West Bengal News Live Updates: আতঙ্ক অব্যাহত, ডেঙ্গি আক্রান্ত হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 11 Sep 2023 10:44 PM
West Bengal News Live: অন্ডালে সিপিএম সমর্থক পঞ্চায়েতকর্মীকে লক্ষ্য করে গুলি

অন্ডালে সিপিএম সমর্থক পঞ্চায়েতকর্মীকে লক্ষ্য করে গুলি। পার্টি অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় হামলা । হাতে গুলিবিদ্ধ অবস্থায় দুর্গাপুরের হাসপাতালে ভর্তি বুদ্ধদেব সরকার

WB News Live: একাদশ শ্রেণির ছাত্রকে মারধর করে অপহরণের অভিযোগ

লেক থানা এলাকায় একাদশ শ্রেণির ছাত্রকে মারধর করে অপহরণের অভিযোগ উঠল বাইক আরোহী দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরে, ওই ছাত্রকে উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, জলপাইগুড়িতে। স্কুলে ঢুকে তৃতীয় শ্রেণির ছাত্রকে 'অপহরণের চেষ্টার অভিযোগ ওঠেছে।

West Bengal News Live: শিকারের পর হরিণের মাংস দিয়ে বনভোজন, গ্রেফতার ১

শিকারের পর হরিণের মাংস দিয়ে বনভোজন, গভীর রাতের পরিকল্পনা ভেস্তে দেয় বনদফতর। বনদফতরের আচমকা অভিযানে ৩/৪ জন পালিয়ে গেলেও গ্রেফতার এক। ধৃতকে আজ সোমবার আলিপুরদুয়ার আদালতে হাজির করে হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছে বনদফতর। 

WB News Live: ডেঙ্গি আক্রান্ত হয়ে যাদবপুরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু

ডেঙ্গি আক্রান্ত হয়ে যাদবপুরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত এমটেকের ছাত্র ওহিদুল রহমানের মৃত্যু। মাল্টি অর্গান ফেলিওর, ফুসফুসে জল জমে ছাত্রের মৃত্যু। ছাত্রের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ।

West Bengal News Live: স্কুলে নিরাপত্তা চেয়ে থানার দ্বারস্থ প্রধান শিক্ষক

জলপাইগুড়িতে স্কুলে ঢুকে ছাত্রকে 'অপহরণের চেষ্টা'! তৃতীয় শ্রেণির ছাত্রকে স্কুল থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ
'ছুটির পর স্কুলে অপেক্ষা করছিল ছাত্র। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি স্কুলে ঢুকে ছাত্রকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দৌড়ে টিচার্স রুমে ঢুকে যায় ছাত্র, পালিয়ে যায় ওই ব্যক্তি, দাবি পড়ুয়ার বাবার। স্কুলে নিরাপত্তা চেয়ে থানার দ্বারস্থ প্রধান শিক্ষক।

WB News Live: শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার পাচ্ছেন ৪ বাঙালি বিজ্ঞানী

শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার পাচ্ছেন ৪ বাঙালি বিজ্ঞানী। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পাচ্ছেন বিজ্ঞানী দীপ্যমান গঙ্গোপাধ্য়ায় । 
ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ কেমিক্যাল বায়োলজির বিজ্ঞানী দীপ্যমান গঙ্গোপাধ্যায়। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্সেসের বিজ্ঞানী অনিন্দ্য দাস । বম্বে আইআইটির কেমিক্যাল বিভাগের বিজ্ঞানী দেবব্রত মাইতি । মুম্বইয়ের টাটা ইন্সটিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের বিজ্ঞানী বাসুদেব দাশগুপ্ত।

West Bengal News Live: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নিয়ে মন্তব্য রাজ্যপালের

'আমার জুনিয়র অ্যাপয়েন্টির বক্তব্যের কোনও উত্তর দেব না। যদি কিছু কথা বলার বা জানানোর প্রয়োজন হয়, তাহলে মুখ্যমন্ত্রীকে বলব, কোনও জুনিয়র অ্যাপয়েন্টিকে নয়'। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নিয়ে মন্তব্য রাজ্যপালের

WB News Live: ৭টি ফাইল সরকারি দফতরে আটকে, রাজভবনে আটকে নেই, আর একটা ফাইল বিচারাধীন', বললেন রাজ্যপাল

'রাজভবনে ৮টি ফাইল এসেছে, তার মধ্যে ৭টি নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের কাছে পাঠিয়েছি। সংশ্লিষ্ট দফতরের কাছে ৭টি ফাইলের ব্যাখ্যা চেয়েছি। ৭টি ফাইল সরকারি দফতরে আটকে, রাজভবনে আটকে নেই, আর একটা ফাইল বিচারাধীন', বললেন রাজ্যপাল

West Bengal News Live: বিস্ফোরক দাবি করলেন পুলিশি হেফাজতে থাকা পঞ্চায়েত সমিতির কংগ্রেস সভাপতি

রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের আগে বিস্ফোরক দাবি করলেন পুলিশি হেফাজতে থাকা পঞ্চায়েত সমিতির কংগ্রেস সভাপতি। তৃণমূলে যোগ দিতে চাপ দিচ্ছেন বড়বাবু, প্রশাসন। ভাইরাল ভিডিও-য় দাবি পঞ্চায়েত সমিতির কংগ্রেস সভাপতির।

WB News Live: আজ ফের সুর চড়ালেন তৃণমূল নেত্রী

বুধবার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের একবার তলব করেছে ইডি। সেই প্রসঙ্গেই আজ ফের সুর চড়ালেন তৃণমূল নেত্রী। এ দিন তিনি বলেন, 'কোনও প্রমাণ নেই, শুধুই অভিষেককে হেনস্থা করার চেষ্টা'। অভিষেককে ইডির তলব নিয়ে ফের প্রতিহিংসার অভিযোগও তুলেছেন মমতা। 'অভিযোগ এলে তদন্ত করুন, কিন্তু প্রতিহিংসায় কিছু করা উচিত নয়, ব্যুমেরাং হতে পারে'। অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নায়ডুর গ্রেফতারি নিয়েও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার পরিবারকে হেনস্থা করা হচ্ছে', ফের কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী।

West Bengal News Live: বিশেষ সিবিআই আদালতের নির্দেশের বিরুদ্ধে এবার হাইকোর্টের দ্বারস্থ সিবিআই

বিশেষ সিবিআই আদালতের নির্দেশের বিরুদ্ধে এবার হাইকোর্টের দ্বারস্থ সিবিআই। কুন্তল ঘোষের চিঠি মামলায় বিশেষ  সিবিআই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই। 'হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই, ইডি। 'সেক্ষেত্রে সিবিআই বিশেষ আদালতের যুগ্ম তদন্তের রিপোর্ট তলব কেন?' প্রশ্ন সিবিআই-এর। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আগামী বৃহস্পতিবার শুনানি। সম্প্রতি কলকাতা পুলিশ ও সিবিআইকে যুগ্ম তদন্ত রিপোর্ট পেশের নির্দেশ দেয় বিশেষ সিবিআই আদালত

WB News Live:রাজ্য মন্ত্রিসভায় রদবদল

রাজ্য মন্ত্রিসভায় রদবদল। দায়িত্ব বাড়ল জ্যোতিপ্রিয় মল্লিক, প্রদীপ মজুমদারের। পর্যটন দফতর হারালেন বাবুল সুপ্রিয়। সমবায় দফতর হারালেন অরূপ রায়। পর্যটন থেকে বাবুল সুপ্রিয়কে সরিয়ে দায়িত্বে ইন্দ্রনীল সেন। তথ্য প্রযুক্তির সঙ্গে বাবুল সুপ্রিয়ের হাতে এল অচিরাচরিত শক্তি দফতর। পঞ্চায়েতের সঙ্গে সমবায়ের দায়িত্বে প্রদীপ মজুমদার। অরূপ রায়ের হাতছাড়া সমবায়, দায়িত্বে খাদ্য প্রক্রিয়াকরণ। বন দফতরের সঙ্গে শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্বে জ্যোতিপ্রিয় মল্লিক।

West Bengal News Live: কুণাল গুপ্তকে গ্রেফতার করল ইডি

আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা মামলায় এবার কুণাল গুপ্তকে গ্রেফতার করল ইডি। এর আগে একই মামলায় কুণাল গুপ্তকে পুলিশ এবং সিআইডি গ্রেফতার করেছে। গতকাল প্রেসিডেন্সি জেলে গিয়ে কুণালকে জিজ্ঞাসাবাদ করে ইডি। 

WB News Live: হাইকোর্টের দ্বারস্থ সিবিআই

বিশেষ সিবিআই আদালতের নির্দেশের বিরুদ্ধে এবার হাইকোর্টের দ্বারস্থ সিবিআই। কুন্তল ঘোষের চিঠি মামলায় বিশেষ  সিবিআই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই

West Bengal News Live: পানশালায় পুলিশকে মারধরের অভিযোগ

আনন্দপুর থানা এলাকায় পানশালায় পুলিশকে মারধরের অভিযোগ উঠল। বাঁচাতে গিয়ে আক্রান্ত মহিলা সিভিক ভলান্টিয়ার। চুলের মুঠি ধরে মারধর করে তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় এক আইনজীবী ও তাঁর বান্ধবীকে গ্রেফতার করেছে আনন্দপুর থানার পুলিশ। সূত্রের খবর, গতকাল ১০০ নম্বরে ডায়াল করে লালবাজারে অভিযোগ জানানো হয়।  ধৃত আইনজীবী ও তাঁর বান্ধবীর বিরুদ্ধে পুলিশকে মারধর, সরকারি কাজে বাধাদান, শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। 

WB News Live: রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির গঠন নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ

মুর্শিদাবাদের রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির গঠন নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ । অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পরবর্তী শুনানি। ইতিমধ্যে সমিতি গঠন হয়ে গিয়ে থাকলেও ২০ সেপ্টেম্বর পর্যন্ত সভার সিদ্ধান্ত বাস্তবায়িত করা যাবে না। নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিন্হা। এর আগে আদালতে কংগ্রেস দাবি করে, বোর্ড গঠনে বাধা দিতে পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

West Bengal News Live: ব্রাত্যর চিঠি নিয়ে কী মন্তব্য রাজ্যপালের ?

 অস্থায়ী উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য ও রাজ্যপালের সংঘাত চরমে। তবে সেটা এখন আর নিছকই অস্থায়ী উপাচার্য নিয়োগেই শুধু আটকে নেই। রাজ্যপালকে হুঁশিয়ারি দিতে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শব্দবাণ কার্যতই সেই সংঘাত আরও উসকে দিয়েছে। পরিস্থিতি এমনই পর্যায় পৌঁছে যায় যে, শেষ অবধি শনিবার তার পাল্টা শনিবার চ্যালেঞ্জ ছুড়ে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। এমনকি ওই হুঁশিয়ারির মাঝেই রাজ্যপালের জোড়া গোপন চিঠি ঘিরে তৈরি হয় রহস্য। রাজ্যপালের সই করা জোড়া কনফিডেন্সিয়াল চিঠির বিষয়বস্তু কী? কী রয়েছে নবান্ন ও দিল্লিতে পাঠানো চিঠিতে? উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাতের আবহে, তা নিয়েই জল্পনার স্রোত বইছে রাজ্য-রাজনীতিতে। তৃণমূলের দাবি, শিক্ষামন্ত্রীকে টার্গেট করে ক্ষমতার অপপ্রয়োগ করে থাকতে পারেন রাজ্যপাল। আর এহেন পরিস্থিতিতেই ফের সামনে এল রাজ্যপালের মন্তব্য। তিনি বলেছেন, 'মুখ্যমন্ত্রী বিদেশ যাচ্ছেন, তাঁকে আমি নতুন করে টেনশন দিতে চাই না।' 'আমার জুনিয়র অ্যাপয়ন্টির বক্তব্যের কোনও উত্তর দেব না'ব্রাত্যর চিঠি নিয়ে মন্তব্য রাজ্যপালের। তবে গুরুত্বপূর্ণ কথা এই যে, তিনি বলেছেন, 'রাজ্যকে যা পাঠানো হয়েছে তা নিয়ে এখন আলোচনার সময় নয়। মুখ্যমন্ত্রী বিদেশ যাচ্ছেন, তাঁকে আমি নতুন করে টেনশন দিতে চাই না',  তিনি ফিরে এলে এ নিয়ে আলোচনা হবে, মন্তব্য রাজ্যপালের।

WB News Live: কোচবিহারে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু জমি ব্যবসায়ীর

কোচবিহারে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু জমি ব্যবসায়ীর। মৃত সুশীলচন্দ্র দাস কোচবিহার শহর লাগোয়া মহিষবাথানের বাসিন্দা। জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

West Bengal News Live: বিস্ফোরক দাবি পুলিশি হেফাজতে থাকা কংগ্রেস সভাপতির

রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের আগে বিস্ফোরক দাবি করলেন পুলিশি হেফাজতে থাকা কংগ্রেস সভাপতি। তৃণমূলে যোগ দিতে চাপ দিচ্ছেন বড়বাবু, প্রশাসন। ভাইরাল ভিডিও-য় দাবি পঞ্চায়েত সমিতির কংগ্রেস সভাপতির।

WB News Live: উত্তর ২৪ পরগনা জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে

রাজ্যে ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। গত এক সপ্তাহে উত্তর ২৪ পরগনার গ্রামাঞ্চল ও শহর মিলিয়ে ১ হাজার ৩০৫ জন ডেঙ্গিতে আক্রান্ত । স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গোটা জেলায় মোট আক্রান্তর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। বিধাননগর পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্ত ১ হাজার ৯১ জন। 

West Bengal News Live: ডেঙ্গি-ম্যালেরিয়ার জোড়া থাবা কলকাতা মেডিক্যাল কলেজের কর্মী আবাসনে

ডেঙ্গি-ম্যালেরিয়ার জোড়া থাবা কলকাতা মেডিক্যাল কলেজের কর্মী আবাসনে। আবাসনের ৩টি ব্লকে আক্রান্তের সংখ্যা কমপক্ষে ২০, খবর মেডিক্যাল কলেজ সূত্রে। কয়েকজনের আবার একসঙ্গে ডেঙ্গি ও ম্যালেরিয়া দুটোই হয়েছে। আক্রান্তদের কয়েকজন ভর্তি ট্রপিক্যাল মেডিসিনে। মেডিক্যাল হাসপাতাল লাগোয়া ডাক্তারি পড়ুয়াদের হস্টেলেও হানা দিয়েছে ডেঙ্গি-ম্যালেরিয়া। ৪ জন পড়ুয়া আক্রান্ত বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। চলতি মরশুমে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় ২১ হাজার।

WB News Live: ৪ জনের গোপন জবানবন্দি রেকর্ড করাতে আবেদন সিবিআই-এর

 শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ৪ জনের গোপন জবানবন্দি রেকর্ড করাতে আবেদন সিবিআই-এর। আলিপুর আদালতে আবেদন পেশ সিবিআই-এর। কীভাবে দুর্নীতি হয়েছে, তা নিয়ে আদালতে আগেই সিবিআই-এর সামনে সাক্ষ্য দিয়েছিলেন এই ৪ জন। এবার ম্যাজিস্ট্রেটের সামনে এই ৪ চাকরিপ্রার্থীর। গোপন জবানবন্দি রেকর্ড করাতে চায় সিবিআই। এই প্রথম নিয়োগ দুর্নীতিতে কোনও চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি রেকর্ড করাতে চাইছে সিবিআই। 

West Bengal News Live: লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে জাতীয় নির্বাচন কমিশন

লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। কলকাতায় ২ ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যাস ও ধর্মেন্দ্র শর্মা। ২ ডেপুটি নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। বৈঠকে ডাকা হয়েছে রাজ্যের সমস্ত জেলাশাসককে। জেলাগুলির আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত রিপোর্ট খতিয়ে দেখা হবে, খবর সূত্রের। ভোটার তালিকা প্রস্তুত, তালিকা সংশোধন, পরিচয় পত্র, ইভিএম-নিয়েও আলোচনা হবে বৈঠকে। 


 

WB News Live: আজ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচন

২৭ আসনবিশিষ্ট রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে, বাম-কংগ্রেস জোট জিতেছিল ১৪টিতে। তৃণমূল জয়ী হয় ১৩টিতে। আজ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচন। তার আগে, রবিবার, দলবদলের জেরে তৃণমূলের পক্ষে সংখ্য়াটা বেড়ে হল ১৫। আর বাম-কংগ্রেস জোটের সংখ্যা কমে হল ১২। 

West Bengal News Live: বিষ্ণুপুরে দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের

বাঁকুড়ার বিষ্ণুপুরে দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। আহত হয়েছেন আরও ৩ জন। ১০ বছরের ছেলেকে নিয়ে বাইকে চড়ে শহরের বাড়িতে ফিরছিলেন প্রাথমিক শিক্ষক আনন্দমোহন শো। ৬০ নম্বর জাতীয় সড়কে ম্যাটাডোরের ধাক্কায় ছিটকে পড়ে বাবা ও ছেলের মৃত্যু দুর্ঘটনার পর পলাতক ম্যাটাডোর চালক । বিষ্ণুপুরের বামুনবাঁধের কাছে আরেকটি দুর্ঘটনা। বেপরোয়া গাড়ির ধাক্কায় বাইক থেকে পড়ে গিয়ে মৃত্যু গৃহবধূ সমাপ্তি লাহার। দুর্ঘটনায় আহত হন মহিলার ৩ আত্মীয়। ঘাতক গাড়ির চালক গ্রেফতার। 

WB News Live: রাজ্যে ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি

রাজ্যে ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। গত এক সপ্তাহে উত্তর ২৪ পরগনার গ্রামাঞ্চল ও শহর মিলিয়ে ১ হাজার ৩০৫ জন ডেঙ্গিতে আক্রান্ত। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গোটা জেলায় মোট আক্রান্তর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। বিধাননগর পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্ত ১ হাজার ৯১ জন। দক্ষিণ দমদম পুরসভা এলাকায় এই মরশুমে আক্রান্তের সংখ্যা ৫২০। গ্রামাঞ্চলে সবথেকে বেশি আক্রান্ত বনগাঁ ব্লকে, সংখ্যাটা ৪৬৩। হাবড়া ২ নম্বর ব্লকে আক্রান্তের সংখ্যা ৩০০-র কাছাকাছি। রাজারহাট ব্লকে আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

West Bengal News Live: লুঠ রুখতে সতর্ক পুরুলিয়া জেলা পুলিশ

লুঠ, ডাকাতি রুখতে এবার আরও সতর্ক পুরুলিয়া জেলা পুলিশ। জারি করা হয়েছে নির্দেশিকা। তাতে ব্যাঙ্ক ও শোরুমগুলিতে সিসি ক্যামেরা ও অ্যালার্ম রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও ব্যবসায়ী ও কর্মচারীদের সকলের মোবাইল ফোনে থানা ও পুলিশ কন্ট্রোল রুমের নম্বর রাখার কথাও বলা হয়েছে। 

WB News Live: ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা

G20 শীর্ষ সম্মেলন নিয়ে দেশজুড়ে চর্চার মধ্যেই, ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা! ১৩ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার দিল্লিতে NCP প্রধান শরদ পাওয়ারের বাসভবনে, প্রথমবার বৈঠকে বসতে চলেছে বিরোধীদের জোট INDIA-র সমন্বয় কমিটি। আর ঠিক সেদিনই, তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে বলে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

West Bengal News Live: নিয়োগ-দুর্নীতি নিয়ে সাফাই সৌগত রায়ের

অন্য চাকরি পায় না, তাই শিক্ষকতা। সেই জন্যেই প্রাথমিকের চাকরিতে এত দুর্নীতি। নিয়োগ-দুর্নীতি প্রসঙ্গে এমন আজব সাফাই দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আর্থিক দুর্নীতি তো তৃণমূল সরকারের আমলেই হয়েছে। রাজ্য়ে কর্মসংস্থান না থাকাতেই তো বাড়ছে বেকারত্ব। পাল্টা আক্রমণ শানিয়েছে বিরোধীরা। 

WB News Live: ড্রাইভিং শিখতে গিয়ে বালককে পিষে দিলেন যুবক

ড্রাইভিং শিখতে গিয়ে স্থানীয় ১১ বছরের বালককে পিষে দিলেন যুবক। প্রতিবাদে গাড়িটিতে আগুন লাগিয়ে দেন ক্ষিপ্ত বাসিন্দারা। 

West Bengal News Live: ধূপগুড়ি ইস্যুতে কটাক্ষ দেবাংশুর

 ধূপগুড়ি বিজেপির হাতছাড়া, সহ্য হচ্ছে না, কটাক্ষ দেবাংশুর। অভিযুক্ত তাই ডেকেছে। কবে কখন ডাকবে, ইডির সিদ্ধান্ত, পাল্টা শুভেন্দু।
 

WB News Live: বুধবার অভিষেককে তলব ইডির

নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার অভিষেককে তলব ইডির। ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়ার সমন্বয় কমিটির বৈঠকের দিন কেন সমন ? ৫৬ ইঞ্চির কাপুরুষোচিত কাজ, আক্রমণ অভিষেকের।

প্রেক্ষাপট


  •  নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার অভিষেককে তলব ইডির। ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়ার সমন্বয় কমিটির বৈঠকের দিন কেন সমন ? ৫৬ ইঞ্চির কাপুরুষোচিত কাজ, আক্রমণ অভিষেকের।
     

  •  ধূপগুড়ি বিজেপির হাতছাড়া, সহ্য হচ্ছে না, কটাক্ষ দেবাংশুর। অভিযুক্ত তাই ডেকেছে। কবে কখন ডাকবে, ইডির সিদ্ধান্ত, পাল্টা শুভেন্দু।
     

  •  রাষ্ট্রপতির আমন্ত্রণে জি ২০-র নৈশভোজে মমতা। না গেলে আকাশ ভেঙে পড়ত না। যোগী-অমিত শাহর সঙ্গে ডিনার করে কী বার্তা দিতে চাইছেন ? ইন্ডিয়া জোটে একসঙ্গে থাকলেও কটাক্ষ অধীরের।
     

  •  নৈশভোজে ইন্ডিয়ার জোটসঙ্গী নীতীশ, হেমন্ত সোরেন। যোগ দিলেন কংগ্রেস শাসিত হিমাচলের মুখ্যমন্ত্রী। দেশের স্বার্থে অগ্রাধিকার মমতার, বিজেপির হাত শক্ত করছেন অধীর, পাল্টা তৃণমূল।
     

  •  জল থইথই ভারত মণ্ডপম। জি২০ তহবিলের ৪ হাজার কোটির কত আত্মসাৎ মোদির ? আক্রমণ তৃণমূলের। অহঙ্কার কম কর, বুঝিয়ে দিল প্রকৃতি। আক্রমণ প্রিয়াঙ্কা গাঁধীর।
     

  •  রাজঘাটে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে মোদির পুষ্পার্ঘ্যতেও ইন্ডিয়ার বদলে ভারত। বিরোধী জোট নিয়ে অস্বস্তিতেই দেশের নাম বদলাতে চাইছে মোদি সরকার, কটাক্ষ রাহুল গাঁধীর।
     

  •  এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎই লক্ষ্য। দিল্লিতে জি২০ মহাযজ্ঞের সমাপ্তি ঘোষণা প্রধানমন্ত্রীর। নভেম্বরে ফের ভার্চুয়াল বৈঠকের প্রস্তাব। বিশ্ব শান্তির বার্তার মোদির।
     

  •  মোদির নেতৃত্বে একতার বার্তা নিয়ে উন্নতির পথে এগিয়ে যেতে হবে, গড়তে হবে এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। জি ২০ সম্মেলনের সাফল্যে প্রধানমন্ত্রীর প্রশংসায় শাহরুখ।
     

  •  জি২০ শেষ হতেই বড় ঘোষণা ভারতের। লাদাখে তৈরি হচ্ছে বিশ্বের সর্বোচ্চ ফাইটার এয়ারফিল্ড। চিনা আগ্রাসনের পাল্টা কৌশল দিল্লির।১২ সেপ্টেম্বর শিলান্যাস করবেন রাজনাথ।
     

  •  পঞ্চায়েত স্থায়ী সমিতি গঠনের আগে রানিনগরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে ২ সদস্য, সংখ্যাগরিষ্ঠ শাসকদল। পুলিশ-তৃণমূলের ষড়যন্ত্র, প্রার্থীদের নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের। 
     
     রেল বাজেটে বিপুল বরাদ্দ, বাধা জমি অধিগ্রহণ, আটকে প্রকল্প। মুখ্যমন্ত্রীকে চিঠিতে দাবি কেন্দ্রীয় রেলমন্ত্রীর। রেলপথে জোড়েনি একাধিক এলাকা, ভুগতে হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে।
     

  •  নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেককে তলব ED-র। ‘বিরোধী জোটের প্রথম সমন্বয়-বৈঠকের দিনই কেন সমন?’, প্রশ্ন তৃণমূল সাংসদের।  
     

  •  ‘শাহ-যোগীর সঙ্গে এক টেবিলে ডিনার করে কী বার্তা দিলেন মমতা!’। রাষ্ট্রপতির আমন্ত্রণে G-20-র নৈশভোজে যাওয়ায় মুখ্যমন্ত্রীকে খোঁচা অধীরের। 
     
     ‘প্রদেশ কংগ্রেস সভাপতিই বিজেপির হাত শক্ত করছেন’, সুর চড়াল তৃণমূলও। ঝালদার পর রানীনগর, দিল্লিতে জোট করে ফের কংগ্রেস ভাঙল তৃণমূল। 
     

  •   কী আছে রাজ্যপালের মধ্যরাতের গোপন চিঠিতে? আজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। 
     

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.