West Bengal News Live : রাজ্যের বিভিন্ন মাদ্রাসায় রয়েছে প্রচুর ভুয়ো শিক্ষক
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন আপনার জেলার সমস্ত খবরের আপডেট
জেলা সভাপতির ডাকে বিজয়া সম্মিলনী। অথচ উপস্থিত হলেন না দলেরই দুই বিধায়ক! মুর্শিদাবাদে গেরুয়া শিবিরে দেখা গেল এমনই ছবি। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়কের নাম করে রেস্তোরাঁয় তোলাবাজির অভিযোগ। রেস্তোঁরা মালিকের দাবি, টাকা দিয়েও মেলেনি রেহাই, বেধড়ক মারধর করা হয় ভাইপোকে। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
কারও বিরুদ্ধে বলতে গেলে গান গেয়ে বলব। আমার বিরুদ্ধেও কিছু বলতে গেলে গান গেয়ে বলুন। রাজনৈতিক নেতাদের তরজা নিয়ে নতুন করে সুর বেঁধে দিলেন মদন মিত্র।
উল্টোডাঙার মানিকতলা হাউসিং এস্টেটে প্রাক্তনমন্ত্রী অশোক ভট্টাচার্যর ফ্ল্যাটে চুরির অভিযোগ। আবাসনের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
রাজ্যের বিভিন্ন মাদ্রাসায় রয়েছে প্রচুর ভুয়ো শিক্ষক। অসাধু ম্যানেজিং কমিটির দ্বারা ব্যাকডেটে তাঁদের নিয়োগ করা হয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ তুলল মাদ্রাসা শিক্ষকদের সংগঠন।
দুর্গাপুজোর পর কালীপুজোতেও পিছু ছাড়ছে না বৃষ্টি। বর্ষা বিদায়ের আগে মাঝ অক্টোবরে বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরির আশঙ্কা।
প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যর ফ্ল্যাটে চুরির অভিযোগ উঠল। উল্টোডাঙার মানিকতলা হাউসিং এস্টেটের ফ্ল্যাটে তিনি থাকেন না, ফ্ল্যাটের দেখভাল করেন কেয়ারটেকার। তাঁর দাবি, মঙ্গলবার ফ্ল্যাট খুলতেই দেখা যায় সব লন্ডভন্ড অবস্থায় ছড়িয়ে রয়েছে। জানলার গ্রিল ভাঙা, খোলা হয়েছে আলমারিও। টিভি, ইলেকট্রিক কেটলি, পিতলের মেমেন্টো -সহ বেশ কয়েকটি জিনিস চুরি হয়েছে বলে অভিযোগ। আবাসনের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেছেন অশোক ভট্টাচার্য।
কোভিডের কারণে প্রায় দু বছর বন্ধ থাকার পর পূর্ব রেলের পক্ষ থেকে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে চালু হল জন আহার। কম দামে সব ধরনের খাবার ওই রেস্তোরায় পাওয়া যাবে বলে দাবি রেল কর্তৃপক্ষের।
গরুপাচার মামলায় অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। অনুব্রত-ঘনিষ্ঠ চালকল মালিক তথা তৃণমূল নেতাকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
তাপস রায়ের নিশানায় সুদীপ বন্দ্যোপাধ্যায়? তৃণমূল ছেড়ে উত্তর কলকাতায় বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষ। ‘তমোঘ্নকে টিএমসিপি-র সভাপতি করতে মমতার কাছে নিয়ে গিয়েছিলেন সুদীপ’। উত্তর কলকাতার দায়িত্ব থেকে তাপসকে সরিয়ে সুদীপকে দায়িত্ব দেওয়ার পরই বিস্ফোরক বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়।
মানিকের বাজেয়াপ্ত মোবাইলে সন্দেহজনক চ্যাট, দাবি ইডির। হোয়াটস অ্যাপ চ্যাট জনৈক RK-র সঙ্গে, খবর সূত্রের। নম্বর বাড়ানোর পর চূড়ান্ত তালিকা পাঠানো হয় RK-র নামে, উল্লেখ চ্যাটে, খবর সূত্রের। গোটা বিষয়টি অনুমোদন করেছে DD, জানিয়েছিল RK, খবর সূত্রের। DD এবং RK কারা, প্রশ্ন গোয়েন্দাদের।
‘মানিক ভট্টাচার্যর বাড়ি থেকে একটি চিঠি পাওয়া যায়। যে চিঠি মানিক ভট্টাচার্য ও মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছিল। মাথাপিছু ৭ লক্ষ টাকা করে নিয়ে ৪৪ জনকে চাকরি, উল্লেখ চিঠিতে’, আদালতে দাবি ইডি-র আইনজীবীর
কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে জিজ্ঞাসাবাদ। ভবানী ভবনে প্রায় সাড়ে ৬ ঘণ্টা ধরে বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিআইডির।
১৪ দিনের হেফাজতে চেয়ে মানিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইডি-র। ‘মানিকের ছেলের অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকার হদিশ’, আদালতে দাবি ইডি-র আইনজীবীর
কয়লা পাচার মামলায় স্বস্তিতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। সিআইডি তদন্তে স্থগিতাদেশ বহাল রাখল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ
গরুপাচার মামলায় আদালতে ধাক্কা ইডির। সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে পেল না ইডি। ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে। নিম্ন আদালতের রায়কেই বহাল রাখলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ
ব্যাঙ্কশাল কোর্টে মানিক ভট্টাচার্যকে ‘চোর চোর’ স্লোগান। জুতো দেখানো হল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে
মানিক ভট্টাচার্যর গ্রেফতারিতে বাংলার মানুষ খুশি। একটা প্রজন্মের স্বপ্ন চুরমার হয়েছে। দুর্নীতির কিংপিনকে ধরতে হবে। মানিক ভট্টাচার্যর গ্রেফতারিতে প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের।
গরুপাচার মামলায় বীরভূমে ফের সিবিআই তত্পরতা। অনুব্রত-ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতাকে তলব। বোলপুরের অস্থায়ী ক্যাম্পে এদিন হাজিরা দেন সাঁইথিয়ার আমোদপুরের যুব তৃণমূল নেতা সঞ্জীব মজুমদার। সকাল ১১টা থেকে চলছে জিজ্ঞাসাবাদ।
জমি বিবাদে মালদার হরিশ্চন্দ্রপুরে ধুন্ধুমার। দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ১৩। আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।
বিজেপির নবান্ন অভিযানে ধৃত ৩৪ জনকে আজ ব্যাঙ্কশাল আদালতে পেশ। ১৩ সেপ্টেম্বর, নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে। রণক্ষেত্রের চেহারা নেয় কোনা এক্সপ্রেসওয়ে, লালবাজার ও এমজি রোড। ইটবৃষ্টির পাশাপাশি, জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। বেধড়ক মারধর করা হয় কলকাতা পুলিশের এসিপি দেবজিৎ চট্টোপাধ্যায়কে। ওই ঘটনায় ৩৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
বিজেপির নবান্ন অভিযানে ধৃত ৩৪ জনকে আজ ব্যাঙ্কশাল আদালতে পেশ। ১৩ সেপ্টেম্বর, নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে। রণক্ষেত্রের চেহারা নেয় কোনা এক্সপ্রেসওয়ে, লালবাজার ও এমজি রোড। ইটবৃষ্টির পাশাপাশি, জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। বেধড়ক মারধর করা হয় কলকাতা পুলিশের এসিপি দেবজিৎ চট্টোপাধ্যায়কে। ওই ঘটনায় ৩৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে ২০১৪-র প্রাথমিক টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের অবস্থান আজ ৫৬ দিনে পড়ল। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর গ্রেফতারে খুশি আন্দোলনকারীরা। মানিক গ্রেফতার হলেও, নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত ধর্নায় অনড় চাকরিপ্রার্থীরা।
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে রেল অবরোধ। রেল লাইনের পাশে ফেন্সিং দেওয়ার প্রতিবাদে অবরোধ স্থানীয়দের। প্রায় ১ ঘণ্টা ধরে চলছে অবরোধ। শিয়ালদা-বনগাঁ শাখায় রেল চলাচলে বিঘ্ন। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।
গরুপাচার মামলায় সায়গলকে দিল্লি নিয়ে যেতে চেয়ে হাইকোর্টে আবেদন ইডি-র। সায়গলকে দিল্লি নিয়ে যেতে চাওয়ায় হাইকোর্টের প্রশ্নের মুখে ইডি। ‘কেন দিল্লি নিয়ে যেতে চাইছেন? কলকাতায় জেরা নয় কেন?’ ‘আমেরিকায় আপনাদের ব্রাঞ্চ থাকলে কি সেখানে নিয়ে যাবেন?’ ‘অভিযোগ কোথায় দায়ের হয়েছে?’ ‘দিল্লির নিম্ন আদালতে আবেদন খারিজের পর কেন দিল্লি হাইকোর্টে রায় চ্যালেঞ্জ করেনি ইডি?’ ইডি-কে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ‘সায়গলকে ইডি-র হেফাজতে দিলে সিবিআইয়ের কি কোনও অসুবিধা আছে?’ সিবিআইয়ের কাছে লিখিত জবাব চাইল হাইকোর্ট।
মানিক ভট্টাচার্যের গ্রেফতারি সঙ্গত। ইতিমধ্যেই বহু তথ্য সরিয়ে ফেলা হয়েছে। মন্তব্য সুজন চক্রবর্তীর।
সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকার। কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদ থেকে অপসারণেই মান্যতা । হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে উপাচার্য পদে পুনর্বহালের সিদ্ধান্ত খারিজ করে হাইকোর্ট।
আদালতে পেশ করার আগে পলাশিপাড়ার তৃণমূল বিধায়কের স্বাস্থ্যপরীক্ষা হবে জোকা ইএসআই-তে। বয়ানে অসঙ্গতি ও অসহযোগিতার অভিযোগ মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে, খবর ইডি সূত্রে।
মানিক ভট্টাচার্যকে সরিয়ে রেখে এতবড় অপরাধ হয়েছে, এটা বিশ্বাস করা যায় না। জানালেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।
এলাকা দখলকে কেন্দ্র করে রাজারহাটে তৃণমূলে সংঘাত । দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত কীর্তিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাটিয়াগাছা গ্রাম। সংঘর্ষে বেশ কয়েকজন জখম হয়েছেন। রাজারহাট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। উভয়পক্ষের কয়েকজনকে আটক করেছে পুলিশ।
সিবিআইয়ের চার্জশিটে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সাক্ষী তৃণমূল সাংসদ শতাব্দী রায়! সিবিআই সূত্রে দাবি, পাচারকারীদের সঙ্গে কথা বলতে, দেহরক্ষী সায়গলের ফোন ব্যবহার করতেন অনুব্রত। আর জিজ্ঞাসাবাদে শতাব্দী জানিয়েছিলেন, তিনি ওই নম্বরে অনুব্রতর সঙ্গে কথা বলেছিলেন। এই প্রেক্ষাপটে অনুব্রতর বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বপক্ষে শতাব্দীর বক্তব্যকে তারা হাতিয়ার করছে বলে সিবিআই সূত্রে দাবি।
মালবাজার-বিপর্যয়ের পরেও ফেরেনি হুঁশ। মৃতদেহ সত্কারে এসে গতরাতে নিমতলা ঘাটে বানের তোড়ে গঙ্গায় তলিয়ে গেলেন পাঁচ যুবক । স্থানীয়দের তত্পরতায় দু’ জনকে উদ্ধার করা সম্ভব হয়। ডুবুরি নামিয়ে তল্লাশির পরেও তিন যুবকের খোঁজ মেলেনি। নিখোঁজ যুবকরা সকলেই বেলেঘাটার বাসিন্দা। বান আসার নিয়মমাফিক সতর্কতামূলক প্রচার চালানো হয়েছিল, দাবি উত্তর বন্দর থানার।
সুবীরেশ ভট্টাচার্যর নির্দেশেই যোগ্য চাকরিপ্রার্থীদের নম্বর বদল হয়েছে। আদালতে চাঞ্চল্যকর দাবি করল CBI। SSC-র প্রাক্তন চেয়ারম্যানের জেল হেফাজতের মেয়াদ ১৯ অক্টোবর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিলেন বিচারক। অন্যদিকে সোমবার মেয়ো রোডে অসুস্থ হয়ে পড়েন এক চাকরিপ্রার্থী।
কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে ফের তলব । সকাল ১১টায় ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ । এর আগে বাড়িতে গিয়ে নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রীকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য । রাতভর জিজ্ঞাসাবাদের পর মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করল ইডি। আজই আদালতে পেশ করা হবে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ককে। বয়ানে অসঙ্গতি ও সহযোগিতা না করার অভিযোগ মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে, খবর ইডি সূত্রের।
পুজো মিটতেই শিলিগুড়ি থেকে উদ্ধার হল প্রায় ৩ কোটি টাকার মাদক। ২ মহিলা-সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ব্রাউন সুগার। কোথায় পাচারের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখছে পুলিশ।
কৌশিক সেন সিপিএম করেন। SSC-র চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চে যাওয়ায়, কৌশিক সম্পর্কে এমনই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। যদি বলতাম মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন ঠিক করছেন, তাহলে তৃণমূলের নেতারা খুশি হতেন। পাল্টা জবাব দিয়েছেন কৌশিক।
পুরুলিয়ার হুড়া থেকে আটক গরু, মোষ বোঝাই ২৩টি গাড়ি। উদ্ধার প্রায় ১৫০ গবাদি পশু। এই ঘটনায় ৪০ জনকে গ্রেফতার করেছে হুড়া থানার পুলিশ। পুলিশ ও বিজেপির আঁতাঁতে গরু পাচার চলছে বলে অভিযোগ তুলেছেন জেলা পরিষদের সভাধিপতি। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।
মোমিনপুরে অশান্তির ঘটনায়, এলাকায় তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করল পুলিশ। সোমবার ঘটনাস্থলে যাওয়ার পথে চিংড়িঘাটা থেকে গ্রেফতার করা হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। পাল্টা, বিজেপির রাজ্য সভাপতির ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল।
প্রেক্ষাপট
কলকাতা : মোমিনপুরের (Mominpur) ময়ূরভঞ্জ রোডে দুই গোষ্ঠীর সংঘর্ষ (Clash), ঘটনায় '৪৮ ঘন্টা ধরে' উত্তপ্ত এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে বচসার জেরে চলে বোতল ছোড়াছুড়ি থেকে ইটবৃষ্টিও। উত্তেজনা ছড়ায় ওয়াটগঞ্জ ও একবালপুর থানা এলাকায়। একবালপুর থানা ঘেরাও করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে যেতে চাওয়ায় গ্রেফতার হন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। মোমিনপুরকাণ্ডে সুকান্ত আটক হতেই লালবাজারের (Lalbazar) সামনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রতিবাদ জানান তিনি। পাশাপাশি সেলিমকেও (Md. Selim) কটাক্ষ করেন মোমিনপুর ইস্যুতে। এরপরেই মোমিনপুর ছাড়াও একাধিক ইস্যুতে রাজ্যের শাসকদল-সহ শুভেন্দুকে তোপ দাগলেন বাম নেতা মহম্মদ সেলিম। এদিন বাম নেতা মহম্মদ সেলিম বলেন, 'যেহেতু দুর্নীতি ইস্যুতে..চোর ধরতে বলছি, তাই সব চোরের জ্বালা ধরেছে। তৃণমূলে বেশি চোর, যেমন জ্বালা ধরেছে, পাশাপাশি তৃণমূলের যে চোর পালিয়ে বিজেপিতে গিয়েছে, তারও জ্বালা ধরেছে।'
কুণাল ঘোষ বলেন, দুর্গোৎসব এবং কার্নিভ্য়াল সফলভাবে হওয়ার পর, অতৃপ্ত আত্মা, মানসিকভাবে হতাশাগ্রস্থ বিজেপি, শকুনের রাজনীতি করছে। এই যে এত জায়গায়, লোক নেমেছে, ১০ থেকে ১২ টা লোক। টিভি ক্যামেরা, পুলিশ যত আছে, তার থেকে বিজেপির লোক কম ! জনগণকে একটু বিরক্ত করে ওরা প্রচারে থাকতে চাইছে। যেখানে একটা বিচ্ছিন্ন গণ্ডগোল। অন্য রাজ্য দেখুন...বলে পশ্চিমবঙ্গের কথা ইঙ্গিত করে বলেন, একটা গণ্ডগোল হয়েছে, সেটা দুটি ব্যক্তির মধ্যে হতে পারে, ক্লাবের মধ্যে হতে পারে, সেটা মানুষ থামিয়েছেন, পুলিশ থামিয়েছেন, সেটা ধর্মীয় রং দিয়ে, যেভাবে প্ররোচনার রাজনীতি করছে বিজেপি, আর তার সঙ্গে তার দুই লেজুর, কংগ্রেস এবং সিপিএম কুৎসা করতে নেমেছে !
মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বিস্ফোরণকাণ্ডে এবার তদন্তভার নিল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। গত ১৭ ই জানুয়ারি বেলডাঙা থানার রামেশ্বরপুর এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় ইয়াছউদ্দিন শেখ নামে এক ব্যক্তির। বিস্ফোরণের জেরে একটি ঘরের ছাদ উড়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ ওই ভাঙা ঘর থেকে ৭৫ টি সকেট বোমা এবং বোমা তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করে। এই ঘটনায় জেলা পুলিশ তদন্ত শুরু করে। এরপর এই ঘটনায় তিন মাসের মধ্যে ৫ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -