West Bengal News Live Updates: প্রায় আড়াই বছর পরে ফিরল সেই আতঙ্ক, মেট্রোর কাজ চলাকালীন বউবাজারে ফের ফাটল
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
প্রায় আড়াই বছর পরে বউবাজারে ফিরল সেই আতঙ্ক । মেট্রোর কাজ চলাকালীন বউবাজারে ফের ফাটল । সন্ধে থেকে বউবাজারের বেশ কয়েকটি বাড়িতে ফাটল। ফাটল দেখা দিতেই আতঙ্কে এলাকা ছাড়ছেন বাসিন্দারা। বাসিন্দাদের অন্য জায়গায় সরানোর ভাবনা মেট্রো কর্তৃপক্ষের।
এবার রাতের কলকাতায় ট্রাফিক সার্জেন্টের কাছে থাকবে আগ্নেয়াস্ত্র। রাতে সশস্ত্র অবস্থায় ডিউটি করবেন ট্রাফিক সার্জেন্টরা। স্থানীয় থানা থেকে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করবেন ট্রাফিক সার্জেন্টরা। সমস্ত ট্রাফিক গার্ডকে এমনই নির্দেশ দিল লালবাজার।
আকাশে দুর্যোগের ঘনঘটা। এই পরিস্থিতিতে, হিঙ্গলগঞ্জে, নদী তীরবর্তী এলাকার মানুষদের দেওয়া হল দুর্যোগ মোকাবিলার বিশেষ প্রশিক্ষণ।
লাইনে কাজের জন্য হাওড়া-ব্যান্ডেল লাইনে ৬৮টি লোকাল বাতিল। ১৩ থেকে ২৬ মে: ১৪দিন দুপুরে ৩-৪ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। ব্যান্ডেল-মগরার থার্ড লাইনের কাজের জন্য ৬৮টি লোকাল বাতিল। হাওড়া-ব্যান্ডেল লাইনে বাতিল করা হচ্ছে ১২টি মেল-এক্সপ্রেস । লাইনে কাজের জন্য আরও বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন।
সিএএ বাতিল চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অধীর চৌধুরীর চিঠি। সংসদের বাদল অধিবেশনেই সিএএ বাতিলের দাবিতে চিঠি। ‘ভারতে নাগরিকত্ব না পেয়ে পাকিস্তানে ফিরেছেন হিন্দুরা’। ‘একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে দমনমূলক আইন’। ‘অসংবিধানিক হওয়ায় ২ বছর পরেও কার্যকর হয়নি আইন’। সিএএ প্রত্যাহার চেয়ে অমিত শাহকে চিঠি লোকসভায় কংগ্রেস দলনেতার
সমুদ্র তীরবর্তী অনেকটা এলাকাতেই নেই বাঁধ। ‘অশনি’র দাপটে আবার কী সব লণ্ডভণ্ড হয়ে যাবে? আতঙ্কে ঘুম উড়েছে শঙ্করপুর, তাজপুর, চাঁদপুরের সেই সব এলাকার বাসিন্দাদের।
পাটের ‘কালোবাজারি’ ঠেকাতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ হাইকোর্টের। ‘বাজারে পাট জোগান যথেষ্ট, তাও দাম বাড়ছে কেন?’ ‘দাম বাড়া মানেই কোথাও কোনও গণ্ডগোল আছে’। ‘কোথায় গণ্ডগোল, ঠিক করতে হবে, বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?’ পাটের দাম নিয়ে মালিকপক্ষের মামলায় মন্তব্য হাইকোর্টের । ‘পাটের দাম কী হবে? পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করতে হবে’। ‘পরিস্থিতি বিচার করে পাটের দাম ঠিক করতে হবে’। পাটের দাম পুনর্বিবেচনা করতে জুট কমিশনকে নির্দেশ। ‘জুট কমিশনারকে সামনে থেকে নেতৃত্বে দিতে হবে’। পাটের দাম নিয়ে মালিকপক্ষের মামলায় মন্তব্য হাইকোর্টের ।
বেলাগাম আলুর দাম, তৃণমূলকে বেলাগাম আক্রমণে দিলীপ। ‘তৃণমূল নেতাদের ধরে পেট্রোল দিয়ে দিন, দেখবেন কেমন দৌড়বে’। বাঁকুড়ার সভা থেকে তৃণমূলকে বেলাগাম আক্রমণে দিলীপ ঘোষ।
মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা আকাদেমির বিশেষ সম্মান ঘিরে বিতর্ক। ‘কবিতাবিতান’ বইয়ের জন্য ‘বিশেষ বাংলা আকাদেমি পুরস্কার’ ঘিরে বিতর্ক।
রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের পর এবার ইস্তফা দিলেন অনাদিরঞ্জন বিশ্বাস। সাহিত্য আকাদেমির বাংলা উপদেষ্টা পরিষদ পদ থেকে ইস্তফা । যে পুরস্কার দেওয়া হল, তা স্বজনপোষণ, অভিযোগ অনাদিরঞ্জনের। সব পুরস্কার নিয়েই বিতর্ক থাকে, মন্তব্য সুবোধ সরকারের। ‘এই মুহূর্তে মমতা ছাড়া এই পুরস্কারের একজনও যোগ্য থাকলে দেখান’। মমতা বন্দ্যোপাধ্যায়কে আকাদেমি সম্মান নিয়ে মন্তব্য শিক্ষামন্ত্রীর।
ভরদুপুরে ডালখোলায় ব্যবসায়ীকে গুলি করে খুন। থানা থেকে দেড় কিলোমিটার দূরে গুলি করে খুন। বাইকে বন্ধুর সঙ্গে যাওয়ার সময় দুষ্কৃতী হামলা। টাকা চাওয়ার পরে বুকে গুলি, দুষ্কৃতীরা চম্পট।
ত্রিপুরার পর এবার তৃণমূলের লক্ষ্য অসম। গুয়াহাটির খানাপাড়ায় তৃণমূলের পার্টি অফিসের উদ্বোধন করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অসম সফর থেকে ফের কংগ্রেসকে নিশানা করেছেন অভিষেক। তাঁর কটাক্ষ, ‘ট্যুইট করলেই পেট্রোল-ডিজেলের দাম কমবে না, ঝান্ডা নিয়ে পথে নামতে হবে, মার খেতে হবে। গত ৮ বছর ধরে বিজেপির কাছে হারছে কংগ্রেস, আর তৃণমূল জিতছে। এটাই কংগ্রেস আর তৃণমূলের মধ্যে মূল পার্থক্য।
মূল্যবৃদ্ধি নিয়ে ফের কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। "তেল থেকে টোল সবকিছু বাড়াচ্ছে কেন্দ্র", এই ভাষাতেই ফের মোদি সরকারকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ৮০০ ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্র। ৬ মাস আগেই বাড়িয়েছিল ওষুধের দাম, আবার বাড়িয়েছে।"
মোহনবাগান ক্লাবের সভাপতি পদে পুনর্বহাল টুটু বসু। ফের মোহনবাগানের ক্লাবের সভাপতি পদে টুটু বসু। এক্সিকিউটিভ কমিটির বৈঠকে টুটু বসুর নামেই সিলমোহর ।
পূর্ব মেদিনীপুরের ময়নায় এক ব্যক্তিকে খুনের অভিযোগ। সম্পর্কের টানাপোড়েনের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ঘটনায় মৃতের স্ত্রী ও ভাইকে আটক করেছে ময়না থানার পুলিশ। যদিও মৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। মৃত ব্যক্তিকে বিজেপি কর্মী বলে দাবি করেছে গেরুয়া শিবির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাজ্যে একের পর এক বিজেপি নেতা-কর্মীকে নৃশংসভাবে খুন করছে। যদিও, এই ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করেছে শাসক শিবির।
"স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করলে হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। বাংলায় চিকিত্সাক্ষেত্রে সমস্ত সুযোগ-সুবিধা আছে। খুব ক্রিটিকাল না হলে বাংলাতেই চিকিত্সা করুন। আমার রাজ্যের টাকা আমার রাজ্যে থাকলেই ভাল।" মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
অধ্যক্ষের অনুরোধে আমি শপথবাক্য পাঠ করিয়েছি। অধ্যক্ষ থাকতে আমি শপথবাক্য পাঠ করাতে চাইনি। যে কোনও কারণে রাজ্যপাল আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছেন। বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করানোর পর মন্তব্য ডেপুটি স্পিকারের। জট কাটার পর, আজ বালিগঞ্জের বিধায়ক পদে শপথ নিলেন বাবুল সুপ্রিয়। বেলা সাড়ে ১২টায় বিধানসভায় শপথগ্রহণ অনুষ্ঠান হয়।
কাশীপুরে মৃত বিজেপি যুব নেতার বাড়িতে পুলিশ। মৃত বিজেপি নেতার মায়ের সঙ্গে কথা বলতে গেলেন তদন্তকারীরা। মৃতের দাদার সঙ্গে থানায় প্রায় সাড়ে ৪ ঘণ্টা কথা তদন্তকারীদের।
কাশীপুরের মৃত বিজেপি যুব নেতার দাদাকে চিত্পুর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ সিটের। হাইকোর্টের নির্দেশ মেনে সিটের তদন্তে সহযোগিতা করব। জানান অর্জুন চৌরাসিয়ার দাদা আনন্দ চৌরাসিয়া। অর্জুন আত্মহত্যা করলে তার কারণ কী, জানতে চান মৃত বিজেপি যুব নেতার দাদা। সিটের নোটিস পেয়ে এদিন সকালে চিত্পুর থানায় যান অর্জুন চৌরাসিয়ার দাদা আনন্দ চৌরাসিয়া।
রেশন সামগ্রী নেওয়াকে কেন্দ্র করে, তৃণমূলের দুই পক্ষের সংঘর্ষে, উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা।। ইট বৃষ্টি, থেকে লাঠি-রড দিয়ে মারধর, বাদ গেল না কিছুই। ঘটনায় আহত হয়েছেন দু’পক্ষের মোট ১২ জন। এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
কলকাতার নামী বিল্ডারের বাড়িতে ইডি-র তল্লাশি অভিযান। আজ সকালে ৫টি দলে ভাগ হয়ে বিল্ডার অভিজিৎ সেনের অফিস ও বাড়ির ৫ ঠিকানায় তল্লাশি অভিযান চালান ইডি-র অফিসাররা। ইডি সূত্রে দাবি, প্রভাবশালী ব্যক্তিদের কালো টাকা বাজারে খাটানোর অভিযোগ রয়েছে বিল্ডারের বিরুদ্ধে।
অর্জুন সিংহ-কে নিয়ে জল্পনার মাঝেই একই অনুষ্ঠানে পাশাপাশি হাঁটলেন বিজেপি সাংসদ ও তৃণমূল বিধায়ক। এদিন ভাটপাড়ায় দেখা গেল এই ছবি। নতুন শিব মন্দিরের কলসযাত্রা উপলক্ষে গঙ্গার ঘাটে একসঙ্গে পুজো করেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক ও অর্জুন-পুত্র পবন সিং এবং জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। এরপর কলসযাত্রায় পাশাপাশি হাঁটতে দেখা যায় অর্জুন সিং ও সোমনাথ শ্যামকে। এর পিছনে রাজনীতি নেই, দাবি বিজেপি সাংসদ ও তৃণমূল বিধায়কের।
বাঁকুড়ার লালবাজার হিন্দি হাইস্কুলের মাঠ থেকে বাঁকুড়া মাচানতলা পর্যন্ত মিছিল করবেন বিজেপি নেতা, কর্মীরা। থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ,
রেলের জমিতে অনুমোদনহীন স্কুল চালানোর অভিযোগ। বুলডোজার এনে আসানসোলে বাড়ি গুঁড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে দাবি, যে বাড়ি ভাঙা হয় সেখানে চলছিল স্কুল। যদিও রেলের দাবি, স্কুল নয় ভাঙা হয় কোয়ার্টার। প্রতিবাদে বিক্ষোভ দেখায় তৃণমূল।
রাস্তা করা নিয়ে দুই পরিবারের বিবাদকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ভগবানগোলায় ধুন্ধুমার। লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলার অভিযোগ। ভিডিও ভাইরাল। সংঘর্ষে আহত হন উভয়পক্ষের ৭ জন। একপক্ষের দাবি, পঞ্চায়েত সমিতিকে তাদের জমিতে রাস্তা তৈরির অনুমতি দেওয়া হয়। অপর পক্ষের অভিযোগ, তাদের জমি জোর করে দখল করে নেওয়ার চেষ্টা চলছে। এই নিয়ে বিবাদের জেরে আজ সকালে ধুন্ধুমার বেধে যায়। ঘটনাস্থলে ভগবানগোলা থানার পুলিশ। দু’ পক্ষের ২ জনকে আটক করা হয়েছে।
গন্ধেশ্বরী নদী সংস্কারের কাজে হাত লাগালো সেচ দফতর। কিন্তু রোখা যাবে কী বন্যার প্রকোপ কপালে চিন্তার ভাঁজ এলাকাবাসীর, কাজ বিজ্ঞান সম্মত নয় দাবি বিরোধীদের
রাজ্যে বাড়ছে জাতীয় টোল ট্যাক্স। আগামীকাল থেকে ৬ নং জাতীয় সড়কে টোল ট্যাক্স বাড়ানোর নির্দেশিকা। ছোট গাড়ির টোল ট্যাক্স ৮০টাকা থেকে বেড়ে হল ১২৫টাকা। ছোট বাণিজ্যিক গাড়ির টোল ট্যাক্স ১৩৫ টাকা থেকে বেড়ে হচ্ছে ২০০টাক
ত্রিপুরার পর এবার তৃণমূলের লক্ষ্য অসম। আজ গুয়াহাটি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছে যাবেন কামাখ্যায়। মন্দিরে পুজো দিয়ে ফিরে তৃণমূল কর্মীদের সঙ্গে মিলিত হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর অসমে দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন। কিছুদিন আগেই অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ও প্রাক্তন মন্ত্রী রিপুন বোরা তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে উত্তর-পূর্বের এই রাজ্যে দলীয় সংগঠনের ভিত তৈরিই আপাতত তৃণমূলের লক্ষ্য। এদিন গুয়াহাটিতে মোদি-অমিত শা-র পাশাপাশি রাস্তায় তৃণমূলের পতাকা ও মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা গিয়েছে।
ঘূর্ণিঝড় অশনির এখনও তেমন প্রভাব পড়েনি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায়। গতকাল রাতে বৃষ্টি হয়েছে। সকাল থেকে আকাশ আংশিক মেঘলা। প্রশাসনিক তত্পরতা রয়েছে।
স্কুলে শিক্ষক নিয়োগের পাশাপাশি এবার কলেজে অধ্যক্ষ নিয়োগ। বিজ্ঞপ্তি জারি করল কলেজ সার্ভিস কমিশন। ১০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ৪০-৫৫ বছর বয়সীরা যোগ্যতা অনুযায়ী কলেজ অধ্যক্ষ পদে আবেদন করতে পারবেন। জেনারেল ক্যাটেগরিতে আবেদন ফি ৫ হাজার টাকা। অধ্যক্ষ পদে আবেদনের যোগ্যতা যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তরে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর, পিএইচডি ডিগ্রি, অ্যাসোসিয়েট প্রোফেসর অথবা প্রোফেসর পদে অন্তত ১৫ বছর পড়ানোর অভিজ্ঞতা
রাজ্যপালের কাছে শুধু আমরা যাই না। সিপিএম, কংগ্রেস, সবাই যায়। ওদের নেতারাও হাতে-পায়ে ধরতে যায়। রাজভবনে বিজেপি প্রতিনিধিদলের যাওয়া নিয়ে তৃণমূলের কটাক্ষের জবাবে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
এবার NIA তদন্ত নিয়ে খুশি নন অর্জুন সিং! তাঁর বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় দোষীরা গ্রেফতার না হওয়ায় উষ্মাপ্রকাশ ব্যারাকপুরের বিজেপি সাংসদের। এদিকে সোমবার রাতে বোমা ছোড়ার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জলপাইগুড়ি থেকে কলকাতাগামী লাক্সারি বাস থেকে উদ্ধার হল বহুমূল্য সেগুন কাঠ। ২ জনকে আটক করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ধূপগুড়ির ঝুমুর ওভারব্রিজ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালায় ধূপগুড়ি থানার পুলিশ ও মরাঘাট রেঞ্জের বন দফতরের কর্মীরা। কলকাতাগামী একটি লাক্সারি বাসকে দাঁড় করিয়ে চলে তল্লাশি।
বেআইনিভাবে নদীর বাঁধ কেটে জল এনে ব্যবহার হচ্ছে ইটভাটায়। বাঁধের মাটি আলগা হয়ে বড়সড় বিপর্যয়ের আশঙ্কায় ভুগছেন হিঙ্গলগঞ্জের বাসিন্দারা। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। অভিযোগের প্রেক্ষিতে আজব সাফাই দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য।
গলায় ফাঁস লেগে ঝোলার কারণেই মৃত্যু হয়েছে বিজেপির যুব মোর্চার নেতা অর্জুন চৌরাসিয়ার। সেনা হাসপাতালের তরফে হাইকোর্টে ময়নাতদন্তের যে রিপোর্ট পেশ করা হয়েছে, তাতে একথা বলা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, ঝোলার আগে পর্যন্ত দেহে প্রাণ ছিল।
আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলায় ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই। তবে আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে দুই ২৪ পরগনা, নদিয়া ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে
কোথাও জরাজীর্ণ নদীবাঁধ! কোথাও সমুদ্রবাঁধ তৈরিই হয়নি! অশনির প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনায় ত্রস্ত নামখানা থেকে ফ্রেজারগঞ্জ। জলোচ্ছ্বাসে বাঁধ ভাঙলে কী হবে, সেই দুশ্চিন্তায় ঘুম উড়েছে নদীপাড়ের বাসিন্দাদের। বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলাশাসক।
সামনে আদিগন্ত বঙ্গোপসাগর। তার মুখোমুখি দাঁড়িয়ে গরিব মৎস্যজীবীদের গ্রাম। দুইয়ের মাঝে কোনও গার্ডওয়াল নেই। ঘূর্ণিঝড় অশনির মেঘ মাথায় নিয়ে দুশ্চিন্তায় ডুবেছে মন্দারমণির দাদনপাত্রবাড়। ফের বানভাসি হওয়ার আশঙ্কায় সেখানকার বাসিন্দারা। দ্রুত গার্ডওয়াল তৈরির আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক।
খুব তাড়াতাড়ি কলকাতায় চালু হতে চলেছে নতুন সুবিধা। পাইপলাইনের মাধ্যমে রান্নাঘরে পৌঁছে যাবে গ্যাস। বাইপাস লাগোয়া রুবি থেকে উত্তর ২৪ পরগনার নিউটাউন, একাধিক জায়গায় দ্রুত গতিতে চলছে কাজ।
আজ বেলা সাড়ে ১২টায় বিধানসভায় শপথ নেবেন বালিগঞ্জের জয়ী তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। রাজ্যপালের অনুমোদন মতো শপথবাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকারই! অধ্যক্ষের অনুরোধে বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করাতে রাজি হন ডেপুটি স্পিকার।
প্রেক্ষাপট
কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় (Cyclone) অশনি। অন্ধ্রপ্রদেশে লাল সতর্কতা। দুর্যোগ শুরু ওড়িশা উপকূলেও। গঞ্জামে সমুদ্রে নৌকাডুবি, অল্পের জন্য রক্ষা।
অশনির (Asani) প্রভাবে দিঘা, বকখালিতে উত্তাল সমুদ্র। পর্যটকদের নামতে নিষেধ। উত্তরবঙ্গে (North Bengal) বৃহস্পতিবার থেকে ২দিন ভারী বৃষ্টির সম্ভাবনা।
গলায় ফাঁস লেগে ঝুলেই কাশীপুরে (Cossipore) বিজেপির (BJP) যুব নেতার মৃত্যু। পিএম রিপোর্টে জানাল সেনা হাসপাতাল। কলকাতা পুলিশকে (Kolkata Police) নথি দিতে বলল হাইকোর্ট (Kolkata Highcourt)।
কলকাতা পুলিশের (Kolkata Police) সিট নয়, সিবিআই তদন্তের দাবিতেই অনড় বিজেপির যুব নেতার পরিবার।
কাশীপুরে (Cossipore) যুব নেতার রহস্যমৃত্যু। কারণ নিয়ে বিজেপিতেই (BJP) ভিন্নসুর।
নিহত কর্মীদের পরিজন সঙ্গে নিয়ে ফের রাজভবনে (Rajbhawan) বিজেপির দরবার। মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) দলগত রাজনীতির ঊর্ধ্বে উঠে পদক্ষেপের পরামর্শ রাজ্যপালের।
রামপুরহাটকাণ্ডে (Rampurhat) সহযোগিতার প্রসঙ্গ টেনে ভেদাভেদের অভিযোগ রাজ্যপালের (Governor Jagdeep Dhankhar)। কাশীপুরকাণ্ডে রিপোর্টে ধাক্কা খেয়ে নজর ঘোরানোর চেষ্টা, কটাক্ষ তৃণমূলের।
নিহতদের পরিজনদের নিয়ে ফের ধর্নায় বিজেপি। কাশীপুর-রিপোর্টকে হাতিয়ার করে পাল্টা।
অবশেষে সিটের নোটিস নিল চৌরাসিয়া পরিবার। আজ হাজিরার নির্দেশ। ঠিক কী হয়েছিল পরিত্যক্ত কোয়ার্টার্সে? ঘটনাস্থলে গেল রেল পুলিশ।
মমতাকে বাংলা আকাদেমি পুরস্কার, প্রতিবাদে ২০১৯ সালের বাংলা আকাদেমি পুরস্কার ফেরাচ্ছেন সাহিত্যিক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়। মমতার বই বেস্টসেলার। পাল্টা দেবাংশু।
ছাত্র নেতা আনিস খানের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে আজ হাইকোর্টে শুনানি। বিচার চেয়ে ফের পথে ডিওয়াইএফআই। আমতা থেকে মিছিল। মৃতদেহ দিয়ে ভোট ধরার চেষ্টা, কটাক্ষ ফিরহাদের।
অবশেষে রাজ্যপালের ‘শর্তেই’ সিলমোহর। আজ বেলা সাড়ে ১২টায় বিধায়ক হিসেবে বাবুলকে শপথবাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার।
পার্থর পরে এবার মুখ খুললেন সৌগত।
এবার NIA তদন্ত নিয়ে খুশি নন অর্জুন সিং! তাঁর বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় দোষীরা গ্রেফতার না হওয়ায় উষ্মাপ্রকাশ ব্যারাকপুরের বিজেপি সাংসদের। এদিকে বোমা ছোড়ার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
খুব তাড়াতাড়ি কলকাতায় চালু হতে চলেছে নতুন সুবিধা। পাইপলাইনের মাধ্যমে রান্নাঘরে পৌঁছে যাবে গ্যাস। বাইপাস লাগোয়া রুবি থেকে উত্তর ২৪ পরগনার নিউটাউন, একাধিক জায়গায় দ্রুত গতিতে চলছে কাজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -