WB News Live Updates: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে তলব রাজ্যপালের

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর

ABP Ananda Last Updated: 15 Aug 2023 11:52 PM
WB News LIVE Updates: স্বাধীনতা দিবসেও অব্যাহত রইল রাজনৈতিক আকচাআকচি

স্বাধীনতা দিবসেও অব্যাহত রইল রাজনৈতিক আকচাআকচি। কলকাতা পুরসভায় জাতীয় পতাকা উত্তোলনের পর একাধিক ইস্যুতে বিজেপিকে নিশানা করলেন ফিরহাদ হাকিম। বিজেপির রাজ্য সদর দফতরে অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। তুঙ্গে তৃণমূল বিজেপি বাগযুদ্ধ। 

West Bengal News LIVE Updates: র‍্যাগিং মোকাবিলায় নতুন করে সার্কুলার জারি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর চার দিন পর, র‍্যাগিং মোকাবিলায় নতুন করে সার্কুলার জারি করল রাজ্য সরকার।  মূলত তুলে ধরা হয়েছে, এক যুগ আগের সুপ্রিম কোর্টের নির্দেশ, রাঘবন কমিটির সুপারিশ ও UGC-র গাইডলাইনের কথা। ড্যামেজ কন্ট্রোলে বাধ্য হয়ে পদক্ষেপ? উঠছে প্রশ্ন।

WB News LIVE Updates: যাদবপুরে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে ফোনে কথা বিজেপির রাজ্য সভাপতির

যাদবপুরে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে ফোনে কথা বিজেপির রাজ্য সভাপতির।  'র‍্যাগিং বন্ধে পরিবারের পাশে রয়েছি। চাইলে আইনি সহায়তা দেওয়া হবে। পরিবার চায় প্রকৃত অপরাধীদের শাস্তি হোক', দাবি সুকান্ত মজুমদারের

West Bengal News LIVE Updates: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে তলব রাজ্যপালের

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে তলব রাজ্যপালের। কাল বিকেল ৫ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে তলব। রাজভবনে জরুরি বৈঠকে তলব রাজ্যপালের

WB News LIVE Updates: ভোট পরবর্তী হিংসায় তৃণমূল বনাম তৃণমূল, ইসলামপুরে চলল ছররা গুলি!

ভোট পরবর্তী হিংসায় তৃণমূল বনাম তৃণমূল, ইসলামপুরে চলল ছররা গুলি! জয়ী তৃণমূল প্রার্থীদের অনুগামীদের ওপর ছররা গুলি। চালানোর অভিযোগ, জখম ১৯ জন, আশঙ্কাজনক ১। হামলার অভিযোগ তৃণমূলেরই চোপড়ার বিধায়ক-অনুগামীদের বিরুদ্ধে। 

West Bengal News LIVE Updates: অস্ত্রোপচারের নতুন জীবন

এসএসকেএম হাপাতালে ফের বিরল অস্ত্রোপচার। আড়াই ঘণ্টার অস্ত্রোপচারে চোখ ও কপালের মাঝামাঝি অংশে বিঁধে থাকা কাঁচি বের করে ১ বছর ৮ মাসের শিশুর প্রাণ বাঁচালেন চিকিৎসকেরা। আপাতত স্থিতিশীল শিশু। 

WB News LIVE Updates: যাদবপুরে ছাত্রমৃত্যুর পর আতঙ্কে অন্যান্য পড়ুয়াদের অভিভাবকরাও

যাদবপুরে ছাত্রমৃত্যুর পর আতঙ্কে অন্যান্য পড়ুয়াদের অভিভাবকরাও। যাদবপুরের হস্টেলে মৃত পড়ুয়ার ঘরেই থাকেন নদিয়ার বাসিন্দা আরেক এক ছাত্র। মৃত পড়ুয়ার গ্রামের কাছেই তাঁর বাড়ি। ঘটনার পর থেকে আতঙ্কে ওই ছাত্রের পরিবার। দোষীদের কড়া শাস্তি দাবি করেছে তারা। 

West Bengal News LIVE Updates: রাজভবনে চা চক্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজভবনে চা চক্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

WB News LIVE Updates: 'নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে', আশ্বাস আচার্য তথা রাজ্যপালের

'অন্ধকার থাকলে আলো আছে। নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, খুব শীঘ্রই জানা যাবে', যাদবপুরে উপাচার্য না থাকা নিয়ে আশ্বাস আচার্য তথা রাজ্যপালের। 'ছাত্র-শিক্ষক-উপাচার্যদের সঙ্গে কথা বলছি। সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে, অ্যাকশন প্ল্যান তৈরি, খুব শীঘ্রই বাস্তবায়িত হবে', বললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

West Bengal News LIVE Updates: অভিযোগকারী ছাত্রীদের উপর চাপ সৃষ্টি করতে ধর্নায় বসার অভিযোগ

অভিযোগকারী ছাত্রীদের উপর চাপ সৃষ্টি করতে ধর্নায় বসার অভিযোগ। উপাচার্য বিদ্য়ুৎ চক্রবর্তীর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিশ্বভারতীরই অধ্যাপক কৌশিক ভট্টাচার্য। এনিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। 

WB News LIVE Updates: যাদবপুরে ছাত্রমৃত্যুর পর টনক নড়ল রাজ্যের?  র‍্যাগিং রোধে কী পদক্ষেপ? রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

যাদবপুরে ছাত্রমৃত্যুর পর টনক নড়ল রাজ্যের?  র‍্যাগিং রোধে কী পদক্ষেপ? রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। র‍্যাগিং নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ ও ইউজিসি-র সার্কুলারের পরও কেন নতুন করে বিজ্ঞপ্তি? র‍্যাগিং রোধে বিধি থাকা সত্বেও কেন এতদিন পর পদক্ষেপ? হুঁশ ফেরাল ছাত্র মৃত্যু? উঠছে প্রশ্ন। আগের গাইডলাইনের ওপর ভিত্তি করে র‍্যাগিং রুখতে নতুন সার্কুলার রাজ্যের। রাঘবন কমিটির সুপারিশ, সুপ্রিম কোর্টের নির্দেশ, ইউজিসি-র গাইডলাইন মনে করানো হয়েছে বিজ্ঞপ্তিতে। 'রাজ্য ও জেলাস্তরে অ্যান্টি র‍্যাগিং কমিটি তৈরি করতে হবে'। 'জেলাশাসক এবং কলকাতার ক্ষেত্রে পুলিশ কমিশনারকে নির্দেশিকা মানতে হবে'।'ছাত্র ও অভিভাবকদের তোলা অভিযোগ খতিয়ে দেখতে হবে'। 'অ্যান্টি র‍্যাগিং হেল্পলাইন চালু করতে হবে'।র‍্যাগিং রুখতে সার্কুলার জারি রাজ্য সরকারের

West Bengal News LIVE Updates: দেশকে ক্ষতবিক্ষত করেছে পরিবারবাদ, ভাইপোবাদী দলগুলি, বিরোধীদের কড়া সমালোচনা মোদির

দেশের সর্বনাশ করেছে দুর্নীতি, পরিবারবাদ আর তোষণের রাজনীতি। এসব রাষ্ট্রের চরিত্রের পক্ষে কলঙ্কজনক। দেশকে ক্ষতবিক্ষত করেছে পরিবারবাদ, ভাইপোবাদী দলগুলি, বিরোধীদের কড়া সমালোচনা মোদির।

WB News LIVE Updates: 'এটাই যেন লালকেল্লা থেকে শ্রদ্ধেয় মোদিবাবুর শেষ ভাষণ হয়', মন্তব্য মমতার

এটাই যেন লালকেল্লা থেকে শ্রদ্ধেয় মোদিবাবুর শেষ ভাষণ হয়। মাঠে নেমেছে ইন্ডিয়া। খেলা হবে। গতকাল এইভাবেই আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal News LIVE Updates: কাল যাদবপুরে আসছে না ইউজিসি-র প্রতিনিধি দল

কাল যাদবপুরে আসছে না ইউজিসি-র প্রতিনিধি দল। পড়ুয়া মৃত্যুতে বিশ্ববিদ্য়ালয়ের রিপোর্ট পেয়ে সন্তুষ্ট ইউজিসি, দাবি রেজিস্ট্রারের । 'র‍্যাগিং রুখতে নির্দেশিকার পরেও কেন পদক্ষেপ নেওয়া হয়নি?' যাদবপুর কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করে জানতে চেয়েছিল ইউজিসি। 'আগে বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা ছিল, সে সব বিষয়ে রিপোর্টে কিছু নেই। ছাত্রমৃত্যুর পর কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে, শুধু সেইসব বলা হয়েছে রিপোর্টে', ঘটনার প্রকৃত রিপোর্টই দেয়নি যাদবপুর কর্তৃপক্ষ, দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর

WB News LIVE Updates: যাদবপুরে ছাত্রের মৃত্যু-তদন্তে ফের সহ-উপাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে পুলিশ

যাদবপুরে ছাত্রের মৃত্যু-তদন্তে ফের সহ-উপাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে পুলিশ। ডিন অফ স্টুডেন্টসকেও জিজ্ঞাসাবাদ করতে চলেছে পুলিশ। হস্টেলে দীর্ঘদিন ধরে অনিয়ম চললেও কেন উদাসীন কর্তৃপক্ষ? কেন সিসিটিভি নেই বা বসানো হয়নি বা রক্ষণাবেক্ষণ হত না? এ নিয়ে জানতেই ফের সহ-উপাচার্য, ডিন অফ স্টুডেন্টসকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে পুলিশ

West Bengal News LIVE Updates: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজও বহিরাগতদের আনাগোনা

নেশার আখড়া, মদের আসর, বহিরাগতদের আনাগোনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এনিয়ে তোলপাড়ের মধ্যেই এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়ল আরও এক ছবি। ছাত্র নয়, তাও অবাধে ক্যাম্পাসের ভিতরে আনাগোণা। হ্যাঁ ঠিকই শুনছেন এবং দেখছেন, একেবারে পাঁচিল টপকে ক্যাম্পাসের ভিতরে ঢোকার ছবি ধরা পড়ল এবিপি আনন্দের ক্যামেরায়।

WB News LIVE Updates: স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন ঘিরেও নন্দীগ্রামে সংঘর্ষ

স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন ঘিরেও নন্দীগ্রামে সংঘর্ষ। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস-বিজেপি সংঘর্ষ। কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত অফিসে বিজেপির প্রধান পৌঁছনোর আগেই পতাকা উত্তোলন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের। দু পক্ষের মধ্যে বচসা-হাতাহাতি। বিজেপির প্রধান ও তাঁর অনুগামীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার শাসক দলের

West Bengal News LIVE Updates: যাদবপুরে ছাত্র মৃত্যুকাণ্ডে ভাইরাল চ্যাট ঘিরে রহস্য

যাদবপুরে ছাত্র মৃত্যুকাণ্ডে ভাইরাল চ্যাট ঘিরে রহস্য। 'ছাত্রমৃত্যুর পর পড়ুয়াদের মধ্যে কথোপকথন। ঘটনার পর ২ জন ছাত্র হস্টেলের গেটে তালা দিয়ে দিয়েছিল। ঘটনার পর কয়েকজন ছাত্র হস্টেল থেকে পালিয়ে গিয়েছিল। ছাত্রের মৃত্যুর পর তথ্যপ্রমাণ নষ্টের চেষ্টা করা হয়েছিল', ভাইরাল চ্যাটে বিস্ফোরক দাবি। এই বিষয়ে এখনও কোনও অভিযোগ আসেনি, তাই জানা নেই, জানাল পুলিশ

WB News LIVE Updates: মোদিকে আক্রমণে ফিরহাদ হাকিম

পরিবারতন্ত্র-দুর্নীতিকে সামনে রেখে বিরোধীদের চেপে ধরার চেষ্টা করেছে বিজেপি। প্রধানমন্ত্রীর ভাষণ নিরাশায় ভর্তি। মোদিকে আক্রমণে ফিরহাদ হাকিম।

West Bengal News LIVE Updates: নাকাশিপাড়া গুলিকাণ্ডে উত্তপ্ত কৃষ্ণনগর, রাস্তায় বসে বিক্ষোভ অধীরের

নাকাশিপাড়া গুলিকাণ্ডে উত্তপ্ত কৃষ্ণনগর, রাস্তায় বসে বিক্ষোভ অধীরের। এসপি অফিসে যাওয়ার পথে অধীরকে আটকে দেয় পুলিশ। প্রতিবাদে রাস্তায় বসে অবস্থান-বিক্ষোভ অধীর চৌধুরীর। পরে এসপি অফিসে যেতে দেওয়া হয় অধীরকে। গতকাল নাকাশিপাড়ায় কংগ্রেস সমর্থকদের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি ছররা গুলি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের। আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান অধীররঞ্জন চৌধুরী। শিশু, মহিলা-সহ আহত অন্তত ১৫ জন। ঘটনায় ৫ তৃণমূল কর্মীকে গ্রেফতার করল নাকাশিপাড়া থানার পুলিশ। ২৩ আসনের হরনগর পঞ্চায়েতে ১৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে তৃণমূল। বাকি ১০ আসনের মধ্যে কংগ্রেস ২, তৃণমূল ৮ আসন জেতে। 

West Bengal Live News: কামালগাজিতে ব্যবসায়ীকে গুলি করে খুন

কামালগাজির কুমড়োখালিতে স্কুটার থেকে নামিয়ে ব্যবসায়ীকে গুলি করে খুন। পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতোই গতকাল টাকা কালেকশন করে ফিরছিলেন ব্যবসায়ী শাহিদ মণ্ডল। অভিযোগ, একটি আবাসনের সামনে তাঁর স্কুটার আটকে গুলি করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। বহুতলের নিরাপত্তা রক্ষী দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পিয়ারলেস হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খুনের কারণ নিয়ে ধোঁয়াশায় নরেন্দ্রপুর থানার পুলিশ। এলাকায় ভাল ছেলে বলে পরিচিত শাহিদ কী কারণে খুন হলেন, তা নিয়ে অন্ধকারে প্রতিবেশীরাও।

West Bengal Live News: দিনহাটায় পরাজিত তৃণমূল প্রার্থীকে ছুরির কোপ

দিনহাটায় পরাজিত তৃণমূল প্রার্থীকে ছুরির কোপ । অভিযোগের তির বিজেপির দিকে । অভিযুক্তকে গ্রেফতার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ 

West Bengal Live News: নেই সিসিটিভি ক্য়ামেরা

ক্য়াম্পাসের অধিকাংশ জায়গাতেই নেই সিসিটিভি ক্য়ামেরা। যে সব জায়গায় ছিল, তাও আবার খুলে নেওয়া হয়েছে। হাতেগোণা যে কটা আছে, তা না কি আবার বিকল। প্রশ্ন উঠছে, কেন প্রতিষ্ঠানকে একশো শতাংশ সিসিটিভি ক্য়ামেরার নজরদারির আওতায় আনতে পারল না বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ?

West Bengal Live News: নদিয়ায় ফের চলল গুলি

পলাশিপাড়ার পর এবার নাকাশিপাড়া। পঞ্চায়েতের বোর্ড গঠনের পর নদিয়ায় ফের চলল গুলি। কংগ্রেস সমর্থকদের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি ছররা গুলি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের।
 

West Bengal Live News: মুখ্যমন্ত্রীকে গার্ড অব অনার

রেড রোডে স্বাধীনতা দিবসের জমজমাট অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীকে গার্ড অব অনার। উড়ন্ত কপ্টার থেকে পুষ্পবৃষ্টি। আমলা ও পুলিশ আধিকারিকদের আলাদা করে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী।

West Bengal Live News: আগামীকাল যাদবপুরে আসছে না UGC-র প্রতিনিধিদল

আগামীকাল যাদবপুরে আসছে না UGC-র প্রতিনিধিদল, দাবি বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্তর। পাশাপাশি রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর দাবি, পড়ুয়া মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট পেয়ে সন্তুষ্ট ইউজিসি।

WB Live News: ৭৭ তম স্বাধীনতা দিবসে রেড রোডে মমতা

 আজ ৭৭তম স্বাধীনতা দিবস। রেড রোডে উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal Live News:  ভোটাভুটির সময় স্লিপই ছিনতাই

 রানাঘাটের দত্তপুলিয়ায় ভোটাভুটির সময় স্লিপই ছিনতাই। সবার সামনে ছিঁড়ে ফেলার ভিডিও ঘিরে তোলপাড়। জানা নেই, দাবি বিডিওর। 
 

WB Live News:পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে দিকে দিকে অশান্তি

 পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে দিকে দিকে অশান্তি। সম্মুখসমরে তৃণমূল-বিজেপি। খেজুরিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। খানাকুলে পুলিশের গাড়ি ভাঙচুর। 
 

West Bengal Live News:  ছাত্রের মৃত্যুতে কমিশনের শোকজ

 ছাত্রের মৃত্যুতে রেজিস্ট্রারের সঙ্গে সরকারকেও জাতীয় মানবাধিকার কমিশনের শোকজ। গাইডলাইন অমান্যে বিশ্ববিদ্যালয়কে রাজ্য শিশু অধিকার কমিশনের নোটিস। 
 

WB Live News: রানিকুঠিতে মধ্যরাতে স্বাধীনতা দিবস উদযাপন

প্রতি বছরই রানিকুঠিতে মধ্যরাতে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবছরও রানিকুঠি মোড়ে কর্মসূচি পালন করলেন তৃণমূল নেতা তথা মন্ত্রী অরূপ বিশ্বাস। জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি।উপস্থিত ছিলেন টালিগঞ্জ বিধানসভার কর্মী সমর্থকরা। পতাকা উত্তোলনের পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। হাজির ছিলেন সঙ্গীতশিল্পী পবনদীপ, অরুণীতা, ইমন চক্রবর্তী ও অভিনেতা অম্বরীশ।

West Bengal Live News:  ক্যাম্পাসে পড়ল অ্যান্টি র‍্যাগিং হোর্ডিং

 নেই সিসি ক্যামেরা, দেদার মদের আসর। ইউজিসি আসার আগে তৎপর কর্তৃপক্ষ। ক্যাম্পাসে পড়ল অ্যান্টি র‍্যাগিং হোর্ডিং। জালে ঘিরল পুকুর। 

WB Live News:আজ ৭৭ তম স্বাধীনতা দিবস

আজ ৭৭ তম স্বাধীনতা দিবস। তেরঙ্গা পতাকায় সেজে উঠেছে রাজ্য-সহ গোটা দেশ। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে  নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। 

West Bengal Live News:  ছাত্রের মৃত্যুতে ফুঁসছে রাজ্য


 ছাত্রের মৃত্যুতে ফুঁসছে রাজ্য। বিচার চায় পরিবার। ৪দিন পরে ক্যাম্পাসে দেখা মিলল রেজিস্ট্রারের! বিতর্কের মুখে অসুস্থ থাকার সাফাই!
 

WB Live News: রণক্ষেত্র নদিয়ায় নাকাশিপাড়া


রণক্ষেত্র নদিয়ায় নাকাশিপাড়া। কংগ্রেস কর্মীর বাড়িতে ঢুকে এলোপাথাড়ি ছররা গুলি, বোমা! শিশু, মহিলা-সহ অন্তত ১৫জন আহত বলে দাবি। ভোটে হারায় হামলার অভিযোগ। 
  

প্রেক্ষাপট


  • রণক্ষেত্র নদিয়ায় নাকাশিপাড়া। কংগ্রেস কর্মীর বাড়িতে ঢুকে এলোপাথাড়ি ছররা গুলি, বোমা! শিশু, মহিলা-সহ অন্তত ১৫জন আহত বলে দাবি। ভোটে হারায় হামলার অভিযোগ। 
      

  •  সিনিয়রদের কথা না শুনলেই বারান্দার রেলিং দিয়ে হাঁটানো হত জুনিয়রদের? তখনই কী পড়ে মৃত্যু? হস্টেলের রাঁধুনির হাড়হিমকরা বয়ানে তোলপাড়। 
     

  •   ঠিক কী হয়েছিল সেই রাতে? কীভাবে মৃত্যু ছাত্রের? হস্টেলে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। র্যাগিং-ভিডিও উদ্ধারে ফরেন্সিক ল্যাবে গেল ধৃতদের ফোন। 
     

  •  চিঠি লিখেছিলেন ধৃত দীপশেখর, মৃত্যুর আগে সই করানো হয়েছিল নির্যাতিত ছাত্র দিয়ে। চিঠি-রহস্যে দাবি অভিযুক্তের মা। সঙ্গী ছিল কারা? জানতে চায় পুলিশ। 
     

  •  কী লুকোতে ৯ তারিখ হস্টেলের গেট বন্ধ করে ঢুকতে দেওয়া হয়নি পুলিশকে? নেপথ্যে কারা? আলাদা করে এবার এফআইআর দায়ের। 
     

  •  ছাত্রের মৃত্যুতে ফুঁসছে রাজ্য। বিচার চায় পরিবার। ৪দিন পরে ক্যাম্পাসে দেখা মিলল রেজিস্ট্রারের! বিতর্কের মুখে অসুস্থ থাকার সাফাই!
     

  •  নেই সিসি ক্যামেরা, দেদার মদের আসর! ইউজিসি আসার আগে তৎপর কর্তৃপক্ষ। ক্যাম্পাসে পড়ল অ্যান্টি র‍্যাগিং হোর্ডিং। জালে ঘিরল পুকুর। 
     

  •  মৃত্যুর আগের দিন থেকেই আতঙ্কে ছিলেন যাদবপুরের পড়ুয়া। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির কাছে বয়ান দ্বিতীয়বর্ষের ছাত্রের। ভারপ্রাপ্ত সুপারকে তলব।
     

  • যাদবপুরকাণ্ডে বামেদের দায়ী করে আক্রমণে মুখ্যমন্ত্রী।  

  • র‍্যাগিংকাণ্ডে বামেদের দায়ী করে আক্রমণে মমতা। রেজিস্ট্রার এলেন, টিএমসিপির মিছিল, বললেন মুখ্যমন্ত্রী, সব একদিনে! পাল্টা এসএফআই। 
     

  • র‍্যাগিংয়ের বিরুদ্ধে ডাকা বৈঠক ঘিরেও অশান্ত যাদবপুর। ক্যাম্পাসেই এসএফআই-ডব্লুটিআই সংঘর্ষ।  

  •  র‍্যাগিংয়ের প্রতিবাদে এবার রাজপথে। একই দিনে পথে নামল বাম-তৃণমূল। যাদবপুরে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। প্রতিবাদ প্রাক্তনীদেরও। 
     

  •  র‍্যাগিং রুখতে নির্দেশিকার পরেও কেন পদক্ষেপ নয়? যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব ইউজিসি-র। বুধবার বিশ্ববিদ্যালয়ে আসছে প্রতিনিধি দল।
     

  •  ছাত্রের মৃত্যুতে রেজিস্ট্রারের সঙ্গে সরকারকেও জাতীয় মানবাধিকার কমিশনের শোকজ। গাইডলাইন অমান্যে বিশ্ববিদ্যালয়কে রাজ্য শিশু অধিকার কমিশনের নোটিস। 
     
     যাদবপুরে ছাত্রমৃত্যু, হাইকোর্টে জনস্বার্থ মামলা। রাঘবন-রিপোর্ট অনুযায়ী র‍্যাগিং রুখতে কী পদক্ষেপ? কোর্টের হস্তক্ষেপ চেয়ে আর্জি। 
     

  •  যাদবপুরকাণ্ড উস্কে দিল আরেক মৃত্যুর স্মৃতি। ৭ বছর আগে হস্টেলে মেলে বাঁকুড়ার সৌমিত্র দে'র দেহ। র্যাগিং ধামাচাপ দিতে আত্মহত্যা দেখানোর অভিযোগ। বিচারের অপেক্ষায় সন্তানহারা মা। 
     

  •  পাখির চোখ চব্বিশ। ফের মমতার নিশানায় মোদি।  
     

  •  পুকুর, নদী বুঝি না, দিল্লির স্বার্থে গিনিপিগ হতে রাজি নই। বিরোধী জোট নিয়ে অধীরদের অস্বস্তি বাড়ালেন কৌস্তভ। কার্যত একসুরে পাশে সুজন। 
     
      মেলেনি রাজ্যপালের অনুমতি। স্বাধীনতা দিবসে হল না বন্দি মুক্তি। ফাইল পাঠালেই ফেরত পাঠানোর অভিযোগ। ফের বোসকে আক্রমণ মমতার। 
     

  •  পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে দিকে দিকে অশান্তি। সম্মুখসমরে তৃণমূল-বিজেপি। খেজুরিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। খানাকুলে পুলিশের গাড়ি ভাঙচুর। 
     

  •  রানাঘাটের দত্তপুলিয়ায় ভোটাভুটির সময় স্লিপই ছিনতাই! সবার সামনে ছিঁড়ে ফেলার ভিডিও ঘিরে তোলপাড়। জানা নেই, দাবি বিডিওর। 
     

  •  আজ ৭৭তম স্বাধীনতা দিবস। তিরঙ্গায় সাজল গোটা দেশ। জাতির উদ্দেশে বার্তা রাষ্ট্রপতির।  

  •  স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণ প্রধানমন্ত্রীর। সরাসরি সম্প্রচার।স্টুডিওয় অবসরপ্রাপ্ত ২ সেনা কর্তা কর্নেল পৃথ্বীরঞ্জন দাস, ব্রিগে়ডিয়ার দেবাশিস দাস। 
     

  •    

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.