West Bengal News Highlights:অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশি, পুলিশে অভিযোগ দায়ের করছে তৃণমূল

Get the latest West Bengal News Highlights: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 14 Apr 2024 11:45 PM
West Bengal News LIVE Updates: হুডখোলা গাড়িতে চড়ে প্রচারের মধ্যেই নিজের জুতো পালিশ করলেন সুভাষ সরকার

হুডখোলা গাড়িতে চড়ে প্রচারের মধ্যেই নিজের জুতো পালিশ করলেন সুভাষ সরকার। পয়লা বৈশাখে, বাঁকুড়া শহরের মাচানতলা থেকে লালবাজার মোড় পর্যন্ত দলিতদের নিয়ে রোড শো করেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। ৫ বছর তো জনগণকে পরিষ্কার করল না। এখন ভোটের মুখে নিজের জুতো পালিশ করে কী হবে? পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী।

WB News LIVE Updates: তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলা নববর্ষের দিন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রা।সুদীপের ছবি সহ ক্যালেন্ডার বাড়ি বাড়ি বিতরণ করলেন অনিন্দ্য রাউত।

West Bengal News LIVE Updates: আলিপুরদুয়ারের জয়গাঁওয়ের সভায় রাজনাথের মুখে সন্দেশখালি

আলিপুরদুয়ারের জয়গাঁওয়ের সভায় রাজনাথের মুখে সন্দেশখালি। তৃণমূলের বিদায় নেওয়ার সময় এসে গেছে, হুঙ্কার রাজনাথ সিংহের। 'বাংলায় আইনশৃঙ্খলা বলে কিছু নেই', তৃণমূলকে কড়া আক্রমণ 

WB News LIVE Updates: পয়লা বৈশাখে সন্দেশখালিতে শোভাযাত্রায় সামিল হল বিজেপি ও তৃণমূল

পয়লা বৈশাখে সন্দেশখালিতে শোভাযাত্রায় সামিল হল বিজেপি ও তৃণমূল। সন্দেশখালির রাজবাড়িতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করল বিজেপি। আর তা নিয়েও চলল বহিরাগত তরজা। বহিরাগতদের মিছিলে এনে ভিড় বাড়ানো হয়েছে বলে অভিযোগ তুললেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক। 

West Bengal News LIVE Updates: লোকসভা ভোটের আগে তিন কোটি মহিলাকে লাখপতি দিদি তৈরির গ্য়ারান্টি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

লোকসভা ভোটের আগে তিন কোটি মহিলাকে লাখপতি দিদি তৈরির গ্য়ারান্টি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিলকিস বানুর ধর্ষকদের মালা পরানোর প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। অন্য়দিকে, মেয়েদের সুরক্ষায় মহিলা আত্মমর্যাদা কেন্দ্র ও মহিলা আত্মরক্ষা সমিতি গড়ে তোলার ঘোষণা করল সিপিএমের মহিলা ব্রিগেড।

WB News LIVE Updates: নববর্ষের দিন রীতি মেনে মোহনবাগান, ইস্টবেঙ্গল ক্লাবে হল বার পুজো

নববর্ষের দিন রীতি মেনে মোহনবাগান, ইস্টবেঙ্গল ক্লাবে হল বার পুজো। পুজোকে কেন্দ্র করে দুই ক্লাবের তাঁবুতেই এদিন দেখা যায় আনন্দের হাওয়া।

West Bengal News LIVE Updates: দক্ষিণেশ্বরে ভক্তদের ঢল, সন্ধেয় সন্ধ্যারতি

আজ পয়লা বৈশাখ। ১৪৩০-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩১। দক্ষিণেশ্বরে ভক্তদের ঢল, সন্ধেয় সন্ধ্যারতি।

WB News LIVE Updates: অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশি, পুলিশে অভিযোগ দায়ের করছে তৃণমূল

অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশি, পুলিশে অভিযোগ দায়ের করছে তৃণমূল, নির্বাচন কমিশনেরও নজরে আনছে তৃণমূল কংগ্রেস

West Bengal News LIVE Updates: ভোটের মুখে ফের টাকা উদ্ধার

ভোটের মুখে ফের টাকা উদ্ধার। জলপাইগুড়িতে বিজেপি নেতার গাড়িতে মিলল ৭ লক্ষ ৭৫ হাজার টাকা। মালবাজারের ক্রান্তি এলাকায় নাকা তল্লাশিতে উদ্ধার। বিজেপির মালবাজার বিধানসভার আহ্বায়ক রাকেশ নন্দীর গাড়ি থেকে টাকা উদ্ধার । 

WB News LIVE Updates: গ্রেফতারির আগে দিঘা কাঁথিতে ২-৩ বার লোকেশন বদল করেছে জঙ্গিরা

একাধিক নাশকতামূলক কাজের সঙ্গে যোগ ছিল ব্য়াঙ্গালোর বিস্ফোরণকাণ্ডে জড়িত, এ রাজ্য় থেকে ধৃত সন্দেহভাজন ২ জঙ্গির, দাবি NIA সূত্রে। শুধু কি লুকিয়ে থাকার জন্য়ই বাংলাকে বেছে নিয়েছিল তারা? নাকি নেপথ্য়ে আরও বড় কোনও ছক ছিল? উত্তর খুঁজছেন তদন্তকারী অফিসাররা।  

West Bengal News LIVE Updates: বাঁকুড়ার গঙ্গাজলঘাটির কেশিয়াড়া শিব মন্দিরে পুজো দিলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল

হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই লোকসভা নির্বাচন।  রাঢ় বাংলার জেলা গুলোতে চলছে শিবের গাজন উৎসব। গাজন উৎসবের কেন্দ্রগুলি কে প্রচারের হাতিয়ার করেছে সব রাজনৈতিক দলগুলি। সেই মতো আজ বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের কেশিয়াড়া শিব মন্দিরে পুজো দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ঘাসফুলের প্রার্থী সুজাতা মন্ডল। তৃণমূল নেতৃত্ব কে নিয়ে তিনি মন্দিরে পূজো দিলেন তারপর গাজন মেলায় উপস্থিত দর্শনার্থী, দোকানদারদের সাথে জনসংযোগ সারলেন। সমগ্র এলাকা ঘুরে ঘুরে প্রচার সারলেন।

WB News LIVE Updates: ব্য়াঙ্গালোর বিস্ফোরণকাণ্ডে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য

ব্য়াঙ্গালোর বিস্ফোরণকাণ্ডে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। কলকাতায় এসেছিল আরও এক জঙ্গি মোজাম্মেল শরিফ! ধর্মতলায় দেখা করে মুসাভির, আবদুলের সঙ্গে। সেই টাকা ও সিম কার্ডের জোগান দিয়েছিল। প্রাথমিকভাবে অনুমান গোয়েন্দাদের।

West Bengal News LIVE Updates: নববর্ষের দিনে জলছত্রের আয়োজনে পথচারীদের নিজের হাতে পানীয় জল খাওয়ালেন সুজাতা

বাঁকুড়া জেলার দুর্লভপুরে লটিয়াবনী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জলছত্রের আয়োজন করা হয়। সেখানে হঠাৎ হাজির হন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সুজাতা মন্ডল। তিনি নিজে হাতে পথচারীদের পানীয় জল খাওয়ালেন। এবং জনসংযোগ সারলেন। পাশাপাশি সমস্ত ভোট তৃণমূল কংগ্রেসের যেন পড়ে তার অনুরোধ করলেন।

WB News LIVE Updates: সুটিয়ার পর কুলপি, রাজ্যের ১০০ দিনের প্রকল্পে ফের দুর্নীতির অভিযোগ

সুটিয়ার পর কুলপি, রাজ্যের ১০০ দিনের প্রকল্পে ফের দুর্নীতির অভিযোগ। জবকার্ড হোল্ডারদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগ। 'কেউ কাজ করে টাকা পাননি, কেউ না করেই পেয়েছেন। অ্য়াকাউন্টে টাকা ঢুকলেও, পরে তৃণমূল নেতাদের দিয়ে দিতে হয়েছে', কুলপি করঞ্জলতি বিস্ফোরক অভিযোগ গ্রামবাসীদের। বেনিয়মের অভিযোগ কার্যত স্বীকার তৃণমূল নেতার । 

West Bengal News LIVE Updates: মহাপ্রভুর অনুষ্ঠানে নিজের হাতে ভক্তদের খাওয়ার দিলেন দেব

১ বৈশাখে নির্বাচনী প্রচারে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী। এদিন ডেবরা ব্লকের ট্যাবাগেড়িয়া এলাকায় একটি পথসভা করেন দেব। তারপর নববর্ষ উপলক্ষে স্থানীয় একটি গণেশ পুজোর উদ্বোধন করেন দেব।তারপর তিনি সত্যপুর সমাজ কল্যাণ সংঘের গৌরাঙ্গ মহাপ্রভু অনুস্টানে যোদ দেন। সেখানে গিয়ে তিনি ভক্তদের নিজের হাতে খাওয়ার দেন। সঙ্গে ছিলেন ডেবরার বিধায়ক ড: হুমায়ুন কবীর।  এদিন বক্তব্য রাখতে গিয়ে ফের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেন তিনি। তিনি বলেনকাঁসাই নদীর ওপর ব্রীজটাও তৈরী হবে।

WB News LIVE Updates: উত্তর ২৪ পরগনার সুটিয়ার পুনরাবৃত্তি দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে

উত্তর ২৪ পরগনার সুটিয়ার পুনরাবৃত্তি দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে। একশো দিনের কাজের টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল অঞ্চল সভাপতি, বুথ সভাপতি-সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। অভিযোগ, একশো দিনের কাজের উপভোক্তাদের অ্যাকাউন্টে রাজ্য সরকারের দেওয়া টাকা জোর করে নিয়ে নিচ্ছেন শাসকদলের নেতারা। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন কুলপির করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাসিন্দারা। আর্থিক বেনিয়মের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। অভিযোগ পেলে তদন্তের আশ্বাস দিয়েছেন কুলপির BDO। ভোটের মুখে এই নিয়ে তৃণমূলকে বিঁধেছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকায়স্থ। অস্বস্তি ঢাকতে দলীয় স্তরে তদন্তের আশ্বাস দিয়েছেন কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার। 

West Bengal News LIVE Updates: আচমকা অভিষেকের কপ্টারে তল্লাশি আয়কর অফিসারদের

কাল তমলুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভা। বেহালা ফ্লাইং ক্লাবে হেলিকপ্টারের ট্রায়াল রানের সময় আয়কর তল্লাশি, দাবি তৃণমূলের। আচমকা অভিষেকের কপ্টারে তল্লাশি আয়কর অফিসারদের, অভিযোগ তৃণমূলের। তল্লাশির নামে ট্রায়াল রানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের। তল্লাশিতে কিছুই পাননি আয়কর আধিকারিকরা, দাবি তৃণমূলের। তৃণমূলকে ভয় পেয়েছে বিজেপি, আক্রমণে রাজ্যের শাসক দল। 

WB News LIVE Updates: বেহালা ফ্লাইং ক্লাবে হেলিকপ্টারের ট্রায়াল রানের সময় আয়কর তল্লাশি, দাবি তৃণমূলের

কাল তমলুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভা। বেহালা ফ্লাইং ক্লাবে হেলিকপ্টারের ট্রায়াল রানের সময় আয়কর তল্লাশি, দাবি তৃণমূলের। তল্লাশির নামে ট্রায়াল রানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের। তৃণমূলকে ভয় পেয়েছে বিজেপি, আক্রমণে রাজ্যের শাসক দল। 

West Bengal News LIVE Updates: শুভেন্দু অধিকারীর সভার আগে ফের উত্তপ্ত সন্দেশখালি

বিজেপি প্রার্থী রেখা পাত্রর সমর্থনে শুভেন্দু অধিকারীর মিছিল ও সভার আগে ফের উত্তপ্ত সন্দেশখালি। সন্দেশখালি ২ নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা বাজারে বিজেপি ও তৃণমূল কর্মীদের চারটি দোকান ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। একে অন্য়ের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে শাসক ও বিরোধী, দু’পক্ষই। বিজেপির অভিযোগ, কিছুদিন আগে এই হাটগাছাতেই এক বিজেপি কর্মীর আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। বিরোধী দল করার কারণেই এই হামলা বলে গেরুয়া শিবিরের দাবি। বিজেপির বিরুদ্ধে হামলার পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল। 

WB News LIVE Updates: সংসার চলে পেনশনের টাকায়, দার্জিলিং কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার বিষয়-আশয় কত?

স্ত্রী গৃহবধূ। নিজে প্রাক্তন আমলা। সংসার চলে পেনশনের টাকায়। জমি, বাড়ি, গাড়ি, ব্যাঙ্ক ব্যালেন্স মিলিয়ে সম্পত্তির পরিমাণ কত? আজকের ‘আয়-ব্যয়ে’ দেখে নেব দার্জিলিং কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার বিষয়-আশয়৷ 

West Bengal News LIVE Updates: 'গদ্দারদের জেলা থেকে ধরা পড়েছে জঙ্গি', নাম না করে কাকে আক্রমণ মুখ্যমন্ত্রীর?

গদ্দারদের জেলা থেকে ধরা পড়েছে জঙ্গি, নাম না করে গতকাল আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

WB News LIVE Updates: বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে মুখ্যমন্ত্রীর 'গদ্দার' মন্তব্যের প্রতিবাদ

বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে মুখ্যমন্ত্রীর 'গদ্দার' মন্তব্যের প্রতিবাদ। নন্দীগ্রামে তৃণমূলের পার্টি অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ বিজেপির। তৃণমূলের পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ 

West Bengal News LIVE Updates: দর্শনার্থীদের ঢল নেমেছে কালীঘাটে, দক্ষিণেশ্বরে

স্বাগত ১৪৩১। বছর পয়লায় হালখাতা, মিষ্টিমুখে ব্যস্ত শহরবাসী। সারা বছরের জন্য মঙ্গল কামনায় দর্শনার্থীদের ঢল নেমেছে কালীঘাটে। দক্ষিণেশ্বর মন্দিরেও পুজো দেওয়ার লম্বা লাইন পুণ্যার্থীদের। ব্যবসায়ীরাও হাজির হালখাতা নিয়ে। নতুন বছরের জন্য শুভকামনা নিয়ে তারাপীঠেও ভক্ত সমাগম। তারকেশ্বরেও ভিড় ভক্তদের।

West Bengal News Live: ভোটের ৪ দিন আগে ইস্তেহার প্রকাশ করে দুর্নীতির বিরুদ্ধে হুঙ্কার মোদির

ভোটের ৪ দিন আগে ইস্তেহার প্রকাশ করে দুর্নীতির বিরুদ্ধে হুঙ্কার মোদির

WB News Live Updates: বাংলাকে কীভাবে হাতের তালুর মতো চিনল বেঙ্গালুরু বিস্ফোরণে ধৃত ২ জঙ্গি?

বাংলাটাকে হাতের তালুর মতো কীভাবে চিনে ফেলেছিল ব্য়াঙ্গালোরের রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণকাণ্ডে সন্দেহভাজন দুই জঙ্গি? কখনও পৌঁছে যাচ্ছে হাজরায়, সেখান থেকে অটো চালককে খিদিরপুর যাওয়ার কথা বলে। আবার কখনও চলে গিয়েছিল চাঁদনি চক মার্কেটে মোবাইল ফোন সারাতে? এখানেই
তদন্তকারীদের সন্দেহ দানা বেঁধেছে। তবে কি দুই সন্দেহভাজন জঙ্গিকে কলকাতায় কেউ গাইড করছিল? কোন জায়গা থেকে কোথায় যেতে হবে, সেই নির্দেশ কে দিচ্ছিল? তদন্তকারীদের প্রশ্ন, বাংলায় ঘাপটি মেরে থাকাই কি দুই সন্দেহভাজন জঙ্গির উদ্দেশ্য ছিল? নাকি বাংলাদেশ বা নেপালে পালিয়ে যাওয়ার জন্য তারা বাংলাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করতে চেয়েছিল? তার জন্যে কি হ্যান্ডলারের অপেক্ষায় ছিল দুই সন্দেহভাজন জঙ্গি? এসব প্রশ্নেরই উত্তর খুঁজছে NIA। 

West Bengal News Live: আজ থেকে বিজেপির হয়ে প্রচারে নামছেন মিঠুন চক্রবর্তী

আজ থেকে বিজেপির হয়ে প্রচারে নামছেন মিঠুন চক্রবর্তী। জলপাইগুড়িতে রো়ড শো করবেন তিনি। 

WB News Live Updates: ভোটের ৪ দিন আগে ইস্তেহার প্রকাশ করে দুর্নীতির বিরুদ্ধে হুঙ্কার মোদির

ভোটের ৪ দিন আগে ইস্তেহার প্রকাশ করে দুর্নীতির বিরুদ্ধে হুঙ্কার মোদির

West Bengal News Live: জঙ্গি গ্রেফতারি নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আক্রমণের জবাব দিলেন শুভেন্দু অধিকারী

জঙ্গি গ্রেফতারি নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আক্রমণের জবাব দিলেন শুভেন্দু অধিকারী। গোটা মেদিনীপুর জেলার মানুষকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী, পাল্টা আক্রমণে বিরোধী দলনেতা।

WB News Live Updates: শুভেন্দু অধিকারীর সভার আগে ফের উত্তপ্ত সন্দেশখালি

শুভেন্দু অধিকারীর সভার আগে ফের উত্তপ্ত সন্দেশখালি। বিজেপি ও তৃণমূল কর্মীদের চারটি দোকান ভাঙচুরের পর অগ্নিসংযোগ। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ। 

West Bengal News Live: বাংলা নববর্ষের সকালে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলা নববর্ষের সকালে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রা। কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে বেলেঘাটার লি কলিন স্কুলের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। হুডখোলা গাড়িতে চড়ে প্রচার করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাস।

WB News Live Updates: বাংলাকে কীভাবে হাতের তালুর মতো চিনল বেঙ্গালুরু বিস্ফোরণে ধৃত ২ জঙ্গি?

বাংলাকে কীভাবে হাতের তালুর মতো চিনল ব্যাঙ্গালুরু বিস্ফোরণে ধৃত ২ জঙ্গি?

West Bengal News Live: পয়লা বৈশাখে ইস্তেহার প্রকাশ বিজেপির, মোদির মুখে প্রথমেই বাংলার নববর্ষের কথা

পয়লা বৈশাখে ইস্তেহার প্রকাশ বিজেপির। মোদির মুখে প্রথমেই বাংলার নববর্ষের কথা।

WB News Live Updates: ধৃত ২ জন ছাড়াও কলকাতায় এসেছিল আরেক সন্দেহভাজন জঙ্গি!

ধৃত ২ জন ছাড়াও কলকাতায় এসেছিল আরেক সন্দেহভাজন জঙ্গি! ২ দিন কলকাতায় ছিল সন্দেহভাজন জঙ্গি মোজাম্মেল শরিফ, এনআইএ সূত্রে খবর

West Bengal News Live: একইদিনে জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তী

একইদিনে জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তী।মুখ্যমন্ত্রী যখন চালসায় থাকবেন, তখন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে ময়নাগুড়িতে রোড শো করবেন মিঠুন।

WB News Live Updates: 'মোদি সরকার এভাবেই দুর্নীতিতে জড়িতদের জেলে ভরতে থাকবে' ইস্তেহার প্রকাশের পর হুঙ্কার মোদির

'মোদি সরকার এভাবেই দুর্নীতিতে জড়িতদের জেলে ভরতে থাকবে' ইস্তেহার প্রকাশের পর হুঙ্কার মোদির

West Bengal News Live: পয়লা বৈশাখে 'সংকল্প পত্র' প্রকাশ বিজেপির

পয়লা বৈশাখে 'সংকল্প পত্র' প্রকাশ বিজেপির, প্রথম দফা ভোটের ৪ দিন আগে ইস্তেহার প্রকাশ বিজেপির

WB News Live Updates: বাংলাটাকে হাতের তালুর মতো কীভাবে চিনে ফেলেছিল ব্য়াঙ্গালোরের রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণকাণ্ডে সন্দেহভাজন দুই জঙ্গি?

বাংলাটাকে হাতের তালুর মতো কীভাবে চিনে ফেলেছিল ব্য়াঙ্গালোরের রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণকাণ্ডে সন্দেহভাজন দুই জঙ্গি? কখনও পৌঁছে যাচ্ছে হাজরায়, সেখান থেকে অটো চালককে খিদিরপুর যাওয়ার কথা বলে। আবার কখনও চলে গিয়েছিল চাঁদনি চক মার্কেটে মোবাইল ফোন সারাতে? এখানেই
তদন্তকারীদের সন্দেহ দানা বেঁধেছে। তবে কি দুই সন্দেহভাজন জঙ্গিকে কলকাতায় কেউ গাইড করছিল? কোন জায়গা থেকে কোথায় যেতে হবে, সেই নির্দেশ কে দিচ্ছিল? তদন্তকারীদের প্রশ্ন, বাংলায় ঘাপটি মেরে থাকাই কি দুই সন্দেহভাজন জঙ্গির উদ্দেশ্য ছিল? নাকি বাংলাদেশ বা নেপালে পালিয়ে যাওয়ার জন্য তারা বাংলাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করতে চেয়েছিল? তার জন্যে কি হ্যান্ডলারের অপেক্ষায় ছিল দুই সন্দেহভাজন জঙ্গি? এসব প্রশ্নেরই উত্তর খুঁজছে NIA। 

West Bengal News Live: শুভেন্দু অধিকারীর সভার আগে ফের উত্তপ্ত সন্দেশখালি

শুভেন্দু অধিকারীর সভার আগে ফের উত্তপ্ত সন্দেশখালি

WB News Live Updates: ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক তাপস রায়

ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক তাপস রায়

West Bengal News Live: বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে-বিস্ফোরণে এবার রাঁচি যোগ

বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে-বিস্ফোরণে এবার রাঁচি যোগ। রাঁচিতে মুজাম্মিল শরিফ নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করে ধৃত মুসাভির ও আব্দুল। 

WB News Live Updates: আজ পয়লা বৈশাখ

আজ পয়লা বৈশাখ। ১৪৩০-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩১। নতুন পোশাক, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখাতার আয়োজন করা হয়েছে। সঙ্গে শুভেচ্ছা-মিষ্টিমুখ-গান আর জমজমাট আড্ডা। নববর্ষের আবাহনে মেতে উঠেছে গোটা বাংলা। প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেওয়া নতুন বছরের আনন্দ। কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, লেক কালীবাড়ি থেকে তারাপীঠ, মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন।

West Bengal News Live: ঝড়ের পরেও সরকারি সাহায্য না মেলার অভিযোগ করছেন ময়নাগুড়ির গৌড়গ্রামের বাসিন্দাদের একাংশ

উত্তরবঙ্গে বিধ্বংসী ঝড়ের প্রায় ২ সপ্তাহ পার। কোনও সরকারি সাহায্য না মেলার অভিযোগ করছেন ময়নাগুড়ির গৌড়গ্রামের বাসিন্দাদের একাংশ। ঝড়ের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো নিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে 'আমরা-ওরা'র অভিযোগ তুলেছে বিজেপি। যদিও গেরুয়া শিবিরের তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

WB News Live Updates: তরজায় জড়ালেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রে তৃণমূল ও বিজেপি প্রার্থীর

তরজায় জড়ালেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রে তৃণমূল ও বিজেপি প্রার্থীর। বামনগোলায় নির্বাচনী প্রচারে গিয়ে পান্তা ভাত খেতে খেতে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে অপদার্থ বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল প্রার্থী ও প্রাক্তন IPS প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রতিপক্ষকে পাল্টা অপদার্থ বলে বিঁধেছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মুও।

West Bengal News Live: কলকাতা থেকে দার্জিলিং, পুরুলিয়াতেও গিয়েছিল জঙ্গিরা!

কলকাতা থেকে দার্জিলিং, পুরুলিয়াতেও গিয়েছিল জঙ্গিরা! মোবাইল সারাতে গিয়েছিল চাঁদনি চকেও। দিঘা যাওয়ার বাসে উঠেও গ্রেফতারির মাঝে ১৪দিন ঘিরে রহস্য। 

WB News Live Updates: ধর্মতলা থেকে কালীঘাট হয়ে একবালপুরের আস্তানায় গা ঢাকা দিয়েছিল জঙ্গিরা!

ধর্মতলা থেকে কালীঘাট হয়ে একবালপুরের আস্তানায় গা ঢাকা দিয়েছিল জঙ্গিরা! এবিপি আনন্দের হাতে সন্ত্রাসবাদীদের রুট ম্যাপ। 

প্রেক্ষাপট

কলকাতা: অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশি, পুলিশে অভিযোগ দায়ের করছে তৃণমূল। কাল তমলুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভা। বেহালা ফ্লাইং ক্লাবে হেলিকপ্টারের ট্রায়াল রানের সময় আয়কর তল্লাশি, দাবি তৃণমূলের। আচমকা অভিষেকের কপ্টারে তল্লাশি আয়কর অফিসারদের, অভিযোগ তৃণমূলের। তল্লাশির নামে ট্রায়াল রানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের। তল্লাশিতে কিছুই পাননি আয়কর আধিকারিকরা, দাবি তৃণমূলের। তৃণমূলকে ভয় পেয়েছে বিজেপি, আক্রমণে রাজ্যের শাসক দল। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.