West Bengal News Live Updates: নূপুর শর্মার বিতর্কিত মন্তবের আঁচ পড়েছে হাওড়ার ধূলাগড়েও
West Bengal Live News: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...
কাঁচা মাটির বাড়িতে বসবাস। বাসিন্দাদের অভিযোগ, পাকা ঘরের জন্য পুরসভার গৃহ প্রকল্পে আবেদন করলেও সাড়া মেলেনি। বর্ষায় কী হবে ভেবে রীতিমতো আতঙ্কে বাঁকুড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৩৬টি পরিবার। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পুরপ্রধানের আশ্বাস, দ্রুত সমস্যা মিটবে।
অসহ্য গরম থেকে অবশেষে স্বস্তির খবর... বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা, জানাল আবহাওয়া দফতর। আগামী ৫ দিন, উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।
অশান্তির মধ্যেও শান্তির ও সম্প্রীতির ছবি ধরা পড়ল হাওড়ার বিভিন্ন এলাকায়। উলুবেড়িয়ার খলিসানিতে দাঁড়িয়ে থেকে মুসলিম বোনের বিয়ে দিলেন হিন্দু ভাইয়েরা। ধূলাগড়ে মন্দির আগলে রাখলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। কোথাও আবার শান্তি ফেরাতে ইমামের ডাকা বৈঠকে হাজির হলেন সব সম্প্রদায়ের মানুষ।
বাড়তি নিরাপত্তা ও দ্রুত সিবিআই তদন্তের আর্জি জানিয়ে রাজ্যপালের দ্বারস্থ হলেন বালির নিহত তৃণমূল কর্মী তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত। এবিষয়ে কথা বলার জন্য রাজ্যপালের কাছে সময় চেয়ে, রাজভবনে গিয়ে চিঠি জমা দিয়েছেন তিনি। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বিদ্যুতচালিত গাড়িতে চার্জ দেওয়ার জন্য নতুন বিল আনতে চলেছে রাজ্য সরকার। নিউটাউনে, ২০ হাজার স্কোয়ার ফুট আবাসনের ক্ষেত্রে, পার্কিং স্পেসে ন্যূনতম ২০ শতাংশ জায়গা রাখতে হবে, বিদ্যুতচালিত গাড়ির চার্জিং পয়েন্টের জন্য। কলকাতার ক্ষেত্রে জায়গা বরাদ্দ করতে হবে ২ শতাংশ। জানালেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।
আট দিন কঠিন লড়াইয়ের পর দুর্গাপুরের হাসপাতাল থেকে ছাড়া পেলেন স্বামীর হাতে কব্জি খোয়ানো কেতুগ্রামের রেণু খাতুন। তিনমাস পর কৃত্রিম হাত নিয়ে শুরু হবে তাঁর নতুন লড়াই। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দিদির বর্ধমানের বাড়িতে উঠেছেন রেণু।
বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র মজুত ও বোমা বাধার অভিযোগ। গ্রেফতার এক ব্যক্তি। ধৃত বিজেপির সমর্থক বলে দাবি পুলিশের। উদ্ধার হয়েছে প্রচুর বোমা ও বোমা তৈরির সরঞ্জাম।
পয়গম্বরকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তবের আঁচ পড়েছে হাওড়ার ধূলাগড়েও। অশান্তির কারণে সেখানে এখনও বন্ধ বাজার, দোকানপাট। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, পুলিশ নিরাপত্তা না দিলে তাঁরা দোকান খুলবেন না। ব্যবসায়ীদের দাবি, একটি দোকানের চালে তাজা বোমা পড়ে রয়েছে। এখনও তা সরায়নি প্রশাসন।
নিউটাউনের প্রমোদগড়ে দেওরের স্ত্রী পাচারের চেষ্টার অভিযোগে গ্রেফতার এক গৃহবধূ। পুলিশ সূত্রে খবর, ভিন রাজ্যে কাজের প্রলোভন দেখিয়ে নিজের জা-কে পাচারের চেষ্টা করছিলেন ওই গৃহবধূ। হুমকিও দেন তিনি। এই ঘটনায় আর কোনও বড় চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে কঠোর শাস্তি দেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারাও।
বিধানসভায় মুখ্যমন্ত্রী আচার্য করার বিলে ভোটাভুটি, গণনায় ‘বিভ্রাট’। বিলের পক্ষে ভোট পড়ল ১৬৭, বিপক্ষে ভোট পড়ল ৫৫। প্রথমে পক্ষে ১৮২টি, বিপক্ষে ৪০টি ভোট পড়ার কথা ঘোষণা হয়। ‘৫৭জন বিজেপি বিধায়ক ভোটে অংশ নিলে, কোথায় গেল ১৭টি ভোট?’ বিল নিয়ে ভোটাভুটিতে গরমিলের অভিযোগ তোলেন বিরোধী দলনেতা।
ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। আজ পুরুলিয়া জেলা আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। সূত্রের খবর, খুনের অভিযোগে গ্রেফতার হওয়া ৫ জনেরই নাম রয়েছে চার্জশিটে।
‘উপদেশ দিলেও, তা কার্যকর হয় না’, রামপুরহাটে তৃণমূলের কর্মিসভায় খেদোক্তি ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের। ‘সবাইকে বলি কাটমানি খাবেন না। কিন্তু তা কার্যকর হয় না। রাজনীতিতে সততা থাকবে না?’ প্রশ্ন রামপুরহাটের তৃণমূল বিধায়কের
প্রচণ্ড গরম ও ভিড়ের চাপে, গতকাল পানিহাটির মহোত্সবঘাটে মৃত্যু হয় তিন পুণ্যার্থীর। কিন্তু ঘটনায় দার কার? কাদের অব্যবস্থায় এই পরিণতি? উঠছে প্রশ্ন। এদিকে, গতকালের ঘটনার জেরে, আজ থমথমে মন্দির চত্বর। এলাকায় রয়েছে কড়া পুলিশি প্রহরা।
ফের উত্তপ্ত বেথুয়াডহরি। রেল লাইনের ধারে বিক্ষোভ। পুলিশের কাঁদানে গ্যাস। লাঠিচার্জ। বেশ কয়েকজন আটক।
নিজাম প্যালেসে পৌঁছলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি-সচিব। এদিন সাড়ে পাঁচটায় তাঁদের সেখানে হাজিরার নির্দেশ দেন কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি। সময়ের আগেই সেখানে পৌঁছে যান পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য এবং সচিব রত্না চক্রবর্তী বাগচি।
ফের মিছিল ঘিরে উত্তেজনা বেথুয়াডহরিতে। রেল লাইনের ধারে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাঁদানে গ্যাসের সেলও ছোড়ে, এমনটাই জানা গিয়েছে।
অসহ্য গরম থেকে অবশেষে স্বস্তির পূর্বভাস । বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা। ৫দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস।
উচ্চ মাধ্যমিক অনুত্তীর্ণদের পাস করানোর দাবিতে পথ অবরোধ ঘিরে উত্তেজনা ছড়াল কসবায়। তাঁদের দাবি, সবাইকে পাস করাতে হবে। অবরোধে আটকে পড়া বাস বা গাড়ি থেকে নেমে যাত্রীরা অবরোধ হটাতে যান। এই নিয়ে দু’পক্ষে বচসা, হাতাহাতিও হয়। এদিকে ফেল করে পাস করানোর দাবিতে সোমবার জেলায় জেলায় বিক্ষোভ দেখান অনুত্তীর্ণরা। পড়ুয়াদের এই প্রবণতার কড়া সমালোচনা করেছেন শিক্ষাবিদরা।
রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি ও সরকারি নিষ্ক্রিয়তার অভিযোগে বিজেপির ধর্না। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গাঁধী মূর্তির পাদদেশে ধর্না। ধর্নায় সামিল বিজেপি বিধায়করা।
২০১৪ প্রাথমিক টেট দুর্নীতি মামলাতেও এবার সিবিআই তদন্ত। আজই মামলা দায়ের করে সিবিআইকে এফআইআর করতে নির্দেশ।
‘বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী হলে, রাজ্যের ক্ষেত্রে আপত্তি কীসের?’ গুজরাতের প্রসঙ্গ তুলে বিলের পক্ষে সওয়াল শিক্ষামন্ত্রীর। মুখ্যমন্ত্রীর মতো রাজনৈতিক ব্যক্তিকে কেন আচার্য, বিরোধীদের প্রশ্নের মুখে পাল্টা সওয়াল ।
মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য করতে চেয়ে বিধানসভায় বিল পাস। রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চেয়ে বিল পাস। বিলের পক্ষে ভোট পড়ল ১৮৩, বিপক্ষে ভোট পড়ল ৪০টি। বিধানসভায় রাজ্য বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল পাস। এবার রাজ্যপালের অনুমোদনের জন্য যাবে সংশোধনী বিল ।
প্রাথমিক পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে হাজিরার নির্দেশ এবং সচিবকেও হাজিরা দিতে হবে। আজই মামলা দায়ের করে সিবিআইকে এফআইআর করতে নির্দেশ।
১৫ জুনের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করল হাইকোর্ট। রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি নিয়ে হাইকোর্টে মামলা। হাইকোর্টের তরফে বলা হয়, ‘রাজ্য চাইলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে। যদি মনে করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, তাহলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে’।
২০১৪-র প্রাথমিক টেট দুর্নীতি মামলার তদন্তেও সিবিআই। ২০১৭-র দ্বিতীয় নিয়োগ তালিকা বেআইনি। ২৬৯ জনকে বরখাস্ত ও বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের।
বিধানসভার ৬ নম্বর গেটে বিক্ষোভ। এসএসসি পরীক্ষায় পাস করা চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। তিন দফায় ৪৫৬ দিন অবস্থান করছেন তাঁরা, দাবি চাকরিপ্রার্থীদের। বিধানসভার গেটে অবস্থান করতে গেলে বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীদের গ্রেফতার করা হয়েছে
বিধানসভা ভোটের রেজাল্টের পর, কেন ফোন করা হয়েছিল অনুব্রতকে (Anubrata Mondal)? জানতে, বীরভূমের বিজেপি নেতা কালোসোনা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এছাড়াও ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্তে, বীরভূম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ, স্বাস্থ্য আধিকারিক, জেলাস্তরের একাধিক তৃণমূল নেতা ও আইপ্যাকের এক কর্মীকে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
বিধানসভার গেটের সামনে বিক্ষোভ অপসারিত বিজেপি বিধায়কদের। বিক্ষোভের নেতৃত্বে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। সাসপেনশন তুলে নেওয়ার জন্য বিক্ষোভ।
২৬ জুন পর্যন্ত বাড়ানো হল গরমের ছুটি (Summer Vacation)। আরও ১১ দিন বাড়ল স্কুলের গরমের ছুটি (Summer Vacation)। প্রবল গরমের কারণে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত। বিজ্ঞপ্তি প্রকাশ স্কুল শিক্ষা দফতরের। সম্প্রতি গরম ও আর্দ্রতার কারণে রাজ্যে একাধিক মৃত্যু। পরিস্থিতির কথা বিবেচনা করেই সিদ্ধান্ত কর্তৃপক্ষের। পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত, জানাল সরকার।
ফের গরুমারা বন্যপ্রাণ বিভাগের অধীন কালিম্পং ডিভিশনের পাহাড়ি এলাকার নেওড়াভ্যালিতে রয়্যালবেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) দেখা পাওয়া গেল। সাধারণত প্রচন্ড শীতে দুর্গম নেওড়াভ্যালি জাতীয় উদ্যানের জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় একাধিক বার রয়েল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছিলো, কিন্তু, এবার সকলকে তাক লাগিয়ে বর্ষার মরশুম শুরুর আগেই ফের ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ল নেওড়াভ্যালিতে। বনদফতর সূত্রে খবর, এই বছর মার্চ থেকে জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নেওড়াভ্যালিতে ট্র্যাপ ক্যামেরায় বাঘের তিনটি দিক থেকে ছবি ধরা পড়েছে।
বীরভূমের (Birbhum) মারগ্রামে এক ধান ব্যবসায়ীকে গুলি। ছিনতাই করার উদ্দেশে এই হামলা বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মারগ্রামের বেনেগ্রাম মোড়ে। ব্যবসায়ীর নাম ঋষি মন্ডল।
বেলপাহাড়ির লালজল-এলাকায় গাছে ধাক্কা পিকআপ ভ্যানের (Pickup Van)। আহত ৪০জন। আশঙ্কাজনক অবস্থা ১৮ জনের, ঘটনাস্থলে পুলিশ। সোমবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা (Accident) ঘটে ঝাড়গ্রাম (Jhargram) জেলার বেলপাহাড়ি থানার লালজল এলাকায়।
পয়গম্বর সম্পর্কে বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের আঁচ পড়ল উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) হাসনাবাদে। আজ সকালে শিয়ালদা হাসনাবাদ শাখায় কাজিপাড়া স্টেশনে ট্রেন অবরোধ করেন বিক্ষোভকারীরা। এর জেরে সপ্তাহের প্রথম দিনই সকালের ব্যস্ত সময়ে শিয়ালদা-হাসনাবাদ শাখায় বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বিপর্যস্ত হয়। মিনিট ২০ পর অবরোধ ওঠে।
মালদার বৈষ্ণবনগরে পাটের জমি থেকে সিভিক ভলান্টিয়ারের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আজ সকালে স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। বৈষ্ণবনগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। বচ্চন মণ্ডল নামে ওই সিভিক ভলান্টিয়ার কর্মরত ছিলেন বৈষ্ণবনগর থানায়। গতকাল রাত ১০টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তারপর আর ফেরেননি। খুনের অভিযোগ করেছে পরিবার। মৃতের শরীরে বেশ কয়েক জায়গায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পয়গম্বর সম্পর্কে বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের জেরে অশান্তির পর আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে হাওড়ার (Howrah) পাঁচলা। আজ সকালে দেখা গেল, পাঁচলা বাজার এলাকায় বিক্রেতাদের দোকান খুলতে অনুরোধ করছে পুলিশ। ক্রেতাদের দাবি, টানা দোকানপাট বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তাঁরা। খাবার জোটাতেই সমস্যায় পড়েছেন।
কাকদ্বীপ থেকে নামখানায় (Namkhana) আসার পথে একটি মাছ ধরার ট্রলার উল্টে বিপত্তি ঘটল। আজ সকালে হাতানিয়া দোয়ানিয়া নদীতে ট্রলারটি উল্টে যায়। ট্রলারে ১৫ জন মত্স্যজীবী (Fisherman) ছিলেন। তাঁদের উদ্ধার করেন স্থানীয় মত্স্যজীবীরা। ট্রলারটিকে তোলার চেষ্টা চলছে। সূত্রের খবর, ঘাটের কাছাকাছি এসে ট্রলারটি একদিকে কাত হয়ে যায়। তখন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রলার।
আজ সোমবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। যদিও অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে। এদিন UV Index- ১৩ এর আশেপাশে রয়েছে। আজ পূর্ব মেদিনীপুর জেলায় দিনের বেলার পারদ ঊর্ধ্বমুখী হবে। মাঝে মাঝে মেঘে ঢাকা পড়বে সূর্য। কিন্তু গরম কমবে না। দিনের বেলায় ভোগাবে গরম। বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। এদিন জেলায় হাওয়ার গতিবেগ ১৯ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে।
বর্ষা শুরু হতে না হতেই জল জমার সমস্যা শুরু হয়েছে। জলযন্ত্রণায় নাজেহাল বাসিন্দারা। কখনও কারও রান্নাঘরে ঢুকেছে জল। সামান্য বৃষ্টিতেই উঠোনে জমে গিয়েছে হাঁটুসমান জল। ওই এলাকায় বেশ কিছু রাস্তাতেও জল জমেছে। সম্প্রতি টানা কয়েকদিন ধরে উত্তর দিনাজপুরে বৃষ্টি হচ্ছে। তাতেই নাকাল চোপড়ার (Chorpra) দাসপাড়ার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, বারবার অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি। পঞ্চায়েত কোনও কাজ করছে না বলে অভিযোগ।
বিক্ষোভকারীদের নয়, বিজেপিকে (BJP) আটকানোই মূল লক্ষ্য তৃণমূল সরকারের, ট্যুইট অমিত মালব্যর। আগে উস্কানি দেওয়া বন্ধ করুন, পাল্টা তৃণমূল।
বেথুয়াডহরি হাসপাতাল চত্বরেও তাণ্ডব। হাসপাতালের বাইরে কয়েকটি দোকানে ভাঙচুর। হাসপাতাল সংলগ্ন এটিএমে (ATM) ভাঙচুর, কয়েকটি বাড়িতে হামলা। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
হাওড়ার পর মুর্শিদাবাদ (Mursidabad)। বেলডাঙা থানার আইসি বদল। সন্দীপন চট্টোপাধ্যায়কে বদলে নতুন আইসি জামালউদ্দিন মণ্ডল। রুটিন বদলি বলে দাবি জেলা পুলিশের।
বিজেপি নেত্রীর পয়গম্বর মন্তব্য বিতর্কে তাণ্ডব নদিয়ায় (Nadia)। মিছিলের পর বেথুয়াডহরি স্টেশনে ঢুকে রানাঘাট-লালগোলা প্যাসেঞ্জারে ভাঙচুর বিক্ষোভকারীদের।
প্রেক্ষাপট
কলকাতা: ২০১৪-র প্রাথমিক (Primary) টেট (TET) দুর্নীতি মামলার তদন্তেও সিবিআই (CBI)। ২০১৭-র দ্বিতীয় নিয়োগ তালিকা বেআইনি। ২৬৯ জনকে বরখাস্ত ও বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের (Highcourt)। এসএসসি-র মতো প্রাথমিকেও নিয়োগ দুর্নীতি। বিকেল সাড়ে ৫টার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি-সচিবকে। নির্দেশ হাইকোর্টের।
প্রবল গরমের জন্য রাজ্যে স্কুলের ছুটির মেয়াদ বাড়াল স্কুল শিক্ষা দফতর। আগামী ২৬ জুন পর্যন্ত বাড়ানো হল মেয়াদ। আর্জি আইসিএসই-সিবিএসই-র কাছেও।
মিড ডে মিলের টাকা নয়ছয় করতেই বাড়ানো হচ্ছে ছুটি। শিক্ষায় সর্বনাশ আনছেন মুখ্যমন্ত্রী, দাবি শুভেন্দুর। এই গরমে আমাদের শিশুদের সুরক্ষা দিয়ে কোনও অন্যায় করিনি, পাল্টা ফিরহাদ।
বিধানসভার ৬ নম্বর গেটে এসএসসি পাস করা চাকরিপ্রার্থীদের তুমুল বিক্ষোভ, উত্তেজনা। অবস্থান করতে গেলে বাধা। আন্দোলনকারীদের গ্রেফতার করল পুলিশ।
ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুলের হাজিরা ঘিরে চূড়ান্ত নাটক। দলের নেতা-কর্মীদের নিয়ে পায়ে হেঁটে ইডি দফতরের দিকে কিছুটা গেলেন রাহুল। পরে বাকি রাস্তা গেলেন গাড়িতে।
৩ দফায় ৫৫টি প্রশ্নের উত্তর চাওয়া হতে পারে রাহুলের কাছে। দিল্লি থেকে কলকাতা, ইডি-র দফতরগুলির সামনে কংগ্রেস কর্মীদের তুমুল বিক্ষোভ।
রাজ্যে কমছে হিংসার ঘটনা। ইতিমধ্যে গ্রেফতার ২০০-র বেশি। অশান্তির অভিযোগে দায়ের ৪২টি এফআইআর। গুজব ছড়ালে কড়া ব্যবস্থা। জানালেন এডিজি আইনশৃঙ্খলা।
গণ্ডগোলের রেশ কাটিয়ে ধীরে হলেও স্বাভাবিকের পথে হাওড়ার পাঁচলা। কড়া পুলিশ নজরদারির মধ্যে খুলছে দোকান-বাজার। উল্টো ছবি ধূলাগড়ে।
থমথমে বেথুয়াডহরি। তাণ্ডবের পর নাকাশিপাড়া ব্লকে ১৪৪ ধারা। ট্রেনে ভাঙচুরকাণ্ডে গ্রেফতার ২৫। স্টেশনের নিরাপত্তায় বাড়তি GRP। ৭২ ঘণ্টা ব্যবসা বন্ধের ডাক।
চিড়িয়াখানায় হুলুস্থুল। এনক্লোজার টপকে বেরিয়ে এল শিপাঞ্জি। দর্শকদের মধ্যে আতঙ্ক। দ্রুত চিড়িয়াখানা খালি করে কোনওমতে এনক্লোজারে ফেরত পাঠানো হল শিম্পাজিকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -