West Bengal News Live: গরুপাচারকারী ধরতে গিয়ে নদীতে নিখোঁজ বিএসএফ জওয়ান
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
গরুপাচারকারী ধরতে গিয়ে নদীতে নিখোঁজ বিএসএফ জওয়ান। মুর্শিদাবাদে গঙ্গায় নিখোঁজ বিএসএফ জওয়ান অমিত জওয়ান।
প্রাথমিক শিক্ষা পর্ষদের TET-বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ফের মামলা হল কলকাতা হাইকোর্টে। প্রশিক্ষণরতদের সুযোগ দেওয়া হলে, প্রশিক্ষণপ্রাপ্তদের সুযোগ কমবে। এই আশঙ্কা প্রকাশ করে মামলা করেছেন চাকরিপ্রার্থীদের একাংশ। সোমবার মামলার শুনানি হবে।
পুলিশকে হুমকি সংক্রান্ত মামলায়, শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠাল তমলুক থানা। কবে, কোথায়, কখন, জিজ্ঞাসাবাদ করা হবে, তা জানতে চাওয়া হল বিরোধী দলনেতার কাছে। এই মামলাকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু।
বীরভূমে সিপিএমকে হুমকি তৃণমূল নেতার
রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি আরও উদ্বেগজনক। স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গত এক সপ্তাহে ৫ হাজার ৩৬৯ জন নতুন করে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। জেলার মধ্যে উত্তর ২৪ পরগনার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। পুরসভাগুলির মধ্যে ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি কলকাতা পুর এলাকায়।
১১ ডিসেম্বর প্রাথমিকের টেট, আজ থেকেই শুরু আবেদন
বিজেপির বিরুদ্ধে আড়াই বছর সংসদে চুপ কেন? নীরব কেন এজেন্সির বিরুদ্ধে? দলের প্রতি সুদীপের আনুগত্য নিয়ে প্রশ্ন তাপসের।
দ্রুত নিয়োগ চেয়ে মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রী-প্রাথমিক শিক্ষা পর্ষদকে গণচিঠি। নিয়োগের দাবিতে দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের চাকরি প্রার্থীদের গণচিঠি। দ্রুত নিয়োগে সরকারের আশ্বাসের দাবিতে আন্দোলনকারীদের গণচিঠি।
রাজারহাট বিষ্ণুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ
হাইকোর্টে চাকরি চেয়ে ১ দিনে ১৪০০ আবেদন। প্রাথমিকে চাকরি চেয়ে ১ হাজার ৪০০জনের আবেদন
সকাল গড়িয়ে সন্ধে। মেট্রোর টানেলে হু হু করে ঢুকছে জল। আটকানোর চেষ্টায় কেএমআরসিএল।
৫ মাসের মধ্যে ফাটল-আতঙ্ক ফিরল বউবাজারে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য ফের একের পর এক বাড়িতে ফাটল। এবার মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল।
বহরমপুরে সিএমওএইচকে মার, ১৬জন তৃণমূলকর্মী গ্রেফতার
সারদার ফাইল উধাও, শ্মশানে স্টল দুর্নীতি মামলার পর ফের সৌমেন্দুকে পুলিশের তলব
বউবাজারে মদন দত্ত লেনের ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ
প্রাথমিক-উচ্চ প্রাথমিকে পরীক্ষা-ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি। ৮ বছর পরে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ। উচ্চ প্রাথমিকে আজ থেকেই চাকরিপ্রার্থীদের কল লেটার। ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে ১ হাজার ৫৮৫জনকে: এসএসসি
৪দিনে ৪বার, সুদীপ মুখ খুলতেই ফের আক্রমণে তাপস
একে ফাটলে রক্ষা নেই, তার উপর বৃষ্টি দোসর। বউবাজারে সমস্যা বাড়াচ্ছে অসময়ের বৃষ্টি। দুপুর থেকে বৃষ্টিতে পরিস্থিতি উত্তরোত্তর খারাপ হয়।
ফিরল তিনবছর আগের স্মৃতি। বউবাজারের দুর্গাপিতুরি, স্যাঁকড়াপাড়ার পর এবার মদন দত্ত লেনের ১০টি বাড়িতে ফাটল। আতঙ্কে রাস্তায় মানুষ।
মদন দত্ত লেনের ছাদহীন বাসিন্দাদের রাখা হচ্ছে হোটেলে। ১৫ দিনের মধ্যে দেওয়া হবে ক্ষতিপূরণ। আশ্বাস কেএমআরসিএলের।
একে ফাটলে রক্ষা নেই, বৃষ্টি দোসর। বউবাজারে সমস্যা বাড়াচ্ছে অসময়ের বৃষ্টি। দুপুর থেকে টানা বৃষ্টিতে পরিস্থিতি উত্তরোত্তর খারাপ হচ্ছে। মেট্রোর কাজ চলাকালীন মাটির তলার জল বন্ধ করার আগেই, জলে জমে যাচ্ছে উপরে। নাগাড়ে বৃষ্টি পড়ায় জল বাইরে বারও করা যাচ্ছে না। ফলে গ্রাউটিংয়ের মাত্রা আরও বাড়ানোর ভাবনা মেট্রো কর্তৃপক্ষের। যদিও বৃষ্টি না থামলে, সেই পরিকল্পনাও কার্যকর করা যাচ্ছে না।
আজ অন্য একটি মামলার সূত্রে কাঁথি থানা তৃতীয়বার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। বেলা সাড়ে ১২টা নাগাদ আইনজীবীকে সঙ্গে নিয়ে সৌমেন্দু কাঁথি থানায় আসেন। এবছর দোলের দিন কাঁথির ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা স্বপন চক্রবর্তীর বাড়িতে হামলা হয়। সেই মামলাতেই তলব করা হয় সৌমেন্দুকে। এদিকে, কাঁথির প্রভাতকুমার কলেজে টেন্ডার দুর্নীতির অভিযোগেও নাম জড়িয়েছে সৌমেন্দু অধিকারীর। হাইকোর্টের নির্দেশে আজ থেকে টেন্ডার দুর্নীতির তদন্ত শুরু হল। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক সহ ৬ প্রতিনিধি তদন্তে কাঁথির কলেজে যান।
গত ১৮ সেপ্টেম্বর স্বামী মারা গিয়েছেন। ছেলে পড়ে অষ্টম শ্রেণিতে। পরিবারের কেউ সঙ্গে নেই। এই অবস্থায় আজ বউবাজারের মদন দত্ত লেনে তাঁর বাড়িতে ফাটল দেখা দেওয়ায় ছেলেকে নিয়ে খোলা আকাশের নীচে এসে দাঁড়িয়েছেন নবনীতা বড়ুয়া। কোথায় আশ্রয় নেবেন, জানেন না। আজ ভোরেই ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলার সময় মদন দত্ত লেনের কয়েকটি বাড়িতে ফাটল ধরা পড়ে।
জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা হল ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে ইডি। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে আদালতের নির্দেশমতো ৪৮ ঘণ্টা অন্তর স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে। পরশু তাঁর স্বাস্থ্যপরীক্ষা হয়। ফের আজ তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয় জোকার ইএসআই হাসপাতালে।
এবার এসএসসি কাণ্ডের সঙ্গে গরু পাচার মামলার যোগসূত্র খুঁজে পেল সিবিআই। এসএসসি দুর্নীতিকাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের স্ত্রী ও ভাইকে গরু পাচার মামলায় তলব । গরু পাচার মামলায় তলব করল সিবিআই। গরু পাচার মামলায় একাধিক ভুয়ো কোম্পানির হদিশ পেয়েছে সিবিআই। এই দু’জন সেই সব কোম্পানির সঙ্গে যুক্ত বলে সিবিআই সূত্রে দাবি ।
প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ফের মামলা হাইকোর্টে। ২৯ সেপ্টেম্বরের নিয়োগ-বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা। ‘নিয়োগে অংশ নিতে পারবেন ২০২০-২০২২ শিক্ষাবর্ষের ডিএলএড, ডিএড ও বিএড শিক্ষার্থীরাও’। ‘ডিএলএড, ডিএড ও বিএড পার্ট ওয়ান পরীক্ষায় অংশগ্রহণকারীদেরও সুযোগ’। বিজ্ঞপ্তির এই অংশকে চ্যালেঞ্জ করেই মামলা হাইকোর্টে। ‘পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী থাকতে প্রশিক্ষণরতদের কেন সুযোগ?’ প্রশ্ন তুলে মামলা হাইকোর্টের।
মোবাইল গেমিং অ্যাপকাণ্ডে এবার হাওয়ালা যোগের খোঁজে তদন্ত শুরু ইডি-র। চিন ও দুবাই থেকে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে, খবর ইডি সূত্রে। গেমিং অ্যাপের জন্য বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়ায় নেওয়া হয়েছিল বলে খবর। ২৩ সেপ্টেম্বর গাজিয়াবাদ থেকে গেমিং অ্যাপ প্রতারণা চক্রের পাণ্ডা আমির খান গ্রেফতার । আমির খানকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।
ক্ষতিগ্রস্ত বাড়িগুলির বাসিন্দাদের মধ্য কলকাতার ৫টি হোটেলে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে বিশেষ মিটার লাগানো হয়েছে যাতে নতুন কোনও ফাটল হলে তা ওই মিটারে ধরা পড়ে। আজই বিবি গাঙ্গুলি স্ট্রিটের ৩টি বাড়িতে ফাটল ধরেছে। ফলে আতঙ্ক ছড়িয়েছে বি বি গাঙ্গুলি স্ট্রিটেও। বিচ্ছিন্ন করা হয়েছে বাড়িরগুলির বিদ্যুত্সংযোগও।
মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রোর রুট ঘুরিয়ে দেওয়ার কারণেই এই সব হচ্ছে। বউবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য আজ ভোরে মদন দত্ত লেনে কয়েকটি বাড়িতে ফাটল ধরা প্রসঙ্গে এই অভিযোগ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, রাজনীতির স্বার্থে ঘোরানো হয়েছে মেট্রোর রুট।
২০২১-এর মামলার সূত্রে শুভেন্দু অধিকারীকে তলব করে নোটিস তমলুক থানার। গত বছর তমলুক এসপি অফিসের সামনে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়। সেই মামলায় বয়ান রেকর্ডের জন্য বিরোধী দলনেতাকে নোটিস পাঠিয়ে তলব করল পুলিশ। নোটিসকে গুরুত্ব দিতে নারাজ নন্দীগ্রামের বিধায়ক। এই কেসে অধিকাংশই জামিন পেয়েছেন, মন্তব্য শুভেন্দুর।
গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত উদ্বেগজনক। সাড়ে ১০ শতাংশ থেকে বেড়ে ডেঙ্গি পজিটিভিটি ১৩ শতাংশ ছুঁইছুঁই। উত্তর ২৪ পরগনায় পজিটিভিটি রেট সর্বোচ্চ। কলকাতার ৪টি ওয়ার্ডে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। স্বাস্থ্য দফতরের সমীক্ষায় উদ্বেগজনক ছবি।
পশ্চিম মেদিনীপুরের বেলদায় প্রাতর্ভ্রমণে বেরিয়ে গো ব্যাক স্লোগান শুনলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি প্রাতর্ভ্রমণে বেরোনোর পরই তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বেলদায় যে গেস্ট হাউসে রয়েছেন দিলীপ, তার সামনেও চলে বিক্ষোভ। ১০০ দিনের কাজের টাকা কেন রাজ্য পাচ্ছে না, সেই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। পাল্টা হুঙ্কার দেন দিলীপ ঘোষও।
ট্রেনের এক যাত্রীর কাছ থেকে ৬১ লক্ষ টাকা উদ্ধারের তদন্তে নতুন মোড় । টাকা তোলা হয়েছিল যে বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে, মিলল তার হদিশ
খবর নৈহাটি জিআরপি সূত্রে। টিটাগড়ের এক স্বর্ণ ব্যবসায়ীর টাকা নিয়ে যাচ্ছিলেন, জেরায় জানিয়েছেন ধৃত যুবক। স্বর্ণ ব্যবসায়ীকে ডেকে পাঠালেও তিনি জিআরপি-র সঙ্গে দেখা করেননি। ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হতে পারে, খবর জিআরপি সূত্রে। দিন দুয়েক আগে নৈহাটি স্টেশন থেকে ৬১ লক্ষ টাকা সহ ওই যুবককে গ্রেফতার করা হয়।
হলদিয়া-পাঁশকুড়া রুটে রঘুনাথবাড়ি স্টেশনের কাছে ট্রেনের বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি। আচমকাই বিকট শব্দ করে, ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে হলদিয়া-হাওড়া লোকাল। যাত্রীরা আতঙ্কে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামার চেষ্টা করলে কয়েকজন আহত হন। রেলের বিদ্যুতের তার ছিঁড়েই বিপত্তি, স্থানীয় সূত্রে খবর ।
চারচাকা গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। সাদা রঙের একটি গাড়ি থেকে প্রায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করে এগরা থানার পুলিশ।
চড়া সুর তাপসের, পাশে ২ নেতা। ঔদ্ধত্যের প্রসঙ্গ তুলে সুদীপকে আক্রমণে মদন। ভুল বার্তা যায়, এমন কিছু করা উচিত নয় বলে বার্তা সৌগতরও।
বউবাজারের দুর্গা পিতুরি লেনের পাশে মদন দত্ত লেনের ১০টি বাড়িতে ফাটল। মেট্রোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ বাসিন্দাদের। মেট্রোর প্রতিনিধি এলাকায় এলে ঢুকতে বাধা। হাতে ব্যাগ-নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে এলাকা ছাড়ছেন অসহায় বাসিন্দারা।
ডিসেম্বরের TET-এ B.Ed ডিগ্রিধারীরা অংশগ্রহণ করলে, তাঁদের সুযোগ কমে যাবে। এই দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের TET-বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করলেন D.EL.Ed প্রশিক্ষিতদের একাংশ। পর্ষদের পক্ষে বিষয়টি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারা কোনও পদক্ষেপ করলেই মামলা হচ্ছে। বললেন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য।
ফের বউবাজারে ফিরল ফাটল আতঙ্ক। এবার দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেনে একাধিক বাড়িতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। আজ ভোরে এই ফাটল স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে বাড়ি ছেড়ে জিনিসপত্র নিয়ে রাস্তায় নেমে আসেন তাঁরা। ইতিমধ্যেই বাসিন্দারা ১০টি বাড়ি খালি করে দিয়েছেন। সকাল ৭টার কিছু আগে এলাকায় পৌঁছলেও ঢুকতে বাধা দেওয়া হয় মেট্রোর আধিকারিকরা। এ বছর মে মাসেও কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছিল।
পঞ্চায়েত ভোটের আগে ক্ষোভ উগরে দিয়ে দলীয় পদ থেকে ইস্তফা দিলেন বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য। দুর্নীতি-অস্বস্তি ঢাকতে তৃণমূলে পদত্যাদের হিড়িক, কটাক্ষ করেছে বিজেপি।
সিঁথিতে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ৪ দুষ্কৃতী। উদ্ধার কার্বাইন-সহ ১০টি আগ্নেয়াস্ত্র, ৫০ হাজার টাকার জালনোট। কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার ৪ দুষ্কৃতী। ধৃতদের মধ্যে বিহারের মুঙ্গেরের ২ দুষ্কৃতী। নরেন্দ্রপুরের দুষ্কৃতীদের হাতে অস্ত্র সরবরাহের আগেই গ্রেফতার।
প্রেক্ষাপট
কলকাতা : প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির (Tender Scam) অভিযোগ, ৩ প্রাক্তন কাউন্সিলরকে (Councillor) জিজ্ঞাসাবাদ। ২ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর-সহ ৩জনকে পুলিশের জিজ্ঞাসাবাদ। হলদিয়ার প্রাক্তন পুরপ্রধানের শ্যামল আদকের বিরুদ্ধে অভিযোগ। হলদিয়া পুরসভায় (Haldia Municipality) কয়েক কোটি টাকা টেন্ডার দুর্নীতির অভিযোগ। দিল্লিতে লুকিয়ে প্রাক্তন পুরপ্রধান শ্যামল আদক, দাবি হলদিয়া পুলিশের। দিল্লি পুলিশের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ হলদিয়া পুলিশের। তৃণমূলে থাকলেই সব দোষ মাফ, পাল্টা অভিযোগ বিজেপির।
'হারতে হারতে তলানিতে এসে ঠেকেছি। এখন মাঝ নদীতে হাবুডুবু খাচ্ছি', কোচবিহারে তৃণমূলের (Coochbehar TMC) কোন্দল প্রসঙ্গে এমনই অনুশোচনার সুর শোনা গেল কোচবিহারের প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের (Rabindranath Ghosh) মুখে। ২০২৪-এর আগে কোনও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ শুনতে চাই না। বার্তা দিলেন বর্তমান জেলা তৃণমূল সভাপতি। যা নিয়ে আবার কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
এজেন্সি নিয়ে ফের আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, 'কী ভাবে এরা? পুলিশকে লাঠিপেটা করে আন্দোলন হয়? নাকি ঘরে বসে এজেন্সি দিয়ে আন্দোলন? আজ তুমি ক্ষমতায় আছো, অনেক এজেন্সিকে ব্যবহার করছো। কাল তুমি ক্ষমতায় না থাকলে, ঘরে গিয়ে এজেন্সি কান মুলে দেবে। এজেন্সির কানমোলার জন্য তৈরি থাকুন।’
গরুপাচার মামলায় এবার অনুব্রত (Anubrata Mondal) ঘনিষ্ঠ প্রোমোটারকে সিবিআই জিজ্ঞাসাবাদ। ‘অনুব্রত এবং অনুব্রতর ঘনিষ্ঠদের সঙ্গে কোনও আর্থিক লেনদেন হয়েছে? অনুব্রতর দেহরক্ষী সায়গল কিংবা অনুব্রতর ঘনিষ্ঠরা কি তাঁর কাছ থেকে ফ্ল্যাট কিনেছেন? কিনলে কত টাকায় কিনেছেন? টাকার লেনদেন কীভাবে?’ অনুব্রত ঘনিষ্ঠ প্রোমোটার সৌমেন সরকারকে সিবিআই জিজ্ঞাসাবাদ। বেশকিছু জমির দলিলের নথি জমা দিলেন বোলপুরের রেজিস্ট্রি অফিসের হেড ক্লার্ক।
নিয়োগে দুর্নীতি, মানিককে ম্যারাথন জেরা ইডির। মানিক-জমানায় ঘুষ দিয়ে কাদের চাকরি? তালিকা তৈরির চেষ্টায় ইডি। ঘুষ দিয়ে স্কুলে চাকরি, খোঁজ চলছে মিডলম্যানদেরও: ইডি সূত্র। মানিক ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে চিহ্নিতও করা হয়েছে: ইডি সূত্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -