West Bengal News Live: বীরভূমের প্রবল বৃষ্টি, গাছ ভেঙে বিপর্যস্ত ট্রেন চলাচল

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের চটজলদি আপডেট

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 May 2022 11:17 PM
WB News Live Updates: জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের অনুষ্ঠানে অনুপস্থিত একাধিক মন্ত্রী, বিরক্তি প্রকাশ সিদ্দিকুল্লার

জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের অনুষ্ঠানে অনুপস্থিত একাধিক মন্ত্রী। আর তা নিয়ে কার্যত বিরক্তি প্রকাশ করলেন দফতরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। মন্ত্রীর দাবি নেতাজি ইন্ডোরে কলকাতা জেলা বইমেলায় আমন্ত্রণ জানানো হয় মন্ত্রী অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, সুজিত বসু, মানস ভুঁইয়া ও জাভেদ খানকে। সংশ্লিষ্ট দফতরের সচিবের সঙ্গে কথা বলে আমন্ত্রণপত্রে তাঁদের নাম রাখা হয়। একমাত্র মানস ভুঁইয়া অনুষ্ঠানে আসেন। অন্য কাজে ব্যস্ত থাকায় শিক্ষামন্ত্রী আসতে পারেননি বলে জানান সিদ্দিকুল্লা। অন্যান্য মন্ত্রীরা কিছু জানাননি। 

West Bengal News Live: বীরভূমের প্রবল বৃষ্টি, গাছ ভেঙে বিপর্যস্ত ট্রেন চলাচল

বীরভূমের প্রবল বৃষ্টি, গাছ ভেঙে বিপর্যস্ত ট্রেন চলাচল। রেল লাইনে গাছ পড়ে দুবরাজপুর, সিউড়িতে লোকাল ট্রেন বন্ধ। দুবরাজপুর স্টেশনের আগে দাঁড়িয়ে আছে সাঁইথিয়া-অন্ডাল লোকাল। সিউড়িতে দাঁড়িয়ে আছে অন্ডাল-সাঁইথিয়াগামী লোকাল

WB News Live Updates: ছুটির মধ্যেই হাজারের বেশি শিক্ষক বদলি, ৫টি কর্মদিবসের মধ্যে ছাড়তে হবে আবেদনপ্রার্থীকে

ছুটির মধ্যেই হাজারের বেশি শিক্ষক বদলি। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে আবেদনের ভিত্তিতে বদলি। ৫টি কর্মদিবসের মধ্যে স্কুল থেকে ছাড়তে হবে আবেদন প্রার্থীকে। তারপরে ৩দিনের মধ্যে যোগ দিতে হবে নতুন স্কুলে। একদিনে হাজারের বেশি শিক্ষক বদলিতে নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। ছুটির মধ্যে এত তাড়াতাড়ি বদলি কেন ? প্রশ্ন শিক্ষক সংগঠনের একাংশের। যা হয়েছে সব নিয়ম মেনে, পাল্টা দাবি মধ্যশিক্ষা পর্ষদের : সূত্র।

West Bengal News Live: "তেলঙ্গানাকে বাংলা করতে চান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও", হায়দরাবাদের জনসভায় মন্তব্য শাহের

হায়দরাবাদের সভাতেও অমিত শাহের মুখে বাংলায় ‘হিংসা’ । "তেলঙ্গানাকেও বাংলা করতে চান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। দিনেদুপুরে বিজেপি নেতাদের খুন করা হচ্ছে । এখনই এই চেষ্টা বন্ধ করতে হবে। বিজেপি কর্মীর খুনিদের কঠোর শাস্তি দেওয়া হবে।" হায়দরাবাদের জনসভা থেকে হুঙ্কার অমিত শাহের।

WB News Live Updates: "বিজেপি নিজের পিঠ বাঁচাতে বিপ্লব দেবকে সরিয়েছে", কটাক্ষ অধীরের

ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে বিপ্লব দেবের ইস্তফা। এনিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এই ইস্যুতে এবার বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। "বিজেপি নিজের পিঠ বাঁচাতে বিপ্লব দেবকে সরিয়েছে", বলে মন্তব্য করেন তিনি।

West Bengal News Live: "আমিই মেরেছি", বহরমপুরে ছাত্রী খুনের কথা কবুল সুশান্তর

বহরমপুরে ছাত্রী খুনের কথা কবুল সুশান্তর। আমিই মেরেছি, বহরমপুর আদালতে পেশের সময় কবুল। আইন যা সাজা দেবে, তা মানতে রাজি বলে মন্তব্য। সুতপার পরিবারের বিরুদ্ধে পাল্টা উত্যক্ত করার অভিযোগ।

WB News Live Updates: প্রায় ৬৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত 'মাটির স্টেডিয়াম'-এর উদ্বোধন হল আলিপুরদুয়ার-২ নম্বর ব্লকে

প্রায় ৬৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত 'মাটির স্টেডিয়াম'-এর উদ্বোধন হল আলিপুরদুয়ার-২ নম্বর ব্লকে। জেলায় আরও দুটি স্টেডিয়াম উদ্ভোদনের অপেক্ষায় রয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। 

West Bengal News Live: অস্ত্র-সহ দুষ্কৃতী গ্রেফতার, তৃণমূল বিধায়কের সঙ্গে ছবি ভাইরাল

অস্ত্র-সহ দুষ্কৃতী গ্রেফতার, তৃণমূল বিধায়কের সঙ্গে ছবি ভাইরাল। ১০ মে রায়না থানার পুলিশের হাতে গ্রেফতার দুষ্কৃতী গ্রেফতার। বিধায়কের সঙ্গে একই মঞ্চে দুষ্কৃতীর ভাইরাল ছবি ঘিরে তোলপাড়। ‘ধৃত দুষ্কৃতী খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন্দ্রচন্দ্র বাগের ঘনিষ্ঠ’। দুষ্কৃতীর সঙ্গে তৃণমূল বিধায়কের ছবি দেখিয়ে দাবি বিজেপির। "তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের ছবি, কিন্তু অভিযুক্তকে চিনি না’। কখন আমার পাশে এসেছিল, জানি না" দাবি তৃণমূল বিধায়কের।

WB News Live Updates: বউবাজারে ফাটল-বিপর্যয়ের ঘটনায় মেট্রোর জিএমের সঙ্গে সাক্ষাৎ বিজেপির তিন কাউন্সিলরের

বউবাজারে ফাটল-বিপর্যয়ের ঘটনায় মেট্রোর জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করলেন বিজেপির তিন কাউন্সিলর। ফাটল-বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন তাঁরা। এদিন মেট্রো ভবনে গিয়ে জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করেন বিজেপির তিন কাউন্সিলর সজল ঘোষ, মীনাদেবী পুরোহিত ও বিজয় ওঝা।

West Bengal News Live: জিটিএ ভোটের আগে সমস্যার সমাধান চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিমল গুরঙ্গের

জিটিএ ভোটের আগে সমস্যার সমাধান চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিমল গুরঙ্গের। ২০১১ সালের চুক্তি কার্যকর করার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি। 
তৃণমূলের সঙ্গে থাকার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

WB News Live Updates: ইস্তফা বিপ্লব দেবের, তীব্র কটাক্ষ তৃণমূলের

হঠাত্‍ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা বিপ্লব দেবের। যা নিয়ে বিপ্লব দেব এবং বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে ট্যুইটে লেখা হয়েছে, হাজার হাজার ত্রিপুরাবাসীকে পরিষেবা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রীকে গুডবাই। অনেক ক্ষতি হয়েছে ত্রিপুরার। বিপ্লব দেবের অদক্ষতার জন্য বিজেপির শীর্ষ নেতৃত্ব যথেষ্ট হতাশ ছিল। ত্রিপুরায় তৃণমূল পদার্পণ করতেই, চিন্তায় রয়েছে বিজেপি। পরিবর্তন অনিবার্য।

West Bengal News Live: কলকাতায় উদ্ধার ৪২ লক্ষেরও বেশি মূল্যের বিদেশি সোনা, ২ পাচারকারী আটক

কলকাতায় উদ্ধার ৪২ লক্ষেরও বেশি মূল্যের বিদেশি সোনা। ২ পাচারকারীকে আটক করেছে বারাসাত শুল্ক দফতর। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাম মন্দির এলাকায় অভিযান চালান শুল্ক দফতরের আধিকারিকরা। সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছে রাবার ব্যান্ডে আটকানো কাগজের মোড়কে মেলে প্রায় ৮১৬ গ্রাম ওজনের ৭টি বিদেশি সোনার বার। এই সোনা কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচার হচ্ছিল খতিয়ে দেখা হচ্ছে। 

WB News Live Updates: "বাংলা আবাস যোজনার নাম অবিলম্বে প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক", প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

বকেয়া টাকা নিয়ে প্রধানমন্ত্রীকে মুখমন্ত্রীর চিঠির পাল্টা চিঠি শুভেন্দুর। ‘বাংলা আবাস যোজনার নাম অবিলম্বে প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক’।
‘প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম দিতে রাজ্যকে বলুক কেন্দ্র’। ‘২০১৬-১৭ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৩২ লক্ষ বাড়ি’। ‘বিষয়টি যে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প তা এড়িয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী’। মুখ্যমন্ত্রীর দাবি বিবেচনা না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ শুভেন্দুর। কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ বিরোধী দলনেতার। প্রকল্পের টাকাকে রাজনৈতিকভাবে ব্যবহারেরও অভিযোগ।

West Bengal News Live: ভোটের পর ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু, তালিকা তৈরি ভূপতিনগর-পটাশপুর থানায় 

ভোটের পর ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু। হাইকোর্টের নির্দেশে তালিকা তৈরি করে ফেরানোর প্রক্রিয়া শুরু। তালিকা তৈরি করে দেওয়া হল ভূপতিনগর-পটাশপুর থানায় 

WB News Live Updates: সম্পর্কে ফিরতে না চাওয়ায় প্রেমিকার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ যুবকের বিরুদ্ধে

সম্পর্কে ফিরতে না চাওয়ায়, প্রেমিকার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। পাণ্ডবেশ্বরের ঘটনা। বোমাবাজিতে আহত প্রেমিকার আত্মীয়-সহ ৪। পরিবারের দাবি, সম্প্রতি সম্পর্ক থেকে সরে আসেন তরুণী। অভিযোগ, তারপর থেকেই তাঁকে হুমকি দিচ্ছিলেন প্রেমিক। প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ৫ মে, পাণ্ডবেশ্বর থানায় দু’ পক্ষকে ডেকে পাঠিয়ে বোঝানো হয়। অভিযোগ, এর মধ্যেই গতকাল সন্ধেয় প্রেমিকার বাড়ির সামনে বোমা ছুড়ে পালিয়ে যায় ওই যুবক। থানায় এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

West Bengal News Live: রহড়ায় বোমা বিস্ফোরণে ১৭ বছরের কিশোরের মৃত্যু

রহড়া থানা এলাকায় বোমা বিস্ফোরণ। ১৭ বছরের কিশোরের মৃত্যু। আজ সকালে রহড়ার রুইয়া মধ্যপাড়া এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। কিশোরের দাদুর দাবি, এদিন সকালে রহড়া থানার পিছনে জঙ্গল থেকে একটি কৌটো বাড়িতে আনেন। সেটি নাড়াচাড়া করার সময় বিস্ফোরণ হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতাল ও পরে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। থানার পিছনে বোমা কোথা থেকে এল, খতিয়ে দেখা হচ্ছে।

WB News Live Updates: বেহালার মুচিপাড়ার কাছে নেতাজি সড়ক এলাকায় বাড়ি থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ

বেহালার মুচিপাড়ার কাছে নেতাজি সড়ক এলাকায় বাড়ি থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। সুইসাইড নোটে স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সদস্যের দায়ী করেছেন বলে পুলিশের দাবি। মৃতের পরিবারের দাবি, চারবছর আগে দেখাশোনা করে বিয়ে হয় পাপাই মান্নার। অভিযোগ, পরে ওই যুবক জানতে পারেন, বিয়েতে মত ছিল না স্ত্রীর। এই নিয়ে অশান্তি লেগেই ছিল। মাসতিনেক আগে স্ত্রী বাপের বাড়ি ফিরে যান। আজ সকালে ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বেহালা থানার পুলিশ। 

West Bengal News Live: মেয়ের শ্বশুরবাড়িতে সাংসারিক ঝামেলা মেটাতে গিয়ে বহিরাগত প্রতিবেশীর হাতে খুন হয়ে গেলেন বাবা!

মেয়ের শ্বশুরবাড়িতে সাংসারিক ঝামেলা মেটাতে গিয়ে বহিরাগত প্রতিবেশীর হাতে খুন হয়ে গেলেন বাবা! এমনই অভিযোগ উঠেছে মালদার চাঁচলের হলদিবাড়িতে। আটজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ।

WB News Live Updates: পুরসভার প্রায় ২৫ লক্ষ টাকার জলের পাইপ চুরির অভিযোগে কোন্নগর থেকে পাকড়াও ৫ দুষ্কৃতী

পুরসভার প্রায় ২৫ লক্ষ টাকার জলের পাইপ চুরির অভিযোগে কোন্নগরের জোড়াপুকুর এলাকা থেকে পাকড়াও ৫ দুষ্কৃতী। কোন্নগর পুরসভার অভিযোগ, কিছুদিন ধরেই জল প্রকল্পের পাইপ চুরি হচ্ছিল। আজ সকালে জোড়াপুকুর এলাকায় কয়েকজনকে লরিতে পাইপ তুলতে সন্দেহ হয় এলাকাবাসীর। খবর পেয়ে পুর কর্মীরা এসে দুষ্কৃতীদের হাতেনাতে ধরে ফেলেন। 

West Bengal News Live: ভোট পরবর্তী হিংসায় কাঁকুড়গাছিতে নিহত বিজেপি কর্মীর দাদার বিক্ষোভ

ভোট পরবর্তী হিংসায় কাঁকুড়গাছিতে নিহত বিজেপি কর্মীর দাদার বিক্ষোভ। সিজিও কমপ্লেক্সের বাইরে রাস্তায় বসে অভিজিত্‍ সরকারের দাদা বিশ্বজিত্‍-এর বিক্ষোভ।

WB News Live Updates: সম্পত্তি হাতাতে ২৫ হাজার টাকার চুক্তিতে সুপারি কিলার দিয়ে দাদাকে খুন করানোর অভিযোগ

সম্পত্তি হাতাতে ২৫ হাজার টাকার চুক্তিতে সুপারি কিলার দিয়ে দাদাকে খুন করানোর অভিযোগ। গ্রেফতার ভাই-সহ ২। শ্রীরামপুরের রাজ্যধরপুরের ঘটনা। পুলিশ সূত্রে খবর, পাঁচ ভাই ও এক বোনের মধ্যে একমাত্র অভিযুক্তই বিবাহিত। এক ভাইয়ের মৃত্যু হয়েছে। আরেক ভাই অসুস্থ। অভিযোগ, সেই সুযোগ নিয়ে দিল্লি রোডের ধারে কয়েকলক্ষ টাকার পারিবারিক সম্পত্তি হস্তগত করার চেষ্টা করছিল অভিযুক্ত। এর মধ্যেই তিনদিন আগে বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার হয় বড়ভাইয়ের দেহ। খুনের অভিযোগে সুপারি কিলার ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

West Bengal News Live: কসবা থেকে অপহরণের পর উদ্ধার হওয়া ব্যবসায়ী এবার প্রতারণার অভিযোগে গ্রেফতার

 কসবা থেকে অপহরণের পর উদ্ধার হওয়া ব্যবসায়ী এবার প্রতারণার অভিযোগে গ্রেফতার

WB News Live Updates: কুণাল ঘোষের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল ত্রিপুরা পুলিশ

কুণাল ঘোষের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল ত্রিপুরা পুলিশ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তোলা হয়েছে। ত্রিপুরায় পুরভোটের প্রচারে কুণাল ঘোষের বিরুদ্ধে সীতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে ত্রিপুরার ৫টি থানা একযোগে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে। ওই ঘটনায় ৫টি পৃথক মামলায় পাঁচটি আদালতে চার্জশিট জমা করেছে ত্রিপুরা পুলিশ। এর মধ্যে একটি চার্জশিটের ভিত্তিতে কুণাল ঘোষকে ৩০ মে অমরপুর আদালতে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে।  

West Bengal News Live: ভারতের মূল ভূখণ্ডে কি আগে ঢুকছে বর্ষা? মৌসুমী বায়ুর গতিপথে নজর আবহবিদদের

সময়ের আগেই বর্ষা ঢুকছে আন্দামান সাগরে। নির্ধারিত সময়ের ৭ দিন আগে ঢুকছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আগামীকালই আন্দামানে পৌঁছচ্ছে মৌসুমী বায়ু। ভারতের মূল ভূখণ্ডেও কি আগে ঢুকছে বর্ষা? মৌসুমী বায়ুর গতিপথে নজর রাখছেন আবহবিদরা। 

WB News Live Updates: বেহালার মুচিপাড়ার কাছে নেতাজি সড়ক এলাকায় বাড়ি থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ

বেহালার মুচিপাড়ার কাছে নেতাজি সড়ক এলাকায় বাড়ি থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। সুইসাইড নোটে স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সদস্যের দায়ী করেছেন বলে পুলিশের দাবি। মৃতের পরিবারের দাবি, চারবছর আগে দেখাশোনা করে বিয়ে হয় পাপাই মান্নার। অভিযোগ, পরে ওই যুবক জানতে পারেন, বিয়েতে মত ছিল না স্ত্রীর। এই নিয়ে অশান্তি লেগেই ছিল। মাসতিনেক আগে স্ত্রী বাপের বাড়ি ফিরে যান। আজ সকালে ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 

West Bengal News Live: রহড়া থানা এলাকায় বোমা বিস্ফোরণ, ১৭ বছরের কিশোরের মৃত্যু

রহড়া থানা এলাকায় বোমা বিস্ফোরণ। ১৭ বছরের কিশোরের মৃত্যু

WB News Live Updates: রহড়া থানার কাছে বোমা বিস্ফোরণ, গুরুতর জখম ১৭ বছরের কিশোর

রহড়া থানার কাছে বোমা বিস্ফোরণ। গুরুতর জখম ১৭ বছরের কিশোর। আজ সকালে রহড়ার আজমগড় এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। 

West Bengal News Live: কুমারগঞ্জে এক মহিলার অস্বাভাবিক মৃত্যু

কুমারগঞ্জে এক মহিলার অস্বাভাবিক মৃত্যু। আর সেই মৃত্যু নিয়ে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। সবেতেই রাজনীতি, পাল্টা আক্রমণ করেছে তৃণমূল।

WB News Live Updates: সম্পর্কে ফিরতে না চাওয়ায়, প্রেমিকার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে

সম্পর্কে ফিরতে না চাওয়ায়, প্রেমিকার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। পাণ্ডবেশ্বরের ঘটনা। বোমাবাজিতে আহত প্রেমিকার আত্মীয়-সহ ৪। পরিবারের দাবি, সম্প্রতি সম্পর্ক থেকে সরে আসেন তরুণী। অভিযোগ, তারপর থেকেই তাঁকে হুমকি দিচ্ছিলেন প্রেমিক। প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ৫ মে, পাণ্ডবেশ্বর থানায় দু’ পক্ষকে ডেকে পাঠিয়ে বোঝানো হয়। অভিযোগ, এর মধ্যেই গতকাল সন্ধেয় প্রেমিকার বাড়ির সামনে বোমা ছুড়ে পালিয়ে যায় ওই যুবক। থানায় এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। 

West Bengal News Live: আবাস যোজনার টাকা পেয়েও বাড়ি না করায়, তিন উপভোক্তার বিরুদ্ধে এফআইআর দায়ের বিডিওর

পাঁশকুড়ায় আবাস যোজনার টাকা পেয়েও বাড়ি না করায়, তিন উপভোক্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন বিডিও। অভিযোগ, ২০১৯-’২০ অর্থবর্ষে আবাস যোজনায় ৬০ হাজার টাকা পেয়েও বাড়ি তৈরি করেননি ওই তিনজন। দুই উপভোক্তার দাবি, শরিকি সমস্যার কারণে তাঁরা বাড়ি তৈরি করতে পারেননি। আরেক উপভোক্তা টাকা ফেরত দিয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর। বিজেপির দাবি, আবাস যোজনার জন্য তৃণমূলকে কাটমানি দিতে হচ্ছে বলেই বাড়ি তৈরি করতে পারছেন না উপভোক্তারা। অভিযোগ অস্বীকার শাসকদলের।

WB News Live Updates: কসবা থেকে অপহরণের পর উদ্ধার হওয়া ব্যবসায়ী এবার প্রতারণার অভিযোগে গ্রেফতার

কসবা থেকে অপহরণের পর উদ্ধার হওয়া ব্যবসায়ীকেই এবার প্রতারণার অভিযোগে গ্রেফতার করল কলকাতা গোয়েন্দা পুলিশ। ধৃত কুতুবউদ্দিন গাজি বসিরহাটে ইটভাটার মালিক। ২০ এপ্রিল কসবা এলাকা থেকে ওই ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ ওঠে। রাতভর তল্লাশির পর টালিগঞ্জ এলাকা ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। এরপরই ওই ব্যবসায়ীর বিরুদ্ধে রিজেন্ট পার্ক, গলফগ্রিন থানা এলাকায় প্রতারণার অভিযোগ উঠতে শুরু করে। তদন্তে নেমে দক্ষিণ কলকাতার ডি এল খান রোড থেকে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। 

West Bengal News Live: কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলের অঞ্চল সভাপতির পদ ঘিরে বিতর্ক

কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলের অঞ্চল সভাপতির পদ ঘিরে বিতর্ক। নতুন কমিটি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন অপসারিত অঞ্চল সভাপতি। যদিও এবিষয়ে ব্লক সভাপতির পাশে দাঁড়িয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। এই ইস্যুতে শাসক দলকে কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি।

WB News Live Updates: জোকায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ক্যাম্পাসে করোনার থাবা

জোকায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ক্যাম্পাসে করোনার থাবা। ৪ দিনে সংক্রমিত হয়েছেন একই বর্ষের ২৪ জন পড়ুয়া

West Bengal News Live: বাংলাদেশ থেকে ভারতে হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকা পাঠানোর অভিযোগ

বাংলাদেশ থেকে ভারতে হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকা পাঠানোর অভিযোগ। দুই ২৪ পরগনার ৯টি জায়গায় ম্যারাথন তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নেপথ্যে কি রয়েছে প্রভাবশালী যোগ? খতিয়ে দেখছে ইডি।

WB News Live Updates: বউবাজারে বিপত্তির মধ্যেই এবার ধস নামল বড়বাজারে নেতাজি সুভাষ রোডে

বউবাজারে বিপত্তির মধ্যেই এবার ধস নামল বড়বাজারে নেতাজি সুভাষ রোডে। ফেটেছে জলের পাইপও। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর। ধস মেরামতির কাজে হাত লাগিয়েছেন পুরসভার ইঞ্জিনিয়ার ও কর্মীরা।

West Bengal News Live: নদিয়ার নাকাশিপাড়ায় ভস্মীভূত কংগ্রেসের পার্টি অফিস

নদিয়ার নাকাশিপাড়ায় ভস্মীভূত কংগ্রেসের পার্টি অফিস। পুড়ে খাক একাধিক গুমটি দোকানও। পার্টি অফিসে আগুন লাগার ঘটনায়, রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছে কংগ্রেস। মানতে নারাজ তৃণমূল।

WB News Live Updates: অশনির টানে কি এবার রাজ্যে আগেই বর্ষা?

অশনির টানে কি এবার রাজ্যে আগেই বর্ষা? মৌসুমী বায়ু আন্দামান সাগরে ঢুকছে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে। কবে ঢুকবে কেরলে, সে দিকে তাকিয়ে বাংলা।

West Bengal News Live: নন্দনে ঠাঁই পেল না সায়নীর অভিনীত ছবি, সরকারি প্রেক্ষাগৃহের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল নেত্রীর

নন্দনে ঠাঁই পেল না সায়নীর অভিনীত ছবি, সরকারি প্রেক্ষাগৃহের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল নেত্রীর

প্রেক্ষাপট

মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও এসএসসি অফিস থেকে স্ক্যান করা সই দিয়ে ৩৮১ জনকে সুপারিশপত্র। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় বিস্ফোরক রিপোর্ট বাগ কমিটির।


৩৮১ জনের মধ্যে লিখিত পরীক্ষায় পাসই করতে পারেনি ২২২ জন। প্যানেল বা ওয়েটিং লিস্টে নাম না থাকা সত্বেও সুপারিশপত্র। হাইকোর্ট নিযুক্ত বাগ কমিটির রিপোর্টে বিস্ফোরক তথ্য।


কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে ভুয়ো সুপারিশপত্র দিতেন শান্তিপ্রসাদ। ‍নিয়োগপত্র তৈরি করাতেন কল্যাণময়। কল্যাণময়, শান্তিপ্রসাদদের বিরুদ্ধে এফআইআর করা যেতে পারে, সুপারিশ রিপোর্টে।


 তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমোদনে তৈরি ৫ সদস্যের এসএসসি উপদেষ্টা কমিটি বেআইনি। হাইকোর্টে জানাল বাগ কমিটি। ১৮ মে রায় ঘোষণা।


 দুর্নীতির নেপথ্যে আরও বড় মাথা, শাস্তি হোক, দাবি রাহুলের। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে, প্রতিক্রিয়া সুজনের। ভুল হলে তদন্ত হবে, মন্তব্য কুণালের।


 তৃণমূলে যোগদান করা বা না করা সময়ই বলবে। জল্পনা বাড়ালেন অর্জুন। বিজেপিতে থেকে কাজ করা যায় না, মন্তব্য বাবুলের। বিজেপিতেই আছেন, পাল্টা শমীক।


ভোট পরবর্তী সন্ত্রাস তদন্ত নরেন্দ্রপুরে হাইকোর্ট নিয়োজিত কমিটি। হারের পর প্রতিহিংসার রাজনীতি বিজেপির, আক্রমণ সুখেন্দুশেখরের। বিজেপি নেতারা সঙ্গে কেন ? প্রশ্ন সুজনের।


নন্দনে ঠাঁই পেল না সায়নীর অভিনীত ছবি। সরকারি প্রেক্ষাগৃহের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল নেত্রীর। সময় পাওয়া গেলে দেখানো হবে। জল্পনা বাড়িয়ে নন্দনের পাশে বিজেপির অঞ্জনা।


মেট্রোর কাজে বউবাজারে পরপর বাড়িতে ফাটল। ৪৮ ঘণ্টা পর অবশেষে মেট্রোর টানেলে বন্ধ জল ঢোকা। দাবি কেএমআরসিএলের। বর্ষায় ফের ঢুকবে না তো জল? তদন্তে আধিকারিকরা।


পিছোল ইস্ট-ওয়েস্ট মেট্রোর টাইমলাইন। লাগবে আরও তিন মাস। জানাল কেএমআরসিএল। কেন সাবধানতা অবলম্বন করা হয়নি ? ভুল স্বীকার করুক কেএমআরসিএল। দাবি ফিরহাদের।


দিল্লির মুন্দকায় মেট্রো স্টেশনের কাছে বহুতলে ভয়াবহ আগুন। উদ্ধার ২৭টি ঝলসানো দেহ। আর্থিক সাহায্য ঘোষণা পিএমও-র। শোকপ্রকাশ নরেন্দ্র মোদি, রাহুল, প্রিয়ঙ্কা, মমতার।


আগরতলায় মত্ত অবস্থায় হোটেল-কর্মীদের মারধরের অভিযোগ ত্রিপুরার উপ মুখ্যমন্ত্রীর ছেলের বিরুদ্ধে। ট্যুইট করে দাবি তৃণমূলের। মিথ্যা অভিযোগ, পাল্টা বিজেপি।


বাংলাদেশ থেকে রাজ্যে ৬০টি ভুয়ো কোম্পানির নামে ৩০০ কোটি টাকা পাচারের অভিযোগ। অশোকনগর, দমদম-সহ ৯ জায়গায় তল্লাশি ইডি-র। নেপথ্যে প্রভাবশালী হাত ? উত্তর খুঁজছে ইডি।


 অনলাইন পরীক্ষার দাবিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে বিক্ষোভ পড়ুয়াদের। অনলাইন, না অফলাইন? কলেজ-বিশ্ববিদ্যালয়ের ওপর সিদ্ধান্ত ছাড়ল সরকার।


অশনির টানে কি এবার রাজ্যে আগেই বর্ষা? মৌসুমী বায়ু আন্দামান সাগরে ঢুকছে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে। কবে ঢুকবে কেরলে, সে দিকে তাকিয়ে বাংলা।


আজ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে গরম। কমবে বৃষ্টি। বাড়বে আর্দ্রতাজনিতে অস্বস্তি। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। 


দামের চোটে দিশাহারা মানুষ। কলকাতায় কেজিতে চন্দ্রমুখী আলুর দাম ছাড়াল চল্লিশ টাকা। এক কেজি টোম্যাটো বিকোচ্ছে আশিতে। মুরগির মাংস তিনশ ছুঁইছুঁই। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.