ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে পাল্টা সওয়াল কেন্দ্রের আইনজীবীর। সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলার ফের শুনানি।
'দিনের শেষে রাজ্যের মানুষের কথা বলতে হবে। কোথাও ভুল থাকতে পারে, কিন্তু ১ বছর ধরে এটিআর পড়ে থাকবে কেন?' ১০০ দিনের কাজ নিয়ে মামলায় হাইকোর্টে সওয়াল রাজ্য সরকারের।
১০০ দিনের কাজে কোনও ক্ষেত্রে ভুল থাকতে পারে, কোর্টে মানল রাজ্য। পাল্টা ১০০দিনের কাজে দুর্নীতির অভিযোগে সিবিআই-সওয়াল কেন্দ্রের।
বালির নিশ্চিন্দার দুর্গাপুরে পারিবারিক বিবাদ পরিণত হল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে। ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের অনুগামী তৃণমূল নেতার বাড়িতে হামলা, মহিলাদের মারধর, শাসক-নেতার বার-কাম-রেস্তোরাঁয় ভাঙচুর চালানোর অভিযোগ উঠল প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম তৃণমূলের অঞ্চল আহ্বায়ক অসিত গায়েনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলা-সহ আরও কয়েকজন আহত হন।
'আত্মহত্যা করতে যাচ্ছি' বলে ১০০ ডায়ালে ফোন! ১০০ ডায়ালে কলকাতা পুরসভার কর্মীর ফোনে তোলপাড়। নিউ মার্কেট থানার পুলিশ এসে উদ্ধার করল পুরসভার কর্মীকে। 'এরকম কেন হল, অসুবিধে থাকলে কথা বলা হবে', পুরসভার কর্মীর ১০০ ডায়ালে ফোন নিয়ে জানালেন ডেপুটি মেয়র।
বিরোধী দলনেতা যাওয়ার আগেই পতাকা-যুদ্ধ কামদুনিতে। সকালে গোটা এলাকা মুড়ে ফেলা হয় তৃণমূলের পতাকায়। বেলার দিকে পাল্টা পতাকা লাগানোর কাজ শুরু করেছে বিজেপি। শুভেন্দুর কর্মসূচির আগে কামদুনিতে আইএসএফের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সঙ্গে কথা কামদুনির প্রতিবাদীদের।
কলকাতায় কামদুনি রায়ের প্রতিবাদে মিছিল। ভিক্টোরিয়া হাউসের সামনে জমায়েত। একে একে এসে পৌঁছচ্ছেন প্রতিবাদীরা। কামদুনিতে আজ বিজেপির মহিলা মোর্চার মিছিল। মিছিলে হাজির শুভেন্দু অধিকারী।
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও রিপোর্ট দিয়েছেন সি ভি আনন্দ বোস, খবর সূত্রের। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই সরাসরি দিল্লি চলে যান রাজ্যপাল। এর আগে দার্জিলিঙে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যপাল।
রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক। অমিত শাহের বাসভবনে তাঁর সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক রাজ্যপাল। ১০০ দিনের বকেয়া নিয়ে রাজভবনের সামনে তৃণমূল ধর্না নিয়ে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল, খবর সূত্রের।
উনি যে তাঁর পূর্বসূরীর মত 'বাংলা বিরোধী' নন সেটা প্রমাণের জন্য় এর থেকে ভালো সুযোগ আর হবে না। 'আশা করি উনি এই সুযোগের সদ্ব্যবহার করবেন। ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বর্তমান রাজ্যপালকে ''বাংলা বিরোধী'' তকমা ঝেড়ে ফেলার সুযোগ দেওয়ার জন্য', এক্স হ্যান্ডলে পোস্ট দেবাংশু ভট্টাচার্যর।
রাজ্য-রাজ্যপাল সম্পর্কে নতুন সমীকরণ? রাজভবনে অভিষেকের সঙ্গে বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে 'পদক্ষেপ' রাজ্যপালের। সিভি আনন্দ বোসকে কৃতজ্ঞতা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'তৃণমূলের দেওয়া স্মারকলিপির বিষয়টি তোলা হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে', রাজ্যপালের চিঠি প্রকাশ করে কৃতজ্ঞতাপ্রকাশ অভিষেকের । ২১ লক্ষের বেশি মানুষের বকেয়া আদায়ে 'দ্রুত পদক্ষেপ' রাজ্যপালের। এক্স হ্যান্ডলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
হাওড়ার বালির দুর্গাপঞ্চায়েত এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল, ভাঙচুর। বেশ কয়েকজন মহিলা সহ আহত অন্তত ৮। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে নামানো হয়েছে র্যাফ। এলাকায় প্রবল উত্তেজনা। দুপক্ষেরই অন্তত ৪০জনকে আটক করেছে পুলিশ
রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, অমিত শাহের বাসভবনে তাঁর সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন রাজ্যপাল। ১০০ দিনের বকেয়া নিয়ে রাজভবনের সামনে তৃণমূল ধর্না নিয়ে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল, খবর সূত্রের
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘর্ষের মধ্যেই নতুন মোড়। অন্তর্বতীকালীন উপাচার্য হিসাবে কাজে যোগ দেওয়ায় কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ। আলিপুরদুয়ার বিশ্ববিদ্য়ালয়ে অন্তর্বতীকালীন উপাচার্য হিসাবে কাজে যোগ দেন অধ্যাপক রথীন বন্দ্যোপাধ্যায়। উপাচার্যের অফিসে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদ এবং অশিক্ষক কর্মীরা।
ফের কলকাতায় ডেঙ্গি আক্রান্তর মৃত্যু। দমদম পুরসভা এলাকার বাসিন্দা যুবকের মৃত্যু বেলেঘাটা আইডি হাসপাতালে। গত সোমবার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই যুবক। মৃতের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ
কামদুনি-রায়ের পর আজ কলকাতায় পথে নামছেন প্রতিবাদীরা। ধর্মতলা থেকে মেয়ো রোডে গাঁধী মূর্তি পর্যন্ত মিছিল। কোনও রাজনৈতিক দলের পতাকা ছাড়াই মিছিলে অংশ নিতে আবেদন জানানো হয়েছে। মিছিল হবে কামদুনিতেও, পথে নামবে বিজেপির মহিলা মোর্চা, থাকবেন শুভেন্দু অধিকারী। দুপুর ১টা নাগাদ কামদুনি বাস স্ট্যান্ডে জমায়েত, সেখান থেকে শুরু হবে মিছিল
উত্তর দিনাজপুরের ইসলামপুরে বাড়ির মধ্যেই খুন হলেন চা বাগান মালিকের ছেলে। বাধা দিতে গেলে নিহতের মাকেও এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে ইসলামপুরের নেতাজি পল্লিতে। মৃতের নাম অভিজিৎ তরফদার। নিহতের মায়ের সন্দেহের তির পুত্রবধূর দিকে। অভিযোগ, গতকাল রাত ৩টে নাগাদ বাড়ির ভিতরে ঢুকে দুষকৃতীরা ঘুমন্ত ব্যবসায়ীর গলার নলি কেটে তাঁকে খুন করে। বাড়িতেই ছিলেন ব্যবসায়ীর স্ত্রী। দুষকৃতীদের বাধা দিতে গিয়ে আক্রান্ত হন ব্যবসায়ীর মা। তাঁর অভিযোগ, খুনের নেপথ্যে পুত্রবধূর হাত থাকতে পারে। বাড়ির তিন-তিনটি দরজা খুলে, কী করে দুষকৃতীরা ভিতরে ঢুকল, সে প্রশ্নও তুলেছেন তিনি। নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে ইসলামপুর থানার পুলিশ।
RG কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ফের স্বপদে বহাল হওয়ায় সোশাল মিডিয়ায় রাজ্য সরকারকে আক্রমণ সজল ঘোষের। বিজেপি নেতার পোস্ট, একই মেডিক্যাল কলেজের অধ্যক্ষ দু’-দু’ বার বদলি হলেন। একবার ৪৮ ঘণ্টার মধ্যে, দ্বিতীয়বার ৯ দিনের মাথায় ফিরেও এলেন পুরনো পদে। নেপথ্যে একজন রয়েছেন, যিনি বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছেন বলে পোস্টে কটাক্ষ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। অন্যদিকে, মূলত এই ইস্যুকে সামনে রেখেই আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। প্রতিবাদের ট্যাগ লাইন, পচে যাওয়া স্বাস্থ্য দফতরের স্বাস্থ্য পুনরুদ্ধারে স্বাস্থ্য ভবন অভিযান। এই কর্মসূচির আগে দুপুর সাড়ে ৩টে নাগাদ রাজভবনে গিয়ে স্মারকলিপি জমা দেবেন তাঁরা। RG কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ বদলি নিয়ে রাজ্য় সরকারের সমালোচনায় সরব হয়েছে সার্ভিস ডক্টর্স ফোরামও।
জেলে পূর্ণ সময়ের সহায়ক চেয়ে পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন। এসএসকেএমের চিকিৎসকদের দিয়ে পরীক্ষা করিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর অনুরোধ ফেরাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে শুধু ব্যায়ামের সময় সাহায্যকারী দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় একবছর তিন মাস ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় সূত্রের খবর, জেলে ওঠা-বসা, হাঁটা-চলায় অসুবিধা হচ্ছে জানিয়ে সহায়ক চেয়ে জেল কর্তৃপক্ষকে চিঠি দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। চিঠি পেয়ে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফে এসএসকেএম হাসপাতালে যোগাযোগ করা হয়। তিন সরকারি চিকিৎসক জেলে এসে পার্থ চট্টোপাধ্যায়কে দেখে যান
হাইকোর্টের নির্দেশে আজই শেষ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ED দফতরে নথি জমা দেওয়ার সময়সীমা। ৪ অক্টোবর, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ১০ অক্টোবরের মধ্যে ED দফতরে সম্পত্তি সংক্রান্ত নথি জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নথি খতিয়ে দেখার পর ৪৮ ঘণ্টা সময় দিয়ে পরবর্তী তলবের জন্য নোটিস জারি করতে পারে ED। তবে সেটা যে পুজোর মধ্যে করা যাবে না, সেটাও জানিয়ে দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ ED দফতরে নথি জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। ED সূত্রে খবর, আজ আদালতে আরও একটি রিপোর্ট তারা জমা দিতে চলেছে।
কামদুনির প্রতিবাদীরা আজ কলকাতায় পথে নামছেন। গণধর্ষণ-খুনে ৪ জন মুক্তি পাওয়ায় ধর্মতলা থেকে মেয়ো রোডে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করবেন তাঁরা। সবাইকে অ-রাজনৈতিক ভাবে মিছিলে অংশ নিতে বলা হয়েছে। দুপুর ৩টেয় ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে জমায়েত। অন্যদিকে, কামদুনিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করবে বিজেপি। দুপুর ১টা নাগাদ কামদুনি বাস স্ট্যান্ডে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সেখান থেকে শুরু হবে মিছিল।
বীরভূমের সিউড়িতে ক্লাবের সামনে বোমাবাজি। ক্লাবের সামনে নর্দমা থেকে উদ্ধার হল একটি তাজা বোমা। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাত ১টা নাগাদ কয়েকজন দুষকৃতী বাইকে চড়ে সিউড়ির সোনাতোড় গ্রামে এসে স্থানীয় একটি ক্লাব লক্ষ্য করে বোমা ছোড়ে। লোকজন বেরিয়ে এলে তারা চম্পট দেয়। কারা, কী কারণে ক্লাবের সামনে এসে বোমা ছুড়ল, খতিয়ে দেখছে সিউড়ি থানার পুলিশ।
বকেয়া DA-সহ চার দফা দাবিতে রাজ্যজুড়ে ২ দিনের কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আজ ও কাল কর্মবিরতি পালন করবেন রাজ্য সরকারি কর্মীরা। এ নিয়ে পঞ্চমবার কর্মবিরতির ডাক দিলেন DA-আন্দোলনকারীরা। যে চারটি দাবিতে তাঁরা কর্মবিরতির ডাক দিয়েছেন সেগুলি হল, কেন্দ্রীয় হারে DA, রাজ্য সরকারি অফিসে শূন্যপদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ, প্রতিহিংসামূলক বদলি অবিলম্বে প্রত্যাহার এবং যোগ্য অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ।বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ২৫৭ দিন ধরে চলছে অবস্থান-বিক্ষোভ।
নারদ মামলায় কেন ছাড় দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীকে? সিবিআই তল্লাশির পর, রবিবার এই প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম। সোমবারও একই প্রশ্ন তোলেন তিনি। এনিয়ে পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারীও।
দশ ভাগের এক ভাগ লোক যদি কাজ করে থাকেন, তাহলে তাঁরা কেন টাকা পাবেন না? সবকিছু তো অবৈধ হতে পারে না। ১০০ দিনের কাজ নিয়ে মামলার শুনানিতে এই কথা বলল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তদন্ত হলেও, নিরীহ মানুষের টাকা কেন আটকে থাকবে? কেন্দ্রর কাছে জানতে চাইল হাইকোর্ট। পাশাপাশি কাজ নিশ্চিত করার দায়িত্ব যে রাজ্য সরকারের, তাও মনে করিয়ে দিল আদালত।
বিপর্যস্ত সিকিম। এই অবস্থায়, পুজোর মুখে অনেকেই বাতিল করছেন ছুটির প্ল্যান। কিছু ক্ষেত্রে অগ্রিমও ফেরত দিয়ে দিতে হচ্ছে। ফলে, ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি পর্যটন ব্যবসায়ীদের।
যাঁদের অন্তর্বর্তী উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়েছে, তাঁরা কোনও ভাতা বা সুযোগ সুবিধা পাবেন না, উপাচার্য নিয়োগ মামলায় শুক্রবার এমনই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই প্রসঙ্গে আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত বলেন, উপাচার্য নিয়োগ সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় এখনও ওয়েবসাইটে আপলোড হয়নি। তাই, রায়ে কী আছে তা না জেনেই, এনিয়ে কোনও কথা বলা ঠিক হবে না।
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ নিয়ে কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য ঘিরে বিতর্ক। ধরনা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ। বারাসাতের তৃণমূল সাংসদের। দলীয় নেতৃত্বকে খুশি করতেই এমন ভাষার প্রয়োগ বলে সোশাল মিডিয়ায় পাল্টা শুভেন্দু অধিকারী।
কামদুনিকাণ্ডে কলকাতা হাইকোর্টের রায়ে এখনই স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। সোমবার রাতেই জেল থেকে মুক্তি পেলেন কামদুনিকাণ্ডের ৪ অভিযুক্ত। সূত্রের খবর, কামদুনি মামলায় নির্যাতিতার পরিবার যাতে সুবিচার পায়, সেজন্য় আইনজীবীদের সঙ্গে ব্য়ক্তিগতভাবে যোগাযোগ রাখছেন মুখ্য়মন্ত্রী। কামদুনির পাশে থাকার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। সুবিচারের দাবিতে আজ কামদুনিতে মিছিল করবে বিজেপি মহিলা মোর্চা।