West Bengal News Live: আজ ভ্রাতৃদ্বিতীয়া, মুখ্যমন্ত্রীর কাছে ফোঁটা নিয়ে কালীঘাটে হাজির রাজ্যের মন্ত্রী-সাংসদরা
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর
৪৮ ঘণ্টা পরেও আতঙ্কে জয়নগরের দলুয়াখাকি গ্রাম
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই দফতরে বিভাস অধিকারী। বিভাস অধিকারী বীরভূমের নলহাটির প্রাক্তন তৃণমূল নেতা। তাপস মণ্ডলের আগে মানিক ঘনিষ্ঠ বিভাসই কাজ দেখত, দাবি সিবিআইয়ের। তদন্ত করতে গিয়ে বিভাসের নাম উঠে আসে। বিভাসের নলহাটির অফিস ও কলকাতার ফ্ল্যাটে তল্লাশি। একাধিক নথি পাওয়ার পর বিভাসকে তলব, খবর সিবিআই সূত্রে।
জয়নগরে তৃণমূল নেতা খুনের ঘটনায় বাজেয়াপ্ত করা দুটি বাইক ঘিরে রহস্য। একটি বাইকের রেজিস্ট্রেশন দলুয়াখাকি গ্রামের সিপিএম কর্মী মুসিবুর রহমান লস্করের নামে।
আজ ভ্রাতৃদ্বিতীয়া। ভাই-বোনের বন্ধন উদযাপনের বার্ষিক পার্বণ। ভাইদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু প্রার্থনার দিন। গতকাল প্রতিপদে অনেকেই ফোঁটা দিয়েছেন। আজ দ্বিতীয়াতেও ফোঁটা দেওয়ার ব্যস্ততা তুঙ্গে। বাড়ি বাড়ি রকমারি খাবারের আয়োজন। মুখ্যমন্ত্রীর কাছে ফোঁটা নিয়ে কালীঘাটে হাজির রাজ্যের মন্ত্রী-সাংসদরা। গেলেন শোভন-বৈশাখী জুটিও।
মানিকতলায় এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল। গতকাল রাতে পাঞ্জাবি গ্যারাজ এলাকায় এই ঘটনা ঘটে। মৃতের নাম অনিল রজক। মৃতের স্ত্রী ও স্থানীয়দের অভিযোগ, এই চত্বরে সাট্টা-জুয়ার আসর বসে। ক্রিকেট বেটিংও চলে। দাপটও রয়েছে সাট্টার কারবারিদের। এ নিয়ে গন্ডগোলের জেরেই গতকাল বছর অনিলকে পিটিয়ে মারা হয় বলে স্থানীয়দের অভিযোগ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে মানিকতলা থানার পুলিশ। কীভাবে মৃত্যু হল ওই ব্যক্তির, খতিয়ে দেখা হচ্ছে।
'আইন আইনের পথে চলবে, রাজভবনও তার কর্তব্য পালন করবে' জয়নগর হিংসা নিয়ে মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের
জয়নগরে তৃণমূল নেতা খুনের ঘটনায় বাজেয়াপ্ত করা দুটি বাইক ঘিরে রহস্য। একটি বাইকের রেজিস্ট্রেশন দলুয়াখাকি গ্রামের
সিপিএম কর্মী মুসিবুর রহমান লস্করের নামে। পুলিশের দাবি, মুসিবুর পলাতক। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছিলেন, এই দুটি বাইকে চড়েই আততায়ীরা তৃণমূলের অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্করকে খুন করতে এসেছিল। একটি বাইকে নম্বর প্লেট উধাও। দ্বিতীয় বাইকটির নম্বর প্লেট রয়েছে এবং বাইকে নাম লেখা রয়েছে সিপিএম কর্মী মুসিবুর রহমান লস্করের। খোঁজ মিলেছে মুসিবুরের পরিবারের। সিপিএম কর্মীর পরিবারের দাবি, তৃণমূল নেতার খুনের সময় বাড়িতেই ছিলেন মুসিবুর। পুলিশ আসায় তিনি পালিয়ে যান। এরপরই পেশায় দর্জি সিপিএম কর্মীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। সিপিএম কর্মীর পরিবারের দাবি, ওই রাতে বাড়ির সামনেই দাঁড় করানো ছিল বাইক। কী করে সেই বাইক ৫ কিলোমিটার দূরে পুলিশ উদ্ধার করল, তা ভেবেই পাচ্ছে না সিপিএম কর্মীর পরিবার।
জলপাইগুড়ির ধূপগুড়িতে জাতীয় সড়কে চাঁদার জুলুম ঠেকাতে গিয়ে মাথা ফাটল অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণের। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ ধূপগুড়ির আংরাভাসা এলাকায় এশিয়ান হাইওয়ের ওপর এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, কালীপুজোর জন্য জাতীয় সড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে চলছিল চাঁদা আদায়। খবর পেয়ে বাহিনী নিয়ে সেখানে যান অতিরিক্ত পুলিশ সুুপার গ্রামীণ ওয়াংদেন ভুটিয়া। অভিযোগ, তখনই পুলিশের গাড়ি লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। ইটের ঘায়ে জখম হন পুলিশ অফিসার। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হামলার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্থানীয় ক্লাবের ৩ সদস্যকে।
একই ওয়ার্ড, তবু পার্থ, মানিকদের সঙ্গে দেখা করতে নারাজ প্রেসিডেন্সি জেলে বন্দি জ্যোতিপ্রিয়। চাইলেন মোবাইলও। একাধিকবার নাম নিলেন প্রভাবশালী মন্ত্রীর, খবর জেল সূত্রে।
জয়নগরে তৃণমূল নেতা খুনের ঘটনায় বাজেয়াপ্ত করা দুটি বাইক ঘিরে রহস্য
একটি বাইকের রেজিস্ট্রেশন দলুয়াখাকি গ্রামের সিপিএম কর্মী মুসিবুর রহমান লস্করের নামে পুলিশের দাবি, মুসিবুর পলাতক
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছিলেন, দুটি বাইকে চড়েই আততায়ীরা সইফুদ্দিন লস্করকে খুন করতে এসেছিল
একটি বাইকে নম্বর প্লেট উধাও
দ্বিতীয় বাইকটির নম্বর প্লেট রয়েছে এবং বাইকে নাম লেখা রয়েছে সিপিএম কর্মী মুসিবুর রহমান লস্করের
খুনের দু'দিন পরেও থমথমে দলুয়াখাকি গ্রাম। একের পর এক ঘর ভেঙে চুরমার। পুরুষশূন্য খাঁ খাঁ গ্রামে আতঙ্ক। হামলা-অগ্নিকাণ্ডের পর ফেরেননি অধিকাংশ বাসিন্দাই।
আজ ভ্রাতৃদ্বিতীয়া। ভাই-বোনের বন্ধন উদযাপনের বার্ষিক পার্বণ। ভাইদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু প্রার্থনার দিন। গতকাল প্রতিপদে অনেকেই ফোঁটা দিয়েছেন। আজ দ্বিতীয়াতেও ফোঁটা দেওয়ার ব্যস্ততা তুঙ্গে। বাড়ি বাড়ি রকমারি খাবারের আয়োজন।পছন্দসই মিষ্টি ভাইয়ের পাতে তুলে দিতে সকাল থেকেই মিষ্টির দোকানে লম্বা লাইন। ভাইয়েরাও নতুন পোশাক পরে বোনেদের জন্য উপহার নিয়ে ফোঁটা নিতে প্রস্তুত।
এবার বীরভূমে চলন্ত ট্রেনে আগুন-আতঙ্ক
আমোদপুর স্টেশনে ঢোকার মুখে হাওড়াগামী মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের ডি থ্রি কামরায় ধোঁয়া
ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা
মিনিট পনেরো দাঁড়িয়েছিল ট্রেন, মেরামতির পর ট্রেনটি ফের হাওড়ার উদ্দেশে রওনা দেয় ব্রেক শ্যু থেকে ধোঁয়া বেরোচ্ছিল বলে রেল কর্তৃপক্ষের দাবি
কী কারণে এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে
একই ওয়ার্ডে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, তবু দেখা করতে নারাজ জ্যোতিপ্রিয় মল্লিক! জেল সূত্রে খবর, পয়লা বাইশ ওয়ার্ডে ঢোকার সময় আগেই আপত্তি জানিয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী
তাঁকে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের সঙ্গে দেখা করে কথা বলার প্রস্তাব দেওয়া হয়, খবর জেল সূত্রে
তাতে অনীহা প্রকাশ করেন মন্ত্রী, খবর সূত্রের
মোবাইল ফোনের জন্য বারবার আবদার করেন জ্যোতিপ্রিয়, খবর জেল সূত্রে
একাধিকবার রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর নাম নিয়েছেন, খবর প্রেসিডেন্সি জেল সূত্রে
পাণ্ডবেশ্বরে বাড়িতে লুঠপাট চালিয়ে শিশুকন্যাকে কুয়োয় ফেলে দেওয়ার অভিযোগ। ঘুমন্ত অবস্থায় মায়ের পাশ থেকে শিশুকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। বাড়ির কুয়োর ভিতর থেকেই উদ্ধার করা হল ৬ বছরের শিশুর দেহ।
খুন, খুনের বদলা খুন এবং তারপর আগুন-ভাঙচুর-লুঠপাট। জয়নগরজুড়ে এখনও ভয়ের পরিবেশ। ৪৮ ঘণ্টা পার। ঘটনার ঘনঘটা যে তৃণমূল নেতার খুনকে কেন্দ্র করে, শুধুমাত্র সেই ঘটনাতেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনে অভিযুক্তকে প্রকাশ্যে পিটিয়ে মারা অথবা সিপিএম কর্মী, সমর্থকদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুঠপাটের ঘটনায় অভিযুক্তরা এখনও অধরা। পুরুষশূন্য দলুয়াখাকি গ্রাম। পুড়ে ছাই ঘরবাড়ি। আশ্রয়হীনদের ঠিকানা এখন দক্ষিণ বারাসাতে সিপিএমের পার্টি অফিস। সকলেই জানতে চান, কবে ফিরবেন গ্রামে? কে দেবে তাঁদের নিরাপত্তা?
আজ ভাইফোঁটা, ঘরে ঘরে আয়োজনে ব্যস্ত বোনেরা
ফের রণক্ষেত্র দলুয়াখাকি! মঙ্গলবার, গ্রামছাড়া বাসিন্দাদের নিয়ে, গ্রামে ঢোকার চেষ্টা করেন, সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্য়ায়, শমীক লাহিড়িরা। পুলিশের তরফে বাধা দেওয়া হলে, উত্তপ্ত হয়ে ওঠে এলাকা! গ্রামে ঢুকতে বাধা দেওয়ায়, পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বাসিন্দারা! পুলিশের তরফে বাধা দেওয়া হলে, উত্তপ্ত হয়ে ওঠে এলাকা! শুরু হয় ধস্তাধস্তি! নামানো হয় র্যাফ। শুধুমাত্র সিপিএম নেতৃত্বই নন, ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিকেও বদলার তাণ্ডবে বিধ্বস্ত জয়নগরের গ্রামে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।
জয়নগরে নিহত তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের মৃত্য়ু ঘিরে এখন তোলপাড় রাজ্য় রাজনীতি! কিন্তু কে এই সইফুদ্দিন? কীভাবে উথ্বান তাঁর? কীভাবে ফুলেফেঁপে ওঠা?
কল্যাণী পুরসভার পর নবদ্বীপ পুরসভা। ফের চাকদা নাট্যজনের নাটকে 'না'?
মিষ্টি ছাড়া অসমপূর্ণ ভাইফোঁটা। তাই ভাইয়ের জন্য় মিষ্টি কিনতে দোকানে দোকানে ভিড় দিদি ও বোনেদের। ভাইফোঁটায় হরেকরকম মিষ্টির পদ নিয়ে হাজির মিষ্টি বিক্রেতারাও।
রাজ্যে রেশন দুর্নীতির তদন্ত চলাকালীনই উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদে রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ ঘিরে ধুন্ধুমার। গ্রামবাসীদের চাপে বাগদায় রেশন দুর্নীতির কথা স্বীকার করেছেন রেশন ডিলার। সিল করা হল রেশন দোকান। অন্য দিকে, রেজিনগরে রেশন-বিক্ষোভের ঘটনায় দুর্নীতির অভিযোগ মানতে নারাজ রেশন ডিলার।
ফের রাতের কলকাতায় প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা! মারধর, শ্লীলতাহানির অভিযোগ উঠল। খবর পেয়ে এক তরুণীর বাবা ঘটনাস্থলে এলে তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। CCTV ফুটেজ দেখে তদন্তে নেমেছে পুলিশ।
প্রেক্ষাপট
ভোরের জয়নগরে তৃণমূল নেতাকে দুই বাইকে অনুসরণ করে গুলি। সিসি ক্যামেরাবন্দি আগের মুহূর্ত। দেড়দিন পরেও অধরা ৩ দুষকৃতী। ঘটনাস্থল সরেজমিনে সিআইডি।
পুলিশের চোখে ধুলো দিতে নম্বর প্লেটহীন বাইক নিয়েও হামলা! জয়নগরে তৃণমূল নেতা খুনের পর হুড়োহুড়ি। ধৃতের পুলিশ হেফাজত।
চারদিন ধরে ভোরে বেরোচ্ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি, রেকি করে খুন, দেওয়া হয় লক্ষাধিক টাকার সুপারি, দাবি পুলিশ সূত্রে। কে দিয়েছিল সুপারি? এখনও রহস্য।
মুহুরির কাজ করার সময় থানায় যাতায়াত। এগারোয় পালাবদলের পর পুলিশের ডাক মাস্টার। বেশ কয়েকজনকে নিয়োগও করেন ডাক মাস্টার হিসেবে।
ধরা পড়ার পর অভিযুক্ত সাহাবুদ্দিনকে পিটিয়ে খুন। উনি তৃণমূলেরই সমর্থক, দাবি পরিবারের।
তৃণমূল নেতা খুনের সময় ঘরেই ছিলেন স্বামী। সকালে পুলিশ এলে ভয়ে পালায়। তারপরেই তাণ্ডব চালিয়ে লুঠ তৃণমূলের। দাবি সিপিএম নেতা আনিসুরের স্ত্রীর।
খুনের বদলায় তাণ্ডব রুখতে নিষ্ক্রিয় পুলিশ, গ্রামে ঢোকা আটকাতে সক্রিয়-অভিযোগে ফুঁসছে দলুয়াখাকি। দেড়দিন পরেও গ্রামে ফেরা হল না ঘরছাড়াদের।
তৃণমূল নেতা খুনের পরদিনও উত্তপ্ত জয়নগর। পুলিশ-সিপিএম ধস্তাধস্তি। নৌশাদকেও বাধার অভিযোগ। এলাকা অশান্ত করতে গেলে তো আটকাবেই, পাল্টা তৃণমূল।
ভাটপাড়ায় ফের তৃণমূল বনাম তৃণমূল। গুলি চালানোর অভিযোগ। গন্ডগোল থামাতে গিয়ে ইটের ঘায়ে জখম পুলিশ কর্মী। স্বতঃপ্রণোদিত মামলা রুজু।
মন্ত্রী আমি, জেলে থাকব না। এসএসকেএমে যাব। আবদার রেশন দুর্নীতিতে গ্রেফতার জ্যোতিপ্রিয়র। ভর্তির প্রয়োজন নেই, জানাল জেল হাসপাতাল। খুব্ধ বালু, খবর জেল সূত্রে।
পরিমাণের থেকে কম রেশনের চাল-গম। অভিযোগ তুলে বাগদা-রেজিনগরে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। নিম্নমানের সামগ্রীর অভিযোগে বিক্ষোভ সাগরেও।
আদানি ইস্যুতে তৃণমূলে নরম-গরম। রাজনীতির জন্য আটকাবে না উন্নয়ন, মহুয়া-বিতর্কের মধ্যেই বার্তা শশীর।
জেপি নাড্ডার নাম করে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের সঙ্গে প্রতারণার অভিযোগ। ২ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ২।
বাগুইআটিতে বন্ধ ফ্ল্যাটে অজ্ঞাতপরিচয় তরুণীর পচাগলা মৃতদেহ উদ্ধার। খুন করে প্লাস্টিকের ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল! তদন্তে পুলিশ। ভাড়াটের খোঁজে তল্লাশি।
ফের সেই দক্ষিণ ২৪ পরগনা, ফের খুন। বিষণুপুরে ডায়াগনস্টিক সেন্টারের মধ্যেই দুই কর্মীর বিবাদে নিহত ১। গ্রেফতার অভিযুক্ত।
পাণ্ডবেশ্বরে শিশুকন্যার মৃত্যু ঘিরে রহস্য। কুয়োয় ভাসছে দেহ, লন্ডভন্ড গোটা ঘর। লুঠ করতে এসে খুনের অভিযোগ পরিবারের। তদন্তে পুলিশ।
শৌচাগারে যাওয়াকে কেন্দ্র করে বচসা। বাইপাসের ধারে আক্রান্ত ৫ তরুণী, শ্লীলতাহানির অভিযোগ। অসহযোগিতার অভিযোগ খতিয়ে দেখার আশ্বার পুলিশের।
উৎসবেও পথে চাকরিপ্রার্থীরা। ধর্মতলার ধর্নামঞ্চেই ভাইফোঁটা। বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনমঞ্চেও প্রতীকী ফোঁটা।
উৎসবের মরশুমে ফের ডেঙ্গির দাপট। বেলেঘাটা আইডিতে শাসনের বাসিন্দার মৃত্যু। দেহ গ্রাম আসতেই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ।
শহরে ফের অঙ্গদানের নজির। তরুণের ব্রেন ডেথের পর অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের। বাঁচল একাধিক জীবন।
উত্তরকাশীতে যমুনোত্রী জাতীয় সড়কের টানেলে ধস, ২ দিন পরেও আটকে ৪০ জন শ্রমিক। চলছে উদ্ধারের চেষ্টা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী।
বিহারের জামুইয়ে বালি মাফিয়ার দৌরাত্ম্য। রুখতে গেলে পুলিশ অফিসারকে পিষে মারল ট্র্যাক্টর। আশঙ্কাজনক হোমগার্ড।
নৈহাটির বড়মার পুজোয় অভিষেক। মন্দিরে গিয়ে দর্শন করলেন কষ্টিপাথরের মূর্তি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -