West Bengal News Live Updates: বোনাস নিয়ে বৈঠকের মধ্যেই তৃণমূল-বিজেপি মারামারি বেলঘরিয়ায়

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন

ABP Ananda Last Updated: 13 Oct 2023 12:29 AM
WB News Live Update: অধীর চৌধুরীকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের করা মন্তব্যের তীব্র নিন্দা

অধীর চৌধুরীকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের করা মন্তব্যের তীব্র নিন্দা। তৃণমূলকে আক্রমণ করে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির সবচেয়ে বড় ভৃত্য বলে আক্রমণ করলেন তিনি। পাল্টা, প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে ইন্ডিয়া জোটের পরিপন্থী বলে আক্রমণ শানিয়েছে তৃণমূল। 

WB News Live Update: মহালয়ার পর থেকেই শহরকে যানজটমুক্ত রাখতে তৎপর হচ্ছে কলকাতা পুলিশ

মহালয়ার পর থেকেই শহরকে যানজটমুক্ত রাখতে তৎপর হচ্ছে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার শহরের বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শনে বেরিয়ে জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ক্রিকেট বিশ্বকাপ এবং বিদেশি পর্যটকদের জন্য় নির্বিঘ্নে পুজো দেখার বন্দোবস্তের কথা মাথায় রেখে ব্য়বস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

WB News Live Update: প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে জোড়া তদন্তকারী অফিসার নিয়োগ করল ED

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে জোড়া তদন্তকারী অফিসার নিয়োগ করল ED। মিথিলেশকুমার মিশ্রর পরিবর্তে গ্যাংটক থেকে আসছেন রাজেশ কুমার। সঙ্গে থাকছেন আরেক তদন্তকারী অফিসার মুকেশ কুমার। এরই মধ্যে তদন্তকারী আধিকারিকের দায়িত্ব থেকে অপসারিত মিথিলেশকুমার মিশ্রর বিষয়ে আজ ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি।

WB News Live Update: ১২ হাজার কনস্টেবল নিয়োগেরও সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার

 ১২ হাজার কনস্টেবল নিয়োগেরও সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার। উর্দু মাধ্যমে পার্ট টাইম ও ১৯৮ রাজবংশী সকুলে নেওয়া হবে ৩৯৪ জন আংশিক শিক্ষক। আঞ্চলিক ভাষার জন্য হচ্ছে নতুন বিভাগ।

WB News Live Update: হাইকোর্টের রায়ের প্রতিবাদে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে কামদুনি

হাইকোর্টের রায়ের প্রতিবাদে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে কামদুনি। আজ দিল্লিতে, জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন কামদুনির প্রতিবাদীরা। পাশাপাশি, এদিন, নির্ভয়ার বাড়িতেও যান টুম্পা-মৌসুমীরা। বিকেলে যন্তরমন্তরে পালন করেন ধর্না কর্মসূচি। 

Kolkata News: পুজো উদ্বোধনের মধ্যেই বকেয়া ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

পুজো উদ্বোধনের মধ্যেই বকেয়া ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। টাকা না দিলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি। বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিতদের নিয়ে পুজোর পর পাল্টা সমাবেশ, হুঙ্কার সুকান্তর।

WB News Live Update: প্রথমবার মুখ্যমন্ত্রীর বাড়িতে রাজ্য মন্ত্রিসভার বৈঠক, পাস ধূপগুড়িকে মহকুমা করার সিদ্ধান্ত

প্রথমবার মুখ্যমন্ত্রীর বাড়িতে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। পাস ধূপগুড়িকে মহকুমা করার সিদ্ধান্ত।কথা দিয়ে কথা রাখি, পোস্ট তৃণমূলের। ১২ হাজার কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার।

WB News Live: যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে আটকে পাটুলির পড়ুয়া, আতঙ্কের প্রহর গুনছে পরিবার

পাটুলির অনুমেয়া সাহা, পড়তে গিয়ে আটকে পড়েছেন যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে। আতঙ্কের প্রহর গুনছে পরিবার। মেয়েকে দ্রুত বাড়ি ফেরাতে মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়েছে অনুমেয়ার পরিবার।

Kolkata News: বোনাস নিয়ে বৈঠকের মধ্যেই তৃণমূল-বিজেপি মারামারি বেলঘরিয়ায়

বোনাস নিয়ে বৈঠকের মধ্যেই তৃণমূল-বিজেপি মারামারি। বেলঘরিয়ায় টেক্সম্যাকো কারখানায় তৃণমূল-বিজেপি হাতাহাতি। তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাকে মারধরের অভিযোগে আটক বিজেপি কর্মী। অভিযুক্ত বিজেপি কর্মীকে পুলিশের কাছ থেকে কার্যত ছিনিয়ে নিয়ে মার তৃণমূলের। 

Kolkata News: পাটুলির অনুমেয়া সাহা আটকে ইজরায়েলে, আতঙ্কের প্রহর গুনছে পরিবার

পাটুলির অনুমেয়া সাহা, পড়তে গিয়ে আটকে পড়েছেন যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে। আতঙ্কের প্রহর গুনছে পরিবার। মেয়েকে দ্রুত বাড়ি ফেরাতে মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়েছে অনুমেয়ার পরিবার।

WB News Live Update: কামদুনির পাশে এবার নির্ভয়ার মা

কামদুনির পাশে এবার নির্ভয়ার মা। নির্যাতিতার পরিজন ও প্রতিবাদীদের সঙ্গে দিল্লিতে দেখা করল আরেক নির্যাতিতার পরিবার। 'কামদুনি যাতে বিচার পায়, সেজন্য কেন্দ্রের কাছে আবেদন করব', জাতীয় মহিলা কমিশনের কাছেও অনুরোধ করব, আশ্বাস নির্ভয়ার মায়ের

WB News Live Update: কালীঘাট মেট্রো স্টেশনে অভিনব প্রতিবাদ উচ্চ প্রাথমিকের প্যানেলভুক্ত চাকরিপ্রার্থীদের

কালীঘাট মেট্রো স্টেশনে অভিনব প্রতিবাদ উচ্চ প্রাথমিকের প্যানেলভুক্ত চাকরিপ্রার্থীদের। কালীঘাট মেট্রো স্টেশনের কাছে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। পুজোর আগেই কাউন্সেলিং ও নিয়োগের দাবিতে বিক্ষোভ। রাস্তায় শুয়ে, হামাগুড়ি দিয়ে প্রতিবাদ। হাজরা মোড়ের কাছে মিছিল আটকাল পুলিশ।

WB News Live: পুজো উদ্বোধনে বঙ্গে আসছেন অমিত শাহ

পুজো উদ্বোধনে বঙ্গে আসছেন অমিত শাহ। ১৬ অক্টোবর কলকাতায় পুজো উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করবেন অমিত শাহ 

WB News Live Update:নিয়োগ দুর্নীতির তদন্তে এবার জোড়া তদন্তকারী অফিসারকে নিয়োগ করল ইডি

নিয়োগ দুর্নীতির তদন্তে এবার জোড়া তদন্তকারী অফিসারকে নিয়োগ করল ইডি। মিথিলেশ কুমারের জায়গায় গ্যাংটক থেকে আসছেন রাজেশ কুমার।রাজেশের সঙ্গে থাকছেন কলকাতার এক তদন্তকারী অফিসার মুকেশ কুমার

WB News Live:রানিগঞ্জের নারায়ণকুড়িতে ইসিএল-এর খোলা মুখ খনি থেকে কয়লা চুরি করতে গিয়ে বিপত্তি, গতকাল রাতের পর আজ ফের থানা ঘেরাও বিজেপির

রানিগঞ্জের নারায়ণকুড়িতে ইসিএল-এর খোলা মুখ খনি থেকে কয়লা চুরি করতে গিয়ে বিপত্তি। খনিগর্ভে ধস নামায় কয়েকজনের চাপা পড়ার আশঙ্কা। গতকাল রাতের পর আজ ফের থানা ঘেরাও করে বিজেপি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা ও তোলাবাজির অভিযোগ। 

WB News Live Update:যোগেশচন্দ্র চৌধুরী ল' কলেজের মামলায় সিআইডি তদন্তের নির্দেশ

যোগেশচন্দ্র চৌধুরী ল' কলেজের মামলায় সিআইডি তদন্তের নির্দেশ। ২০১৮-য় চারু মার্কেট থানায় দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে সিআইডি তদন্তের নির্দেশ 

WB News Live:যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েলে আটকে পড়েছেন দুর্গাপুরের মনোশ্রী চট্টোপাধ্যায়

যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েলে আটকে পড়েছেন দুর্গাপুরের মনোশ্রী চট্টোপাধ্যায়। দিন কাটছে কখনও বাঙ্কার, কখনও হস্টেলে। দুর্গাপুরের বাসিন্দা মনোশ্রী তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরেট করতে গত বছরের সেপ্টেম্বরে ইজরায়েলে যান। মেয়ের সঙ্গে প্রতিদিন যোগাযোগ থাকলেও, চরম উৎকণ্ঠায় দিন কাটছে মা-বাবার অপারেশন অজয় শুরু হওয়ায় আশাবাদী পরিবার

WB News Live Update:মুরলিধর সেন লেনে বিজেপির কার্যালয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভ

মুরলিধর সেন লেনে বিজেপির কার্যালয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভ

WB News Live:শিক্ষক সংগঠনের মিছিল নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করল প্রধান বিচারপতির বেঞ্চ

শিক্ষক সংগঠনের মিছিল নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করল প্রধান বিচারপতির বেঞ্চ। 'কাজ করতে হবে না, জিন্দাবাদ জিন্দাবাদ করে যান', মিছিল নিয়ে ক্ষোভপ্রকাশ করে মন্তব্য করেন প্রধান বিচারপতি।

WB News Live Update:এবার পড়ুয়াদের বিরুদ্ধে অন্যায্য দাবি আদায়ে গন্ডগোল পাকানোর অভিযোগে রাতভর ধর্নায় অন্তর্বর্তী উপাচার্য 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উলট পুরাণ। এবার পড়ুয়াদের বিরুদ্ধে অন্যায্য দাবি আদায়ে গন্ডগোল পাকানোর অভিযোগে রাতভর ধর্নায় অন্তর্বর্তী উপাচার্য 

WB News Live:কামদুনির পাশে এবার নির্ভয়ার মা, আজ তিনি প্রতিবাদীদের সঙ্গে দেখা করতে পারেন বলে সূত্রের খবর

কামদুনির পাশে এবার নির্ভয়ার মা। আজ তিনি প্রতিবাদীদের সঙ্গে দেখা করতে পারেন বলে সূত্রের খবর। এদিন দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন কামদুনির প্রতিবাদীরা। 

WB News Live Update:কতটা বিপজ্জনক জায়গায় রয়েছে হিমালয়ের পাদদেশে থাকা পশ্চিমবঙ্গ? সিকিম বিপর্যয় উসকে দিয়েছে অনেক প্রশ্ন।

কেন ফেটে গেল দক্ষিণ লোনক লেক? হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডের পর কেন বিপর্যয় নেমে এল উত্তর সিকিমে? নদী ও প্রকৃতির ক্ষতি করে গড়ে ওঠা বেআইনি, বেহিসেবি নির্মাণই কি দায়ী? তেমনই অনুমান বিশেষজ্ঞদের। কতটা বিপজ্জনক জায়গায় রয়েছে হিমালয়ের পাদদেশে থাকা পশ্চিমবঙ্গ? সিকিম বিপর্যয় উসকে দিয়েছে অনেক প্রশ্ন।

WB News Live:'আমিই স্বাস্থ্যভবন, আমিই শেষ কথা', এক চিকিৎসকের ছবি ও এই লেখা দিয়ে পোস্টার পড়ল স্বাস্থ্যভবনে

'আমিই স্বাস্থ্যভবন, আমিই শেষ কথা।' এক চিকিৎসকের ছবি ও এই লেখা দিয়ে পোস্টার পড়ল স্বাস্থ্যভবনে। কে বা কারা পোস্টার দিল, তা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক! যাঁর নামে পোস্টার, তাঁর সন্তোষপুরের বাড়িতে গেলে ঢুকতে দেওয়া হয়নি এবিপি আনন্দর প্রতিনিধিকে। ফোন করা হলে দেখা যায়, মোবাইল ফোন সুইচড অফ। 

WB News Live Update:মহালয়ায় পরিষ্কার আকাশ, ধীরে ধীরে কমবে জলীয় বাষ্পের পরিমাণ

মহালয়ায় পরিষ্কার আকাশ। ধীরে ধীরে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। আগামী দুদিনের মধ্যে পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে, পূর্বাভাস হাওয়া অফিসের। 

WB News Live:বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তরুণকান্তি ঘোষের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে, সল্টলেকে রাজ্য দফতরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তরুণকান্তি ঘোষের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে, সল্টলেকে রাজ্য দফতরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। পাল্টা, বিক্ষোভকারীদের সঙ্গেই তৃণমূলের যোগের অভিযোগ করেছেন তরুণকান্তি ঘোষ।

WB News Live Update:বালেশ্বরের স্মৃতি উসকে ফের ট্রেন-দুর্ঘটনা। বিহারের দানাপুর ডিভিশনের বক্সারের কাছে লাইনচ্যুত নর্থ-ইস্ট এক্সপ্রেস

বালেশ্বরের স্মৃতি উসকে ফের ট্রেন-দুর্ঘটনা। বিহারের দানাপুর ডিভিশনের বক্সারের কাছে লাইনচ্যুত নর্থ-ইস্ট এক্সপ্রেস। বেলাইন হয়েছে ট্রেনের ২০টি বগি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত ৭০-এর বেশি

WB News Live:মাসতিনেক আগে পঞ্চায়েত ভোট মিটলেও, বীরভূমে এখনও চলছে বোমা-অস্ত্র উদ্ধার

মাসতিনেক আগে পঞ্চায়েত ভোট মিটলেও, বীরভূমে এখনও চলছে বোমা-অস্ত্র উদ্ধার। আজ সকালে সিউড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের রুটিপাড়ায় জঙ্গল পরিষ্কারের সময়, একটি কৌটো বোমা পড়ে থাকতে দেখেন সাফাই কর্মীরা। সিউড়ি থানার পুলিশ গিয়ে বোমাটি উদ্ধার করে। কে বা কারা জঙ্গলের মধ্য়ে বোমা লুকিয়ে রেখেছিল, খতিয়ে দেখছে পুলিশ। 

WB News Live Update:পুরুলিয়ার ঝালদার মারুমসিনা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থীকে জয়ের শংসাপত্র দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

পুরুলিয়ার ঝালদার মারুমসিনা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থীকে জয়ের শংসাপত্র দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত নির্বাচনে ঝালদার মারুমসিনা গ্রাম পঞ্চায়েতে ৬ ভোটে জয়ী হন কংগ্রেস প্রার্থী। কংগ্রেস অভিযোগ করে, বেআইনিভাবে পুনর্গণনা করিয়ে, তাদের প্রার্থীর হার দেখিয়ে জয়ী ঘোষণা করা হয় তৃণমূল প্রার্থী রাজেশ মণ্ডলকে। এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। 

WB News Live:রানিগঞ্জের নারায়ণকুড়িতে ইসিএলের খোলা মুখ খনি থেকে কয়লা চুরি করতে গিয়ে বিপত্তি

রানিগঞ্জের নারায়ণকুড়িতে ইসিএলের খোলা মুখ খনি থেকে কয়লা চুরি করতে গিয়ে বিপত্তি, খনিগর্ভে ধস নামায় কয়েকজনের চাপা পড়ার আশঙ্কা

WB News Live Update:সুবিচারের দাবিতে এবার দিল্লি গেলেন কামদুনির প্রতিবাদীরা

সুবিচারের দাবিতে এবার দিল্লি গেলেন কামদুনির প্রতিবাদীরা। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়-সহ ৯ জন। দলে রয়েছেন কামদুনির নির্যাতিতার দুই ভাই-ও। প্রতিবাদী মানে কী? কান্নার অডিশন। কটাক্ষ কুণাল ঘোষের। 

WB News Live:৬ পেরিয়ে ৭ বছর হতে চলল। কিন্তু এখনও নিয়োগ হয়নি ২০১৬-র উচ্চ প্রাথমিকের প্য়ানেলভুক্ত চাকরিপ্রার্থীদের।

কারও হাতে চায়ের কেটলি! কারও হাতে ঘুগনি-মুড়ির থালা! কেউ হাঁকছেন, ঝালমুড়ি কিনুন! কারও হাতে কাশফুল লেখা বালিশ! না, কোনও মেলা প্রাঙ্গন নয়! নিয়োগের দাবিতে, করুণাময়ীতে ২০২২-এর প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের আন্দোলনকারীদের অভিনব প্রতিবাদ। ৬ পেরিয়ে ৭ বছর হতে চলল। কিন্তু এখনও নিয়োগ হয়নি ২০১৬-র উচ্চ প্রাথমিকের প্য়ানেলভুক্ত চাকরিপ্রার্থীদের।

WB News Live Update:শিক্ষায় দুর্নীতি মামলায় এই প্রথমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

শিক্ষায় দুর্নীতি মামলায় এই প্রথমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে তলব করা হলেও, মূলত 'লিপস অ্যান্ড বাউন্ডস' নিয়েই তাঁকে এদিন জিজ্ঞাসাবাদ ও তাঁর বয়ান রেকর্ড করা হয়। প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। লিপস অ্যান্ড বাউন্ডসের প্রাক্তন ডিরেক্টর রুজিরা বন্দ্যোপাধ্যায়। 

WB News Live:যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে আটকে পড়েছেন একাধিক বাঙালি। বিদেশ বিভুঁইয়ে নিরুপায়, অসহায় অবস্থায় কাটছে দিন

যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে আটকে পড়েছেন একাধিক বাঙালি। বিদেশ বিভুঁইয়ে নিরুপায়, অসহায় অবস্থায় কাটছে দিন। কবে, কীভাবে রেহাই পাবেন, কেউ জানে না! হাজার হাজার কিলোমিটার দূরে আতঙ্ক, উৎকণ্ঠায় ঘুম উড়েছে পরিজনদের। ঘরের ছেলে দ্রুত ঘরে ফিরে আসুক একটাই চাওয়া আত্মীয় স্বজনদের। 

WB News Live Update:কতটা বিপজ্জনক জায়গায় রয়েছে হিমালয়ের পাদদেশে থাকা পশ্চিমবঙ্গ? সিকিম বিপর্যয় উসকে দিয়েছে অনেক প্রশ্ন।

কেন ফেটে গেল দক্ষিণ লোনক লেক? হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডের পর কেন বিপর্যয় নেমে এল উত্তর সিকিমে? নদী ও প্রকৃতির ক্ষতি করে গড়ে ওঠা বেআইনি, বেহিসেবি নির্মাণই কি দায়ী? তেমনই অনুমান বিশেষজ্ঞদের। কতটা বিপজ্জনক জায়গায় রয়েছে হিমালয়ের পাদদেশে থাকা পশ্চিমবঙ্গ? সিকিম বিপর্যয় উসকে দিয়েছে অনেক প্রশ্ন।

WB News Live:বালেশ্বরের স্মৃতি উস্কে ফের ট্রেন-দুর্ঘটনা, বিহারে বেলাইন নর্থ-ইস্ট এক্সপ্রেসো

বালেশ্বরের স্মৃতি উস্কে ফের ট্রেন-দুর্ঘটনা, বিহারে বেলাইন নর্থ-ইস্ট এক্সপ্রেস। মৃত অন্তত ৪, আহত ৭০ জনের বেশি

WB News Live Update:নতুন কলকাতার মধ্যে সিটি অফ জয়ের ঐতিহ্যের খোঁজ

নতুন কলকাতার মধ্যে সিটি অফ জয়ের ঐতিহ্যের খোঁজ। রাজডাঙা নব উদয় সঙ্ঘের দুর্গাপুজোর এবারের থিম 'পরম্পরা'। মহালয়ার ৩ দিন আগে ইউনেস্কোর প্রতিনিধি দলের মাধ্যমে হল থিমের উদ্বোধন।

WB News Live:নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ইডি

নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ইডি। সূত্রের খবর, মূলত লিপস অ্যান্ড বাউন্ডস নিয়েই তাঁকে দু দফায় এদিন জিজ্ঞাসাবাদ করেন ইডির অফিসাররা। এদিন বয়ানও রেকর্ড করা হয় অভিষেক-পত্নীর। 

প্রেক্ষাপট

বালেশ্বরের সমৃতি উস্কে ফের ট্রেন দুর্ঘটনা। বিহারের (Bihar Rail Accident) বক্সার ও আরা স্টেশনের মাঝে লাইনচ্যুত ডাউন নর্থ-ইস্ট এক্সপ্রেসের (Down North East Express Accident Death) ৮টি কামরা। মৃত অন্তত ৪, আহত ৭০ জনের বেশি। চলছে উদ্ধারকাজ।

ইজরায়েল-হামাসের (Israel Palestine War) বিরামহীন সংঘর্ষ। ৫ দিনে মৃত্যু ২ হাজার পার। গাজা সীমান্ত ফের কব্জা ইজরায়েলি সেনার। তেল আভিভে পাল্টা রকেট হানা হামাসের। রুখতে অস্ত্রবাহী বিমান পাঠাল আমেরিকা।

ইজরায়েল-হামাসের প্রাণঘাতী যুদ্ধ। আটকে বহু বাঙালি (Bengalis Stuck In Israel)। উদ্বিগ্ন পরিবার।

ওয়ার জোন ইজরায়েল। আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে শুরু অপারেশন অজয়। ফিরিয়ে আনা হবে বিশেষ বিমানে, জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

নীল সাগরে রক্তের লাল! গাজা থেকে ইজরায়েল লক্ষ্য করে ১৯ মিনিটে ৫ হাজার রকেট! ব্যাটেলগ্রাউন্ডে এবিপি আনন্দ। 

শিক্ষায় দুর্নীতি মামলায় প্রথমবার অভিষেক-পত্নীকে জিজ্ঞাসাবাদ ইডির। লিপস অ্যান্ড বাউন্ডসে কী ভূমিকা? তা নিয়েও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন। সাড়ে ৮ ঘণ্টা পর বেরোলেন সিজিও থেকে।

মিলেছে নতুন তথ্য, নিয়োগ দুর্নীতির তদন্তে এবার জেলে গিয়ে জেরার আবেদন সিবিআইয়ের। যোগ নেই, দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রীর।  পার্থর আদলেই টাকা সাইফন মানিক-পুত্রের। নিয়োগ দুর্নীতির ২ কোটি ৪৭ লক্ষ সৌভিকের অ্যাকাউন্টে, সকুল-ক্লাবের মাধ্যমে সরিয়েছিলেন টাকা, হাইকোর্টে দাবি ইডির।

করুণাময়ীর পর কালীঘাট। নিয়োগের দাবিতে ফের পথে ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। গাঁধী মূর্তির সামনে অবস্থান প্রাথমিকে ২০০৯-এর দক্ষিণ ২৪ পরগনার চাকরি প্রার্থীদের।

পুজোর মুখেও পথে চাকরিপ্রার্থীরা। তুঙ্গে রাজনৈতিক তরজা। (শুভেনদু- এই সরকারের চাকরি দেওয়ার ক্ষমতা নেই। কুণাল- চাকরিপ্রার্থীদের নিয়ে শকুনের রাজনীতি বিজেপির।


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.