West Bengal News Live : চাঁদনি চকে এলআইসি বিল্ডিংয়ে আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

WB News Update : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর একনজরে ।

ABP Ananda Last Updated: 15 Sep 2023 11:32 PM
WB News Live : বিচারপতির ইন্টারভিউয়ে ফেল, চাকরি পাওয়া হল না ২০১৪-র টেট উত্তীর্ণের

বিচারপতির ইন্টারভিউয়ে ফেল, চাকরি পাওয়া হল না ২০১৪-র টেট উত্তীর্ণের

West Bengal News Live : অভিষেকের মুখে পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ উঠলেও মন্তব্যে নারাজ প্রাক্তন শিক্ষামন্ত্রী

অভিষেকের মুখে পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ উঠলেও মন্তব্যে নারাজ প্রাক্তন শিক্ষামন্ত্রী

WB News Live : স্পেনের শিল্পপতিদের বাংলায় লগ্নির আহ্বান মুখ্যমন্ত্রীর

স্পেনের শিল্পপতিদের বাংলায় লগ্নির আহ্বান মুখ্যমন্ত্রীর

West Bengal News Live : স্থায়ী সমিতি নির্বাচন নিয়ে জলঙ্গিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল

মুর্শিদাবাদে ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল, এবার জলঙ্গিতে
স্থায়ী সমিতি নির্বাচন নিয়ে জলঙ্গিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল

WB News Live : স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত ক্লাবও! আদালতে বিস্ফোরক দাবি করল ED

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত ক্লাবও! আদালতে বিস্ফোরক দাবি করল ED। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যর ছেলে সৌভিক ভট্টাচার্য, একটি ক্লাবের মাধ্য়মে টাকা লেনদেন করতেন, দাবি ED-র। সৌভিকের অবশ্য দাবি, ED-র তথ্য অযৌক্তিক। এবিষয়ে সোমবার হলফনামা দেবেন তিনি। 

West Bengal News Live : বর্ষায় বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ

বর্ষায় বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ। জোড়া আতঙ্কে সাধারণ মানুষ। হাওড়া পুরসভা এলাকায় সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে পাঁচশো। মশাবাহিত রোগ রুখতে সতর্কতামূলক প্রচার চালাচ্ছে প্রশাসন।

WB News Live : কলকাতা থেকে জেলা, লাফিয়ে বেড়েছে মুরগির মাংসের দাম

২০০ টাকা পার মুরগির মাংসের দাম। কলকাতা থেকে জেলার বাজার। সর্বত্র লাফিয়ে বেড়েছে মুরগির মাংসের দাম। মুরগির খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে দাম, জানালেন বিক্রেতারা। আচমকা দাম বৃদ্ধিতে মাথায় হাত ক্রেতাদের। 

West Bengal News Live : শালবনিতে জিন্দলদের জমিতে কারখানা সৌরভের

শালবনিতে জিন্দলদের জমিতে কারখানা সৌরভের। কারখানা হবে ৬ মাসে, কর্মসংস্থান ছয় হাজার। জানালেন সৌরভ।

WB News Live : চাঁদনি চকে এলআইসি বিল্ডিংয়ে আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চাঁদনি চকে এলআইসি বিল্ডিংয়ে আগুন
ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি

West Bengal News Live :বিশ্ববিদ্যালয়গুলিতে স্বশাসন বজায় রাখার পক্ষে রাজ্যপাল, দাবি রাজভবন সূত্রে

বিশ্ববিদ্যালয়গুলিতে স্বশাসন বজায় রাখার পক্ষে রাজ্যপাল, দাবি রাজভবন সূত্রে
'বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুক রাজ্য সরকার'
'বিশেষজ্ঞরা মনে করেন, পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদক্ষেপের ফলে' 
'দেশে বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক স্বাধীনতা এবং স্বায়ত্তশাসন 

WB News Live : শালবনিতে ইস্পাত কারখানা গড়বেন সৌরভ

ক্রিকেটার সৌরভ এবার শিল্পপতির ভূমিকায়। শালবনিতে ইস্পাত কারখানা গড়বেন সৌরভ। 

West Bengal News Live :২৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পার্থ, কল্যাণময়, সুবীরেশ-সহ ৫ জনের

নিয়োগ দুর্নীতি মামলায় জেলেই পার্থ চট্টোপাধ্যায়
২৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পার্থ, কল্যাণময়, সুবীরেশ-সহ ৫ জনের
জামিনের আর্জির শুনানির জন্য বিশেষ দিন ধার্য করার আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের
'পৃথক কোনও দিন নয়, নির্ধারিত তারিখেই হবে শুনানি'
বিশেষ দিনে শুনানির আর্জি খারিজ করে মন্তব্য বিশেষ সিবিআই আদালতের 
এরপরই আবেদন প্রত্যাহার করে নেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী

WB News Live : মুর্শিদাবাদে ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল, এবার জলঙ্গিতে

মুর্শিদাবাদে ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল, এবার জলঙ্গিতে

West Bengal News Live : স্থায়ী উপাচার্য নিয়োগে রাজ্যপাল বনাম রাজ্য সরকার সংঘাতে হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের

স্থায়ী উপাচার্য নিয়োগে রাজ্যপাল বনাম রাজ্য সরকার সংঘাতে হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের। সার্চ কমিটি তৈরি করে দেবে সর্বোচ্চ আদালত। রাজ্য, আচার্য, ইউজিসিকে নাম পাঠানোর নির্দেশ।

WB News Live : স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত ক্লাবও!

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত ক্লাবও! আদালতে বিস্ফোরক দাবি ইডি-র।মানিক ভট্টাচার্যর ছেলে শৌভিকের বিরুদ্ধে ক্লাব থেকে টাকা লেনদেনের তথ্য পেশ ইডি-র। অভিযোগ অস্বীকার মানিকপুত্রর।

West Bengal News Live : বাংলা শিল্পের প্রতি যত্নশীল: মমতা বন্দ্যোপাধ্যায় 

বাংলা শিল্পের প্রতি যত্নশীল: মমতা বন্দ্যোপাধ্যায় 

WB News Live : মাদ্রিদে বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী 

মাদ্রিদে বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী 

West Bengal News Live : বিচারপতির 'ইন্টারভিউয়ে' ফেল, চাকরি পাওয়া হল না ২০১৪-র টেট উত্তীর্ণের

বিচারপতির 'ইন্টারভিউয়ে' ফেল, চাকরি পাওয়া হল না ২০১৪-র টেট উত্তীর্ণের

WB News Live : 'কবে রানিনগর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি নির্বাচন করা সম্ভব ?'  রাজ্যের কাছে জানতে চাইল আদালত

'কবে রানিনগর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি নির্বাচন করা সম্ভব ?' 
রাজ্যের কাছে জানতে চাইল আদালত

West Bengal News Live : নিয়োগ দুর্নীতি মামলায় নতুন তথ্য ইডি-র

নিয়োগ দুর্নীতি মামলায় নতুন তথ্য ইডি-র। নিয়োগ দুর্নীতিতে এবার মিলেছে ক্লাব যোগ, আদালতে জানাল ইডি । 'একটি ক্লাব থেকে টাকার লেনদেন করতেন মানিক ভট্টাচার্যর ছেলে সৌভিক ভট্টাচার্য। একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গেও সরাসরি যোগ রয়েছে সৌভিকের', আদালতে দাবি ইডি-র। ইডি- র তথ্য অযৌক্তিক, দাবি সৌভিক ভট্টাচার্যর। সোমবার আদালতে হলফনামা দিয়ে জানাবেন সৌভিক ভট্টাচার্য। মামলার পরবর্তী শুনানি সোমবার

WB News Live : স্থায়ী উপাচার্য নিয়োগে এবার সার্চ কমিটি তৈরি করে দেবে সুপ্রিম কোর্ট

স্থায়ী উপাচার্য নিয়োগে এবার সার্চ কমিটি তৈরি করে দেবে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার, আচার্য এবং ইউজিসি-কে, ৩-৫ জন বিশিষ্ট ব্যক্তির নাম পাঠানোর নির্দেশ। ২৫ সেপ্টেম্বরের মধ্যে নাম পাঠানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। 

West Bengal News Live : রানিনগরে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি নির্বাচন কবে সম্ভব, রাজ্যের কাছে প্রশ্ন আদালতের

রানিনগরে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি নির্বাচন কবে সম্ভব হবে? রাজ্য সরকারের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। ১৯ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট তলব করেছেন বিচারপতি অমৃতা সিন্হা। 

WB News Live : একটি ক্লাব থেকে টাকার লেনদেন করতেন মানিক ভট্টাচার্যর ছেলে, আদালতে দাবি ইডি-র

নিয়োগ দুর্নীতি মামলায় নতুন তথ্য ইডি-র। নিয়োগ দুর্নীতিতে এবার মিলেছে ক্লাব যোগ, আদালতে জানাল ইডি । 'একটি ক্লাব থেকে টাকার লেনদেন করতেন মানিক ভট্টাচার্যর ছেলে সৌভিক ভট্টাচার্য'। 'একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গেও সরাসরি যোগ রয়েছে সৌভিকের', আদালতে দাবি ইডি-র। 

West Bengal News Live : বিজেপির অনুষ্ঠানে টাকা চাওয়ার অভিযোগ ঘিরে শান্তিপুরে কাজিয়া

বিজেপির অনুষ্ঠানে টাকা চাওয়ার অভিযোগ ঘিরে শান্তিপুরে কাজিয়া। গতকাল আমার মাটি আমার দেশ অনুষ্ঠান উপলক্ষে ফুলিয়ায় এসেছিলেন শুভেন্দু। অনুষ্ঠান উপলক্ষে ব্যবসায়ীর কাছ থেকে মোটা টাকা চাওয়ার অভিযোগ বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে। 

WB News Live : ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য, গভীর রাতে রেড রোডের ধারে পাঁচিলে ধাক্কা

রেড রোডে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। গতকাল গভীর রাতে রেড রোডের ধারে পাঁচিলে ধাক্কা মারে বেপরোয়া ডাম্পার। ধাক্কায় ভেঙে যায় একটি ত্রিফলা বাতিস্তম্ভ। ওই ডাম্পারের কোনও হদিশ পায়নি পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে ডাম্পারের খোঁজ করছে পুলিশ। 

WB News Live : । পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চলছে না মেট্রো

সিগন্যালিং-এর গন্ডগোলের জেরে বন্ধ মেট্রো চলাচল। পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চলছে না মেট্রো। আপাতত মেট্রো চলছে দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক। ময়দান থেকে নিউ গড়িয়া পর্যন্তও মেট্রো চলাচল করছে। 

Anubrata Mondal News : ফের পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি। ২২ সেপ্টেম্বর পরবর্তী শুনানি। 

WB News Live : ফের এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল রাজ্যে

ফের এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল রাজ্যে। আজ ভোরে মৃত্যু হয় দক্ষিণ কলকাতার বাসিন্দা এক চিকিৎসকের। পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। বাড়িতেই চলছিল চিকিৎসা। আচমকা প্লেটলেটের পরিমাণ কমে যাওয়ায় মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন চিকিৎসা চলার পর আজ ভোরে মৃত্যু হয় ওই চিকিৎসকের।

WB News Live : তৃণমূল নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার ফ্রেজারগঞ্জে

ফ্রেজারগঞ্জে তৃণমূল নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হল এক মহিলাকে। ধৃতের অভিযোগ, চাকরি ও সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে এলাকার বহু মানুষের থেকে হাজার হাজার টাকা আত্মসাৎ করেন ওই তৃণমূল নেতা।

WB News Live : অবৈধ প্রবেশ রুখল বিএসএফ, গ্রেফতার করা হয়েছে ৪৫ জন অনুপ্রবেশকারীকে

সীমান্তে অবৈধ প্রবেশ রুখল বিএসএফ। গ্রেফতার করা হয়েছে ৪৫ জন অনুপ্রবেশকারীকে। উত্তর ২৪ পরগনার বাগদার কাছে সীমা চৌকি সিংগামোরার জওয়ানরা ৩টি আলাদা ঘটনায় ৩৮ জন বাংলাদেশি ও ভারতীয় অনুপ্রবেশকারীকে পাকড়াও করে। এর পাশাপাশি, অন্য একটি ঘটনায়, ৬৮ ব্যাটালিয়নের সীমা চৌকি রনঘাটের জওয়ানরা ৭ জনকে গ্রেফতার করে।

SSC এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ, দুর্নীতির টুইন টাওয়ার : CBI

SSC এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ, দুর্নীতির টুইন টাওয়ার। হাইকোর্টে এমনই মন্তব্য় করল CBI. নিয়োগ দুর্নীতির তদন্তে, চলচ্চিত্র জগতের যাঁদের নাম জড়িয়েছে,তাঁদেরও সম্পত্তির খতিয়ান তলব করলেন বিচারপতি। এদিকে, লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ফাইল ডাউনলোড মামলায়, হাইকোর্টে ধাক্কা খেল কলকাতা পুলিশ।

SSC এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ, দুর্নীতির টুইন টাওয়ার : CBI

SSC এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ, দুর্নীতির টুইন টাওয়ার। হাইকোর্টে এমনই মন্তব্য় করল CBI. নিয়োগ দুর্নীতির তদন্তে, চলচ্চিত্র জগতের যাঁদের নাম জড়িয়েছে,তাঁদেরও সম্পত্তির খতিয়ান তলব করলেন বিচারপতি। এদিকে, লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ফাইল ডাউনলোড মামলায়, হাইকোর্টে ধাক্কা খেল কলকাতা পুলিশ।

WB News Live : স্পেনের রাজধানীর পথে মমতার মর্নিং ওয়াক

গুড মর্নিং ফ্রম মাদ্রিদ! স্পেন সফরের দ্বিতীয় দিন। অভ্যাস মতোই স্পেনের রাজধানীর পথে মর্নিং ওয়াক সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখলেন মাদ্রিদ সেন্ট্রাল পার্ক। অ্যাকর্ডিয়ানে ঝালিয়ে নিলেন উই শ্যাল ওভারকামের সুর। 

WB News Live : হায়দরাবাদে কর্মরত অধ্য়াপকের কাছ থেকে প্রায় প্রায় ৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ AI প্রযুক্তি ব্যবহার করে

অভিনব কায়দায় প্রতারণা! আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের সাহায্য় নিয়ে, পুলিশ ও সিবিআই অফিসার সেজে হায়দরাবাদে কর্মরত এক বাঙালি অধ্য়াপকের কাছ থেকে প্রায় প্রায় ৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। হায়দরাবাদ পুলিশ সূত্রে খবর, AI-এর মাধ্য়মে লিপ সিঙ্ক করিয়ে প্রতারণার ফাঁদ পাতে অভিযুক্তরা। ঘটনার তদন্ত করছে হায়দরাবাদের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট। 

WB News Live : উদয়ন গুহকে হাত ভাঙা গব্বর বলে কটাক্ষ নিশীথ প্রামাণিকের

এবার দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে হাত ভাঙা গব্বর বলে কটাক্ষ করলেন নিশীথ প্রামাণিক। কোচবিহারের বুড়ির হাটে বিজেপির সভা থেকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর সঙ্গে হিসাব বুঝে নেওয়ারও হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। যোগ্য জবাব সভা থেকেই দেব, নিশীথ প্রামাণিকের উদ্দেশে পাল্টা হুঙ্কার দিয়েছেন উদয়ন গুহ।

WB News Live : ফিরহাদ হাকিমের মেয়ের হোর্ডিংয়ে নেই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি!

বিরোধী জোটের সমর্থনে চেতলায় হোর্ডিং লাগিয়েছেন ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। 
কিন্তু ওই হোর্ডিংয়ে রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরির সঙ্গে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি থাকলেও, নেই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি! তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য় সাধারণ সম্পাদক প্রিয়দর্শিনী অবশ্য দাবি করেছেন, দলের মুখ হিসেবেই মমতার ছবি দেওয়া হয়েছে।

প্রেক্ষাপট


  • নিয়োগ দুর্নীতি ((Recruitment Scam) মামলায় এবার অভিষেকের সম্পত্তির হিসেব চাইল হাইকোর্ট। লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps and Bound) ডিরেক্টর ও সিইও-র সম্পত্তির হিসেব তলব।

  •  ইডির নজরে অভিষেকের (Abhishek Banerjee) সম্পত্তি। তার ও পরিবারের সংক্রান্ত তথ্য চাইল ইডি। (ED) লুকোনোর তো কিছু নেই, পাল্টা তৃণমূল।

  •  লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ফাইল ডাউনলোড মামলায় ধাক্কা পুলিশের। ইডির কাছে চাইতে পারবে না তথ্য। মৌখিক নির্দেশ বিচারপতি সিন্হার।

  •  নারদ-তদন্তে সোমবার তলব। সিবিআইকে পাল্টা চিঠি ম্যাথ্যু স্যামুয়েলের। স্বাস্থ্যের কারণ দেখিয়ে বাড়ির কাছাকাছি কোথাও হাজিরা দেওয়ার আবেদন।

  •  এজেন্সিকে নিশানা অভিষেকের, জবাব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর, ' ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি '

  • রাজ্য-রাজ্যপাল সংঘাতে নতুন মোড়। আচার্যকে আইনি নোটিস ১২ প্রাক্তন উপাচার্যের। ১৫ দিনের মধ্যে ক্ষমা না চাইলে মানহানির মামলার হুঁশিয়ারি।

  • গরুপাচার মামলায় তিহাড় জেলে বন্দি কেষ্টর জমানা কি শেষের পথে? ব্যাটন যাচ্ছে বিরোধী বলে পরিচিত কাজলের হাতে? ২ কর্মাধ্যক্ষের পদ ছাড়া নিয়ে জল্পনা।

  • লা লিগার উদ্যোগে বাংলায় হবে ফুটবল অ্যাকাডেমি। স্বাক্ষরিত হল মউ। লন্ডন থেকে সপরিবারে এলেন সৌরভ। (

  •  লা লিগার সঙ্গে রাজ্য সরকারের চুক্তি। উপকৃত হবে বাংলার ফুটবল, বলছেন সৌরভ।

  • স্পেন সফরে মুখ্যমন্ত্রী। লগ্নি টানতে বহুজাতিক সংস্থার সঙ্গে বৈঠক। মাদ্রিদের রাস্তায় বাজালেন অ্যাকোর্ডিয়ান। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.