West Bengal News Live : সিউড়ির সভা থেকে শাহি-আক্রমণ, পাল্টা জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

West Bengal News : জেলা থেকে জেলা, বাছাই করা গুরুত্বপূর্ণ খবর ।

ABP Ananda Last Updated: 14 Apr 2023 11:56 PM
WB News Live: সিউড়ির সভা থেকে শাহি-আক্রমণ, পাল্টা জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সিউড়ির সভা থেকে শাহি-আক্রমণ, পাল্টা জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'আমার অস্তিত্ব কষ্ট দিলে, আগে মিটিয়ে দিন রাজ্যের বকেয়া, রাজ্যের পাওনা ১ লক্ষের বেশি, মেটালে সরে যাব রাজনীতির ময়দান থেকে', কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

West Bengal News Live: বড়ঞার আন্দিতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই


আমবাগান থেকে ফটোকপির দোকান বিধায়ককে নিয়ে সিবিআইয়ের তল্লাশি।বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়ি, অফিস, আত্মীয়ের বাড়িতে তল্লাশি। বড়ঞার আন্দিতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই।

WB News Live : ফেলে দেওয়া জোড়া ফোনের খোঁজে বিধায়কের বাড়ির পুকুরে তল্লাশি

সাড়ে ১০ ঘণ্টা পার, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। ফেলে দেওয়া জোড়া ফোনের খোঁজে বিধায়কের বাড়ির পুকুরে তল্লাশি। অফিসারদের হাত থেকে ছিনিয়ে ফোন ফেলে দেন বিধায়ক, দাবি সিবিআই সূত্রে। পুকুরের জল তুলে ফেলে দেওয়া জোড়া ফোনের খোঁজে সিবিআই তল্লাশি।

West Bengal News Live: সংগঠনের জোরেই লড়তে হবে পঞ্চায়েত ভোটে: শাহ

'সংগঠনের জোরেই লড়তে হবে পঞ্চায়েত ভোটে। পঞ্চায়েত স্তরে ঠিকমতো হিসেব না দেওয়ায় বঞ্চিত সাধারণ মানুষ', মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে', সিউড়ি সফর সেরে বঙ্গ বিজেপিকে বার্তা অমিত শাহের 

WB News Live : চৈত্র সংক্রান্তির দিন কালীঘাটে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

চৈত্র সংক্রান্তির দিন কালীঘাটে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live: চৈত্র সংক্রান্তিতে দক্ষিণেশ্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

চৈত্র সংক্রান্তিতে দক্ষিণেশ্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পুজো করলেন ভবতারিণী মাকে। অন্যদিকে নববর্ষের আগে কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী। পুজোর পর করলেন আরতিও। 

WB News Live :নিয়োগ দুর্নীতির তদন্তে একযোগে মুর্শিদাবাদ-বীরভূমের ৬টি জায়গায় সিবিআই তল্লাশি

নিয়োগ দুর্নীতির তদন্তে একযোগে মুর্শিদাবাদ-বীরভূমের ৬টি জায়গায় সিবিআই তল্লাশি

Amit Shah News Live :সিউড়ি থেকে কলকাতায় পৌঁছেই দক্ষিণেশ্বরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সিউড়ি থেকে কলকাতায় পৌঁছেই দক্ষিণেশ্বরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

WB News Live :বীরভূম ছাড়ার আগে সিউড়িতে বগটুইয়ের স্বজনহারা পরিবারের সদস্য মিহিলাল শেখের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বীরভূম ছাড়ার আগে সিউড়িতে বগটুইয়ের স্বজনহারা পরিবারের সদস্য মিহিলাল শেখের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

Amit Shah News Live :দুর্নীতি থেকে রাজনৈতিক হিংসা। সিউড়ির সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ অমিত শাহর

দুর্নীতি থেকে রাজনৈতিক হিংসা। সিউড়ির সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ অমিত শাহর।

WB News Live :নিয়োগ দুর্নীতির তদন্তে একযোগে মুর্শিদাবাদ-বীরভূমের ৬টি জায়গায় সিবিআই তল্লাশি

নিয়োগ দুর্নীতির তদন্তে একযোগে মুর্শিদাবাদ-বীরভূমের ৬টি জায়গায় সিবিআই তল্লাশি

Amit Shah News Live : 'বাংলায় রামনবমীর শোভাযাত্রা কেন বেরোবে না?', রামনবমীর হিংসা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণে অমিত শাহ

 'বাংলায় রামনবমীর শোভাযাত্রা কেন বেরোবে না?', রামনবমীর হিংসা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণে অমিত শাহ

WB News Live :'২০২৪-এ ৩৫টি আসন দিন, ২০২৫-র আগেই সরকার পড়ে যাবে', সিউড়ির সভা থেকে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

'২০২৪-এ ৩৫টি আসন দিন, ২০২৫-র আগেই সরকার পড়ে যাবে', সিউড়ির সভা থেকে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

Amit Shah News Live : তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে সুকান্ত-শুভেন্দুর প্রশংসায় অমিত শাহ

'২০২৪-এ নরেন্দ্র মোদিকেই ফের প্রধানমন্ত্রী করতে হবে'। সিউড়ির জনসভায় অমিত শাহের মুখে বগটুইকাণ্ডের প্রসঙ্গ ।
'বিধানসভায় বিজেপিকে ৭৭টি আসন জিতিয়ে দায়িত্ব বাড়িয়েছে বাংলা', তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে সুকান্ত-শুভেন্দুর প্রশংসায় অমিত শাহ। 

WB News Live : 'রাজ্যপালকে আচার্য চাই না, মুখ্যমন্ত্রীকে আচার্য চাই', মন্তব্য শিক্ষামন্ত্রীর

রাজ্য-রাজ্যপাল সঙ্ঘাত এবার তুঙ্গে । রাজ্যপালকে আচার্য হিসেবে চায় না সরকার, চায় মুখ্যমন্ত্রীকে। সিভি আনন্দ বোস নিয়ে 'মোহভঙ্গ' সরকারের। 'রাজ্যপালকে আচার্য চাই না, মুখ্যমন্ত্রীকে আচার্য চাই'। 

Amit Shah News : কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানাতে অনুপস্থিত জেলাশাসক, এসপি, বাঁধল বিতর্ক

কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানাতে অনুপস্থিত জেলাশাসক, এসপি। মুখ্যমন্ত্রীর ভয়ে আসেননি, কটাক্ষ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। 

Amit Shah News Live : অন্ডাল এয়ারপোর্টে নামলেন অমিত শাহ

অন্ডাল এয়ারপোর্টে নামলেন অমিত শাহ। তারপর দুর্গাপুর থেকে BSF-এর হেলিকপ্টারে সরাসরি উড়ে গেলেন সিউড়ি। সিউড়ি সার্কিট হাউজে মধ্য়াহ্নভোজ করবেন তিনি। বেলা ২ টোয় সিউড়িতে তাঁর জনসভা।

Amit Shah News Live : এক ঝলকে আজ অমিত শাহর সফরসূচি

দুর্গাপুর থেকে BSF-এর হেলিকপ্টারে আসবেন সিউড়ি। সিউড়ি সার্কিট হাউজে মধ্য়াহ্নভোজ করবেন। বেলা ২ টোয় সিউড়িতে তাঁর জনসভা। এরপর দুপুর ৩টে নাগাদ সিউড়ি বিবেকানন্দ পল্লীতে জেলা বিজেপি কার্যালয় উদ্বোধন করবেন অমিত শাহ। ৪টে নাগাদ হেলিকপ্টারে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

WB News Live : অমিত শাহ আজ পুজো দেবেন দক্ষিণেশ্বর মন্দিরে

অমিত শাহর সভার সূচিবদল। সিউড়ির সভা সেরে সোজা কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পুজো দেবেন দক্ষিণেশ্বর মন্দিরে। 

WB News Update : বেলু়ড় মঠে রাজ্য়পাল

বেলু়ড় মঠে রাজ্য়পাল। আজ সকালে বেলুড় মঠে রামকৃষ্ণ মিশনে পৌঁছে যান সিভি আনন্দ বোস। আগামী পয়লা মে, রামকৃষ্ণ মিশনের ১২৫ তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্য়ে মিশনের ২৬৭ টি শাখায় শুরু হয়ে গেছে উদযাপন। আজ রাজ্য়পালের হাত থেকে গঙ্গাজল ভর্তি কলস তুলে দেওয়া হল কোচির রামকৃষ্ণ মিশনের প্রতিনিধিদের কাছে। এবছর ৭৫ বছরে পড়বে রামকৃষ্ণ মঠ ও মিশনের কোচির শাখা।  

West Bengal Weather News : গরমে ঘন ঘন স্নান করানো হচ্ছে বাঘেদের !

প্রচণ্ড গরমে নাজেহাল বণ্য়প্রাণ। কাহিল হয়ে পড়েছে রয়্য়াল বেঙ্গলও। এই অবস্থায় বাঘেদের স্বস্তি দিতে বেশ কিছু ব্য়বস্থা নিচ্ছে বন দফতর। সুন্দরবনের ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে দিনে অন্তত ২ বার স্নান করানো হচ্ছে বাঘেদের। 

West Bengal News Live : হাওড়ায় বিস্তীর্ণ এলাকায় ধানের শীষ সাদা হয়ে গেছে

জ্বালাপোড়া গরম। তার ওপর দেখা নেই বৃষ্টি। চরম সমস্য়ায় পড়েছেন কৃষকরা। প্রচণ্ড তাপে, হাওড়ার আমতায় বিস্তীর্ণ এলাকায় ধানের শীষ সাদা হয়ে গেছে। বিঘার পর বিঘা ধান গাছ নষ্ট হয়ে গেছে। মাথায় হাত চাষীদের। ইতিমধ্য়েই কৃষি দফতরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদরশন করেছে।

WB News : নিয়োগ দুর্নীতি মামলায় ED-এর চার্জশিটে এবার উঠে এল নবগ্রামের তৃণমূল বিধায়ক, কানাই মণ্ডলের নাম

নিয়োগ দুর্নীতি মামলায় ED-এর চার্জশিটে এবার উঠে এল নবগ্রামের তৃণমূল বিধায়ক, কানাই মণ্ডলের নাম। এজেন্টের তালিকায় নাম রয়েছে তাঁর। ED-র তরফে দাবি করা হয়েছে, কুন্তল ঘোষের ডায়েরি ঘেঁটে জানা গেছে তৃণমূল বিধায়কের নাম। সাজানো ঘটনা বলে পাল্টা দাবি করেছেন, কানাই মণ্ডল।

WB News Live : পার্থ, অর্পিতা কেউই বিপুল সম্পত্তির দায় নিতে চাইছেন না, দাবি ED র

ED সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্য়ায় এবং অর্পিতা মুখোপাধ্য়ায়, কেউই বিপুল সম্পত্তির দায় নিতে চাইছেন না। তবে কি পার্থর নামে অন্য় কেউ বেনামে সম্পত্তি কিনেছিলেন? না কি নিজেদের বাঁচাতেই এই প্রবণতা পার্থ-অর্পিতার? উত্তর খুঁজছে ED।

WB News Live : ট্রাকের ধাক্কায় মৃত্য়ু হল ২ বাইক আরোহী ছাত্রের

রাতের শহরে ফের প্রাণঘাতী দুর্ঘটনা। ট্রাকের ধাক্কায় মৃত্য়ু হল ২ বাইক আরোহীর। পুলিশ সূত্রে খবর, ২ জনই কিশোর। বয়স ১৫-১৬-র মধ্য়ে। বাড়ি খিদিরপুরে। ২ জনই এ বছর মাধ্য়মিক দিয়েছে। 

WB News Live : গাড়ির সিটের তলায় লুকিয়ে গাঁজা পাচারের চেষ্টা

গাড়ির সিটের তলায় লুকিয়ে গাঁজা পাচারের চেষ্টা। বালির জগাছায়, কোণা এক্সপ্রেসওয়ে মো়ড় থেকে গাড়ি সমেত আটক ৪ পাচারকারী। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের মধ্য়ে ১ জন হাওড়ার ও বাকি ৩ জন ওড়িশার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৬৪ কেজি গাঁজা।

WB News Live : গাড়ির সিটের তলায় লুকিয়ে গাঁজা পাচারের চেষ্টা

গাড়ির সিটের তলায় লুকিয়ে গাঁজা পাচারের চেষ্টা। বালির জগাছায়, কোণা এক্সপ্রেসওয়ে মো়ড় থেকে গাড়ি সমেত আটক ৪ পাচারকারী। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের মধ্য়ে ১ জন হাওড়ার ও বাকি ৩ জন ওড়িশার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৬৪ কেজি গাঁজা।

WB News Live : গাড়ির সিটের তলায় লুকিয়ে গাঁজা পাচারের চেষ্টা

গাড়ির সিটের তলায় লুকিয়ে গাঁজা পাচারের চেষ্টা। বালির জগাছায়, কোণা এক্সপ্রেসওয়ে মো়ড় থেকে গাড়ি সমেত আটক ৪ পাচারকারী। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের মধ্য়ে ১ জন হাওড়ার ও বাকি ৩ জন ওড়িশার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৬৪ কেজি গাঁজা।

WB News Live : রবিবার অমিত শাহর সভাস্থলেই সভা ফিরহাদের

শুক্রবার রাতেই নিউটাউনের একটি হোটেলে দলের কোর কমিটি ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। রবিবার অমিত শাহর সভাস্থলেই সভা ফিরহাদের।

WB News Live : আজ রাজ্যে আসছেন অমিত শাহ

আজ রাজ্যে আসছেন অমিত শাহ। সিউড়িতে সভা করবেন তিনি। একদিন পর, রবিবার সিউড়ির ওই মাঠেই সভা করবেন ফিরহাদ হাকিম। কেষ্ট-ভূমে নজর বিজেপির। পাল্টা, গড়-রক্ষায় মরিয়া তৃণমূলও। জোড়া কর্মসূচি ঘিরে বাড়ছে বীরভূমের রাজনৈতিক উত্তাপ। আজ দুপুরে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

WB News Live : অভিষেক-কুন্তলকে দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত, হাইকোর্টে মন্তব্য় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং কুন্তল ঘোষকে দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত বলে বৃহস্পতিবার হাইকোর্টে মন্তব্য় করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তারপরই তাঁর বিরুদ্ধে ঝাঁঝাল আক্রমণ শানায় তৃণমূল। বিচারপতি গঙ্গোপাধ্য়ায় অভিষেককে টার্গেট করছেন বলে সরব হন কুণাল ঘোষ। এনিয়ে তাঁকে পাল্টা জবাব দিয়েছে বিরোধীরা।

WB News Live : হৃদয় এবং মাথা পর্যন্ত পৌঁছানো এখনও বাকি আছে, মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়

ED-CBI এখন এই দুর্নীতির কোমর অবধি পৌঁছেছে। হৃদয় এবং মাথা পর্যন্ত পৌঁছানো এখনও বাকি আছে। বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এদিন, নিম্ন আদালতে সিবিআইয়ের আইনজীবীদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে কড়া ভাষায় বিচারপতি বলেন, আপনারা এমন পদক্ষেপ করেছেন যাতে কিছু ব্যক্তিরা জামিন পেয়ে যান। দরকার হলে হাইকোর্ট থেকে আইনজীবী নিয়ে যান।

WB News Live : নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার কলকাতা হাইকোর্টে উঠল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নাম

নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার কলকাতা হাইকোর্টে উঠল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নাম।
কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে চাপ দেওয়ার, কুন্তল ঘোষের অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বলেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং কুন্তল ঘোষকে দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত CBI, ED-র। গত ২৯ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় একটি সভায় যে বক্তব্য রেখেছিলেন তার সঙ্গে কুন্তল ঘোষের বয়ানের সাযুজ্য আছে।

প্রেক্ষাপট

বিচারপতির মুখে অভিষেক : শহিদ মিনারের ভাষণের সুরেই কুন্তলের অভিযোগ। নিয়োগ মামলায় বিচারপতির মুখে অভিষেকের নাম। জিজ্ঞাসাবাদ করলে দ্রুত হোক, জানাল হাইকোর্ট। 


'টার্গেট অভিষেক' :  এজেন্সির বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ। অভিষেককে ইডি-সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে জানাল হাইকোর্ট। পাল্টা জবাব তৃণমূলের।


'অনুমতি ছাড়া এফআইআর নয়' :  কোর্টের অনুমতি ছাড়া নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-সিবিআই অফিসারদের বিরুদ্ধে এফআইআর নয়। পদক্ষেপ করতে পারবে না নিম্ন আদালত, পুলিশ।  নির্দেশ হাইকোর্টের।  


কুণাল বনাম বিকাশ : বিচারপতিকে বিরোধীদের ক্যাডার বলে কটাক্ষ কুণালের। পাল্টা জবাব বিকাশের।


অভিষেকে নীরব পার্থ : দলে ব্রাত্য, তাও দলের পাশে পার্থ। তৃণমূল আবার জাতীয় দলের তকমা ফিরে পাবে বলে দাবি। চুপ অভিষেক নিয়ে কুন্তলের অভিযোগে।


'মুখ খোলাবেন না' : কয়েকজন জামিন পেয়ে যান, এমন পদক্ষেপ করছেন। মুখ খোলাবেন না। 
সিবিআইয়ের আইনজীবীকে ভর্ৎসনা বিচারপতির। পক্ষপাত দেখছে তৃণমূল। 


শিলিগুড়িতে ঝরল রক্ত :  নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ডিওয়াইএফআইয়ের উত্তরকন্যা অভিযানে রণক্ষেত্র শিলিগুড়ি। ঝরল রক্ত। পুলিশকে ইট, পাল্টা কাঁদানে গ্যাস, লাঠিচার্জ। 


নিশীথকাণ্ডে সিবিআই খারিজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর কনভয়ে হামলা, সুপ্রিম কোর্টে জোর ধাক্কা বিজেপির। 
সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে হাইকোর্ট রায় পুনর্বিবেচনা করার নির্দেশ। 


সিবিআই-সংঘাত: দিনহাটায় কনভয়ে হামলাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ। বিজেপির মিথ্যাচার ফাঁস, কটাক্ষ উদয়নের। হাইকোর্ট তো পুনর্বিবেচনা করবে, দাবি সুকান্তর। 


'কারও চাকরি খাব না' কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের সরব মুখ্যমন্ত্রী। বললেন, 'দিল্লির কাছে ভিক্ষে চাইতে যাব না। অনেক টাকা আটকে রাখা হয়েছে। কারও চাকরি যাবে না'


আজ  সিউড়িতে শাহি সভা : পঞ্চায়েত ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ রাজ্যে অমিত শাহ।  সিউড়িতে সভা। রবিবার পাল্টা সভার প্রস্তুতি তৃণমূলের। দায়িত্বে ফিরহাদ।


দণ্ডিকাণ্ডে গ্রেফতার : ৫ দিন পরে অবশেষে দঃ দিনাজপুরে দণ্ডিকাণ্ডে ২ তৃণমূল নেতা-কর্মী গ্রেফতার। 
হেফাজতেই চাইল না পুলিশ। ১৭ এপ্রিল পর্যন্ত ২জনেরই জেল হেফাজত। 


রাজু খুনে ঝাড়খণ্ড গ্যাং? : রাজু ঝা খুনের নেপথ্যে ঝাড়খণ্ডের গ্যাং, সন্দেহ সিটের। 
হাজারিবাগ জেলে বন্দি দুষ্কৃতীর যোগসূত্র থাকার সম্ভাবনা। নজরে জেলের ঢোকা, বাইরের ফুটেজ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.