West Bengal News Live Updates: কলকাতা থেকে খড়গপুরগামী যাত্রীবাহী বাসে বিধ্বংসী আগুন

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 10 Nov 2023 11:32 PM
West Bengal Live Updates: বিজেপিতে তুঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ


বিজেপিতে তুঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ। এবার অনুপম হাজরাকে দল থেকে বহিষ্কারের দাবি তুলে পোস্টার পড়ল বোলপুর ও শান্তিনিকেতনে। চোর, দুর্নীতিগ্রস্তরাই পোস্টার দিয়েছেন, আক্রমণ অনুপম হাজরার। পাল্টা দলেরই কেন্দ্রীয় সম্পাদকের বিরুদ্ধে সরব হলেন বিজেপির জেলা সভাপতি। 

WB News Live : কলকাতা থেকে খড়গপুরগামী যাত্রীবাহী বাসে বিধ্বংসী আগুন


কলকাতা থেকে খড়গপুরগামী যাত্রীবাহী বাসে বিধ্বংসী আগুন। খড়গপুর লোকাল থানার মাদপুরের কাছে আগুন লেগে যায় বাসটিতে। জাতীয় সড়কের ওপরেই দাউ দাউ করে জ্বলছে বাস, আহত কয়েকজন যাত্রী। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে দমকলের একটি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

West Bengal Live Updates: ২৪শে ডিসেম্বর ব্রিগেড গ্রাউন্ডে গীতা পাঠের মহোৎসব

২৪শে ডিসেম্বর ব্রিগেড গ্রাউন্ডে গীতা পাঠের মহোৎসব। আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে, জানালেন শুভেন্দু অধিকারী। পাল্টা কটাক্ষ তৃণমূল সাংসদ শান্তনু সেনের।

WB News Live :রাজ্যে এখনও ডেঙ্গির দাপট জারি

রাজ্যে এখনও ডেঙ্গির দাপট জারি। রাজ্যে ডেঙ্গি সংক্রমণের গ্রাফ এখনও ঊর্ধ্বমুখী। এক সপ্তাহে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫০৯৩ জন। ৭ নভেম্বর পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮৭,৫০৫। গত ২৪ অক্টোবর ৫ বছরের রেকর্ড ছাপিয়ে সর্বোচ্চ ডেঙ্গি সংক্রমণ নথিভুক্ত হয়েছিল রাজ্যে।  

West Bengal Live Updates: আগামী বছর পুজোর সময় ১৫ দিন ছুটি রাজ্য সরকারি কর্মীদের

২০২৪-এ পুজোর সময় ১৫ দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। 


দেখে নেওয়া যাক কবে কবে ছুটি রয়েছে...



  • ১০-১২ অক্টোবর দুর্গাপুজোর ছুটি

  • ১৩ অক্টোবর রবিবার

  • ১৪-১৫ অক্টোবর দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি

  • ১৬-১৮ অক্টোবর লক্ষ্মীপুজোর ছুটি

  • ৩১ অক্টোবর ও ১ নভেম্বর কালীপুজোর ছুটি

  • ভাইফোঁটার দিন ও তার পরের দিনও ছুটি

  • ৭-৮ নভেম্বর ছট পুজোর ছুটি

  • ছটপুজোর পরের ২ দিন শনি-রবিবার


এছাড়া আর যা যা ছুটি রয়েছে মার্চ মাসে...



  • ২৫ ও ২৬ মার্চ দোলযাত্রার ছুটি

  • দোলযাত্রার আগের ২ দিন শনি-রবিবার

WB News Live : পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদত্যাগ করলেন। রাজ্যপালকে ই-মেল করে পদত্যাগ করলেন। সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই মুহূর্তে বিদেশে রয়েছেন। বিদেশ থেকেই ই-মেলে পদত্যাগপত্র পাঠালেন রাজ্যপালের কাছে। 

West Bengal Live Updates: বিজেপিতে তুঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ

বিজেপিতে তুঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ। এবার অনুপম হাজরাকে দল থেকে বহিষ্কারের দাবি তুলে পোস্টার পড়ল বোলপুর ও শান্তিনিকেতনে। চোর, দুর্নীতিগ্রস্তরাই পোস্টার দিয়েছেন, আক্রমণ অনুপম হাজরার। পাল্টা দলেরই কেন্দ্রীয় সম্পাদকের বিরুদ্ধে সরব হলেন বিজেপির জেলা সভাপতি। 

WB News Live : ভর্তির অনুমোদন বাতিল আড়াইশোর বেশি বিএড কলেজে

পরিকাঠামোয় দেদার অনিয়মের অভিযোগের জের। রাজ্যের ২৫৩টি বেসরকারি বিএড কলেজে (B.Ed College) ভর্তিতে নিষেধাজ্ঞা জারি। চলতি বছরে রাজ্যের ২৫৩টি বেসরকারি বিএড কলেজে ভর্তির অনুমোদন বাতিল করা হল। কেন এই সিদ্ধান্ত? রাজ্যের শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, 'অনিয়ম ধরা পড়েছে কলেজগুলিতে, তাই সিদ্ধান্ত।'

West Bengal Live Updates:ঘরের মাঠে ফের বিরোধিতার মুখে অনুপম হাজরা

বীরভূমে ঘরের মাঠে ফের বিরোধিতার মুখে অনুপম হাজরা। খয়রাশোলে মঞ্চ ভাঙচুরের পর বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় পড়ল অনুুপম-বিরোধী পোস্টার। অনুব্রত মণ্ডলের সঙ্গে বিজেপির বর্তমান কেন্দ্রীয় সম্পাদকের পুরনো ছবি দিয়ে পোস্টার পড়েছে। আদি বিজেপি কর্মীবৃন্দের নামে এই পোস্টারে অনুপম হাজরাকে সেটিংবাজ বলে কটাক্ষ করে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। চোর মুক্ত বিজেপি দরকার। তাই মৌচাকে ঢিল মেরেছি। যে যে জেলায় পোস্টার পড়বে, সেখানকার জেলা সভাপতিরা তৃণমূলের সঙ্গে যুক্ত, পাল্টা আক্রমণ করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB News Live : ফের মোদি সরকারকে নিশানা অভিষেকের

'গরু পাচার, কয়লা কেলেঙ্কারিতে কিছু করতে না পেরে, নিয়োগ দুর্নীতি মামলায় ডাকছে। শুধু আমাকে নয়, আমার মা-বাবা-স্ত্রী সবাইকে ডেকে পাঠাচ্ছে। কিন্তু এভাবে ধমকে চমকে আমাকে দমিয়ে রাখা যাবে না', প্রতিহিংসার রাজনীতির অভিযোগে ফের মোদি সরকারকে নিশানা অভিষেকের।

West Bengal Live Updates: আসানসোলের নাকড়াসোতা গ্রামে ধুন্ধুমার

রাষ্ট্রায়ত্ত সংস্থার পানীয় জল প্রকল্পের কৃতিত্ব কার? বিজেপি বিধায়ক নাকি, তৃণমূল কাউন্সিলরের? আসানসোলের নাকড়াসোতা গ্রামে ধুন্ধুমার। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে ঘিরে গ্রামবাসীদের একাংশের বিক্ষোভ। বিধায়ককে গ্রামে ঢুকতে বাধা, কয়েকজনকে প্ররোচিত করে কাজে বাধা দিচ্ছে তৃণমূল, অভিযোগ অগ্নিমিত্রার। 

WB News Live : বাইপাসে টেগোর পার্কের কাছে বাইকের ধাক্কায় গুরুতর জখম মহিলা স্কুটার আরোহী

বাইপাসে টেগোর পার্কের কাছে দুর্ঘটনা। বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর জখম মহিলা স্কুটার আরোহী। সকাল ১১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। রুবির দিকে যাচ্ছিলেন স্কুটার আরোহী মহিলা।  অভিযোগ, সিগন্যাল ভেঙে বেপরোয়া গতিতে  এগিয়ে যাওয়ার সময় মহিলার স্কুটারে ধাক্কা মারেন বাইক চালক। ছিটকে রাস্তায় পড়ে মহিলার পায়ে গুরুতর আঘাত লাগে। আহত মহিলাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

West Bengal Live Updates: পানিহাটিতে বাড়ির মধ্যে বিস্ফোরণ, গুরুতর জখম বাড়ির মালিক

পানিহাটিতে বাড়ির মধ্যে বিস্ফোরণ, গুরুতর জখম বাড়ির মালিক। সকাল ১১টা নাগাদ পানিহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, নিজের বাড়ি পরিষ্কার করছিলেন ওই ব্য়ক্তি । তখনই প্লাস্টিকে জড়ানো বোমা ফেটে যায়। বাড়ি মালিকের হাতে গুরুতর আঘাত লেগেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই বাড়িতে বোমা মজুত করা হয়েছিল কি? খতিয়ে দেখছে খড়দা থানার পুলিশ

WB News Live : রেশন-সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে দুর্গাপুরে বিজেপির পুরসভা ঘেরাও অভিযান

রেশন-সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে দুর্গাপুরে বিজেপির পুরসভা ঘেরাও অভিযান। অবিলম্বে দুর্গাপুর পুরসভা নির্বাচনের দাবিতেও সরব হন বিক্ষোভকারীরা। 

West Bengal Live Updates: নিয়োগ দুর্নীতি মামলার মিডলম্যান প্রসন্নকুমার রায়ের জামিন

নিয়োগ দুর্নীতি মামলার মিডলম্যান প্রসন্নকুমার রায়ের জামিন। সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন প্রসন্নকুমার রায়। টাকাপয়সা লেনদেন হয়েছিল প্রসন্নকুমার রায়ের মাধ্যমে, দাবি করেছিল সিবিআই। প্রসন্নকুমার রায়ের হয়ে আদালতে সওয়াল করেন মুকুল রোহতগি।


 

WB News Live : 'শরীর খারাপ হয়ে গিয়েছে আমার, বাঁ হাত, বাঁ পায়ে পক্ষাঘাত হয়ে যেতে পারে', দাবি জ্য়োতিপ্রিয়র

'শরীর খারাপ হয়ে গিয়েছে আমার, বাঁ হাত, বাঁ পায়ে পক্ষাঘাত হয়ে যেতে পারে'। সিজিও কমপ্লেক্স থেকে আলিপুর কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পথে দাবি জ্য়োতিপ্রিয়র। রেশন দুর্নীতির কথা জানতেন? তিনি তো ওই দফতরেরই মন্ত্রী ছিলেন, প্রশ্নে মুখে কুলুপ মন্ত্রীর।

West Bengal Live Updates: আসানসোলে অগ্নিমিত্রা পালের কর্মসূচিতে উত্তেজনা

আসানসোলে অগ্নিমিত্রা পালের কর্মসূচিতে উত্তেজনা । ইস্কোর জল প্রকল্পের উদ্বোধনে যাওয়ার পথে বিজেপি বিধায়ককে 'বাধা'। গতকাল যাওয়ার চেষ্টা করলেও যেতে দেওয়া হয়নি, অভিযোগ অগ্নিমিত্রার।

WB News Live : বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় পড়ল অনুুপম-বিরোধী পোস্টার

বীরভূমে ঘরের মাঠে ফের বিরোধিতার মুখে অনুপম হাজরা। খয়রাশোলে মঞ্চ ভাঙচুরের পর বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় পড়ল অনুুপম-বিরোধী পোস্টার। অনুব্রত মণ্ডলের সঙ্গে বিজেপির বর্তমান কেন্দ্রীয় সম্পাদকের পুরনো ছবি দিয়ে পোস্টার পড়েছে। আদি বিজেপি কর্মীবৃন্দের নামে এই পোস্টারে অনুপম হাজরাকে সেটিংবাজ বলে কটাক্ষ করে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। চোর মুক্ত বিজেপি দরকার। তাই মৌচাকে ঢিল মেরেছি। যে যে জেলায় পোস্টার পড়বে, সেখানকার জেলা সভাপতিরা তৃণমূলের সঙ্গে যুক্ত, পাল্টা আক্রমণ করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal Live Updates: নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে গোকুলনগরের করপল্লিতে শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি তৃণমূল ও বিজেপির

নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে গোকুলনগরের করপল্লিতে শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি তৃণমূল ও বিজেপির। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে একই জায়গায় পৃথক কর্মসূচি পালন শাসক ও বিরোধী দলের। নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে প্রথমে কর্মসূচি পালন করেছে বিজেপি। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখানেই ২৪-এর লোকসভা ভোটে চোরমুক্ত বাংলা গড়ার ডাক দিয়েছেন শুভেন্দু। গোকুলনগরে তৃণমূলের শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচিতে হাজির হয়েছেন কুণাল ঘোষ। এসেছেন পূর্ণেন্দু বসু ও দোলা সেন।

WB News Live : আজ জ্যোতিপ্রিয়র স্বাস্থপরীক্ষা, আপাতত কমান্ড হাসপাতালেই হবে মন্ত্রীর মেডিক্যাল চেক আপ

আজ জ্যোতিপ্রিয়র স্বাস্থপরীক্ষা। আপাতত কমান্ড হাসপাতালেই হবে রেশন দুর্নীতি মামলায় ধৃত ও প্রাক্তন খাদ্যমন্ত্রীর মেডিক্যাল চেক আপ। গতকাল এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও এদিন এজলাসের ভিতরে তর্কে জড়িয়ে পড়েন ইডি ও কমান্ড হাসপাতালের আইনজীবী। মামলার পরবর্তী শুনানি ১৬ নভেম্বর।

West Bengal Live Updates: সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে ইডি-র চিঠির উত্তর দিল এসএসকেএম

সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে ইডি-র চিঠির উত্তর দিল এসএসকেএম। সূত্রের খবর, হাসপাতালের তরফে জানানো হয়েছে, এর জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হচ্ছে। সিদ্ধান্ত নেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরাই, জানানো হয়েছে এসএসকেএম-এর তরফে। এক্ষেত্রে রোগীর শারীরিক অবস্থাকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে ইডি-কে জানানো হয়েছে। ইডি-র দাবি, এটা হাসপাতাল কর্তৃপক্ষের এড়িয়ে যাওয়ার প্রবণতা। এসএসকেএম কর্তৃপক্ষ সহযোগিতা না করলে, আদালতের দ্বারস্থ হওয়ার ভাবনা ইডি-র,খবর সূত্রের।

WB News Live : এবার ঘুসুড়ির কালীতলায় ভেঙে পড়ল হনুমান জুটমিলের ছাউনি ও পাঁচিল, ৩-৪ জন শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা

হাওড়ার পরপর বির্পযয়। ফোরশোর রোডে অগ্নিকাণ্ডের পর এবার ঘুসুড়ির কালীতলায় ভেঙে পড়ল হনুমান জুটমিলের ছাউনি ও পাঁচিল। ৩-৪ জন শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা। সকাল ৬টায় মর্নিং শিফট শুরু হওয়ার পরেই এই বিপর্যয়। আচমকাই ভেঙে পড়ে জুটমিলের পাঁচিল সমেত ছাউনি। ঘটনাস্থল মালিপাঁচঘড়া থানার পুলিশ। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কি না, তা জানতে চলছে উদ্ধারকাজ।

West Bengal Live Updates: বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া আরেক বিধায়ক হরকালী প্রতিহারের উদ্দেশে হুঁশিয়ারি শুভেন্দুর

বিষ্ণুপুরের বিধায়ক ও তৃণমূল নেতা তন্ময় ঘোষের পরিবারের রাইস মিলে আয়কর দফতরের তল্লাশি যখন পা দিল তিন দিনে, তখন বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া আরেক বিধায়ক হরকালী প্রতিহারের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। বললেন, এবার পালা হরকালীর। পাল্টা প্রতিক্রিয়া এসেছে গত ২৬ অক্টোবর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নেতারও।

WB News Live : হাওড়ার ফোরশোর রোডের গুদামে বিধ্বংসী আগুন

হাওড়ার ফোরশোর রোডের গুদামে বিধ্বংসী আগুন। আগুনের সঙ্গে লড়াই দমকলের ১০টি ইঞ্জিনের। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা।

West Bengal Live Updates: শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় নথি জমা দিয়ে ১ ঘণ্টার মধ্যে ED-র দফতর থেকে বেরোলেন অভিষেক

শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় নথি জমা দিয়ে একঘণ্টার মধ্যে ED-র দফতর থেকে বেরোলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, 'ছ'হাজার পাতার নথি জমা দিয়েছি, ডাকলে আবার আসব। তাহলে রক্ষাকবচ চাইতে আদালতে যাচ্ছেন কেন? মন্তব্য বিজেপির। দিল্লিতে সেটিং বলেই ১ ঘণ্টায় সিজিও ত্যাগ, অভিযোগ তুলেছে বামেরা। 

WB News Live : ১০০ দিনের কাজের বকেয়া টাকা না দিলে মহানন্দায় ফেলে দেওয়া হবে, বিজেপি বিধায়ককে হুঁশিয়ারি তৃণমূলের

১০০ দিনের কাজের বকেয়া টাকা না দিলে মহানন্দায় ফেলে দেওয়া হবে বিজেপি বিধায়ককে। ভোট চাইতে এলাকায় ঢুকলে ঘেরাও করা হবে। ইংরেজবাজারের বিজেপি বিধায়ককে হুঁশিয়ারি দিল তৃণমূল। মন্তব্যে করতে রাজি নন বিধায়ক। সমালোচনায় সরব হয়েছে বিজেপি।

প্রেক্ষাপট


  • কালীপুজোয় (Kali Puja) কলকাতায় অতিরিক্ত প্রায় ৫ হাজার পুলিশ মোতায়েন। ১৩ নভেম্বর বিসর্জনের দিনও প্রায় ৬ হাজার পুলিশ মোতায়েন থাকবে। রাস্তায় থাকবেন ২১ জন ডিসি পদমর্যাদার অফিসার, ৩৫ জন এসি পদমর্যাদার অফিসার। কলকাতার সমস্ত ঐতিহ্যবাহী কালীমন্দির চত্বরে অতিরিক্ত বাহিনী মোতায়ন করা হবে। বেআইনি শব্দবাজি মোকাবিলায় কড়া নজরদারি, শহরের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি। বাজির ব্যবহার নিয়ে বড় আবাসন কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেছে স্থানীয় থানা। 

  • রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Scam Case) জেলবন্দি প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকের বিধানসভা কেন্দ্রে উত্তর ২৪ পরগনার হাবড়ায় ধান কেনার নামে টাকা আত্মসাতের অভিযোগ। কৃষকদের অ্য়াকাউন্টে টাকা ঢুকিয়ে তাদের সামান্য় টাকা দিয়ে বাকি টাকা নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। সোশাল মিডিয়ায় সরব তৃণমূলেরই নেতা। যদিও জেলা খাদ্য় নিয়ামক দফতর সূত্রে দাবি, অসাধু চক্রের হদিশ মেলেনি।  

  • অনুব্রতর (Anubrata Mondal) ভাষা সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) মুখে। এবার পুলিশকে পেটানোর দাওয়াই বিজেপির রাজ্য সভাপতির। 'আগামী দিনে পুলিশ সিধে না হলে, পিটিয়ে সিধে করব। দুদিন আগে মন্ত্রীর বাড়ি ভাঙচুর করেছে গ্রামবাসীরা। বাংলার মানুষ জেগে উঠছে'। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের সভায় হুঙ্কার সুকান্ত মজুমদারের

  • 'আমাকে নথি নিয়ে আসতে বলেছিল, এসে ৬ হাজার পাতার নথি দিয়েছি। আগামীদিনেও ইডি চাইলে, আমি আবার আসব। আমার আইনজ্ঞদের টিম আজ আমাকে আসতে বারণ করেছিল। বলেছিল, ইডি-র কাছে নথি পাঠিয়ে দিতে। আমি মনে করেছি আমার লুকোনোর কিছু নেই, তাই এসেছি', ইডি দফতরের বাইরে বেরিয়ে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

  • হাইকোর্টের পরে নিয়োগ-দুর্নীতির তদন্ত শেষে এবার সুপ্রিম কোর্টের ডেডলাইন। শিক্ষক নিয়োগ মামলার তদন্ত শেষ করতে এবার সুপ্রিম কোর্টের ডেডলাইন। ২ মাসের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের । এসএসসি-দুর্নীতির মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করতে বলল সুপ্রিম কোর্ট। বিশেষ ডিভিশন বেঞ্চেই নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের। নতুন চাকরির সুপারিশ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশেষ ডিভিশন বেঞ্চ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.