WB News LIVE Blog : বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিক্ষোভ, আদালত অবমাননার রুল জারি
Get the latest West Bengal News and Live Updates: দিনভর কোথায় কী ঘটছে? জেনে নিন আপনার জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট
শনি ও রবিবার মকর সংক্রান্তির পুণ্যস্নান। গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ঢল। এসেছেন বিদেশি পর্যটরাও। প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ি, শুক্রবার দুপুর ৩টে পর্যন্ত গঙ্গাসাগরে এসেছেন প্রায় ৩১ লক্ষ পুণ্যার্থী।
বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিক্ষোভ, আদালত অবমাননার রুল জারি
দেগঙ্গার হাদিপুরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অভিযান। বাড়ি থেকে উদ্ধার প্রায় ১০০ কোটি টাকার প্রত্নতাত্ত্বিক সামগ্রী। বেআইনিভাবে প্রত্নতাত্ত্বিক সামগ্রী চড়া দামে বিক্রির অভিযোগ
দক্ষিণেশ্বরের পর পুরুলিয়া, রাজ্যে ফের শ্যুটআউট। পুরুলিয়ার বান্দোয়ানে ডিওয়াইএফআই নেতাকে গুলি
রাজ্যে মারাত্মক হারে বাড়ছে চিকেন পক্সে আক্রান্তের সংখ্য়া। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্য়ুও। প্রায় ১ মাসে বেলেঘাটা আইডিতে মৃত্য়ু হয়েছে ৫ জনের! ভ্যাকসিন নেওয়া না থাকলে এই রোগ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা।
সিপিএম ও কংগ্রেসের নামে যৌথ লেটারহেড। খড়গপুরের মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হল ওই লেটারহেডে। খড়্গপুর পুরসভার বিরোধী দলনেতা, যুব কংগ্রেস সভাপতি-সহ ৯ কংগ্রেস নেতাকে শোকজ করল কংগ্রেসের জেলা নেতৃত্ব। ১৫ দিনের মধ্যে দিতে হবে জবাব।
১ মিনিটে ৬০০-৬৫০ রাউন্ড গুলি! রেঞ্জ ৮০০ মিটার! এমনই এক অত্যাধুনিক ত্রিচি অ্যাসল্ট রাইফেল তৈরি করল ইছাপুর রাইফেল ফ্যাক্টরি। ইতিমধ্যে ৬ হাজার রাইফেল তুলে দেওয়া হয়েছে সিআইএসএফের হাতে।
নন্দকুমারে বরফকলে বিস্ফোরণ
অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ
বিস্ফোরণে মৃত্যু কারখানার মালিকের
গুরুতর জখম আরও এক শ্রমিক, ভর্তি হাসপাতালে
পঞ্চায়েতের আগেই রাজ্যে ছাত্র ভোট? জল্পনা উস্কে দিলেন স্বয়ং শিক্ষামন্ত্রী। কখন ছাত্র ভোট, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চাইলেন ব্রাত্য বসু। উড়িয়ে দিলেন না পঞ্চায়েতের আগে ছাত্র ভোটের সম্ভাবনা।
জেলায় জেলায় বিক্ষোভের মুখে দিদির দূতরা।
বিক্ষোভ উঠলেও এখনও কার্যত অচল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস
ডাকাতির কিনারা করতে গিয়ে দুষ্কৃতীদের গুলির মুখে পুলিশ। গ্রেফতার ৩, উদ্ধার আগ্নেয়াস্ত্র।
দক্ষিণেশ্বরে শ্যুটআউট, গুলিবিদ্ধ সিভিক ভলান্টিয়ার
প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, সরকারি অফিসে ভাঙচুর
'ভুয়ো ওয়েবসাইট খুলে পাস দেখিয়ে টাকা তুলেছিলেন কুন্তল ঘোষ'
নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর দাবি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের
এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সরব তাপস মণ্ডল
আগামী সপ্তাহের শুরুতে তলব জাকির হোসেনকে। কলকাতার আয়কর অফিসে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ককে তলব।
'শুধু টেট চাকরিপ্রার্থীরাই নন, টাকা তোলা হয়েছে আপারপ্রাইমারি ও সংগঠক শিক্ষক পদের জন্যও' বিস্ফোরক দাবি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের
তৃণমূলের দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে এসে গ্রামবাসীদের ক্ষোভের মুখে অর্জুন সিং
পুরুলিয়া জেলার রঘুনাথপুর ২ ব্লকে বিক্ষোভের মুখে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ
গ্রামে পৌঁছালে অর্জুনের সামনেই আবাস-দুর্নীতি নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের
ঋণ হিসেবে পাওয়া কেন্দ্রীয় অর্থকে বেআইনিভাবে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে ব্যবহারের অভিযোগ। রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ঋণ হিসেবে পাওয়া টাকাকে আয় হিসেবে দেখানোর অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। '৬ হাজার কোটি টাকার মধ্যে ১ হাজার কোটি বেআইনিভাবে লক্ষ্মীর ভাণ্ডারে ব্যবহার করা হয়েছে'। 'বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের কাজের জন্য টাকা রাজ্যকে পাঠিয়েছিল কেন্দ্র'। অথচ সেই টাকা বেআইনিভাবে অন্য খাতে ব্যবহারের অভিযোগ শুভেন্দুর ।
আগামী সপ্তাহের শুরুতে তলব জাকির হোসেনকে। কলকাতার আয়কর অফিসে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ককে তলব। গত ৫ বছরে জাকিরের আয়ের নথি, তাঁর দেওয়া আয়কর, ও ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আসতে নির্দেশ। উদ্ধার হওয়া ১১ কোটি টাকার উৎস জানতে জাকিরকে তলব।
বিচারপতি রাজশেখর মান্থার বাড়ির বাইরে পোস্টার লাগানোর ঘটনায় ৪ দিন পার। এখনও অধরা অভিযুক্তরা। দ্রুত গ্রেফতারের দাবিতে লেক থানার সামনে বিক্ষোভ। লেক থানার সামনে বিক্ষোভ দক্ষিণ কলকাতা যুব কংগ্রেসের।
এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের। অভিযোগ ওঠার পরে দলেরই একাংশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা। বারুইপুর দক্ষিণ গড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রকাশচন্দ্র মণ্ডলের নামে। তার মেয়ে সহ ১৯ জনকে টাকার বিনিময়ে শিক্ষক পদে চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে পোস্টারে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দলেরই একাংশ তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছেন তৃণমূল নেতা ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ।
দমদমের নাগেরবাজারে নীতি পুলিশের দৌরাত্ম্য ! চায়ের দোকানের সামনে গান গাওয়া ও মহিলাদের ধূমপানে আপত্তি তুলে দোকান ভাঙচুরের অভিযোগ উঠল স্থানীয় ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। চায়ের দোকানের মালিকের দাবি, দোকানে যুবক-যুবতীরা অশালীন আচরণ করেন, এই অভিযোগ তুলে চড়াও হন দাগা কলোনির ওই ক্লাবের সদস্যরা। প্রতিবাদ করায় দোকানে ভাঙচুর করা হয়। দোকান মালিককে মারধরও করা হয় বলে অভিযোগ। ক্লাব সদস্যদের বিরুদ্ধে নাগেরবাজারের কামারডাঙা ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে।
লেটারপ্যাডে একসঙ্গে সিপিএম ও কংগ্রেসের নাম ! খড়গপুরের মহকুমা শাসকের কাছে ডেপুটেশন পৌঁছল ওই লেটারপ্যাডেই। খড়্গপুর পুরসভার বিরোধী দলনেতা, যুব কংগ্রেস সভাপতি-সহ ৯ কংগ্রেস নেতাকে শোকজ করল কংগ্রেসের জেলা নেতৃত্ব। ৩০ ডিসেম্বর খড়গপুর পুরসভার অচলাবস্থা নিয়ে মহকুমাশাসকের কাছে ডেপুটেশন জমা দেয় সিপিএম ও কংগ্রেস। যে লেটারপ্যাডে ডেপুটেশন লেখা হয়, তার ওপরে একসঙ্গে কংগ্রেস ও সিপিএম লেখা ছিল। সেই নিয়েই তৈরি হয় বিতর্ক। কার নির্দেশে, কবে লেটারপ্যাড ছাপানো হয় জানতে চেয়ে কংগ্রেসের ৯ নেতাকে শো-কজ করল দল।
রাতের অন্ধকারে ছাত্রীদের হস্টেলে দুষ্কৃতী ! কল্যাণী বিশ্ববিদ্যালয়ের হস্টেলে তুমুল বিক্ষোভ পড়ুয়াদের। ঘটনার তদন্তে কমিটি গঠন করল বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের অভিযোগ প্রায়শই এমন ঘটনা ঘটে। নিরাপত্তার দাবিতে সকালে হস্টেলের বাইরে বিক্ষোভ ছাত্রীদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ। হস্টেলের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত, বসানো হবে সিসি ক্যামেরাও।
হাইকোর্টে বেনজির বিশৃঙ্খলা, আঁচ দিল্লিতেও। আইনজীবীদের একাংশের অভিযোগ পেয়ে সক্রিয় বার কাউন্সিল অব ইন্ডিয়া। আসছে ৩ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। প্রতিনিধি দলে থাকছেন রবীন্দ্র রায়জাদা, অশোক মেহতা এবং বন্দন কউর গ্রোভার। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে কথা বলবেন তাঁরা। বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদকের সঙ্গেও হবে কথা। কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গেও কথা বলবেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সংগ্রহ করা হবে সিসি ক্যামেরার ফুটেজ, অন্যান্য ছবি । ১৭ জানুয়ারির মধ্যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে রিপোর্ট পেশ করবে টিম।
কোচবিহারের পানিশালায় ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। বোমাবাজির পর এবার যুব তৃণমূল নেতার ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা। দলেরই অঞ্চল সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হামলার অভিযোগ তুললেন যুব তৃণমূলের সভাপতি রফিকুল মিঞা। বৃহস্পতিবার সন্ধেয় পানিশালা বাজারে তাঁর ওপর হামলা করা হয় বলে অভিযোগ যুব তৃণমূলের সভাপতির। মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি তিনি। পানিশালা যুব তৃণমূলের অঞ্চল সাধারণ সম্পাদক মানিক রহমানের বিরুদ্ধে হামলার অভিযোগ। তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। বুধবার রাতে পানিশালার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যুব তৃণমূলের বৈঠক চলাকালীন বোমাবাজির অভিযোগ ওঠে।
রবিবার মকর সংক্রান্তি। দেশের নানা প্রান্ত থেকে গঙ্গাসাগরে পুণ্য়স্নান করতে ভিড় করছেন মানুষজন। বাবুঘাটের ট্রানসিট ক্য়াম্পেও উপচে পড়া ভিড়। সাধু সন্ত থেকে শুরু করে পুণ্য়ার্থীরা এসেছেন। এখান থেকেই বাসে করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেবেন তাঁরা। বাবুঘাটের পাশেই ক্যাম্পে থাকা, খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। রয়েছে শৌচাগার এবং মেডিক্যাল ক্য়াম্পও।
আবাস দুর্নীতির অনুসন্ধানে দ্বিতীয় দফায় আরও ৫ কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে বাংলায়। সেই ৫টি দল অনুসন্ধান চালাবে রাজ্যের ১০টি জেলায়। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত সচিবকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। এর আগে গ্রামোন্নয়ন মন্ত্রকের দুটি দল পূর্ব মেদিনীপুর এবং মালদায় আবাস দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখেছিল। এবারও কেন্দ্রের যে ৫টি দল বাংলায় আসছে, তারা ফের যাবে পূর্ব মেদিনীপুর এবং মালদায়। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পংয়ে। গ্রামোন্নয়ন মন্ত্রকের চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় অনুসন্ধানকারী দলকে সর্বতোভাবে যেন সহযোগিতা করে রাজ্য প্রশাসন। কিছুদিন আগে আবাস দুর্নীতি-তরজার প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন, ফের কেন্দ্রীয় দল আসবে বাংলায়। যাবে ১৫টি জেলায়।
প্রায় ৪দিন পার, পোস্টারকাণ্ডে এখনও অভিযুক্তরা অধরা ! বাসস্থান নিয়ে পোস্টারে ভুল তথ্য, মন্তব্য বিচারপতির। রেজিস্ট্রির নথি মামলার রেকর্ডে রাখার নির্দেশ।
চাকরিপ্রার্থীদের কাছ থেকে ১৯ কোটি টাকা তুলেছেন হুগলির এক যুব তৃণমূল নেতা! জেলবন্দি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডলের দাবি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তাপস মণ্ডলকে আইনি নোটিস পাঠিয়েছেন ওই যুব তৃণমূল নেতা। অভিযোগ প্রমাণ হলে দল আপোস করবে না! জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। এদিকে যুব তৃণমূলের যে নেতার বিরুদ্ধে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, তার সঙ্গে যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রী সায়নী ঘোষের ছবিও রয়েছে। ছবি রয়েছে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গেও। যদিও, কুন্তল ঘোষের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও,তাঁর মোবাইল ফোন সুইচড অফ রয়েছে। হোয়াটসঅ্যাপ মেসেজেরও কোনও উত্তর দেননি।
নোনাপুকুরে তৃণমূল কাউন্সিলরের হোটেলে ৩৭ ঘণ্টার আয়কর অভিযান। প্রচুর নথি বাজেয়াপ্ত। কেন তল্লাশি, জবাব দিতে পারবেন আমিরুদ্দিনই, মন্তব্য তাপসের।
চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্য়ুর অভিযোগে আসানসোলের হাসপাতালে ধুন্ধুমার। দফায় দফায় বিক্ষোভ। অভিযোগ নিয়ে মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্য়দিকে, দুর্গাপুরে গাফিলতির অভিযোগ তোলায় রোগীর আত্মীয়কে মেরে রক্ত বার করে দেওয়ার অভিযোগ উঠল হাসপাতালের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তৃণমূল বিধায়কের বাড়ি-কারখানায় কাঁড়ি কাঁড়ি টাকা কীসের? প্রশ্ন বিরোধীদের। রাজনৈতিক উদ্দেশ্যেই আয়কর হানা, অভিযোগ তৃণমূলের।
চালের বস্তায় নোটের বান্ডিল!
প্রেক্ষাপট
কলকাতা : এবার তৃণমূল বিধায়ক (TMC MLA) ও রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে উদ্ধার বিপুল অর্থ। মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের (Jakir Hossain) বাড়ি, অফিস ও কারখানা থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করল আয়কর দফতর। দিল্লি, কলকাতা, মুর্শিদাবাদে (Murshidabad) অভিযান চালান আয়কর দফতরের অফিসাররা। আয়কর দফতর (Income Tax) সূত্রে জানা গেছে, ৩টি জায়গা থেকে এ পর্যন্ত ১৫ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এভাবে নগদ টাকা কেন লুকিয়ে রাখা হয়েছিল? সবই খতিয়ে দেখছে আয়কর দফতর।
শ্রমিক ও আমার স্ত্রী-ছেলের যৎসামান্য টাকা বাড়ি থেকে পেয়েছে আয়কর দফতর। চালকলে চাষিদের কাছ থেকে নগদে ধান কেনার টাকা রাখা ছিল, সেটাই বাজেয়াপ্ত করেছে। এভাবে চললে ব্য়বসা বন্ধ করে দিতে হবে। প্রতিক্রিয়া তৃণমূল বিধায়ক জাকির হোসেনের।
দিদির দূত কর্মসূচিতে গিয়ে ফের পাঁশকুড়ায় (Panskura) দলীয় নেতার ক্ষোভের মুখে পড়লেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। কর্মসূচি শেষ না করেই ফিরতে হল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে। দিদির দূত কর্মসূচি পালনে এদিন পাঁশকুড়া ব্লকের ঘোষপুর অঞ্চলে যান কুণাল। এলাকায় ২ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে বলে তাঁর সামনে ক্ষোভ উগরে দেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি মুজিবর রহমান। এ নিয়ে মন্তব্য করতে চাননি কুণাল ঘোষ। খারাপ রাস্তার জন্য প্রাক্তন অঞ্চল সভাপতিকেই দায়ী করেছেন তৃণমূলের ব্লক সভাপতি। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া, পঞ্চায়েতে তৃণমূল কেমন কাজ করেছে তার প্রমাণ এই ঘাড়ধাক্কা। গতকাল দিদির দূত কর্মসূচিতে গিয়ে পাঁশকুড়া ব্লকের গোবিন্দনগর অঞ্চলে ক্ষোভের মুখে পড়েন কুণাল ঘোষ।
'দিদির দূত' কর্মসূচিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। আরাবুল ইসলাম ও রেজাউল করিম গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের অভিযোগ। ভাঙড়ে কর্মসূচি শুরু হতেই শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। আরাবুল ইসলাম-শুভাশিস চক্রবর্তীর কর্মসূচিতে অনুপস্থিত বিরোধী গোষ্ঠীর নেতারা। আরাবুল ইসলামকে নিয়ে কর্মসূচি যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতির। এলাকা ছাড়তেই ভাঙড়ের চেয়ারম্যান রেজাউল করিম গোষ্ঠীর বিক্ষোভ।
কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরের হোটেলে আয়কর দফতরের ম্যারাথন তল্লাশি। ৩০ ঘণ্টার বেশি সময় ধরে এজেসি বোস রোডে আমিরুদ্দিন ববির হোটেলে তল্লাশি। গতকাল সকাল ৮ থেকে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিরুদ্দিন ববির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -