West Bengal News Live : আর্থিক তছরুপ মামলায় জামিন পেলেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
আর্থিক তছরুপ মামলায় বিধাননগরের এসিজেএম কোর্টে হাজিরা দিয়ে জামিন পেলেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি। তাঁর বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধ্যক্ষ থাকাকালীন সংস্থার তহবিল তছরুপের অভিযোগ ওঠে। সংস্থার অর্থ ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। চলতি বছরের জুনে উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক নির্মল মাজির বিরুদ্ধে বিধাননগরের এসিজেএম কোর্টে মামলা দায়ের হয়। বিধায়ককে সশরীরে হাজিরার নির্দেশ দেয় আদালত। এদিন আদালতে হাজিরা দিয়ে জামিন পান নির্মল মাজি। এই মামলার পরবর্তী শুনানি হবে ২১ সেপ্টেম্বর বিধানননগরের এমপি-এমএলএ কোর্টে।
বড়বাজারে পুলিশের গাড়িতে আগুন, বিজেপি কর্মীর ছবি পোস্ট করে আক্রমণে তৃণমূল। ‘পুলিশের গাড়িতে আগুন লাগাতে দেখা যাচ্ছে বিজেপি নেতাকে। একই ব্যক্তিকে দেখা গিয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গেও। অমিত শাহ, দোষ কার উপর চাপাবেন?' প্রশ্ন তুলে ট্যুইট তৃণমূলের। এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপি সাংসদের। ‘পুলিশের গাড়িতে জল দিয়ে আগুন নেভাতে গিয়েছিলাম’, ফাঁসানোর চেষ্টার পাল্টা অভিযোগ কোচবিহারের বিজেপি যুব মোর্চা সম্পাদকের।
ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জ্বর হয়েছিল কলকাতার নগরপালের। পরীক্ষা করাতে রিপোর্টে ডেঙ্গি উঠে আসে।
পার্থ চট্টোপাধ্যায় অন্যায় করেছেন। তাই দল থেকে তাঁকে বাদ দওয়া হয়েছে। দলের মধ্যে ক্যান্সার থাকায় তা কেটে বাদ দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর পুরসভার তৃণমূলের পুরপ্রধান প্রবীর সাহার মন্তব্যের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। এই মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে বিতর্ক। প্রবীর সাহা যদিও এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
কয়লা পাচারকাণ্ডে লালা-ঘনিষ্ঠ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত। কয়লা মামলার সিবিআই চার্জশিটে এই ১৫ জনের নাম রয়েছে। সিবিআই সূত্রে দাবি, অনুপ মাঝি ওরফে লালার নির্দেশেই অভিযুক্তরা বেআইনিভাবে কয়লা তোলা ও পাচারে যুক্ত ছিল। কয়লাকাণ্ডে চার্জশিটে ৪১ জনের মধ্যে লালার নাম থাকলেও, সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকায় কয়লা ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করা যায়নি, দাবি সিবিআই সূত্রে।
আমাদের ছেলেদের মারলে আমি চুপ করে বসে থাকব না, হাতে চুড়ি পরে বসে নেই। ওরা একটা মারলে, আমরা দুটো মারব, একথা যেন মনে রাখে। গতকাল শীতলকুচিতে তৃণমূলের সভা থেকে, বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। গত রবিবার শীতলকুচিতে বিজেপির মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তোলে তৃণমূল। সেই ঘটনার প্রতিবাদে তৃণমূলের তরফে এদিন শীতলকুচিতে প্রতিবাদ মিছিল করা হয়।তৃণমূল লড়াই চাইলে আমরাও তৈরি, পাল্টা হুঁশিয়ারি বিজেপি জেলা সভাপতি ও কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়ের।
এবার শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পূর্ত দফতরের কর্মী সঞ্জিত রায় সরকারি আবাসনের বাসিন্দা ছিলেন। সূত্রের খবর, ওই আবাসন এলাকায় আরও ৮ জন ডেঙ্গিতে আক্রান্ত। গতকাল মৃত সরকারি কর্মীর বাড়িতে যান মেয়র গৌতম দেব। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি মরশুমে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় এখনও পর্যন্ত ৩০৯ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। শিলিগুড়িতে ডেঙ্গির প্রকোপ বাড়ায় আতঙ্কে বাসিন্দারা।
বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে তমলুকে তৃণমূল প্রধানকে মারধরের ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু। ঘটনায় ৯ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে তমলুক থানার পুলিশ। বিজেপির জেলা সহ সভাপতি আশিস মণ্ডলের দাবি, তাঁদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। গতকাল তমলুক টোল প্লাজার কাছে বিজেপির অবরোধ চলাকালীন আক্রান্ত হন রঘুনাথপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তারক জানা। রাস্তায় ফেলে মারা হয় কিল, চড়, ঘুসি। হাসপাতালে ভর্তি তৃণমূল প্রধান। তাঁকে দেখতে রাতে হাসপাতালে যান দুই মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, মানস ভুঁইয়া ও তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্র।
তৃণমূল পরিচালিত বিধাননগর পুরসভার বিরুদ্ধেই বিস্ফোরক দলেরই বিধায়ক। ‘বিধায়ক তহবিলের টাকা ঠিকমতো খরচ করছে না বিধাননগর পুরসভা’। বিধাননগর পুরসভার বিরুদ্ধেই দীর্ঘসূত্রিতার অভিযোগ তাপস চট্টোপাধ্যায়ের। পুরসভা টাকা নিয়ে সুদ খাটায় কিনা, জানি না, আক্রমণে রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়কের।
নিয়োগ দুর্নীতির টাকায় আরও বাড়ি, আরও সম্পত্তি! ‘৫০ কোটির পরে অর্পিতার অ্যাকাউন্টে ৫ কোটির হদিশ’। ‘২টি সংস্থার নামে অর্পিতার অ্যাকাউন্ট থেকে ৫ কোটি ট্রান্সফার’। এসএসসি নিয়োগ দুর্নীতির টাকাতেই কি কোটি কোটির সম্পত্তি?
রাতভর বৃষ্টির জেরে জল থইথই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল। জরুরি বিভাগ থেকে শুরু করে একাধিক ওয়ার্ড জলমগ্ন। সমস্যায় রোগী ও স্বাস্থ্য কর্মীরা। ইংরেজবাজার পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডেও জল জমেছে। জলমগ্ন বাজার, দোকান। রথবাড়ি সবজি বাজারে হাঁটু সমান জল। বহু দোকান খোলেনি। সবজি ভেসে যাওয়ায় আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ। বাধ্য হয়ে জলে দাঁড়িয়েই চলছে বেচাকেনা। শহরের নীচু এলাকা জলমগ্ন। বর্ষায় প্রতিবার এমন হয়। দ্রুত জল নামানোর ব্যবস্থা করা হচ্ছে, আশ্বাস ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর।
বিজেপির নবান্ন অভিযানে পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে মারধর ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় একাধিক জামিন অযোগ্য ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের। দায়ের হয়েছে দুটি আলাদা এফআইআর। ফুটেজের ভিত্তিতে চিহ্নিত করে গতকাল রাতে বেলেঘাটা, শিয়ালদা ও বাইপাস এলাকায় রাতভর তল্লাশি চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৩ জন মারধর ও একজন অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার। অন্যদিকে, নবান্ন অভিযানে আক্রান্ত কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায় হাত ভেঙে এসএসকেএম হাসপাতালে ভর্তি। তাঁকে নিগ্রহের ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে।এমজি রোডে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হয়েছে আলাদা এফআইআর।
লাল ঝান্ডা ছেড়ে এখন বিজেপিতে যোগ দিয়েছে। সিপিএমের গুন্ডারা বিজেপিতে গিয়ে এখন জয় শ্রীরাম বলছে। যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আমার সামনে যদি এরকম হামলা হত, তাহলে আমি মাথায় শ্যুট করতাম: অভিষেক।
বিজেপির নবান্ন অভিযানে আক্রান্ত এসিকে দেখতে গেলেন অভিষেক। এসএসকেএমে ভর্তি অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়। গতকাল বড়বাজারে বিজেপির নবান্ন অভিযানে আক্রান্ত এসি। বিজেপি কর্মীদের বিরুদ্ধে একা পেয়ে বেধড়ক মারধরের অভিযোগ। ফুটেজ দেখে বেলেঘাটা, শিয়ালদা, বাইপাসের ধারে রাতভর তল্লাশি। এসি দেবজিৎ চট্টোপাধ্যায়কে মারধরের ঘটনায় গ্রেফতার ৩। বড়বাজারে পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় পৃথক এফআইআর। পুলিশের গাড়িতে আগুন, গ্রেফতার ১, একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা।
কেন্দ্রের শিক্ষা নীতি থেকে আনিসকাণ্ডের প্রতিবাদে এআইডিএসও। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল।
শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজে সিবিআই। অনুব্রত ঘনিষ্ঠ মলয় পিটের কলেজে সিবিআই হানা। গরুপাচারের টাকা মলয় পিটের কলেজে লগ্নি হয়েছে? তদন্তে সিবিআই ।
নবান্ন অভিযানে ধুন্ধুমার, বিজেপিকে নিশানা মমতার । ‘পুলিশ চাইলে গুলি চালাতে পারত, কিন্তু সেটা কাম্য নয়, পুলিশ সংযতভাবে পরিস্থিতির মোকাবিলা করেছে’
নবান্ন অভিযানে ধুন্ধুমার, বিজেপিকে নিশানা মমতার । ‘পুলিশ চাইলে গুলি চালাতে পারত, কিন্তু সেটা কাম্য নয়, পুলিশ সংযতভাবে পরিস্থিতির মোকাবিলা করেছে’
' ওরা চেয়েছিল পুলিশ গুলি চালাক। আর তা থেকেই রাজনৈতিক অস্থিরতা তৈরি করে ফায়দা তোলা যাবে। পুলিশ সেই পরিস্থিতি মোকাবিলা করেছে। ' দিলীপ ঘোষকে পাল্টা সৌগত রায়ের।
বিজেপির নবান্ন অভিযান নিয়ে আসরে কেন্দ্রীয় নেতৃত্ব । সাংবিধানিক ব্যবস্থার হুঁশিয়ারি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বর। বিজেপি কর্মীদের ওপর আক্রমণ হলে সাংবিধানিক ব্যবস্থার হুঁশিয়ারি। হুঁশিয়ারি বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের। ইন্দিরা-জমানার জরুরি অবস্থার কথা স্মরণ করিয়ে আক্রমণ।
বিজেপির নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ট্যুইট অমিত মালব্যর । ‘শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর পাথরবৃষ্টি কি পুলিশ ম্যানুয়ালের এসওপি-তে আছে? গতকাল সেটাই করেছে বাংলার পুলিশ’
কয়লাকাণ্ডে লালা-ঘনিষ্ঠ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। লালার নির্দেশেই অবৈধ কয়লা খনন করে পাচার করতেন অভিযুক্তরা, দাবি সিবিআই সূত্রের।
শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত হয়ে পূর্ত দফতরের কর্মীর মৃত্যু। দু’সপ্তাহে পুর এলাকায় ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ৩০০ পার। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯।
কয়লাকাণ্ডে লালা-ঘনিষ্ঠ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। লালার নির্দেশেই অবৈধ কয়লা খনন করে পাচার করতেন অভিযুক্তরা, দাবি সিবিআই সূত্রের।
অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে সিবিআই-তলব। নজরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ডাকা হল ব্যাঙ্ক অফিসারদের। জমি রেজিস্ট্রি অফিসের আধিকারিককেও জিজ্ঞাসাবাদ।
লোক হয়নি বিজেপির নবান্ন অভিযানে, বেলুন ফুটো হয়ে গিয়েছে। বিজেপির নবান্ন অভিযান নিয়ে কটাক্ষ মমতার। ভয় পেয়েছে তৃণমূল, পাল্টা দিলীপ।
সরকারি সম্পত্তি ধ্বংসের প্রমাণ মেলেনি। আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভাঙচুরের জন্য জরিমানা দিন। নবান্ন অভিযানে সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে প্রতিক্রিয়া রাহুল সিন্হার।
বিজেপির নবান্ন অভিযানে সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ নিয়ে যোগী-মডেল মনে করালেন মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদের ট্যুইট, বাংলা যদি ভোগী অজয় বিস্তের মডেল ব্যবহার করে যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে সেই বিজেপি কর্মীদের বাড়িতে বুলডোজার পাঠাত, তাহলে কেমন হত?
তাপস রায়ের পর মদন মিত্র। ক্ষমতা ধরে রাখা নিয়ে বিতর্কিত মন্তব্য আরও এক তৃণমূল বিধায়কের। ভিডিও ভাইরাল। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, গাওস্কর খেলা না ছাড়লে বিরাট কোহলির জন্ম হত না।
পুলিশের গাড়ি পুড়ল, পুলিশ কী করছিল? চক্রান্তের তত্ত্ব তুলে প্রশ্ন দিলীপ ঘোষের। যে ভাবে গুন্ডা এনে সন্ত্রাস চালানো হয়েছে, তা কালো দিন হয়ে থাকবে। পাল্টা শান্তনু সেন।
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর কসবার সিল করা বাড়ি থেকে জাল টাকা পরীক্ষা করার যন্ত্র উদ্ধার করল সিআইডি। আগেই ব্যবসায়ীর কসবার বাড়ি সিল করে দেন সিআইডি-র গোয়েন্দারা। গতকাল তাঁরা ওই বাড়িতে তল্লাশি চালান তাঁরা। সিআইডি সূত্রে দাবি, উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।
নবান্ন অভিযানের আগে গ্রেফতারি নিয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নিশানা শুভেন্দু অধিকারীর। ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতার ট্যুইট, ভয়ে অন্ধ গেছেন বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী। প্রকাশ্যে কলকাতা হাইকোর্টের রায়কে অবজ্ঞা করছেন। বিচারপতি রাজশেখর মান্থার রায় অমান্য করে বিরোধী দলনেতাকে গ্রেফতার করা হয়েছে। সুপ্রিম কোর্টও যে রায়ে হস্তক্ষেপ করেনি।
বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে তমলুকে তৃণমূল প্রধানকে মারধরের ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু। ঘটনায় ৯ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে তমলুক থানার পুলিশ। বিজেপির জেলা সহ সভাপতি আশিস মণ্ডলের দাবি, তাঁদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
বিজেপির নবান্ন অভিযানে কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে নিগ্রহের ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ।
আমাদের ছেলেদের মারলে আমি চুপ করে বসে থাকব না, হাতে চুড়ি পরে বসে নেই। ওরা একটা মারলে, আমরা দুটো মারব, একথা যেন মনে রাখে। গতকাল শীতলকুচিতে তৃণমূলের সভা থেকে, বিজেপির উদ্দেশ্যে এমনই হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।
লুটেরা মন্তব্য বিতর্কে জুন মালিয়ার সঙ্গে বিবাদ মিটল শ্রীকান্ত মাহাতোর। সূত্রের খবর, খড়গপুরে মুখ্যমন্ত্রীর বৈঠকে, তাঁরই নির্দেশে তৃণমূলের তারকা বিধায়কের সঙ্গে করমর্দন করেন ক্রেতাসুরক্ষা প্রতিমন্ত্রী। শ্রীকান্তর দাবি, ঝামেলা আগেই মিটে গিয়েছিল। এনিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
মঙ্গলবার নিম্নচাপের কারণে আকাশ মেঘলা থাকলেও, বিজেপির নবান্ন চলো কর্মসূচি ঘিরে, রাজনীতির উত্তাপ ছিল চড়া। নবান্ন অভিযানের ভরকেন্দ্র ছিল হাওড়ার সাঁতরাগাছি। গতকাল সেখানে দিনভর চলে বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধ । বিজেপির নবান্ন অভিযান শুরুর আগেই পিটিএসের কাছে গ্রেফতার হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৫ ঘণ্টা পর ছাড়া পান তিনি।
বিজেপির নবান্ন অভিযানে লালবাজারের অদূরে মহাত্মা গান্ধী রোডে পুলিশের PCR ভ্যানে আগুন! দাউ দাউ করে জ্বলতে থাকে পুলিশের গাড়ি! ভয়ে দোকানপাট বন্ধ করে দেন আশপাশের ব্যবসায়ীরা।
বিজেপির নবান্ন অভিযান ঘিরে গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় গঙ্গার দু’পাড়! গঙ্গার পূর্ব পাড়ের কলকাতা থেকে পশ্চিম পাড়ের হাওড়া --- বিজেপির কর্মসূচি ঘিরে কার্যত যুদ্ধের সাক্ষী রইল দুই প্রাচীন শহর।
প্রেক্ষাপট
এক নজরে আজকের শিরোনাম -
১। দুর্নীতি অস্ত্রে শান, বিজেপির নবান্ন অভিযানে হাওড়া-কলকাতায় ধুন্ধুমার। বড়বাজারে জ্বলল পুলিশের গাড়ি। সাঁতরাগাছিতে ইট বৃষ্টি।২। বিজেপির মিছিল আটকাতেই রণক্ষেত্র বড়বাজার। লালবাজারের কাছে পুলিশের গাড়িতে আগুন।
৩।লালবাজারের কাছে বিজেপির তাণ্ডব, পাল্টা পুলিশের মার। মাথা ফাটল মীনাদেবীর।
৪। বিজেপির নবান্ন অভিযান ঘিরে কুরুক্ষেত্র সাঁতরাগাছি। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ। ইট-পাথর বৃষ্টি, পাল্টা জলকামান, কাঁদানে গ্যাস।
৫। সাঁতরাগাছিতে মারমুখী বিজেপি-পাল্টা পুলিশের লাঠিচার্জ। মাঝখানে বেশ কিছুক্ষণ রাস্তাতেই পড়ে থাকলেন আহত।
৬। বড়বাজারে পুলিশের গাড়িতে আগুন। ক্ষমতায় এলে কী করত, ভেবেই কেঁপে উঠছি, আক্রমণে অভিষেক। নেপথ্যে পুলিশ কিংবা তৃণমূল, দাবি শুভেন্দুর।
৭। বিজেপির অভিযান ঘিরে হাওড়া ময়দানেও তুলকালাম। আটকাতে জলকামান। গ্রেফতার সুকান্ত। হাওড়া ব্রিজ থেকেই ফিরলেন দিলীপ।
৮। সাঁতরাগাছি যাওয়ার আগেই পিটিএসের সামনে গ্রেফতার শুভেন্দু। বিজেপি সদর দফতর মুরলিধর সেন লেনের সামনে পুলিশের লাঠিচার্জ। আহত দলীয় কর্মীরা, অভিযোগ বিজেপির। পুলিশের সঙ্গে তুমুল বচসা।
৯। লোক হয়নি বিজেপির নবান্ন অভিযানে, বেলুন ফুটো হয়ে গিয়েছে। বিজেপির নবান্ন অভিযান নিয়ে কটাক্ষ মমতার। গুরুত্ব দেওয়ার দরকার নেই বলে মন্তব্য।
১০। গ্রেফতারের পরে জামিনে মুক্ত সুকান্ত-শুভেন্দু। আন্দোলনে পুলিশি অত্যাচারের অভিযোগে হাইকোর্ট বিজেপি। স্বরাষ্ট্রসচিবের রিপোর্ট তলব।
১১। বিজেপির নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র তমলুক। তৃণমূল নেতাকে ধাওয়া করে, রাস্তায় ফেলে মার! বিজেপির নবান্ন অভিযান, পুলিশের কড়াকড়ি। সাধারণ মানুষের চূড়ান্ত দুর্ভোগ। কোনা এক্সপ্রেসওয়ের আটকে থাকতে হল ক্যান্সার রোগীকেও।
১২। ৬ শর্তে পুজো অনুদানে সায় হাইকোর্টের। প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান। রাজ্যের সিদ্ধান্তে সিলমোহর আদালতের।
১৩ I কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালির পুনর্বহালে হাইকোর্টে রাজ্যের ধাক্কা। ২০২১-এর অগাস্টে নেওয়া সিদ্ধান্ত খারিজ।
১৪ । দক্ষিণ কলকাতার পরে এবার উত্তরেও ডেঙ্গির হানা। বাগবাজারে মহিলার মৃত্যু। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির সঙ্গে মাল্টি অর্গান ফেলিওয়ের উল্লেখ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -