West Bengal News Live: ১০০ দিনের কাজ থেকে আবাসে দুর্নীতি, কোনও চোরকে ছাড়া হবে না, হুঁশিয়ারি শুভেন্দুর

West Bengal News Live : জেনে নিন জেলা থেকে জেলার সবথেকে গুরুত্বপূর্ণ খবর একনজরে ।

ABP Ananda Last Updated: 16 Jan 2023 08:44 AM
WB News Live : আজ পুরুলিয়ার ঝালদা পুরসভায় চেয়ারম্যান নির্বাচন

হাইকোর্টের নির্দেশে আজ পুরুলিয়ার ঝালদা পুরসভায় চেয়ারম্যান নির্বাচন হচ্ছে। গতকাল রাত থেকেই পুরসভার ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। পুরসভা চত্বর ও আশপাশের এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে

WB News Live : 'ওঁর মতো অভিজ্ঞ, বিদ্বানের কথা মানে আদেশ', অমর্ত্য-মন্তব্যে প্রতিক্রিয়া মমতার

দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মত প্রকাশ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ওঁর মতো অভিজ্ঞ, বিদ্বানের কথা মানে আদেশ। প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী পদের কর্মখালি নেই! ফের ক্ষমতায় আসবেন মোদিই। অমর্ত্য সেনের সমালোচনা করে এই মন্তব্য করেছে বিজেপি।

WB News Live : মন্ত্রীর সামনে বিজেপি নেতাকে চড়, এখনও অধরা অভিযুক্ত তৃণমূল কর্মী

দত্তপুকুরে দিদির দূত মন্ত্রীর সামনে বিজেপি নেতাকে চড়। এখনও অধরা অভিযুক্ত তৃণমূল কর্মী। জামিনযোগ্য ধারায় মামলা পুলিশের। গ্রেফতার না হলে পথে নামার হুমকি বিজেপির।

WB News Live : মধ্যমগ্রামে ছিনতাইয়ে নাম জড়াল তৃণমূল নেতার!

মধ্যমগ্রামে ছিনতাইয়ে নাম জড়াল তৃণমূল নেতার! এক পরিবহণ ব্যবসায়ীর অভিযোগ, রাস্তায় তাঁর বাইক দাঁড় করিয়ে নগদ এক লক্ষ টাকা ও সোনার হার ছিনিয়ে নিয়েছেন তৃণমূলের বুথ সভাপতি। অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেনঅঞ্চল সভাপতি। 

WB News Live : দেগঙ্গায় বেআইনি মাটি ব্য়বসার প্রতিবাদ করায় যুবককে 'হুমকি'

দেগঙ্গায় বেআইনি মাটি ব্য়বসার প্রতিবাদ করায় যুবককে হুমকির অভিযোগ উঠল পঞ্চায়েতের তৃণমূল সদস্য়ের বিরুদ্ধে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। অভিযোগকারীর দাবি, তিনি নিজেও তৃণমূল কর্মী। তৃণমূলের অন্দরে এই কোন্দল নিয়ে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি।

WB News Live : দিদির সুরক্ষাকবচ কর্মসূচি ঘিরে ক্যানিং পশ্চিমে প্রকাশ্যে চলে এল তৃণমূলের দুই পক্ষের কোন্দল

 দিদির সুরক্ষাকবচ কর্মসূচি ঘিরে ক্যানিং পশ্চিমে প্রকাশ্যে চলে এল তৃণমূলের দুই পক্ষের কোন্দল। ঘটনা ঘিরে তুঙ্গে উঠল তৃণমূল বিধায়ক ও ব্লক সভাপতির বাগযুদ্ধ। দলীয় অন্তর্কলহের জেরে গোপালপুর গ্রাম পঞ্চায়েতে ভেস্তে গেল কর্মসূচি। তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

West Bengal News Live Updates: রাজ্যে ফের চিকেন পক্স আক্রান্তের মৃত্যু

রাজ্যে ফের চিকেন পক্স আক্রান্তের মৃত্যু। বেলেঘাটা আইডি-তে মৃত্যু সাঁতরাগাছির বাসিন্দার। এক মাসে বেলেঘাটা আইডি-তে চিকেন পক্সে ৬ জনের মৃত্যু। ১২ জানুয়ারি চিকেনপক্সের সঙ্গে এনসেফ্যালোপ্যাথি, প্রবল শ্বাসকষ্ট নিয়ে ভর্তি। অবস্থা সঙ্কটজনক হওয়ায় ১২ তারিখই দেওয়া হয় সিসিইউ-তে, আজ সকালে মৃত্যু

WB News Live Updates: চড়ে সরব বিরোধীরা

দত্তপুকুরে দিদির দূতকে অভিযোগ জানাতে গিয়ে, তৃণমূলকর্মীর হাতে সপাটে চড় খেয়েছেন বিজেপি নেতা। এই ঘটনা ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে, বিরোধী বলেই কি এই আচরণ? যাঁর উপস্থিতিতে শনিবার এই ঘটনা ঘটে, সেই খাদ্য়মন্ত্রী অবশ্য় এই ঘটনার নেপথ্য়ে অন্য় তত্ত্ব খাড়া করেছেন।

West Bengal News Live Updates: স্নান শুরু সাগরে

মনোস্কামনা পূরণের আশায় গঙ্গাসাগরে ডুব দিলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী৷ সাগরের জল স্পর্শ করে, কপিল মুনির আশীর্বাদ নিয়ে বুক বাঁধলেন মোক্ষলাভের আশায়৷ পুণ্যস্নান নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন। প্রশাসনের হিসেব অনুযায়ী, আজ দুপুর ৩ টে পর্যন্ত ৩৯ লক্ষ পুণ্যার্থী এসেছেন সাগবে।

WB News Live Updates: রাজ্যে ফের চিকেন পক্সে মৃত্যু

রাজ্যে ফের চিকেন পক্সে মৃত্যু । বেলেঘাটা আইডি-তে মৃত্যু সাঁতরাগাছির বাসিন্দার। এক মাসে বেলেঘাটা আইডি-তে চিকেন পক্সের ৬ জনের মৃত্যু। ১২ জানুয়ারি চিকেনপক্সের সঙ্গে এনসেফ্যালোপ্যাথি, প্রবল শ্বাসকষ্ট নিয়ে ভর্তি। অবস্থা সঙ্কটজনক হওয়ায় ১২ তারিখই দেওয়া হয় সিসিইউ-তে, আজ সকালে মৃত্যু। 

West Bengal News Live Updates: ১০০ দিনের কাজ থেকে আবাসে দুর্নীতি, কোনও চোরকে ছাড়া হবে না, হুঁশিয়ারি শুভেন্দুর

১০০ দিনের কাজ থেকে আবাসে দুর্নীতি, কোনও চোরকে ছাড়া হবে না, হুঁশিয়ারি শুভেন্দুর। 'আবাস যোজনায় দুই জেলায় তদন্ত হয়েছে, আরও ১০টি জেলায় আসবে কেন্দ্রীয় দল। কোভিডের সময় রাজ্যে ৯ কোটি ৫৬ লক্ষ কেজি চাল চুরি হয়েছে। মিড ডে মিলের তদন্ত শুরু হয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছেন, তদন্তকারী দল পাঠিয়েছি, এবার অডিট টিম পাঠাব', শ্যামনগরের সভা থেকে তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর

WB News Live Updates: পঞ্চায়েত ভোটের আগে মালদায় তৃণমূলে ভাঙন

পঞ্চায়েত ভোটের আগে মালদায় তৃণমূলে ভাঙন। কালিয়াচক ২নম্বর ব্লকের একাধিক তৃণমূল নেতা কংগ্রেসে। তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন ৫০০ পরিবার, দাবি কংগ্রেসের । তৃণমূল ছেড়েই মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে বেইমান আক্রমণ দলত্যাগীদের । দলত্যাগীদের অভিযোগে গুরুত্ব দিতে নারাজ সাবিনা ইয়াসমিন 

West Bengal News Live Updates: সেলিমকে আমন্ত্রণ অধীরের

বাংলায় ভারত জোড়ো যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে সিপিএমকে আমন্ত্রণ করল কংগ্রেস। ইতিমধ্যে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তবে সিপিএমকে আমন্ত্রণ জানালেও, কংগ্রেসের আমন্ত্রিতদের তালিকায় নেই তৃণমূল! যদিও বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসকদল। 

WB News Live Updates: মমতার প্রশংসায় অমর্ত্য সেন

দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে মমতার। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য অমর্ত্য সেনের। আঞ্চলিক দলগুলি গুরুত্বপূর্ণ হবে বলেও মত।

West Bengal News Live Updates: 'কামড়াতে এলে মাথাটা ছেঁচে দেব', হুমকি রানাঘাটের বিজেপি বিধায়কের

পঞ্চায়েত ভোটের আগে বোমার বদলে বোমা, গুলির বদলে গুলির হুঙ্কার! হরিণঘাটার জনসভা থেকে বেলাগাম হুঁশিয়ারি বিজেপি বিধায়ক অসীম সরকারের। 'আমাদের ভোটারদের ভয় দেখালে ও ১টা বোমা ফাটালে আমরা ১০টা ফাটাব। ওরা ১টা গুলি মারলে আমরা ১০টা গুলি মারার ক্ষমতা অর্জন করব', এবার তোমরা কামড়াতে এলে মাথাটা ছেঁচে দেব, হুমকি রানাঘাটের বিজেপি বিধায়কের। 

WB News Live Updates: বিচারপতির বাড়ির সামনে পোস্টার, প্রায় ৬দিন পরেও দুষ্কৃতীরা অধরা!

বিচারপতির বাড়ির সামনে পোস্টার, প্রায় ৬দিন পরেও দুষ্কৃতীরা অধরা! বিচারপতির দুয়ারে সন্ত্রাস, গণতন্ত্রের দীর্ঘশ্বাস স্লোগান তুলে পথে আইনজীবী-চিকিৎসক-অভিনেতারা।  সিটিজেন্স এমপাওয়ারমেন্ট ফোরামের নামে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ঢুকতে বাধা, বাড়ির সামনে পোস্টারের প্রতিবাদে পথে বিশিষ্টরা।

West Bengal News Live Updates: সোমবার কালা দিবস পালন নিয়ে দ্বিধাবিভক্ত রাজ্য বার কাউন্সিল

সোমবার কালা দিবস পালন নিয়ে দ্বিধাবিভক্ত রাজ্য বার কাউন্সিল। হাইকোর্টে বিশৃঙ্খলার ঘটনায় আদালত অবমাননার রুল জারি করেন বিচারপতি মান্থা। 'আইনজীবীরা কেন প্রতিবাদ করতে পারবেন না?আইনজীবীদের বক্তব্য় না শুনে কেন রুল জারি হবে?' প্রশ্ন তুলে সোমবার কালা দিবস পালনের সিদ্ধান্ত ঘোষণা করে রাজ্য় বার কাউন্সিল

WB News Live Updates: বাকচায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের

কয়লা বোঝাই লরির ধাক্কায় ময়নার বাকচায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের। প্রতিবাদে ঘাতক লরিতে আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা। ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রের নাম জয়দেব মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে মির্জানগর হাই স্কুলের সামনে একটি কয়লা বোঝায় ট্রাক তাকে ধাক্কা মারে|ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ময়না থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন |  আটক ঘাতক লরির চালক ও খালাসি।

West Bengal News Live Updates: হাওড়া স্টেশনের বাসস্ট্যান্ডে দুর্ঘটনা, আহত ২

হাওড়া স্টেশনের বাসস্ট্যান্ডে দুর্ঘটনা, আহত ২। নিয়ন্ত্রণ হারিয়ে শিয়ালদা-হাওড়া ময়দান রুটের বাসের ধাক্কা। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ২টি বাসে ধাক্কা, আহত ২ 

WB News Live Updates: সিউড়িতে বিজেপির সভায় হামলা

সিউড়িতে বিজেপির সভায় হামলা। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর জখম বিজেপির সিউড়ি শহর সভাপতি। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের

West Bengal News Live Updates: 'মানুষের সমস্যার কথা ধৈর্য ধরে শুনতে হবে', মন্তব্য লাভলির

মানুষের সমস্যার কথা ধৈর্য ধরে শুনতে হবে। ১০০ শতাংশ কাজ করা যায় না। আমাকেও অভাব-অভিযোগ শুনতে হচ্ছে। বাকি কাজ করার চেষ্টা করতে হবে। সোনারপুরের পোলঘাট এলাকায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচির প্রচারে গিয়ে এমনই মম্তব্য করলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। দিদির দূত কর্মসূচিতে গিয়ে বাঁকুড়ায় তৃণমূলের তারকা-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায় ও রামপুরহাটে তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে এই মন্তব্য করেন তৃণমূলের তারকা-বিধায়ক। 

Didir Doot Updates: শতাব্দী, কুণাল, দেবাংশু, অসিতের পর এবার বিক্ষোভের মুখে গলসির তৃণমূল বিধায়ক

শতাব্দী, কুণাল, দেবাংশু, অসিতের পর এবার বিক্ষোভের মুখে গলসির তৃণমূল বিধায়ক। পূর্ব বর্ধমানের গলসিতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে 'দিদির দূত' নেপাল ঘোড়ুই । গ্রামবাসীদের সঙ্গে দলীয় কর্মীদেরও বিক্ষোভের মুখে খোদ তৃণমূল বিধায়ক! তৃণমূল বিধায়ককে গ্রামেই ঢুকতে না দেওয়ার দাবি বিক্ষোভকারীদের

WB News Live Updates: মকর সংক্রান্তিতে এক ধাক্কায় ৫ ডিগ্রি বাড়ল তাপমাত্রা

মকর সংক্রান্তিতে এক ধাক্কায় ৫ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। জানুয়ারির মাঝপথেই কলকাতায় পারদ ২০ ডিগ্রি ছুঁইছুঁই। তবে সোমবার থেকে ফের নামবে পারদ। আগামী সপ্তাহের শেষে শীত ফিরলেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম।

Didir Doot: দিদির দূত কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন জুন মালিয়া

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে দিদির দূত কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক জুন মালিয়া। এদিন পটাশপুরের কাজি পাটনা গ্রামে যান জুন। গ্রামে ঢুকতেই রাস্তাঘাট নিয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস দেন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া। 

West Bengal News Live Updates: দিদির সুরক্ষাকবচের প্রচারে মন্ত্রীর সামনেই আক্রান্ত হলেন অভিযোগকারী

দিদির সুরক্ষাকবচের প্রচারে মন্ত্রীর সামনেই আক্রান্ত হলেন অভিযোগকারী। এদিন দত্তপুকুরের ইছাপুর-নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সাউবনা এলাকায় দিদির দূত কর্মসূচিতে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কাছে খারাপ রাস্তা নিয়ে অভিযোগ জানাতেই বিজেপির মণ্ডল সভাপতি সাগর বিশ্বাসকে প্রথমে ঘাড়ধাক্কা, তারপর সপাটে চড় কষান স্থানীয় তৃণমূল কর্মী শিবম রায়। পরে আক্রান্ত বিজেপি নেতার পিঠ চাপড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন খাদ্যমন্ত্রী। ব্যক্তিগত সমস্যার জেরে এই ঘটনা বলে সাফাই রথীন ঘোষের। 

WB News Live : বীরভূমে দিদির দূত কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে একের পর এক তৃণমূল সাংসদ-বিধায়ক

অনুব্রতহীন বীরভূমে দিদির দূত কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে একের পর এক তৃণমূল সাংসদ-বিধায়ক। শতাব্দী রায়, অসিত মাল, অভিজিৎ রায়ের পর এবার বিধানচন্দ্র মাঝি। এদিন সুরক্ষাকবচ কর্মসূচির প্রচারে গিয়ে সিয়ান মুলুক গ্রাম পঞ্চায়েতের সেমায়েত বেলুগ্রামে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন নানুরের তৃণমূল বিধায়ক। 

WB News Live : কলেজে তৃণমূল কাউন্সিলরের ছেলের আইবুড়ো ভাতের অনুষ্ঠান!

কলেজে তৃণমূল কাউন্সিলরের ছেলের আইবুড়ো ভাতের অনুষ্ঠান! একটি ভাইরাল ভিডিও ঘিরে এমনই অভিযোগ উঠেছে হুগলির তারকেশ্বরে। ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

WB News Live : একঘণ্টা বন্ধ থাকল হাওড়া থেকে গঙ্গাসাগরগামী বাস পরিষেবা

ঘন কুয়াশার কারণে একঘণ্টা বন্ধ থাকল হাওড়া থেকে গঙ্গাসাগরগামী বাস পরিষেবা। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত হাওড়া স্টেশন লাগোয়া বাস স্ট্যান্ড থেকে বাস পরিষেবা বন্ধ রাখা হয়। কুয়াশা কাটলে ফের শুরু হয় বাস চলাচল। 

WB News Live : হাওড়ার শিবপুরে জুটমিল কর্মীকে খুনের অভিযোগ

বেপরোয়াভাবে টোটো চালানো নিয়ে বচসার জেরে, হাওড়ার শিবপুরে জুটমিল কর্মীকে খুনের অভিযোগ উঠল চালকের বিরুদ্ধে। মৃতের নাম অবোধকিশোর ওঝা।

Kolkata News Live : একঘণ্টা বন্ধ থাকল হাওড়া থেকে গঙ্গাসাগরগামী বাস পরিষেবা

ঘন কুয়াশার কারণে একঘণ্টা বন্ধ থাকল হাওড়া থেকে গঙ্গাসাগরগামী বাস পরিষেবা। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত হাওড়া স্টেশন লাগোয়া বাস স্ট্যান্ড থেকে বাস পরিষেবা বন্ধ রাখা হয়। কুয়াশা কাটলে ফের শুরু হয় বাস চলাচল। 

WB News Live : স্নান শুরু গঙ্গাসাগরে

নানা বয়সের নানা মুখ, নানা ভাষা। 
পুণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্ত, সন্ন্যাসী, দেশি-বিদেশি অতিথি। সব মিলে মিশে একাকার হয়ে গেছে এই ভারতের মহামানবের সাগরতীরে। যে এক টুকরো ভারত। 

WB News Live : মিড মে মিল পর্যালোচনায় রাজ্যে আসছে কেন্দ্রীয় দল

আবাস যোজনার পর এবার মিড মে মিল। পর্যালোচনায় রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। বাংলাকে বিব্রত করার চেষ্টা, অভিযোগ তৃণমূলের। সর্বত্র দুর্নীতি, তদন্ত হবেই, পাল্টা বিজেপি।

WB Gangasagar Update : ঘন কুয়াশার জেরে পথ দুর্ঘটনায় জখম হলেন ৫ সাগরযাত্রী

ঘন কুয়াশার জেরে পথ দুর্ঘটনায় জখম হলেন ৫ সাগরযাত্রী। আজ ভোরে দুর্ঘটনাটি ঘটে সাগরের জোড়ামন্দির এলাকায়। আহতদের সাগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ জনের অবস্থা
আশঙ্কাজনক। 

WB News Live : এবার দিদির দূতে সপাটে চড়!

দিদির দূত কর্মসূচিতে আক্রান্ত অভিযোগকারী। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সামনেই অভিযোগকারীকে সপাটে চড় কষান এক তৃণমূল কর্মী।

West Bengal News Live : আজ ও কাল মকর সংক্রান্তির পুণ্যস্নান

আজ ও কাল মকর সংক্রান্তির পুণ্যস্নান। ভিনরাজ্য ছাড়াও দূর দূরান্তের জেলা থেকে এখনও গঙ্গাসাগরে আসছেন পুণ্যার্থীরা। এর মধ্যেই ঘন কুয়াশার কারণে সাগরের কচুবেড়িয়ার লট এইট থেকে বন্ধ লঞ্চ ও ভেসেল পরিষেবা।

WB News Live : ভারত জোড়ো যাত্রায় সিপিএমকে আমন্ত্রণ নিয়ে দিলীপের কটাক্ষ

' বাম-কংগ্রেস পুরনো সঙ্গী। নির্বাচনের আগে হয়তো জোট বাঁধবেন। তাই আগেই যদি একসঙ্গে হাঁটেন, তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে।'  ভারত জোড়ো যাত্রায় সিপিএমকে আমন্ত্রণ জানিয়ে অধীর চৌধুরীর চিঠি প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের। 

WB News Live : কলেজের ক্যাম্পাসেই বসল তৃণমূল কাউন্সিলরের ছেলের আইবুড়ো ভাতের আসর

হুগলির তারকেশ্বর ডিগ্রি কলেজের ক্যাম্পাসেই বসল তৃণমূল কাউন্সিলরের ছেলের আইবুড়ো ভাতের আসর। দলেরই একাংশ ছবি ভাইরাল করেছে বলে কাউন্সিলর দাবি করায়, ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল।

WB News Live : ১১৯. দক্ষিণেশ্বরে শ্যুটআউট, গুলিবিদ্ধ সিভিক ভলান্টিয়ার

১১৯. দক্ষিণেশ্বরে শ্যুটআউট, গুলিবিদ্ধ সিভিক ভলান্টিয়ার। 
দক্ষিণেশ্বরে হোটেলে তল্লাশির সময় পুলিশকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। গুলি লাগে সিভিক ভলান্টিয়ারের পায়ে।  
রহড়ার ডাকাতির কিনারা করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি। গ্রেফতার ৩, উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র। 

WB News Live : মকর সংক্রান্তিতে এক ধাক্কায় ৫ ডিগ্রি বাড়ল তাপমাত্রা

মকর সংক্রান্তিতে এক ধাক্কায় ৫ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। কয়েকদিন ধরেই কুয়াশায় কারণে সকালে সূর্যের দেখা মিলছে না। বেলা গড়ানোর পর রোদ উঠছে। এর মধ্যেই পরপর পশ্চিমী ঝঞ্ঝার
জেরে ফের ঊর্ধ্বমুখী হয়েছে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

WB News Live : আমরা সাহস জোগানোয় মানুষ মুখ খুলতে শুরু করেছে : দিলীপ

মানুষ দুর্নীতির কথা জানলেও, ভয়ে বলত না। আমরা সাহস জোগানোয় মানুষ মুখ খুলতে শুরু করেছে। হিসেব চাইছে। দিদির দূত কর্মসূচিতে কুণাল ঘোষ-সহ তৃণমূল নেতাদের ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের। 

WB News Live : আজ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মতিথি

আজ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মতিথি। সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটেয় সকালে মঙ্গলারতি দিয়ে সূচনা হয়। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে যুগপুরুষকে। দিনভর চলবে বিশেষ পুজো।

WB News Live : লঞ্চ না ছাড়ায় বিপাকে পড়লেন গঙ্গাসাগরগামী যাত্রীরা

কুয়াশার কারণে মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ না ছাড়ায় বিপাকে পড়লেন গঙ্গাসাগরগামী যাত্রীরা। বিভিন্ন রাজ্য, দূর দূরান্তের জেলা থেকে এসেছেন পুণ্যার্থীরা। অনলাইনে টিকিট কেটে বেসরকারি সংস্থার জলযানে এদিন গঙ্গাসাগর যাওয়ার কথা ছিল। ভোর থেকে মিলেনিয়াম পার্কে ভিড় করেন পুণ্যার্থীরা। তাঁদের অভিযোগ, কুয়াশার কারণে লঞ্চ ছাড়বে না বলে মেসেজ পাঠানো হয়।

WB News Live : বাংলায় ভারত জোড়ো যাত্রায় এবার বামেদের আমন্ত্রণ জানালেন অধীর চৌধুরী

বাংলায় ভারত জোড়ো যাত্রায় এবার বামেদের আমন্ত্রণ জানালেন অধীর চৌধুরী। ২৩ জানুয়ারি, কার্শিয়ঙে শেষ হবে এই পদযাত্রা। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এ রাজ্যের সব বিজেপি বিরোধী রাজনৈতিক দলের কাছে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

প্রেক্ষাপট

১। দক্ষিণেশ্বরে শ্যুটআউট, গুলিবিদ্ধ সিভিক ভলান্টিয়ার। ডাকাতির কিনারা করতে গিয়ে দুষ্কৃতীদের গুলির মুখে পুলিশ। গ্রেফতার ৩, উদ্ধার আগ্নেয়াস্ত্র।


২। শ্যুটআউট এবার পুরুলিয়ায়। বান্দোয়ানে ডিওয়াইএফআই নেতাকে গুলি। গ্রেফতার ৩, উদ্ধার আগ্নেয়াস্ত্র। অভিযুক্ত তৃণমূল। অস্বীকার শাসক দলের।


৩। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিক্ষোভে আদালত অবমাননার রুল জারি। শুনানির জন্য ৩ বিচারপতির বেঞ্চ গঠন প্রধান বিচারপতির।


৪। বিক্ষোভ উঠলেও কার্যত অচল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস। অধিকাংশ মামলায় অনুপস্থিত সরকারি আইনজীবীরা। কারণ জানা নেই, বললেন এজি।


৫। রাজ্যে আসছে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তিন সদস্য। কেন রাজ্যের সদস্য নেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে ? এক্তিয়ার নিয়ে প্রশ্ন রাজ্য বার কাউন্সিলের। 


৬। আবাস যোজনার পর সকুলশিক্ষা। রাজ্যে কীভাবে কাজ করছে মিড ডে মিল প্রকল্প ? জানুয়ারিতেই রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। রাজ্যকে জানাল কেন্দ্র।


৭। টেটে মাথাপিছু ১ লক্ষ, সংগঠক শিক্ষকে ৫০ হাজার, আপার প্রাইমারিতে ২ লক্ষ টাকা। রশিদে সই হুগলির যুব তৃণমূল নেতা কুন্তলের। দাবি মানিক ঘনিষ্ঠ তাপসের।


৮। জেলায় জেলায় বিক্ষোভের মুখে দিদির দূতেরা।


৯। দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে রামপুরহাটে মধ্যাহ্নভোজে বসেও উঠে গেলেন তৃণমূল সাংসদ ও বিধায়ক। আগেই খেয়েছি, সাফাই শতাব্দীর। গরিবের খাবার রোচে না, কটাক্ষ বিজেপির।


১০ । আগামী সপ্তাহের শুরুতে কলকাতার আয়কর অফিসে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ককে তলব। উদ্ধার ১১ কোটির উৎস জানতে ৫ বছরের আয়ের নথি, ব্যাঙ্ক স্টেটমেন্ট আনতে নির্দেশ। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.