পূর্ব মেদিনীপুর: আজ নেতাজির জন্মদিন। সারাদেশ জুড়ে সাড়ম্বড়ে পালিত হচ্ছে উৎসব। এমনই এক দিনে নেতাজি জন্মজয়ন্তীতে সুভাষচন্দ্র বসুর সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা করলেন শাসকনেতা সৌমেন মহাপাত্র ! 'মুখ্যমন্ত্রীর যা গুণ রয়েছে, তাতে তিনি বিত্তশালী হতে পারতেন, কিন্তু হননি। নেতাজির মতো মুখ্যমন্ত্রীও জনগণের জন্য আত্মনিবেদন করেছেন', মহিষাদলের অনুষ্ঠানে মন্তব্য তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রর। 



নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষ্য়ে বিশেষ আয়োজন। কলকাতা পুরসভার ৮৭ নম্বর ওয়ার্ডে আয়োজন করা হয় বর্ণাঢ্য় শোভাযাত্রার। উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার, ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনীষা বসু। বৃহস্পতিবার বাংলার সেই বীর সন্তান সুভাষচন্দ্র বসুর জন্মদিবস।আর সেই উপলক্ষ্য়েই সেজে উঠল শহর থেকে জেলা। 


এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আপনারা কি জানেন, দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, আমি নিজে আন্দামান সেলুলার জেলে গিয়েছিলাম। আমি দেখে এসেছিলাম, ওখানে যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন দীর্ঘদিন বন্দি, তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছিল বাংলা এবং তারপরেই ছিল পাঞ্জাবি বন্ধুরা। রবীন্দ্রনাথ যে জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন...এই সমস্তগুলো ঐতিহাসিক সাক্ষী হিসেবে থেকে গেছে। আর আন্দামান সেলুলার জেলের পর দ্বিতীয় যেখানে স্বাধীনতা সংগ্রামীদের রাখা হয়েছিল, সেটা হচ্ছে বকসা। আলিপুরদুয়ারের বকসাতে। স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য শহিদ হয়েছেন, তাঁদের স্মরণ করছি। 


নেতাজি যিনি আমাদের শিক্ষা দিয়েছিলেন, দীক্ষা দিয়েছিলেন, যিনি চিন্তানায়ক, দেশনায়ক...আজকের ইন্ডিয়ান আর্মি নাম দিয়েছিলেন। প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে। জয় হিন্দ স্লোগান, নেতাজি সুভাষের লেখা অর্থাৎ কদম কদম...। নেতাজি বলতেন সব ধর্মকে নিয়ে চলতে হবে। একদিকে ছিলেন হাবিব সাহেব, অন্যদিকে দিকে শাহনওয়াজ খান। এবং দুর্গেশনন্দিনী মন্দির...প্রীতিলতা...রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজিকে দেশনায়ক আখ্যা দিয়েছিলেন।'


মুখ্যমন্ত্রীর সংযোজন,' এই দিনটিতে দেশনায়ক দিবস হিসেবে আমরা পালন করি। একদিকে রবীন্দ্রনাথ, একদিকে নজরুল। ওঁর জন্মদিন জানি, মৃত্যুদিন জানি না। উনি চক্রান্তের শিকার। দুঃখ হয়, কত লড়াই করেছেন দেশের জন্য। কোথায় হারিয়ে গেল, জানতে পারলাম না। তরুণের স্বপ্নে যারা ট্যাব পান, স্মার্ট ফোন কেনার জন্য ১০ হাজার টাকা করে পান, সেই নাম দিয়েছিলেন নেতাজি। ৬৪টি ফাইল পাবলিকের দেখার জন্য দিয়েছি।' 


আরও পড়ুন, কিনলেই মিলবে ডিসকাউন্ট, চুঁচুড়ার মেলায় স্টল দিলেন রচনা বন্দ্যোপাধ্যায় !


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)