WB News LIVE Blog: সিপিএম, কংগ্রেস, বিজেপিকে কীভাবে জব্দ করতে হয় জানা আছে, বললেন সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 12 Sep 2022 12:20 AM
West Bengal News Live: সিপিএম, কংগ্রেস, বিজেপিকে কীভাবে জব্দ করতে হয় জানা আছে, বললেন সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক

সিপিএম, কংগ্রেস, বিজেপিকে কীভাবে জব্দ করতে হয় জানা আছে। এই ভাষাতেই বিরোধীদের নিশানা করলেন সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক। শনিবার প্রতাপগঞ্জে গঙ্গা-ভাঙন পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়েন সেচ প্রতিমন্ত্রী। রবিবার, তারই প্রতিবাদে সভা করল তৃণমূল। সোমবার পাল্টা মিছিলের ডাক দিয়েছে সিপিএম। 

WB News Live Updates: মথুরাপুর জেলা কার্যালয়ে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল, চলল কিল, চড়, ঘুষি

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর জেলা কার্যালয়ে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। বিজেপি মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি ও রাজ্য কমিটির এক সদস্যর মধ্যে কিল, চড়, ঘুষি। জেলা কার্যালয়ের ভিতরেই চেয়ার ছোড়াছুড়ি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তালা ঝুলিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের।

West Bengal News Live: ন্যূনতম দক্ষতার মাপকাঠিকে ছাড়িয়ে গেল বাংলার পড়ুয়ারা, ট্যুইট করে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাংলার মুকুটে নতুন পালক। আন্তর্জাতিক স্তরে ন্যূনতম দক্ষতার মাপকাঠিকে ছাড়িয়ে গেল বাংলার পড়ুয়ারা। ট্যুইট করে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, অত্যন্ত আনন্দ এবং গর্বের সঙ্গে জানাচ্ছি, দেশের মধ্যে ফের এক নম্বর স্থান অধিকার করেছে বাংলা। আন্তর্জাতিক স্তরে ন্যূনতম দক্ষতার মাপকাঠিকে ছাপিয়ে গিয়েছে বাংলার ছাত্রছাত্রীরা। দেশের মধ্যে এই দক্ষতার তালিকায় সেরা এ রাজ্যের পড়ুয়ারা। এক অনন্য নজির গড়েছে তারা। সমস্ত পড়ুয়া, তাদের অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের আমার আন্তরিক অভিনন্দন। ট্যুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সমীক্ষা করেছে NCERT। রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।

WB News Live Updates: বাইকে বসতে যেতেই তীব্র বিস্ফোরণ! গুরুতর জখন বাইকের মালিক

বাইকে বসতে যেতেই তীব্র বিস্ফোরণ! গুরুতর জখন বাইকের মালিক। লক্ষ্মী সাহানি নামে ওই ব্যক্তিকে ভর্তি করা হয়েছে বোলপুর হাসপাতালে। আজ সন্ধ্যায় ঘটনাটি ঘটেচে বীরভূমের বোলপুরে।  স্থানীয় বসিন্দাদের দাবি, মোটরবাইকের সঙ্গে একটি লম্বা তার লাগানো ছিল। তবে কি তারের মাধ্যমে দূর থেকে বিস্ফোরণ ঘটানো হয়েছে?  তদন্ত শুরু করেছে পুলিশ।

West Bengal News Live: বসিরহাটের হাসনাবাদে রহস্যজনকভাবে নিখোঁজ দুই কিশোরী

বাগুইআটিকাণ্ডের রেশ কাটার আগেই বসিরহাটের হাসনাবাদে রহস্যজনকভাবে নিখোঁজ দুই কিশোরী। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ব্যাঙ্কের পাসবই আপডেট করানোর কথা বলে বাড়ি থেকে বের হয় অষ্টম ও দশম শ্রেণির দুই পড়ুয়া। অভিযোগ, তারপর থেকেই খোঁজ মিলছে না দুই কিশোরীর। ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও, নিখোঁজের পিছনে কী রহস্য, তা এখনও স্পষ্ট নয়। উদ্বেগে দুই কিশোরীর পরিবার।

WB News Live Updates: আইপিএস ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়ি থেকে সোনা উদ্ধার, সিআইডি সূত্রে খবর

আইপিএস ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়ি থেকে সোনা উদ্ধার, সিআইডি সূত্রে খবর। ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর বাড়ি থেকে উদ্ধার সোনার গয়না, বেশকিছু নথি। ২৮০ গ্রাম সোনার গয়না বাজেয়াপ্ত করেছে সিআইডি, দাবি ব্যবসায়ীর আইনজীবীর। 

West Bengal News Live: টিনের বাড়িতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক মহিলা-সহ পরিবারের তিন জনের মৃত্যু

টিনের বাড়িতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক মহিলা-সহ পরিবারের তিন জনের মৃত্যু। রবিবার সন্ধেয় উত্তর দিনাজপুরের ইটাহার থানার তিলনা গ্রামের ঘটনা। বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন এই ঘটনা ঘটে। তড়িঘড়ি মেইন সুইচ বন্ধ করলেও প্রথমে বাবলু মুর্মু বিদ্যুৎপৃষ্ঠ হন। পাশাপাশি টিনের দেওয়ালে হেলান দিয়ে থাকা বাবলুর জেঠু কবিরাজ মুর্মু এবং জেঠিমা হপনময়ী সোরেনও বিদ্যুৎপৃষ্ট হন। সেইসঙ্গে গোপাল মুর্মু নামে আরও একজন তড়িদাহত হন।  

WB News Live Updates: মঙ্গলবার নবান্ন অভিযান, তার আগে অস্বস্তি, দফতরের বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান। তার আগে দলের অন্দরে অস্বস্তি। রবিবার রাজ্য বিজেপি দফতরের অদূরে জমায়েত করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীদের একাংশ। প্যারাশুটে, হেলিকপ্টারে, লিফটে আনা নেতাদের হাতে দল দিলে চলবে না, রাজ্যজুড়ে দুর্বল হচ্ছে বিজেপি। মন্তব্য বিক্ষুব্ধ বিজেপিকর্মীদের। বিজেপির অন্দরে এই কলহ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।

West Bengal News Live: সোনারপুরে সিন্ডিকেট-বিবাদ, তৃণমূল কাউন্সিলরের স্বামীর উপর হামলার অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে

সোনারপুরে সিন্ডিকেট-বিবাদে তৃণমূল কাউন্সিলরের স্বামীর ঘনিষ্ঠদের ওপর দলবল নিয়ে হামলা, খুনের চেষ্টার অভিযোগ উঠল দলেরই নেতার বিরুদ্ধে। রাজপুর-সোনারপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। ঘটনায় বেশ কয়েকজন আহত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ২ জন। মূল অভিযুক্ত-সহ ৮ জনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। নিজেকে তৃণমূলের জয়হিন্দ বাহিনীর ওয়ার্ড সভাপতি বলে দাবি করে ধৃত আখতার হোসেনের দাবি, তাঁর ইমারতি সামগ্রীর দোকান রয়েছে। কিন্তু এলাকায় সিন্ডিকেটের দখল নিতে চাইছেন কাউন্সিলরের স্বামী ও তৃণমূল নেতা শাহেনশা মণ্ডল, তিনি প্রতিবাদ করায় তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি ধৃতের। 

WB News Live Updates: চা শ্রমিকদের সমস্যা মেটানো রাজ্যের দায়িত্ব, অভিষেককে পাল্টা বার্লার

চা শ্রমিকদের সমস্যা মেটানো রাজ্যের দায়িত্ব, বড় বড় কথা বলে লাভ নেই। অভিষেকের আক্রমণের জবাবে মন্তব্য বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার।

West Bengal News Live: ব্লক সভাপতি করার প্রতিশ্রুতি দিয়ে ৭ লক্ষ টাকা নিয়েছেন! করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে অভিযোগ

ব্লক সভাপতি করার প্রতিশ্রুতি দিয়ে ৭ লক্ষ টাকা নিয়েছেন বিধায়ক। করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন দলেরই এক কর্মী।

WB News Live Updates: বাগুইআটিকাণ্ডের ছায়া এবার বীরভূমে, ইলামবাজারের জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ

বাগুইআটিকাণ্ডের ছায়া এবার বীরভূমে। ইলামবাজারের জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ। গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সৈয়দ সালাউদ্দিন। গতকাল রাত ১২টা নাগাদ ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে প্রথম ফোন। মুক্তিপণ চেয়ে ফোন আসে সালাউদ্দিনের নম্বর থেকেই। পুলিশকে জানালে ছেলেকে ফিরে পাওয়া যাবে না বলে হুমকি। মল্লারপুর থানায় জানানোর পর আসে দ্বিতীয় হুমকি ফোন, দাবি পরিবারের। টাওয়ার লোকেশন ট্র্যাক করে ইলামবাজার থেকে গ্রেফতার সালাউদ্দিনের বন্ধু সলমন। তাকে জিজ্ঞাসাবাদ করেই ইলামবাজার জঙ্গল থেকে উদ্ধার হয় সালাউদ্দিনের দেহ। 

West Bengal News Live:হরিদেবপুরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও একজনের

হরিদেবপুরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও একজনের। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমে মৃত্যুর উল্লেখ রয়েছে। এনিয়ে, রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১২।

WB News Live Updates: দিনে ৩-৪ হাজার টাকা রোজগারের টোপ, অ্যাপ ই-নাগেটস নিয়ে ইডি-র কাছে নতুন তথ্য

মোবাইল গেমিং অ্যাপ ই-নাগেটস নিয়ে ইডি-র কাছে নতুন তথ্য। সূত্রের খবর, লকডাউনের সময় এই অ্যাপের রমরমা বাড়ে। দিনদিন বাড়তে থাকে কয়েকহাজার ইউজারের সংখ্যা। লকডাউনের সময় পরিস্থিতির সুযোগ নিয়ে দিনে ৩-৪ হাজার টাকা রোজগারের টোপ দেওয়া হত। অ্যাপের মাধ্যমে চলত টাকা নেওয়া। কবে কোথা থেকে টাকা তোলা হয়েছে, সেই সংক্রান্ত তথ্য ব্যাঙ্কের মাধ্যমে ইডি-র তদন্তকারীদের হাতে এসেছে বলে সূত্রের খবর। 

West Bengal News Live: বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় জারি হলুদ সতর্কতা

পুজোর আগে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়ায় কমলা সতর্কতা জারি। কলকাতায় জারি হলুদ সতর্কতা। হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বাঁকুড়াতেও হলুদ সতর্কতা জারি। 

WB News Live Updates: নিহত ছাত্রনেতা আনিস খানের ভাই সলমন খানকে হাসপাতাল থেকে ছাড়া নিয়ে বিতর্ক

নিহত ছাত্রনেতা আনিস খানের ভাই সলমন খানকে হাসপাতাল থেকে ছাড়া নিয়ে বিতর্ক। হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়ার সিদ্ধান্ত নিলেও আপত্তি জানায় সলমনের পরিবার। সিসিইউ-তে ভর্তি সলমন আদৌ সুস্থ নন, এই অবস্থায় তাঁকে কীভাবে ছাড়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন সলমনের বাবা জালেম খান। এদিন হাসপাতালে যান প্রাক্তন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র ও কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী। হাসপাতাল সূত্রে খবর, সিটি স্ক্যানে গুরুতর কিছু না পাওয়ায় সলমনকে আজই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মেডিক্যাল বোর্ড। রাজনৈতিক চাপেই এই সিদ্ধান্ত, দাবি কংগ্রেসের। 


 

West Bengal News Live: গার্ডেনরিচে ব্যবসায়ীর খাটের নীচে ১৭ কোটি ৩২ লক্ষ টাকা!

গার্ডেনরিচে ব্যবসায়ীর খাটের নীচে ১৭ কোটি ৩২ লক্ষ টাকা! কোথা থেকে এল এত টাকা? ইডি হানার পর থেকে কোথায় গা ঢাকা দিয়েছেন আমির খান? কালো টাকায় কোথায় কোথায় বিনিয়োগ?
বাবার পরিবহণ ব্যবসায় কি টাকা ঢেলেছিলেন আমির?

WB News Live Updates:শীতলকুচিতে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার, হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কোচবিহারের শীতলকুচিতে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার। চোর ধরো জেল ভরো স্লোগান তুলে বিজেপির মিছিল, হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বোমাবাজির অভিযোগ।

West Bengal News Live: আয় বহির্ভূত সম্পত্তি মামলায় আইপিএস এবং ব্যবসায়ীর ঠিকানায় সিআইডি হানা

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় কলকাতা ও সল্টলেকের ৫ জায়গায় সিআইডি-র হানা। সিআইডি সূত্রে খবর, ব্যারাকপুর কমিশনারেটে অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই আজ কলকাতা ও সল্টলেকে তল্লাশি চালাচ্ছে সিআইডি। আইপিএস দেবাশিস ধর ও ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর বিভিন্ন ঠিকানায় হানা। সিআইডি সূত্রে দাবি, ২০১৫-’১৮ সালের মধ্যে আইপিএস দেবাশিস ধরের সম্পত্তি কয়েকগুণ বেড়েছে। সম্পত্তি বৃদ্ধিতে সহযোগিতা করেছেন আইপিএস দেবাশিস ধরের ঘনিষ্ঠ ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী, দাবি সিআইডির। আয় বহির্ভূত সম্পত্তি মামলাতেই সিআইডি-র স্ক্যানারে আইপিএস দেবাশিস ধর ও ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী।

WB News Live Updates: আগামীদিনে চা শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে সরব হব: অভিষেক

চা শ্রমিকদের পিএফ-এর টাকা ঠিক মতো জমা হচ্ছে না। পিএফ-গ্র্যাচুইটি নিয়ে শ্রমিকদের অভিযোগ রয়েছে। আগামীদিনে চা শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে সরব হব: অভিষেক।

West Bengal News Live: উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলে কিছু নেই, একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ: অভিষেক

"উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলে আলাদা কিছু নেই। একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ", বললেন অভিষেক।

WB News Live Updates: আগামীদিনে চা শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে সোচ্চার হব’, বললেন অভিষেক বন্দোপাধ্যায়

‘চা শ্রমিকদের পিএফ-এর টাকা ঠিক মতো জমা হচ্ছে না, পিএফ-গ্র্যাচুইটি নিয়ে শ্রমিকদের অভিযোগ রয়েছে। আগামীদিনে চা শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে সোচ্চার হব’, বললেন অভিষেক বন্দোপাধ্যায়।

West Bengal News Live: আজ উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির মালবাজারে তৃণমূলের চা বাগান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সমাবেশ।

আজ উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির মালবাজারে তৃণমূলের চা বাগান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সমাবেশ। সেখানে প্রধান বক্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।  সভাস্থলে পৌঁছনোর আগে সেবক কালীবাড়িতে পুজো দেন অভিষেক।

WB News Live Updates: হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর ঘনিষ্ঠ আইপিএস অফিসারের বাড়িতে সিআইডি তল্লাশি

হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় সিআইডি হানা। ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর ঘনিষ্ঠ আইপিএস অফিসারের বাড়িতে তল্লাশি।আয় বহির্ভূত সম্পত্তি মামলায় আইপিএস দেবাশিস ধরের বাড়িতে তল্লাশি। কলকাতা ও সল্টলেকের অন্তত ৫ জায়গায় তল্লাশি সিআইডির।

West Bengal News Live: হাড় হিম করা 'খুন' ইলামবাজারে

বাগুইআটিকাণ্ডের ছায়া এবার বীরভূমে। ইলামবাজারের জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ। গতকাল রাত ১২টা নাগাদ ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে প্রথম ফোন, দাবি পরিবারের। মল্লারপুর থানায় জানানোর পর আসে দ্বিতীয় হুমকি ফোন। টাওয়ার লোকেশন ট্র্যাক করে ইলামবাজার থেকে গ্রেফতার সালাউদ্দিনের বন্ধু সলমন। 

WB News Live Updates: কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু

কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। মৃতের নাম কৃষ্ণা গঙ্গোপাধ্যায়। বাড়ি হরিদেবপুরের ব্যানার্জিপাড়া এলাকায়।

West Bengal News Live: নিহত ছাত্রনেতা আনিস খানের ভাই সলমন খানকে হাসপাতাল থেকে ছাড়া নিয়ে বিতর্ক

নিহত ছাত্রনেতা আনিস খানের ভাই সলমন খানকে হাসপাতাল থেকে ছাড়া নিয়ে বিতর্ক। হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়ার সিদ্ধান্ত নিলেও আপত্তি জানায় সলমনের পরিবার। সিসিইউ-তে ভর্তি সলমন আদৌ সুস্থ নন, এই অবস্থায় তাঁকে কীভাবে ছাড়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন সলমনের বাবা জালেম খান। 

WB News Live Updates: নন্দীগ্রামে নবান্ন অভিযানের প্রচারে মিছিল শুভেন্দু অধিকারীর

নন্দীগ্রামে নবান্ন অভিযানের প্রচারে মিছিল শুভেন্দু অধিকারীর।

West Bengal News Live: টাকার জন্যই খুন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া, দাবি বীরভূমের এসপি-র

ইটভাটার জন্য ৩০ লক্ষ টাকা দেনা ধৃত সলমনের, জেনেছে পুলিশ। তার জেরেই খুন বন্ধু ও ইঞ্জিনিয়ারিং পড়ুয়া, দাবি এসপি-র

WB News Live Updates:ঋণ মেটাতে না পেরেই খুন, স্বীকারোক্তি ইলামবাজারের ঘটনায় অভিযুক্তের

ঋণ মেটাতে না পেরেই খুন, পুলিশের জেরায় স্বীকারোক্তি ইলামবাজারের ছাত্র খুনে অভিযুক্ত শেখ সলমনের। 

West Bengal News Live: গার্ডেনরিচে টাকা উদ্ধারকাণ্ডে এবার স্ক্যানারে আমির খানের বাবা নিসার খানের ব্যবসা

গার্ডেনরিচে টাকা উদ্ধারকাণ্ডে এবার স্ক্যানারে আমির খানের বাবা নিসার খানের ব্যবসা। গার্ডেনরিচে নিসার খানের বাড়ির কাছেই তাঁর পরিবহণ সংস্থার অফিস। নাম সঙ্গম ট্রান্সপোর্ট। গতকাল নিসারের বাড়ি থেকে প্রায় সাড়ে ১৭ কোটি টাকা উদ্ধারের পর তাজ্জব স্থানীয় বাসিন্দারা। নিসারের অফিস তালাবন্ধ। স্থানীয়দের দাবি, নিসার অফিসে এলেও, আমিরকে খুব একটা দেখা যেত না। এত এত কালো টাকা সাদা করার জন্য কি বাবার পরিবহণ ব্যবসায় টাকা ঢালতেন আমির? এই সম্ভাবনাও খতিয়ে দেখছে ইডি। খবর সূত্রের

WB News Live Updates:পানিহাটিতে গঙ্গার ঘাটে খুন

পানিহাটিতে গঙ্গার ঘাটে খুন। বচসার জেরে বন্ধুর গলার নলি কেটে খুন বলে অভিযোগ। খুন করে গঙ্গার চরে পুঁতে দেওয়ার অভিযোগ। খুনের ঘটনায় ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

West Bengal News Live: তৃণমূল কাউন্সিলরের ছেলের রহস্যমৃত্যু, আত্মঘাতী হয়েছেন? বাড়ছে জল্পনা

তৃণমূল কাউন্সিলরের ছেলের রহস্যমৃত্যু। তৃণমূল কাউন্সিলর রঞ্জিত শীলের ছেলে পিন্টু শীলের রহস্যমৃত্যু। কলকাতা পুরসভার ১৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলের রহস্যমৃত্যু।

WB News Live Updates: ইলামবাজারের জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ

ইলামবাজারের জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ।

West Bengal News Live: গেমিং অ্যাপ প্রতারণায় মূল অভিযুক্ত আমির খান পলাতক

কলকাতায় ফের ‘যকের ধনে’র হদিশ। এবার টাকার পাহাড়ের খোঁজ গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে। গার্ডেনরিচে ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে উদ্ধার ১৭ কোটি ৩২ লক্ষ টাকা. ৮টি যন্ত্র দিয়ে ১২ ঘণ্টা ধরে চলল টাকা গোনার কাজ। ৫টি ট্রাঙ্ক ভরে টাকা নিয়ে যাওয়া হল এসবিআইয়ে, গেমিং অ্যাপ প্রতারণায় মূল অভিযুক্ত আমির খান পলাতক।

WB News Live Updates: 'যেখানে বিজেপি-বিরোধী শক্তি, সেখানে কিছু কুকুর ছেড়ে দিয়েছে': অশোক চট্টোপাধ্যায়

' যেখানে যেখানে বিজেপি-বিরোধী শক্তি, সেখানে কিছু কুকুর ছেড়ে দিয়েছে' , বললেন তৃণমূল বিধায়ক অশোক চট্টোপাধ্যায়। পাল্টা আক্রমণে বিজেপি।  

West Bengal News Live: সিবিআইয়ের সঙ্গে কুকুরের তুলনা টেনে তীব্র বিতর্কে হাসনের তৃণমূল বিধায়ক অশোক চট্টোপাধ্য়ায়

সিবিআইয়ের সঙ্গে কুকুরের তুলনা টেনে তীব্র বিতর্কে হাসনের তৃণমূল বিধায়ক অশোক চট্টোপাধ্য়ায়। 

WB News Live Updates: নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হলেও কোনও ব্যবস্থা নেয়নি তারা, অভিযোগ আনিস খানের ভাইয়ের পরিবারের

দু’দুবার নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। তবুও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এমনটাই অভিযোগ হাওড়ার আমতার মৃত ছাত্রনেতা আনিস খানের আক্রান্ত ভাই ও তাঁর পরিবারের। যদিও, পুলিশ জানিয়েছে, ওই এলাকায় নিয়মিত টহলদারি চলে।

West Bengal News Live: ইডির ১৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশিতে উদ্ধার হল ১৭ কোটি ৩২ লক্ষ টাকা

সকাল থেকে রাত পর্যন্ত চলেছে টাকা গোনা। গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার হওয়া টাকার অঙ্ক বেড়েছে ঘণ্টায় ঘণ্টায়। ইডির ১৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশিতে উদ্ধার হল ১৭ কোটি ৩২ লক্ষ টাকা।

WB News Live Updates: ফের টাকার পাহাড় দেখল রাজ্যবাসী

জুলাইয়ের ছবি ফিরল সেপ্টেম্বরে! ফের টাকার পাহাড় দেখল রাজ্যবাসী। ১৪ ঘণ্টার ইডির ম্যারাথন অভিযানে গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে মিলল ১৭ কোটি ৩২ লক্ষ টাকা। 

West Bengal News Live: কলকাতা বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে কলকাতা বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হল। তিনি উঠতে পারলেন না ব্যাঙ্ককগামী বিমানে। ফিরে যেতে হল তাঁকে। ইডি সূত্রে খবর, কয়লাপাচার কাণ্ডে মেনকা গম্ভীরের নামে আগেই জারি করা হয়েছিল লুকআউট সার্কুলার। তা জানিয়ে দেওয়া হয়েছিল দেশের সবকটি বিমানবন্দরের অভিবাসন দফতরে।

প্রেক্ষাপট

ব্যাঙ্কক যাওয়ার সময় বিমানবন্দর থেকে ফেরানো হল অভিষেকের (abhisekh banerjee) শ্যালিকাকে (sister in law)। ইডি (ED) লুক আউট (Look Out) সার্কুলারের কারণ দেখাল অভিবাসন দফতর। 


মেনকাকে বসিয়ে রেখে বিমানবন্দরেই ইডির নোটিস। আগামী সপ্তাহে তলব। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তৃণমূলের। খারিজ বিজেপির (BJP)।  


পার্থ-অর্পিতার (Partha Chatterjee) (Arpita Mukherjee) পরে ফের কলকাতায় টাকার পাহাড়! গার্ডেনরিচে (Garden Reach) ইডির অভিযান, ব্যবসায়ীর (businessman) বাড়ির খাটের নীচে কোটি কোটি টাকার হদিশ!


শুধুই কি গেমিং অ্যাপের (mobile gaming app fraud) নামে প্রতারণা? গার্ডেনরিচের সাদামাটা বাড়ির আড়ালে কীভাবে কোটি কোটি টাকা! উধাও ব্যবসায়ী, আটক আত্মীয়। 


সকাল থেকে রাত--গার্ডেনরিচে প্লাস্টিকে মোড়া টাকার পাহাড় গুনতে দিন পার! কোথা থেকে এল বিপুল পরিমাণে কালো টাকা? বাড়ছে রহস্য। 


ব্যবসায়ীদের ইডি রেডের ভয় দেখিয়ে বাংলার উন্নয়নকে স্তব্ধ করার চক্রান্ত দেখছেন ফিরহাদ। অভিযুক্তদের তৃণমূল যোগ স্পষ্ট, পাল্টা শুভেন্দু। 


গার্ডেনরিচে টাকার পাহাড়! তৃণমূলের যোগের অভিযোগ বিরোধীদের, জবাব ফিরহাদের।


দেড় বছর আগে পার্ক স্ট্রিট থানায় প্রতারণার অভিযোগ, তাও কীভাবে মেটিয়াবুরুজ থানার ঢিল ছোঁড়া দূরত্বে কোটি কোটি টাকার হদিশ?


এসএসসি থেকে কয়লা-গরু, রাজ্য জুড়ে সিবিআই তল্লাশি। বেলাগাম আক্রমণে তৃণমূল বিধায়ক। 


জমি জালিয়াতির তদন্তে গিয়ে দঃ ২৪ পরগনার জীবনতলায় আক্রান্ত ইবি। পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর। আহত ৬।


তরুণীকে গণধর্ষণের অভিযোগে অভিযুক্তদের ধরার দাবিতে উত্তাল টিটাগড়। কংগ্রেসের বিক্ষোভ। দিল্লি-আসানসোল থেকে ৩ অভিযুক্ত গ্রেফতার। 
টিটাগড়কাণ্ডে তুলকালাম

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.