West Bengal News Live: বিজেপির নবান্ন অভিযান ঘিরে প্রস্তুতি, কলকাতার একাধিক রাস্তা এড়ানোর পরামর্শ

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 13 Sep 2022 12:05 AM
West Bengal News Live: বিজেপির নবান্ন অভিযান ঘিরে সরগরম রাজ্য

বিজেপির নবান্ন অভিযান ঘিরে তুঙ্গে পুলিশি প্রস্তুতি। নানা জেলা থেকে আসছেন নেতা-কর্মীরা। উত্তরে নানা জেলায় বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। 

WB News Live Updates: নবান্ন অভিযানে প্রভাব ট্র্যাফিকে

নবান্ন অভিযানে প্রভাব ট্র্যাফিকে। এমজি রোডের বদলে এপিসি রোড, শিয়ালদা উড়ালপুল ব্যবহারের পরামর্শ। বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাওড়া ব্রিজ এড়ানোর পরামর্শ পুলিশের।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু এড়ানোর পরামর্শ।

West Bengal News Live: কাল বিজেপির নবান্ন অভিযান, কলকাতার একাধিক রাস্তায় কড়াকড়ি

কাল বিজেপির নবান্ন অভিযান, কলকাতার একাধিক রাস্তায় কড়াকড়ি। বিজেপির নবান্ন অভিযান, বন্ধ থাকতে পারে হাওড়া ব্রিজ-দ্বিতীয় হুগলি সেতু। সকাল ১১-বিকেল ৩ টা পর্যন্ত এনসি স্ট্রিট, কলেজ স্ট্রিট এড়ানোর পরামর্শ। বেলা ১২টা থেকে বন্ধ থাকতে পারে আমহার্স্ট স্ট্রিট হয়ে এমজি রোডের একাংশ। এমজি রোডের বদলে এপিসি রোড, শিয়ালদা উড়ালপুল ব্যবহারের পরামর্শ।

WB News Live Updates: নবান্ন অভিযান ঘিরে চূড়ান্ত প্রস্তুতি পুলিশের

বিজেপির নবান্ন অভিযান আটকাতে চূড়ান্ত প্রস্তুতি পুলিশের। দ্বিতীয় হুগলি সেতুতে পুলিশের ব্যারিকেড। কলেজ স্কোয়ার থেকে দিলীপের নেতৃত্বে মিছিল, হাওড়া ব্রিজেই আটকাবে পুলিশ। কলেজ স্কোয়ার, এমজি রোড হয়ে নবান্ন যাওয়ার সময় হাওড়া সেতুতেই বাধা। দায়িত্বে ২০০০ পুলিশ, ৩২জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৬২জন ইন্সপেক্টর।

West Bengal News Live: বিজেপির নবান্ন অভিযান ঘিরে আজ থেকেই উত্তপ্ত উত্তরবঙ্গ

কাল বিজেপির নবান্ন অভিযান ঘিরে আজ থেকেই উত্তপ্ত উত্তরবঙ্গ। একাধিক জেলা থেকে কলকাতামুখী বিজেপি কর্মীদের বাধা পুলিশের। মালদায় বিজেপি কর্মীদের ব্যারিকেড দিয়ে রোখার চেষ্টা। পুলিশের সঙ্গে বচসা। পুলিশকে রেল লাইনে ফেলে দেওয়ার হুমকি বিজেপি সাংসদ খগেন মুর্মুর।

WB News Live Updates: গেমিং অ্যাপের ফাঁদে কোটি টাকার প্রতারণা?

মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে কীভাবে চলছিল সাধারণ মানুষের টাকা লুঠ? ইডি সূত্রে দাবি, প্রলোভন দেখিয়ে প্রতিদিন হাজার হাজার টাকা তোলা হচ্ছিল সাবস্ক্রাইবার কাছ থেকে। কীভাবে ফাঁদ পেতেছিল প্রতারকরা? ইডি সূত্রে দাবি, ই-নাগেটস অ্যাপ ডাউনলোড করলেই ৪৯ টাকার কুপন মিলত। অফার আকর্ষণীয় করে তুলতে ছিল অর্ডিনারি, সিলভার, গোল্ড, ডায়মন্ড - এই চার ধরনের মেম্বারশিপ। গ্রাহকদের টাকা জমা হত ফেডারেল ব্যাঙ্কে। এভাবেই ফাঁদ পেতে গ্রাহকদের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা বাজার থেকে তোলা হয়েছিল বলে ইডি সূত্রে দাবি।

West Bengal News Live: আগামীকাল খড়্গপুরে বৈঠক মুখ্যমন্ত্রীর

আগামীকাল খড়গপুরে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য এবং বিধায়কদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। পরশু পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে প্রশাসনিক সভা। ১৫ সেপ্টেম্বর 
খড়গপুরেই ইন্ডাস্ট্রিয়াল পার্কে সভা। ৭ হাজার কারিগরী শিক্ষায় প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র।

WB News Live Updates: সম্পত্তি মামলার তদন্তে ব্যবসায়ীর বাড়ি সিল করল CID

ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর কসবার বাড়ি সিল করে দিল CID। ওই ব্যবসায়ীর সঙ্গে আরও অনেক অফিসারের যোগাযোগ রয়েছে। চাঞ্চল্যকর দাবি করলেন, CID-র স্ক্যানারে থাকা IPS অফিসার দেবাশিস ধর। যা নিয়ে তরজায় জড়িয়েছে শাসক ও বিরোধী দলও।

West Bengal News Live: ৩ পাতার প্রশ্নমালা নিয়ে মেনকার বয়ান রেকর্ড ইডির, খবর সূত্রের

কয়লাপাচারকাণ্ডে অভিষেকের শ্যালিকাকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ৭ ঘণ্টা ধরে সিজিও কমপ্লেক্সে মেনকা গম্ভীরকে ইডির জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, ৩ পাতার প্রশ্নমালা নিয়ে মেনকার বয়ান রেকর্ড ইডির।

WB News Live Updates: গার্ডেনরিচ কাণ্ডে ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য

গার্ডেনরিচে সাদামাটা বাড়িতে খাটের নীচে ১৭ কোটি ৩২ লক্ষ! ৫টি ব্যাঙ্কে ফেরার ব্যবসায়ী আমির খানের নামে-বেনামে অজস্র অ্যাকাউন্ট! ই নাগেটস ছাড়াও আরও ২টি অ্যাপ খুলে প্রতারণার জাল। লাকি সিটি, আও আমাজন নামে আরও দুটি অ্যাপে প্রতারণা।

West Bengal News Live: নেতৃত্ব নিয়ে মন্তব্য তৃণমূল বিধায়কের, ফের বিতর্ক

'সবাইকে নেতা বলবেন না। নেতা হওয়া সহজ নয়।' ফের নেতৃত্ব নিয়ে বিতর্ক উস্কে দিলেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। ভাইরাল ভিডিও ঘিরে তরজা। 

WB News Live Updates: ১৯ সেপ্টেম্বর ইডি-সিবিআইয়ের অতিসক্রিয়তার অভিযোগে বিধানসভায় আসছে প্রস্তাব

১৯ সেপ্টেম্বর ইডি-সিবিআইয়ের অতিসক্রিয়তার অভিযোগে বিধানসভায় আসছে প্রস্তাব। বিধানসভায় বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে সিদ্ধান্ত।

West Bengal News Live: হাওড়া ব্রিজেই বিজেপি মিছিল আটকাবে পুলিশ

বিজেপির নবান্ন অভিযান ঘিরে চূড়ান্ত প্রস্তুতি পুলিশের। আগামীকাল বিজেপির নবান্ন অভিযান, তার আগে দ্বিতীয় হুগলি সেতুতে পুলিশের ব্যারিকেড। কলেজ স্কোয়ার থেকে দিলীপের নেতৃত্বে মিছিল, হাওড়া ব্রিজেই আটকাবে পুলিশ। কলেজ স্কোয়ার, এমজি রোড হয়ে নবান্ন যাওয়ার সময় হাওড়া সেতুতেই বাধা। দ্বিতীয় হুগলি সেতুর ৮টি র‍্যাম্পেই থাকবে পুলিশ।

WB News Live Updates: নেতাজি ইন্ডোরের সভা সেরেই পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রী

নেতাজি ইন্ডোরের সভা সেরেই পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রী। কাল খড়গপুরে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য এবং বিধায়কদের সঙ্গে বৈঠক। পরশু পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে প্রশাসনিক সভা। ১৫ সেপ্টেম্বর। খড়গপুরেই ইন্ডাস্ট্রিয়াল পার্কে সভা। ৭ হাজার কারিগরী শিক্ষায় প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র। 

West Bengal News Live: ট্রেনে উঠতে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে তৃণমূল-বিজেপি তরজা

স্পেশাল ট্রেনে বিজেপি কর্মীদের উঠতে বাধা দেওয়ার অভিযোগ।  বিজেপি কর্মীদের কলকাতা আসা আটকানোর চক্রান্ত, অভিযোগ বিজেপির। প্রশাসন প্রশাসনের কাজ করছে, কিছু বলার নেই, দাবি তৃণমূলের

WB News Live Updates: কামাখ্যাগুড়ি-আলিপুরদুয়ার জংশন স্টেশনে পুলিশি ‘টহল’, এক্তিয়ার নিয়ে প্রশ্ন আরপিএফের

রাত পোহালেই নবান্ন অভিযান, তার আগে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। কোচবিহার, আলিপুরদুয়ারে ট্রেনে উঠতে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। কোথাও ব্যারিকেড, কোথাও স্টেশনে টহল জেলা পুলিশের। আলিপুরদুয়ার স্টেশনের মধ্যে কীভাবে রাজ্য পুলিশ? প্রশ্ন আরপিএফের। পুলিশি বাধায় অনেকেই ট্রেনে উঠতে পারেননি, অভিযোগ বিজেপির 


West Bengal News Live: আদালতের দ্বারস্থ অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীর

আদালতের দ্বারস্থ অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীর। কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের। ব্যাঙ্কক যাওয়ার পথে মেনকাকে আটকেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মেনকা গম্ভীরের দায়ের করা আদালত অবমাননা মামলার শুনানি আগামী বৃহস্পতিবার।

WB News Live Updates: 'দেশে চলছে শুধু এজেন্সি রাজ', আক্রমণ মমতার

'দেশে চলছে শুধু এজেন্সি রাজ, উন্নয়ন বলে কিছু নেই’, নেতাজি ইন্ডোরের সভা থেকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

West Bengal News Live: কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে বিধানসভায় প্রস্তাব

কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে বিধানসভায় প্রস্তাব আনছে সরকার। ১৯ সেপ্টেম্বর আসছে এই প্রস্তাব। বিধানসভায় বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে সিদ্ধান্ত

WB News Live Updates: 'উনি কিনুন, আমি ব্যবহার করে দেখিয়ে দেব', মদনের নিশানায় দিলীপ

দিলীপ ঘোষের বাঁশ-দাওয়াইয়ের পাল্টা মদন মিত্রর। মদন বলেন, ‘এক নেতা বলছেন পুজোর আগে কচি বাঁশ কিনেছেন। আমি বলছি, উনি বাঁশের ব্যবহার জানেন না। উনি কিনুন, আমি ব্যবহার করে দেখিয়ে দেব।' নাম না করে দিলীপ ঘোষকে নিশানা মদন মিত্রর।

West Bengal News Live: কোচবিহার, আলিপুরদুয়ারে ট্রেনে উঠতে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ

রাত পোহালেই নবান্ন অভিযান, আসতে বাধা বিজেপি কর্মীদের? কামাখ্যাগুড়ি-আলিপুরদুয়ার জংশন স্টেশনে পুলিশি ‘টহল’। কোচবিহার, আলিপুরদুয়ারে ট্রেনে উঠতে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ।

WB News Live Updates: আজই ফের সিজিও কমপ্লেক্সে মেনকা গম্ভীর

কয়লাকাণ্ডে ইডির তলবে সিজিও কমপ্লেক্সে মেনকা গম্ভীর। বেলা ১২.৪০ নাগাদ ইডি দফতরে পৌঁছন অভিষেকের শ্যালিকা। মেনকা গম্ভীরকে দিল্লি থেকে পাঠানো প্রশ্নমালা নিয়ে জিজ্ঞাসাবাদ। গতকাল মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিলেন মেনকা গম্ভীর। ১২ সেপ্টেম্বর টুয়েলভ থার্টি AM বলে উল্লেখ ছিল ইডি নোটিসে, দাবি মেনকার আইনজীবীর। ‘PM-এর জায়গায় ভুল করে AM লেখা হয়েছে’
সময় সংশোধন করে ফের নোটিস পাঠায় ইডি। আজই হাজিরা দিতে নির্দেশ। নোটিস অনুযায়ী বেলা ১২.৪০-এর পরে সিজিও কমপ্লেক্সে পৌঁছন মেনকা গম্ভীর।

West Bengal News Live: নতুন ব্লক সভাপতিকে নিয়ে ফের প্রকাশ্যে তৃণমূলের অন্দরের ক্ষোভ

নন্দীগ্রাম, সুতাহাটার পর নন্দকুমার। নতুন ব্লক সভাপতিকে নিয়ে ফের প্রকাশ্যে তৃণমূলের অন্দরের ক্ষোভ। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের নতুন ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ-সহ দলীয় নেতা, কর্মীদের একাংশ। নন্দকুমার ব্লকে দীননাথ দাসকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে শিবশঙ্কর বেরাকে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে সরব হয়েছে দলের একাংশ। মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছেন বিক্ষুব্ধরা। অভিযোগে গুরুত্ব দিতে নারাজ নতুন ব্লক সভাপতি। রাজ্য কমিটির সিদ্ধান্তে রদবদল, মন্তব্য তৃণমূল জেলা নেতৃত্বের। কাটমানির নিরিখে শাসকদলে পদ মেলে, কটাক্ষ বিজেপির।

WB News Live Updates: প্রেমে প্রত্যাখ্যাত যুবতীকে সেনা অফিসার পরিচয় দিয়ে সাহায্য করার নামে ২৬ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রেমে প্রত্যাখ্যাত যুবতীকে সেনা অফিসার পরিচয় দিয়ে সাহায্য করার নামে ২৬ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুরে গ্রেফতার তৃণমূল ছাত্র পরিষদ নেতা। ধৃতের নাম সোহেল আখতার। জেরায় টাকা নেওয়ার কথা কবুল করেছে ধৃত, দাবি পুলিশের। বিজেপির কটাক্ষ, ক্ষমতা অপব্যবহার করে টাকা তোলাই তৃণমূলের সংস্কৃতি। অস্বস্তি ঢাকতে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বের সাফাই, অন্যায় করলে দল পাশে দাঁড়াবে না। 

West Bengal News Live: চিটফান্ড মামলায় হাইকোর্টে স্বস্তি বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর।

চিটফান্ড মামলায় হাইকোর্টে স্বস্তি বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর। সাক্ষী হিসাবে ৩ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। জিজ্ঞাসাবাদ করতে গেলে ৭২ ঘন্টা আগে দিতে হবে নোটিস। হাইকোর্টের নির্দেশ, চিটফান্ড মামলায় সুবোধ অধিকারীকে অভিযুক্ত হিসাবে নির্দিষ্ট করলে সিবিআই-কে ১০ দিন আগে নোটিস দিয়ে জানাতে হবে। ১০ দিনের মধ্যে গ্রেফতার করা যাবে না তৃণমূল বিধায়ককে। একইসঙ্গে সুবোধ অধিকারীকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে সিবিআইয়ের কাছে সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

WB News Live Updates: আদালতের দ্বারস্থ অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীর

আদালতের দ্বারস্থ অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীর। কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের। ব্যাংকক যাওয়ার পথে মেনকাকে আটকেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মেনকা গম্ভীরের আদালত অবমাননা মামলার শুনানি আগামী বৃহস্পতিবার

West Bengal News Live: সমস্যায় হাওড়া ময়দান চত্বরে হাজার মঙ্গলা হাটের হাজার হাজার ব্যবসায়ী

পুজোর মুখে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। আর এতেই সমস্যায় পড়েছেন হাওড়া ময়দান চত্বরে হাজার মঙ্গলা হাটের হাজার হাজার ব্যবসায়ী। তারা বুঝতে পারছেন না পুজোর আগে কিভাবে তারা এই আর্থিক ক্ষতি কিভাবে সামাল দেবেন। বিজেপির জেলা সভাপতি মনিমোহন ভট্টাচার্য জানিয়েছেন বিষয়টা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন। 

WB News Live Updates: ‘আগামী ২৩ মার্চ বার্লিনে দেওয়া হবে পুরস্কার’ মন্তব্য মমতার

‘বাংলা সাংস্কৃতিক পর্যটনের গন্তব্য, আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত রাজ্য’। ‘আগামী ২৩ মার্চ বার্লিনে দেওয়া হবে পুরস্কার’। ‘সম্ভব হলে আমি নিজে পুরস্কার নিতে যাব’ মন্তব্য মমতার।

West Bengal News Live: সৌগত রায়কে কটাক্ষ দিলীপ ঘোষের

বোঝা গেছে ওঁর বাহাত্তর পার হয়েছে। এবার রাঁচি ঘুরে আসুন। বাগুইআটিতে নিহত কিশোরদের মাদকাসক্ত বলে দাবি করায় সৌগত রায়কে কটাক্ষ দিলীপ ঘোষের। 

WB News Live Updates: কয়লাকাণ্ডে ইডির তলবে সিজিও কমপ্লেক্সে ঢুকলেন মেনকা গম্ভীর

কয়লাকাণ্ডে ইডির তলবে সিজিও কমপ্লেক্সে ঢুকলেন মেনকা গম্ভীর। বেলা ১২.৪০ নাগাদ ইডি দফতরে পৌঁছন অভিষেকের শ্যালিকা। গতকাল মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিলেন মেনকা গম্ভীর। ১২ সেপ্টেম্বর টুয়েলভ থার্টি AM বলে উল্লেখ ছিল ইডি নোটিসে, দাবি মেনকার আইনজীবীর। ইডির অফিসের দরজা বন্ধ থাকায় ফিরে যেতে হয় মেনকাকে

West Bengal News Live: ‘আমাকে ব্যবহার করে কেউ তার নিজের সম্পদ বাড়াক, এটা চাই না’

দুর্নীতি ইস্যুতে ফের বিস্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায়, ভিডিও ভাইরাল। ‘আমাকে ব্যবহার করে কেউ তার নিজের সম্পদ বাড়াক, এটা চাই না’। ‘আমার কিছু ছিল না, হঠাৎ দেখা গেল অনেক কিছু হয়ে গেল! ‘বাসের কনডাক্টর থেকে দেখা গেল যে, ৫০ বিঘার জমির মালিক হয়ে গেলাম! এটা হয়?’ ‘কোথা থেকে আসবে? কে দিচ্ছে টাকা?’ দুর্নীতি ইস্যুতে শোভনদেব চট্টোপাধ্যায়ের ভিডিও ভাইরাল

WB News Live Updates: অভিযানের সাফল্য প্রার্থনা করে কালীঘাটে বিজেপির রাজ্য সভাপতি

আগামীকাল বিজেপির নবান্ন অভিযান। অভিযানের সাফল্য প্রার্থনা করে কালীঘাটে বিজেপির রাজ্য সভাপতি। কালীঘাটে পুজো দিলেন সুকান্ত মজুমদার। 

WB News Live Updates: বাগুইআটিতে জোড়া খুনের ঘটনায় বিস্ফোরক দাবি সৌগত রায়ের

বাগুইআটিতে জোড়া খুনের ঘটনায় বিস্ফোরক দাবি সৌগত রায়ের। তৃণমূল সাংসদের দাবি, নিহত কিশোরদের একজন মাদকাসক্ত ছিল। এম টেনের নেশা করত। দুই কিশোর ৫০ হাজার টাকা কোথা থেকে পেল? সে প্রশ্নও তোলেন সৌগত রায়। বরানগরে তৃণমূল সাংসদের মন্তব্য ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক।  

WB News Live Updates: মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে কীভাবে চলছিল সাধারণ মানুষের টাকা লুঠ?

মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে কীভাবে চলছিল সাধারণ মানুষের টাকা লুঠ? ইডি সূত্রে দাবি, প্রলোভন দেখিয়ে প্রতিদিন হাজার হাজার টাকা তোলা হচ্ছিল সাবস্ক্রাইবার কাছ থেকে। কীভাবে ফাঁদ পেতেছিল প্রতারকরা? ইডি সূত্রে দাবি, ই-নাগেটস অ্যাপ ডাউনলোড করলেই ৪৯ টাকার কুপন মিলত। অফার আকর্ষণীয় করে তুলতে ছিল অর্ডিনারি, সিলভার, গোল্ড, ডায়মন্ড - এই চার ধরনের মেম্বারশিপ। গ্রাহকদের টাকা জমা হত ফেডারেল ব্যাঙ্কে। এভাবেই ফাঁদ পেতে গ্রাহকদের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা বাজার থেকে তোলা হয়েছিল বলে ইডি সূত্রে দাবি। 

WB News Live Updates: আয় বহির্ভূত সম্পত্তি মামলায় ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর কসবার বাড়ি সিল করল সিআইডি

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর কসবার বাড়ি সিল করল সিআইডি। ওই বাড়িতে তল্লাশি করতে চান সিআইডি-র গোয়েন্দারা। গতকাল বাড়িতে কেউ না থাকায় তল্লাশি চালানো যায়নি। বাড়ি সিল করে নোটিস টাঙানো হয়েছে। 

WB News Live Updates: বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত। দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে ঢুকেছে। আপাতত এর অবস্থান ওড়িশা ও ছত্তীসগঢ়ের দক্ষিণে। এর প্রভাবে বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। আজ কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং হাওড়ায় হলুদ সতর্কতা জারি হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। এই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদের জন্যও সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি। 

WB News Live Updates: রাজ্যের গোয়েন্দা সংস্থার স্ক্যানারে রাজ্যের আইপিএস

রাজ্যের গোয়েন্দা সংস্থার স্ক্যানারে রাজ্যের আইপিএস। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় আইপিএস দেবাশিস ধরের বাড়ি-সহ একাধিক ঠিকানায় হানা দিল সিআইডি। একই মামলায় সিআইডির নজরে দেবাশিস ধরের ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী। তাঁর বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে সোনার গয়না এবং ৩টি বিলাসবহুল গাড়ি। সিল করে দেওয়া হয়েছে সুদীপ্তর একটি বাড়ি। সিআইডি সূত্রে খবর, আজ হবে তল্লাশি।

WB News Live Updates: সৈয়দকে কি একাই খুন করেছিল বন্ধু শেখ সলমন?

ইলামবাজারে পলিটেকনিক পড়ুয়া সৈয়দ সালাউদ্দিনকে কি একাই খুন করেছিল বন্ধু শেখ সলমন? না কি খুনে জড়িত আরও অনেকে? এই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। কারণ, ঘটনাস্থল ধল্লার জঙ্গলে মিলেছে ৪টি গ্লাস, চিপস, বিরিয়ানির প্যাকেট। প্রশ্ন উঠছে, খুনের আগে মদের আসরে সালাউদ্দিন, সলমন ছাড়া আর কে কে ছিল। সলমনকে জেরা করে সেটাই জানতে চাইছে পুলিশ। ইতিমধ্যেই ইলামবাজারের চৌপাহাড়ি এলাকায় পুলিশের অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে। নমুনা সংগ্রহ করতে আজ ঘটনাস্থলে যাবে ফরেন্সিক দল। পাশাপাশি, পলিটেকনিক পড়ুয়া খুনে ধৃত শেখ সলমনকে নিয়ে আজ ঘটনার পুনর্নির্মাণ করাতে পারে ইলামবাজার থানার পুলিশ। 


 

WB News Live Updates: কয়লাকাণ্ডে ইডির তলবে মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা

কয়লাকাণ্ডে ইডির তলবে মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা। কিন্তু, মাঝরাতে বন্ধ ছিল ইডির অফিস। কাউকে ডেকে সাড়া না পেয়ে মিনিট ২০ অপেক্ষা করেই ফিরতে হল মেনকা গম্ভীরকে। রাত তখন ১২টা ২০। আইনজীবীকে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা। মেনকা গম্ভীরের আইনজীবী জানিয়েছেন, ১২ সেপ্টেম্বর ‘টুয়েলভ থার্টি AM’-এ তাঁর মক্কেল মেনকা গম্ভীরকে কয়লাকাণ্ডে তলব করেছিল ইডি। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই তাঁরা পৌঁছে যান সিজিওয়। কিন্তু, এসে দেখেন, সিজিওয় ঢোকার মেন গেট তালাবন্ধ। 

প্রেক্ষাপট

কলকাতা: কয়লাকাণ্ডে (Coal Smuggling Case) রাত সাড়ে বারোটায় অভিষেকের (Abhishek Banerjee) শ্যালিকাকে ইডি-র তলব। আইনজীবীকে নিয়ে মাঝরাতে সিজিওয় গেলেও বন্ধ থাকায় ফিরতে হল মেনকা গম্ভীরকে (Maneka Gambhir)।


আয়বহির্ভূত সম্পত্তি মামলায় সিআইডি-র (CID) ম্যারাথন তল্লাশি। আইপিএস দেবাশিস ধরের ঘনিষ্ঠ ব্যবসায়ীর মেট্রোপলিটনের বাড়ি থেকে বাজেয়াপ্ত ২৮০ গ্রাম সোনা, ৩টি গাড়ি। সিল আরও একটি বাড়ি। 


রাজ্যের গোয়েন্দা সংস্থার স্ক্যানারে রাজ্যেরই আইপিএস (IPS)। বাড়িতে সিআইডি (CID) হানা। বাজেয়াপ্ত দেবাশিস ধরের সম্পত্তি সংক্রান্ত নথি। তদন্তে সহযোগিতা করেছি, প্রতিক্রিয়া দেবাশিস ধরের।


২০১৫ থেকে ১৮-র মধ্যে ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর সাহায্যে IPS দেবাশিস ধরের সম্পত্তির অস্বাভাবিক বৃদ্ধি, দাবি সিআইডি সূত্রে। প্রয়োজনে ডাকা হতে পারে ভবানীভবনে। 


লকডাউনের সময় থেকেই ই-নাগেটস অ্যাপের রমরমা। দিনে ৩-৪ হাজার টাকা রোজগারের টোপ দিয়ে হাতানো হয়েছে টাকা। গার্ডেনরিচকাণ্ডে নতুন তথ্য ইডির হাতে।


গার্ডেনরিচে (Gardenreach) কোটি কোটি টাকা উদ্ধারকাণ্ডে এবার স্ক্যানারে আমিরের বাবা নিসার খানের পরিবহণ ব্যবসা। কালো টাকা সাদা করতেই কী বাবার ব্যবসায় টাকা ঢালতেন আমির? তদন্তে ইডি।


গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার ১৭ কোটি। ২০২০-তেই প্রতারণার অভিযোগ ফেডারেল ব্যাঙ্কের। কোনও পদক্ষেপ করেনি লালবাজার, স্বতঃপ্রণোদিত তদন্ত, দাবি ইডি সূত্রের।


থানার কাছেই কীভাবে কালো টাকার পাহাড়? তৃণমূল-যোগের অভিযোগে তুঙ্গে তরজা। 


নবান্ন অভিযানে বামেদেরও যোগ দেওয়ার ডাক শুভেন্দুর (Suvendhu Adhikari)। 


বিজেপির (BJP) নবান্ন (Nabanna) অভিযানের পাল্টা দিল্লি চলোর ডাক অভিষেকের। চা শ্রমিকদের পিএফ-গ্র্যাচুইটি জট না মিটলে ১ জানুয়ারি থেকে বিজেপি বিধায়ক-সাংসদদের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি। 


নতুন তৃণমূল মানে পুরনো বাদ নয়। কিছু ভুল হলে সংশোধন হবে। মালবাজারের সভা থেকে বার্তা অভিষেকের। 


বাঁকুড়ার বিষ্ণুপুরে হুমকি দিলীপের। হিংসা ছড়াতে চায় বিজেপি (BJP), পাল্টা তৃণমূল (tmc)। 


বিরোধীদের প্রকাশ্যে হুমকি মুর্শিদাবাদের (Murshidabad) তৃণমূল নেতার। 


বঙ্গ বিজেপিতে ফের বিদ্রোহ! চিটিংবাজগুলোকে নিয়ে যাচ্ছে, নবান্ন অভিযানে আমরা যাব কেন? সরব দলেরই একাংশ! গুরুত্বে নারাজ দিলীপ। এভাবেই শেষ হয়ে যাবে বিজেপি, কটাক্ষ তৃণমূলের। 


হরিদেবপুরে ফের ডেঙ্গিতে মৃত্যু। এক সপ্তাহে ১১৫ নম্বর ওয়ার্ডেই দু’জনের মৃত্যু। পুরসভার ভূমিকায় ক্ষোভ স্থানীয়দের। সাধারণ মানুষকে সচেতন হওয়ার বার্তা পুরসভার। 


কলকাতায় ৭ দিনে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত ৫। রাজ্যের ৬ জেলা নিয়ে উদ্বেগ। ৩ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত ৫ হাজার পার! জরুরি বৈঠকে স্বাস্থ্যকর্তারা।৫টি পরিদর্শক দল গঠন করার সিদ্ধান্ত।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.