West Bengal News Live : নন্দীগ্রামে তৃণমূলের মঞ্চে আগুন, এফআইআরে শুভেন্দুর নাম
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
নন্দীগ্রামে তৃণমূলের মঞ্চে আগুন, এফআইআরে শুভেন্দুর নাম । নন্দীগ্রাম থানায় তৃণমূলের অভিযোগ, এফআইআরে প্রথমেই নাম শুভেন্দুর. তৃণমূলের অভিযোগের পরেই স্থানীয় বিজেপি নেতার বাড়িতে পুলিশ। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের বাড়িতে পুলিশ। সার্চ ওয়ারেন্ট ছাড়াই কেন মেঘনাদ পালের বাড়িতে তল্লাশি? প্রশ্ন পরিবারের। এফআইআরের ভিত্তিতেই অভিযান, বলছে নন্দীগ্রাম থানার পুলিশ।
দেগঙ্গার চাকলা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে অনুষ্ঠিত হল মঙ্গলদীপ প্রজ্জ্বলন। মঙ্গলদীপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এই মঙ্গলদ্বীপ অনুষ্ঠানে মন্দির কর্তৃপক্ষ এবং ভক্তদের উদ্দেশ্যে বলেন, 'রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন চাকলা লোকনাথ মন্দির নতুন রূপে সাজিয়ে তুলতে হবে। তার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের সকল সম্প্রদায়ের মানুষের জন্য এই মঙ্গলদীপ প্রজ্জ্বলন থেকে মানুষের জন্য কল্যাণ কামনা করা হয়।'
এসএসসিকাণ্ডে ধৃত মিডলম্যানের বাড়িতে দিলীপের জমির দলিল, আক্রমণে তৃণমূল। সিজার লিস্টে দিলীপের দলিলের উল্লেখ্য, সিবিআইয়ের বিরুদ্ধে তথ্য গোপনের চেষ্টার অভিযোগ তৃণমূলের।
জোড়া অস্বস্তিতে মন্ত্রী অখিল গিরির পরিবার, রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে বিপাকে অখিল । কলেজে ভর্তি দুর্নীতিতে নাম জড়াল অখিল-পুত্র সুপ্রকাশের। কাঁথি কলেজে মেধা তালিকায় কারচুপির অভিযোগ।
প্রায় ৫০ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে, ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি বিশেষ টিম রামগঞ্জ নয়াপাড়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে শিলিগুড়িগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী অভিযান চালায়।
প্রায় ৫০ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে, ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি বিশেষ টিম রামগঞ্জ নয়াপাড়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে শিলিগুড়িগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী অভিযান চালায়।
মালদার মোথাবাড়ি সরকারি স্কুলে বাথরুমের দেওয়াল ভেঙে ছাত্রের মৃত্যুর ঘটনার (Student Death) পর প্রকাশ্যে এল আরও একাধিক স্কুলের ভয়াবহ অবস্থা। স্কুলে খসে পড়ছে পলেস্তারা , স্কুল বিল্ডিংয়ের চারিদিকে ফাটল। যে কোনও সময় ভেঙে পড়তে পারে স্কুলের ক্লাসরুম। এই অবস্থায় বাঙ্গিটোলা স্কুলের ঘটনার আতঙ্ক নিয়ে ক্লাস করছেন পড়ুয়ারা। এমনই শোচনীয় মালদার হবিবপুরের আইহো বালিকা বিদ্যালয় এবং মালদার চাঁচল ২ নং ব্লকের নেহালপুর প্রাথমিক বিদ্যালয়ের। আইহো বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইস্কুলের দুর্দশার জন্য আঙ্গুল তুলেছেন প্রশাসনের দিকে। অন্যদিকে স্কুলের দুর্দশার কথা স্বীকার করে নিয়েছেন চাঁচলের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক।
আমরা কালো সাদায় বিশ্বাস করি না, মানুষকে নিয়ে চলাই আমাদের ধর্ম,অখিল গিরি প্রসঙ্গে মন্তব্য ফিরহাদ হাকিমের।
এটিএমে বড়সড় চুরি। গ্যাস কাটার দিয়ে এটিএমের মেশিন থেকে চুরির অভিযোগ। শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসুদেবপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফরাক্কার এসডিপিও আসিম খান এবং সামসেরগঞ্জ থানা ওসি বিজন রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।
রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে অখিলকে অপসারণের দাবি, সাক্ষাতের সময় চেয়ে রাজ্যপালকে চিঠি শুভেন্দু অধিকারীর।
'রাজ্যের প্রাপ্য ১০০ দিনের কাজের টাকায় বিধায়ক কিনছে বিজেপি', পঞ্চায়েত ভোটের আগে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সিতাইয়ের তৃণমূল বিধায়কের। বিজেপি নেতাদের জমির দালাল ও কাটমানি-খোর বলে কটাক্ষ বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার।
কামারহাটি জুটমিলের ফিনিশিং বিভাগে বিধ্বংসী আগুন। সকাল সাড়ে ৮টা নাগাদ আগুন লাগে। আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন জুটমিল কর্মীরা। দমকলের ২টি ইঞ্জিনের ঘণ্টাদেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রাজ্যের প্রাপ্য ১০০ দিনের কাজের টাকায় বিধায়ক কিনছে বিজেপি, পঞ্চায়েত ভোটের আগে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সিতাইয়ের তৃণমূল বিধায়কের। বিজেপি নেতাদের জমির দালাল ও কাটমানি-খোর বলে কটাক্ষ বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার। গতকাল সিতাইয়ের বড় আটিয়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হ্যামিলটন বাজারে তৃণমূল কার্যালয়ের উদ্বোধনে গিয়ে নাম না করে বিজেপি নেতা অজয় রায়কে হুমকিও দেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক। হুমকিতে ভয় পাই না, পাল্টা তোপ অজয় রায়ের।
কলকাতায় ডেঙ্গির দোসর ম্যালেরিয়া। ম্যালেরিয়া আক্রান্ত ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিজয় উপাধ্যায়। তৃণমূল কাউন্সিলরের ম্যালেরিয়া রিপোর্ট ঘিরেও বিতর্ক
ফের ‘গুলি’ চলল খাস কলকাতায়। দুই দুষ্কৃতীর সংঘর্ষে বন্ডেল গেটের কাছে গুলি চলার অভিযোগ। দুই দুষ্কৃতী চন্দন ও সুরজের দলবলের সংঘর্ষে ‘গুলি’
রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যের বিরুদ্ধে থানায় গেল বিজেপি। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের স্থানীয় বিজেপির
আদালতের নির্দেশ মতো নিয়োগপত্রের দাবি। বালিগঞ্জে প্রাথমিক শিক্ষা সংসদের রাতভর বিক্ষোভে ২০০৯-এর দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক চাকরিপ্রার্থীরা।
হেমন্তের বাতাসে শীতের শিরশিরানি। আজ থেকেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে নামতে শুরু করেছে পারদ। কাল থেকে কলকাতায় তাপমাত্রা কমবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।
রাজারহাটে বৈদিক ভিলেজের পার্টিতে মাদক খাইয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় গ্রেফতার ৪।
হিমাচলে ট্রেক করতে গিয়ে বাঙালি মহিলার মৃত্যু। মৃত দীপাঞ্জনা বন্দ্যোপাধ্যায় কসবার বেদিয়াডাঙার বাসিন্দা, আয়কর দফতরের অফিসার। পরিবার সূত্রে খবর, ৫ নভেম্বর, দেরাদুনের মৌলি থেকে ট্রেকিং শুরু করেন বছর পঁয়ত্রিশের দীপাঞ্জনা। আচমকাই শ্বাসকষ্ট শুরু হয়। গতকাল দুপুরে মৃত্যু হয় কেন্দ্রীয় সরকারি অফিসারের।
২৪ ঘণ্টা পার। আদালতের নির্দেশ মতো নিয়োগপত্র হাতে পাওয়ার দাবিতে বালিগঞ্জে প্রাথমিক শিক্ষা সংসদের দক্ষিণ ২৪ পরগনা জেলা অফিসের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ এখনও চলছে। গতকাল সকাল ১০টা থেকে ধর্নায় বসেছেন ২০০৯-এর দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক চাকরিপ্রার্থীরা।
আদালতের নির্দেশ মতো নিয়োগপত্র হাতে পাওয়ার দাবিতে বালিগঞ্জে প্রাথমিক শিক্ষা সংসদের দক্ষিণ ২৪ পরগনা জেলা অফিসের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ অব্যাহত। গতকাল সকাল থেকে রাতভর ধর্নায় ২০০৯-এর প্রাথমিক উত্তীর্ণরা। এর আগে দু’ সপ্তাহের মধ্যে এই চাকরিপ্রার্থীদের নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের রায়ের কপি নিয়ে বালিগঞ্জে প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে রাস্তায় শুয়ে প্রায় ৫০০ জন চাকরিপ্রার্থী। প্যানেল প্রকাশ ও নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত রিলে অনশন এবং অবস্থান চলবে বলে আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে।
'বুধবার আন্দোলনকারীদের থেকে একটি লাঠিও উদ্ধার করতে পারেনি পুলিশ। ক্যামাক স্ট্রিটের সামনে বুধবার যা ঘটেছে, তা কখনই অপরাধের সমান নয়। ' ধৃত আন্দোলনকারী ৩০ জন চাকরিপ্রার্থীকে জামিন দিয়ে নির্দেশনামায় এমনই উল্লেখ করেছেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক। বিচারক শৌনক মুখোপাধ্যায় নির্দেশনামায় বলেছেন, পুলিশকর্মীদের আহত হওয়া নিয়ে যে রিপোর্ট দেওয়া হয়েছে, তাতে তাদের আহত হওয়াকে বেশি করে দেখানো হয়েছে।
গরু, কয়লা, চাকরির পর এবার জল-দুর্নীতির অভিযোগ।
‘টেন্ডার’ দুর্নীতি নিয়ে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ধাক্কা খেল পর্ষদ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল। ২০১৪-র টেটের ভিত্তিতেই ৩ হাজার ৯২৯ পদে নিয়োগ। নির্দেশ ডিভিশন বেঞ্চের।
‘পুলিশকে কামড়ালে পুলিশ কি রসগোল্লা ছুড়বে?’
কামড়কাণ্ডে মন্তব্য পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতির।
‘অরুণিমা পাল সহ ৩০ জনকে হেফাজতে নেওয়ার কারণ দেখছি না। পুলিশকর্মী আহত হয়েছেন, সেটাকেই বেশি মাত্রায় প্রমাণ করার চেষ্টা হয়েছে। অরুণিমা পাল সহ ৩০ জনকে জামিন দেওয়ার সময় পর্ষবেক্ষণ আদালতের।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পারদ নামবে। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বাড়বে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ২ দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে। সিকিমে তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
প্রেক্ষাপট
কলকাতা : এক নজরে আজকের শিরোনাম ( Headlines )
১। কামড় বিতর্কে অবশেষে বিভাগীয় তদন্তের নির্দেশ পুলিশের। কীভাবে ঘটল ঘটনা ? লেডি কনস্টেবলের সঙ্গে কথা বলবেন পুলিশ আধিকারিক।
২। চাকরিপ্রার্থীকে ( Jobseeker ) পুলিশের কামড়ে পুলিশের আচরণের নিন্দা বর্ষীয়ান মন্ত্রী-সাংসদের।
৩। তৃণমূল দুই মন্ত্রী-সাংসদ পুলিশের আচরণের নিন্দা করলেও পুলিশের পক্ষেই মত পিংলার তৃণমূল বিধায়কের।
৪। 'রুচিতে বাধে, অসংবেদনশীল কথা সমাজকে খুব খারাপ বার্তা দিচ্ছে, নৈতিকতার পতন থেকে মুক্তি চাই' বললেন অরুণিমা ( Arunima Paul ) ।
৫। মানুষের কামড়েই আন্দোলনকারী চাকরিপ্রার্থী অরুণিমার হাতে ক্ষত। সাগর দত্ত হাসপাতালের ( Sagar Dutta Medical Hospital ) প্রেসক্রিপশনে উল্লেখ।
৬। ধাক্কা খেল পর্ষদ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল। ২০১৪-র টেটের ভিত্তিতেই ৩ হাজার ৯২৯ পদে নিয়োগ। নির্দেশ ডিভিশন বেঞ্চের।
৭। আদালতের নির্দেশের পরেও ২০১৪-র টেট উত্তীর্ণদের অসম্পূর্ণ তালিকা প্রকাশ পর্ষদের। তালিকায় নম্বর আছে, নাম নেই। স্বচ্ছতার জন্যই শূন্যস্থান, দাবি পর্ষদ সভাপতির।
৮। গরুপাচার মামলায় ফের জেলেই অনুব্রত। আরও ১৪ দিনের জেল হেফাজত। ফিরহাদের বাঘ মন্তব্যকে হাতিয়ার করে ফের প্রভাবশালী তত্ত্ব সিবিআইয়ের।
৯। জেলে গিয়ে অনুব্রতকে জেরা করতে পারবে ইডি, নির্দেশ আদালতের। সুকন্যা, মণীশ, সায়গলকে জিজ্ঞাসাবাদে তথ্যের ভিত্তিতে অনুব্রতকে জেরা, ইডি সূত্রে খবর।
১০। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ও মেয়ে অঙ্কিতাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডির। চক্রান্ত হচ্ছে, মন্তব্য পরেশ অধিকারীর।
১১। সাঁইথিয়ায় তৃণমূল নেতার বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরির টোপ দেওয়ার অভিযোগ। টাকা ফের চাইতে গেলে বচসার ভিডিও ভাইরাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -