WB News Live: ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সমর্থককে গুলি
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সমর্থককে গুলি। রাত সাড়ে ১০টা নাগাদ শ্যুটআউট, কাঁধের কাছে গুলি। তৃণমূল সমর্থকের বাইক দাঁড় করিয়ে শ্যুটআউট।
কোচবিহারে, নতুন পার্টি অফিসের সন্ধানে তৃণমূল। বাড়ি বা জায়গা খুঁজতে বেরলো জেলা নেতৃত্ব। এনিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি।
কান্দিতে ব্যবসায়ীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। তদন্তে কান্দি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে ২টি বোমা উদ্ধার।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে ও চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন অনেকে। তাঁদের টুঁটি চিপে পয়সা আদায় করুন। দলের কর্মীসভায় হুঁশিয়ারি দিলেন ওন্দার বিজেপি বিধায়ক। উস্কানিমূলক বক্তব্য দিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন। কটাক্ষ তৃণমূলের।
জগদ্দল স্টেশনে রেল লাইনে বোমা বিস্ফোরণ। উদ্ধার হয়েছে তাজা বোমাও। একজনকে গ্রেফতার করেছে রেল পুলিশ। কী উদ্দেশে বোমা ফাটানো হয়েছে, জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
জেলে পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করে এলেন SSKM-এর চিকিৎসকরা। সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেল হাসপাতাল কিংবা বাইরের কোনও হাসপাতালে রেখে চিকিৎসার প্রয়োজন আছে বলে সুপারিশ করলেন না চিকিত্সকরা।
বিশ্ব অঙ্গদান দিবসে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বালি-বেলুড়-লিলুয়া শাখার উদ্যোগে পদযাত্রা হাওড়ার বেলুড়ে। পদযাত্রায় অংশ নিয়ে চিকিত্সকরা বলেন, আগের থেকে অঙ্গদান অনেক বেড়েছে। এবিষয়ে আরও সচেতন হতে হবে মানুষকে।
মেদিনীপুর জেলে কেন্দ্রীয় মন্ত্রীকে জাতীয় পতাকা তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে ৭৫টি সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলন-সহ বেশ কিছু কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় সরকার। কর্মসূচি পালনে আজ স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বিজড়িত মেদিনীপুর সংশোধনাগারে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তাঁর অভিযোগ, জেল কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায় জাতীয় পতাকা উত্তোলন না করেই তাঁকে ফিরতে হয়। রাজনৈতিক উদ্দেশ্যেই বাধা, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। এই নিয়ে মন্তব্য এড়িয়েছে জেল কর্তৃপক্ষ।
তৃণমূল পরিচালিত গ্রামপঞ্চায়েত অফিসে প্রধানকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল তৃণমূলেরই ৪ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। তা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের ভরতপুরের গুন্দিরিয়া গ্রামপঞ্চায়েতে। শুরু হয়েছে শাসক-বিরোধী চাপানউতোর।
গরু কত করে নেওয়া হয় আপনারাও জানেন, কীভাবে গরু স্মুথলি চলে যায়। কোন গরুর উপরে কী ছাপ আছে? কোন ব্যবসায়ীর গরু, জানা আছে।
খাটাল উচ্ছেদ করে প্রোমোটিংয়ের চেষ্টার প্রতিবাদে সরব হওয়ায় খাটাল মালিককে মারধরের অভিযোগ। অভিযুক্ত কামারহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর। অভিযোগ অস্বীকার শাসক-নেতার। পুলিশের দ্বারস্থ খাটাল মালিক। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বীরভূমে এবার অনুব্রতর সমর্থনে তৃণমূলের মিছিল। জেলা সভাপতিকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তার প্রতিবাদ করছে জেলার বাসিন্দারা, দাবি নেতৃত্বের।
পার্থ-অনুব্রতর গ্রেফতারির মধ্যেই ফের তৃণমূল নেতাদের হুঙ্কার। বিরোধীদের উদ্দেশে হুঙ্কার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ‘মমতাদি বলেছিলেন বদলা নয়, বদল চাই। আমি বলছি, বদল নয়, বদলা চাই', চুঁচুড়ায় হুঙ্কার কল্যাণের।
বঙ্গোপসাগরে ফের ঘনীভূত নিম্নচাপ। কাল শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আজ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে আরও বাড়বে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা।
ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক। হুগলির পোলবায় ফুচকা বিক্রেতার বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার। ৯ অগাস্ট ফুচকা খেয়ে অন্তত দেড়শোজন অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ।
শালবাড়ির ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ বিজেপি কর্মীকে। দলীয় কর্মীকে গ্রেফতারির প্রতিবাদে বক্সীরহাটে থানা ঘেরাও বিজেপির। তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়ের নেতৃত্বে বিক্ষোভ। গেট ভেঙে থানায় ঢোকার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
রাতেও কেন পঞ্চায়েত অফিসে কাজ? প্রশ্ন তুলে কোচবিহারের শালবাড়ি ২ নম্বর পঞ্চায়েতে তালা বিজেপির। পঞ্চায়েত প্রধান সহ কয়েকজনকে তালাবন্ধ করে বিক্ষোভ। পুলিশ এসে তালা খুলে উদ্ধার করে।
নতুন প্রশ্নমালা ফের অনুব্রতকে জেরা শুরু সিবিআইয়ের । ‘পাচার হওয়া গরু প্রতি আড়াই হাজার টাকা লেনদেন, বিএসএফ নিত গরু প্রতি ২ হাজার টাকা। কাস্টমস নিত গরু প্রতি ৫০০ টাকা। বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারের আমলে প্রায় ২০ হাজার গরু পাচার’ সূত্রের খবর।
পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে প্রেসিডেন্সি জেলে এসএসকেএম হাসপাতালের ৮ বিশেষজ্ঞের টিম ছাড়াও ৬ মেডিক্যাল স্টাফের দল। পার্থর সমস্যার চিকিৎসা জেলের চিকিৎসককে দিয়ে সম্ভব নয়। সুপারকে দেওয়া রিপোর্টে দাবি জেলের চিকিৎসকের। সেই প্রেক্ষিতেই গেল মেডিক্যাল টিম।
সুপারের নির্দেশে মেডিক্যাল টিম গঠন করা হয়। আমি সেই টিমে ছিলাম। অনুব্রতর বাড়িতে যাওয়া উচিত কিনা, সে প্রশ্নও তুলেছিলাম। ফের সুপারকেই কাঠগড়ায় তুলে দাবি চিকিত্সক চন্দ্রনাথ অধিকারীর।
রাজনৈতিক স্বার্থে ইডি সিবিআইকে ব্যবহার করছে বিজেপি। এই অভিযোগে আসানসোলে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ INTTUC-র । বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে জিটি রোড। সমস্যায় পড়েন যাত্রীরা।
উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। কাল থেকেই আবহাওয়ায় বদল। উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় গেস্ট হাউস থেকে যুবকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার। পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। গেস্ট হাউসের মালিক আটক। সিল করে দেওয়া হয়েছে গেস্ট হাউস।
নিয়োগের দাবিতে অবস্থানে বসলেন SSC-র গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। রেড রোডে মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে বিক্ষোভ সমাবেশ। SSC-র গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের জন্য ২০১৬-য় বিজ্ঞপ্তি জারি হয়। পরীক্ষা হয় ২০১৭ সালে। আদালতের অনুমতি নিয়ে এবার ধর্না-অবস্থান শুরু করলেন SSC-র গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা।
জেল সুপারকে দেওয়া রিপোর্টে জেলের চিকিত্সক দাবি করেন, পার্থর যে সমস্যা রয়েছে, তার চিকিত্সা জেলের চিকিত্সককে দিয়ে সম্ভব নয়। সেই রিপোর্ট কারা দফতর ঘুরে যায় নবান্নে। সেখান থেকে রিপোর্ট পাঠানো হয় দক্ষিণ ২৪ পরগনার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। তাঁর নির্দেশেই এদিন পার্থকে দেখতে প্রেসিডেন্সি জেলে যায় ৮ জনের চিকিত্সক দল।
পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে প্রেসিডেন্সি জেলে এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল টিম। দলে ছিলেন কার্ডিওলজি, মেডিসিন-সহ বিভিন্ন বিভাগের ৮ জন বিশেষজ্ঞ চিকিত্সক। জেল সূত্রে খবর, এর আগে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, জেল হাসপাতালে তাঁর সঠিক চিকিত্সা হচ্ছে না। বিষয়টি আইনজীবীকেও জানান পার্থ।
মেদিনীপুর সংশোধনাগারে কেন্দ্রীয় মন্ত্রীকে জাতীয় পতাকা তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠল জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে ৭৫টি সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলন-সহ বেশ কিছু কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় সরকার।
দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের টুঁটি চেপে টাকা আদায়ের পরামর্শ বিজেপি বিধায়কের। গতকাল বাঁকুড়ার ওন্দার জামজুড়ি গ্রামে কর্মিসভায় বিতর্কিত মন্তব্য করেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের দাবি, উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন বিজেপি বিধায়ক। তৃণমূলের ওপর থেকে নীচ, সকলেই চোর, পাল্টা আক্রমণ ওন্দার বিধায়কের।
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বামনপুকুরে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূল কর্মীরা। আধঘণ্টা ধরে চলে বিক্ষোভ।
নন্দীগ্রামে গতকাল তেরঙ্গা যাত্রায় শুভেন্দুকে ‘বাধা’, আদালতে যাওয়ার হুঁশিয়ারি । আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর । অনুমতি ছিল না তেরঙ্গা যাত্রার, দাবি পুলিশের । ‘পাকিস্তান নাকি যে তেরঙ্গা যাত্রায় অনুমতি লাগবে?’ পাল্টা প্রশ্ন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ।
রামনগরে বিজেপির তেরঙ্গা যাত্রা আটকাল পুলিশ । অনুমতি না নেওয়ায় মিছিল আটকানো হয়েছে, পাল্টা দাবি পুলিশের
অনুব্রতর গ্রেফতারির পর পথে বিরোধীরা। গরু-গুড়-বাতাসা নিয়ে মিছিল বিজেপি-কংগ্রেস-সিপিএমের। ইডি-র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পাল্টা পথে তৃণমূল।
অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পরেই ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে তৃণমূলের ছাত্র-যুব সংগঠনের প্রতিবাদ কর্মসূচি। গতকালের পর আজও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ।
ইডি-সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি। এই অভিযোগ তুলে এদিন পশ্চিম বর্ধমানের আসানসোলের হটন মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র সদস্যরা। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ জিটি রোড অবরুদ্ধ হয়ে পড়ে।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মীদের ডিএর ফারাক ৩১ শতাংশ। কবে বকেয়া মহার্ঘ ভাতা মেটাবে রাজ্য সরকার? এই প্রশ্ন তুলে রাজ্য সরকারকে নিশানা করেছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে শাসক শিবিরও।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মীদের ডিএর ফারাক ৩১ শতাংশ। কবে বকেয়া মহার্ঘ ভাতা মেটাবে রাজ্য সরকার? এই প্রশ্ন তুলে রাজ্য সরকারকে নিশানা করেছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে শাসক শিবিরও।
উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। কাল থেকেই আবহাওয়ায় বদল। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি সত্ত্বেও বর্ষার প্রথম ২ মাসে যে ঘাটতি হয়েছে তা মিটবে না বলেই মনে করছেন আবহবিদরা।
ফের জগদ্দলে বোমাবাজি । রেললাইন সংলগ্ন এলাকায় বোমাবাজি । দুষ্কৃতীকে ধরে ফেলে স্থানীয়রাই । ধৃতের কাছ থেকে আরও ৩টি তাজা বোমা উদ্ধার।
চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বয়ান রেকর্ড করল সিবিআই। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির দিনই চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর শান্তিনিকেতনের বাড়িতে যান CBI’এর তিন অফিসার। প্রায় ৪৫ মিনিট সেখানে ছিলেন তাঁরা। করা হয় বয়ান রেকর্ড।
শ্রাবণ ফুরোতে না ফুরোতেই দরজায় শরৎ। পুজোর বাকি আর ৫০ দিন। শুরু শারদ উৎসবের কাউন্টডাউন।
প্রেক্ষাপট
এক নজরে শিরোনাম ( Headlines )
১। গরুপাচার নিয়ে কতটা ওয়াকিবহাল ছিলেন অনুব্রত ? দেহরক্ষী সায়গলের ফোনে এনামুল বা লতিফের সঙ্গে কথা হয়েছিল? জানতেন আর্থিক লেনদেনের বিষয় ? জেরায় জানতে চায় সিবিআই।
২। জেরার আগে আলিপুর কমান্ড হাসপাতালে অনুব্রতকে নিয়ে গিয়ে মেডিক্যাল টেস্ট সিবিআইয়ের। স্বাস্থ্য পরীক্ষায় ৪ সদস্যের বোর্ড।
৩। কার নির্দেশে অনুব্রতর বাড়িতে? সাদা কাগজে কেন বেড রেস্টের পরামর্শ? বোলপুরের সরকারি চিকিৎসকের বাড়িতে গিয়ে বয়ান রেকর্ড সিবিআইয়ের।
৪। একজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে কথা বলতে বাধ্য হয়েছি। দৃষ্টিপাত করুন মুখ্যমন্ত্রী। আশা বোলপুরের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর।
৫। তৃণমূল কংগ্রেসে বিভাজনের চেষ্টা অধীরের, আক্রমণ তাপসের। সব ফাঁস হবে, কটাক্ষ সুজনের। দোষ করলে ধরা পড়বেই, পাল্টা দিলীপ।
৬। অনুব্রতর গ্রেফতারির পর পথে বিরোধীরা। গরু-গুড়-বাতাসা নিয়ে মিছিল বিজেপি-কংগ্রেস-সিপিএমের।
৭। বাঁকুড়ায় বাতাসা বিলি বিজেপির। মল্লারপুরে থালা বাজিয়ে দুর্নীতির প্রতিবাদ সিপিএমের। মৌলালিতে গরু নিয়ে মিছিল কংগ্রেসের।
৮। কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে পাল্টা পথে তৃণমূল কংগ্রেসও। কলকাতা থেকে জেলায় প্রতিবাদ মিছিল। অনুব্রতর সমর্থনে বোলপুরে মিছিল।
৯। দুর্নীতির প্রতিবাদে ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক বিজেপির। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি।
১০। আরও উইকেট পড়বে, আক্রমণ দিলীপের। তৃণমূলের কেউ বাইরে থাকবে না, কটাক্ষ সুজনের। গরুপাচার মামলায় চার্জশিটে নাম ছিল না অনুব্রতর, তাহলে কেন গ্রেফতার ? পাল্টা সৌগত।
১১। এখনই ডিএ দিতে চায় না রাজ্য। বকেয়া ডিএ মেটাতে আরও সময় দেওয়ার আর্জি। রায় পুনর্বিবেচনার আর্জিতে ফের হাইকোর্টে রাজ্য সরকার।
১২। রাষ্ট্রীয় লজ্জা। আক্রমণ স্টেট স্টিয়ারিং কমিটির। মেটাতেই হবে, দাবি কনফেডারেশন অফ গভঃ এমপ্লয়িজের। রাজ্যের ওপর ভরসা আছে, প্রতিক্রিয়া রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের।
১৩। নন্দীগ্রামে তিরঙ্গা দিবসে পালনে বিজেপিকে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অমিত শাহকে চিঠি শুভেন্দুর। পাল্টা কটাক্ষ শান্তনু সেনের।
১৪। নিউইয়র্কে আক্রান্ত লেখক সলমন রুশদি। ভাষণ দেওয়ার সময় স্টেজের ওপরেই ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ। আটক হামলাকারী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -