WB News Live Updates: অভিনেত্রীর মৃত্যুর পিছনে কি সম্পর্কের টানাপড়েন? নাকি দায়ী অর্থসংক্রান্ত কোনও সমস্যা

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের চটজলদি আপডেট

abp ananda Last Updated: 17 May 2022 12:02 AM
WB News Live Updates: সিঁথি মোড়ে চালকের উপর 'হামলা', প্রতিবাদে বন্ধ অটো

সিঁথি মোড়ে চালকের উপর হামলার অভিযোগ, প্রতিবাদে অটো বন্ধ। সিঁথির মোড় থেকে মিল্ক কলোনি পর্যন্ত অটো রুটে ‘হামলা’। পার্কিং নিয়ে বচসার জেরে অটো চালককে মারধরের অভিযোগ। প্রতিবাদে অটো রুট বন্ধ করে বিক্ষোভ, যাত্রীদের চূড়ান্ত দুর্ভোগ।

West Bengal News Live: রাতের নিউটাউনে অটোর 'দৌরাত্ম্য'

রাতের নিউটাউনে অটোর দৌরাত্ম্য, রেহাই নেই অন্তঃসত্ত্বারও! নিউটাউনের সাপুরজির কাছে গাড়ি পার্ক করা নিয়ে বচসায় হামলা। অটো চালকের বিরুদ্ধে অন্তঃসত্ত্বাকে হেনস্থা, স্বামীকে মারধরের অভিযোগ। সল্টলেক থেকে নিউটাউনের বাড়ি ফেরার সময় হামলার অভিযোগ।

WB News Live Updates: ঋণের হার বাড়াল এসবিআই

এইচডিএফসির পর ঋণে সুদের হার বাড়তে চলেছে এসবিআইতেও। ১০ বেসিস পয়েন্ট ঋণের হার বাড়াল এসবিআই।

West Bengal News Live: শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশের অভিযানের অভিযোগ নিয়ে মুখ্যসচিবের কাছে জবাব চাইলেন রাজ্যপাল

কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি সংলগ্ন এলাকায় পুলিশের টহল। নজরদারির অভিযোগ তুলেছে বিজেপি। যদিও, তা মানতে নারাজ তৃণমূল। এর মধ্যেই, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশের অভিযানের অভিযোগ নিয়ে মুখ্যসচিবের কাছে জবাব চাইলেন রাজ্যপাল।

WB News Live Updates: সময়ের আগেই আন্দামান সাগরে বর্ষা

সময়ের আগেই আন্দামান সাগরে ঢুকল বর্ষা। সময়ের আগেই ২৭ মে কেরলে ঢুকছে বর্ষা। আন্দামান-কেরলের পথে বাংলাতেও কি আগে ঢুকছে বর্ষা? ১৭ মে-র পরে রাজস্থান, পাঞ্জাব, দিল্লিতে তাপপ্রবাহের সম্ভাবনা কম।

West Bengal News Live: এবার দাম কমল করবেভ্যাক্সের

কোভিশিল্ড, কোভ্যাক্সিনের পর এবার দাম কমল করবেভ্যাক্সের। ৮৪০ টাকা থেকে করবেভ্যাক্সের দাম কমে হল ৪০০ টাকা। সার্ভিস চার্জ দিয়ে বেসরকারি ক্ষেত্রে ৪০০ টাকায় মিলবে করবেভ্যাক্স। বর্তমানে ১২ থেকে ১৪ বয়সীদের দেওয়া হচ্ছে করবেভ্যাক্স।

WB News Live Updates: সোমবার শুরু বউবাজারের একটি বাড়ির বিপজ্জনক অংশ ভাঙার কাজ

মেট্রোর কাজের জন্য বউবাজারে পরপর বাড়িতে ফাটল। সোমবার শুরু হল একটি বাড়ির বিপজ্জনক অংশ ভাঙার কাজ। বাড়ি ভাঙার আগে, CESC-র তরফে বিদ্যুত বিচ্ছিন্ন করা হয়।

West Bengal News Live: পল্লবীর পরিবারের অভিযোগ ওড়ালেন ঐন্দ্রিলা

লিভ ইন পার্টনার সাগ্নিক ও পল্লবীর বান্ধবী ঐন্দ্রিলার বিরুদ্ধে খুনের অভিযোগ। ‘সাগ্নিকের সঙ্গে অন্য কোনও সম্পর্ক ছিল না। পল্লবী আমার ভাল বন্ধু, সাগ্নিকও ভাল বন্ধু। গতকাল সারাদিন এমআর বাঙুর হাসপাতালে ছিলাম। পল্লবীর উপস্থিতিতে ওদের ফ্ল্যাটে একবারই গিয়েছিলাম।
পল্লবীর পরিবারের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি ঐন্দ্রিলার

WB News Live Updates: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে পোস্টার

ক্যাম্পাসে আসছেন না উপাচার্য। বাড়ি থেকে সামলাচ্ছেন কাজ। এই পরিস্থিতিতে, নিখোঁজ পোস্টার পড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে। 

West Bengal News Live: নিউটাউনে রামকৃষ্ণ মিশনের বিবেক তীর্থ নতুন অডিটোরিয়ামের উদ্বোধন

নিউটাউনে রামকৃষ্ণ মিশনের বিবেক তীর্থ নতুন অডিটোরিয়ামের উদ্বোধন। বুদ্ধ পূর্ণিমার দিন অডিটোরিয়ামের উদ্বোধন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি। আর্ট ইনস্টিটিউট শিকাগোর আদলে তৈরি করা হয়েছে এই অডিটোরিয়াম।

WB News Live Updates: অর্থসংক্রান্ত কোনও সমস্যা ছিল কি পল্লবী?

প্রায় ১৫ লক্ষ টাকার জয়েন্ট ফিক্সড ডিপোজিট ছিল পল্লবী-সাগ্নিকের। পল্লবীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি সাগ্নিক। অর্থ সংক্রান্ত কোনও জটিলতা ছিল?

West Bengal News Live: অভিনেত্রীর রহস্যমৃত্যুতে একাধিক প্রশ্ন

পল্লবীর রহস্যমৃত্যুতে উঠছে একাধিক প্রশ্ন। খতিয়ে দেখা হচ্ছে টাকাপয়সা সংক্রান্ত দিকও।

WB News Live Updates: বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির প্রাথমিক পরিদর্শন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির সমীক্ষা শুরুর আগে প্রাথমিক পরিদর্শন করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সয়েল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রামেন্দু বিকাশ সাহু। এই সপ্তাহের শেষে জমা পড়বে প্রাথমিক রিপোর্ট।

West Bengal News Live: আবার শ্যুটআউট, এবার গুলি চলল আদ্রায়

ভরদুপুরে পুরুলিয়ার আদ্রায় শ্যুটআউট, গুলিবিদ্ধ ২। আদ্রার রেল ইয়ার্ডে ৪ দুষ্কৃতীর হামলায় ২ শ্রমিক আহত। ৯ রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা, খবর পুলিশ সূত্রে। শ্যুটআউটের পর শ্রমিকদের ফোন, টাকা লুঠেরও অভিযোগ।

WB News Live Updates: লিভ ইন পার্টনার ও বান্ধবী বিরুদ্ধে খুনের অভিযোগ পল্লবীর পরিবারের 

অভিনেত্রী পল্লবী দে-র রহস্যমৃত্যু। গড়ফা থানায় অভিযোগ দায়ের পল্লবীর পরিবারের। লিভ ইন পার্টনার সাগ্নিক ও পল্লবীর বান্ধবী ঐন্দ্রিলার বিরুদ্ধে খুনের অভিযোগ পল্লবীর পরিবারের। 

West Bengal News Live: জে পি নাড্ডার সঙ্গে দেখা করতে দিল্লিতে অর্জুন সিং

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের জন্য দিল্লি গেলেন অর্জুন সিং। বৈঠকের আগের দিনই দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। দলীয় পদে থাকলেও গুরুত্বহীন করে রাখার অভিযোগ তুলছেন তিনি। সেইসঙ্গে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের দলের অনেকে বহিরাগত মনে করেন বলে অভিযোগ ব্যারাকপুরের বিজেপি সাংসদের।  

WB News Live Updates: ব্যারাকপুরে শ্যুটআউট, এলাকায় চাঞ্চল্য

ব্যারাকপুরে ভর দুপুরে শ্যুটআউট, গুলিবিদ্ধ ২।

West Bengal News Live: বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে সিবিআই তলব

বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে সিবিআই তলব। কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিত্‍ সরকারের মৃত্যুর ঘটনায় তলব। বুধবার সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ, খবর সিবিআই সূত্রে। গত শনিবার পরেশ পালকে সিবিআই জিজ্ঞাসাবাদের দাবি তুলেছিলেন অভিজিতের দাদা বিশ্বজিত্‍। সিজিও কমপ্লেক্সের সামনে ধর্নাতেও বসেছিলেন বিশ্বজিত্‍ সরকার। 

WB News Live Updates: বউবাজারে বাড়ি ভাঙা শুরুর আগে চলছে প্রস্তুতি

বাড়ি ভাঙা শুরুর আগে চলছে প্রস্তুতি। ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন সিইএসসি-র কর্মীরা। যে বাড়িগুলি ভাঙা হচ্ছে তার আশপাশে এবং এলাকার অন্যান্য বাড়িতে যাতে কাজ চলার সময় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন না হয়ে যায় সেজন্যই কাজ করছেন সিইএসসি-র কর্মীরা। 

West Bengal News Live: জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের জন্য দিল্লি গেলেন অর্জুন

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের জন্য দিল্লি গেলেন অর্জুন সিং। বৈঠকের আগের দিনই দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। দলীয় পদে থাকলেও গুরুত্বহীন করে রাখার অভিযোগ তুলছেন তিনি। সেইসঙ্গে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের দলের অনেকে বহিরাগত মনে করেন বলে অভিযোগ ব্যারাকপুরের বিজেপি সাংসদের। 

WB News Live Updates: বউবাজারে ক্ষতিগ্রস্ত ২টি বাড়ি ভাঙার কাজ আজ শুরু

বউবাজারে ক্ষতিগ্রস্ত ২টি বাড়ি আংশিক ভাঙার কাজ আজ শুরু হবে। চলছে প্রস্তুতি। KMRCL সূত্রে খবর, আংশিক ভাঙার পর যদি দেখা যায়, বাড়ির বাকি অংশ নিরাপদ, তাহলে সেই অংশটি আর ভাঙা হবে না। কিন্তু যদি দেখা যায়, বাকি অংশ বিপজ্জনক, তাহলে পুরো বাড়িটিই ভেঙে ফেলা হবে। ওই এলাকার বাকি বাড়িগুলির ক্ষেত্রে কলকাতা পুরসভার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে KMRCL সূত্রে খবর। পরামর্শ নেওয়া হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদেরও। 

West Bengal News Live: নিউটাউনে রামকৃষ্ণ মিশনের নতুন অডিটোরিয়ামের আজ উদ্বোধন

নিউটাউনে রামকৃষ্ণ মিশনের বিবেক তীর্থ নতুন অডিটোরিয়ামের আজ উদ্বোধন হবে। বুদ্ধ পূর্ণিমার দিন অডিটোরিয়ামের উদ্বোধন করবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি। আর্ট ইনস্টিটিউট শিকাগোর আদলে তৈরি করা হয়েছে এই অডিটোরিয়াম।  

WB News Live Updates: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে অফলাইনে

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে অফলাইনে। স্রোতের বিরুদ্ধে হেঁটে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের। স্নাতক ও স্নাতকোত্তরের সব পরীক্ষাই হবে অফলাইনে, জানালেন উপাচার্য। বিদ্যাসাগর, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে অনলাইনে। 

West Bengal News Live: মুর্শিদাবাদে পানীয় জলের ট্যাঙ্ক সংস্কারের সময় বিপত্তি

মুর্শিদাবাদ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে পানীয় জলের ট্যাঙ্ক সংস্কারের সময় বিপত্তি। স্থানীয় সূত্রে দাবি, আচমকাই মাটির নীচ থেকে ঝাঁঝাঁলো গ্যাস বের হতে থাকে। এর জেরে অসুস্থ হয়ে পড়েন ১৫ জন। তাঁদের লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে গ্যাস বেরনো বন্ধ করার চেষ্টা চালাচ্ছেন। দমকলের মতে, ক্লোরিন গ্যাসে অসুস্থ হয়েছেন এঁরা। 

WB News Live Updates: 'সাগ্নিকের সঙ্গে অশান্তি চরমে উঠত অভিনেত্রীর'

পল্লবীর পরিবারের দাবি, লিভ ইন পার্টনার সাগ্নিকের সঙ্গে একাধিক জয়েন্ট অ্যাকাউন্ট ছিল পল্লবীর। প্রায় ১৫ লক্ষ টাকার জয়েন্ট ফিক্সড ডিপোজিট ছিল পল্লবী-সাগ্নিকের। 
পল্লবীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি সাগ্নিক। সাগ্নিক ও তাঁর বাবার নামে ৮০ লক্ষ টাকার ফ্ল্যাট কেনা হয় নিউটাউনে। দামি গাড়িও কেনেন সাগ্নিক। ফ্ল্যাট ও গাড়ি কেনায় বড় অঙ্কের টাকা দিয়েছিলেন পল্লবী। সম্প্রতি আর্থিক সমস্যায় ভুগছিলেন পল্লবী। সাগ্নিকের সঙ্গে অশান্তি চরমে উঠত অভিনেত্রীর। দাবি অভিনেত্রী পল্লবী দে-র পরিবারের। সাগ্নিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়েরের ভাবনা পরিবারের।

West Bengal News Live: অভিনেত্রী পল্লবী দে-র রহস্যমৃত্যু, চাঞ্চল্যকর দাবি পরিবারের

অভিনেত্রী পল্লবী দে-র রহস্যমৃত্যু, চাঞ্চল্যকর দাবি পরিবারের। কয়েক বছর আগে পল্লবীরই এক বান্ধবীকে বিয়ে করেছিলেন সাগ্নিক। রেজিস্ট্রি ম্যারেজের সাক্ষী হিসেবে সই করেন পল্লবী। বছরখানেক পর সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সাগ্নিক। তারপর থেকে পল্লবীর সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন সাগ্নিক বলে দাবি পরিবারের।

WB News Live Updates: ডোমজুড় খুনের ঘটনায় গ্রেফতার ১ মহিলা

হাওড়ার ডোমজুড়ে ভাড়াটে খুনিকে দিয়ে তাপস গলুই নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগে স্থানীয় এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। ডোমজুড়ের মাকড়দহে বাড়ির কিছুটা দূরে গুলি করে খুন করা হয় তাপস গলুইকে। 

West Bengal News Live: ভরা কটালে সমুদ্র বাঁধের ফাটল দিয়েই গ্রামে জল ঢোকা শুরু

ভরা কটালে সমুদ্র বাঁধের ফাটল দিয়েই দক্ষিণ ২৪ পরগনার সাগরের মহিষমারিতে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। গ্রামবাসীদের দাবি, ইতিমধ্যেই অনেক চাষের জমি চলে গেছে জলের তলায়। বাঁধের কাছাকাছি কয়েকটি বাড়ি জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা দিখা দিয়েছে। তবে সূত্রের খবর, স্থানীয় প্রশাসনের দাবি, বাঁধ মেরামতির জন্য সরঞ্জাম থাকলেও ভরা কটালের জন্য মেরামতির কাজ করা যাচ্ছে না।  

WB News Live Updates: মহেশতলায় একটি ক্লাবে দুষ্কৃতীদের হামলার অভিযোগ

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় একটি ক্লাবে দুষ্কৃতীদের হামলার অভিযোগ। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটেছে মহেশতলার ২২ নম্বর ওয়ার্ডে, ধরের বাগানে। ক্লাব সদস্যদের দাবি, তাঁরা এলাকায় অবৈধ নির্মাণের প্রতিবাদ করেছিলেন। অভিযোগ, সেই কারণেই প্রোমোটারের লোকজন লাঠি, হকিস্টিক নিয়ে ক্লাবের মিটিং চলাকালীন হামলা চালায়। ক্লাব সদস্যদের দাবি, লাঠি, চেয়ার তুলে নিয়ে তাঁদের মারধর করা হয়। ঘটনায় ক্লাবের ১৫ জন সদস্য আহত হয়েছেন। ঘটনায় মহেশতলা থানায় দায়ের হয়েছে অভিযোগ। 

West Bengal News Live: ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র দুষ্কৃতীদের লুঠপাট, এলাকায় চাঞ্চল্য

মুর্শিদাবাদের বেলডাঙায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র দুষ্কৃতীদের লুঠপাট চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গতকাল রাতে ওই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় ব্যবসায়ী বাড়িতে ছিলেন না। অভিযোগ, কালো কাপড়ে মুখ ঢেকে ২ সশস্ত্র দুষ্কৃতী বাড়িতে হানা দেয়। ব্যবসায়ীর স্ত্রী ও শিশুপুত্রের হাত-মুখ বেঁধে তারা সোনা ও নগদ লুঠ করে পালায় বলে অভিযোগ। বেলডাঙা থানায় দায়ের হয়েছে অভিযোগ। 

WB News Live Updates: ভাঙড়ে কাঠের মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল

। দমকলের একটি ইঞ্জিন প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সে সময় কোনও কর্মী ওই কাঠের মিলে ছিলেন না। মিল মালিকের দাবি, বহুমূল্যের কাঠ পুড়ে গেছে। কী থেকে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল। 

West Bengal News Live: ভাঙড়ে কাঠের মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে কাঠের মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। দমকল সূত্রে খবর, কাশীপুরের ওই কাঠের মিলে গতকাল রাত ২টো নাগাদ আগুন লাগে। প্রচুর কাঠ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। 

WB News Live Updates: বিমলের GTA নির্বাচন স্থগিতের দাবি প্রসঙ্গে খোঁচা দিলীপ ঘোষের

'বিমল গুরুং হারিয়ে গিয়েছিলেন। এখন GTA নির্বাচন স্থগিত রাখার দাবি তুলে তিনি পাহাড়ে জমি ফিরে পাওয়ার চেষ্টা করছেন।' বিমলের GTA নির্বাচন স্থগিতের দাবি প্রসঙ্গে খোঁচা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। সম্প্রতি পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত GTA নির্বাচন স্থগিত রাখার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং।  

West Bengal News Live: বউবাজারে ক্ষতিগ্রস্ত ২টি বাড়ি আংশিক ভাঙার কাজ আজ শুরু হবে

যদি দেখা যায়, বাকি অংশ বিপজ্জনক, তাহলে পুরো বাড়িটিই ভেঙে ফেলা হবে। ওই এলাকার বাকি বাড়িগুলির ক্ষেত্রে কলকাতা পুরসভার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে KMRCL সূত্রে খবর। পরামর্শ নেওয়া হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদেরও। 

WB News Live Updates: বউবাজারে ক্ষতিগ্রস্ত ২টি বাড়ি আংশিক ভাঙার কাজ আজ শুরু হবে

বউবাজারে ক্ষতিগ্রস্ত ২টি বাড়ি আংশিক ভাঙার কাজ আজ শুরু হবে। KMRCL সূত্রে খবর, আংশিক ভাঙার পর যদি দেখা যায়, বাড়ির বাকি অংশ নিরাপদ, তাহলে সেই অংশটি আর ভাঙা হবে না।

West Bengal News Live: ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে বউবাজারে বিপর্যয়, অব্যাহত তরজা

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে বউবাজারে বিপর্যয়। যা নিয়ে অব্যাহত তরজা। পরপর বিপত্তির জন্য তৃণমূলকেই ফের কাঠগড়ায় তুলেছেন দিলীপ ঘোষ। অর্বাচিনের মতো কথা, পাল্টা জবাব তৃণমূলের। এই ঘটনায় একযোগে কেন্দ্র ও রাজ্যকেই দায়ী করেছে সিপিএম।

WB News Live Updates: গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার অভিনেত্রীর ঝুলন্ত দেহ

অভিনেত্রী পল্লবী দে-র অস্বাভাবিক মৃত্যু। গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। খুন করা হয়েছে বলে অভিযোগ বাবার। ডিপ্রেসনে ভূগছিলেন পল্লবী, জিজ্ঞাসাবাদের মুখে দাবি লিভ ইন পার্টনারের। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ আত্মঘাতী হয়েছেন অভিনেত্রী।

West Bengal News Live: নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশ

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশ। ভিডিও পোস্ট করে ট্যুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। মুখ্যসচিবের কাছে চাইলেন রিপোর্ট। রাজ্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। এক বিজেপি নেতার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়েই পুলিশ গেছিল। জানালেন SDPO। 

প্রেক্ষাপট

পদ, পেন দেওয়া হয়েছে, কালি দেওয়া হয়নি। নিধিরাম সর্দার করে রাখা হয়েছে। ঘরে বসে সংগঠন চালানো যায় না। নাড্ডার (J P Nadda) সঙ্গে বৈঠকের আগে বঙ্গ বিজেপি নেতৃত্বকে নিশানা অর্জুনের (Arjun Singh)। 'সহ সভাপতি আমি, সঞ্চালক অন্য কেউ। এখনও পর্যন্ত সাংসদ, সহ সভাপতি আছি। জানি না কালকে রাখবে কি না।' বিস্ফোরক বিজেপি সাংসদ অর্জুন সিংহ। 'ভাষণ দিয়ে বুথে লোক না থাকলে জেতা যাবে না। আসানসোলে ৩ লক্ষ ভোটে দল হারবে জানিয়েছিলাম।' দাবি অর্জুনের। স্বীকার অগ্নিমিত্রার।


মেট্রোর (Metro) কাজে বউবাজারে (Bowbazar) পরপর বাড়িতে ফাটল। আজ দুর্গাপিটুরি লেনের দুটি বাড়ি আংশিক ভাঙার সিদ্ধান্ত। যাদবপুরের (Jadavpur) রিপোর্টের পর বাকি বাড়ি নিয়ে ভাবনা। বউবাজারে বাড়ি বিপর্যয়ের জেরে আতঙ্কিত খোদ তৃণমূল বিধায়কের পরিবার।


টিভি সিরিয়ালের নামী অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু। গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার পল্লবী দের (Pallavi Dey) ঝুলন্ত দেহ। লিভ ইন পার্টনারকে জিজ্ঞাসাবাদ পুলিশের। ঋণ নিয়ে কেনা সোনার গয়নার ইএমআই শোধ করা নিয়ে ডিপ্রেশনে ভুগছিল পল্লবী। নতুন কাজ আসছিল না। জিজ্ঞাসাবাদে দাবি লিভ ইন পার্টনারের। পুলিশ সূত্রে খবর।


বিবাহিত ছিল সাগ্নিক। পল্লবীর বান্ধবীর সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিল লিভ ইন পার্টনার। অশান্তি হত দুজনের মধ্যে। বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর মেসোমশাইয়ের।


বিয়েতে রাজি ছিলাম, কিন্তু ছেলের বাড়ির মত ছিল না। খুন করা হয়েছে, দাবি অভিনেত্রীর বাবার। যাতায়াত ছিল বাড়িতে। পাল্টা পল্লবীর সঙ্গীর বাবার। আত্মহত্যা, জানাল পুলিশ।


নন্দীগ্রামে শুভেন্দুর অফিসে পুলিশ। ষড়যন্ত্র দাবি শুভেন্দুর। মুখসচিবের রিপোর্ট তলব ধনকড়ের। বিজেপি নেতার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গিয়েছিল পুলিশ, জানালেন এসডিপিও।


জামুড়িয়ায় কেটারিং সংস্থার সঙ্গে সংঘর্ষে মৃত্যু বর্ধমানের যুবকের। গ্রেফতার তৃণমূল নেতা। দল না দেখে গ্রেফতার রাজ্যের বৈশিষ্ট্য। প্রতিক্রিয়া মলয় ঘটকের।


সময়ের আগেই বঙ্গে বর্ষা ঢোকার জোরাল সম্ভাবনা। নির্ধারিত সময়ের ৪ দিন আগে কেরলে ধারাপাত, জানাল মৌসম ভবন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.