কলকাতা: সংখ্যাগুরু-সংখ্যালঘু নিয়ে মন্তব্যে চরম বিতর্কে ফিরহাদ হাকিম। মূলত পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম বলেছিলেন, আমি নিজেকে সংখ্যালঘু ভাবি না। আমি মনে করি, যদি আল্লার আমাদের ওপর করুণা হয়, তাহলে আমরা একদিন সংখ্যাগুরু হতে পারব। আল্লা সহায় হলে আমরা এটা করেই ছাড়ব।' ইতিমধ্যেই তার সেই মন্তব্যের সমালোচনায় মুখর বিরোধীরা। বাদ যাননি সতীর্থরাও ! মদন মিত্র বলেছেন,'আমি হলে সরি বলতাম।' যদিও খারাপ সময়ে বাবার পাশে দাঁড়িয়েছিলেন ফিরহাদ কন্যা। তিনি জানিয়েছিলেন, ফিরহাদের বক্তব্যের ভুল ব্যাক্ষা হয়েছে। যদিও সেই যুক্তির পর বরফ গলেনি। আর এবার বহু বিতর্কের পর অবশেষে সাফাই ফিরহাদ হাকিমের।
এদিন তিনি বললেন, 'সব ধর্মকে আমি সম্মান করি, কিন্তু নিজের ধর্মকে ১০০ শতাংশ মানি। পিছিয়ে পড়া মানুষের শিক্ষার অগ্রগতির কথা বলা যদি অন্যায় হয়, তাহলে নিশ্চিতভাবে অন্যায় করেছি। নিজের কমিউনিটিকে শিক্ষিত হতে বলা মানেই অন্য কমিউনিটিকে অশিক্ষিত বলা নয়। সবাইকে শিক্ষিত হতে হবে কিন্তু যারা পিছিয়ে পড়ে আছেন, তাঁদের শিক্ষার আলোয় এগোতে হবে। নোংরা রাজনীতি আমি পরোয়া করি না। সে যেই হোক।আমি বিশ্বাস করি, একমাত্র আল্লা আছেন, তাঁকে ছাড়া কারও সামনে মাথা নত করা যায় না।'।
কামারহাটি তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র বলেন,'এই মন্তব্যটায় ব্যক্তিগতভাবে আমি খুব আহত হয়েছি। আমি হলে সরি বলতাম। এখন পরিস্থিতি সেটাই ডিমান্ড করে।' ফিরহাদ হাকিমের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার তৃণমূল বিধায়ক ও প্রাক্তন IPS অফিসার হুমায়ুন কবীর এবং তাঁর নামসেক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরও।যদিও বাবার পাশে দাঁড়িয়েছিলেন ফিরহাদ কন্যা।
আরও পড়ুন, 'বিরোধী দলনেতার ধাক্কায় ২ সাংসদ হাসপাতালে..' ! রাহুলের বিরুদ্ধে FIR দায়ের করল BJP
ফিরহাদ কন্যা বলেছিলেন, উর্দু একটা ভাষা। সেটাকে অনুবাদ করাটা, একটু অসুবিধা হয়ে যায় আমাদের জন্য। এরপর ফিরহাদ কন্যা একাধিক উর্দু বাক্য বলে ব্যাক্ষা দেন এর প্রকৃত মানে কোনটা ? আর সাধারণ মানুষ বুঝে নেয় কোনটা। ফিরহাদের মেয়ে প্রিয়দর্শিনীর আরও দাবি, আমি নিজে ওই স্টেজে ছিলাম। যেটায় সাম্প্রদায়িক সুড়সুড়ি দেওয়া যায়। একটা ধর্মের ব্যাপারে ব্যাক্ষা করা হয়েছে। এটা সুন্দরভাবে বলা হয়েছে, যারা পিছিয়ে পড়েছে মানুষ, ....আসলে কী বলুন তো, যদি আমরা বলি, আমি মেজোরিটি (সংখ্যাগুরু) হতে চাই, মেজোরিটি সবসময় একটা নম্বর নয়। আমি একটা এমন সেকশনে পৌঁছতে চাই, এমন একটা ক্লাসে পৌঁছতে চাই, যে সেই ক্লাসে গিয়ে আমার একটা বক্তব্য থাকবে জীবনে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।