West Bengal News:কবে থেকে শুরু ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা? দিনক্ষণ ঘোষণা শিক্ষামন্ত্রীর

West Bengal News : জেলা থেকে রাজ্য, দিনভর গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে, সবার আগে।

ABP Ananda Last Updated: 12 Feb 2024 11:41 PM
West Bengal Live News:সন্দেশখালির প্রতিবাদে পথে বিজেপি, চিৎপুর থানার সামনে বিক্ষোভ।

সন্দেশখালির প্রতিবাদে পথে বিজেপি। চিৎপুর থানার সামনে বিক্ষোভ। সিঙ্গুরে মশাল মিছিল লকেট চট্টোপাধ্যায়ের। 

WB Live News:নিয়োগের দাবিতে ফের পথে নামলেন চাকরিপ্রার্থীরা

নিয়োগের দাবিতে ফের পথে নামলেন চাকরিপ্রার্থীরা। সোমবার উত্তাল হলব করুণাময়ী থেকে ধর্মতলা। এদিকে এদিনই আরামবাগের সভা থেকে মুখ্য়মন্ত্রী অভিযোগ করলেন, আদালতে বারবার মামলা করার কারণেই, শূন্য়পদ থাকা সত্ত্বেও চাকরি দিতে পারছে না সরকার। নিয়োগ নিয়ে রাজনীতি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 

West Bengal Live News: চাপে পড়ে জামিনে মুক্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার উত্তম সর্দার

চাপে পড়ে জামিনে মুক্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার উত্তম সর্দার

WB Live News:জামিন পেতেই ফের আটক বিজেপি নেতা বিকাশ

জামিন পেতেই ফের আটক বিজেপি নেতা বিকাশ। বসিরহাট কোর্টে তুলকালাম। কেন্দ্রীয় বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল পুলিশ! 

West Bengal Live News: কবে থেকে শুরু ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা? দিনক্ষণ ঘোষণা শিক্ষামন্ত্রীর

কবে থেকে শুরু ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা? দিনক্ষণ ঘোষণা শিক্ষামন্ত্রীর

WB Live News:চোপড়ায় ড্রেন সম্প্রসারণের কাজ করার সময় দুর্ঘটনা, ৪ শিশুর মৃত্যু

চোপড়ায় ড্রেন সম্প্রসারণের কাজ করার সময় দুর্ঘটনা, ৪ শিশুর মৃত্যু। 

West Bengal Live News: সন্দেশখালির প্রতিবাদে পথে বিজেপি। চিৎপুর থানার সামনে বিক্ষোভ

সন্দেশখালির প্রতিবাদে পথে বিজেপি। চিৎপুর থানার সামনে বিক্ষোভ। সিঙ্গুরে মশাল মিছিল লকেট চট্টোপাধ্যায়ের। 

WB Live News:সন্ত্রস্ত সন্দেশখালিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস

সন্ত্রস্ত সন্দেশখালিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপালের কাছে নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সন্দেশখালির মহিলারা। শেখ শাহজাহান, শিবু হাজরাদের কঠোর শাস্তির দাবি। সন্দেশখালি থেকে ফিরে সোজা দিল্লি রওনা গেলেন রাজ্যপাল। 

West Bengal Live News: চোপড়ায় বিএসএফ ড্রেন সম্প্রসারণের কাজ করার সময় বিপত্তি, মাটি চাপা পড়ে মৃত্যু ৪ শিশুর

চোপড়ায় বিএসএফ ড্রেন সম্প্রসারণের কাজ করার সময় বিপত্তি, মাটি চাপা পড়ে মৃত্যু ৪ শিশুর, এলাকায় উত্তেজনা। 

WB Live News:সন্ত্রস্ত সন্দেশখালিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস

সন্ত্রস্ত সন্দেশখালিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপালের কাছে নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সন্দেশখালির মহিলারা। শেখ শাহজাহান, শিবু হাজরাদের কঠোর শাস্তির দাবি। সন্দেশখালি থেকে ফিরে সোজা দিল্লি রওনা গেলেন রাজ্যপাল। 

West Bengal Live News: সন্দেশখালি না গিয়েই ফিরতে হল বিজেপি বিধায়কদের।

সন্দেশখালি না গিয়েই ফিরতে হল বিজেপি বিধায়কদের। 'নজর রাখছি, বৃহস্পতিবার যাব', হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

WB Live News:সন্দেশখালি যাওয়ার পথে কলকাতাতেই আটকে শুভেন্দুদের বাস

সন্দেশখালি যাওয়ার পথে কলকাতাতেই আটকে শুভেন্দুদের বাস, দুপুর ১.১০ থেকে এখনও সায়েন্স সিটির কাছে আটকে শুভেন্দুদের বাস।  

West Bengal Live News: ৩৮দিন ধরে ফেরার, কোর্টেও স্বস্তি পেলেন না শেখ শাহজাহান।

৩৮দিন ধরে ফেরার, কোর্টেও স্বস্তি পেলেন না শেখ শাহজাহান। দিনের পর দিন অন্তরালে, আগাম জামিনের আবেদনও খারিজ। বারবার হাজিরা এড়িয়ে দিনের পর কোথায় লুকিয়ে সন্দেশখালির 'বাঘ'?

WB Live News:সন্দেশখালিতে রাজ্যপালের কাছে নিজেদের অভিযোগের কথা জানালেন মহিলারা

সন্দেশখালিতে রাজ্যপালের কাছে নিজেদের অভিযোগের কথা জানালেন মহিলারা। একের পর এক মহিলা এসে তাঁদের অভিযোগের কথা রাজ্যপালকে জানালেন, ফুল ছড়িয়ে, শঙ্খ বাজিয়ে অভ্যর্থনা জানানো হয় রাজ্যপালকে। 

West Bengal Live News: সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগে সরব কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি

সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগে সরব কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। দাবি, ' বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলেরা গুন্ডারা দেখে আসে কাদের বাড়ির মেয়ে সুন্দরী।  তৃণমূলের গুন্ডারা বাড়ি গিয়ে দেখে কোন মেয়েদের বয়স কম। সেই সব মহিলাদের স্বামীদের বলা হয় স্বামী হলেও তাদের কোনও অধিকার নেই।' 

WB Live News:স্বস্তি মিলল না শেখ শাহজাহানের, পেলেন না আগাম জামিন

স্বস্তি মিলল না শেখ শাহজাহানের, পেলেন না আগাম জামিন । বারবার হাজিরা এড়ানোয় প্রশ্নের মুখে শেখ শাহজাহান

West Bengal Live News: সন্দেশখালির সঙ্গে নরকের তুলনা রাজ্যপালের

সন্দেশখালির সঙ্গে নরকের তুলনা রাজ্যপালের। শেক্সপিয়রের উদ্ধৃতি তুলে প্রশাসনের সমালোচনায় আনন্দ বোস। 'সংবিধানের আওতায় থেকে আমি লড়াই করব। দুর্বৃত্তদের শাস্তি পেতে হবে', জানালেন রাজ্যপাল।

WB Live News: সরস্বতী পুজো নিয়ে স্যর গুরুদাস কলেজে তৃণমূল ও টিএমসিপি-র সংঘাত

সরস্বতী পুজো নিয়ে স্যর গুরুদাস কলেজে তৃণমূল ও টিএমসিপি-র সংঘাত। মানিকতলা থানা ঘেরাও স্যর গুরুদাস কলেজের পড়ুয়াদের।

West Bengal Live News: আজই হাসপাতাল থেকে ছাড়া হল মিঠুন চক্রবর্তীকে

আজই হাসপাতাল থেকে ছাড়া হল মিঠুন চক্রবর্তীকে। শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন অভিনেতা। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন মিঠুন, জানানো হয় হাসপাতালের তরফে। যদিও চিকিৎসায় সাড়া দিয়ে সুস্থ হয়ে উঠেছেন মিঠুন চক্রবর্তী, তাই হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত।

WB Live News: স্বস্তি মিলল না শেখ শাহজাহানের, পেলেন না আগাম জামিন

স্বস্তি মিলল না শেখ শাহজাহানের, পেলেন না আগাম জামিন। বারবার হাজিরা এড়ানোয় প্রশ্নের মুখে শেখ শাহজাহান। '২ দিনের রক্ষাকবচ দিন, আজই হাজিরা দেব'
আদালতে আর্জি শেখ শাহজাহানের আইনজীবীর। 'ভয় পাচ্ছেন কেন? এ তো, 'ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি', মন্তব্য ইডির আইনজীবীর। গ্রেফতার না করার বিষয়ে কোনও নিশ্চয়তা দেওয়া যাবে না, জানাল ইডি। মামলার পরবর্তী শুনানি ২৩ ফেব্রুয়ারি।

West Bengal Live News: 'বিজেপি, সিপিএম, কংগ্রেসের জন্য চাকরি দিতে পারছি না', তোপ মমতার

'বিজেপি, সিপিএম, কংগ্রেসের জন্য চাকরি দিতে পারছি না, কিছু করতে গেলেই মামলা করে দিচ্ছে। মানুষ খেয়ে পড়ে বাঁচবে, সেটা আটকাতে নেই। ১০০ দিনের টাকা, বাংলার বাড়ির টাকা কেন্দ্র দেয়নি', আরামবাগের সভা থেকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

WB Live News: রাজ্যপালকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন সন্দেশখালির আতঙ্কিত মহিলারা

রাজ্যপালকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন সন্দেশখালির আতঙ্কিত মহিলারা। 

West Bengal Live News: ২০২২-এর প্রাথমিক চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, জোর করে তুলল পুলিশ

২০২২-এর প্রাথমিক চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। করুণাময়ীর কাছে বিক্ষোভ। জোর করে বিক্ষোভকারীদের তুলে দিল পুলিশ।

WB Live News: সন্দেশখালি নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

সন্দেশখালি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা গ্রেফতার হয়েছে, আরামবাগে প্রশাসনিক সভায় যাওয়ার আগে বললেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সন্দেশখালি সফরকেও স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal Live News: সন্দেশখালি নিয়ে উত্তপ্ত বিধানসভা, সাসপেন্ড শুভেন্দু-সহ ৬ বিজেপি বিধায়ক

সন্দেশখালি নিয়ে উত্তপ্ত বিধানসভা, সাসপেন্ড শুভেন্দু অধিকারী-সহ ৬ বিজেপি বিধায়ক। বিধানসভার মাটিতে বসে প্রতিবাদ শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের। সোমবার স্বরাষ্ট্র দফতরের প্রশ্নের জন্য বরাদ্দ, কেন আসেন না মুখ্যমন্ত্রী, প্রশ্ন শুভেন্দু অধিকারীর।

WB Live News: সন্দেশখালি যাওয়ার পথে, রাজ্যপালের কনভয়ের সামনে ১০০ দিনের কাজের টাকার দাবিতে দফায় দফায় বিক্ষোভ

সন্দেশখালি যাওয়ার পথে, রাজ্যপালের কনভয়ের সামনে ১০০ দিনের কাজের টাকার দাবিতে দফায় দফায় বিক্ষোভ। মিনাখাঁ থেকে মালঞ্চ পর্যন্ত রাস্তার ধারে একাধিক জায়গায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এক জায়গায় দাঁড়িয়েও পড়ে রাজ্যপালের কনভয়। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

West Bengal Live News: বামেদের ডাকা ১২ ঘন্টার বনধের তেমন কোনও প্রভাব এখনও চোখে পড়েনি ধামাখালিতে

বামেদের ডাকা ১২ ঘন্টার বনধের তেমন কোনও প্রভাব এখনও চোখে পড়েনি ধামাখালিতে। 

WB Live News: সন্দেশখালির ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের

'সন্দেশখালির ভয়াবহ ঘটনার কথা শুনে কেরল সফর কাটছাঁট করে ফিরেছি। সন্দেশখালির কী সন্দেশ, তা সরেজমিনে খতিয়ে দেখতে ওখানে যাচ্ছি।' এদিন কেরল থেকে কলকাতায় ফিরে এই বার্তা দেওয়ার পরেই সন্দেশখালি রওনা দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সূত্রের খবর, সন্দেশখালির ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। 

West Bengal Live News: এক ধাক্কায় তিন ডিগ্রি উঠল পারদ, কাল থেকে বদলাবে আবহাওয়া

এক ধাক্কায় তিন ডিগ্রি উঠল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে। কাল থেকে বদলাবে আবহাওয়া। মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। 

WB Live News: আজ সন্দেশখালি যাচ্ছেন রাজ্য়পাল

জ্বলছে সন্দেশখালি। একদিকে অধরা শেখ শাহজাহান, আরেক দিকে জনরোষের বিস্ফোরণ। এসবের মধ্য়েই, আজ সন্দেশখালি যাচ্ছেন রাজ্য়পাল।সূত্রের খবর, ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে কথাও বলেছেন সি ভি আনন্দ বোস। কেরল সফর কাটছাঁট করে সোমবার সকালেই রাজ্য়ে ফিরবেন রাজ্য়পাল। এরপরই রওনা দেবেন সন্দেশখালির উদ্দেশে।

West Bengal Live News: চা বাগানে রেশন নিয়ে ক্ষোভ

অনিয়মিত রেশন পাচ্ছেন আলিপুরদুয়ারের কালচিনির একটি চা বাগানের বাসিন্দারা। এর জন্য রেশন ডিলারের দিকে আঙুল তুলেছেন তাঁরা। অভিযোগ পেয়ে ডিলারকে সতর্ক করেন তৃণমূল ব্লক সভাপতি। শাসকদলের নাটক বলে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক।

WB Live News: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নামঞ্চে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্না দিতে গিয়ে প্রকাশ্যে চলে এল তৃণমূলেরই গোষ্ঠীকোন্দল। রেড রোডের ধর্নামঞ্চে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেখে গদ্দার স্লোগান তুললেন তৃণমূলের হাওড়ার নেতারাই। ধর্নাম়ঞ্চে তৈরি হল চূড়ান্ত বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে, ক্ষুব্ধ রাজ্য সভাপতি ধমক দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দিলেন তৃণমূল নেতাদের। 

Bihar Assembly: আজ বিহার বিধানসভায় আস্থাভোট

আজ বিহার বিধানসভায় আস্থাভোট। তার আগে আরজেডি-র বিধায়কেরা হাজির তেজস্বী যাদবের পটনার বাসভবনে। শনিবার রাতে সেখানে গান-আড্ডায় মাতলেন তাঁরা। প্রকাশ্যে আসা ভিডিয়োয় দেখা গিয়েছে, গিটার বাজিয়ে গায়ক নুসরত ফতে আলি খানের গান করছেন বিধায়কেরা। গত মাসে ‘মহাগঠবন্ধন’ ছেড়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএর হাত ধরেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তার পর আবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। আজ নতুন এনডিএ সরকারকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। আস্থাভোটের আগে তেজস্বীর বাড়িতে গানে মাতলেন আরজেডি বিধায়কেরা।

Mithun Chakraborty Health: ফোন করে মিঠুন চক্রবর্তীর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফোন করে মিঠুন চক্রবর্তীর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগের থেকে ভাল আছেন অভিনেতা। কথা বলছেন। ফিজিওথেরাপি ও মুভমেন্ট থেরাপি চলছে। সোমবার ছুটি দেওয়া হতে পারে মিঠুনকে। খবর অ্য়াপোলো হাসপাতাল সূত্রে। তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সুকান্ত মজুমদার ও শমীক ভট্টাচার্য।  

WB Live News: সন্দেশখালি কাণ্ডে মুখ খুললেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত

সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার সাসপেন্ডেড তৃণমূল অঞ্চল সভাপতি উত্তম সর্দার, এখনও অধরা শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা। অন্যায় করলে গ্রেফতার হয়ে যাবে, মন্তব্য তৃণমূল বিধায়ক চিরঞ্জিতের।

প্রেক্ষাপট


Suvendu Adhikari: শুভেন্দুর ডেডলাইন, আজ সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল। রাজ্যের রিপোর্ট তলব। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও ভারত সরকারের চিফ ভিজিল্যান্স কমিশনের সঙ্গে কথা সিভি আনন্দ বোসের।


Snadeshkhali Bandh: আজ সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক সিপিএমের। আজ সন্দেশখালি যাচ্ছে বিজেপির প্রতিনিধি দলও।


Dev on Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে মুখ খুললেন দেব। 'সরকার ও প্রশাসন মানুষকে ভাল রাখার জন্য। ওখানে যেন শান্তি বহাল থাকে, দোষীদের শাস্তি হোক', বললেন দেব।


Sheikh Shajahan: ৩৭ দিন পরেও অধরা শেখ শাহজাহান, খোঁজ নেই শিবু হাজরার। এবার গ্রেফতার গ্রেফতার সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক। 'অন্যায়ের প্রতিবাদে সন্দেশখালির মানুষ একজোট হবে', তোপ প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের


Nirapada Sardar Arrest: অপরাধমূলক ষড়যন্ত্র, চুরি, ভাঙচুর, অগ্নিসংযোগ, পশুদের ওপর অত্যাচারের বিশেষ আইনে গ্রেফতার নিরাপদ সর্দার। মিথ্যা মামলা, বিনা নোটিসে গ্রেফতার, অভিযোগ স্ত্রীর।


Sandeskhali Update: সন্দেশখালিতে অপরাধের মাধ্যম 'রাতের মিটিং'? বিস্ফোরক অভিযোগ সন্দেশখালির মহিলাদের। 


BJP on Sandeshkhali: সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ। প্রতিবাদে পথে রাজ্য বিজেপি। কলকাতা ও জেলায় মিছিল যুব মোর্চার। নন্দীগ্রামে মিছিল শুভেন্দুর। 


TMC Leader Arrest: সন্দেশখালিকাণ্ডে একদিনের জেল হেফাজতে সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দার ও বিজেপি নেতা বিকাশ সিংহ। আজ ফের আদালতে পেশ।


TMC Infighting: রেড রোডে কেন্দ্রের কাছে বকেয়া চেয়ে তৃণমূলের ধর্নামঞ্চেও গোষ্ঠীদ্বন্দ্ব। রাজ্য সভাপতির সামনেই স্লোগান, পাল্টা স্লোগান। রাজীব বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠতেই গদ্দার স্লোগান।


Ghatal TMC: কাটমানি অভিযোগে ভাইরাল অডিও নিয়ে বিতর্ক। মমতা-অভিষেকের সঙ্গে দেবের বৈঠকের পরেই অপসারিত ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যানের শঙ্কর দলুই। 


TMC Rajya Sabha Candidate: রাজ্যসভার ৪ প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের। নতুন মুখ সাংবাদিক সাগরিকা ঘোষ। তালিকায় সুস্মিতা দেব, নাদিমুল হক ও মমতাবালা ঠাকুর। বাদ শান্তনু, শুভাশিস, আবিররঞ্জন। 


Sameek Bhattacharya: রাজ্যসভায় শমীক ভট্টাচার্যকে প্রার্থী করল রাজ্য বিজেপি। দল, সংগঠন, বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ, প্রতিক্রিয়া রাজ্য বিজেপির মুখপাত্রের।


Mithun Chakraborty Health: ভালো আছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। হাসপাতালে গেলেন শুভেন্দু-সুকান্ত-শমীক, গেলেন সৌরভ-ঋতুপর্ণা-দেবশ্রী-সোহম।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.